অধ্যায়
1
গ্ৰহৰূপে
পৃথিবী: পৃথিবীর আকার
MCQ প্রশ্নোত্তর
মান 1
সঠিক উত্তরটি নির্বাচন করো।
1. পৃথিবীর মেরু ব্যাস -
a) 12,714 কিমি
b) 12,147 কিমি
c) 12,417 কিমি
d) 13,714 কিমি।
উত্তর 12,714
কিমি
2. পৃথিবীর আকৃতি সম্পর্কে সর্বপ্রাচীন ধারণা হলো-
a) জিয়ড
b) চ্যাপ্টা
c) অভিগত গোলক
d) গোলক।
উত্তর চ্যাপ্টা
3. চন্দ্রগ্রহণ দেখে পৃথিবী গোল বলে প্রমাণ করেন-
a) অ্যারিস্টটল
b) আর্যভট্ট
c) ম্যাগেলান
d) এরাটোস্থেনিস।
উত্তর অ্যারিস্টটল
4. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো-
a) ইনস্যাট
b) আর্যভট্ট
c) রোহিণী
d) স্পুটনিক।
উত্তর আর্যভট্ট
5. বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করেন-
a) ম্যাগেলান
b) এরাটোস্থেনিস
c) জ্বলে ভার্ন
d) এ. আর. ওয়ালেস।
উত্তর এ.
আর. ওয়ালেস
6. সর্বপ্রথম পৃথিবীর গোলীয় আকৃতির কথা বলেন-
a) আর্যভট্ট
b) পিথাগোরাস
c) এরাটোস্থেনিস
d) অ্যারিস্টটল।
উত্তর পিথাগোরাস
7. নিরক্ষীয় ব্যাসের চেয়ে মেরুব্যাস যত কিমি কম, তা
হলো-
a) 43
b) 41
c) 42
d) 40
উত্তর 43
8) দিগন্তরেখা দেখতে হয়-
a) গোলাকার
b) ত্রিভুজাকার
c) সরলরেখাকার
d) আয়তাকার।
উত্তর গোলাকার
9) GPS পরিষেবা থাকে যে যন্ত্রে তা হলো-
a) দূরদর্শন
b) মোবাইল ফোন
c) রেডিও
d) টিভি।
উত্তর মোবাইল
ফোন
10. যাঁর অভিযানে সরাসরি প্রমাণিত হয় পৃথিবী গোলাকার-
a) ফার্দিনান্দ ম্যাগেলান
b) কলম্বাস
c) লিভিংস্টোন
d) কুক।
উত্তর ফার্দিনান্দ
ম্যাগেলান
10. সূর্যের নিকটতম গ্রহ হলো-
a) বুধ
b) মঙ্গল শুক্র
c) পৃথিবী।
উত্তর বুধ
11. পৃথিবীর আয়তন-
a) 52 কোটি 54 লক্ষ
কিমি
b) 51 কোটি কিমি
c) 75 লক্ষ
কিমি/
d) 51 কোটি 54 লক্ষ কিমি'।
উত্তর 51 কোটি 54 লক্ষ
কিমি²
12. ভূআকৃতি বিদ্যার জনক হলেন-
a) অ্যারিস্টটল।
b) প্লেটো
c) এরাটোস্থেনিস
d) পিথাগোরাস।
উত্তর এরাটোস্থেনিস
13. পৃথিবীর আকৃতি-
a) অভিগত গোলক
b) সমতল
c) চ্যাপ্টা
d) লম্বা।
উত্তর অভিগত
গোলক
14. পৃথিবীর নিরক্ষীয় পরিধি-
a) করেন যে পৃথিবী গোলাকার
এরাটোস্থেনিস/
b) অ্যারিস্টটল
c) পিথাগোরাস
d) প্লেটো।
উত্তর অ্যারিস্টটল
15. পৃথিবীর প্রকৃত আকৃতি-
a) গোলকের মতো
b) জিয়ড
c) 90,000
কিমি
d) 12,757 কিমি।
উত্তর জিয়ড
16. পৃথিবীর কোনো বস্তুর ওজন অপেক্ষাকৃত বেশি হয়-
a) উপ-ক্রান্তীয় অঞ্চলে
b) মেরু অঞ্চলে
c) ক্রান্তীয় অঞ্চলে
d) নিরক্ষীয় অঞ্চলে।
উত্তর মেরু অঞ্চলে ।
17. দুরত্ব
অনুযায়ী পৃথিবী সৌরজগতের
a) তৃতীয়
b) পঞ্চম
c) দ্বিতীয়
d) চতুর্থ গ্রহ।
উত্তর তৃতীয়
18. পৃথিবীর
পরিধি প্রথম নির্ণয় করেন-
a) আর্যভট্ট
b) গ্যালিলিয়ো
c) এরাটোস্টস্থনিস
d) অ্যারিস্টটল।
উত্তর এরাটোস্টস্থনিস
19. পৃথিবীর
নিরক্ষীয় ব্যাস
a) 12,575 কিমি
b) 12,757 কিমি
c) 12,775 কিমি
d) 12,557 কিমি।
উত্তর 12,757
কিমি
শূন্যস্থান পূরণ করো
মান 1
1. GPS-এর পুরো কথাটি হলো Global System -----------------------
উত্তর Positioning
2. আকাশ ও ভূমি—---------মিশেছে।
উত্তর দিগন্তরেখায়
3. আর্যভট্ট মনে করতেন পৃথিবীর আকৃতি ---------------------
উত্তর গোল
4. দিক নির্ণয়কারী যন্ত্রের নাম ---------------------
উত্তর কম্পাস
5. নিরক্ষরেখার উপর ধ্রুবতারাকে------------------- কোণে দেখা যায়
উত্তর 0° ।
6. নিরক্ষরেখায় ধ্রুবতারার উন্নতি মান কত?
উত্তর 0° ।
7. মেরুতে ধ্রুবতারার উন্নতি মান কত?
উত্তর 90° ।
8. শনির সবচেয়ে বড়ো উপগ্রহের নাম কী?
উত্তর টাইটান ।
9. পৃথিবীর আবর্তন গতির ফলে কোন বলের সৃষ্টি হয়?
উত্তর কেন্দ্রবহির্মুখী।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
1. দূর সংবেদন বা রিমোট সেন্সিং কী?
উত্তর:
2. জি.পি.এস কী?
উত্তর:
3. সাধারণ পকেট রেডিও পরিষেবা বা জিপিআরএস কী?
উত্তর:
4. জিয়ড কী?
উত্তর:
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
1. গোলীয় ভূপৃষ্ঠকে সমতল বলে মনে হয় কেন?
উত্তর:
2. পৃথিবীর আকার অভিগত গোলক- ব্যাখ্যা করো।
উত্তর:
3. অন্তঃস্থ গ্রহ ও বহিস্থ গ্রহের পার্থক্য লেখো।
উত্তর:
4. গোলক ও অভিগত গোলকের মধ্যে পার্থক্য লেখো।
উত্তর:
5. জি.পি.এস-এর ব্যবহার লেখো।
উত্তর:
6. বেডফোর্ড লেভেল পরীক্ষাটি বর্ণনা করো।
উত্তর:
ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
1. পৃথিবীর আকৃতি পৃথিবীরই মতো বা জিয়ড- ব্যাখ্যা করো।
উত্তর:
2. এরাটোস্থেনিস কীভাবে পৃথিবীর পরিধি পরিমাপ করেছিলেন তা লেখো।
উত্তর:
উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন
Paid Answer Link (Membership User)