ইলিয়াস 

বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর


সঠিক উত্তরটি নির্বাচন করো।

 👉Paid Answer (For Membership User)

প্রশ্নঃ "আমাদের সঙ্গে একটু কুমিস পান করবে।" বস্তা কে?

(a) ইব্রাহিম

(b) মোল্লা

(c) মহম্মদ শা

(d) ইলিয়াস-পত্নী।

উত্তরঃ (c) মহম্মদ শা

 

প্রশ্নঃ মহম্মদ শা-র বাড়িতে ইলিয়াস কাজ করত

(a) চাকরের মতো

(b) কর্মচারীর মতো

(c) ভাড়াটে মজুরের মতো

(d) অতিথির মতো

উত্তরঃ (c) ভাড়াটে মজুরের মতো

 

প্রশ্নঃ "পাশের লোক ইলিয়াসকে...করে" (শূন্যস্থান পূরণ)

(a) শ্রদ্ধা

(b) ঈর্ষা

(c) আদর

(d) স্নেহ

উত্তরঃ (b) ঈর্ষা

 

প্রশ্নঃ ইলিয়াস ছিল একজন

(a) তুর্কি

(b) বাস্ কির

(c) বাকেট

(d) পিরেনিজ

উত্তরঃ (b) বাস্ কির

 

প্রশ্নঃ ইলিয়াসের বড়ো ছেলে মারা গিয়েছিল

(a) গাছ থেকে পড়ে

(b) জলে ডুবে

(c) মারামারি করে

(d) দুর্ভিক্ষে

উত্তরঃ (c) মারামারি করে

 

প্রশ্নঃ ভালো ঘোড়াগুলি চুরি করেছিল

(a) কিরবিজরা

(b) পড়শিরা

(c) কিরবিজরা

(d) ডাকাতেরা

উত্তরঃ (c) কিরবিজরা

 

প্রশ্নঃ গ্রীষ্মে ইলিয়াসকে যে কাজের কথা বলা হয়েছিল -

(a) আনারসের খেতে

(b) শশার খেতে

(c) পেঁয়াজের খেতে

(d) তরমুজের খেতে

উত্তরঃ (d) তরমুজের খেতে

 

প্রশ্নঃ 'ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় নেই"-বস্তা কে?

(a) ইলিয়াস শাহ

(b) ইলিয়াসের পত্নী

(c) মহম্মদ শাহ

(d) মোল্লা সাহেব

উত্তরঃ (b) ইলিয়াসের পত্নী

 

প্রশ্নঃ "পবিত্র গ্রন্থে লেখা আছে," এখানে বস্তা হলেন-

(a) ইলিয়াস

(b) মোল্লা

(c) মহম্মদ শা

(d) শাম-শেমাগি

উত্তরঃ (b) মোল্লা

 

প্রশ্নঃ ইলিয়াসের বিয়ের এক বছর পরে মারা যায়-

(a)  ছেলে

(b) পিসিমা

(c) বাবা

(d) ঠাকুরমা।

উত্তরঃ (c) বাবা

 

প্রশ্নঃ পঁয়ত্রিশ বছর পর ইলিয়াসের ঘোড়ার সংখ্যা দাঁড়িয়েছিল-

(a) একশো

(b) দু'শো

(c) একশো পঞ্চাশ

(d) তিনশো।

উত্তরঃ (b) দু'শো

 

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর



প্রশ্নঃ "এই হলো আমার মনের কথা"- বক্তার মনের কথাটি কী?

 

প্রশ্নঃ অভাবে পড়ে ইলিয়াস কী কী বিক্রি করেছিল?

 

প্রশ্নঃ "অতিথিরা হেসে উঠল" হাসির কারণ কী?

 

প্রশ্নঃ ইলিয়াসের পত্নীর কথা শুনে অতিথিরা বিস্মিত হয়েছিল কেন?

 

প্রশ্নঃ "তামাশা করছি না"-বক্তা কে?

 

প্রশ্নঃ অতিথিরা দেখা করতে এলে ইলিয়াস কী করত?

 

প্রশ্নঃ মহম্মদ শা-র দুঃখ হওয়ার কারণ কী?

 

ব্যাখ্যাভিত্তিক প্রশ্নোত্তর




প্রশ্নঃ "ওর তো মরবার দরকার নেই"- 'ওর' বলতে কার কথা বলা হয়েছে? মরবার দরকার নেই কেন?

 

প্রশ্নঃ ইলিয়াস কে? সে কোথায় বাস করত? তার প্রথম জীবনের অবস্থা কেমন ছিল?

 

প্রশ্নঃ "প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগল"- কার অবস্থার উন্নতি হতে লাগল? কীভাবে তার উন্নতি হচ্ছিল?

 

প্রশ্নঃ "পঞ্চাশ বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি।" কীভাবে এতদিনে সুখ পেয়েছে?

 

প্রশ্নঃ "এটাই মানুষের জীবন"- কোনটা মানুষের জীবন?

 

রচনাধর্মী প্রশ্নোত্তর



প্রশ্নঃ "দূর-দূরান্তর থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে।" কার সঙ্গে, কোন অতিথিরা দেখা করতে আসে? আগত অতিথিদের সে কীভাবে সেবা করত?

 

প্রশ্নঃ ইলিয়াস চরিত্রটি বিশ্লেষণ করে।।

 

প্রশ্নঃ ইলিয়াস' গল্পের নামকরণের সার্থকতা বিচার করো 



অথবা, 'ইলিয়াস' গল্পটির নামকরণের তাৎপর্য বিচার করো।

 

প্রশ্নঃ "ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো।" ইলিয়াসের অবস্থা কেন খারাপ হয়ে পড়ল?



অথবা, "বৃদ্ধ দম্পতিকে সাহায্য করার কেউ নেই" বৃদ্ধ দম্পতি বলতে কাদের বোঝানো হয়েছে? তাদের সাহায্য করার কেউ নেই কেন?

 

প্রশ্নঃ "সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি," কার উক্তি? কোন প্রসঙ্গে এ ধরনের উক্তি? উক্তির কারণ বিশ্লেষণ করো 



অথবা, "এই হলো আমার মনের কথা" কার উক্তি? কোন প্রসঙ্গে এই উক্তি? তার মনের কথার মধ্যে দিয়ে কোন উপলব্ধি ধরা পড়েছে?

 

 

 

উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন

 

Paid Answer Link (Membership User)

 

Type - Boby Bora