Class 8 Paribesh O Bigyan (WBBSE)
Chapter 1.4
পদার্থের গঠন
সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন:
(i) যে পদার্থের অণুগুলির মধ্যেকার আকর্ষণ বল সর্বাধিক তা হল-
(a) কঠিন
(b) তরল
(c) গ্যাসীয়
(d) প্লাজমা।
উত্তর: (a) কঠিন।
(iii) নির্দিষ্ট আকার নেই কিন্তু নির্দিষ্ট আয়তন আছে-
(a) কঠিনের
(b) তরলের
(c) গ্যাসের
(d) কোনোটিই নয়।
উত্তর: (b) তরলের।
(i) নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোন্টি আয়নীয় যৌগ?
(a) CH4
( b) H2O
(c) NH3
(d) NaF
উত্তর: (d) NaF
(ii) অ্যালুমিনিয়াম ধাতু ইলেকট্রন বর্জন করে যে ক্যাটায়ন উৎপন্ন করে সেটি হল-
(a) Al+
(b) Al2+
© Nl3+
(d) Al3-
উত্তর: © Nl3+
(iii) সোডিয়াম সালফাইডের সংকেত হল-
(a) NaS
(b) Na2S
(c) NaS2
(d) Na2S3
উত্তর: (b) Na2S
(iv) নিম্নলিখিতগুলির মধ্যে কোল্টিন্ট তড়িৎযোজী যৌগ নয়?
(a) CaCl2
(b) MgO
(c) KF
(d) HF
উত্তর: (d) HF
(v) ফসফেট মূলকের সংকেতটি হল-
(a) FO3-
(b) PO33-
(c) PO 33-
(d) PO24-
উত্তর : (c) PO 33-
(vi) অ্যামোনিয়ার অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা-
(a) 1
(b) 2
(c) 3
(d) 4
উত্তর: (c) 3
(vii) CaCl₂ যৌগ গঠনের সময় একটি ক্যালশিয়াম পরমাণু দ্বারা বর্জিত ইলেকট্রনের সংখ্যা-
(a) 1
(b) 2
(c) 3
(d) 0
উত্তর: (b) 2
(viii) মারকিউরিক ক্লোরাইড যৌগে মারকারির যোজ্যতা কত?
(a) 1
(b) 2
(c) 3
(d) 4
উত্তর: (b) 2
(ix) ক্যালশিয়াম বাইকার্বনেট যৌগ গঠনে কতগুলি বাইকার্বনেট মূলক যুক্ত হয়?
(a) 1টি
(b) 2টি
(c) 3টি
(d) 5টি।
উত্তর: (b) ২টি।
(x) একটি সমযোজী একবন্ধন গঠনে কতগুলি ইলেকট্রন অংশগ্রহণ করে?
(a) 2টি
(b) 3টি
(c) 4টি
(d) 1টি।
উত্তর: (a) 2টি।