Class 8 Paribesh O Bigyan (WBBSE)

Chapter 4 

কার্বন ও কার্বনঘটিত যৌগ


1. সঠিক উত্তর নির্বাচন কর:


(i) কার্বন ঘটিত যৌগটি হল-


(a) প্রোটিন


(b) সেলুলোজ


(c) কার্বোহাইড্রেট


(d) সবগুলিই


উত্তর: (d) সবগুলিই।


(ii) কার্বন ঘটিত যৌগ নয়-


(a) কার্বনিক অ্যাসিড


(b) নাইট্রিক অ্যাসিড


(c) অ্যাসিটিক অ্যাসিড


(d) ফরমিক অ্যাসিড


উত্তর: (b) নাইট্রিক অ্যাসিড।


(iii) জ্বালানি দহনে উৎপন্ন প্রধান গ্যাসটি হল-


(a) CO2


(b) CO


(c) NO2


(d) SO2


উত্তর: (a) CO₂


(iv) যে মৌলটির বহুরূপতা ধর্ম দেখা যায় সেটি হল-


(a) সালফার


(b) ফসফরাস


(c) কার্বন


(d) সবগুলিই


উত্তর: (d) সবগুলিই।


(v) কোন্টি কার্বনের অনিয়তাকার রূপভেদ?


(a) হীরক


(b) কোক


(c) গ্রাফাইট


(d) ফুলারিন


উত্তর: (b) কোক।


(vi) কার্বনের যে রূপভেদটির তাপ পরিবাহিতা সর্বাধিক সেটি হল-


(a) হীরে


(b) গ্রাফাইট


(c) কোক


(d) গ্যাস কার্বন


উত্তর: (a) হীরে।


(vii) কার্বনের যে রূপভেদটি তাপ ও তড়িৎ উভয়েরই সুপরিবাহী সেটি হল-


(a) ফুলারিন


(b) গ্রাফাইট


(c) কোক


(d) চারকোল


উত্তর: (b) গ্রাফাইট।


(viii) বিষাক্ত গ্যাস থেকে বাঁচতে গ্যাস-মুখোশে ব্যবহৃত হয়-


(a) গ্যাস কার্বন


(b) কোক


(c) ফুলারিন


(d) সক্রিয় চারকোল


উত্তর: (d) সক্রিয় চারকোল।


(ix) ন্যানো প্রযুক্তিতে ব্যবহৃত হয়-


(a) হীরে


(b) গ্রাফাইট


(c) গ্রাফিন


(d) কোক


উত্তর: (c) গ্রাফিন।


(x) জল পরিশোধনে ব্যবহৃত হয়-


(a) চারকোল


(b) গ্রাফাইট


(c) কোক


(d) গ্যাস কার্বন


উত্তর: (a) চারকোল।



1. তাপন মূল্যের এককটি হল- 


(a) জুল/কেজি


(b) ক্যালরি/গ্রাম


(c) কিলো ক্যালরি/কেজি 


(d) সবগুলিই


উত্তর: (d) সবগুলিই


2. কোন্ জ্বালানিটির তাপন মূল্য সর্বাধিক?


(a) 'কয়লা


(b) LPG


(c) কেরোসিন


(d) হাইড্রোজেন


উত্তর: (d) হাইড্রোজেন


3. রকেটে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়-


(a) হাইড্রোজেন


(b) LPG


(c) CNG


(d) পেট্রোল


উত্তর: (a) হাইড্রোজেন


4. কোল্টিন্ট জীবাশ্ম জ্বালানি নয়?


(a) LPG


(b) বায়োগ্যাস


(c) CNG


(d) পেট্রোল


উত্তর: (b) বায়োগ্যাস


5. উদ্ভিজ্জ তেল থেকে উৎপন্ন বিকল্প জ্বালানিটি হল-


(a) বায়োগ্যাস


(b) বায়োইথানল


(c) বায়োডিজেল


(d) কোনোটিই নয়


উত্তর: (c) বায়োডিজেল


6. কোল্টির দ্বারা বায়ুদূষণ সবচেয়ে কম হয়?


(a) ডিজেল


(b) পেট্রোল


(c) LPG


(d) CNG


উত্তর: (d) CNG


7. জ্বালানির তাপনমূল্যের S.I একক হল-


(a) ক্যালরি/গ্রাম


(b) জুল/কেজি


(c) কিলোজুল/কেজি


(d) কিলো ক্যালরি/কেজি


উত্তর: (b) জুল/কেজি


8. কোল্টি অপ্রচলিত (বিকল্প) শক্তি নয়?


(a) পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত শক্তি


(b) সৌরশক্তি


(c) বায়ুশক্তি


(d) ভূ-তাপ শক্তি


উত্তর: (a) পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত শক্তি


9. কোন্ গ্যাসটি অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহার করা হয়?


(a) CO2


(b) O2


(c) N2


(d) CO


উত্তর: (a) CO2


10. কার্বন ডাইঅক্সাইড বায়ুর তুলনায়-


(a) 2.5 গুণ ভারি


(b) 3 গুণ ভারি


(c) 1.5 গুণ ভারি


(d) 1.2 গুণ ভারি


উত্তর: (c) 1.5 গুণ ভারি।


11. ধাতব কার্বনেট বা বাইকার্বনেটকে উত্তপ্ত করলে উৎপন্ন হয়-


(a) অক্সিজেন


(b) কার্বন ডাই অক্সাইড


(c) কার্বন মনোক্সাইড


(d) কোনোটিই নয়


উত্তর: (b) কার্বন ডাই অক্সাইড।


12. পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতিতে ব্যবহৃত হয়-


(a) লঘু HCI


(b) গাঢ় HCI


(c) লঘু H2SO4


(d) গাঢ় H2SO4


উত্তর: (a) লঘু HCI


13. কার্বন ডাই অক্সাইড-


(a) দাহ্য


(b) ওজনের সহায়ক


(c) দাহ্য ও দহনের সহায়ক 


(d) দাহ্য নয় ও দহনের সহায়ক নয়


উত্তর: (d) দাহ্য নয় ও দহনের সহায়ক নয়।


14. কোন্ আগুন CO2 দ্বারা নেভানো যায় না?


(a) কাঠের আগুন


(b) কয়লার আগুন


(c) Mg ফিতার আগুন


(d) খড়ের আগুন


উত্তর: (c) Mg ফিতার আগুন।


15. গ্রিন হাউস গ্যাস নয়-


(a) CO2


(b) N2


(c) N2O


(d) H2O


উত্তর: (b) N2


16. গ্রিন হাউস গ্যাসটি হল-


(a) O2


(b) N2


(c) CH4


(d) কোনটিই নয়


উত্তর: (c) CH4


17. গবাদি পশু যে গ্রিন হাউস গ্যাসটি বাতাসে ছাড়ে সেটি হল-


(a) CO2


(b) CFC


(c) N2O


(d) CH4


উত্তর: (d)  CH4


18. গ্রিন হাউস প্রভাবের দরুন পৃথিবীর গড় উন্নতা-


(a) বাড়ে


(b) কমে


(c) একই থাকে


(d) কখনও বাড়ে, কখনও কমে


উত্তর: (a) বাড়ে।


19. কার্বন ডাই অক্সাইড গ্যাসকে গ্যাসজারে সংগ্রহ করা হয়-


(a) বায়ুর অপসারণ দ্বারা


(b) বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা


(c) জলের নিম্ন অপসারণ দ্বারা


(d) জলের ঊর্ধ্ব অপসারণ দ্বারা


উত্তর: (b) বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা।





উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন



Editing By- Lipi Medhi