Class 8 Paribesh O Bigyan (WBBSE)
আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদজগৎ
A. সঠিক উত্তরটি নির্বাচন করো
1. একটি ফাঁপা পর্বমধ্যযুক্ত উদ্ভিদ হল -
(a) গোলমরিচ
(b) বাঁশ
(c) দারুচিনি
(d) হলুদ
উত্তর: (b) বাঁশ
2. কচুরিপানা বায়োগ্যাসের উৎসরূপে ব্যবহার করা হয়। নীচের কোন্টি বেশি পরিমাণ থাকায়?
(a) সালফার
(b) হাইড্রোজেন
(c) নাইট্রোজেন
(d) হিলিয়াম
উত্তর: (c) নাইট্রোজেন
3. জলশোধন করার ক্ষমতা আছে-
(a) কচুরিপানা
(b) বাঁশ
(c) আদা
(d) হলুদ
উত্তর: (a) কচুরিপানা
4. ধুনো পাওয়া যায়-
(a) বাঁশগাছ থেকে
(b) সুন্দরীগাছ থেকে
(c) শালগাছ থেকে
(d) দারুচিনি থেকে
উত্তর: (c) শালগাছ থেকে
5. কচুরিপানা পশু খাদ্যরূপে ব্যবহৃত হয়, কারণ এতে-
(a) নাইট্রোজেন ও ফ্যাট বেশি থাকে
(b) নাইট্রোজেন ও প্রোটিন বেশি থাকে
(c) কার্বন ও কার্বোহাইড্রেট বেশি থাকে
(d) কোনোটিই নয়
উত্তর: (b) নাইট্রোজেন ও প্রোটিন বেশি থাকে
6. লবণাক্ত অঞ্চলে জলে জন্মায়-
(a) কচুরিপানা
(b) সুন্দরী
(c) বাঁশ
(d) শাল
উত্তর: (b) সুন্দরী
7. একটি কন্দজাতীয় উদ্ভিদ যা মশলারূপে ব্যবহৃত হয়-
(a) গোলমরিচ
(b) লবঙ্গ
(c) জায়ফল
(d) রসুন
উত্তর: (d) রসুন
৪. চিরসবুজ উদ্ভিদ নয়-
(a) আমলকী
(b) আম
(c) বট
(d) বাঁশ
উত্তর: (a) আমলকী
9. তীখে বলা হয় নীচের কোন্টিকে?
(a) গোলমরিচ
(b) লঙ্কা
(c) লবঙ্গ
(d) হলুদ
উত্তর: (a) গোলমরিচ
10. মাংস এবং অন্যান্য খাবার যা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তা সংরক্ষণের কাজে ব্যবহৃত হয়-
(a) আদা
(b) হলুদ
(c) গোলমরিচ
(d) এলাচ
উত্তর: (c) গোলমরিচ
11. কোন্ গাছের ছাল মশলারূপে ব্যবহৃত হয়?
(a) পেঁয়াজ
(b) আদা
(c) দারুচিনি
(d) এলাচ
উত্তর: (c) দারুচিনি
12. গরম মশলা হিসেবে ব্যবহৃত মশলায় যেটি থাকে না-
(a) এলাচ
(b) লবঙ্গ
(c) রসুন
(d) দারুচিনি
উত্তর: (c) রসুন
13. কারকিউমিন যৌগটি পাওয়া যায়-
(a) আদাতে
(b) হলুদে
(d) আমলকীতে
(c) রসুনে
উত্তর: (b) হলুদে
14. অ্যালজাইমার রোগের চিকিৎসাতে উপযোগী-
(a) অ্যালিসিন
(c) কারকিউমিন
(b) পেকটিন
(d) ট্যানিন
উত্তর: (c) কারকিউমিন
15. ফুলের অংশ হিসেবে ব্যবহৃত একটি সুগন্ধি মশলা হল-
(a) দারুচিনি
(b) জাফরান
(c) জায়ফল
(d) হিং
উত্তর: (b) জাফরান
16. রসুনে থাকে নীচের কোন্ যৌগটি?
(a) অ্যালিসিন
(b) পিপেরাইন
(c) কারকিউমিন
(d) পেকটিন
উত্তর: (a) অ্যালিসিন
17. নিমপাতার রস যে রোগে উপকারী, তা হল-
(a) বহুমূত্র
(b) মধুমেহ
(c) রেটিনোপ্যাথি
(d) কোষ্ঠকাঠিন্য
উত্তর: (a) বহুমূত্র
18. জীবাণুনাশক ক্ষমতা সম্পন্ন উদ্ভিদ হল-
(a) বাঁশ
(b) সুন্দরী
(c) নিম
(d) শাল
উত্তর: (c) নিম
19. কোষ্ঠকাঠিন্যের অব্যর্থ ওষুধ হল-
(a) নিম
(b) বেল
(c) আদা
(d) শাল
উত্তর: (b) বেল
20. আমলকীতে প্রচুর পরিমাণে পাওয়া যায় যে ভিটামিনটি, তা হল-
(a) ভিটামিন A
(b) ভিটামিন B কমপ্লেক্স
(c) ভিটামিন C
(d) ভিটামিন D
উত্তর: (c) ভিটামিন C