Class 8 Geography (WBBSE)
Chapter 8
ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক
পাঠ্যপুস্তকে প্রদত্ত অনুশীলনীর প্রশ্নোত্তর
পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নং 74
প্রশ্ন 1: ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা ক-টি?
প্রশ্ন 2: প্রতিবেশী দেশগুলির কোল্টিন্ট ভারতের কোন্ দিকে আছে?
প্রশ্ন 3: কোন্ কোন্ প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের স্থলভাগের সীমানা রয়েছে?
প্রশ্ন 4: কোন্ প্রতিবেশী দেশের তিন দিক ঘিরে রয়েছে ভারতের সীমানা?
প্রশ্ন 5 : সম্পূর্ণ স্থলবেষ্টিত ভারতের দুটি প্রতিবেশী দেশের নাম বলো।
প্রশ্ন 6: আরব সাগরকে স্পর্শ করে রয়েছে এমন একটি প্রতিবেশী রাষ্ট্রের নাম করো।
প্রশ্ন 7: এমন দুটি প্রতিবেশী দেশের নাম করো যাদের সমুদ্রবন্দর নেই।
প্রশ্ন ৪ : ভারতের কোন্ দুটি প্রতিবেশী দেশ বিশ্ব বাণিজ্যের জন্য কলকাতা বন্দরের ওপর নির্ভরশীল?
প্রশ্ন 9: ভারত তার কোন্ কোন্ প্রতিবেশী দেশের সঙ্গে সম্পূর্ণ জলপথে বাণিজ্য করে
প্রশ্ন 10: আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কোন্ তিনটি প্রতিবেশী দেশের সীমান্তে অবস্থিত?
প্রশ্ন 11: ভারত ও শ্রীলঙ্কা কোন্ প্রণালী দ্বারা বিচ্ছিন্ন?
প্রশ্ন 12: ভারতের এমন দুটি রাজ্যের নাম করো যা তিনটি প্রতিবেশী দেশের সীমান্তকে স্পর্শ করে আছে।
A. বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ):
1. ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা হলো-
(a) 5টি (b) 7টি
(c) 9টি (d) 11টি
উত্তর: (c) 9টি।
2. 'সার্ক' গঠিত হয়-
(a) 1965 সালে (b) 1975 সালে
(c) 1985 সালে (d) 1995 সালে
উত্তর: (c) 1985 সালে।
3. ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশটির নাম হল-
(a) চিন (b) বাংলাদেশ
(c) পাকিস্তান (d) ভুটান
উত্তর: (a) চিন।
4. পাকিস্তানের প্রধান নদীর নাম হল-
(a) গঙ্গা (b) পদ্মা
(c) মেঘনা (d) সিন্ধু
উত্তর: (d) সিন্ধু।
5. ভুটানের রাজধানী নাম হল-
(a) দিল্লি (b) লাহোর
(c) থিম্পু (d) ঢাকা।
উত্তর: (c) থিম্পু।
6. শ্রীলঙ্কায় প্রচুর পরিমাণে উৎপন্ন কৃষিজ ফসল হল-
(a) ধান (b) দারুচিনি
(c) গম (d) তামাক উৎপন্ন হয়
উত্তর: (b) দারুচিনি।
7. নেপালের প্রধান নদীর নাম হল-
(a) মানস (b) কালিগণ্ডক
(c) ইরাবতী (d) যমুনা
উত্তর: (b) কালিগন্ডক।
৪. ভারতের সিকিম ও নেপাল সীমান্তে অবস্থান করছে-
(a) কাঞ্চনজঙ্ঘা (b) মাকালু
(c) গৌরীশঙ্কর (d) অন্নপূর্ণা
উত্তর: (a) কাঞ্চনজঙ্ঘা।
9. বার্মাটিক হল-
(a) মেহগনি কাঠ (b) শাল কাঠ
(c) সেগুন কাঠ (d) শিশু কাঠ
উত্তর: (c) সেগুন কাঠ।
10. প্রাচ্যের মুক্তো নামে পরিচিত-
(a) মায়ানমার (b) মালদ্বীপ
(c) ভুটান (d) শ্রীলঙ্কা
উত্তর: (d) শ্রীলঙ্কা।
11. 'বজ্রপাতের দেশ' বলতে বোঝায়-
(a) মায়ানমারকে (b) নেপালকে
(c) ভুটানকে (d) শ্রীলঙ্কাকে
উত্তর: (c) ভুটানকে।
B. দু-এক কথায় উত্তর দাও:
1. সার্ক-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
2. ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কী?
3. বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো।
4. এশিয়া মহাদেশের উন্নতম স্থানটির নাম কী?
5. পারো উপত্যকা কোন্ দেশে অবস্থিত?
6. নেপালের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
7. ভুটানের প্রধান নদীর নাম কী?
৪. শ্রীলঙ্কার রাজধানীর নাম কী?
9. মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
10. পাকিস্তানের প্রধান ভাষা কী?
11. SAARC- এর পুরো নাম কী?
C. শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও:
1. নেপালের বৃহত্তম শিল্পটি হল শিল্প।
2. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদটি হল ।
3. পৃথিবীতে শ্রীলঙ্কা গ্রাফাইট উৎপাদনে স্থান অধিকার করে।
4. শ্রীলঙ্কার প্রধান বন্দরটি হল ।
5. মায়ানমারের প্রধান নদীর নাম হল ।
6. ভুটানের প্রধান ভাষা হল ।
7. মাটির নীচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল দেওয়ার প্রথা বলে।
D. শুদ্ধ বা অশুদ্ধ লেখো:
1. মায়ানমারের বৌদ্ধ মন্দিরগুলি প্যাগোডা নামে পরিচিত।
2. ভুটানকে 'Himalayan Kingdom' বলা হয়।
3. নারায়ণগঞ্জে বাংলাদেশের বৃহত্তম পাটকল গড়ে উঠেছে।
4. বার্মাটিক একপ্রকার লোহা।
5. নেপাল হল একটি হিন্দু রাষ্ট্র।
6. বাংলাদেশের প্রধান ফসল হল চা।
7. ভুটানের একটি সীমান্তবর্তী জলবিদ্যুৎ কেন্দ্রটি হল চুখা।
৪. বাংলাদেশের তিনদিক নেপালের সীমানা দ্বারা বেষ্টিত।
9. মায়ানমারের জলবায়ু উয়-আর্দ্র ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির।
10. শ্রীলঙ্কার দীর্ঘতম নদীর নাম আরভি আরু।
11. পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের দুটি প্রতিবেশী দেশেরই সীমানা রয়েছে।
12. পাকিস্তানের প্রধান নদীটির একটি অংশ ভারতেও দেখা যায়।
13. শ্রীলঙ্কাকে 'বজ্রপাতের দেশ' বলা হয়।
E. বামদিকের সঙ্গে ডানদিক মেলাও:
F. বেমানান শব্দটি চিহ্নিত করো:
1. নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা।
2. নীলকান্তমণি, দারুচিনি, বৈদুর্যমণি, পদ্মরাগমণি।
3. বর্মি, করাচি, জাংথা।
4. কলকাতা, কলম্বো, কান্ডি, জাফনা।
5. পদ্মা, মেঘনা, কর্ণফুলী, সিন্ধু।
G. ভুল সংশোধন করে লেখো:
1. সার্কের বৃহত্তম সদস্য দেশ হল চিন।
2. বাংলাদেশ প্রচুর পরিমাণে ইলিশ মাছ আমদানি করে।
3. শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল হল ধান।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
প্রশ্ন 1: প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের দেশ ভারতের সুসম্পর্ক বজায় রাখার দুটি কারণ তোমার মতে কী হওয়া উচিত?
প্রশ্ন 2: নেপালের কৃষিকাজ সম্বন্ধে আলোকপাত করো।
প্রশ্ন 3: নেপালের প্রধান প্রধান শিল্প ও শিল্পাঞ্চলের পরিচয় দাও।
প্রশ্ন 4 : বাংলাদেশের কৃষিকাজ সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো।
প্রশ্ন 5: শ্রীলঙ্কার কৃষিজ সম্পদের বিবরণ দাও।
প্রশ্ন 6: পাকিস্তানের জলসেচ ব্যবস্থার পরিচয় দাও। অথবা, ক্যারেজ প্রথা কী? (বেহালা হাইস্কুল)
প্রশ্ন 7: শ্রীলঙ্কা কী কী পণ্য ভারতে রপ্তানি করে?
প্রশ্ন ৪: নেপালের প্রধান চারটি শহরের নাম লেখো।
প্রশ্ন 9: বাংলাদেশের শিল্প ও শিল্পাঞ্চলগুলির পরিচয় দাও।
প্রশ্ন: 10. বাংলাদেশ কৃষিভিত্তিক শিল্পে উন্নত কেন? (বাঁকুড়া জেলা স্কুল)
প্রশ্ন: 11. ভূটানের শিল্পের পরিচয় দাও।
প্রশ্ন: 12. মায়ানমারের খনিজ সম্পদের বিবরণ দাও।
প্রশ্ন: 13. মায়ানমারের স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও।
প্রশ্ন: 14. পাকিস্তানের কৃষিকাজের পরিচয় দাও।
প্রশ্ন: 15. শ্রীলঙ্কার খনিজ সম্পদের পরিচয় দাও।
প্রশ্ন:16. নেপালের পর্যটন শিল্পের বিবরণ দাও।
উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন
1. উত্তরহীন প্রশ্ন ও উত্তর সেখানে দেখা যাবে
2 বিনামূল্যে উত্তর পান থেকে এটি প্রয়োগ করুন
0 Comments