Chapter 8
ভারতের প্রতিবেশী দেশসমূহ
ও তাদের সঙ্গে সম্পর্ক
--------------------
MCQs
1. ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা হলো-
(a) 5টি (b) 7টি
(c) 9টি (d) 11টি
উত্তর: (c) 9টি।
2. 'সার্ক' গঠিত হয়-
(a) 1965 সালে (b) 1975 সালে
(c) 1985 সালে (d) 1995 সালে
উত্তর: (c) 1985 সালে।
3. ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশটির নাম হল-
(a) চিন (b) বাংলাদেশ
(c) পাকিস্তান (d) ভুটান
উত্তর: (a) চিন।
4. পাকিস্তানের প্রধান নদীর নাম হল-
(a) গঙ্গা (b) পদ্মা
(c) মেঘনা (d) সিন্ধু
উত্তর: (d) সিন্ধু।
5. ভুটানের রাজধানী নাম হল-
(a) দিল্লি (b) লাহোর
(c) থিম্পু (d) ঢাকা।
উত্তর: (c) থিম্পু।
6. শ্রীলঙ্কায় প্রচুর পরিমাণে উৎপন্ন কৃষিজ ফসল হল-
(a) ধান (b) দারুচিনি
(c) গম (d) তামাক উৎপন্ন হয়
উত্তর: (b) দারুচিনি।
7. নেপালের প্রধান নদীর নাম হল-
(a) মানস (b) কালিগণ্ডক
(c) ইরাবতী (d) যমুনা
উত্তর: (b) কালিগন্ডক।
৪. ভারতের সিকিম ও নেপাল সীমান্তে অবস্থান করছে-
(a) কাঞ্চনজঙ্ঘা (b) মাকালু
(c) গৌরীশঙ্কর (d) অন্নপূর্ণা
উত্তর: (a) কাঞ্চনজঙ্ঘা।
9. বার্মাটিক হল-
(a) মেহগনি কাঠ (b) শাল কাঠ
(c) সেগুন কাঠ (d) শিশু কাঠ
উত্তর: (c) সেগুন কাঠ।
10. প্রাচ্যের মুক্তো নামে পরিচিত-
(a) মায়ানমার (b) মালদ্বীপ
(c) ভুটান (d) শ্রীলঙ্কা
উত্তর: (d) শ্রীলঙ্কা।
11. 'বজ্রপাতের দেশ' বলতে বোঝায়-
(a) মায়ানমারকে (b) নেপালকে
(c) ভুটানকে (d) শ্রীলঙ্কাকে
উত্তর: (c) ভুটানকে।
Short Answer Question
প্রশ্ন:1. নেপালের পর্যটন শিল্পের বিবরণ দাও।
উত্তর: পর্যটন নেপালের বৃহত্তম শিল্প ও বিদেশি মুদ্রা আহরণের বৃহত্তম উৎস। পৃথিবীর দশটা উঁচু পর্বতশৃঙ্গের মধ্যে আটটা নেপালে অবস্থিত হওয়ায় সারা পৃথিবীর পর্বতরোহীরা নেপালে পর্বতারোহণ করতে আসে। পর্বতশৃঙ্গের মধ্যে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণ করা পর্বতরোহীদের কাছে বিশেষ আর্কষণ। এছাড়া কাঠমান্ডু, নাগরাকোট, পোখরা, লুম্বিনী, অন্নপূর্ণা প্রভৃতি নেপালের দর্শনীয় স্থান। এই সকল স্থানের নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য পর্যটন শিল্পের বিকাশের ক্ষেত্রে সহায়তা করেছে।
প্রশ্ন: 2. মায়ানমারের স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও।
উত্তর: মায়ানমারে বিভিন্ন ধরনের উদ্ভিদের অরণ্য দেখা যায়। প্রধানত চিরসবুজ ও পর্ণমোচী অরণ্য দেখা যায়। গর্জন, চাপলাশ, মেহগিনি মতো চিরসবুজ অরণ্য এবং অর্জুন, শাল, সেগুনের মতো পর্ণমোচী অরণ্য দেখা যায়। তরঙ্গায়িত তৃণভূমি লক্ষ করা যায়।
প্রশ্ন 3: বাংলাদেশের শিল্প ও শিল্পাঞ্চলগুলির পরিচয় দাও।
উত্তর: খনিজ সম্পদের অভাবের কারণে বাংলাদেশ শিল্পে অনুন্নত। তবে অরণ্য ও কৃষি সম্পদকে ভিত্তি করে এখানে নানান ধরনের কৃষিজ ও বনজ শিল্প গড়ে উঠেছে। পাটশিল্প কেন্দ্র হিসেবে এখানকার ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার বিখ্যাত। প্রায় ৪০টি পাটকল আছে। বাংলাদেশের নারায়ণগঞ্জে প্রচুর পাটকলের কেন্দ্রীভবনের কারণে একে প্রাচ্যের ডান্ডি বলা হয়। এছাড়া সার সিমেন্ট, জাহাজ মেরামত, রাসায়নিক কার্পাস বয়ন, চিনি ও কাগজ শিল্প গড়ে উঠেছে। বাংলাদেশ কুটির শিল্পে বেশ উন্নত। ঢাকার মসলিন, টাঙ্গাইল তাঁতের শাড়ি বিশ্ববিখ্যাত।
প্রশ্ন 4 : বাংলাদেশের কৃষিকাজ সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো।
উত্তর: বাংলাদেশ উর্বর পলল মৃত্তিকা ও সমতলভূমিযুক্ত হওয়ায় কৃষিপ্রধান দেশ হিসেবে খ্যাত। কৃষির অনুকূল ভৌগোলিক পরিবেশ থাকায় বাংলাদেশের প্রায় 90% অধিবাসী কৃষিজীবী। প্রধান কৃষিজ ফসলগুলি হল-ধান। এছাড়া তামাক, গম, কার্পাস, পাট, ভুট্টা, জোয়ার, চাল, আখ প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য কৃষিজ ফসল।
প্রশ্ন 5 নেপালের কৃষিকাজ সম্বন্ধে আলোকপাত করো।
উত্তর: নেপালের প্রায় 90 শতাংশ ভূমি বন্ধুর ও অনুর্বর হলেও জনসংখ্যার প্রায় 90 শতাংশের প্রধান জীবিকা হল কৃষিকাজ। দেশের মধ্যভাগের উপত্যকা (কাঠমান্ডু, পোখরা) ও দক্ষিণের তরাই অঞ্চলের পর্যাপ্ত বৃষ্টিপাত, মধ্যম প্রকৃতির উষ্ণতা ও উর্বর মৃত্তিকার সাহায্যে ধান, গম, পাট, ইক্ষু, কমলালেবু, জোয়ার, কার্পাস, প্রভৃতি কৃষিজ ফসল চাষ করা হয়।
প্রশ্ন 6: নেপালের প্রধান চারটি শহরের নাম লেখো।
উত্তর:
ভুল সংশোধন করে লেখো:
1. সার্কের বৃহত্তম সদস্য দেশ হল চিন।
উত্তর: ভারত।
2. বাংলাদেশ প্রচুর পরিমাণে ইলিশ মাছ আমদানি করে।
উত্তর: বাংলাদেশ প্রচুর পরিমাণে ইলিশ মাছ রপ্তানি করে।
3. শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল হল ধান।
উত্তর: শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল হল নারকেল।
1. শ্রীলঙ্কাকে 'বজ্রপাতের দেশ' বলা হয়।
উত্তর: অশুদ্ধ।
2. শ্রীলঙ্কার দীর্ঘতম নদীর নাম আরভি আরু।
উত্তর: অশুদ্ধ।
3. ভুটানের একটি সীমান্তবর্তী জলবিদ্যুৎ কেন্দ্রটি হল চুখা।
উত্তর: শুদ্ধ।
4. নারায়ণগঞ্জে বাংলাদেশের বৃহত্তম পাটকল গড়ে উঠেছে।
উত্তর: শুদ্ধ।
5. ভুটানকে 'Himalayan Kingdom' বলা হয়।
উত্তর: অশুদ্ধ।
1. ভুটানের প্রধান ভাষা হল ।
উত্তর: জাংথা।
2. শ্রীলঙ্কার প্রধান বন্দরটি হল ।
উত্তর: কলম্বো।
3. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদটি হল ।
উত্তর: প্রাকৃতিক গ্যাস।
প্রশ্ন 1: ভারতের এমন দুটি রাজ্যের নাম করো যা তিনটি প্রতিবেশী দেশের সীমান্তকে স্পর্শ করে আছে।
উত্তর: পশ্চিমবঙ্গ ও সিকিম।
প্রশ্ন 2: ভারত তার কোন্ কোন্ প্রতিবেশী দেশের সঙ্গে সম্পূর্ণ জলপথে বাণিজ্য করে
উত্তর: শ্রীলঙ্কা ও মালদ্বীপ।
প্রশ্ন 3: এমন দুটি প্রতিবেশী দেশের নাম করো যাদের সমুদ্রবন্দর নেই।
উত্তর: নেপাল ও ভুটান।
প্রশ্ন 4: কোন্ প্রতিবেশী দেশের তিন দিক ঘিরে রয়েছে ভারতের সীমানা?
উত্তর: বাংলাদেশ।
প্রশ্ন 5: কোন্ কোন্ প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের স্থলভাগের সীমানা রয়েছে?
প্রশ্ন 6: ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা ক-টি?
👉Download Books PDF
1. উত্তরহীন প্রশ্ন ও উত্তর সেখানে দেখা যাবে
2 বিনামূল্যে উত্তর পান থেকে এটি প্রয়োগ করুন