Lesson 5
ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া:
সহযোগিতা ও বিদ্রোহ
-----------------------------
[MCQs]
1.1 মধ্যবিত্ত শ্রেণির উদ্ভবের একটি অন্যতম কারণ হল-
(a) জমিদারদের অত্যধিক রাজস্ব আদায়
(b) রেলপথের বিস্তার
(c) ঔপনিবেশিক শাসন
(d) পাশ্চাত্য শিক্ষার বিস্তার
উত্তর: (d) পাশ্চাত্য শিক্ষার বিস্তার।
1.2 যার আন্দোলনের ফলে সতীদাহ প্রথা রদ হয়- (উচ্চ বালিকা বিদ্যাপীঠ)
(a) রাজা রামমোহন রায়-এর
(b) বিদ্যাসাগর-এর
(c) ডিরোজিও-এর
(d) দেবেন্দ্রনাথ ঠাকুর-এর
উত্তর: (a) রাজা রামমোহন রায়-এর।
1.3 ভারতের প্রথম আধুনিক মানুষ হলেন- (বেহালা হাইস্কুল)
(a) রাজা রামমোহন রায়
(b) স্বামী বিবেকানন্দ
(c) বিদ্যাসাগর
(d) দেবেন্দ্রনাথ ঠাকুর
উত্তর: (a) রাজা রামমোহন রায়।
1.4 বিধবা বিবাহ আন্দোলন শুরু করেছিলেন-
(a) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(b) রাজা রামমোহন রায়
(c) কেশবচন্দ্র সেন
(d) রাজা রাজেন্দ্র মল্লিক
উত্তর: (a) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
1.5 সতীদাহ প্রথা রদ হয়-
(a) 1829 খ্রিস্টাব্দে
(b) 1729 খ্রিস্টাব্দে
(c) 1830 খ্রিস্টাব্দে
(d) 1828 খ্রিস্টাব্দে
উত্তর: (a) 1829 খ্রিস্টাব্দে।
1.6 বিধবা বিবাহ আইন প্রণীত হয়- (বড়িশা হাইস্কুল)
(a) 1843 খ্রিস্টাব্দে
(b) 1829 খ্রিস্টাব্দে
(c) 1856 খ্রিস্টাব্দে
(d) 1830 খ্রিস্টাব্দে
উত্তর: (c) 1856 খ্রিস্টাব্দে।
1.7 আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন-
(a) রামমোহন রায়
(b) স্বামী দয়ানন্দ সরস্বতী
(c) রাজনারায়ণ বসু
(d) বিষুশাস্ত্রী পণ্ডিত
উত্তর: (a) রামমোহন রায়।
1.8 'নীলদর্পণ' নাটকটি লেখেন-
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) মহাকবি কালিদাস
(c) দীনবন্ধু মিত্র
(d) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: (c) দীনবন্ধু মিত্র।
1.9 জ্যোতিরাও ফুলে ছিলেন- (কুম্ভচক পল্লিশ্রী বিদ্যাভবন)
(a) রাজনীতিক
(b) লেখক
(c) সমাজ সংস্কারক
(d) ধর্মপ্রচারক
উত্তর: (c) সমাজ সংস্কারক।
1.10 আর্য সমাজ প্রতিষ্ঠা করেন-
(a) স্বামী দয়ানন্দ সরস্বতী
(b) স্বামী সহজানন্দ
(c) স্বামী বিবেকানন্দ
(d) মহাদেব গোবিন্দ রানাডে
উত্তর: (a) স্বামী দয়ানন্দ সরস্বতী।
1.11 সৈয়দ আহমদ খান প্রতিষ্ঠিত কলেজটি হল-
(a) মহমেডান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজ
(b) জামিয়া মিলিয়া কলেজ
(c) কলকাতা মাদ্রাসা
(d) লেডি আরউইন কলেজ
উত্তর: (a) মহমেডান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজ।
1.12 প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন-
(a) আত্মারাম পান্ডুরং
(b) মহাদেব গোবিন্দ রানাডে
(c) স্বামী দয়ানন্দ সরস্বতী
(d) স্বামী সহজানন্দ
উত্তর: (a) আত্মারাম পান্ডুরং।
1.13 শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে অংশ নেন- (যোধপুর পার্ক বয়েজস্কুল)
(a) স্বামী দয়ানন্দ সরস্বতী
(b) স্বামী সহজানন্দ
(c) স্বামী অঘোরানন্দ
(d) স্বামী বিবেকানন্দ
উত্তর: (d) স্বামী বিবেকানন্দ।
1.14 প্রথম সাপ্তাহিক পত্রিকাটি হল- (বাওয়ালী হাই স্কুল)
(a) দিগদর্শন
(b) বেঙ্গল গেজেট
(c) সমাচার দর্পণ
(d) হিন্দু প্যাট্রিয়ট
উত্তর: (c) সমাচার দর্পণ।
1.15 বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা হল- (হাওড়া জেলা স্কুল)
(a) দিগদর্শন
(b) সংবাদ প্রভাকর
(c) সমাচার দর্পণ
(d) বেঙ্গল গেজেট
উত্তর: (a) দিগদর্শণ।
1.16 উলগুলান সৃষ্টি করেছিল- (সরিষা রামকৃষ্ণ মিশন)
(a) সাঁওতালরা
(b) মুন্ডারা
(c) পাইকরা
(d) ভিলরা
উত্তর: (b) মুন্ডারা।
1.17 'হুল' শব্দের অর্থ-
(a) মহাজন
(b) জমিদার
(c) বিদ্রোহ
(d) বহিরাগত
উত্তর: (c) বিদ্রোহ।
1.18 'দামিন-ই-কোহ' কথার অর্থ হল-(আড়িয়াপাড়া হাইস্কুল)
(a) জঙ্গলের প্রান্তদেশ
(b) গ্রামের প্রান্তদেশ
(c) সাগরের প্রান্তদেশ
(d) পাহাড়ের প্রান্তদেশ
উত্তর: (d) পাহাড়ের প্রান্তদেশ।
1.19 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন-
(a) লর্ড ক্যানিং
(b) লর্ড ডালহৌসি
(c) লর্ড ওয়েলেসলি
(d) লর্ড কর্নওয়ালিস
উত্তর: (a) লর্ড ক্যানিং।
1.20 ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লোপ পেয়েছিল- (পর্যদ নমুনা প্রশ্ন)
(a) 1865 খ্রিস্টাব্দে
(b) 1858 খ্রিস্টাব্দে
(c) 1947 খ্রিস্টাব্দে
(d) 1875 খ্রিস্টাব্দে
উত্তর: (b) 1858 খ্রিস্টাব্দে।
(ক) ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হত?
উত্তর: ঔপনিবেশিক শাসনকালে ভারতীয় সমাজে নানা পরিবর্তন ঘটেছিল। তখন আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে সমাজে যাদের স্থান ছিল মাঝামাঝি স্তরে তাদের বলা হত 'মধ্যবিত্ত'।
অন্যভাবে বলতে গেলে ব্রিটিশ আমলে ভারতীয় সমাজে আর্থিক দিক থেকে মাঝামাঝি স্তরের উচ্চবর্ণের হিন্দুদের 'মধ্যবিত্ত ভদ্রলোক' বলা হত।
(খ) নব্যবঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিল?
উত্তর: নব্যবঙ্গ গোষ্ঠী ভারতে প্রচলিত বিভিন্ন কুসংস্কার যেমন-সতীদাহ প্রথা, কৌলীন্য প্রথা, বহুবিবাহ ও বাল্যবিবাহ প্রথার পাশাপাশি মূর্তিপূজার বিরোধিতা করেছিল।
(গ) স্যার সৈয়দ আহমদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কি ছিল?
উত্তর: স্যার সৈয়দ আহমদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য ছিল- (i) মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কারগুলি দূর করা। (ii) মুসলিম নারীদের সার্বিক অবস্থার উন্নতি ঘটানো। (iii) তালাক প্রথা, বহুবিবাহ, বাল্যবিবাহ, পণপ্রথার অবসান ঘটানো, এবং (iv) পশ্চিমি শিক্ষার আলোকে একটি যুক্তিনিষ্ঠ আধুনিক মুসলিম সমাজ গড়ে তোলা।
(ঘ) তিতুমির কাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন?
উত্তর: ওয়াহাবি আন্দোলনের নেতারূপে তিতুমির এর বিদ্রোহের লক্ষ ছিল-নীলকর সাহেব, হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের অত্যাচারী স্থানীয় জমিদার, মহাজন এবং খ্রিস্টান ধর্মপ্রচারক তথা পাদরি শ্রেণি।
4. নিজের ভাষায় লেখো (120-160টি শব্দে) :
(ক) সতীদাহ বিরোধী আন্দোলন ও বিধবা বিবাহের পক্ষে আন্দোলনের মধ্যে মূল মিলগুলি বিশ্লেষণ করো। বিদ্যাসাগর নারী শিক্ষার জন্য কীভাবে চেষ্টা করেছিলেন।
উত্তর:
(খ) ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্য কী ছিল? ব্রাহ্ম আন্দোলনের সীমাবদ্ধতাগুলি লেখো।
উত্তর:
1. সমাজসংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান কী ছিল? উত্তর: ভূমিকা : উনিশ শতকের বাংলায় নবজাগরণের পথিকৃৎ ছিলেন রাজা রামমোহন রায়।
সমাজসংস্কারক রামমোহন: সমাজ সংস্কারক হিসাবে রামমোহনের অবদানগুলি হল-
ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা: একেশ্বরবাদ ও পরম ব্রহ্মের আরাধনায় বিশ্বাসী রামমোহন 1815 খ্রিস্টাব্দে তাঁর আদর্শ প্রচারের জন্য আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। 1828 খ্রিস্টাব্দে এটি ব্রাহ্মসভা ও 1830 খ্রিস্টাব্দে ব্রাহ্মসমাজ নামে পরিচিত হয়। এক সময় ব্রাহ্মসমাজ হয়ে ওঠে এদেশের সমাজ সংস্কার আন্দোলনের কেন্দ্র বিন্দু।
সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন : হিন্দু সমাজে প্রচলিত সতীদাহ প্রথার বিরুদ্ধে তিনি
তীব্র আন্দোলন গড়ে তোলেন। মনুসংহিতা থেকে উদ্ধৃতি দিয়ে তিনি বোঝান যে প্রাচীন ভারতে সতীদাহ প্রথা ছিল না। তাঁর আন্দোলনের ফলে গভর্নর জেনারেল লর্ড বেন্টিক 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন।
তীব্র আন্দোলন গড়ে তোলেন। মনুসংহিতা থেকে উদ্ধৃতি দিয়ে তিনি বোঝান যে প্রাচীন ভারতে সতীদাহ প্রথা ছিল না। তাঁর আন্দোলনের ফলে গভর্নর জেনারেল লর্ড বেন্টিক 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন।
নারীমুক্তি আন্দোলন : ভারতে নারীদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় তিনি যথেষ্ট যত্নশীল ছিলেন। তিনি-
(i ) বাল্য বিবাহ ও পুরুষের বহু বিবাহের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
(ii) স্বামীর মৃত্যুর পর তার সম্পত্তিতে স্ত্রীর অধিকার সুনিশ্চিত করার জন্য সরকারের কাজে আবেদন জানান।
(iii) অসবর্ণ বিবাহ ও বিধবা বিবাহের জন্য তিনি ব্রাহ্ম সমাজকে আন্দোলন গড়ে তোলার নির্দেশ দেন।
মূল্যায়ন : সারাজীবন তিনি কুসংস্কার ও জাতিভেদ প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছেন। ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে তিনি সচেষ্ট ছিলেন। এজন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে 'ভারতের
প্রথম আধুনিক মানুষ' হিসাবে চিহ্নিত করেছেন।
2. সমাজ সংস্কার ও নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা লেখো।
উত্তর: ভূমিকা: ভারতের সমাজ সংস্কার ও স্ত্রী শিক্ষার প্রসারে পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
সমাজ সংস্কার: বিদ্যাসাগরের সমাজসংস্কার মূলক কাজের মধ্যে উল্লেখযোগ্যগুলি হল-
(i) বিধবা বিবাহ প্রবর্তন: বিদ্যাসাগর বিধবা বিবাহের সমর্থনে জোরদার আন্দোলন গড়ে তোলেন। তিনি পরাশর সংহিতা থেকে উদ্ধৃতি দিয়ে দেখান যে প্রাচীন ভারতে বিধবা বিবাহ প্রচলিত ছিল।
তাঁর আন্দোলনের ফলে 1856 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং বিধবা বিবাহ আইন পাশ করেন।
(ii) বহুবিবাহের বিরোধিতা: বিদ্যাসাগর পুরুষের বহু বিবাহের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। জেনে রাখা ভালো
(iii) বাল্যবিবাহ: নারীর বাল্য বিবাহের তিনি প্রতিবাদ জানিয়েছিলেন।
(iv) বর্ণব্যবস্থা: ভারতে প্রচলিত জাতিভেদ ও বর্ণভেদ ব্যবস্থার বিরুদ্ধে তিনি বিভিন্ন প্রবন্ধ রচনা করেছিলেন।
নারী শিক্ষা: বিদ্যাসাগর অনুভব করেছিলেন যে, নারী জাতির উন্নতি ব্যতীত হিন্দু সমাজের উন্নতি সম্ভব নয়। এজন্য তিনি নারীদের শিক্ষার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন। যেমন-
(i) বেথুন বিদ্যালয় স্থাপনে সাহায্য: ড্রিংক ওয়াটার বেথুন 1849 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার সময় বিদ্যাসাগরের সাহায্য লাভ করেন। এমনকি 21 জন বালিকাকে বিদ্যালয়ে পড়তে রাজি করান।
(ii) বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা: বিদ্যাসাগর বিদ্যালয় পরিদর্শক রূপে 35টি বালিকা বিদ্যালয় বাংলার বিভিন্ন গ্রামাঞ্চলে স্থাপন করেন। অন্তত 1300 ছাত্রী এইসব বিদ্যালয়ে পড়াশোনা করেন।
(iii) বিদ্যাসাগর কলেজ প্রতিষ্ঠা: ব্যক্তিগত প্রচেষ্টায় বিদ্যাসাগর যেসব বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল 'মেট্রোপলিটন ইনস্টিটিউশন'। পরবর্তীকালে এটি বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত হয়।
(iv) পুস্তক রচনা: পাঠ্যপুস্তকের অভাব মেটানোর জন্য তিনি বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা প্রভৃতি গ্রন্থ রচনা করেন।
মূল্যায়ন: বাংলায় সমাজ সংস্কার ও নারী মুক্তি আন্দোলনে বিদ্যাসাগরের সমাজ ও নারী জাতির উন্নয়নে প্রচেষ্টা তাঁকে চির স্মরণীয় করে রেখেছে।
3. আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? আর্য সমাজের কার্যাবলি কী ছিল?
উত্তর: ভূমিকা: উত্তর ভারতে সমাজ সংস্কার আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আর্য সমাজ। প্রতিষ্ঠা: 1875 খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাতা: স্বামী দয়ানন্দ সরস্বতী আর্যসমাজ প্রতিষ্ঠা করেন।
আদর্শ: আর্য সমাজ বেদ এর অভ্রান্ততা নীতিতে বিশ্বাসী ছিল।
উদ্দেশ্য: আর্য সমাজের উদ্দেশ্য ছিল-
(i) বৈদিক যুগের পবিত্র আদর্শে হিন্দু ধর্মকে পুনরায় প্রতিষ্ঠিত করা।
(ii) সমাজে প্রচলিত সমস্ত কুসংস্কার দূর করা।
(iii) পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো।
কার্যাবলি: আর্য সমাজ-
(i) বিধবা-বিবাহের পক্ষে প্রচার চালায়।
(ii) নারী পুরুষের সমান অধিকার নীতকে সমর্থন জানায়।
(iii) জাতিভেদ প্রথা ও বহু বিবাহের নিন্দা করে।
শুদ্ধি আন্দোলন: ধর্মান্তরিত হিন্দু ও অ-হিন্দুদের হিন্দুধর্মে ফিরিয়ে আনার জন্য দয়ানন্দ সরস্বতী শুদ্ধি আন্দোলনের সূচনা করেন।
আশ্রম ও স্কুল প্রতিষ্ঠা: আর্য সমাজের উদ্যোগে গুরকুল আশ্রম এবং অ্যাংলো-বৈদিক কলেজ প্রতিষ্ঠিত হয়।
মূল্যায়ন: দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশ ও বেদভাষ্য নামে দুটি গ্রন্থের মাধ্যমে নিজ আদর্শ প্রচার করেন।
4. টীকা লেখো: স্যার সৈয়দ আহমেদ খান।
উত্তর: ভূমিকা: স্যার সৈয়দ আহমদ খান মুসলিম সমাজের সংস্কারক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।
আলিগড় আন্দোলন: স্যার সৈয়দ আহমেদ খান-এর আন্দোলন আলিগড় কলেজ কেন্দ্রিক ছিল বলে একে আলিগড় আন্দোলন বলা হয়ে থাকে।
উদ্দেশ্য: আলিগড় আন্দোলনের উদ্দেশ্যগুলি হল-
(i) ইংরেজদের সঙ্গে মুসলমানদের সখ্যতা স্থাপন করা।
(ii) মুসলমান সমাজে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো।
(iii) মুসলমান সমাজের কুসংস্কার দূর করা।
(iv) নারী সমাজের উন্নতি বিধানে যত্নবান হওয়া।
কার্যাবলি: সৈয়দ আহমদ খান-
(i) 1863 খ্রিস্টাব্দে সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করে বিজ্ঞান চর্চার সূচনা করেন।
(ii) গাজিপুর ও মোরাদাবাদে দুটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
(iii) 1875 খ্রিস্টাব্দে আলিগড় মহমেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন।
(iv) 1886 খ্রিস্টাব্দে মহামেডান এডুকেশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেন।
মূল্যায়ন: স্যার সৈয়দ আহমেদ খান পুরুষের বহুবিবাহ ও তালাক প্রথার বিরোধিতা করার ফলে মুসলিম উলেমা ও মৌলবিরা এর বিরোধিতা করেছিল। এজন্য মুসলিম সমাজের সর্বত্র তার আদর্শ পৌছাতে পারেনি।
2. ঠিক না ভুল লেখো :
2. ঠিক না ভুল লেখো :
2.1 স্বামী বিবেকানন্দের গুরুদেব ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব।
উত্তর: ঠিক।
2.2 1829 খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি হয়। (পর্ষদ নমুনা প্রশ্ন)
উত্তর: ভুল।
2.3 'দিকু' শব্দের অর্থ হল বহিরাগত। (আড়িয়াপাড়া হাইস্কুল)
উত্তর: ঠিক।
2.4 'দীন' শব্দের অর্থ হল অবিশ্বাস।
উত্তর: ভুল।
2.5 'হুল' শব্দের অর্থ হল ভালোবাসা।
উত্তর: ভুল।
2.6 মোপালা বিদ্রোহ হয় মালাবার উপকূলে।
উত্তর: ঠিক।
2.7 পণ্ডিতা রমাবাঈ একজন শূদ্রকে বিবাহ করেন।
উত্তর: ঠিক।
2.8 সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় 1829 খ্রিস্টাব্দে।
উত্তর: ঠিক।
2.9 ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় আরবে।
উত্তর: ঠিক।
2.10 নীল বিদ্রোহ হয়েছিল মাদ্রাজে।
উত্তর: ভুল।
2.11 সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ মঙ্গল পাণ্ডে। (শ্রীরামকৃষ্ণ শিক্ষালয়)
উত্তর: ঠিক।
2.12 প্রথম সিপাহি বিদ্রোহ শুরু হয় কলকাতার সেনা ছাউনিতে। (সংস্কৃত কলেজিয়েট স্কুল)
উত্তর : ভুল
2.13 কেশবচন্দ্র সেন আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। (কৃষ্ণদেবপুর হাইস্কুল)
উত্তর: ভুল।
2.14 পণ্ডিতা রমাবাঈ ছিলেন ব্রাহ্মণ পরিবারের মেয়ে। (কুম্ভচক পল্লিশ্রী বিদ্যাভবন)
উত্তর: ঠিক।
2.15 তিতুমির ছিলেন ফরাজি আন্দোলনের নেতা। (বড়িশা হাইস্কুল)
উত্তর: ভুল।
2.16 কোম্পানির সমস্ত সিপাহি বিদ্রোহে যোগ দেয়নি।
উত্তর: ঠিক।
2.17 শিক্ষিত বাঙালির সিপাহি বিদ্রোহকে সমর্থন জানিয়েছিল।
উত্তর: ভুল।
2.18 কোম্পানির শাসনের অবসানের জন্য সিপাহি বিদ্রোহ দায়ী ছিল।
উত্তর: ঠিক।
2.19 ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি।
উত্তর: ভুল।
2.20 ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং।
উত্তর: ঠিক।
3. শূন্যস্থান পূরণ করো :
1. 'ওয়াহাবি' শব্দটির অর্থ হল ।
উত্তর: নবজাগরণ
2.নব্যবঙ্গ চিত্র কলা রীতির অগ্রদূত ছিলেন ।
উত্তর: অবনীন্দ্রনাথ ঠাকুর
3. ভারতে দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক ছিলেন ।
উত্তর: স্যার সৈয়দ আহমেদ
4. হিন্দু কলেজ প্রতিষ্ঠিত খ্রিস্টাব্দে ।
উত্তর: 1817 খ্রিস্টাব্দে
5. বিষুচরণ বিশ্বাস হলেন বিদ্রোহের নেতা ।
উত্তর: নীল
6. সাগরে সন্তান বিসর্জন প্রথা বন্ধ করেন ।
উত্তর: লর্ড ওয়েলেসলি
7.হিন্দুমেলা প্রতিষ্ঠা করেন ।
উত্তর: নব গোপাল মিত্র
8. আর্য সমাজের প্রতিষ্ঠাতা হলেন ।
উত্তর: দয়ানন্দ সরস্বতী
4 বেমানান শব্দটি খুঁজে বের করো :
1. সাঁওতাল, সতীদাহ, মুন্ডা, নীল।
উত্তর: সতীদাহ।
2. দেবেন্দ্রনাথ ঠাকুর, সৈয়দ আহমেদ খান, কেশবচন্দ্র সেন, স্বামী বিবেকানন্দ।
উত্তর: সৈয়দ আহমেদ খান।
3. আর্য সমাজ, ব্রাহ্মসমাজ, সত্য শোধক সমাজ, হিন্দু স্কুল।
উত্তর: হিন্দুস্কুল।
4. রমাবাঈ, সাবিত্রীবাঈ, লক্ষ্মীবাঈ, ভগিনী শুভলক্ষ্মী।
উত্তর: লক্ষ্মীবাঈ।
5. মোপালা, নীল, সাঁওতাল, মুন্ডা।
উত্তর: মোপালা।
6. আত্মারাম পান্ডুরং, মহাদেব গোবিন্দ রানাডে, জ্যোতিরাও ফুলে, বীরেশ লিঙ্গম পান্ডুলু
উত্তর: বীরেশলিঙ্গম পাণ্ডুলু।
7. রামমোহন, বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, মতিলাল নেহেরু।
উত্তর: মতিলাল নেহেরু।
8. সিধু, কানহু, বিরসামুন্ডা, চাঁদ
উত্তর: বিরসামুন্ডা।
9. রায়বাহাদুর, নানাসাহেব, তিতুমির, মঙ্গল পান্ডে।
উত্তর: রায়বাহাদুর।
10. লর্ড ক্লাইভ, ওয়েলেসলি, কর্নওয়ালিস, ডেভিড হেয়ার।
উত্তর: ডেভিড হেয়ার।
5. চার-পাঁচটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও :
1. ভারতে ইংরেজি শিক্ষা প্রচলনে কোম্পানির মূল উদ্দেশ্যটি ছিল?
উত্তর: ইংরেজদের অনুগত একটি প্রভাবশালী শ্রেণি তৈরি করা এবং প্রয়োজনীয় করণিক বা কেরানি তৈরি করা।
2. উনবিংশ শতকে কাদের মধ্যবিত্ত বলা হত?
উত্তর: আর্থিক স্বচ্ছলতার ক্ষেত্রে যাঁরা সমাজের মাঝামাঝি স্তরে থাকতেন উনবিংশ শতকে তাঁদের মধ্যবিত্ত বলা হত।
3. ভদ্রলোক নামে কারা পরিচিত ছিলেন?
উত্তর: ভারতীয় সমাজে আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে যাঁরা মাঝামাঝি স্তরে থাকেন। সাধারণভাবে তাঁদেরকে মধ্যবিত্ত বলা হয়। হিন্দু সম্প্রদায়ভুক্ত উচ্চবর্ণের এই মধ্যবিত্তদের ব্রিটিশ ভারতে 'ভদ্রলোক' বলা হত।
4. ভারতে প্রচলিত প্রথম ইংরেজি সাপ্তাহিক পত্রিকা কোনটি?
উত্তর: হিকির গেজেট হল ভারতে প্রচলিত প্রথম ইংরেজি সাপ্তাহিক পত্রিকা।
5. বাংলায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোন্টি?
উত্তর: বাংলায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হল হিকির গেজেট।
6. বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা কোনটি?
উত্তর: বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা হল 'দিগদর্শন'।
7. সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ হয়? (বাঁকুড়া কলেজিয়েট স্কুল)
উত্তর: 1829 খ্রিস্টাব্দে বড়োেলাট লর্ড বেন্টিঙ্ক সতীদাহপ্রথা নিষিদ্ধ করেন।
8. কন্যাশিশু সাগরে ভাসিয়ে দেওয়ার প্রথা কোন ইংরেজ গভর্নর নিষিদ্ধ করেছিলেন?
উত্তর: কন্যাশিশু সাগরে ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেন লর্ড ওয়েলেসলি।
9. কাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়?
উত্তর: রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়।
10. আত্মীয়সভা কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: রাজা রামমোহন রায় আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন।
11. ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা হলেন রাজা রামমোহন রায়।
12. ব্রহ্মানন্দ উপাধি কে কাকে দিয়েছিলেন?
উত্তর: দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন।
13. নববিধান ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: নববিধান ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কেশবচন্দ্র সেন।
14. আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? (উচ্চ বালিকা বিদ্যাপীঠ, বড়িশা)
উত্তর: স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন।
15. প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পান্ডুরঙ্গ ও মহাদেব গোবিন্দ রানাডে।
16. শুদ্ধি আন্দোলন কে শুরু করেন?
উত্তর: স্বামী দয়ানন্দ সরস্বতী শুদ্ধি আন্দোলন শুরু করেন।
17. হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে?
উত্তর: নবগোপাল মিত্র হলেন হিন্দু মেলার প্রতিষ্ঠাতা।
18. সাবিত্রী বাঈ কে ছিলেন?
উত্তর: বিশিষ্ট সমাজ সংস্কারক। তিনি ছিলেন জ্যোতিরাও ফুলের স্ত্রী।
19. পন্ডিতা রমাবাঈ কে ছিলেন?
উত্তর: পশ্চিম ভারতের একজন মহিলা সমাজ সংস্কারক।
20. ইয়ং বেঙ্গল-এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ডিরোজিও ইয়ং বেঙ্গল-এর প্রতিষ্ঠাতা।
21. সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: জ্যোতিরাও ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন।
22. মাদ্রাজ প্রেসিডেন্সিতে কার নেতৃত্বে বিধবাবিবাহ আন্দোলন শুরু হয়?
উত্তর: বীরেশ লিঙ্গম পাণ্ডুলুর নেতৃত্বে মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবাবিবাহ শুরু হয়।
23. কে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন?
উত্তর: লর্ড বেন্টিঙ্ক সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন।
24. শিকাগো ধর্ম সম্মেলন কত খ্রি. হয়েছিল?
উত্তর: শিকাগো ধর্ম সম্মেলন ১৮৯৩ খ্রিস্টাব্দে হয়েছিল।
25. 'দাক্ষিণাত্যের বিদ্যাসাগর' নামে কে পরিচিত?
উত্তর: জ্যোতিরাও ফুলে 'দাক্ষিণাত্যের বিদ্যাসাগর' নামে পরিচিত।
26. কার আমলে বিধবা বিবাহ আইন পাশ হয়?
উত্তর: লর্ড ক্যানিং-এর আমলে বিধবা বিবাহ আইন পাশ হয়।
27. কাকে মুসলমান সমাজের রামমোহন বলা হয়?
উত্তর: স্যার সৈয়দ আহমেদকে মুসলমান সমাজের রামমোহন বলা হয়।
28. ভারতের প্রথম কৃষক বিদ্রোহ কোনটি?
উত্তর: সন্নাসী বিদ্রোহ বা ফকির বিদ্রোহ ভারতের প্রথম কৃষক বিদ্রোহ।
29. সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।
উত্তর: সিধু ও কানহু হলেন সাঁওতাল বিদ্রোহের দুজন নেতা।
30. সাঁওতাল বিদ্রোহকে কোন্ পত্রিকা সমর্থন করে?
উত্তর: হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করে।
31. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে?
উত্তর: হরিশচন্দ্র মুখার্জী ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক।
32. 'ফরাজি' কথার অর্থ কী?
উত্তর: 'ফরাজি' কথার অর্থ ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য।
33. ওয়াহাবি আন্দোলনের দুজন নেতার নাম লেখো।
উত্তর: হাজি শরিয়ৎ উল্লাহ এবং তিতুমির ছিলেন ওয়াহাবি আন্দোলনের দু-জন নেতা।
34. ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা কে করেন? (শিলিগুড়ি বয়েজ হাইস্কুল)
উত্তর: হাজি শরিয়ৎ উল্লাহ এবং উত্তর প্রদেশের রায় বেরিলির বাসিন্দা সৈয়দ আহমেদ ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন।
35. কোন্ কোন্ পত্রিকা নীলচাষিদের পক্ষে দাঁড়ায়? (শিলিগুড়ি বয়েজ হাইস্কুল)
উত্তর: হিন্দু প্যাট্রিয়ট ও সোমপ্রকাশ পত্রিকা নীলচাষিদের পক্ষ দাঁড়ায়।
36. মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল?
উত্তর: দক্ষিণ ভারতের মালাবার উপকূল অঞ্চলে মোপলা বিদ্রোহ হয়েছিল।
37. 'দামিন-ই-কোহ' কথার অর্থ কী?
উত্তর: 'দামিন-ই-কোহ' কথার অর্থ পাহাড়ের প্রান্তদেশ।
38. সিপাহি বিদ্রোহের সূচনা কোথায় হয়?
উত্তর: বাংলাদেশের ব্যারাকপুরে সিপাহি বিদ্রোহের সূচনা হয়েছিল।
39. 'উলগুলান' কথার অর্থ কী?
উত্তর: 'উলগুলান' কথার অর্থ বিশৃঙ্খলা।
40. সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ কে?
উত্তর: সিপাহি মঙ্গল পান্ডে ছিলেন সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ।
41. লক্ষ্মীবাঈ কে ছিলেন?
উত্তর: ঝাঁসির রাজা দামোদর রাও-এর স্ত্রী ও সিপাহি বিদ্রোহের একজন নেত্রী ছিলেন লক্ষ্মীবাঈ।
42. নানাসাহেব কে ছিলেন?
উত্তর: নানাসাহেব ছিলেন পেশোয়া দ্বিতীয় বাজীরাও এর দত্তক পুত্র এবং সিপাহি বিদ্রোহের একজন নেতা।
43. তাঁতিয়া টোপী কী জন্য বিখ্যাত?
উত্তর: তাঁতিয়া টোপী ছিলেন নানা সাহেব এর সেনাপতি। তিনি সিপাহি বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন।
44. মহাবিদ্রোহের সময় ইংল্যান্ডের রানি কে ছিলেন?
উত্তর: মহাবিদ্রোহের সময় ইংল্যান্ডের রানি ছিলেন ভিক্টোরিয়া।
উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন
Editing By- Rita Moni Bora
1. উত্তরহীন প্রশ্ন ও উত্তর সেখানে দেখা যাবে
2 বিনামূল্যে উত্তর পান থেকে এটি প্রয়োগ করুন
1. উত্তরহীন প্রশ্ন ও উত্তর সেখানে দেখা যাবে
2 বিনামূল্যে উত্তর পান থেকে এটি প্রয়োগ করুন
9 রচনাধর্মী প্রশ্নোত্তর (120-160টি শব্দ উত্তর দাও) :
3. এটি পণ্য কোড (Product Code) ব্যবহার করুন : DAM000061