Chapter 14  - 

নিরুদ্দেশ

👉Paid Answer (For Membership User)



সঠিক উত্তরটি নির্বাচন করো।



1. "এ অশান্তির চেয়ে বনবাস ভালো" বস্তা কে?


(a) মেজদা


(b) কাকা 


© মা


(d) বাবা।


উত্তরঃ (d) বাবা।


2. "পুরোনো সরকার তাদের নেই।" এখানে কার কথা বলা হয়েছে?


(a) গল্পকথক


(b) নায়েব


© সোমেশ


(d) শোভন।


উত্তরঃ (d) শোভন


3. নায়েবমশাই নোটের তাড়া এনে দিয়েছিলেন যার হাতে


(a) গল্পকথক


(b) মা 


© সোমেশ


(d) শোভন।


উত্তরঃ (d) শোভন


4. 'নিরুদ্দেশ' গল্পটি লিখেছেন


(a) রবীন্দ্রনাথ ঠাকুর 


(b) প্রেমেন্দ্র মিত্র


© তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 


(d) সমরেশ বসু।


উত্তরঃ  (d) সমরেশ বসু


5. 'নিরুদ্দেশ' গল্পে দিনটি ছিল-


(a) বৃষ্টিতে ভেজা


(b) অপূর্ব


© ভারি বিশ্রী


(d) আলোক উজ্জ্বল।


উত্তরঃ © ভারি বিশ্রী


6. খবরের কাগজে নিরুদ্দেশের বিজ্ঞাপন ছিল-


(a) দুটি


(b) ছয়টি


© সাতটি


(d) আটটি।


উত্তরঃ © সাতটি 


7. "তুই একেবারে পির হয়েছিস" বস্তা কে?


(a) জেঠু


(b) ছেলে


© মা


(d) বাবা।


উত্তরঃ  © মা


8. "তিনি জেনে শুনে মিথ্যা আর বলতে পারেন না"-


'তিনি' হলেন -


(a) মা


(b) বাবা


© মামা


(d) নায়েব।


উত্তরঃ (a) মা


9. "এত বড়ো আস্পর্ধা।" উক্তিটির বস্তা-


(a) শুভম


(b) ছেলে


© মা


(d) মাসিমা।


উত্তরঃ © মা


10.“সে বিজ্ঞাপন অবশ্য নিরুদ্দেশের"-উক্তিটির বক্তা-


(a) গল্পকথক


(b) মা


© সোমেশ


(d) মাসিমা।


উত্তরঃ © সোমেশ


11. "কোথায় গেলেন বাবু!” বক্তা হলেন


(a) মা


(b) বাবা


© মামা


(d) মেসো।


উত্তরঃ (b) বাবা


12. "কাউকে না, বাড়িতে চায়"- উক্তিটির বস্তা -


(a) গল্পকথক


(b) অমরেশ


© সোমেশ


(d) শোভন।


উত্তরঃ (d) শোভন


13. "আঃ আর বকাবকি কেন?" উক্তিটির বস্তা কে?


(a) বড়োমাসি


(b) সোমেশ


© মা


(d) বাবা।


উত্তরঃ (d) বাবা


14. "অত আদর ভালো নয়!" উক্তিটির বক্তা-


(a) বাবা


(b) ছেলে


© মা


(d) মাসিমা।


উত্তরঃ © মা


15. "তিনি জেনে শুনে মিথ্যা আর বলতে পারেন না"-


(a) মা


(b) বাবা


© মামা


(d) মাসি।


উত্তরঃ (a) মা


16. "দিব্যি আছে কোনো বন্ধুর বাড়ি" বক্তা কে?


(a) মা


(b) কাকা


© মামা


(d) মাসি।


উত্তরঃ (d) মাসি



অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর



1. "আঃ আর বকাবকি কেন?” বক্তা কে?


উত্তরঃ আলোচ্য পঙ্ক্তিটি গৃহীত হয়েছে প্রেমেন্দ্র মিত্র রচিত 'নিরুদ্দেশ' গল্প থেকে। এখানে বস্তা হলেন বাবা।


2. "মিছিমিছিই আমি একলা বকে মরছি" বক্তা কে?


উত্তরঃ আলোচ্য অংশটি প্রেমেন্দ্র মিত্র রচিত 'নিরুদ্দেশ' গল্প থেকে গৃহীত হয়েছে। উক্তিটির বস্তা স্বয়ং গল্পকথক।


3. "তোমার কি এতটুকুও কর্তব্যবোধও নেই!" বক্তা কে?


উত্তরঃ উদ্ধৃতিটি গৃহীত হয়েছে প্রেমেন্দ্র মিত্র রচিত 'নিরুদ্দেশ' গল্প থেকে। বস্তা হলেন শোভনের বাবা। 


4. "তাও গেলে তো বাঁচতাম।” বক্তা কে?


উত্তরঃ এই অংশটি গৃহীত হয়েছে প্রেমেন্দ্র মিত্র রচিত 'নিরুদ্দেশ' গল্প থেকে। এখানে বক্তা হলেন বাবা। 


5. "দিব্যি আছে কোনো বন্ধুর বাড়ি" বক্তা কে?


উত্তরঃ উদ্ধৃতিটি গৃহীত হয়েছে প্রেমেন্দ্র মিত্র রচিত 'নিরুদ্দেশ' গল্প থেকে। এখানে বস্তা হলেন বাবা।


6. "তোমার আসকারাতেই তো উচ্ছন্নে গেছে" কার কথা বলা হয়েছে? 


উত্তরঃ এখানে সেই ছেলেটির কথা বলা হয়েছে, যে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে আবার বাড়ি ফিরে এসেছিল।


7. "মাথাটি তো তুমিই খেয়েছো আদর দিয়ে"- বস্তা কে?


উত্তরঃ এখানে বক্তা হলেন বাবা।


8. "অশান্তির চেয়ে বনবাস ভালো" - বক্তা কে?


উত্তরঃ উদ্ধৃত অংশটির বস্তা হলেন বাবা।


9. "একটু ভালো করে লিখে দেবেন"- বক্তা কে?


উত্তরঃ আলোচ্য উক্তিটির বক্তা হলেন বাবা।


10. "অমন কুলাঙ্গার তো তুই হয়েছিস" কাকে উদ্দেশ্য করে এই বক্তব্য?


উত্তরঃ এই অংশটি গৃহীত হয়েছে প্রেমেন্দ্র মিত্র রচিত 'নিরুদ্দেশ' গল্প থেকে। এখানে ছেলেকে উদ্দেশ্য করে এই বক্তব্য।


11. ছেলের খোঁজ পাওয়ার জন্য বাবা কী করতে চেয়েছিলেন?


উত্তরঃ ছেলের খোঁজ পাওয়ার জন্য বাবা খবরের কাগজে বিজ্ঞাপন দিতে চেয়েছিলেন।


12. ছেলে নিরুদ্দেশ হওয়ার পর মায়ের কী অবস্থা হয়?


উত্তরঃ ছেলে নিরুদ্দেশ হওয়ার পর মা বিছানা থেকে ওঠেন না ও খাওয়া ছেড়ে দেন।


13. "দু-বছরে সে অনেক পরিবর্তিত হয়েছে"- 'সে' কে?


উত্তরঃ উদ্ধৃত অংশে 'সে' বলতে শোভনকে বোঝানো হয়েছে।


14. খবরের কাগজে নিরুদ্দেশের বিজ্ঞাপন কতজনের ছিল?


উত্তরঃ 'নিরুদ্দেশ' গল্পে খবরের কাগজে নিরুদ্দেশের বিজ্ঞাপন ছিল সাতজনের।


15. "কাল সারারাত দু'চোখের পাতা এক করেননি তা জানিস" বক্তা কে?


উত্তরঃ আলোচ্য অংশটি গৃহীত হয়েছে প্রেমেন্দ্র মিত্র রচিত 'নিরুদ্দেশ' গল্প থেকে। এখানে বস্তা হলেন মা।



ব্যাখ্যাভিত্তিক প্রশ্নোত্তর



1. "শোভন এবার অধীরভাবে বলে উঠল, আপনারা কী বলতে চান স্পষ্ট করে বলুন!" এই আপনারা কারা? তারা শোভনের সঙ্গে কী ধরনের আচরণ করেছিল?


উত্তরঃ এখানে আপনারা হলেন শোভনের বাবার সেরেস্তার সমস্ত কর্মচারী সহ স্বয়ং নায়েবমশাই। দু'বছরের নিরুদ্দিষ্ট জীবনে দুঃখ-কষ্ট শোভনকে মানসিকভাবে দুর্বল না করলেও তাঁর চেহারায় কিছু পরিবর্তন এনেছিল। ফুলে বাড়িতে পৌঁছানোর পর নায়েবমশাই, খাজাঞ্চিবাবু ও অন্যান্য কর্মচারী শোভনকে চিনতেই পারেননি। এছাড়া পথ দুর্ঘটনায় শোভনের মৃত্যুর খবর তার বাড়িতে পা রাখার আগেই দেশের বাড়িতে পৌঁছে যায়। ফলে নায়েবমশাই সহ সমস্ত কর্মচারীর চোখে ছিল অবিশ্বাস। ফলে তাকে প্রকৃত শোভন বলে কেউই মানতে চাননি। তাই তাকে কোনোমতে। বাড়ির অন্দরমহলে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এবং শোভনের কোনো কথাই তাঁদের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠেনি। আর তাঁদের আচার-আচরণে অবিশ্বাসের ভাবই ফুটে উঠেছিল।


2. "একটা আশ্চর্য ব্যাপার দেখেছ?" - কে, কাকে এ কথা বলেছেন? আশ্চর্য ব্যাপারটি কী? আশ্চর্য ব্যাপারে শ্রোতার প্রতিক্রিয়া কী?


উত্তরঃ  'নিরুদ্দেশ' গল্পের কথক তাঁর বন্ধু সোমেশকে এ কথা বলেছেন। আশ্চর্য ব্যাপারটি হলো কোনো একদিনের কাগজে একসঙ্গে সাত-সাতটা নিরুদ্দেশের বিজ্ঞাপন আশ্চর্য ব্যাপারে শ্রোতা অর্থাৎ সোমেশের কোনো কৌতূহলই প্রকাশ পায়নি।


3. সংবাদপত্রে নিরুদ্দেশের বিজ্ঞাপন দিতে গিয়ে বাবা প্রথমেই কোন ব্যক্তির সাক্ষাৎ পান এবং কী ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করেন?


উত্তরঃ বিব্রত বাবা খবরের কাগজে বিজ্ঞাপন দিতে গিয়ে ঘরে নিরীহ চেহারার এক ভদ্রলোককে দেখে তাকে ভরসা করেই তাদের কাগজে একটা খবর বার করতে চান- একথা বলেন।


একথা শুনে নিরীহ ভদ্রলোকটি তাঁর কাছে জানতে চান কাগজে প্রকাশিত খবরগুলে কি তাঁর পছন্দ হচ্ছে না, তাঁরা কি এতদিন খবরের কাগজে খবরের বদলে 'রামযাত্রা' প্রকাশ করেছেন। বলা বাহুল্য, সন্তানের জন্য দুর্ভাবনায় দিশাহারা বাবার কাছে এই আচরণ একেবারে অভাবিত ছিল, স্বাভাবিকভাবেই এটা তাঁর কাছে এক নতুন অভিজ্ঞতা।


4. "সোমেশ কোনো কৌতূহলই প্রকাশ করিল না"-সোমেশ কে? তার কীসে কৌতূহল প্রকাশ পায়নি?


উত্তরঃ সোমেশ 'নিরুদ্দেশ' গল্পের লেখকের বন্ধু। তাঁর বন্ধু তথা লেখক একদিনের খবরের কাগজ সোমেশের সামনে ফেলে দিয়ে জানান কাগজে সাত-সাতটা নিরুদ্দেশের বিজ্ঞাপন খুব আশ্চর্যজনক ব্যাপার। এই কথা শুনে সোমো কোনো কৌতূহল প্রকাশ করেনি।




উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন




হিমালয় দর্শন

 

বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর

👉Paid Answer (For Membership User) 


সঠিক উত্তরটি নির্বাচন করো।


প্ৰশ্নঃ ভুটিয়ানিরা পৃষ্ঠে কত মণ বোঝা নিয়ে অনায়াসে উঁচু পাহাড়ে ওঠে?

 

(a) তিন-চার মণ (b) দুই-এক মণ

 

© দুই-তিন মণ (d) ছয়-সাত মণ।

 

 

প্ৰশ্নঃ হিমালয় রেল রোড আরম্ভ হইয়াছে-



(a) দার্জিলিং থেকে (b) শিলিগুড়ি থেকে



© কালিম্পং থেকে (d) জলপাইগুড়ি থেকে।

 

 

প্ৰশ্নঃ..... "ইহারা কোথায় চলিয়াছে।" যাদের কথা বলা হয়েছে, তারা হলো-



(a) জলপ্রপাত বা ঝরনা (b) মহানন্দা-মেচি



© মেঘপুঞ্জ (d) আলোছায়া।

 

 

প্ৰশ্নঃ গাড়িগুলি চলার সময় শব্দ হয়-



(a) কটাটটা (b) কু-ঝিক ঝিক © কটমট (d) ঝমঝম।

 

 

প্ৰশ্নঃ সমুদ্রপৃষ্ঠ থেকে কার্শিয়াং-এর উচ্চতা-



(a) ৪৮৬৪ ফিট (b) ৩৮৫৪ ফিট © ৫৩৪০ ফিট (d) ২৮৪৮ ফিট

 

 

প্ৰশ্নঃ ভুটিয়ানিরা কী বলে আপন পরিচয় দেয়?



(a) সাহসিনী (b) পাহাড়নি © দুর্বলা (d) সবলা।

 

 

প্ৰশ্নঃ 'বিছ' কথার অর্থ-



(a) বিধাতা (b) বিশ্ব © সূর্য (d) চন্দ্র।

 

 

প্ৰশ্নঃ মানুষের চলার সংকীর্ণ পথগুলিকে লেখিকা কীসের সঙ্গে তুলনা করেছেন?



(a) নদীর সঙ্গে (b) সমুদ্রের সঙ্গে © সীমান্তের সঙ্গে (d) জলপ্রপাতের সঙ্গে।

 

 

প্ৰশ্নঃ কী দেখতে খুব পরিষ্কার ও স্বচ্ছ?



(a) জল (b) বায়ু © কাচ (d) আলো।

 

 

প্ৰশ্নঃ পাহাড়ে লেখিকারা জলপান করতেন- 



(a) জল ফুটিয়ে (b) ফিলটারে জল ছেঁকে 



© মেশিনে জল পরিশুদ্ধ (d) জলে ওষুধ দিয়ে।

 

 

প্ৰশ্নঃ লেখিকাদের ট্রেনটি যে পথ অতিক্রম করে উপরে উঠতে লাগল-



(a) সরু পথ (b) আঁকাবাঁকা পথ © চড়াই-উতরাই (d) উঁচু-নীচু পথ।

 

 

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর



প্ৰশ্নঃ লেখিকা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ কেন?

 

প্ৰশ্নঃ হিমালয়ের পাদদেশ সম্পর্কে লেখিকার কী মনে হয়?

 

প্ৰশ্নঃ হিমালয় দর্শনে আমাদের কোন কোন ইন্দ্রিয় সজাগ হয়?

 

প্ৰশ্নঃ জাহ্নবীর উৎস কী?

 

প্ৰশ্নঃ পার্বত্য বসন্তকাল কী?

 

প্ৰশ্নঃ ঝরনার দৃশ্য মানুষ কীভাবে অনুভব করে?

 

প্ৰশ্নঃ প্রাকৃতিক সৌন্দর্য দর্শনের জন্য কী প্রয়োজন?

 

প্ৰশ্নঃ ঈশ্বরের উদ্দেশে তাঁর সৃষ্টির জন্য কী বলতে ইচ্ছে করে?

 

প্ৰশ্নঃ  কাকে তিনি এই সৃষ্টির জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন?

 

প্ৰশ্নঃ এই রেলগাড়িগুলিতে যাত্রীর কী সুবিধা হয়?

 

প্ৰশ্নঃ  পথের দু'ধারের দৃশ্য কেমন?

 

প্ৰশ্নঃ বন্যপথে কীসের উৎপাত বেশি?

 

প্ৰশ্নঃ পাহাড়ি ঝরনা সম্পর্কে লেখিকার আর কী অভিজ্ঞতা হয়েছিল?

 

প্ৰশ্নঃ  'জোঁক'-কে ভুটিয়া চাকরানিরা কী বলে?

 

রচনাধর্মী প্রশ্নোত্তর




প্ৰশ্নঃ "তিনিই ধন্য”-'তিনি' কে? তাঁর ধন্য হওয়ার স্বরূপ ব্যাখ্যা করো।



অথবা, "ঈশ্বরই প্রশংসার যোগ্য। তিনিই ধন্য!" কার লেখা, কোন রচনা থেকে উদ্ধৃতিটি নেওয়া হয়েছে? এর তাৎপর্য ব্যাখ্যা করো।

 

প্ৰশ্নঃ  'হিমালয় দর্শন' গদ্যাংশে লেখিকার সৌন্দর্যপিপাসু মনের পরিচয় দাও। 

 

প্ৰশ্নঃ  "ইহারা উদরান্নের জন্য পুরুষদের প্রত্যাশী নহে;" এরা কারা? উদরান্নের জন্য পুরুষদের প্রত্যাশী না হওয়ার পরিচয় দাও।

 

অথবা, 'হিমালয় দর্শন' রচনাংশটিতে পার্বত্য জাতি সম্পর্কে লেখিকার কীরূপ মনোভাব ফুটে উঠেছে?

 

প্ৰশ্নঃ  "ইহাদের এই তামাশা দেখিতেই আমার সময় অতিবাহিত হয়, আত্মহারা হইয়া থাকি"-তামাশার অভিজ্ঞতা ব্যাখ্যা করো। লেখিকা এখানে কী অসুবিধায় পড়েছিলেন?

 

 

 

উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন

 

Paid Answer Link (Membership User)

 

Type - Boby Bora