ভূগাঠনিক প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ

👉Paid Answer (For Membership User)

সঠিক উত্তর:টি নির্বাচন করো।


1. মরুভূমির বালি বহুদূরে সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়, তা হলো- 

a) বাজাদা

b) পেডিপ্লেন

c) পেনিপ্লেন

d) লোয়েস


উত্তর: লোয়েস


2. নীচের প্রক্রিয়াগুলির মধ্যে কোনটি বহির্জাত প্রক্রিয়া নয়? 

a) বায়ুর কাজ

b) ভূমিকম্প 

c) হিমবাহের কাজ 

d) আবহবিকার 


উত্তর: ভূমিকম্প


3. ভারতের একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হলো – 

a) দক্ষিনাত্য মালভূমি

b) মালব মালভূমি 

c) মালনাদ মালভূমি 

d) ওয়েলস


উত্তর: মালনাদ মালভূমি 


4. দু'টি ভাঁজের মাঝের নীচু অংশকে বলে-

a)  ঊর্ধ্বভঙ্গ

b) প্রতিসম ভাঁজ

c) অধোভঙ্গ

d) অপ্রতিসম ভাঁজ।


উত্তর: অধোভঙ্গ


5. 'ব্যবচ্ছিন্ন মালভূমি'-র উদাহরণ হলো

a) কানাডার মালভূমি

b) ছোটোনাগপুর মালভূমি

c) পামির মালভূমি

d) আরবের মালভূমি।


উত্তর:  ছোটোনাগপুর মালভূমি


6. পৃথিবীর বৃহত্তম মালভূমি হলো-

a) কলম্বিয়া মালভূমি 

b) লাদাখ মালভূমি 

c) তিব্বত মালভূমি 

d) পামির মালভূমি।


উত্তর: তিব্বত মালভূমি


7. একটি মৃত আগ্নেয়গিরি হলো- 

a) নারকোনডাম

b) কোচটপাস্কি 

c) ব্যারেন 

d) পোপো।

 

উত্তর: পোপো।


8. চ্যুতি দেখা যায় যে পর্বতে, তা হলো- 

a) ভঙ্গিল 

b) অবশিষ্ট পর্বত 

c) স্তূপ

d) আগ্নেয়।


উত্তর: স্তূপ


9. স্তূপ পর্বতের উপরিভাগ যে রূপ দেখতে হয়, তা হলো- 

a) চ্যাপ্টা

b) শঙ্কু

c) বেলন

d) গোল।


উত্তর: চ্যাপ্টা


10. একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হলো- 

a) আরাবল্লি

b) হিমালয়

c) বিন্ধ্য

d) অ্যাপালেশিয়ান পর্বত।


উত্তর:  হিমালয়


11.  'জীবন্ত আগ্নেয়গিরি'র উদাহরণ–

a) স্ট্রমবোলি

b) ভিসুভিয়াস

c) ফুজিয়ামা

d) মাউন্ট পোপো।


উত্তর: স্ট্রমবোলি


12.  একটি পর্বতবেষ্টিত মালভূমির উদাহরণ –

a) ছোটোনাগপুর মালভূমি

b) দাক্ষিণাত্যের মালভূমি

c) কানাডার মালভূমি

d) তিব্বত মালভূমি।


উত্তর: তিব্বত মালভূমি।


13. গিরিজনি আলোড়নের ফলে সৃষ্টি হয়- 

a) ভূমিকম্প

b) গ্রস্ত উপত্যকা

c) ভঙ্গিল পর্বত

d) স্তূপ পর্বত।


উত্তর:  ভঙ্গিল পর্বত ।


14. প্লেট বা পাত শব্দটি প্রথম ব্যবহার করেন-

a) এল পিঁজো 

b) জে. অলিভার 

c) আর. এল. পার্কার

d) জন টুজো উইলসন।


উত্তর: জন টুজো উইলসন।


15. ভারতের বিন্ধ্য পর্বত একটি –

a) আগ্নেয় পর্বত

b) ক্ষয়জাত পর্বত

c) স্তূপ পর্বত

d) ভঙ্গিল পর্বত।


উত্তর: স্তূপ পর্বত


16. ধীর প্রকৃতির ভূআন্দোলন হলো – 

a) অগ্ন্যুৎপাত

b) ভূমিকম্প

c) ভাঁজ সৃষ্টি

d) নদীর কার্য।


উত্তর: ভাঁজ সৃষ্টি


17. একটি আগ্নেয় পর্বতের উদাহরণ হলো- 

a) ক্রাকাতোয়া

b) অ্যাপালেশিয়ান

c) গ্রেট ডিভাইডিং রেঞ্জ

d) রকি।


উত্তর: ক্রাকাতোয়া


18. ভারতের সর্বোচ্চ মালভূমি হলো- 

a) লাদাখ

b) পামির

c) এভারেস্ট 

d) তিব্বত।


 উত্তর:  লাদাখ ।


19. জীবাশ্ম দেখা যায়-

a) ভঙ্গিল পর্বতে

b) ক্ষয়জাত পর্বতে

c) সঞ্চয়জাত পর্বতে

d) স্তূপ পর্বতে।


উত্তর: ভঙ্গিল পর্বতে


20.  আফ্রিকা মহাদেশের আটলাস একটি-

a) স্তূপ পর্বত

b) ভঙ্গিল পর্বত

c) ক্ষয়জাত পর্বত

d) আগ্নেয় পর্বত।


উত্তর:  ভঙ্গিল পর্বত


21. ভারতের একটি স্তূপ পর্বত হলো-

a) সাতপুরা

b) পরেশনাথ

c) ভোজ

d) আরাবল্লি।


উত্তর: সাতপুরা


22. যে পাত সীমানায় ভঙ্গিল পর্বত গঠিত হয়, তা হল – 

a) প্রতিসারী

b) অভিসারী

c) নিরপেক্ষ

d) গঠনমূলক।


উত্তর: অভিসারীতা 


23. 'জুরা গঠন' যে ভূমিরূপের সঙ্গে সম্পর্কযুক্ত –

a) নবীন ভঙ্গিল পর্বত

b) মালভূমি

c) ক্ষয়জাত পর্বত

d) আগ্নেয়গিরি।


উত্তর:  নবীন ভঙ্গিল পর্বত


24. হিমালয় পর্বতটি হলো-  

a) স্তূপ পর্বত

b) আগ্নেয় পর্বত

c) ভঙ্গিল পর্বত

d) ক্ষয়জাত পর্বত 


উত্তর: ভঙ্গিল পর্বত


25. ভারতে যে নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তা হলো-

a) লুনি

b) গঙ্গা

c) নর্মদা

d) সবরমতী।


উত্তর: নর্মদা


26. কুয়েনলুন, কারাকোরাম, তিয়েনসান ও হিমালয় পর্বত দ্বারা বেষ্টিত মালভূমি হলো- 

a) ইরাক মালভূমি

b) আনাতোলিয়া মালভূমি

c) মেক্সিকো মালভূমি

d) তিব্বত মালভূমি।


উত্তর: তিব্বত মালভূমি


27. একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হলো-

a)  আল্পস

b) সাতপুরা

c) অ্যাপেলেশিয়ান

ভোজ।


উত্তর: অ্যাপেলেশিয়ান


28. পৃথিবীর স্থলভাগের অধিকাংশই –

a) সমভূমি

b) পাহাড়

c) মালভূমি

d) পর্বত।


উত্তর: সমভূমি


29. কোনটি আগ্নেয় পর্বত নয়?

a) বুয়েঞ্জি 

b) আল্পস 

c) মৌনালোয়া 

d) ব্যারেন 


উত্তর: আল্পস 


30. লোয়েস সমভূমি সৃস্টি হয় –

a) পলি সঞ্চিত হয়ে 

b) বালি সঞ্চিত হয়ে 

c) লাভা সঞ্চিত হয়ে

d) মৃত প্রণীদেহ সঞ্চিত হয়ে


উত্তর: বালি সঞ্চিত হয়ে 


31. বর্তমান হিমালয় পার্বত্য অঞ্চলে একসময় অবস্থান  করত-

a) টেথিস সাগর

b) পারস্য উপসাগর 

c) গোবি মরুভূমি

d) ভূমধ্যসাগর।


উত্তর: টেথিস সাগর


32.  ভূগর্ভস্থ ম্যাগমা ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে যে পর্বত গড়ে ওঠে, তা হলো- 

a) অবশিষ্ট 

b) আগ্নেয়

c) স্তূপ

d) ভঙ্গিল পর্বত।


উত্তর:  আগ্নেয়


অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর


1.  ভারতের ব্যারেন দ্বীপে অবস্থিত পর্বতটি কী জাতীয়?


উত্তর: সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয়গিরি।


2.  ভূগর্ভের যে নির্দিষ্ট গভীরতায় ম্যাগমা সঞ্চিত হয় তাকে কী বলে?


উত্তর: ম্যাগমা চেম্বার বা ম্যাগমা প্রকোষ্ঠ।


3.  ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কী?


উত্তর: লাদাখ।


4.  হাওয়াই দ্বীপের মৌনালোয়া কী ধরনের ভূমিরূপ?


উত্তর: জীবন্ত আগ্নেয়গিরি।


5.  ভারতের পরেশনাথ কী ধরনের পর্বত?


উত্তর: ক্ষয়জাত পর্বত।


6.  ম্যাগমা সঞ্চিত হয়ে কোন পর্বতের সৃষ্টি করে?


উত্তর: সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয়গিরি।


সংক্ষিপ্ত প্রশ্নোত্তর


1.  পেডিমেন্ট কাকে বলে?


উত্তর: শুষ্ক মরুপ্রায় অঞ্চলে পর্বতের পাদদেশে ক্ষয় ও সঞ্চয়ের ফলে স্বল্প বন্ধুর ও ঢালবিশিষ্ট প্রায় সমতল যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে পেডিমেন্ট বলা হয়। এর ঢাল 10-7° পর্যন্ত হয়।


2. মৃত আগ্নেয়গিরি কাকে বলে?


উত্তর: যে আগ্নেয়গিরি থেকে দীর্ঘদিন অগ্ন্যুৎপাত হয়নি এমনকী ভবিষ্যতের অগ্ন্যুৎপাতের কোনো সম্ভাবনা নেই তাকে মৃত আগ্নেয়গিরি বলে। মায়ানমারের মাউন্ট হ পোপো এ ধরনের আগ্নেয়গিরি।


3. ভূমিরূপ কাকে বলে?


উত্তর: শিলার সমন্বয়ে গঠিত ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানের উচ্চতা, ভূমির ঢাল, আয়তন ও আকৃতি অনুসার ভূমির সামগ্রিক বৈচিত্র্যকে ভূমিরূপ বলে। ভূমিরূপের মাত্রা তিনটি-  1. দৈর্ঘ্য 2.উচ্চতা ও 3. ক্ষেত্রফল।


4. লোয়েস সমভূমি কাকে বলে?


উত্তর: বায়ুবাহিত ধূসর বা হলুদ রঙের চুনযুক্ত, অস্তরীভূত শুষ্ক পলি, বালি ও মাটিরে একত্রে লোয়েস বলে। চিনের হোয়াংহো অববাহিকায় মধ্য এশিয়ার গোবি মরুভূমি থেকে বালি উড়ে এসে যে সমভূমি গড়ে উঠেছে তাকে লোয়েস সমভূমি বলে।


5. গিরিজনি আলোড়ন কাকে বলে?


উত্তর: গিরি অর্থাৎ পর্বত গঠনের প্রক্রিয়া হলো গিরিজনি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার শক্তি ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে মন্থরলয়ে কাজ করে ভঙ্গিল পর্বত গঠন করে। ভূত্বকে গিরিজনি আলোড়নের প্রভাবে কোথাও টান ও কোথাও সংকোচন হয়।


6. মহীভাবক আলোড়ন কাকে বলে?


উত্তর:  ভূপৃষ্ঠে উল্লম্বভাবে কাজ করে যে ভূআলোড়ন মহাদেশ গঠনে কার্যকরী ভূমিকা নেয় তাকে মহীভাবক আলোড়ন বলে। বাংলা মহীভাবক কথাটি ইংরেজি 'ইপাইরোজেনিক' শব্দটি থেকে এসেছে। গ্রিক শব্দ 'ইপাইরস' কথার অর্থ হলো মহাদেশ এই আলোড়নের ফলে মালভূমি, ভূগূতট প্রভৃতি গঠিত হয়।


7. জীবন্ত আগ্নেয়গিরি কাকে বলে?


উত্তর: যে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এখনও বন্ধ হয়নি, দীর্ঘদিন ধরে অগ্ন্যুৎপাত নিয়মিত হচ্ছে তাকে জীবন্ত আগ্নেয়গিরি বলে। জীবন্ত আগ্নেয়গিরি দু'প্রকারের- • অবিরাম আগ্নেয়গিরি ও সবিরাম আগ্নেয়গিরি। ইতালির স্ট্রমবোলি একটি জীবত অ আগ্নেয়গিরি।


8. মোনাডনক কাকে বলে?


 উত্তর: সমপ্রায় ভূমির মধ্যে ক্ষয় প্রতিরোধকারী কঠিন শিলায় গঠিত ছোটো ছোটো উক্ত টিলাকে মোনাডনক বলে।


9. সুপ্ত বা ঘুমন্ত আগ্নেয়গিরি কাকে বলে?


উত্তর: এককালে অগ্ন্যুৎপাত হতো কিন্তু দীর্ঘদিন হয়নি, তবে যেকোনো সময় অগ্ন্যুৎপাত হতে পারে এমন আগ্নেয়গিরিকে সুপ্ত বা ঘুমন্ত আগ্নেয়গিরি বলে। জাপানের ফুজিয়ামা এধরনের আগ্নেয়গিরি।


10. অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে?


উত্তর: ভূমিরূপ গঠনকারী যেসমস্ত প্রক্রিয়ার শক্তির উৎস পৃথিবীর অভ্যন্তরে থাকে কিন্তু এগুলির প্রভাব ভূপৃষ্ঠে দেখা যায় তাকে অন্তর্জাত প্রক্রিয়া বলে। যেমন- ভূআলোড়ন, অগ্ন্যুৎপাত, ভূমিকম্প প্রভৃতি।


11. 'হটস্পট' কাকে বলে?


উত্তর: ভূগর্ভ থেকে ম্যাগমা অনেকসময় ভূত্বকের ফাটলের মধ্য দিয়ে বেরিয়ে আসতে পারে না। ওই ম্যাগমা ভূপৃষ্ঠের কাছাকাছি ভূগর্ভেই কোথাও জমা হয়ে যে উত্তপ্ত অঞ্চল তৈরি করে তাকে হটস্পট বলে। এগুলি থেকেই আগ্নেয়গিরির উৎপত্তি হয়।


12. জ্বালামুখ কাকে বলে?


উত্তর: আগ্নেয়গিরির যে বহির্মুখ দিয়ে অগ্ন্যুৎপাত হয় তাকে জ্বালামুখ বলে। অনেকসময় জ্বালামুখে বৃষ্টির জল জমে জ্বালামুখ হ্রদ সৃষ্টি হয়।


13. বেনিয়ফ তল কাকে বলে?


উত্তর: একটি ভারী পাত অপর হালকা পাতের নীচে সঞ্চালিত হয়ে অভিসারী চলনের ফলে পাতের পৃষ্ঠতল ক্রমাগত সংঘর্ষ ও ভূমিকম্প ঘটায়। এই ভূমিকম্পপ্রবণ তলকে বেনিয়ফ তল বলা হয়।


14. উৎপত্তি অনুসারে পর্বতের শ্রেণিবিভাগ করো।


উত্তর: উৎপত্তি অনুযায়ী পর্বতকে চার ভাগে ভাগ করা যায়- 1. ভঙ্গিল পর্বত 2. স্তূপ পর্বত 3. আগ্নেয় পর্বত 4. ক্ষয়জাত পর্বত।


15. পেডিপ্লেন কাকে বলে?


উত্তর: মরু ও উপমরু অঞ্চলে একাধিক পেডিমেন্ট নিজেদের সঙ্গে যুক্ত হয়ে যে ভূমিরূপ গঠন করে তাকে বলে পেডিপ্লেন। পেডিপ্লেনের তিনটি অংশ- 1. ইনসেলবার্জ, 2. পেডিমেন্ট, 3. বাজাদা। প্রসঙ্গত, পেডিপ্লেনের আকৃতি অবতল।


16. পর্বত কাকে বলে?


উত্তর: সমুদ্রপৃষ্ঠ থেকে কমপক্ষে 1000 মিটারের বেশি উঁচু, বহুদূর বিস্তৃত (1000 কিলোমিটারের বেশি), খাড়া ঢালযুক্ত শিলাময় ভূখণ্ড এবং যার বিস্তৃতি 10 লক্ষ বর্গ কিলোমিটার বা তার চেয়েও বেশি তাকে পর্বত বলে।


সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর


1. নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্পপ্রবণ হয় কেন?


উত্তর: 


2. টীকা লেখো টেথিস সাগর।


উত্তর: 


3. টীকা লেখো- সমপ্রায় সমভূমি বা পেনিপ্লেন।


উত্তর: উিভয় ইংরেজি 'পিনি' কথার অর্থ প্রায় এবং 'প্লেন' কথার অর্থ সম বা সমভূমি। তাই পিনিপ্লেন বা পেনিপ্লেন কথাটির অর্থ সমপ্রায় সমভূমি। সমপ্রায় সমভূমির মাঝে মাঝে কঠিন শিলায় গঠিত ছোটো ছোটো টিলা দেখা যায়। এদের মোনাডনক বলা হয়।


উদাহরণ: আমেরিকা যুক্তরাষ্ট্রের আটলান্টিক উপকূল, পশ্চিম সাইবেরিয়া সমভূমি প্রভৃতি।


ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর


1. আগ্নেয় পর্বত কাকে বলে? কীভাবে সৃষ্টি হয়? উদাহরণ দাও।


উত্তর: 


2. স্তূপ পর্বত সৃষ্টির পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো অথবা, স্তূপ পর্বত কীভাবে সৃষ্টি হয়?


উত্তর: 


3. বহির্জাত শক্তি ও অন্তর্জাত শক্তির মধ্যে পার্থক্য করো।


উত্তর:


4. ক্ষয়জাত সমভূমি ও ভূআন্দোলনের ফলে গঠিত সমভূমির উৎপত্তি বর্ণনা করো।


উত্তর: 


5. পলিগঠিত সমভূমি বলতে কী বোঝো? উদাহরণ দাও।


উত্তর:  


6. পর্বতবেষ্টিত মালভূমি কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো।


উত্তর:  


7. সঞ্চয়জাত সমভূমির উৎপত্তি সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো।


উত্তর: 


8. স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার মধ্যে পার্থক্য করো।


উত্তর:


9.  বিভিন্ন প্রকার মালভূমির উৎপত্তির কারণ ব্যাখ্যা করো।


উত্তর: 


10.  পাত সংস্থান মতবাদ অনুযায়ী ভঙ্গিল পর্বতের উৎপত্তি কীভাবে হয়েছে তা বর্ণনা করো।


উত্তর: 


11. মহীভাবক আলোড়ন ও গিরিজনি আলোড়নের মধ্যে পার্থক্য নির্ণয় করো।

উত্তর:


12. লাভাগঠিত মালভূমি কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো।


উত্তর:  





উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন


Paid Answer Link (Membership User)


Type - Boby Bora