আবহবিকার


👉Paid Answer (For Membership User)

MCQ প্রশ্নোত্তর                                                                  মান 1

সঠিক উত্তরটি নির্বাচন করো।

1. প্রাকৃতিক প্রক্রিয়াগুলির মধ্যে সবচেয়ে প্রথম ঘটে যে প্রক্রিয়া তা হলো- 

(i) পুঞ্জিত ক্ষয় 

(ii) আবহবিকার

(iii) ক্ষয়ীভবন

(iv) নগ্নীভবন।

উত্তর: আবহবিকার 


2. রাসায়নিক আবহবিকার কার্যকর হয়-

(i) নিরক্ষীয় উষ্ন ও আর্দ্র

(ii) মেরু 

(iii) মরু 

(iv) নাতিষীতোয় জলবায়ু অঞ্চলে।

উত্তর: নিরক্ষীয় উয় ও আর্দ্র জলবায়ু অঞ্চলে


3. লোহাযুক্ত শিলায় অক্সিজেনের রাসায়নিক আবহবিকার হলো- 

(i) অঙ্গারযোজন 

(ii) দ্রবণ

(iii) জারণ 

(iv) বিজারণ।

উত্তর: জারণ


4. সমসত্ত্ব শিলায় যে আবহবিকার ঘটে, তা হলো-

(i) ক্ষুদ্রকণা বিশরণ 

(ii) শল্কমোচন 

(iii) প্রস্তর চাঁই বিচ্ছিন্নকরণ

(iv) তুহিন খন্ডীকরণ।

উত্তর: শব্দঙ্কমোচন


5. গন্ডশিলার বিদারণ প্রক্রিয়া হলো – 

(i) রাসায়নিক

(ii) জৈবিক

(iii) জৈব যান্ত্রিক 

(iv) যান্ত্রিক।

উত্তর:  যান্ত্রিক


6. আবহবিকারের সঙ্গে অপসারণ যুক্ত হলে তাকে বলা হয়- 

(i) পুঞ্জিত ক্ষয়

(ii) নগ্নীভবন

(iii) বিচূর্ণীভবন

(iv) ক্ষয়ীভবন।

উত্তর: ক্ষয়ীভবন


7. মাটি ক্ষয়ের প্রথমে সৃষ্টি হয়-

(i) ওয়াদি

(ii) রিল

(iii) গালি

(iv) রেভাইন।

উত্তর: গালি


8. যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠস্থ চূর্ণবিচূর্ণ শিলাসমূহ অপসারিত হয় তাকে বলা হয়- 

(i) ক্ষয়ীভবন 

(ii) আবহবিকার

(iii) নগ্নীভবন 

(iv) বিচূর্ণীভবন।

উত্তর: নগ্নীভবন


9. লোহায় মরিচা পড়ে –

(i) হাইড্রেশন

(ii) কার্বনেশন

(iii) হাইড্রোলাইসিস 

(iv) অক্সিডেশন প্রক্রিয়ায়।

উত্তর: অক্সিডেশন প্রক্রিয়ায়


10. যান্ত্রিক আবহবিকার সর্বাধিক কার্যকর হয়-

(i) মরু

(ii) মৌসুমি

(iii) নিরক্ষীয়

(iv) মেরু জলবায়ু অঞ্চলে।

উত্তর: মরু জলবায়ু অঞ্চলে


11. পর্বতের পাদদেশে কোণাকৃতিতে সঞ্চিত প্রস্তরখণ্ডকে – 

(i) আগামুখ 

(ii) ব্লকস্পেড

(iii) ট্যালাস 

(iv) ফেলসেনমার বলা হয়।

উত্তর: ট্যালাস বলা হয়


12. রাসায়নিক আবহবিকার হলো —

(i) শিলার ভাঙন

(ii) শিলার বিয়োজন

(iii) শিলার স্থানান্তরণ

(iv) শিলার চাপের পরিবর্তন।

উত্তর: শিলার বিয়োজন


13. ট্যালাস বা স্ত্রি অধ্যুষিত অঞ্চলকে বলে-

(i) লোয়েস

(ii) বাস্কেট অব এপ্স 

(iii) চাঙর ভাঙন

(iv) ফেলসেনমার বলে।

উত্তর: চাঙর ভাঙন


14. এক্সফোলিয়েশন হতে দেখা যায়-

(i) নিস 

(ii) ব্যাসল্ট 

(iii) গ্রানাইট 

(iv) কংগ্লোমারেট শিলায়।

উত্তর: গ্রানাইট শিলায়


15. মাটি ক্ষয় প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পন্থা হলো- 

(i)  ঝুমচাষ

(ii) বৃক্ষচ্ছেদন

(iii) পশুচারণ

(iv) মালচিং।

উত্তর: মালচিং


16. মাটি সৃষ্টির প্রথম পর্যায়ে যে প্রক্রিয়া ঘটে, তা হলো- 

(i) জৈবকরণ 

(ii) এলুভিয়েশ

(iii) আবহবিকার

(iv) খনিজীকরণ।

উত্তর: আবহবিকার 


17. যান্ত্রিক আবহবিকার মূলত দেখা যায়- 

(i) মরু অঞ্চলে

(ii) আর্দ্র-উয় অরণ্য অঞ্চলে 

(iii) তৃণভূমি অঞ্চলে

(iv) নাতিশীতোয় অঞ্চলে।

উত্তর: মরু অঞ্চলে


18. পিঁয়াজের খোসার ন্যায় শিলাস্তর খুলে যায়-

(i) ক্ষুদ্রকণা বিশরণ

(ii) শল্কমোচন 

(iii) প্রস্তর চাঁই বিচ্ছিন্নকরণ

(iv) বোল্ডার ভাঙন প্রক্রিয়ার মাধ্যমে।

উত্তর:  শল্কমোচন প্রক্রিয়ার মাধ্যমে


19. যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের ক্ষয় হয়-

(i) আবহবিকার

(ii) বাষ্পীভবন

(iii) নগ্নীভবন

(iv) ঘনীভবন।

উত্তর: নগ্নীভবন


20. ল্যাটেরাইট মৃত্তিকা যে পদ্ধতিতে সৃষ্টি হয় -

(i) জারণ 

(ii) বিজারণ

(iii) জলযোজন

(iv) অঙ্গারযোজন।

উত্তর: জারণ 


21. ইঁদুর, খরগোশ কোন প্রকার আবহবিকার ঘটায়?

(i) যান্ত্রিক আবহবিকার

(ii) রাসায়নিক আবহবিকার

(iii)  জৈব আবহবিকার

(iv) জারণ আবহবিকার।

উত্তর: জৈব আবহবিকার


22. জোয়ার-ভাটার প্রভাবে শিলাস্তর আর্দ্র ও শুষ্ক হয়ে ফেটে গেলে তাকে-

(i) প্রস্তর চাঁই বিচ্ছিন্নকরণ

(ii) ক্ষুদ্রকণা বিশরণ

(iii) কোলয়েড উৎপাটন

(iv) কলীকরণ।

উত্তর: কোলয়েড উৎপাটন


23. মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায়ে সৃষ্টি হয়-

(i) চারনোজেম

(ii) রেগোলিথ

(iii) বক্সাইট

(iv) সিরোজেম।

উত্তর:  রেগোলিথ


24. বিষমসত্ত্ব শিলায় যে প্রকার আবহবিকার অধিক দেখা যায় তা হলো-

(i) ক্ষুদ্রকণা বিশরণ

(ii) পিন্ড বিশরণ

(iii) তুষারের কেলাস গঠন 

(iv) শল্কমোচন।

উত্তর: ক্ষুদ্রকণা বিশরণ


অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

1. কোন প্রকার শিলায় শল্কমোচন ঘটে?

উত্তর: গ্র্যানাইট।


2. আবহবিকার ও আবহবিকারজাত পদার্থগুলির অপসারণকে কী বলে?

উত্তর: ক্ষয়ীভবন।


3. আবহবিকার ও ক্ষয়ীভবনকে একত্রে কী বলে?

উত্তর: নগ্নীভবন।


সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

1.  আবহবিকার কাকে বলে?

উত্তর:  বায়ুর চাপ, বায়ুর প্রবাহ, বায়ুর উয়তা, বায়ুর আর্দ্রতা প্রভৃতি আবহাওয়ার উপাদানের প্রভাবে বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়ায় এবং রাসায়নিক বিক্রিয়ায় যদি শিলাসমূহ ভেঙে চূর্ণবিচূর্ণ হয় এবং একই স্থানে অবস্থান করে তবে তাকে আবহবিকার বলা হয়।


2. যান্ত্রিক আবহবিকার কাকে বলে?

উত্তর: বায়ুর উয়তার তারতম্য, শিলাস্তরে চাপের পার্থক্য, শুষ্কতার পার্থক্য ইত্যাদি প্রাকৃতিক শক্তির ঘাত-প্রতিঘাতে যদি যান্ত্রিক প্রক্রিয়ায় শিলার আবহবিকার ঘটে, তবে তাকে যান্ত্রিক আবহবিকার বলে। যান্ত্রিক আবহবিকারকে ভৌত আবহবিকারও বলা হয়।


3.  নগ্নীভবন কাকে বলে?

উত্তর: আবহবিকার, ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত প্রভাবে শিলাস্তরের উপরিভাগ বিচ্ছিন্ন, অপসারিত হলে অভ্যন্তরভাগ অনেকসময় উন্মুক্ত হয়ে পড়ে। এভাবে শিলাস্তরের অভ্যন্তরভাগের উন্মুক্ত হওয়াকে বলে নগ্নীভবন।


4.  আবহবিকারকে বিচূর্ণীভবন বলে কেন?

উত্তর:


5. ক্ষয়ীভবন কাকে বলে?

উত্তর: আবহাওয়ার বিভিন্ন উপাদানের প্রভাবে এবং বিভিন্ন প্রাকৃতিক শক্তির ঘাত-প্রতিঘাতে শিলাস্তর চূর্ণবিচূর্ণ হয়ে অপসারিত হলে তাকে বলা হয় ক্ষয়ীভবন। প্রকৃতপক্ষে ক্ষয়ীভবন শিলাস্তরের ভাঙন, বিয়োজন ও স্থানান্তরের সম্মিলিত অবস্থা।


6.  বিভিন্ন প্রকার জৈবিক আবহবিকারের বর্ণনা দাও।

উত্তর:


7. আবহবিকারের ফলে মৃত্তিকার কীভাবে উৎপত্তি ঘটে?


 উত্তর:



ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর

1. যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলির বিবরণ দাও।

উত্তর:


2.  বিভিন্ন প্রকার রাসায়নিক আবহবিকারের সংক্ষিপ্ত বিবরণ দাও।

উত্তর:


3.  আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য উল্লেখ করো।

 উত্তর:





উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন





1. উত্তরহীন প্রশ্ন ও উত্তর সেখানে দেখা যাবে

2 বিনামূল্যে উত্তর পান থেকে এটি প্রয়োগ করুন 

3. এটি পণ্য কোড (Product Code) ব্যবহার করুন :  DAM000060