Class 8 Paribesh O Bigyan (WBBSE)

Lesson - 1.1

ভৌত পরিবেশ (বল ও চাপ)


1 সঠিক উত্তর নির্বাচন করো:


(i) কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে এর-


(a) আকৃতির পরিবর্তন হতে পারে


(b) স্থির থেকে গতিশীল হতে পারে


(c) গতির অভিমুখ পরিবর্তিত হতে পারে


(d) সবগুলিই হতে পারে


উত্তর: (d) সবগুলিই হতে পারে।


(ii) তুমি একটি দেয়ালকে 10N বল প্রয়োগ করে ঠেলছ। দেয়ালটি তোমার ওপর যে বল প্রয়োগ করছে তার মান-


(a) 0


(b) 10N


(c) 5N


(d) 20N


উত্তর: (b) 10N।


(iii) 0.5 kg ভরের একট বস্তুর উপর প্রযুক্ত অভিকর্ষ বলের মান-


(a) 0.5 N


(b) 1 N


(c) 4.9 N


(d) 9.8 N


উত্তর: (c) 4.9 NI


2. অতিসংক্ষিপ্ত উত্তর দাও:


(i) বল পরিমাপের SI একক কী?


উত্তর: নিউটন।


(ii) কোন্ যন্ত্রের সাহায্যে অভিকর্ষ বলের পরিমাপ করা হয়?


উত্তর: স্প্রিং তুলা।


(iii) ক্রিয়া ও প্রতিক্রিয়া পরস্পরের সমান ও                  |


উত্তর: বিপরীতমুখী।


(iv) বল = ভর               |


উত্তর: ত্বরণ। ।


3. সংক্ষিপ্ত উত্তর দাও:


1. সঠিক উত্তর নির্বাচন করো:


(i) ঘর্ষণ বল একটি-


(a) স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল


(b) স্পর্শযুক্ত ক্রিয়াশীল বল


(c) লম্ব বল


(d) কোনোটিই নয়


উত্তর: (b) স্পর্শযুক্ত ক্রিয়াশীল বল।


(ii) বস্তু কোনো তলের উপর দিয়ে গতিশীল হওয়ার উপক্রম করলে বস্তুটির উপর ঘর্ষণ বলের মান-


(a) সর্বোচ্চ হয়


(b) সর্বনিম্ন হয়


(c) শূন্য হয়


(d) কোনোটিই নয়


উত্তর: (a) সর্বোচ্চ হয়।


(iii) 1 kg ভরের একটি বাক্সকে টেবিলের উপর রাখা আছে। যদি বাক্সটিকে কোনোদিকে বল প্রয়োগ করে টানা না হয় তবে এর উপর ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান হবে-


(a) 0


(b) 9.8 N


(c) 1 N


(d) 4.9 NI


উত্তর: (a) 0


(iv) (iii) নং প্রশ্নে বাক্সটিকে টেবিলের সমান্তরালে 9.8 N বল প্রয়োগ করে টানা হচ্ছে। কিন্তু বাক্সটি টেবিলের উপর স্থির আছে। এই অবস্থায় বাক্সটির উপর ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান-


(a) 0


(b) 1 N


(c) 9.8 N


(d) 19.6 NI


উত্তর: (c) 9.8 N।



তরলের ঘনত্ব ও চাপ:


1. সঠিক উত্তর নির্বাচন করো


(i) কোন্টি চাপের একক নয়?


(a) ডাইন/সেমি²


(b) নিউটন


(c) পাস্কাল


(d) নিউটন/মিটার²


উত্তর: (b) নিউটন।


(ii) গভীরতা একই থেকে ঘনত্ব বাড়লে, চাপ-


(a) বাড়ে (b) কমে (c) একই থাকে (d) বাড়ে বা কমে


উত্তর: (a) বাড়ে।


(iii) কেরোসিন তেলের ঘনত্ব d, ও জলের ঘনত্ব d₂ হলে-


(a) d₁= d₂


(b) d₁ > d₂


(c) d₁ <d₂


(d) 2d₁ = d₂


উত্তর: (c) d₁ <d₂1


(iv) একটি তরলের উপরতল থেকে । গভীরতায় ঊর্ধ্বচাপ P₁, নিম্নচাপ P₂ ও পার্শ্বচাপ P₁ হলে-


(a) P₁= p2 = p3


(b) P₁> p2> p3


(c) p1 > p3 > p2


(d) p2 > p1 > p3


উত্তর: (a) P₁= p2 = p3


(v) একটি তরলের h গভীরতায় চাপ P হলে 2h গভীরতায় চাপ হবে-


(a) P


(b) 2P


(c) P/2


(d) 4P


উত্তর: (b) 2P।


2. অতিসংক্ষিপ্ত উত্তর দাও:


(i) ঘনত্বের S.I একক কী?


উত্তর: কেজি/মিটার।


(ii) ভর = আয়তন               । (শূন্যস্থান পূরণ করো)


উত্তর: ঘনত্ব


(iii) নদীর জল ও সমুদ্র জলের মধ্যে কোল্টির ঘনত্ব বেশি?


উত্তর: সমুদ্র জলের।


(iv)                 = বল/ক্ষেত্রফল। (শূন্যস্থান পূরণ করো)


উত্তর: চাপ


(v) 1N বল 0.5 মিটার' ক্ষেত্রফলে প্রযুক্ত হলে চাপের মান কত হবে?


উত্তর: 2 পাস্কাল।


(vi) "বাড়ির একতলার কলে জলের চাপ দোতলার কলে জলের চাপ অপেক্ষা বেশি"-সত্য না মিথ্যা লেখো।


উত্তর: সত্য।


(vii) তরলের অভ্যন্তরে একই অনুভূমিক রেখায় প্রতিটি বিন্দুতে তরলের চাপ            । (শূন্যস্থান পূরণ করো)


উত্তর: সমান


অতিসংক্ষিপ্ত উত্তর দাও:


(i) বায়ু সবদিকে            চাপ প্রয়োগ করে। (শূন্যস্থান পূরণ করো।)


উত্তর: সমান।


(ii) '12.4 মিটার গভীর জলের চাপ বায়ুমণ্ডলীয় চাপ অপেক্ষা কম'- সত্য না মিথ্যা লেখো।


উত্তর: মিথ্যা।


(iii) জল ব্যারোমিটারে বায়ুমণ্ডলীয় চাপের পাঠ কত হবে? 


উত্তর: প্রায় 10 মিটার (প্রকৃত পক্ষে 10.34 মিটার)।



2 অতিসংক্ষিপ্ত উত্তর দাও:


(i) ভাসমান বস্তুর আপাত ওজন কত?


উত্তর: শূন্য।


(ii) তরলের             বাড়লে প্লবতা বাড়ে। (শূন্যস্থান পূরণ করো)


উত্তর: ঘনত্ব


(iii) তরলের মধ্যে বস্তুর ওজনের হ্রাস কার সমান হয়?


উত্তর: বস্তু দ্বারা অপসারিত তরলে ওজনের সমান হয়।


(iv) 'তরলে অপসারিত তরলের ওজনের সমান'-সত্য না মিথ্যা লেখো।


উত্তর: সত্য।


(v) কখন একটি বস্তু তরলে আংশিক ডুবে ভাসে?


উত্তর: বস্তুর ওজন < প্লবতা হলে।


(vi) আর্কিমিডিসের নীতি কি শুধু তরলের ক্ষেত্রে প্রযোজ্য?


উত্তর: না, আর্কিমিডিসের নীতি গ্যাসের ক্ষেত্রেও প্রযোজ্য।