ভারতের সম্পদ
👉Paid Answer (For Membership User)
1. তাপ্তি নদীর ওপর জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে- (i) উকাই (ii) বরমূলা (iii) শিবসমুদ্রম (iv) মেওরু। উত্তর উকাই । 2. যেসমস্ত বস্তু মানুষের চাহিদা- (i) পূরণ করে না (ii) আংশিক পূরণ করে (iii) পূরণ করে (iv) কোনোটিই নয়-তাকে সম্পদ বলে। উত্তর পূরণ করে । 3. ভারতের সর্বপ্রধান খনিজ দ্রব্য হলো- (i) কয়লা (ii) খনিজ তেল (iii) অভ্র (iv) লোহ-আকরিক। উত্তর লোহ-আকরিক । 4. তামা যে প্রকার খনিজ, তা হলো- (i) অলোহা বর্গীয় (ii) লোহা সংকর (iii) অধাতব (iv) লোহা বর্গীয়। উত্তর অলোহা বর্গীয় । 5. গুজরাটের লাম্বায়- (i) বায়ুশক্তি (ii) সৌরশক্তি (iii) ভূতাপশক্তি (iv) পারমাণবিক বিদ্যুৎ শক্তি প্রকল্প আছে। উত্তর বায়ুশক্তি প্রকল্প আছে । 6. বোম্বে হাই কোন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট? (i) চলচ্চিত্র শিল্প (ii) কার্পাসবয়ন শিল্প (iii) পাট শিল্প (iv) খনিজ তেল। উত্তর খনিজ তেল । 7. ভারতের বেশিরভাগ কয়লা • (i) অ্যানথ্রাসাইট (ii) পিট (iii) লিগনাইট (iv) বিটুমিনাস জাতীয়। উত্তর পিট জাতীয় । 8. ভারতে সর্বাধিক সৌরশক্তি যে রাজ্য থেকে উৎপাদিত হয়, তা হলো- (i) হিমাচল প্রদেশ (ii) রাজস্থান (iii) গুজরাট (iv) পশ্চিমবঙ্গ। উত্তর গুজরাট 9. লৌহ-আকরিক উত্তোলনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো- (i) কর্ণাটক (ii) ঝাড়খন্ড (iii) ছত্তিশগড় (iv) ওড়িশা। উত্তর ওড়িশা 10. ভারতে উৎপন্ন একটি প্রধান ধাতব খনিজ হলো- (i) কয়লা (ii) আকরিক লৌহ (iii) অভ্র (iv) খনিজ তেল। উত্তর আকরিক লৌহ 11. পারমাণবিক শক্তি উৎপন্ন হয়- (i) ভ্যানাডিয়াম থেকে (ii) ইউরেনিয়াম থেকে (iii) মলিবডেনাম থেকে (iv) কোনোটিই নয়। উত্তর ইউরেনিয়াম থেকে 12. সবচেয়ে উৎকৃষ্ট কয়লা হলো- (i) বিটুমিনাস (ii) অ্যানথ্রাসাইট (iii) লিগনাইট (iv) পিট। উত্তর অ্যানথ্রাসাইট । 13. ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্রটি- (i) পুরীতে (ii) ভেকুসাওয়াড়ে (iii) মালাম্বায় (iv) জয়সলমিরে অবস্থিত। উত্তর ভেকুসাওয়াড়ে অবস্থিত । 14. "সম্পদ বলতে কোনো বস্তু বা পদার্থকে বোঝায় না”-একথা প্রথম বলেছিলেন (i) মিশেল (ii) বাওম্যান (iii) অ্যান্ডারসন (iv) জিমারম্যান। উত্তর জিমারম্যান । 15. শ্রমিকের কর্মদক্ষতা হলো (i) প্রাকৃতিক সম্পদ (ii) মানবিক সম্পদ (iii) সাংস্কৃতিক সম্পদ (iv) অজৈব সম্পদ। উত্তর মানবিক সম্পদ 16. একটি সর্বত্রলভ্য সম্পদের উদাহরণ হলো (i) সূর্যালোক (ii) কয়লা (iii)দস্তা (iv) ইউরেনিয়াম। উত্তর সূর্যালোক । 17. কটি সর্বব্যাপ্ত সম্পদ হলো- (i) বনভূমি (ii) জল (iii) কয়লা (iv) খনিজ তেল। উত্তর ও জল । 18. ভারতে তাপবিদ্যুৎ বেশি উৎপাদিত হয়- (i) পশ্চিম ভারতে (ii) দক্ষিণ ভারতে (iii) উত্তর ভারতে (iv) পূর্ব ভারতে। উত্তর পূর্ব ভারতে 19. সম্পদের প্রকৃতি হলো (i) গতিশীল (ii) স্থিতিশীল (iii) প্রতিবন্ধকতাহীন (iv) পরিবেশ বান্ধব। উত্তর গতিশীল । 20. একটি অলৌহ বর্গীয় খনিজের উদাহরণ হলো- (i) ম্যাগনেটাইট (ii) লিমোনাইট (iii) হেমাটাইট (iv) বক্সাইট। উত্তর বক্সাইট । 21. কয়লার উপজাত দ্রব্য হলো- (i) ডিজেল (ii) প্যারাফিন (iii) আলকাতরা (iv) কোনোটিই নয়। উত্তর আলকাতরা 22. ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রটি হলো- (i) ভাকরা-নাঙ্গাল (ii) রিহান্দ (iii) হিরাকুঁদ (iv) ম্যাসাঞ্চোর। উত্তর ভাকরা-নাঙ্গাল । 23. ভারতের ভূতাপীয় শক্তিকেন্দ্রের একটি সম্ভাবনাময় অঞ্চল হলো- (i) চেন্নাই (ii) যদুগোড়া (iii) তালচের (iv) মণিকরণ। উত্তর মণিকরণ 24. NTPC কর্তৃক স্থাপিত প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্রটি হলো- (i) সিংগ্রাউলি (ii) ফারাক্কা (iii) রিহান্দ (iv) চন্দ্রপুরা । উত্তর সিংগ্রাউলি । 25. সম্পদ বলতে বোঝায়- (i) প্রকৃতির সকল উপাদান (ii) পদার্থের কার্যকারিতা (iii) নিরপেক্ষ উপাদান (iv) শুধুমাত্র মনুষ্যসৃষ্ট উপাদান। উত্তর পদার্থের কার্যকারিতা । 26. মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মূল ভিত্তি হলো- (i) ঐশ্বর্য (ii) জমি (iii) সম্পদ (iv) টাকাপয়সা। উত্তর সম্পদ । 27. মাছ যে প্রকার সম্পদ, তা হলো- (i) গচ্ছিত (ii) অদ্বিতীয় সম্পদ (iii) পুনর্ভব (iv)অপুনর্ভব। উত্তর পুনর্ভব । 29. ভারতের প্রাচীনতম কয়লাখনিটি হলো- (i) ঝরিয়া (ii) রানিগঞ্জ (iii) গিরিডি (iv)কোরবা। উত্তর রানিগঞ্জ । 30. বর্তমানে ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রটি হলো – (i) কোরবা (ii) ফারাক্কা (iii) মুদ্রা (iv) তালচের। উত্তর মুদ্রা । 31. তারাপুরে – (i) তাপবিদ্যুৎ (ii) সৌরবিদ্যুৎ (iii) জলবিদ্যুৎ (iv) পারমাণবিক বিদ্যুৎ উৎপন্ন হয়। উত্তর পারমাণবিক বিদ্যুৎ উৎপন্ন হয় । 32. ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলক কেন্দ্রটি হলো- (i) আঙ্কলেশ্বর (ii) ডিগবয় (iii) বম্বে হাই মুম্বাই হাই (iv) K-G বেসিন। উত্তর বম্বে হাই বা মুম্বাই হাই । 33. একটি ভূতাপশক্তি কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে পশ্চিমবঙ্গের- (i) তাতাপানিতে (ii) বদ্রীনাথে (iii) মণিকরণে (iv) বক্রেশ্বরে। উত্তর বক্রেশ্বরে । 34. খনিজ তেল পাওয়া যায়- (i) অধোভঙ্গে (ii) স্তূপ পর্বতে (iii) ভাঁজের ঊর্ধ্বভঙ্গে (iv) যেকোনো স্থানে। উত্তর ভাঁজের ঊর্ধ্বভঙ্গে 35. সর্বোৎকৃষ্ট লৌহ-আকরিক হলো- (i) হেমাটাইট (ii) লিমোনাইট (iii) সিডেরাইট (iv) ম্যাগনেটাইট। উত্তর ম্যাগনেটাইট । 36. বক্সাইট একটি- (i) ধাতব খনিজ (ii) জ্বালানি খনিজ (iii) জৈব খনিজ (iv) অধাতব খনিজ। উত্তর ধাতব খনিজ 37. বর্তমানে ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি হলো- (i) ভাকরা (ii) নাপথা ঝাকরি (iii) কয়না (iv) তেহরি। উত্তর তেহরি 38. ভারতের প্রাচীনতম ও বৃহত্তম পারমাণবিক শক্তিকেন্দ্রটি হলো- (i) কুড়ানকুলাম (ii) কালপক্কম (iii) তারাপুর (iv) নারোরা। উত্তর তারাপুর 39. মহারাষ্ট্রের একটি পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র হলো- (i) থানে (ii) তারাপুর (iii) টুম্বে (iv) পুণে। উত্তর তারাপুর । 40. নিম্নমানের আকরিকটি হলো- (i) ম্যাগনেটাইট (ii) লিমোনাইট (iii) হেমাটাইট (iv) সিডেরাইট। উত্তর সিডেরাইট । 41. বর্তমান গতিশীল জীবনযাত্রা যে খনিজ সম্পদের ওপর সবচেয়ে নির্ভরশীল সেটি হলো- (i) কয়লা (ii) সোনা (iii) খনিজ তেল (iv) লোহা। উত্তর খনিজ তেল । 42. জ্বালানি ও খনিজ সম্পদ রূপে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়- (i) কয়লা (ii) স্বাভাবিক গ্যাস (iii) জৈব গ্যাস (iv) খনিজ তেল। উত্তর কয়লা 43. ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলক রাজ্য হলো- (i) গুজরাট (ii) অসম (iii) তামিলনাড়ু (iv) মহারাষ্ট্র । উত্তর মহারাষ্ট্র । 44. তরল বা কালো সোনা বলা হয় যে খনিজকে, তা হলো- কয়লা (i) লোহা (ii) আকরিক (iii) প্রাকৃতিক গ্যাস (iv) খনিজ তেল। উত্তর খনিজ তেল 45. রান্না করা হয়- (i) সৌর জলাশয় (ii) সৌর পাতক (iii) সৌরনির্দেশক (iv) সৌরপাচক-এর সাহায্যে। উত্তর সৌরপাচক-এর সাহায্যে
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
1. ওড়িশা রাজ্যের সর্বশ্রেষ্ঠ কয়লাখনি অঞ্চলটির নাম-
উত্তর তালচের
2. সবচেয়ে উৎকৃষ্টমানের কয়লা কাকে বলে?
উত্তর অ্যানথ্রাসাইট
3. ভারতের বৃহত্তম সোলার পার্কটির নাম কী?
উত্তর চরণকা সোলার পার্ক (গুজরাট) ।
4. ভারতে ইউরেনিয়াম মূলত কোন স্থান থেকে পাওয়া যায়?
উত্তর ঝাড়খণ্ডের যদুগোড়া ।
5. ONGC-এর পুরো কথাটি কী?
উত্তর অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন ।
6. পশ্চিমবঙ্গের কোথায় ভূতাপীয় শক্তি উৎপাদনের সম্ভাবনা আছে?
উত্তর বক্রেশ্বর (বীরভূম) ।
7. ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্রটির নাম কী?
উত্তর উত্তরাখণ্ডের তেহরি ।
8. কয়লার উপজাত দ্রব্যগুলি কী?
উত্তর: কয়লা থেকে অঙ্গারীকরণ ও উদ্যানীভবন প্রক্রিয়ায় বিভিন্ন উপজাত দ্রব্য পাওয়া যায়। এগুলি কয়লার উপজাত দ্রব্য। যথা- আলকাতরা, ন্যাপথলিন, স্যাকারিন, অ্যামোনিয়া প্রভৃতি।
9. ভারতের চারটি প্রধান তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো।
উত্তর: ভারতের চারটি প্রধান তাপবিদ্যুৎ কেন্দ্র হলো- গুজরাটের মুদ্রা, • মধ্যপ্রদেশের বিন্ধ্যাচল, তেলেঙ্গানার রামাগুন্ডাম ও ওড়িশার তালচের।
10. অবরুদ্ধ প্রবহমাণ সম্পদ কাকে বলে?
উত্তর: কোনো কোনো প্রবহমাণ বা পুনর্ভব সম্পদ ব্যবহার করায় দ্রুত কমে যায় এমনকী অবলুপ্তিও ঘটতে পারে। ফলে প্রবহমাণ সম্পদ গচ্ছিত সম্পদে পরিণত হয়। জিমারম্যান এই ধরনের সম্পদকে অবরুদ্ধ প্রবহমাণ সম্পদ বলেছেন। যেমন- ধ্বংসপ্রায় বনাঞ্চল, অত্যধিক সামুদ্রিক মাছ সংগ্রহ ইত্যাদি।
11. সামাজিক সম্পদ কাকে বলে?
উত্তর: সমাজের সবার মঙ্গলের জন্য যে সম্পদ সৃষ্টি করা হয় তাকে সামাজিক সম্পদ বলে। যথা- বিদ্যালয়, গ্রন্থাগার, হাসপাতাল, খেলার মাঠ প্রভৃতি।
12. আবর্তনশীল গচ্ছিত সম্পদ বলতে কী বোঝো?
উত্তর: কোনো কোনো গচ্ছিত সম্পদ সময়ের সঙ্গে সঙ্গে কমে গেলেও উন্নত প্রযুক্তি ব্যবহার করে আবার তাদের পরিমাণ বাড়ানো যায় বা স্থির রাখা যায়। এই ধরনের সম্পদকে বলে আবর্তনশীল গচ্ছিত সম্পদ। যেমন-বাতিল লোহা থেকে স্পঞ্জ লোহা।
13. খনিজ তেলের উপজাত দ্রব্যগুলি কী?
উত্তর: খনিজ তেলের উপজাত দ্রব্যগুলি হলো-(ক) পপিয়েথিলেন, (খ) প্যারাফিন, (গ) অকটেন, (ঘ) ভেসলিন, (ঙ) ন্যাপথা, (চ) অ্যাসফাল্ট, (ছ) প্রোপেন (জ) প্রোপাইলিন, (ঝ) ইথিলিন, (ঞ) বেনজল, (ট) পলিস্টিরিন ইত্যাদি।
14. ব্যক্তিগত সম্পদ কাকে বলে?
উত্তর: ব্যক্তিমানুষের মালিকানাধীন কোনো সম্পদকে ব্যক্তিগত সম্পদ বলে। যেমন- নিজের বাড়ি, জমি, গাড়ি ইত্যাদি।
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর 1. সম্পদ কাকে বলে? অথবা, সম্পদের সংজ্ঞা নির্ধারণ করো। উত্তর: 2. অপুনর্ভব সম্পদ কাকে বলে? অথবা, অপূরণশীল সম্পদ কী? উত্তর: 3. প্রবহমাণ সম্পদ কাকে বলে? উত্তর: 4. পুনর্ভব সম্পদ বলতে কী বোঝো? অথবা, পূরণশীল সম্পদ কী? উত্তর: 5 ভারতের চারটি প্রধান জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। উত্তর: ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর 1. আকরিক লোহার শ্রেণিবিভাগ করো। উত্তর: 2. কয়লার গুরুত্ব ও ব্যবহারগুলি লেখো। উত্তর: 3. আকরিক লোহার গুরুত্ব ও ব্যবহার উল্লেখ করো। উত্তর: 4. বায়ুশক্তি ব্যবহারের সুবিধাগুলি কী? উত্তর: 5. খনিজ তেলের গুরুত্ব ও ব্যবহার উল্লেখ করো। উত্তর: 6. ভারতে জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের অনুকূল অবস্থা বর্ণনা করো। উত্তর: 7. বর্তমানে অচিরাচরিত শক্তি উৎপাদনে গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? উত্তর: 8. জলবিদ্যুৎ শক্তির সুবিধাগুলি কী? উত্তর: 9. পারমাণবিক শক্তির সুবিধা ও অসুবিধাগুলি কী? উত্তর: 10. বায়ুশক্তির ব্যবহারগুলি কী? উত্তর: 11. পূর্ব ভারতে তাপবিদ্যুৎ শক্তিকেন্দ্রের আধিক্যের কারণ কী? উত্তর: 12. জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের অসুবিধাগুলি কী? উত্তর: 13. ভারতে সৌরশক্তির উৎপাদন সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তর: 14. সৌরশক্তির ব্যবহারগুলি লেখো। উত্তর: 15. ভারতে পারমাণবিক শক্তির প্রধান ব্যবহারগুলি উল্লেখ করো। উত্তর: 16. ভূতাপীয় শক্তি ব্যবহারের সুবিধাগুলি কী? উত্তর: 17. ভারতের জলবিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের নাম লেখো। উত্তর: 18. ভূতা পীয় শক্তির ব্যবহারগুলি উল্লেখ করো। উত্তর: