Lesson 2
[MCQs]
1.1 ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদকুলি খান ছিলেন বাংলার-
(a) দেওয়ান ✓
(b) ফৌজদার
(c) নবাব
(d) জমিদার
1.2 ঔরঙ্গজেব-এর পর ভারতের সিংহাসনে বসেন-
(a) ফারুখশিয়ার
(b) বাহাদুর শাহ ✓
(c) জাহান্দার শাহ
(d) আজম শাহ
1.3 মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট হলেন-
(a) দ্বিতীয় বাহাদুর শাহ ✓
(b) মহম্মদ শাহ
(c) জাহান্দার শাহ
(d) ফারুখশিয়ার
1.4 বাংলায় বর্গি আক্রমণ শুরু হয়-
(a) মুর্শিদকুলি খানের সময়
(b) আলিবর্দি খানের সময় ✓
(c) সিরাজের সময়
(d) মিরজাফরের সময়
1.5 কলকাতার নাম আলিনগর রাখেন- (আড়িয়াপাড়া হাই স্কুল)
(a) মুর্শিদকুলি খান
(b) আলিবর্দি খান
(c) সিরাজ-উদ্-দৌলা ✓
(d) মিরজাফর
1.6 জগৎ শেঠ উপাধি পেয়েছিলেন- (হুগলি কলেজিয়েট স্কুল)
(a) খোজা ওয়াজেদ
(b) ফতেহ চাঁদ ✓
(c) উমি চাঁদ
(d) হীরা চাঁদ
1.7 আসফ ঝা উপাধি পেয়েছিলেন-(মিত্র ইনস্টিটিউশন মেন)
(a) সাদাত খান
(b) নিজাম-উল-মূলক। ✓
(c) আলিবর্দি খান
(d) মিরজাফর
1.8 অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন- (পর্যদ নমুনা প্রশ্ন)
(a) রজার ড্রেক
(b) অক্ষর কুমার মৈত্রেয়
(c) হলওয়েল ✓
(d) রবার্ট ক্লাইভ
1.9 অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন- (কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুল)
(a) লর্ড কর্ণওয়ালিশ
(b) লর্ড হেস্টিংস
(c) লর্ড ওয়েলেসলি
(d) লর্ড ডালহৌসি ✓
1.10 স্বত্ববিলোপ নীতি চালু করেন- (আড়িয়াপাড়া হাইস্কুল)
(a) লর্ড ওয়েলেসলি
(b) লর্ড ডালহৌসি ✓
(c) লর্ড কর্ণওয়ালিস
(d) ওয়ারেন হেস্টিংস
Short Question Answer
1. স্বত্ববিলোপ নীতির প্রয়োগ কে করেছিলেন? ব্রিটিশ কোম্পানি কীভাবে এই নীতির প্রয়োগ ঘটিয়েছিল?
উত্তর: স্বত্ববিলোপ নীতির প্রয়োগ করেছিলেন লর্ড ডালহৌসিই 1848 খ্রিস্টাব্দে।
প্রয়োগ: লর্ড ডালহৌসি অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষরকারী দেশীয় রাজ্যগুলিকে ক, খ ও গ এই তিনটি শ্রেণিতে ভাগ করেন। এগুলি হলো:
ক- স্বাধীন অবস্থায় চুক্তিতে স্বাক্ষরকারী রাজ্য।
উত্তর: স্বত্ববিলোপ নীতির প্রয়োগ করেছিলেন লর্ড ডালহৌসিই 1848 খ্রিস্টাব্দে।
প্রয়োগ: লর্ড ডালহৌসি অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষরকারী দেশীয় রাজ্যগুলিকে ক, খ ও গ এই তিনটি শ্রেণিতে ভাগ করেন। এগুলি হলো:
ক- স্বাধীন অবস্থায় চুক্তিতে স্বাক্ষরকারী রাজ্য।
খ- যুদ্ধের মাধ্যমে পরাজিত হয়ে স্বাক্ষরকারী রাজ্য।
গ- ব্রিটিশদের দ্বারা সৃষ্ট দেশীয় রাজ্য।
ডালহৌসি ঘোষণা করেন যে 'খ' শ্রেণিভুক্ত রাজ্যগুলি দত্তক পুত্র গ্রহণ করার আগে ইংরেজ কোম্পানির অনুমতি নিতে বাধ্য থাকবে। কিন্তু 'গ' শ্রেণিভুক্ত রাজ্যগুলির দত্তক পুত্র গ্রহণের অধিকার দেওয়া হবে না।
রাজ্য দখল: দত্তক পুত্রের নীতি ঘোষণার সঙ্গে সঙ্গেই ঝাঁসি, নাগপুর, সাতারা, বাগৎ, ভগৎ, উদয়পুর, জৈৎপুর প্রভৃতি রাজ্য কোম্পানি দখল করে নেয়।
প্রতিক্রিয়া: স্বত্ববিলোপ নীতির ফলে রাজ্যচ্যুত দেশীয় রাজাগণ তো মেনে নিতে পারেনি। অচিরেই তারা ব্রিটিশ বিরোধী হয়ে ওঠে। তার ফলে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে তারা অংশগ্রহণ করে।
2. পেশোয়াতন্ত্র বলতে কী বোঝো?
উত্তর: প্রথম পেশোয়া বালাজি বিশ্বনাথ মারাঠা রাজ শাহুর কাছ থেকে এই মর্মে আদেশনামা লাভ করে যে বালাজি বিশ্বনাথের বংশ থেকেই মারাঠা রাজ্যের পেশোয়া বা প্রধানমন্ত্রী নিযুক্ত হবে।কার্যক্ষেত্রে পেশোয়া হয়ে ওঠে মারাঠা সাম্রাজ্যের রক্ষা ও বিস্তার কর্তা। একেই পেশোয়াতন্ত্র বলা হয়।
3. বন্দিবাসের যুদ্ধের তাৎপর্য কী ছিল?
উত্তর:1763 খ্রিস্টাব্দে কর্ণাটকের বন্দিবাসে ইংরেজ ও ফরাসি সেনাদের মধ্যে যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে জয়লাভের ফলে ইংরেজরা ভারতে বাণিজ্যের ক্ষেত্রে অন্যান্য ইউরোপীয় শক্তির থেকে বহুগুণ এগিয়ে যায়। ফরাসি সহ অন্যান্য কোম্পানিগুলির কোনো রাজনৈতিক ক্ষমতা আর ছিল না।
4. পলাশির লুণ্ঠন কাকে বলে?
উত্তর: পলাশির যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নানা অজুহাতে মিরজাফরের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে। যা পলাশির লুণ্ঠন নামে পরিচিত।
5. 'দস্তক' কী?
উত্তর: 'দস্তক' হল বিনাশুল্কে বাণিজ্য করার ছাড়পত্র, মুঘলসম্রাট ফারুকশিয়র ১৭১৭ খ্রিস্টাব্দে একটি ফরমান জারির মাধ্যমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 'দস্তক' বা এই ছাড়পত্র দেন, যা দেখিয়ে ইংরেজ কোম্পানি বাংলায় বিনাশুল্কে বাণিজ্য চালাতে থাকে।
6. সিরাজ-উদ-দৌলা কবে কীভাবে বাংলার নবাব হন?
উত্তর: সিরাজ-উদ-দৌলা 1756 খ্রিস্টাব্দে বাংলার নবাব হন।আলিবর্দি খানের কনিষ্ঠা কন্যা আমিনা বেগমের পুত্র উত্তরাধিকার বলে এবং আলিবর্দি খানের মনোনীত হিসেবে নবাবের মৃত্যুর পর বাংলার নবাব হন।
7. কবে কেন নাদিরশাহ ভারত আক্রমণ করেন?
উত্তর: পারস্যের দূতকে আটক রাখা, মুঘল সাম্রাজ্যের দুর্বলতার খবর লাভ এবং ধনরত্ন লুণ্ঠনের উদ্দেশ্যে 1739 খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করেন।
Very Short Answer Question
1. কে স্বাধীনতার বৃক্ষ রোপণ করেছিলেন?
উত্তর: টিপু সুলতান স্বাধীনতার বৃক্ষ রোপণ করেছিলেন।
2. স্বাধীন মহীশূর রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: হায়দার আলি ছিলেন স্বাধীন মহীশূর রাজ্যের প্রতিষ্ঠাতা।
3. জোসেফ ডুপ্লে কে?
উত্তর: জোসেফ ডুপ্লে ছিলেন পন্ডিচেরির ফরাসি গভর্নর জেনারেল।
4. এলাহাবাদের দ্বিতীয় সন্ধি কাদের মধ্যে হয়েছিল?
উত্তর: সম্রাট দ্বিতীয় শাহ আলম ও ইংরেজদের মধ্যে এলাহাবাদের দ্বিতীয় সন্ধি স্বাক্ষরিত হয়েছিল।
5. স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন?
উত্তর: লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন।
6. সলবাঈয়ের সন্ধি কবে হয়েছিল?
উত্তর: 1782 খ্রিস্টাব্দে সলবাঈয়ের সন্ধি হয়েছিল।
7. 'পেশোয়া' শব্দের অর্থ কী?
উত্তর: 'পেশোয়া' শব্দের অর্থ প্রধানমন্ত্রী।
8. কত খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে?
উত্তর: 1772 খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে।
9. সিরাজ-উদ্-দৌলা কার হাতে নিহত হন?
উত্তর: সিরাজ-উদ্-দৌলা মীরনের নির্দেশে মহম্মদী বেগ কর্তৃক নিহত হন।
10. কোন্ সন্ধির ফলে ব্রিটিশ কোম্পানি বাংলায় বাণিজ্যিক অধিকার ফিরে পায়?
উত্তর: আলিনগরের সন্ধির ফলে ব্রিটিশ কোম্পানি বাংলায় বাণিজ্যিক অধিকার ফিরে পায়।
11. আলিবর্দি খানের পর কে বাংলার নবাব হন?
উত্তর: আলিবর্দি খানের পর সিরাজ-উদ-দৌলা বাংলার নবাব হন।
12. জগৎশেঠদের মূল ব্যাবসাটি কী ছিল?
উত্তর: জগৎশেঠদের মূল ব্যাবসাটি ছিল 'মুদ্রাতৈরি ও মহাজনি ব্যাবসা।
13. ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মারা যান?
উত্তর: 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা যান।
14. ফারুখশিয়ারের ফর্মান কবে জারি হয়?
উত্তর: 1717 খ্রিস্টাব্দে ফারুখশিয়ারের ফর্মান জারি হয়।
Fill in the blanks
1. স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতার নীতি মেনে নিয়েছিলেন
। (টিপু সুলতান/সাদাৎ খান/নিজাম)
উত্তর: নিজাম।
2. ব্রিটিশ কোম্পানিকে বাংলা-বিহার উড়িষ্যার দেওয়ানির অধিকার দেন । (সম্রাট দ্বিতীয় শাহ আলম/সম্রাট ফারুখ শিয়র/সম্রাট ঔরঙ্গজেব)
উত্তর: সম্রাট দ্বিতীয় শাহ আলম।
3. ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদকুলি খান ছিলেন বাংলার । (দেওয়ান/ফৌজদার/নবাব)
উত্তর: দেওয়ান।
4. আহমদ শাহ আবদালি ছিলেন । (মারাঠা/আফগান/পারসিক)
উত্তর: আফগান।
Editing By:- Lipi Medhi
1. উত্তরহীন প্রশ্ন ও উত্তর সেখানে দেখা যাবে
2 বিনামূল্যে উত্তর পান থেকে এটি প্রয়োগ করুন
2 বিনামূল্যে উত্তর পান থেকে এটি প্রয়োগ করুন
আঞ্চলিক শক্তির উত্থান
3. এটি পণ্য কোড (Product Code) ব্যবহার করুন : DAM000061