Class 8 Paribesh O Bigyan (WBBSE)

Chapter 3 

কয়েকটি গ্যাসের পরিচিতি


1. সঠিক উত্তর নির্বাচন কর:

1. পরীক্ষাগারে ব্যবহৃত থার্মোমিটারের পাল্লা হল-

(a) O°C-50°C

(b) O°C-100°C

(c) (-10°C)-110°C

(d) 100°C-50°C

উত্তর: (c) (-10°C)-110°C

2. কাচের তৈরি সরু একমুখ খোলা নল হল-

(a) গোলতল ফ্লাস্ক

(b) কনিক্যাল ফ্লাস্ক

(c) নির্গম নল

(d) টেস্টটিউব

উত্তর: (d) টেস্টটিউব।

3. তরল পদার্থের আয়তন মাপার জন্য ব্যবহার করা হয়-

(a) গোলতল ফ্লাস্ক

(b) কনিক্যাল ফ্লাস্ক

(c) মাপনী চোঙ

(d) টেস্টটিউব

উত্তর: (c) মাপনী চোঙ।

4.  দু-মুখ খোলা কাচনল যার দু-প্রান্ত সরু এবং মাঝখানটা স্ফীত সেটি হল-

(a) পিপেট

(b) বুরেট

(c) ফানেল

(d) কোনোটিই নয়

উত্তর: (a) পিপেট।

5.  প্রশমন বিক্রিয়ায় নির্দিষ্ট আয়তনের ক্ষার দ্রবণকে প্রশমিত করার জন্য কত আয়তনের অ্যাসিড প্রয়োজন তা সঠিকভাবে নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়-

(a) পিপেট

(b) বুরেট

(c) মাপনী চোঙ

(d) কনিক্যাল ফ্লাস্ক

উত্তর: (b) বুরেট।

6. তারজালির মাঝখানে বৃত্তের আকারে প্রলেপ দেওয়া থাকে যে পদার্থের সেটি হল-

(a) সিমেন্ট

(b) অ্যাসবেসটস

(c) আলকাতরা

(d) টিন

উত্তর: (b) অ্যাসবেসটস।

7.  জীবকোশে গ্লুকোজ থেকে শক্তি উৎপন্ন করার জন্য প্রয়োজন-

(a) হাইড্রোজেন

(b) অক্সিজেন

(c) কার্বন ডাইঅক্সাইড

(d) নাইট্রোজেন

উত্তর: (b) অক্সিজেন।

8. অক্সিজেনকে কাজে লাগিয়ে শক্তি তৈরির সময় উৎপন্ন যে পদার্থটি DNA অণুর ক্ষতি করে সেটি হল-

(a) কার্বন ডাইঅক্সাইড 

(b) জল

(c) H202

(d) কোনোটিই নয়

উত্তর: (c) H202

9. পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতির জন্য ব্যবহৃত অনুঘটকটি হল-

(a) প্লাটিনাম

(b) Fe চূর্ণ

(c) MnO2

(d) V2O2

উত্তর : (c) MnO2

10. সোডিয়াম পারঅক্সাইডের উপর ফোঁটা ফোঁটা জল ফেজ হলে উৎপন্ন হয়-

(a) অক্সিজেন

(b) হাইড্রোজেন

(c) সোডিয়াম

(d) কোনোটিই নয়

উত্তর: (a) অক্সিজেন।

11. অধাতুর সহিত অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন হয়-

(a) আম্লিক অক্সাইড

(b) ক্ষারকীয় অক্সাইড

(c) উভধর্মী অক্সাইড

(d) পারক্সাইড

উত্তর: (a) আম্লিক অক্সাইড।

12.  AI2O3 হল একটি-

(a) আম্লিক অক্সাইড

(b) ক্ষারকীয় অক্সাইড

(c) উভধর্মী অক্সাইড

(d) মিশ্র অক্সাইড

উত্তর: (c) উভধর্মী অক্সাইড।

13. কোল্টিন্ট আম্লিক অক্সাইড নয়?

(a) P2O5

(b) SO2

(c) CO2

(d) CaO

উত্তর: (d) CaO

14. যে ধাতুর সহিত অক্সিজেনের বিক্রিয়ায় উভধর্মী অক্সাইড গঠিত হয় সেটি হল-

(a) সীসা

(c) সোডিয়াম

(b) ম্যাগনেশিয়াম

(d) লিথিয়াম

উত্তর: (a) সীসা।

15.  নিম্নলিখিতগুলির মধ্যে ক্ষারকীয় অক্সাইড নয়-

(a) CaO

(b) Na2O

(c) MgO

(d) P2O5

উত্তর: (d) P2O5

16. কোল্টি পারক্সাইড যৌগ?

(a) Na2O 

(b) FeO 

(c) Na2O2 

(d) Fe2O3

উত্তর: (c)Na2O2

17. ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ দ্বারা শোষিত হয়-

(a) অক্সিজেন

(b) হাইড্রোজেন

(c) নাইট্রোজেন

(d) কার্বন ডাইঅক্সাইড

উত্তর: (a) অক্সিজেন

18.  উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি তৈরিতে ব্যবহৃত হয়-

(a) হাইড্রোজেন

(b) অক্সিজেন

(c) নাইট্রোজেন

(d) কোনোটিই নয়

উত্তর: (a) হাইড্রোজেন।

19. কোল্টিন্ট হাইড্রোজেনের আইসোটোপ?

(a) প্রোটিয়াম

(b) ডয়টেরিয়াম

(c) টিট্রিয়াম

(d) সবগুলিই

উত্তর: (d) সবগুলিই।

20. লঘু অ্যাসিডের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে-

(a) Zn

(b) Mg

(c) Fe

(d) সবগুলিই

উত্তর: (d) সবগুলিই।

21. লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে না-

(a) Zn

(b) Al

(c) Mg

(d) Cu

উত্তর: (d) Cul

22. উত্তপ্ত অবস্থায় হাইড্রোজেন গ্যাস শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি-

(a) প্ল্যাটিনাম-এর

(b) প্যালাডিয়াম-এর

(c) নিকেল-এর

(d) আয়রন-এর

উত্তর: (b) প্যালাডিয়াম-এর।

23. কোন্ ধাতুটি গাঢ় NaOH দ্রবণসহ ফোটালে হাইড্রোজেন উৎপন্ন হয়?

(a) Fe

(b) Cu

(c) Al

(d) Mg

উত্তর: (c) Al।

24. হাইড্রোজেন প্রস্তুতিকরণে কোন্ ধাতুর ছিবড়া লাগে?

(a) দস্তা

(b) সোনা

(c) হিরে

(d) রুপো

উত্তর: (a) দস্তা।


Paid Answer Link (Membership User)

Editing By- Lipi Medhi