Class 8 Paribesh O Bigyan (WBBSE)

Chapter 3 

কয়েকটি গ্যাসের পরিচিতি


1. সঠিক উত্তর নির্বাচন কর:

(i) পরীক্ষাগারে ব্যবহৃত থার্মোমিটারের পাল্লা হল-

(a) O°C-50°C

(b) O°C-100°C

(c) (-10°C)-110°C

(d) 100°C-50°C

উত্তর: (c) (-10°C)-110°C

(ii) কাচের তৈরি সরু একমুখ খোলা নল হল-

(a) গোলতল ফ্লাস্ক

(b) কনিক্যাল ফ্লাস্ক

(c) নির্গম নল

(d) টেস্টটিউব

উত্তর: (d) টেস্টটিউব।

(iii) তরল পদার্থের আয়তন মাপার জন্য ব্যবহার করা হয়-

(a) গোলতল ফ্লাস্ক

(b) কনিক্যাল ফ্লাস্ক

(c) মাপনী চোঙ

(d) টেস্টটিউব

উত্তর: (c) মাপনী চোঙ।

(iv) দু-মুখ খোলা কাচনল যার দু-প্রান্ত সরু এবং মাঝখানটা স্ফীত সেটি হল-

(a) পিপেট

(b) বুরেট

(c) ফানেল

(d) কোনোটিই নয়

উত্তর: (a) পিপেট।

(v) প্রশমন বিক্রিয়ায় নির্দিষ্ট আয়তনের ক্ষার দ্রবণকে প্রশমিত করার জন্য কত আয়তনের অ্যাসিড প্রয়োজন তা সঠিকভাবে নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়-

(a) পিপেট

(b) বুরেট

(c) মাপনী চোঙ

(d) কনিক্যাল ফ্লাস্ক

উত্তর: (b) বুরেট।

(vi) তারজালির মাঝখানে বৃত্তের আকারে প্রলেপ দেওয়া থাকে যে পদার্থের সেটি হল-

(a) সিমেন্ট

(b) অ্যাসবেসটস

(c) আলকাতরা

(d) টিন

উত্তর: (b) অ্যাসবেসটস।

2. অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন

(i) টেস্টটিউবে থাকা তরলকে উত্তপ্ত করার জন্য ব্যবহার করা হয়                     (শূন্যস্থান পূরণ করো)।

(ii) কোনো রাসায়নিক নমুনার ভর সঠিকভাবে পরিমাপের জন্য ব্যবহার করা হয় কোন্ যন্ত্র?

(iii) দীর্ঘনল ফানেলের উপরের মুখ                  মতো। (শূন্যস্থান পূরণ করো)

(iv) তরলে অদ্রাব্য কঠিন পদার্থকে পৃথক করার জন্য যে গোলাকার মোটা কাগজ ব্যবহার করা হয় তাকে বলা হয়                      কাগজ। (শূন্যস্থান পূরণ করো)

(v) টেস্টটিউবকে সরাসরি হাতে না ধরে পরীক্ষা করার জন্য সাঁড়াশির মতো যে সরঞ্জাম ব্যবহার করা হয় তার নাম কী?

(vi) বুনসেন বার্নারে জ্বালানি হিসাবে কী ব্যবহার করা হয়?

(vii) হাইড্রোজেন গ্যাস প্রস্তুতিতে যে দু-মুখ বিশিষ্ট বোতল ব্যবহার করা হয় তাকে কী বলা হয়?

(viii) 'সাধারণ বাল্বের তুলনায় LED এর আয়ু বেশি'-সত্য না মিথ্যা?

(ix) যে ব্যবস্থার সাহায্যে কোনো পাত্রকে সোজাভাবে আটকে রাখা হয় তাকে কী বলে?

(x) তিনপায়া বিশিষ্ট লোহার তৈরি স্ট্যান্ডকে কী বলা হয়?


1 সঠিক উত্তর নির্বাচন কর: (প্রতিটি প্রশ্নের মান - 1) 

(i) জীবকোশে গ্লুকোজ থেকে শক্তি উৎপন্ন করার জন্য প্রয়োজন-

(a) হাইড্রোজেন

(b) অক্সিজেন

(c) কার্বন ডাইঅক্সাইড

(d) নাইট্রোজেন

উত্তর: (b) অক্সিজেন।

(ii) অক্সিজেনকে কাজে লাগিয়ে শক্তি তৈরির সময় উৎপন্ন যে পদার্থটি DNA অণুর ক্ষতি করে সেটি হল-

(a) কার্বন ডাইঅক্সাইড 

(b) জল

(c) H202

(d) কোনোটিই নয়

উত্তর: (c) H202

(iv) পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতির জন্য ব্যবহৃত অনুঘটকটি হল-

(a) প্লাটিনাম

(b) Fe চূর্ণ

(c) MnO2

(d) V2O2

উত্তর : (c) MnO2

(v) সোডিয়াম পারঅক্সাইডের উপর ফোঁটা ফোঁটা জল ফেজ হলে উৎপন্ন হয়-

(a) অক্সিজেন

(b) হাইড্রোজেন

(c) সোডিয়াম

(d) কোনোটিই নয়

উত্তর: (a) অক্সিজেন।

(vi) অধাতুর সহিত অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন হয়-

(a) আম্লিক অক্সাইড

(b) ক্ষারকীয় অক্সাইড

(c) উভধর্মী অক্সাইড

(d) পারক্সাইড

উত্তর: (a) আম্লিক অক্সাইড।

(vii) AI2O3 হল একটি-

(a) আম্লিক অক্সাইড

(b) ক্ষারকীয় অক্সাইড

(c) উভধর্মী অক্সাইড

(d) মিশ্র অক্সাইড

উত্তর: (c) উভধর্মী অক্সাইড।

(viii) কোল্টিন্ট আম্লিক অক্সাইড নয়?

(a) P2O5

(b) SO2

(c) CO2

(d) CaO

উত্তর: (d) CaO

(ix) যে ধাতুর সহিত অক্সিজেনের বিক্রিয়ায় উভধর্মী অক্সাইড গঠিত হয় সেটি হল-

(a) সীসা

(c) সোডিয়াম

(b) ম্যাগনেশিয়াম

(d) লিথিয়াম

উত্তর: (a) সীসা।

(x) নিম্নলিখিতগুলির মধ্যে ক্ষারকীয় অক্সাইড নয়-

(a) CaO

(b) Na2O

(c) MgO

(d) P2O5

উত্তর: (d) P2O5

(xi) কোল্টি পারক্সাইড যৌগ?

(a) Na2O (b) FeO (c) Na2O2 (d) Fe2O3

উত্তর: (c)Na2O2

(xii) ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ দ্বারা শোষিত হয়-

(a) অক্সিজেন

(b) হাইড্রোজেন

(c) নাইট্রোজেন

(d) কার্বন ডাইঅক্সাইড

উত্তর: (a) অক্সিজেন

2. অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-1)

(i) যে সকল ব্যাকটেরিয়া সূর্যালোক ও বিশেষ ধরনের প্রোটিনের সাহায্যে জল ভেঙে অক্সিজেন উৎপন্ন করে তাদের নাম কী।

(ii) অবায়ুজীবী ব্যাকটেরিয়া                  আনলে মরে যায়। (শূন্যস্থান পূরণ করো)।

(iii)                       এনজাইম হাইড্রোজেন পারক্সাইডকে ভেঙে জল ও অক্সিজেন উৎপন্ন করে। (শূন্যস্থান পূরণ করো)।

(iv) লোহার অশুদ্ধি দূর করে ইস্পাত তৈরি করতে কোন গ্যাসের প্রয়োজন?

(v) 'অক্সিজেন বায়ুর চেয়ে ভারী'-সত্য না মিথ্যা?

(vi) তরল অক্সিজেনের স্ফুটনাঙ্ক কত?

(vii) তরল অক্সিজেন কী বর্ণের হয়?

(viii) জলে অক্সিজেন সামান্য                 হয়। (শূন্যস্থান পূরণ করো)

(ix) 8/17 O হল অক্সিজেনের আইসোটোপ'-সত্য না মিথ্যা?

(x) অক্সিজেন                   সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না। (শূন্যস্থান পূরণ করো) 

(xi)                      অক্সিজেন শক্তিশালী জারক। (শূন্যস্থান পূরণ করো)

(xii) SO2 একটি আম্লিক অক্সাইড কারণ এটি জলে দ্রবীভূত হয়ে               অ্যাসিড উৎপন্ন করে। (শূন্যস্থান পূরণ করো)

(xiii) MgO কোন্ প্রকার অক্সাইড?

(xiv) 'ZnO একটি ক্ষারকীয় অক্সাইড'-সত্য না মিথ্যা?

(xv)                  অক্সাইড অ্যাসিড ও ক্ষার উভয়ের সহিত বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে। (শূন্যস্থান পূরণ করো)

(xvi) পারক্সাইড যৌগে কোন্ প্রকার বন্ধন থাকে?

(xvii) অক্সিজেনের একটি শোষকের নাম লেখো।

(xviii) Na2O2 ও জলের বিক্রিয়ায় কোন্ উন্নতায় অক্সিজেন উৎপন্ন হয়?

(xix) পরীক্ষাগারে উৎপন্ন অক্সিজেন গ্যাসকে কীভাবে সংগ্রহ করা হয়?

(xx) পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে অনুঘটক হিসেবে কোন্ পদার্থ ব্যবহৃত হয়?

(xxi)                  -এর তড়িৎ বিশ্লেষণ করে অক্সিজেন তৈরি হয়।


3. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন: 

(i) অক্সাইড কাদের বলে? CaO কোন্ প্রকারের অক্সাইড? 

(ii) কীভাবে প্রমাণ করবে যে অক্সিজেন গ্যাস দাহ্য নয় কিন্তু দহনের সহায়ক?

(iii) উত্তপ্ত হয়ে লাল হয়ে যাওয়া কাঠকয়লাকে অক্সিজেন পূর্ণ গ্যাসজারের মধ্যে ঢুকিয়ে দিলে কী ঘটবে সমীকরণসহ লেখো।


(iv) আম্লিক অক্সাইড কাকে বলে? দুটি উদাহরণ দাও।


(v) সোডা ওয়াটার আম্লিক প্রকৃতির না ক্ষারীয় প্রকৃতির ও কেন?

(vi) জিঙ্ক অক্সাইডকে সোডিয়াম হাইড্রক্সাইড সহ ফোটানো হলে কী ঘটবে সমীকরণ সহ লেখো।


(vii) নিম্নলিখিত অক্সাইডগুলির কোন্টি কোন্ প্রকারের লেখো। 


SO3, Na2O, AI2O3, Na2O2


(viii) কপারের সহিত মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসকে অক্সিজেন পূর্ গ্যাসজারের মধ্যে প্রবেশ করালে কী ঘটবে? (সমীকরণসহ লেখো।)


(ix) পারঅক্সাইড কাদের বলে? উদাহরণ দাও।


(x) পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস প্রস্তুতির জন্য নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করো:


(1) প্রয়োজনীয় রাসায়নিক পদার্থসমূহ


(2) বিক্রিয়ার সমিত সমীকরণ


(xi) পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস প্রস্তুতির সময় পটাশিয়াম ক্লোরেটের সঙ্গে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মিশিয়ে উত্তপ্ত করা হয় কেন?


4. সাধারণ (ঘরের) উন্নতায় কীভাবে অক্সিজেন গ্যাস উৎপন্ন করা যায় বর্ণনা করো (সংক্ষেপে) 


1 সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন: (প্রতিটি প্রশ্নের মান - 1)


(1) সবচেয়ে হালকা গ্যাসটি হল-


(a) হাইড্রোজেন


(b) হিলিয়াম


(c) নাইট্রোজেন


(d) অক্সিজেন


উত্তর: (a) হাইড্রোজেন।


(ii) হাইড্রোজেন একটি-


(a) বাদামি বর্ণের গ্যাস


(b) সবুজ বর্ণের গ্যাস


(c) সবুজাভ হলুদ বর্ণের গ্যাস 


(d) বর্ণহীন গ্যাস


উত্তর: (d) বর্ণহীন গ্যাস।


(iii) উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি তৈরিতে ব্যবহৃত হয়-


(a) হাইড্রোজেন


(b) অক্সিজেন


(c) নাইট্রোজেন


(d) কোনোটিই নয়


উত্তর: (a) হাইড্রোজেন।


(iv) কোল্টিন্ট হাইড্রোজেনের আইসোটোপ?


(a) প্রোটিয়াম


(b) ডয়টেরিয়াম


(c) টিট্রিয়াম


(d) সবগুলিই


উত্তর: (d) সবগুলিই।


(v) লঘু অ্যাসিডের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে-


(a) Zn


(b) Mg


(c) Fe


(d) সবগুলিই


উত্তর: (d) সবগুলিই।


(vi) লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে না-


(a) Zn


(b) Al


(c) Mg


(d) Cu


উত্তর: (d) Cul


(vii) উত্তপ্ত অবস্থায় হাইড্রোজেন গ্যাস শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি-


(a) প্ল্যাটিনাম-এর


(b) প্যালাডিয়াম-এর


(c) নিকেল-এর


(d) আয়রন-এর


উত্তর: (b) প্যালাডিয়াম-এর।


(vii) কোন্ ধাতুটি গাঢ় NaOH দ্রবণসহ ফোটালে হাইড্রোজেন উৎপন্ন হয়?


(a) Fe


(b) Cu


(c) Al


(d) Mg


উত্তর: (c) Al।


(viii) হাইড্রোজেন প্রস্তুতিকরণে কোন্ ধাতুর ছিবড়া লাগে?


(a) দস্তা


(b) সোনা


(c) হিরে


(d) রুপো


উত্তর: (a) দস্তা।


2 অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন


(i) বায়ু হাইড্রোজেনের চেয়ে প্রায়                 গুণ ভারী। (শূন্যস্থান পূরণ করো)। 


(ii) 'হাইড্রোজেন একটি ঝাঁঝালো গন্ধবিশিষ্ট গ্যাস'-সত্য না মিথ্যা?


(iii) হাইড্রোজেন জলে প্রায়                 হয় না। (শূন্যস্থান পূরণ করো)।


(iv) ধাতবপৃষ্ঠ শোষিত হাইড্রোজেনকে                   হাইড্রোজেন বলে (শূন্যস্থান পূরণ করো)।


(v) হাইড্রোজেন ও অক্সিজেনের মিশ্রণে আগুন ধরালে কী উৎপন্ন হয়?


(vi) উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কী উৎপন্ন হয়?


(vii) 'হাইড্রোজেন একটি বিজারক গ্যাস'-সত্য না মিথ্যা?


(viii) পরীক্ষাগারে H₂ গ্যাস প্রস্তুতিতে                  জিঙ্কের ছিবড়া ব্যবহার করা হয়। (শূন্যস্থান পূরণ)


(ix) হাইড্রোজেন গ্যাস জলের                    দ্বারা সংগ্রহ করা হয়। (শূন্যস্থান পূরণ)


(x) বিক্রিয়াটি সম্পূর্ণ করে:


CaH2+2H2OCa(OH)2+                  |


(xi) সামান্য অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়?


(xii) ফুটন্ত জলের সঙ্গে ম্যাগনেশিয়ামের বিক্রিয়ায় কোন্ গ্যাস উৎপন্ন হয়?


(xiii) পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতির জন্য কোন্ অ্যাসিড ব্যবহার করা হয়?


(xiv) কোন্ উয়তায় হাইড্রোজেন অণু ভেঙে পারমাণবিক হাইড্রোজেন উৎপন্ন হয়?


(xv) CuO এর (উত্তপ্ত অবস্থায়) উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস পাঠালে CuO এর                  ঘটে। (শূন্যস্থান পূরণ করো) 


(xvi) হাইড্রোলিথ কী?


(xvii) ধাতবপৃষ্ঠে শোষিত হাইড্রোজেনকে               হাইড্রোজেন বলে।


(xviii)                -এর প্রতি হাইড্রোজেনের বিশেষ আসক্তি দেখা যায়।


3. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন:


(i) একটি বেলুনে হাইড্রোজেন গ্যাস ভর্তি করে ছেড়ে দেওয়া হলে বেলুনটি উপরে উঠে কেন?


(ii) কীভাবে প্রমাণ করবে যে হাইড্রোজেন গ্যাস দাহ্য কিন্তু দহনের সহায়ক নয়।


(iii) বিক্ষিপ্ত সূর্যালোকে হাইড্রোজেন ও ক্লোরিন গ্যাসের মিশ্রণ রাখা হলে কী ঘটবে?


(iv) নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় কীভাবে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়?


(v) কীভাবে প্রমাণ করবে যে হাইড্রোজেন একটি বিজারক গ্যাস?


vi) অন্তর্ভূতি কাকে বলে? অন্তর্ভূত হাইড্রোজেন ও সাধারণ হাইড্রোজেনের মধ্যে কোল্টি অধিক সক্রিয়?


(vii) লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কী ঘটবে সমীকরণ সহ লেখো।


(viii) জিঙ্কের ছিবড়াকে গাঢ় কস্টিক সোডা দ্রবণ সহ ফোটানো হলে কী ঘটবে সমীকরণ সহ লেখো।


(ix) অ্যালুমিনিয়ামের পাত্রে গাঢ় কস্টিক সোডা দ্রবণ রাখা হয় না কেন?


(x) পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতির জন্য নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করো:


(1) প্রয়োজনীয় রাসায়নিক পদার্থসমূহ


(2) বিক্রিয়ার সমিত সমীকরণ


(xi) হাইড্রোজেন গ্যাস প্রস্তুতিতে বিশুদ্ধ জিঙ্ক ব্যবহার করা হয় না কেন?


(xii) হাইড্রোজেন গ্যাস প্রস্তুতিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না কেন?


(xiii) শূন্যস্থান পূরণ করো: 


(a) 2Al + 6H₂O (ফুটন্ত জল)→                      +3H2


(b) CaH2+                    Ca(OH)2+2H2


(xiv) উত্তপ্ত সোডিয়াম ধাতুর উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কী ঘটে সমীকরণ সহ লেখো।


(xv) হাইড্রোজেনের কটি আইসোটোপ আছে? কী কী?



উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন










1. উত্তরহীন প্রশ্ন ও উত্তর সেখানে দেখা যাবে

2 বিনামূল্যে উত্তর পান থেকে এটি প্রয়োগ করুন 

3. এটি পণ্য কোড (Product Code) ব্যবহার করুন :  DAM000061