Class 9 Bangla (WBBSE)
কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি
👉Paid Answer (For Membership User)
বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর
সঠিক উত্তরটি নির্বাচন করো।
প্রশ্নঃ একটানা ক'দিন বৃষ্টির কথা বলা হয়েছে?
(a) ৩দিন
(b) ৯ দিন
(c) ৭ দিন
(d) ৪ দিন।
উত্তরঃ (c) ৭ দিন
প্রশ্নঃ কী ভেঙে খান খান হয়ে গিয়েছিল?
(a) রাজপ্রাসাদ
(b) মঠ-অট্টালিকা
(c) কুঁড়েঘর
(d) পাকাবাড়ি।
উত্তরঃ (b) মঠ-অট্টালিকা
প্রশ্নঃ ঈশান হলো-
(a) উত্তর কোণ
(b) পশ্চিম কোণ
(c) পূর্বে
(d) উত্তর-পূর্ব কোণ।
উত্তরঃ (d)
উত্তর-পূর্ব কোণ।
প্রশ্নঃ "মেঘ ডাকে দুর দুর"
(a) পূর্ব পবনে
(b) দক্ষিণ আকাশে
(c) পশ্চিম আকাশে
(d) উত্তর পবনে
উত্তরঃ (c)
পশ্চিম আকাশে
প্রশ্নঃ "প্রলয় গণিয়া প্রজা ভাবয়ে
বিষাদ।"এখানে কোথাকার প্রজাদের কথা বলা হয়েছে?
(a) কলিঙ্গের প্রজা
(b) বাংলার প্রজা
(c) পূর্ণিয়ার প্রজা
(d) ত্রিপুরার প্রজা।
উত্তরঃ (a) কলিঙ্গের প্রজা
প্রশ্নঃ কী আসছে ভেবে প্রজারা বিষাদে পড়েছিল?
(a) ধ্বংস
(b) প্রলয়
(c) সর্বনাশ
(d) ঘূর্ণিঝড়।
উত্তরঃ (b) প্রলয়
প্রশ্নঃ কলিঙ্গদেশের ঝড়-বৃষ্টিতে ধুলায় ঢেকে
গেল-
(a) বাড়িঘর
(b) মানুষ ও পশু
(c) জলাশয় ও নদী
(d) সবুজ মাঠ ও গাছ
উত্তরঃ (d) সবুজ মাঠ ও গাছ
প্রশ্নঃ চারিদিকে যে ঢেউ হচ্ছিল তা কীসের সমান
বলে কবি মনে করেন?
(a) পাহাড়
(b) মালভূমি
(c) পর্বত
(d) অট্টালিকা।
উত্তরঃ (c) পর্বত
প্রশ্নঃ চিকুর শব্দের অর্থ কী?
(a) চিক্কণ
(b) তাল
(c) আয়না
(d) বিদ্যুৎ।
উত্তরঃ (d) বিদ্যুৎ।
প্রশ্নঃ ক'টি মেঘ থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল?
(a) পাঁচ
(b) ছয়
(c) এক
(d) চার।
উত্তরঃ (d) চার।
প্রশ্নঃ কটি মেঘ থেকে অন্ট গজরাজ জল দেয়া?
(a) একটি
(b) ছাটি
(c) তিনটি
(d) চারটি।
উত্তরঃ (d) চারটি।
প্রশ্নঃ 'সোঙর' শব্দের অর্থ কী?
(a) ভুলে যাওয়া
(b) বিয়ে
(c) স্মরণ করা
(d) বিরহ।
উত্তরঃ (c) স্মরণ করা
প্রশ্নঃ গর্ত ছেড়ে জলে ঘুরে বেড়িয়েছে-
(a) সাপ
(b) ভেক
(c) ইদুর
(d) পোকা।
উত্তরঃ (a) সাপ
প্রশ্নঃ চন্ডীর আদেশে কে মঠ, অট্টালিকা ভেঙেছে?
(a) হনুমান
(b) বীরবল
(c) রাবণ
(d) রাম।
উত্তরঃ (a) হনুমান
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্নঃ 'উঠে পড়ে ঘরগুলা করে দলমল"- এর
কারণ কী?
প্রশ্নঃ কলিঙ্গদেশের
প্রজাগণ বিষাদে কী ভাবছে?
প্রশ্নঃ "ধায় নদনদীগণ"-
কার আদেশে?
প্রশ্নঃ "প্রজা চমকিত"- কেন?
প্রশ্নঃ "বিপাকে ভবন ছাড়ি
প্রজা দিল দৌড়।" কেন?
প্রশ্নঃ অতিবৃষ্টির ফলে কী কী পরিচ্ছন্ন ছিল
না?
প্রশ্নঃ কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছে
না কেন?
প্রশ্নঃ বিপাকে পড়ে প্রজারা কী করেছিল?
প্রশ্নঃ "চারিমেঘে জল দেয় অষ্ট গজরাজ"-এর
সরলার্থ লেখো।
প্রশ্নঃ কলিঙ্গদেশে উচ্চনাদে কীসের ডাক শোনা
গিয়েছে?
প্রশ্নঃ কলিঙ্গদেশে একটানা কয়দিন বৃষ্টি
হয়েছিল?
প্রশ্নঃ কলিঙ্গবাসী কার কথা
স্মরণ করেছেন?
প্রশ্নঃ "পথ হইল হারা"- প্রজারা কীভাবে পথ
প্রশ্নঃ "ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল"-
উদ্ধৃতাংশটি ব্যাখ্যা করো।
প্রশ্নঃ "চারি মেঘে বরিষে
মুষলধারে জল"- মুষলধারে বৃষ্টির কারণ কী?
প্রশ্নঃ চন্ডীর আদেশে কারা, কীভাবে কলিঙ্গের ধ্বংস সাধন করে?
প্রশ্নঃ "কলিঙ্গে সোঙরে লোক যে জৈমিনি"-'সোঙরে'
শব্দের অর্থ কী? জৈমিনি কে? তাঁকে সকল লোক
সোঙরে কেন?
প্রশ্নঃ "কারো কথা শুনিতে না
পায় কোন জন।” কেন?
প্রশ্নঃ 'ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর"। কী ঘটেছিল তা ব্যাখ্যা করো।
রচনাধর্মী
প্রশ্নোত্তর
প্রশ্নঃ "প্রলয় গণিয়া প্রজা ভাবয়ে বিষাদ"-
'প্রলয়'
শব্দের অর্থ কী? প্রজারা বিষাদ মনে এইরূপ ভাবছিল কেন?
প্রশ্নঃ 'কলিঙ্গদেশে
ঝড়-বৃষ্টি' কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো।
উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন
Paid Answer Link (Membership User)