Class 8 Paribesh O Bigyan (WBBSE)
Chapter 6
দেহের গঠন
A. সঠিক উত্তর নির্বাচন করো :
1. জীবদেহের ক্ষুদ্রতম একক হল
(a) কলা
(b) কোশ
(c) তন্ত্র
(d) অঙ্গ
উত্তর: (b) কোশ।
2. দ্রষ্টব্য বস্তুকে সবচেয়ে বড়ো করে দেখার জন্য ব্যবহৃত হয় -
(a) আতস কাঁচ,
(b) সরল অণুবীক্ষণ যন্ত্র,
(c) যৌগিক অণুবীক্ষণ যন্ত্র,
(d) ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র।
উত্তর: (d) ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র।
3. একটি প্রোক্যারিওটিক কোশযুক্ত জীব হল
(a) নীলাভ সবুজ শৈবাল,
(b) স্পাইরোগাইরা,
(c) মিউকর,
(d) অ্যামিবা।
উত্তর: (a) নীলাভ সবুজ শৈবাল
4. প্রস্তর কোশ থাকে -
(a) কান্ডে,
(b) মূলে,
(c) ফলত্বকে,
(d) অস্থিতে।
উত্তর: (c) ফলত্বকে।
5. অ্যামিবার মতো আকার পরিবর্তন করতে পারে
(a) লোহিত রক্তকণিকা,
(b) অনুচক্রিকা,
(c) শ্বেত রক্তকণিকা,
(d) স্নায়ুকোশ।
উত্তর: (c) শ্বেত রক্তকণিকা।
6. দেহের ভারবহনকারী কলাটি হল -
(a) আবরণীকলা,
(b) যোগকলা,
(c) পেশিকলা,
(d) স্নায়ুকলা।
উত্তর: (b) যোগকলা।
7. যে কলার একদিক উন্মুক্ত থাকে সেটি হল-
(a) যোগকলা,
(b) পেশিকলা,
(c) স্নায়ুকলা,
(d) আবরণী কলা।
উত্তর: (d) আবরণী কলা।
৪. একটি তরল যোগকলা হল-
(a) হরমোন,
(b)রক্ত,
(c) ঘর্ম,
(d) উৎসেচক।
উত্তর: (b) রক্ত।
9. কোশের পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত ক্ষুদ্রতম এককটি হল
(a) মিলিমিটার,
(b) মাইক্রন,
(c) ন্যানোমিটার,
(d) অ্যাংস্ট্রম।
উত্তর: (d) অ্যাংস্ট্রম।
10. সংকোচন-প্রসারণশীল কলাটি হল
(a) আবরণী কলা,
(b) যোগকলা,
(c) পেশিকলা,
(d) স্নায়ুকলা।
উত্তর: (c) পেশিকলা।
11. ভাজক কলা থাকে
(a) মূলের বর্ধনশীল অঞ্চলে,
(b) মূলরোম অঞ্চলে,
(c) স্থায়ী অঞ্চলে,
(d) শাখামূলের ভেতরে।
উত্তর: (a) মূলের বর্ধনশীল অঞ্চলে।
12. সেন্ট্রোজোম থাকে
(a) উদ্ভিদের ভাজক কলা কোশে,
(b) আবরণী কলা কোশে,
(c) স্নায়ুকোশে,
(d) পেশিকোশে।
উত্তর: (d) আবরণী কলা কোশে।
13. প্রোটিন সংশ্লেষে অংশ নেয়
(a) রাইবোজোম,
(b) লাইসোজোম
(c) মাইটোকন্ড্রিয়া,
(d) গলগি বস্তু।
উত্তর: (c) রাইবোজোম।
14. ক্রোমোজোম দেখা যায়-
(a) সাইটোপ্লাজমে,
(b) সারকোপ্লাজমে,
(c) প্রোটোপ্লাজমে,
(d) নিউক্লিওপ্লাজমে।
উত্তর: (d) নিউক্লিওপ্লাজমে।
15. যে অঙ্গাণুটি ছাড়া কোনো কোশ বাঁচতে পারে না-
(a) ডেসমোজোম,
(b) রাইবোজোম,
(c) নিউক্লিয়াস,
(d) প্লাস্টিড।
উত্তর: (c) নিউক্লিয়াস।
16. প্রাণীকোশে দেখা যায় না
(a) মাইটোকনড্রিয়া,
(b) কোশপর্দা,
(c) কোশপ্রাচীর,
(d) সেন্ট্রোজোম।
উত্তর: (c) কোশপ্রাচীর।
17. ক্লোরোপ্লাসটিডের বর্ণ হল-
(a) লাল,
b) হলুদ,
(c) কমলা,
(d) সবুজ।
উত্তর: (d) সবুজ।
18. প্রাণীকোশ বিভাজনে যে অঙ্গাণু অংশগ্রহণ করে তা হল
(a) লাইসোজোম,
(b) নিউক্লিয়াস,
(c) সেন্ট্রোজোম,
(d) রাইবোজোম।
উত্তর: (c) সেন্ট্রোজোম।
19. গলজি বস্তু সৃষ্টি হয় যে অঙ্গাণু থেকে
(a) লাইসোজোম,
(b) মাইটোকন্ড্রিয়া,
(c) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম,
(d) নিউক্লিওলাস।
উত্তর: (c) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
20. রাইবোজোম উৎপন্ন হয়-
(a) সেন্ট্রোজোম থেকে,
(b) লাইসোজোম থেকে,
(c) নিউক্লিওলাস থেকে,
(d) গলগি বস্তু থেকে।
উত্তর: (c) নিউক্লিওলাস থেকে।
21. ব্যাকটেরিয়ার কোশে শ্বসনে সাহায্য করে-
(a) মেসোজোম,
(c) কোশপর্দা,
(b) রাইবোজোম,
(d) ক্রোমাটোফোর।
উত্তর: (a) মেসোজোম।
22. পেশিকোশের শ্বাসরঞ্জকের নাম হল-
(a) হিমোসায়ানিন,
(c) মায়োগ্লোবিন,
(b) হিমোগ্লোবিন,
(d) গ্লোবিউলিন।
উত্তর: (c) মায়োগ্লোবিন।
23. রবার্ট হুক মাইক্রোস্কোপের নীচে কাণ্ডের ছালের প্রস্থচ্ছেদে কী লক্ষ করেছিলেন?
(a) কোশ,
(b) মৌচাকের প্রকোষ্ঠ,
(c) অসংখ্য কুঠুরি,
(d) Celluline
উত্তর: (c) অসংখ্য কুঠুরি।
24. উদ্ভিদকোশের কোশীয় আদানপ্রদান যার মাধ্যমে হয়, তা হল
(a) প্লাসমোডেসমাটা,
(b) অক্সিজোম,
(c) গলগি বস্তু,
(d) ডেসমোজাম।
উত্তর: (a) প্লাসমোডেসমাটা।
25. চোখের রেটিনাতে অবস্থিত মৃদু আলো শোষণে সক্ষম।
(a) ছবি কোশ,
(b) আয়তাকার কোশ,
(c) ডিম্বাকার কোশ,
(d) রড কোশ।
উত্তর: (d) রড কোশ।
26. স্পাইরোগাইরার দেহের কোশগুলি-
(a) গোলাকার,
(b) সূত্রাকার,
(c) আয়তাকার,
(d) দণ্ডাকার।
উত্তর: (c) আয়তাকার।
27. ফ্যাগোসাইটোসিস দেখা যায়-
(a) উদ্ভিদের কোশ প্রাচীরে,
(b) প্রাণীকোশের কোশপর্দায়,
(c) উদ্ভিদকাশের কোশপর্দায়,
(d) ইউক্যারিওটসে।
উত্তর: (b) প্রাণীকোশের কোশপর্দায়।
28. মানুষের লোহিত রক্তকণিকা
(a) দণ্ডাকার,
(b) সরু রক্তনালীতে থাকে না,
(c) অক্সিজেন পরিবহণ করে,
(d) ক্ষণপদের সাহায্যে চলাফেরা করে।
উত্তর: (c) অক্সিজেন পরিবহণ করে।
29. একটি পর্দাবিহীন কোশঅঙ্গাণু-
(a) লাইসোজোম,
(b) রাইবোজোম,
(c) গলগি বস্তু,
(d) মাইটোকনড্রিয়া।
উত্তর: (b) রাইবোজোম।
30. স্নায়ুকোশের মূল কোশ দেহ-
(a) তারার মতো,
(b) গোলাকার,
(c) গোলাকার বা তারার মতো,
(d) চাকতির মতো।
উত্তর: (c) গোলাকার বা তারার মতো।
31. জীবদেহের বাইরের ও ভেতরের পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করে-
(a) পেশিকোশ,
(b) স্নায়ুকোশ,
(c) চর্বিকোশ,
(d) কোণকোশ।
উত্তর: (b) স্নায়ুকোশ।
32. কোশের শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয়-
(a) লাইসোজোম,
(b) রাইবোজোম,
(c) মাইটোকনড্রিয়া,
(d) গলজি বডি।
উত্তর: (c) মাইটোকনড্রিয়া।
33. অ্যান্টিফ্রিজ প্রোটিন -
(a) প্রাণীকোশে থাকে,
(b) উদ্ভিদকোশে থাকে,
(c) সকল উদ্ভিদ ও প্রাণী কোশে থাকে,
(d) খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বাসকারী প্রাণীকোশে থাকে।
উত্তর: (d) খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বাসকারী প্রাণীকোশে থাকে।
ঠিক বাক্যের পাশে" " আর ভুল বাক্যের পাশে " " দাওঃ ভুল বাক্য ঠিক করে লেখো। প্রতিটি প্রশ্নের মান -1
1. ব্যাকটেরিয়া একটি বহুকোশী জীব। ☑
উত্তর: সঠিক উত্তর: ব্যাকটেরিয়া একটি এককোশী জীব।
2. ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে কাঁচের লেন্সের পরিবর্তে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়। ☑
3. অ্যামিবার দেহে কর্ষিকা থাকে।
উত্তর: সঠিক উত্তর: অ্যামিবার দেহে ক্ষণপদ থাকে।
4. শ্বেত রক্তকণিকা মানুষের রক্তে জীবাণু ছড়ায়।।
উত্তর: সঠিক উত্তর: শ্বেত রক্তকণিকা মানুষের রক্তে জীবাণু ধ্বংস করে।
5. উট পাখির অনিষিক্ত ডিম হল বৃহত্তম একক কোশ। ☑
6. কোশের আকার সাধারণত মাইক্রন দিয়ে মাপা হয়। ☑
7. কোশের আকারের সঙ্গে জীবদেহের আকারের সম্পর্ক বর্তমান।
উত্তর: সঠিক উত্তর: কোশের আকারের সঙ্গে জীবদেহের আকারের সম্পর্ক নেই।
৪. আত্মরক্ষাই হল জননের উদ্দেশ্য।
উত্তর: সঠিক উত্তর: বংশবিস্তার করা হল জননের উদ্দেশ্য।
9. পেশিকলা গমনে সাহায্য করে। ☑
10. সংবেদন গ্রহণ করা স্নায়ুকলার কাজ। ☑
11. DNA হল এক ধরনের বৃহৎ জৈব অণু। ☑
12. লিউকোপ্লাস্টিড ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করে। ☑
উত্তর: সঠিক উত্তর: ক্রোমোপ্লাস্টিড ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করে।
13. অ্যান্টিফ্রিজ প্রোটিন কোশীয় তরলে বরফের কেলাস তৈরিতে বাধা দেয়। ☑
14. লবণাক্ত পরিবেশে বসবাসকারী উদ্ভিদের মূলে ক্লোরাইড কোশ থাকে। ☑
উত্তর: সঠিক উত্তর: লবণাক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীদের ফুলকায় ক্লোরাইড কোশ থাকে।
15. লোহিত রক্তকণিকার সঙ্গে হিমোগ্লোবিনের কোনো সম্পর্ক নেই।
উত্তর: সঠিক উত্তর: লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে।
16. উদ্ভিদকোশের গহ্বরে শুধু জল থাকে।
উত্তর: সঠিক উত্তর: উদ্ভিদকোশের গহ্বরে জল, খাদ্য, রেচনবস্তু, বায়ু থাকে।
17. ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক জীব। ☑
18. প্রত্যেক প্রজাতিভুক্ত জীবের ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট। ☑
19. রাইবোজোম নিউক্লিওলাস গঠন করে। ☑
উত্তর: সঠিক উত্তর: নিউক্লিওলাসে রাইবোজোম গঠিত হয়।
20. কোশপর্দা কোশকে আঘাত থেকে রক্ষা করে। ☑
21. আবরণীকলা রোম সৃষ্টি করে। ☑
22. স্থায়ীকলা ক্ষত নিরাময়ে সাহায্য করে। ☑
23. ভাজককলা মূল ও কান্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করে। ☑
24. জীবের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াকে গমন বলে। ☑
25. কোণকোশ বর্ণ শোষণে অক্ষম।
উত্তর: সঠিক উত্তর: কোণকোশ বর্ণ শোষণ করে।
26. অ্যামিবা এককোশী প্রাণী। ☑
27. আলোক অণুবীক্ষণ যন্ত্রে বস্তুকে 15-20 গুণ বড়ো দেখায়। ☑
শূন্যস্থান পূরণ করো:
1. জীবদেহ গঠনের ক্ষুদ্রতম একক হল |
উত্তৰ: কোশ।
2. কর্কের ছেদ পরীক্ষা করে মৃত কোশ লক্ষ করেছিলেন।
উত্তর: রবার্ট হুক।
3. 1674 সালে ডাচ বিজ্ঞানী প্রথম সজীব কোশ পর্যবেক্ষণ করেন।
উত্তর: লিউয়েন হুক।
4 . ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে কাচের লেন্সের পরিবর্তে ব্যবহার করা হয়।
উত্তর: তড়িৎচুম্বক।
5. জীবের আকৃতি যত হয় তার দেহে কোশের সংখ্যা তত বেশি হয়।
উত্তর: বড়ো।
6. অ্যামিবার চলফেরায় সাহায্য করে দিয়ে।
উত্তর: ক্ষণপদ।
7. অ্যামিবার দেহের বিভিন্ন প্রান্ত থেকে বেরোনো বিভিন্ন মাপের অংশগুলো হল ।
উত্তর: ক্ষণপদ।
৪. মানুষের রক্তে মেরে ফেলার জন্য শ্বেত রক্তকণিকা থাকে।
উত্তর: জীবাণুকে।
9. অ্যামিবার মতো নিজেদের আকার পরিবর্তন করতে পারে।
উত্তর: শ্বেত রক্তকণিকা।
10. কোশের দু-প্রান্ত ছুঁচালো, মাঝখানটা চওড়া হয়।
উত্তর: পেশি।
11. কোশের দৈর্ঘ্য সবচেয়ে বেশি।
উত্তর: স্নায়ুকোশ।
12. মূল ও কাণ্ডের যে কোশগুলি থাকে তারা ক্রমাগত বিভাজিত হয়।
উত্তর: অগ্রভাগে।
13. 1 মাইক্রোমিটার 1 মিটারের লক্ষ ভাগের 1 ভাগ।
উত্তর: 10
14. সেলুলোজ হল এর উপাদান।
উত্তর: কোশপ্রাচীর।
15. কয়েকটি নিয়ে কলা গঠিত হয়।
উত্তর: কোশ।
16. নিউক্লিয়াসের ভিতরে নামক তরল থাকে।
উত্তর: নিউক্লিওপ্লাজম।
17. পিতামাতা থেকে সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য মাধ্যমে বাহিত হয়।
উত্তর: জিনের।
18. মানুষের দেহকোশের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা হল ।
উত্তর: 46
19. পর্দাবিহীন নিউক্লীয় বস্তুযুক্ত কোশকে বলে।
উত্তর: প্রোক্যারিওট।
20. আদর্শ নিউক্লিয়াসযুক্ত কোশকে বলে।
উত্তর: ইউক্যারিওট।
21. কোশের অভ্যন্তরে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমকে একত্রে বলে।
উত্তর: প্রোটোপ্লাজম।
22. মাইটোকনড্রিয়ার অন্তঃপর্দা ভাঁজ হয়ে গঠন করে।
উত্তর: ক্রিষ্টি।
23. এন্ডোপ্লাজমীয় জালিকায় পর্দার বাইরের দিকে না থাকায় তা মসৃণ হয়।
উত্তর: রাইবোজোম।
24. শ্বাসবায়ুর আদান প্রদান ও শক্তি উৎপাদন প্রক্রিয়াটিকে বলা হয় ।
উত্তর: শ্বসন।
25. প্রাণীকোশের অঙ্গানুটি উদ্ভিদ কোশে ডিকটিওজোম নামে পরিচিত।
উত্তর: গলগি বস্তু।
26. উদ্ভিদকোশে গহ্বরের বাইরে কোনো থাকে না।
উত্তর: পর্দা।
27. ক্লোরোপ্লাস্টিডের মধ্যে রঙের রঞ্জক থাকে।
উত্তর: সবুজ।
28. ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করে।
উত্তর: ক্রোমোপ্লাস্টিড।
29. উদ্ভিদের পত্রবৃন্তে কলা দেখা যায়।
উত্তর: বায়ুগহ্বরযুক্ত প্যারেনকাইমা।
30. পেশিকোশে অধিক ঘনত্ব দেখা যায়।
উত্তর: মায়োফাইব্রিলের।
31. অন্তঃকঙ্কালের কোশে মাত্রা বেশি থাকে।
উত্তর: ক্যালসিয়ামের।
32. বেশি পরিমাণ পরিবহনের জন্য লোহিত রক্ত কণিকার আকৃতি চ্যাপটা ও গোলাকার।
উত্তর: অক্সিজেন।
33. ক্যাকটাসের দেহের কোশে জলসঞ্চয়কারী উপাদান হল ।
উত্তর: মিউসিলেজ।
34. উদ্ভিদদেহে খাদ্য সঞ্চয় করে ।
উত্তর: উদ্ভিদদেহে খাদ্য সঞ্চয় করে লিউকোপ্লাস্টিড।
35. ব্যাকটেরিয়া শ্বসন করে এর মাধ্যমে।
উত্তর: মেসোজোম।