Class 8 Paribesh O Bigyan (WBBSE)

Chapter 7 

অণুজীবের জগৎ

----------------------------------

MCQ

 1. ভ্যাকসিন ব্যবহার করে যে-সকল রোগকে ঠেকানো সম্ভব হয়েছেতা হল-

(a) টাইফয়েড এবং টিটেনাস

(b) ম্যালেরিয়া এবং ডিপথেরিয়া

(c) ডিপথেরিয়াটাইফয়েড এবং টিটেনাস

(d) যক্ষ্মাম্যালেরিয়া এবং ডিপথেরিয়া


উত্তর: (c) ডিপথেরিয়াটাইফয়েড এবং টিটেনাস

2. কোন্ অণুজীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে?

(a) ছত্রাক

(b) ভাইরাস

(c) অ্যামিবা

(d) অ্যালগি


উত্তর: (d) অ্যালগি

3. থার্মোফিলিক ব্যাকটেরিয়া পাওয়া যায়-

(a) বাতাসে

(b) জীবজন্তুর দেহে

(c) উয় প্রস্রবণের জলে

(d) দইতে


উত্তর:(c) উয় প্রস্রবণের জলে


4. মোনেরার অন্তর্গত অণুজীব হল-

(a) ছত্রাক

(b) ব্যাকটেরিয়া

(c) আদ্যপ্রাণী

(d) শৈবাল


উত্তর: (b) ব্যাকটেরিয়া


5. ব্যাকটেরিয়ায় প্রকৃত নিউক্লিয়াস থাকে নাপরিবর্তে-

(a) RNA থাকে

(b) DNA থাকে

(c) প্যাঁচানো RNA থাকে 

(d) প্যাঁচানো DNA থাকে


উত্তর: (d) প্যাঁচানো DNA থাকে


6. ব্যাকটেরিয়ার দেহে কোশপ্রাচীর-

(a) থাকে না

(b) উদ্ভিদ কোশের কোশ প্রাচীরের সমতুল্য

(c) থাকে

(d) কোশ পর্দার দ্বারা আবৃত


উত্তর: (c) থাকে


7. আদ্যপ্রাণীর দেহ-

(a) কোশবিহীন

(b) একটিমাত্র কোশ দিয়ে তৈরি

(c) একাধিক কোশ নিয়ে গঠিত

(d) নিউক্লিয়াসবিহীন


উত্তর:(b) একটিমাত্র কোশ দিয়ে তৈরি


. আদ্যপ্রাণীর দেহে-

(a) ক্ষণপদ থাকে

(b) ক্ষণপদ সিলিয়া থাকে

(c) ক্ষণপদফ্ল্যাজেলা সিলিয়া থাকে

(d) ফ্ল্যাজেলা থাকে না

উত্তর: (c) ক্ষণপদফ্ল্যাজেলা সিলিয়া থাকে


9. ছত্রাক নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে নাকারণ-

(a) এরা অন্ধকারে বাস করে

(b) সূর্যালোকে বাঁচে না

(c) এদের দেহে নিউক্লিয়াস নেই

(d) এদের দেহে ক্লোরোপ্লাস্ট নেই


উত্তর: (d) এদের দেহে ক্লোরোপ্লাস্ট নেই 


10. স্পাইরোগাইরা হল এক ধরনের-

(a) ছত্রাক

(b) শৈবাল

(c) বহুকোশী শৈবাল

(d) এককোশী শৈবাল

 
উত্তর: (c) বহুকোশী শৈবাল


11. যক্ষ্মা-

(a) জীবাণুঘটিত রোগ

(b) ভাইরাসঘটিত রোগ

(c) ব্যাকটেরিয়াঘটিত রোগ

(d) আদ্যপ্রাণীঘটিত রোগ


উত্তর: (c) ব্যাকটেরিয়াঘটিত রোগ


12. ভাইরাস কথাটির অর্থ হল-

(a) জীবাণু

(b) ব্যাকটেরিয়া

(c) বিষ

(d) সংক্রামক


উত্তর: (c) বিষ


13. ভাইরাসে-

(a) শুধু RNA থাকে

(b) শুধু DNA থাকে

(c) DNA বা RNA থাকে

(d) নিউক্লিয়াস থাকে


উত্তর: (c) DNA বা RNA থাকে


14. ভাইরাস-

(a) পরজীবী

(b) স্বাধীনজীবী

(c) কিছুটা স্বাধীনজীবীকিছুটা পরজীবী

(d) পরজীবী এবং রোগসৃষ্টিকারী


উত্তর:(d) পরজীবী এবং রোগসৃষ্টিকারী


15. মানুষের ব্যাকটেরিয়াঘটিত রোগগুলি হল-

(a) যক্ষ্মাপোলিও এবং দাদ

(b) কলেরামাম্পস এবং কালাজ্বর

(c) টাইফয়েডডিপথেরিয়া এবং টিটেনাস

(d) ডায়ারিয়াজলাতঙ্ক এবং ম্যালেরিয়া


উত্তর: (c) টাইফয়েডডিপথেরিয়া এবং টিটেনাস


16. জলাতঙ্ক

(a) ব্যাকটেরিয়াঘটিত রোগ

(b) ভাইরাসঘটিত রোগ

(c) আদ্যপ্রাণীঘটিত রোগ

(d) ছত্রাকঘটিত রোগ

 
উত্তর: (b) ভাইরাসঘটিত রোগ


17. কোন্টির জীবাণু আদ্যপ্রাণী?

(a) কলেরার

(b) হামের

(c) অ্যামিবিয়াসিসের

(d) হাজার

উত্তর: (c) অ্যামিবিয়াসিসের


18. প্রাণী বাহকের মাধ্যমে মানুষের দেহে যে রোগের জীবাণু প্রবেশ করেতা হল-

(a) ম্যালেরিয়া

(b) ডায়ারিয়া

(c) যক্ষ্মা

(d) টাইফয়েড


উত্তর: (a) ম্যালেরিয়া


19. ভিটামিন B₁₂তৈরি করে-

(a) ব্যাকটেরিয়া

(b) রক্তে বসবাসকারী ব্যাকটেরিয়া

(c) অস্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়া

(d) ক্ষুদ্রান্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়া


উত্তর: (d) ক্ষুদ্রান্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়া


20. বায়ুর নাইট্রোজেন শোষণে সক্ষম-

(a) রাইজোবিয়াম ব্যাকটেরিয়া

(b) উদ্ভিদের মূলে থাকা অর্বুদ

(c) এশ্চেরিচিয়া কোলাই ব্যাকটেরিয়া

(d) যে-কোনো ব্যাকটেরিয়া।

উত্তর: (a) রাইজোবিয়াম ব্যাকটেরিয়া


21. উদ্ভিদ নাইট্রোজেন গ্রহণ করে-

(a) NO3

(b) NO2

(c) No

(d) NH4


উত্তর: (a) NO3


22. নাইট্রোজেন স্থিতিকরণে সমর্থ মিথোজীবী ব্যকটেরিয়া হল-

(a) ক্লসট্রিডিয়াম

(b) অ্যাজোটোব্যাক্টর

(c) রাইজোবিয়াম

(d) নাইট্রোব্যাক্টর


উত্তর: (c) রাইজোবিয়াম


23. পাটের তত্ত্বকে পাটকাঠি থেকে পৃথক করা সম্ভব হয় ব্যাকটেরিয়ার জন্যকারণ-

(a) ব্যাকটেরিয়া পাটের কান্ডে থাকা পেকটিন নষ্ট করে দেয়

(b) পাটের তত্ত্ব ব্যাকটেরিয়ার প্রিয় খাদ্য

(c) ডোবার জলে ব্যাকটেরিয়া ছাড়া অন্য কোনো অণুজীব থাকে না

(d) ব্যাকটেরিয়া পাটের তত্ত্ব নষ্ট করতে পারে না


উত্তর: (a) ব্যাকটেরিয়া পাটের কান্ডে থাকা পেকটিন নষ্ট করে দেয়


24. অ্যামোনিফিকেশন পদ্ধতিতে নাইট্রোজেনযুক্ত যৌগ ভেঙে গিয়ে-

(a) নাইট্রেট তৈরি হয়

(b) অ্যামোনিয়া তৈরি হয়

(c) নাইট্রাইট তৈরি হয়

(d) নাইট্রেট নাইট্রাইট তৈরি হয়


উত্তর: (b) অ্যামোনিয়া তৈরি হয়


25. নাইট্রোব্যাক্টর হল একপ্রকার-

(a) নাইট্রিফাইং ব্যাকটেরিয়া

(b) ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া

(c) সায়ানো ব্যাকটেরিয়া

(d) মিথোজীবী ব্যাকটেরিয়া


উত্তর: (a) নাইট্রিফাইং ব্যাকটেরিয়া


26. নাইট্রিফাইং ব্যাকটেরিয়া অ্যামোনিয়ামকে-

(a) নাইট্রেটে রূপান্তরিত করে

(b) নাইট্রাইটে রূপান্তরিত করে

(c) নাইট্রাইট নাইট্রেটে রূপান্তরিত করে

(d) অ্যামোনিয়াম যৌগে পরিণত করে

উত্তর: (c) নাইট্রাইট নাইট্রেটে রূপান্তরিত করে


27. ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়া দুধে সংখ্যায় খুব তাড়াতাড়ি বাড়তে পারে-

(a) 27C উন্নতায়

(b) 30C উয়তায়

(c) 37C উন্নতায়

(d) 32C উয়তায়


উত্তর: (c) 37C উন্নতায়


28. মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিক হল-

(a) পেনিসিলিন

(b) স্ট্রেপটোমাইসিন

(c) ক্লোরোমাইসেটিন

(d) অ্যাম্পিসিলিন


উত্তর: (a) পেনিসিলিন


29. DOTS পদ্ধতিতে যে রোগের চিকিৎসা করা হয় সেটি হল-

(a) কালাজ্বর

(b) স্মলপক্স

(c) হেপাটাইটিস

(d) যক্ষ্মা


উত্তর: (d) যক্ষ্মা।


30. পেনিসেলিয়াম নোটেটাম হল এক ধরনের-

(a) অ্যান্টিবায়োটিক

(b) জীবাণু

(c) ছত্রাক

(d) ব্যাকটেরিয়া


উত্তর: (c) ছত্রাক


31. অ্যান্টিবায়োটিক দিয়ে-

(a) ব্যাকটেরিয়াকে দমন করা যায়

(b) ভাইরাসকে দমন করা যায়

(c) ছত্রাকঘটিত সংক্রামণকে নিয়ন্ত্রণে আনা যায়

(d) যে-কোনো জীবাণুকে দমন করা যায়


উত্তর: (a) ব্যাকটেরিয়ারকে দমন করা যায়


32. মহাকাশযানে বাতাস পরিষ্কার করতে-

(a) ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়

(b) আদ্য প্রাণীকে ব্যবহার করা হয়

(c) শ্যাওলাকে ব্যবহার করা হয়

(d) ছত্রাককে ব্যবহার করা হয়


উত্তর: (c) শ্যাওলাকে ব্যবহার করা হয়


33. তরকারির খোসার বর্জ্য থেকে ব্যাকটেরিয়া-

(a) গ্যাস তৈরি করে

(b) অক্সিজেন গ্যাস তৈরি করে

(c) মিথেন গ্যাস তৈরি করে

(d) নানান গ্যাস তৈরি করে


উত্তর: (c) মিথেন গ্যাস তৈরি করে


34. মল বা মূত্রের বর্জ্য থেকে আমাদের পরিবেশকে রক্ষা করে-

(a) ভাইরাস

(b) ব্যাকটেরিয়া

(c) অ্যান্টিবায়োটিক

(d) ভ্যাকসিন


উত্তর: (b) ব্যাকটেরিয়া


35. কোনো জীবদেহের রোগ প্রতিরোধের স্বাভাবিক ক্ষমতাই হল-

(a) ভিটামিন

(c) অনাক্রম্যতা

(b) নাইট্রোজেন যৌগ

(d) অ্যান্টিজেন

উত্তর: (c) অনাক্রম্যতা


36. অ্যান্টিবডি হল-

(a) একধরনের যৌগ

(b) প্রোটিনধর্মী যৌগ

(c) একধরনের ভিটামিন

(d) এক ধরনের ক্ষতিকারক যৌগ


উত্তর: (b) প্রোটিনধর্মী যৌগ


37. আলেকজান্ডার ফ্লেমিং ব্যাকটেরিয়ার বৃদ্ধি দেখেছিলেন-

(a) পাঁউরুটিতে

(b) অ্যাগার প্লেটে

(c) দইতে

(d) ভিনিগারে


উত্তর: (b) অ্যাগার প্লেটে


38. নিউমোনিয়া রোগ সৃষ্টি করে-

(a) ব্যাকটেরিয়া

(c) শ্যাওলা

(b) ছত্রাক

(d) আদ্যপ্রাণী


উত্তর: (a) ব্যাকটেরিয়া


39. বাঁধাকপিকে দীর্ঘদিন ভালো রাখা যায়-

(a) লবণ মাখিয়ে

(b) রোদে শুকিয়ে

(c) পাস্তুরাইজেশন করে

(d) চিনির দ্রবণে

উত্তর: (b) রোদে শুকিয়ে


40. অ্যালকোহলকে ভিনিগারে রূপান্তরিত করে-

(a) ইস্ট

(b) ব্যাকটেরিয়া

(c) ল্যাকটিক অ্যাসিড

(d) অ্যামোনিয়াম


উত্তর: (b) ব্যাকটেরিয়া


41. অ্যান্টিবডি-

(a) দেহে তৈরি হয়

(b) বাহির থেকে দেহে প্রবেশ করে

(c) দেহে তৈরি হয় আবার বাহির থেকে প্রবেশও করে

(d) টিকাকরণের ফলে নষ্ট হয়ে যায়।


উত্তর: (a) দেহে তৈরি হয়


42. পেনিসিলিন-

(a) এক ধরনের যৌগ

(b) পেনিসিলিয়াম নোটেটাম-এর দেহ থেকে পাওয়া যৌগ

(c) ব্যাকটেরিয়ার দেহ-নিঃসৃত যৌগ

(d) ভাইরাস দমন করে


উত্তরঃ (b) পেনিসিলিয়াম নোটেটাম-এর দেহ থেকে পাওয়া যৌগ


43. মানুষের দেহে হেপাটাইটিস রোগের অণুজীব প্রবেশ করে-

(a) পানীয় জলের মাধ্যমে

(b) খাদ্যের মাধ্যমে

(c) শ্বাসবায়ুর মাধ্যমে

(d) রক্তসঞ্চালনের মাধ্যমে


উত্তর: (d) রক্তসঞ্চালনের মাধ্যমে


44. অ্যালার্জি-

(a) ব্যাকটেরিয়াঘটিত রোগ

(b) ভাইরাসঘটিত রোগ

(c) আদ্যপ্রাণীজনিত রোগ

(d) ছত্রাকঘটিত রোগ


উত্তর: (d) ছত্রাকঘটিত রোগ।


Tur And False

1. অণুজীবদের বেঁচে থাকার জন্য ভেজা জায়গা খুব গুরুত্বপূর্ণ।  


2. সূর্যের আলোতে অণুজীবেরা খুব তাড়াতাড়ি বাড়ে।  


3. কোনো অণুজীবই নিজ দেহে খাদ্য তৈরি করতে পারে না।  x


4. থামোফিলিক ব্যাকটেরিয়া 100C তাপমাত্রার কাছাকাছি বংশ বৃদ্ধি করে।  
x


5. সমুদ্রে ব্যাকটেরিয়া পাওয়া যায় না।  x


6. ভাইরাস ব্যাকটেরিয়া অকোশীয় জীব।  x


7. ব্যাকটেরিয়া জীব জড়ের মধ্যবর্তী।  x


. ভাইরাসে কোশপ্রাচীর নেই কিন্তু ব্যাকটেরিয়ায় আছে।   


9. ব্যাকটেরিয়ায় প্রকৃত নিউক্লিয়াস থাকে না।   


10. ব্যাকটেরিয়ায় রাইবোজোম থাকে না।  x
 

11. এরেনবার্গ ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার
করেন।    


12. আদ্যপ্রাণীর দেহে এক বা একাধিক নিউক্লিয়াস থাকে।  


13. ছত্রাকের দেহে সুতোর মতো অংশ হাইফি থাকে। 



14. মিউকর এক ধরনের ছত্রাক। 


15. কোনো ছত্রাককে খালি চোখে দেখা যায় না।  x


16. ছত্রাকের দেহে ক্লোরোপ্লাস্ট থাকে।  x


17. স্পাইরোগাইরা বহুকোশী শৈবাল।  


18. শৈবালের বৃদ্ধির জন্য আলোর প্রয়োজন হয় না।  x


19. ভাইরাস কথাটির শব্দগত অর্থ হল বিষ।   


20. স্লিপিং সিকনেস আদ্যপ্রাণীঘটিত
রোগ।  


21. পোষক কোশের বাইরে থাকার সময় ভাইরাস জড়বৎ।  


22. AIDS ব্যাকটেরিয়াঘটিত রোগ।   x


23. ডেঙ্গুজ্বর ভাইরাসঘটিত রোগ।  


24. কালাজ্বর আদ্যপ্রাণীঘটিত রোগ।  


25. পেনিসিলিয়াম এক ধরনের অ্যান্টিবায়োটিক।   x


26. ক্লোরোমাইসেটিন এক ধরনের অ্যান্টিবায়োটিক।  


27. ব্যাকটেরিয়া দুধের ল্যাকটোজকে
ল্যাকটিক অ্যাসিডে রূপান্তর করে।  


28. মানুষের অস্ত্রে Escherichia coli থাকে।  



29. লাইকেন এক ধরনের মিথোজীবিতার উদাহরণ।  


30. অ্যান্টিবায়োটিকে উপকারী অপকারী উভয় প্রকারে ব্যাকটেরিয়া মারা যায়।  


31. রাইজোবিয়াম ব্যাকটেরিয়া মটরগাছের বৃদ্ধিতে সাহায্য করে  


32. মানুষের প্রয়োজনীয় ভিটামিন B₁₂ রাইজোবিয়াম সরবরাহ কর  x


33. ব্যাকটেরিয়ার সাহায্যে বর্জ্য থেকে মিথেন গ্যাস তৈরি করা
সম্ভব।  


34. পোলিয়ো রোগকে ভ্যাকসিনের সাহায্যে ঠেকানো সম্ভব।  


35. বর্জ্য থেকে ব্যাকটেরিয়া ব্যবহারযোগ্য যৌগ তৈরি
করে।  



Very Short Question Answer

 
1. ভ্যাকসিন ব্যবহার করে ঠেকানো গেছে এমন দুটি রোগের নাম লেখো।
 
উত্তরটাইফয়েডপোলিয়ো।
 
2. অ্যান্টিজেনের উৎস কী?
 
উত্তর:
 জীবাণু।
 
3. অ্যান্টিজেনকে কে আক্রমণ করে?
 
উত্তর: অ্যান্টিবডি।
 
4. অ্যান্টিবায়োটিক কী?
 
উত্তর: জীবনদায়ী ঔষধ।
 
5. দই তৈরিতে কোন্ ব্যাকটেরিয়া কার্যকরী
 
উত্তর: ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়া।
 
6. ফলের রসে থাকা শর্করাকে ভেঙে অ্যালকোহল তৈরি করে কে
 
উত্তর: ইস্ট নামক ছত্রাক।
 
7. নাইট্রোজেনযুক্ত যৌগ ভেঙে গিয়ে অ্যামোনিয়া তৈরি হওয়ার পদ্ধতিকে কী বলা হয়?
 
উত্তর: অ্যামোনিফিকেশন।
 
. পাস্তুরাইজেশন কী?
 
উত্তর: কিছু খাদ্যকে ভালো রাখার একটি উপায়।
 
9. মাছমাংসকে কীভাবে ভালো রাখা সম্ভব?
 
উত্তর: নুন মাখিয়ে।
 
10. একটি স্বাধীনজীবী নাইট্রোজেন সংবহনকারী ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। 
 
উত্তর: অ্যাজোটোব্যাক্টর।
 
11. সয়াবিন উদ্ভিদে মিথোজীবী ব্যাকটেরিয়া কোথায় বাস করে?
 
উত্তর: অর্বুদে।
 
12. ভাইরাসের কী কোশীয় গঠন আছে?
 
উত্তর: নাভাইরাসের কোশীয় গঠন নেই।
 
13. ভাইরাসের জড় অবস্থা কখন লক্ষ করা যায়?
 
উত্তর: পোষক কোশের বাইরে থাকাকালীন লক্ষ করা যায়।
 
14. একটি ভাইরাসঘটিত রোগের নাম লেখো।
 
উত্তর: ইনফ্লুয়েঞ্জা।
 
15. পোলিয়ো টিটেনাস-এর মধ্যে কোন্টি ব্যাকটেরিয়া ঘটিত রোগ?
 
উত্তর: টিটেনাস।
 
16. হাইফি কোথায় দেখা যায়?
 
উত্তর: ছত্রাকের দেহে।
 
17. একটি এককোশী শৈবালের উদাহর 200 ফুটের বেশি হয়।
 
উত্তর: ক্ল্যামাইডোমোনাস।
 
18. সিলিয়ার কাজ কী?
 
উত্তর: গমনে সাহায্য করা।
 
19. প্রোটিস্টার অন্তর্গত একটি জীবের উদাহরণ দাও
 
উত্তর: অ্যামিবা।
 
20. ক্ষণপদ কোন্ আদ্যপ্রাণীতে দেখা যায়?
 
উত্তর: অ্যামিবায়।
 
21. ভাইরাসের নিউক্লিক অ্যাসিড কী
 
উত্তর: DNA বা RNA প্রকৃতির।
 
22. খালিচোখে দেখা যায় এমন একটি ভাইরাস ব্যাকটেরিয়ার।
 
উত্তর: অ্যাগারিকাস বা ব্যাঙের ছাতা।
 
23. মাইসেলিয়াম কী দিয়ে তৈরি হয়?
 
উত্তর: হাইফি দিয়ে।
 
24. ছত্রাকে কি ক্লোরোপ্লাস্ট থাকে?
 
উত্তর: নাথাকে না।
 
25. শৈবাল ছত্রাকের সহাবস্থান কীসের দৃষ্টান্ত?
 
উত্তর: মিথোজীবিতার দৃষ্টান্ত।
 
26. অ্যাম্পিসিলিন কী?
 
উত্তর: অ্যান্টিবায়োটিক।
 
27. ভাইরাস দেহ গঠনের প্রধান উপাদান কী?
 
উত্তর: প্রোটিন নিউক্লিক অ্যাসিড।
 
28. প্রোটিন নিউক্লিক অ্যাসিড গঠনের জন্য উদ্ভিদ নাইট্রোজেন কোথা থেকে পায়?
 
উত্তর: নাইট্রেট বা অ্যামোনিয়া থেকে।
 
29. অণুজীব মারা গেলে ওদের দেহে জমা থাকা নাইট্রোজেনের যৌগগুলির কী হয়?
 
উত্তর: মাটিতে মুক্ত হয়।
 
30. রাইজোবিয়াম আশ্রয়দাতা উদ্ভিদকে কীভাবে সাহায্য করে?
 
উত্তর: নাইট্রোজেন যৌগ সরবরাহ করে।
 
31. মেথানোজেনিক ব্যাকটেরিয়া কোন্ গ্যাস তৈরিতে সাহায্য করে?
 
উত্তর: মিথেন গ্যাস।
 
32. পরজীবীদের যে আশ্রয় খাদ্য সরবরাহ করে তাকে কী বলা হয়?
 
উত্তর: পোষক।
 
33. অনাক্রম্যকরণ কাকে বলে?
 
উত্তর: যে পদ্ধতিতে রোগজীবাণুর বিরুদ্ধে আগে থেকে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়তাকে অনাক্রাম্যকরণ বলে।
 

Short Question Answer
 
1. অণুজীব কোথায় কোথায় দেখতে পাওয়া যায়?
 
উত্তর: সাধারণত জলে ভেজা মাটিতেপচা আবর্জনার স্তূপেজীবদেহের ভেতরে এবং দই ইত্যাদি খাদ্যে অণুজীব দেখতে পাওয়া যায়।
 
2. ফাজ ভাইরাস কীভাবে উপকার করে
 
উত্তর: ফাজ ভাইরাস বা ব্যাকটেরিওফাজ ব্যাকটেরিয়া কোশকে বিদীর্ণ করে বংশবিস্তার করে। এইরূপে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করে ফাজ ভাইরাস উপকার করে।
 
3. অণুবীক্ষণের মাধ্যমে অণুজীবদের কীভাবে দেখা যায়?
 
উত্তর: অণুজীবদের অণুবীক্ষণের মাধ্যমে দেখার জন্য বিশেষ বিশেষ স্টেইন-এর সাহায্যে রাঙিয়ে নিতে হয়।
 
4. অণুজীবরা কয় প্রকার কী কী?
 
উত্তরঅণুজীবরা প্রধানত চার প্রকার হয়। যথা- ব্যাকটেরিয়াআদ্যপ্রাণীছত্রাক শৈবাল।
 
5. প্রাণী ভাইরাস সংক্রমণে প্রধান বাহকগুলি কী কী?
 
উত্তর: প্রাণী ভাইরাস সংক্রমণে প্রধান বাহকগুলি হল বায়ুখাদ্যপতঙ্গস্পর্শ গবাদি পশু।
 
6. মানুষের ভাইরাসঘটিত কয়েকটি রোগের নাম লেখো।
 
উত্তর: মানুষের ভাইরাসঘটিত কয়েকটি রোগ হল- হামবসন্তমাম্পসডায়ারিয়াপোলিয়োহারপিসএনকেফালাইটিসজলাতঙ্কইনফ্লুয়েঞ্জা ইত্যাদি। 

7. একটি DNA  RNA যুক্ত ভাইরাসের নাম লেখো।
উত্তর: মানুষের DNA যুক্ত ভাইরাস ঘটিত রোগ হল বসন্ত এবং RNA যুক্ত ভাইরাসঘটিত রোগ হল ইনফ্লুয়েঞ্জা।

আকৃতি অনুসারে ব্যাকটেরিয়াকে কত ভাগে ভাগ করা হয়?

 উত্তর: আকৃতি অনুসারে ব্যাকটেরিয়াকে 4 ভাগে ভাগ করা হয়। যেমন- (i) কক্কাস (গোলাকার), (ii) ব্যাসিলাস (দণ্ডাকার), (iii) স্পাইরিলাম (সর্পিলাকার (iv) কমাকৃতি (কমার ন্যায়)
 
9. রান্না করা খাদ্য-বিষাক্তকারক দুটি ব্যাকটেরিয়ার নাম লেখো। 
 উত্তর: রান্না করা খাদ্য বিষাক্তকারক দুটি ব্যাকটেরিয়া হলসালমোনেলাস্ট্যাফাইলোকক্কাস।

10. ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কী?
 উত্তর: যে ব্যাকটেরিয়া মাটির নাইট্রেট থেকে নাইট্রোজেন মুক্ত করে উর্বরতা কমিয়ে দেয়তাকে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলে। উদাহরণ- সিউডোমোনাস।
 
11. দইছানাচীজ প্রভৃতি প্রস্তুতকারক ব্যাকটেরিয়াগুলির নাম লেখো।
উত্তর: ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়া দুধকে দই- পরিণত করে এবং স্ট্রেপটোকক্কাস ল্যাকটিস দুধকে ছানাচীজ ইত্যাদিতে পরিণত করে।.
 
12. ব্যাকটেরিয়ার সাহায্যে কীভাবে ভিনিগার প্রস্তুত হয় 

উত্তর: অ্যাসিটোব্যাক্টর অ্যাসিটি নামক ব্যাকটেরিয়া শর্করার দ্রবণে কোহল সন্ধান ঘটিয়ে ভিনিগার প্রস্তুত করে।

13. ক্ল্যামাইডোমোনাস-এর ক্লোরোপ্লাস্টের সঙ্গে স্পাইরোগাইরার ক্লোরোপ্লাস্টের পার্থক্য কী?
উত্তর: ক্ল্যামাইডোমোনাসের ক্লোরোপ্লাস্টটি অশ্বখুরাকার কিন্তু স্পাইরোগাইরার ক্লোরোপ্লাস্টটি ফিতার ন্যায় সরুসর্পিলাকারে বিন্যস্ত থাকে।
 
14. হাইফা মাইসেলিয়াম কাকে বলে?
উত্তর: ছত্রাক দেহের একককে বলে হাইফা বা অনুসূত্র। অনুসূত্রগুলি শাখান্বিত হয়ে জালকের সৃষ্টি করলে তাকে মাইসেলিয়াম বলে। 
 
15. একটি এককোশীএকটি কলোনিয়াল একটি সূত্রাকার বহুকোশী শৈবালের উদাহরণ দাও।
উত্তর: (i) এককোশী শৈবাল-ক্ল্যামাইডোমোনাস, (ii) কলোনিয়াল শৈবাল ভলভক্স, (iii) সূত্রাকার বহুকোশী শৈবাল- স্পাইরোগাইরা।
 
16. খাদ্যরূপে এবং ভিটামিনের উৎসরূপে ব্যবহৃত হয় কোন্ শৈবাল?
 উত্তর: ল্যামিনেরিয়াগ্রাসিলেরিয়া শৈবাল খাদ্যরূপে এবং ক্লোরেলা ভিটামিনের উৎসরূপে ব্যবহৃত হয়।
 
17. ওষুধরূপে ব্যবহৃত হয় কোন্ শৈবাল?
 উত্তর: ক্লোরেলা থেকে উৎপন্ন ক্লোরেলীন জীবাণু প্রতিরোধী ওষুধরূপে এবং সারগাসাম ল্যামিনেরিয়া নামক শৈবাল গলগণ্ডের ওষুধরূপ ব্যবহৃত হয়।
 
18. মানুষের রোগ সৃষ্টিতে ছত্রাকের ভূমিকা কী?
 উত্তর: দাদহাজাছুলি প্রভৃতি মানুষের চর্মরোগ ছত্রাক আক্রমণের ফলে ঘটে। তাছাড়া অ্যালার্জি এবং নাকমুখকানগলাযকৃৎফুসফুস প্রভৃতি অঙ্গের রোগের কারণ নানাবিধ ছত্রাক।
 
19. ইস্টকে তরল শর্করা দ্রবণে রাখলে কী পরিবর্তন দেখা যাবে?
 উত্তর: ইস্টকে তরল শর্করা দ্রবণে রাখলে কোহল সন্ধান প্রক্রিয়ায় শর্করা থেকে ইথাইল অ্যালকোহল সৃষ্টি হবে।
 
20. ছত্রাক কী ধরনের উদ্ভিদ?
উত্তর: ছত্রাক একপ্রকার ক্লোরোফিলবিহীন এবং ইউক্যারিওটিক প্রকৃতির সমাঙ্গদেহী উদ্ভিদ।
 
21. আদ্যপ্রাণী কাকে বলে?
 উত্তর: যে প্রাণীকূল এককোশীআণুবীক্ষণিক কোশ-অঙ্গাণুসমৃদ্ধকিন্তু কলা অঙ্গতন্ত্রবিহীন হয়তাদের আদ্যপ্রাণী বলে।
 
22. আদ্যপ্রাণীদের গমন অঙ্গ কী কী?
 উত্তর: আদ্যপ্রাণীদের গমন অঙ্গ হল ক্ষণপদ (যেমন- অ্যামিবা)সিলিয়া (যেমন- প্যারামেসিয়াম) এবং ফ্লাজেলা 

 
  
Paid Answer Link (Membership User)

EDITING BY--Liza Mahanta