দুর্যোগ ও বিপর্যয়
👉Paid Answer (For Membership User)
1. একটি বায়ুমণ্ডলীয় বিপর্যয় হলো-
(i) অগ্ন্যুৎপাত
(ii) ভূমিকম্প
(iii) ভূমিধস
(iv)ঘূর্ণিঝড়।
উত্তর: ঘূর্ণিঝড়
2. একটি ভূতাত্ত্বিক বিপর্যয় হলো -
(i) দাবানল
(ii) বন্যা
(iii) ভূমিকম্প
(iv) খরা।
উত্তর: ভূমিকম্প
3. বন্যা নিয়ন্ত্রণের অন্যতম উপায় হলো-
(i) পশুচারণ নিয়ন্ত্রণ করা
(ii) শুষ্ক কৃষি প্রবর্তন করা
(iii) বনসৃজন করা
(iv) গভীর কূপ খনন করা।
উত্তর: বনসৃজন করা
4. সুনামি কথাটির অর্থ-
(i) ভূমিকম্প
(ii) অগ্ন্যুৎপাত
(iii) বন্দরে শক্তিশালী ঢেউ
(iv)ভূমিক্ষয়।
উত্তর: বন্দরে শক্তিশালী ঢেউ ।
5. কোনো প্রাকৃতিক কারণে মানুষের জীবন ও সম্পত্তি হানি ঘটলে তাকে-
(i) দুর্ঘটনা
(ii) ঘটনা
(iii) বিপদ
(iv)বিপর্যয় বলে।
উত্তর: বিপর্যয় বলে
6. বায়ুমণ্ডলের বিপর্যয়কে নির্দেশ করে-
(i) ধস
(ii) বন্যা
(iii) ভূমিক্ষয়
(iv)সুনামি।
উত্তর: বন্যা
7. প্রদত্ত যে ঘটনা প্রাকৃতিক বিপর্যয় বলে গণ্য নয়-
(i) গ্যাস দুর্ঘটনা
(ii) বন্যা
(iii) সুনামি
(iv)ধস।
উত্তর: গ্যাস দুর্ঘটনা ।
8. বাঁকুড়া-পুরুলিয়া অঞ্চলের প্রধান দুর্যোগ হলো -
(i) গ্যাস দুর্ঘটনা বন্যা
(ii) খরা
(iii) ধস
(iv)ভূমিকম্প
উত্তর: খরা ।
9. সুনামি সৃষ্টির মূল কারণ সমুদ্র তলদেশে-
(i) ভূমিকম্প
(ii) আণবিক বোমা বিস্ফোরণ
(iii) মহাজাগতিক ধূমকেতুর পতন
(iv)অগ্ন্যুৎপাত।
উত্তর: ভূমিকম্প
10. খরার একটি প্রধান প্রভাব হলো-
(i) জলসংকট
(ii) প্রাণহানি
(iii) বাস্তুতন্ত্রের বিলুপ্তি
(iv)উয়তা বৃদ্ধি।
উত্তর: জলসংকট
11. সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয় হলো-
(i) ঘূর্ণিঝড়
(ii) ধস
(iii) ভূমিক্ষয়
(iv) ভূমিকম্প।
উত্তর: ভূমিকম্প
12. একটি সামুদ্রিক এবং উপকূলীয় বিপর্যয় হলো-
(i) ধস
(ii) বন্যা
(iii) খরা
(iii) সুনামি।
উত্তর: সুনামি ।
13. যে পরিবেশ বিপর্যয় মনুষ্যসৃষ্ট নয়, তা হলো-
(i) সুনামি
(ii) পারমাণবিক বিপর্যয়
(iii) গ্যাস দুর্ঘটনা
(iv)তেজস্ক্রিয় দুর্ঘটনা।
উত্তর: সুনামি
14. হিমালয় অঞ্চলে যে বিপর্যয় অধিক ঘটে, তা হলো-
(i) ভূমিকম্প
(ii) খরা
(iii) বন্যা
(iv)অগ্ন্যুৎপাত।
উত্তর: ভূমিকম্প
15. হিমালয় অঞ্চলের প্রধান দুর্যোগ যেটি -
(i) বন্যা
(ii) ধস
(iii) দাবানল
(iv) সুনামি।
উত্তর: ধস
16. ভূমিকম্পের দেশ বলা হয় যে দেশকে, সেটি হলো-
(i) ইতালি
(ii) জাপান
(iii) ভারত
(iv) চিন।
উত্তর: জাপান ।
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
1. পর্বতারোহীরা ধস ছাড়াও যে ভূমিঢালজনিত দুর্যোগের সম্মুখীন হন।
উত্তর: হিমানী সম্প্রপাত।
2. মেঘ ভাঙা বৃষ্টির ফলে কোন বানের সৃষ্টি হয়? জলপাইগুড়ি জেলার প্রধান দুর্যোগ কী?
উত্তর: হড়পা বান। বন্যা।
3. পশ্চিমবঙ্গের পার্বত্য এলাকার প্রধান ভূতাত্ত্বিক দুর্যোগ কী?
উত্তর: ভূমিকম্প
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
1. বিপর্যয়ের বৈশিষ্ট্য কী কী?
উত্তর: বৃহৎ এলাকা জুড়ে ক্ষতিকর প্রভাব ছড়ানো দুর্যোগকে বলে বিপর্যয় • বিপর্যয়ে বহু মানুষের জীবন যায়, প্রভৃত সম্পত্তি নষ্ট হয় উদ্ভিদ, প্রাণী ও জীবজগতের ব্যাপক ক্ষতি হয় বিপর্যয়ের ক্ষতিকর প্রভাব বহুদিন বজায় থাকে বিপর্যয় হঠাৎ বা দ্রুত ঘটতে পারে।
2. প্রাকৃতিক ও মানবিক যৌথ দুর্যোগ কী?
উত্তর: প্রাকৃতিক কারণে সৃষ্টি হলেও মানুষের অবিবেচনায় যে দুর্যোগের ব্যাপকতা বাড়ে, তাকে প্রাকৃতিক ও মানবিক যৌথ দুর্যোগ বলে। যেমন- ধস, বন্যা, জল দাঁড়িয়ে যাওয়া, দাবানল প্রভৃতি।
3. বিপর্যয় কাকে বলে?
উত্তর: বড়ো মাপের দুর্যোগ যার প্রভাব ও ক্ষয়ক্ষতি বিপুল-এমন সাংঘাতিক বিপজ্জনক ঘটনাকে বিপর্যয় বলা হয়। দুর্যোগের পরে বিপর্যস্ত হয়ে পড়ে মানুষ, জীবকুল। বিপর্যয়ে মানুষ, উদ্ভিদ, প্রাণীকুলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিপর্যয়কে ইংরেজিতে বলা হয় ডিজাস্টার। যেমন- তীব্র মাত্রার ভূমিকম্প, ব্যাপক বন্যা।
4. ধস বলতে কী বোঝো?
উত্তর: ধস বলতে পাহাড়, পর্বত, মালভূমির খাড়া ঢাল বরাবর পৃথিবীর মাধ্যাকর্ষণের টানে শিলাচূর্ণ, মাটির স্তূপ হঠাৎ-ই খসে পড়ার মতো ঘটনাকে বোঝায়। ধস ভূতাত্ত্বিক প্রাকৃতিক দুর্যোগ। 1980 সালে দার্জিলিঙে বড়ো আকারের ধসে বিপর্যয় সৃষ্টি হয়েছিল।
5. দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড়ের আধিক্য দেখা যায় কেন?
উত্তর:
6. খরা কাকে বলে?
উত্তর: সাধারণ অর্থে বৃষ্টিপাতের অভাব, তীব্র শুষ্ক অবস্থা ও প্রচণ্ড জলাভাবকে খরা বলে। বিশেষ অর্থে খরা হলো কোনো একটি অঞ্চলে বছরে গড়ে 100 সেমির কম বৃষ্টিপাত এবং মোট কৃষিজমির 20 শতাংশেরও কম অংশে জলসেচের সুযোগ থাকলে যে অবস্থা হয় তা-ই। তীব্রতার ভিত্তিতে খরা দু'প্রকার। যথা-চরম খরা ও মধ্যম খরা।
7. ঘূর্ণিঝড় কাকে বলে?
উত্তর: ক্রান্তীয় ও নাতিশীতোয় অঞ্চলে নিম্নচাপ কক্ষকে বেষ্টন করে পাক খেতে খেতে কেন্দ্রমুখী ও ঊর্ধ্বগামী দ্রুতগতিসম্পন্ন যে উয় বায়ু প্রবাহিত হয় তাকে ঘূর্ণিঝড় বলে। ঘূণিঝড় অতি শক্তিশালী ও বিধ্বংসী বায়ুমণ্ডলীয় বির্যয়।
8. সুনামি বলতে কী বোঝায়?
উত্তর: ভূমিকম্পের ফলে উদ্ভূত খুব শক্তিশালী সামুদ্রিক ঢেউ হলো সুনামি। এটি একটি ভূতাত্ত্বিক শ্রেণির প্রাকৃতিক দুর্যোগ। জাপানি সুনামি (Tsunami) শব্দের অর্থ বন্দরে ঢেউ। 'সু' (Tsu) বাংলা তর্জমায় বন্দর এবং 'নামি' (Nami) মানে ঢেউ। সুনামির জেরে বিপর্যয় নেমে আসে। প্রসঙ্গত, 2004 সালে ভারত মহাসাগরে উদ্ভূত সুনামি বিপর্যয় ডেকে এনেছিল বৃহৎ এলাকায়।
9. মানবিক দুর্যোগ বলতে কী বোঝো?
উত্তর: চিত্রার মানুষের নেতিবাচক কাজের ফলে সৃষ্ট দুর্যোগকে মানবিক দুর্যোগ বলে। যেমন- দাঙ্গা, লুঠতরাজ, যুদ্ধ, সড়ক দুর্ঘটনা প্রভৃতি।
10. দুর্যোগ কী?
উত্তর: দুর্যোগ হলো একটি আকস্মিক, ক্ষতিকর ও ছোটো মাপের বিপজ্জনক পরিস্থিতি। প্রকৃতি ও মানুষের ভূমিকায় দুর্যোগ ঘটে। দুর্যোগকে ইংরেজিতে হ্যাজার্ড বলা হয়। যেমন- বন্যা, ধস, খরা প্রভৃতি।
11. বিপর্যয় ব্যবস্থাপনা কাকে বলে?
উত্তর:
12. দুর্যোগের বৈশিষ্ট্য কী কী?
উত্তর: বহু মানুষের মৃত্যু হয় সম্পত্তি বিনষ্ট হয় উদ্ভিদ, প্রাণী ও জীবজগতের ব্যাপক ক্ষতি হয় স্বল্প পরিসরে দুর্যোগ হয় কিছুদিন বা খুব অল্প সময়ে এর প্রভাব সু কাটিয়ে ওঠা যায় দুর্যোগ ধীরে বা দ্রুত ঘটতে পারে। উদাহরণ-বন্যা, ধস, দাবানল, প্রভৃতি।
13. ভূমিকম্প কাকে বলে?
উত্তর: ভূমিকম্প বলতে প্রাকৃতিক কারণে সৃষ্ট শক্তিশালী কম্পনকে বোঝায়। এটি ভূতাত্ত্বিক প্রাকৃতিক দুর্যোগ। ভূমিকম্প অনেকসময় বিপর্যয় ডেকে আনে।
যেমন-2015 সালে নেপালের ভূমিকম্পে হাজার হাজার মানুষের মৃত্যু ও প্রকৃতি-পরিবেশের ব্যাপক ক্ষতি হয়।
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
1. পশ্চিমবঙ্গে দুর্যোগ ও বিপর্যয়ের প্রকৃতি আলোচনা করো।
উত্তর:
2. তুষারঝড়ের কারণ ও ফলাফল আলোচনা করো।
উত্তর:
3. ধসের কারণ ও ফলাফল বর্ণনা করো।
উত্তর:
4. ভূমিকম্পের ফলাফল কীরকম?
উত্তর:
5. সুনামি সৃষ্টির কারণ বর্ণনা করো।
উত্তর:
6. দাবানলের কারণ ও ফলাফল বর্ণনা করো।
উত্তর:
7. বন্যার কারণ কী?
উত্তর:
8. বন্যা নিয়ন্ত্রণের উপায় কী?
উত্তর:
9. খরার ফলাফল কী?
উত্তর:
10. অগ্ন্যুৎপাতের কারণ ও ফলাফল বর্ণনা করো।
উত্তর:
11. ভূমিকম্পের কারণ কী?
উত্তর:
12. দুর্যোগ ও বিপর্যয়ের তুলনা করো।
উত্তর:
13. সুনামির ফলাফল বর্ণনা করো।
উত্তর:
উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন
Paid Answer Link (Membership User)
1. উত্তরহীন প্রশ্ন ও উত্তর সেখানে দেখা যাবে
2 বিনামূল্যে উত্তর পান থেকে এটি প্রয়োগ করুন