পৃথিবীপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়
👉Paid Answer (For Membership User)
MCQ প্রশ্নোত্তর মান 1
1. অক্ষরেখার প্রতিটি বিন্দুতে-
(i) অক্ষাংশের মান একই
(ii) দ্রাঘিমার মান একই
(iii) সময় একই
(iv) অক্ষাংশের মান আলাদা।
উত্তর অক্ষাংশের মান একই
2. ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা হয়-
(i) অক্ষরেখা সাহায্যে
(ii) দ্রাঘিমারেখার সাহায্যে
(iii) অক্ষরেখা ও দ্রাঘিমারেখার সাহায্যে
(iv) ধ্রুবতারার সাহায্যে।
উত্তর অক্ষরেখা ও দ্রাঘিমারেখার সাহায্যে
3. অক্ষরেখাগুলি-
(i) অর্ধবৃত্তাকার
(ii) অধিবৃত্তাকার
(iii) বৃত্তাকার
(iv) আয়তকার।
উত্তর বৃত্তাকার
4. কোনো একটি স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয়-
(i) 6 ঘণ্টা
(ii) 12 ঘণ্টা
(iii) 24 ঘণ্টা
(iv) 8 ঘণ্টা।
উত্তর 12 ঘণ্টা
5. পৃথিবীর প্রমাণ সময় ধরা হয় যে দ্রাঘিমার সময়কে তা হলো-
(i) 90°
(ii) 180°
(iii) 360°
(iv) 0°
উত্তর 0°
6. কলকাতার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা হলো-
(i) 90° উ.
(ii) 180° উ.
(iii) 91°27' প. /
(iv) 22°34'দ।
উত্তর 91°27'প.
7. বৃহত্তম অক্ষরেখা হলো-
(i) কর্কটক্রান্তি রেখা
(ii) নিরক্ষরেখা
(iii) কুমেরু
(iv) সুমেরু।
উত্তর নিরক্ষরেখা
8. যে রেখাগুলির দৈর্ঘ্য সমান, সেগুলি হলো-
(i) বক্ররেখা
(ii) অক্ষরেখা
(iii) দ্রাঘিমারেখা
(iv) সরলরেখা।
উত্তর দ্রাঘিমারেখা
9. উয়ুমণ্ডল হলো-
(i) 23½ºউ. -23½º দ.
(ii) 23½º উ. -66½º উ.
(iii) 22½º উ. 66½º উ.
(iv) 23½º দ. – 90º দ. অক্ষাংশ পর্যন্ত
উত্তর 23/½º° উ. -23½º দ
10. দু'টি অক্ষরেখার মধ্যে রৈখিক ব্যবধান প্রায়-
(i) 111 km
(ii) 211 km
(iii) 50 km
(iv) 11 km
উত্তর 111 km
11. যে যন্ত্রের সাহায্যে মধ্যাহ্ন সূর্যের সর্বোচ্চ অবস্থান জানা যায়
(i) ব্যারোমিটার
(ii) ক্রোনোমিটার
(iii) ক্লাইনোমিটার
(iv) সেক্সট্যান্ট।
উত্তর সেক্সট্যান্ট
12. নিরক্ষরেখার অক্ষাংশ হলো-
(i) 0°
(ii) 90°
(iii) 180°
(iv) 360°
উত্তর 0°
13. মূল মধ্যরেখা গেছে-
(i) নিউইয়র্ক
(ii) কলকাতা
(iii) দুবাই
(iv) গ্রিনিচ শহরের উপর দিয়ে।
উত্তর গ্রিনিচ শহরের উপর দিয়ে
14. পৃথিবীর কেন্দ্র যে তলের ওপর অবস্থিত,তাকে বলে-
(i) কেন্দ্রতল
(ii) নিরক্ষীয়তল
(iii) দ্রাঘিমাতল
(iv) অক্ষতল।
উত্তর নিরক্ষীয়তল
15. প্রতি 1° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয়-
(i) v৪ মিনিট
(ii) 4 মিনিট
(iii) 22 মিনিট
(iv) 2 মিনিট।
উত্তর 4 মিনিট
16. মূল মধ্যরেখার মান হলো-
(i) 180°
(ii) 0°
(iii) 6°
(iv) 90°
উত্তর 0°
17. কর্কটক্রান্তিরেখার অক্ষাংশ হলো-
(i) 90° উ.
(ii) 23½º দ.
(iii) 23½º উ.
(iv) 24½ºদ.।
উত্তর 23½º 'উ.
18. পরস্পর দু'টি প্রতিপাদ স্থানের দ্রাঘিমার ব্যবধান-
(i) 180°
(ii) 60°
(iii) 90°
(iv) 80°
উত্তর 180°
19. 15° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয়-
(i) 4 ঘণ্টা
(ii) 4 সেকেন্ড
(iii) 4 মিনিট
(iv) 1ঘণ্টা।
উত্তর 1 ঘণ্টা
20.প্রতিটি অক্ষরেখা-
(i) অধিবৃত্ত
(ii) পূর্ণবৃত্ত
(iii) অর্ধবৃত্ত
(iv) মহাবৃত্ত।
উত্তর পূর্ণবৃত্ত
21. প্রতিটি অক্ষরেখা পৃথিবীর অক্ষে যে কোণ উৎপন্ন করে,
তার মান-
(i) 180°
(ii) 360°
(iii) 90°
(iv) 0°
উত্তর 360°
22. দক্ষিণ গোলার্ধের মেরু নক্ষত্র হলো-
(i) হ্যাডলির অক্ট্যান্ট
(ii) প্রক্সিমা সেন্টরাই
(iii) ধ্রুবতারা
(iv) শুকতারা।
উত্তর হ্যাডলির অক্ট্যান্ট
23. বিষুব কথার অর্থ হলো-
(i) বড়ো দিন
(ii) ছোটো রাত্রি
(iii) সমান দিন ও রাত্রি
(iv) ছোটো দিন।
উত্তর সমান দিন ও রাত্রি
24. আন্তর্জাতিক তারিখরেখা হলো একটি-
(i) দ্রাঘিমারেখা
(ii) মূল মধ্যরেখা
(iii) সমাক্ষরেখা
(iv) অক্ষরেখা।
উত্তর দ্রাঘিমারেখা
25. কুমেরুবৃত্তের ঠিক উত্তরে যে অক্ষরেখা অবস্থিত, তা হলো-
(i) সুমেরুবৃত্ত
(ii) কর্কটক্রান্তিরেখা
(iii) মকরক্রান্তিরেখা
(iv) নিরক্ষরেখা।
উত্তর সুমেরুবৃত্ত
26.নিরক্ষরেখার উপর সারাবছর দিনরাত্রি সমান থাকে বলে এই রেখাকে বলে-
(i) বিষুবরেখা
(ii) অক্ষরেখা
(iii) মূল মধ্যরেখা
(iv) কর্কটক্রান্তিরেখা
উত্তর বিষুবরেখা
27. গ্রিনিচের সময় নির্ণয়কারী যন্ত্রের নাম-
(i) সেক্সট্যান্ট
(ii) ব্যারোমিটার
(iii) অ্যামিনোমিটার
(iv) ক্রনোমিটার।
উত্তর কুনোমিটার
28. 1° অন্তর উত্তর গোলার্ধে অক্ষরেখা টানা সম্ভব-
(i) ৪9টি
(ii) 90টি
(iii) 179টি
(iv) 360টি।
উত্তর: 90 টি
29. মহাবৃত্ত বলা হয়-
(i) নিরক্ষরেখা
(ii) কর্কটক্রান্তিরেখাকে
(iii) মকরক্রান্তিরেখাকে
(iv) মূল মধ্যরেখা
উত্তর নিরক্ষরেখা
30. পৃথিবীর কেন্দ্রে নিরক্ষীয় তল থেকে উত্তর ও দক্ষিণে যেকোনো বিন্দুর কৌণিক মানকে-
(i) দ্রাঘিমা
(ii) দ্রাঘিমাংশ
(iii) অক্ষাংশ
(iv) অক্ষরেখা বলে
উত্তর অক্ষাংশ
31. সুমেরু বৃত্তের অংশ হলো-
(i) 66°30' প.
(ii) 66° দ.
(iii) 66°30′ পূ.
(iv) 66°30' উ.।
উত্তর 66°30' উ.
32. যে রেখাটি পূর্ব-পশ্চিমে বিস্তৃত নয়, তা হলো-
(i) নিরক্ষরেখা
(ii) কর্কটসংক্রান্তি রেখা
(iii) মকরসংক্রান্তি রেখা
(iv) মূল মধ্যরেখা।
33. পৃথিবীর উপরের তাপবলয়গুলি চিহ্নিত করা হয়-
(i) অক্ষরেখা-দ্রাঘিমারেখা উভয়ের সাহায্যে
(ii) দ্রাঘিমারেখা
(iii) অক্ষরেখা
(iv) কর্কটরেখার সাহায্যে।
উত্তর অক্ষরেখার সাহায্যে
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
1. ST-এর পুরো কথাটি কী?
উত্তর ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম।
2. মূল মধ্যরেখা থেকে 1° অন্তর মোট দ্রাঘিমারেখার সংখ্যা কত?
উত্তর 359টি।
3. GMT-এর অর্থ কী?
উত্তর গ্রিনিচ মিন টাইম।
4. কোন দ্রাঘিমারেখার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়?
উত্তর 82°30′ পূর্ব দ্রাঘিমারেখা।
5. প্রাকৃতিক ঘড়ি কাকে বলে?
উত্তর সূর্যকে।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
1. নিরক্ষরেখাকে বিষুবরেখা বলে কেন?
উত্তর 'বিষুব' কথার অর্থ সমান। নিরক্ষরেখায় সারাবছর দিনরাত্রি সমান হয়। তাই একে বিষুবরেখা বলে।
2. নিরক্ষরেখা কাকে বলে?
উত্তর কল্পিত যে পূর্ণবৃত্তাকার রেখা পৃথিবীর মাঝ বরাবর পূর্ব-পশ্চিমে বিস্তৃত এবং যে রেখা পৃথিবীকে সমান দু'ভাগে (গোলার্ধে) ভাগ করেছে, তাকে নিরক্ষরেখা বলে। নিরক্ষরেখার মান ০°।
3. সৌর সময় ও সৌর ঘড়ি কী?
উত্তর
4. মূল মধ্যরেখা কাকে বলে?
উত্তর মেরু ও দক্ষিণ মেরুর সংযোজক যে অর্ধবৃত্তাকার কাল্পনিক রেখা লন্ডনের গ্রিনিচের উপর দিয়ে অঙ্কন করা হয়েছে তাকে মূল মধ্যরেখা বলে। মূল মধ্যরেখার দ্রাঘিমাংশ ০০।
5. স্থানীয় সময় কাকে বলে?
উত্তর
6. দ্রাঘিমা কাকে বলে?
উত্তর
7. অক্ষাংশ কাকে বলে?
উত্তর নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে বলে ঐ স্থানের অক্ষাংশ। নিরক্ষরেখার উত্তরের অক্ষাংশকে উত্তর অক্ষাংশ এবং দক্ষিণের অক্ষাংশকে দক্ষিণ অক্ষাংশ বলে।
8. কৌণিক দূরত্ব কাকে বলে?
উত্তর নিরক্ষরেখা বা মূল মধ্যরেখা ও কোনো স্থান পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণের মানকে বলে ওই স্থানের কৌণিক দূরত্ব।
9. প্রমাণ সময় কাকে বলে?
উত্তর পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত কোনো দেশের মধ্যভাগে যে দ্রাঘিমারেখার অবস্থান সেই দ্রাঘিমারেখার স্থানীয় সময়কে সারা দেশের সময় বলে মেনে নেওয়া হলে তাকে প্রমাণ সময় বলে।
10. অক্ষরেখা কাকে বলে?
উত্তর ভূপৃষ্ঠের একই অক্ষাংশে অবস্থিত স্থানগুলিকে কোনো কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে বলে অক্ষরেখা।
11. আন্তর্জাতিক তারিখরেখা কাকে বলে?
উত্তর 180° দ্রাঘিমারেখাকে মোটামুটি অনুসরণ করে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বিস্তৃত যে কাল্পনিক রেখা পূর্ব ও পশ্চিম গোলার্ধে তারিখ বিভাজনের কাজ করে, তাকে আন্তর্জাতিক তারিখরেখা বলে।
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
1. টীকা লেখো- ভারতীয় প্রমাণ সময়।
উত্তর
2. অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য লেখো।
উত্তর
3. টীকা লেখো- সময় অঞ্চল।
উত্তর
4. টীকা লেখো- প্রতিপাদ স্থান।
উত্তর
5. কায়রোতে (31° পূর্ব) যখন সকাল ৬টা তখন মেলবোর্নের (145° পূর্ব) স্থানীয় সময় কত?
উত্তর
6. আন্তর্জাতিক তারিখরেখা কেন শুধুমাত্র জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়েছে?
উত্তর
7. আন্তর্জাতিক তারিখরেখার গুরুত্ব লেখো।
উত্তর
8. টীকা লেখো- গ্রিনিচ সময়।
উত্তর
1. উত্তরহীন প্রশ্ন ও উত্তর সেখানে দেখা যাবে
2 বিনামূল্যে উত্তর পান থেকে এটি প্রয়োগ করুন