পশ্চিমবঙ্গ
সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. পোড়ামাটি ও টেরাকোটার জন্য বিখ্যাত জেলা হলো- (i) বর্ধমান (ii) বাঁকুড়া (iii) বর্ধমান (iv) পুরুলিয়া। উত্তর: বাঁকুড়া । 2. পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় হয়- (i) শরৎকালে (ii) বসন্তকালে (iii) বর্ধমান (iv) পুরুলিয়া। উত্তর: গ্রীষ্মকালে। 3. পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ হলো- (i) ঋষিলা (ii) ফালুট (iii) গোর্গাবুরু (iv) সান্দাকফু। উত্তর: সান্দাকফু। 4. পশ্চিমবঙ্গে জলবায়ু হলো – (i) উষ্ন ও আর্দ্র ক্রান্তীয় (ii) শুস্ক ও শীতল (iii) নাতীশোতোষ্ন (iv) কোনোটিই নয় উত্তর: উষ্ন ও আর্দ্র ক্রান্তীয় 5. পশ্চিমবঙ্গের জলঙ্গী নদী- (i) তিস্তা (ii) পদ্মা (iii) ব্রহ্মপুত্র (iv) গঙ্গা নদী থেকে উৎপন্ন হয়েছে। উত্তর: গঙ্গা নদী থেকে উৎপন্ন হয়েছে 6. পশ্চিমবঙ্গে প্রধানত মৃত্তিকা দেখা যায়- (i) তিন শ্রেণির (ii) পাঁচ শ্রেণির (iii) চার শ্রেণির (iv) দুই শ্রেণির। উত্তর: চার শ্রেণির । 7. পশ্চিমবঙ্গের শরৎকালীন গড় তাপমাত্রা- (i) 30-35° সে. (ii) 25-30° সে. (iii) 20-25° সে (iv) 22-27° সে.। উত্তর: 20-25° সে.। 8. ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়- (i) মরু অঞ্চলে (ii) মালভূমি অঞ্চলে (iii) পার্বত্য অঞ্চলে (iv) ব-দ্বীপ অঞ্চলে। উত্তর: ব-দ্বীপ অঞ্চলে । 9. ভারতের প্রথম কার্পাস বয়ন কলটি স্থাপিত হয়েছিল- (i) দুর্গাপুরে (ii) শালবনিতে (iii) কুলটিতে (iv) ঘুসুড়িতে। উত্তর: ঘুসুড়িতে । 10. 'এডওয়ার্ড ফুড রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস সেন্টার' যেখানে গড়ে উঠেছে, তা হলো- (i) বারাসত (ii) সাঁকরাইল (iii) শিলিগুড়ি (iv) বালুরঘাট। উত্তর: বারাসত 11. পশ্চিমবঙ্গে অক্টোবর মাসে যে ঘূর্ণাবর্ততে বৃষ্টিপাত হয়, তা হলো- (i) কালবৈশাখী (ii) সাইক্লোন (iii) আশ্বিনের ঝড় (iv) পশ্চিমি ঝামেলা। উত্তর: আশ্বিনের ঝড় 12. পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ- (i) শুশুনিয়া (ii) বিহারিনাথ (iii) মামা-ভাগ্নে (iv) গোৰ্গাবুরু। উত্তর: গোর্গাবুর 13. 'কালো হিরের শহর' নামে পরিচিত হলো – (i) কলকাতা (ii) শিলিগুড়ি (iii) বর্ধমান (iv) আসানসোল। উত্তর: আসানসোল 14. তিলপাড়া ব্যারেজ যে নদীর ওপর অবস্থিত তা হলো- (i) শিলাবতী (ii) কংসাবতী (iii) ময়ূরাক্ষী (iv) দামোদর। উত্তর: ময়ূরাক্ষী 15. পশ্চিমবঙ্গের প্রধান অর্থকরী ফসল হলো – (i) ধান (ii) গম (iii) চা (iv) পাট। উত্তর: পাট 16. পশ্চিমবঙ্গের প্রধান অর্থনৈতিক কার্যাবলি হলো- (i) শিল্প (ii) ব্যাবসাবাণিজ্য (iii) কৃষিকাজ (iv) পশুপালন। উত্তর: কৃষিকাজ 17. পশ্চিমবঙ্গের অবস্থিত- (i) সিকিম (ii) নেপাল (iii) অসম (iv) বিহার। উত্তর: সিকিম । 18. তাল কথাটির অর্থ হলো- (i) উচ্চভূমি (ii) নিম্নভূমি (iii) জলাভূমি (iv) পাথুরে ভূমি। উত্তর: নিম্নভূমি । 19. বীরভূমে - (i) মামাভাগ্নে (ii) অযোধ্যা (iii) শুশুনিয়া (iv) পাঞ্চেত- পাহাড় অবস্থিত। উত্তর: মামাভাগ্ন । 20. পশ্চিমবঙ্গের প্রধান বন্দর হলো- (i) হাওড়া (ii) হলদিয়া (iii) কলকাতা (iv) ডায়মন্ড হারবার। উত্তর: কলকাতা । 21. পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হলো- (i) গঙ্গা (ii) দামোদর (iii) মহানন্দা (iv) গোদাবরী। উত্তর: গঙ্গা । 22. ল্যাটেরাইট মৃত্তিকার রং- (i) লালচে (ii) ধূসর (iii) হলুদ (iv) কালো। উত্তর: লালচে । 23. পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের প্রচার অভিযানের স্লোগানটি হলো- (i) অবিশ্বাস্য বাংলা (ii) বিশ্ববাংলা (iii) রূপসী বাংলা (iv) অদ্ভুত বাংলা। উত্তর: রূপসী বাংলা । 24. 'ভারতের শেফিল্ড' নামে পরিচিত যে শহর,তা হলো- (i) উলুবেড়িয়া (ii) হাওড়া (iii) বহরমপুর (iv) কল্যাণী। উত্তর: হাওড়া । 25. বর্তমানে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা- (i) 12 (ii) 14 (iii) 18 (iv) 23 । উত্তর: 23 26. পশ্চিমবঙ্গের নবীনতম জেলাটি হলো- (i) আলিপুরদুয়ার (ii) দার্জিলিং (iii) পুরুলিয়া (iv) পশ্চিম বর্ধমান। উত্তর: পশ্চিম বর্ধমান । 27. 'তরাই' কথার অর্থ- (i) শুকনো (ii) স্যাঁতসেঁতে (iii) জলা (iv) উপকূল। উত্তর: স্যাঁতসেঁতে । 28. শিমুল গাছ- (i) পর্ণমোচী (ii) চিরহরিৎ (iii) গুল্ম (iv) সরলবর্গীয় বৃক্ষ। উত্তর: পর্ণমোচী বৃক্ষ । 29. পশ্চিমবঙ্গের নিম্নলিখিত যে স্থানের ওপর দিয়ে কর্কটক্রান্তিরেখা প্রসারিত হয়েছে, তা হলো-
(i) কলকাতা (ii) কৃষ্ণনগর (iii) শিলিগুড়ি (iv) চুঁচুড়া। উত্তর: কৃষ্ণনগর । 30. 'ডুয়ার্স' কথার অর্থ – (i) দরজা (ii) জানালা (iii) প্রবেশ (iv) পাদদেশ। উত্তর: দরজা 31. যে জেলায় সবচেয়ে বেশি শহর আছে তা হলো- (i) হুগলি (ii) কলকাতা (iii) 24 পরগনা উত্তর: 24 পরগনা । 32. টাইগার হিল যে শহরের কাছে আছে, তা হলো- (i) মিরিক (ii) দার্জিলিং (iii) কালিম্পং (iv) কার্শিয়াং। উত্তর: দার্জিলিং । 33. পশ্চিমবঙ্গে কর্কটক্রান্তিরেখা যতগুলি জেলার ওপর দিয়ে গিয়েছে, তা হলো- (i) 5 (ii) 6 (iii) 4 (iv) 3 উত্তর: 4 34. পশ্চিমবঙ্গে যে ধান সবচেয়ে কম চাষ হয় তা হলো- (i) বোরো ও আমন (ii) আমন (iii) আউস (iv) বোরো উত্তর: আউস । 35. একটি ম্যানগ্রোভ উদ্ভিদের উদাহরণ হলো- (i) গামার (ii) গরান (iii) গর্জন (iv) গাবুল। উত্তর: ৪ গরান 36. সেল (S.A.I.L)-এর সদর দপ্তর অবস্থিত যে শহরে, তা হলো- (i) কলকাতা (ii) শিলিগুড়ি (iii) বর্ধমান (iv) আসানসোল। উত্তর: কলকাতা 37. পশ্চিমবঙ্গের একটি বন্যপ্রাণী-সংক্রান্ত পর্যটন কেন্দ্র হলো- (i) দিঘা (ii) ব্যান্ডেল (iii) জলদাপাড়া (iv) শান্তিনিকেতন উত্তর: জলদাপাড়া । 38. পশ্চিমবঙ্গের প্রাচীনতম শিল্পটি হলো – (i) বস্তু (ii) পাট (iii) চা (iv) ইস্পাত উত্তর: বস্ত্র। 39. পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রসারিত হয়েছে। (i) কর্কটক্রান্তিরেখা (ii) বিষুবরেখা (iii) মকরক্রান্তিরেখা (iv) মূল মধ্যরেখা। উত্তর: কর্কটক্রান্তিরেখা । 40. মুর্শিদাবাদে যে কারণে পর্যটন শিল্প গড়ে উঠেছে, তা হলো- (i) ঐতিহাসিক (ii) সমুদ্র (iii) পর্বত (iv) অরণ্য। উত্তর: ঐতিহাসিক । 41. উত্তর: – পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। (i) কলকাতাকে (ii) কৃষ্ণনগরকে (iii) শিলিগুড়িকে (iv) দার্জিলিংকে। উত্তর: শিলিগুড়িকে । 42. পশ্চিমবঙ্গের পাট গবেষণাগারটি যেখানে অবস্থিত, তা হলো- (i) চুঁচুড়া (ii) কৃষ্ণনগর (iii) ব্ব্যারাকপুর (iv) দিঘা। উত্তর: ব্ব্যারাকপুর 43. ভারতের প্রথম লৌহ-ইস্পাত কারখানা গড়ে উঠেছিল- (i) দুর্গাপুরে (ii) শালবনিতে (iii) কুলটিতে (iv) ঘুসুড়িতে। উত্তর: কুলটিতে । 44. সিকিমের জেমু হিমবাহ থেকে- (i) তিস্তা (ii) তোর্সা (iii) জলঢাকা (iv) তিস্তা নদী উৎপন্ন হয়েছে উত্তর: তিস্তা নদী উৎপন্ন হয়েছে । 45. বৈদেশিক বাণিজ্যের জন্য নেপাল ব্যবহার করে- (i) কোচি (ii) কান্ডালা (iii) হলদিয়া (iv) কলকাতা বন্দর। উত্তর: কলকাতা বন্দর । অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর 1. মালদহের পশ্চিম দিকের নবীন পলি দ্বারা গঠিত ভূমিভাগের নাম কী? উত্তর: দিয়ারা। 2. পশ্চিমবঙ্গে কোন ঋতুতে কালবৈশাখী দেখা যায়? উত্তর: গ্রীষ্মকালে। 3. 'আশ্বিনের ঝড়' পশ্চিমবঙ্গে কোন ঋতুতে দেখা যায়? উত্তর: শরৎকালে। 4. নেপাল-দার্জিলিং সীমান্তে কোন শৈলশিরা অবস্থিত উত্তর: সিঙ্গালিলা। 5. কলকাতায় অবস্থিত বিমানবন্দরটির নাম কী? উত্তর: নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। 6. কোন নদী পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলকে দু'টি ভাগে ভাগ করেছে? উত্তর: তিস্তা নদী। 7. পশ্চিমবঙ্গে কোন অবস্থার প্রভাবে শীতকালে বৃষ্টিপাত ঘটে? উত্তর: পশ্চিমি ঝঞ্ঝা। 8. কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কী? উত্তর: হলদি নদী। 9. সুন্দরবনের কর্দমাক্ত নীচু জলাভূমিকে ও বনভূমিকে কী বলে? উত্তর: বাদা। 10. কালিম্পং পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর: ঋষিলা। 11. পশ্চিমবঙ্গের কোন জেলাকে 'ধানের গোলা' বলা হয়? উত্তর: বর্ধমান। 12. হুগলি নদীর মোহনায় একটি নতুনভাবে গড়ে ওঠা দ্বীপের নাম করো। উত্তর: পূর্বাশা। 13. পশ্চিমবঙ্গের একটি স্বল্প উচ্চতার ক্ষয়প্রাপ্ত গিরিপথের নাম লেখো। উত্তর: বক্সাদুয়ার। 14. পশ্চিমবঙ্গে ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত? উত্তর: চুঁচুড়াতে সংশিপ্ত প্রশ্নোত্তর 1. 'লু' কাকে বলে? উত্তর: গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে দুপুরবেলা অত্যন্ত উন্ন, শুষ্ক বায়ু প্রবাহিত হয়। 45° সে. - 50° সে. উয়তার এই বায়ুকে 'লু' বলে। 2. পশ্চিমবঙ্গের জলবায়ুতে হিমালয় পর্বতের প্রভাব লেখো। উত্তর:
3. রাঢ় অঞ্চল কাকে বলে?
উত্তর: পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমির পূর্বদিকে মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম ও পশ্চিম মেদিনীপুর জেলার একাংশ নিয়ে রাঢ় অঞ্চল গঠিত। অঞ্চলটি পশ্চিম থেকে পূর্বে ঢালু ও নদীগুলিও দক্ষিণ-পূর্বগামী।
4. উত্তর:র পার্বত্য অঞ্চলের প্রধান শৈলশিরার নাম লেখো।
উত্তর: উত্তর:র প্রধান শৈলশিরা হলো সিঙ্গালিলা, দার্জিলিং, দার্জিলিং-লেবং, সেঞ্চল-মহালধিরাম ইত্যাদি।
5. প্রাকৃতিক মানচিত্র বলতে কী বোঝো?
উত্তর: প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদানের অবস্থান ও বণ্টনকে সঠিক রং ও চিহ্নের সাহায্যে স্কেল অনুযায়ী যে মানচিত্রে উপস্থাপন করা হয় তাকে প্রাকৃতিক মানচিত্র বলা হয়।
6. পশ্চিমবঙ্গের তরাই অঞ্চলের ভূপ্রকৃতি সংক্ষেপে লেখো।
উত্তর:
7. তরাই অঞ্চল কাকে বলে?
উত্তর: তিস্তা নদীর পশ্চিমের উত্তর:বঙ্গের সমভূমিকে বলে তরাই অঞ্চল। হিমালয় থেকে নেমে আসা নুড়ি, বালি, কাঁকর জমা হয়ে 'স্যাঁতসেঁতে' তরাই অঞ্চলের সৃষ্টি হয়েছে।
8. ডুয়ার্স অঞ্চল কাকে বলে?
উত্তর: এমন তিস্তা নদীর পূর্বদিকের বিস্তীর্ণ সমভূমিকে ডুয়ার্স বলে। হিমালয় থেকে নেমে আসা বালি, নুড়ি, কাঁকর সঞ্চিত হয়ে ডুয়ার্স অর্থাৎ 'দুয়ার' বা 'দরজা' অঞ্চলের সৃষ্টি হয়েছে।
9. পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগগুলির নাম লেখো।
উত্তর: সিয়ায় শাসনতান্ত্রিক সুবিধার্থে পশ্চিমবঙ্গাকে তিনটি প্রশাসনিক বিভাগে ভাগ ক হয়েছে। এগুলি হলো- জলপাইগুড়ি বিভাগ, বর্ধমান বিভাগ ও প্রেসিডেন্সি বিভাগ।
10. তাল কাকে বলে?
উত্তর: আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার দক্ষিণ ও মালদহের পশ্চিমে নীচু অঞ্চলকে বলে তাল।
11. পশ্চিমবঙ্গের নদনদীকে কয়টি ভাগ ভাগ করা যায়?
উত্তর: পশ্চিমবঙ্গের নদনদীকে চার ভাগে ভাগ করা যায়। যথা-
12. উত্তর:র পার্বত্য অঞ্চলের প্রধান শৃঙ্গগুলির নাম লেখো।
উত্তর: উত্তর:র পার্বত্য অঞ্চলের প্রধান শৃঙ্গগুলির নাম হলো সান্দাকফু, সবরগ্রাম ফালুট ও ঋষিলা ইত্যাদি।
13. উত্তর:র পার্বত্য অঞ্চলের অবস্থান লেখো।
উত্তর: দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং ও জলপাইগুড়ির উত্তর:াংশ জুড়ে হিমালয় পার্বত অঞ্চল বা উত্তর:ের পার্বত্য অঞ্চল অবস্থিত।
14. পশ্চিমবঙ্গে কোন কোন ঋতুতে পশ্চিমি ঝঞ্ঝা ও ক্রান্তীয় ঘূর্ণিঝড় দেখা যায়?
উত্তর: পশ্চিমবঙ্গে শীতকালে পশ্চিমি ঝঞ্ঝা, শরৎকালে মৌসুমি বায়ুর বিদায়কালে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রকোপ লক্ষ করা যায়।
15. বারিন্দ বা বরেন্দ্রভূমি কাকে বলে?
উত্তর: মালদহ ও দক্ষিণ দিনাজপুরের পূর্বের প্রাচীন পলিগঠিত, উঁচুনীচু ভূমিকে বলে বারিন্দ বা বরেন্দ্রভূমি।
16. দিয়ারা কাকে বলে?
উত্তর: মালদার দক্ষিণ-পশ্চিম দিকের নবীন পলিগঠিত অঞ্চলকে দিয়ারা বলে।
17. সুন্দরবনের প্রধান নদনদীর নাম লেখো।
উত্তর:
18. পশ্চিমবঙ্গের পাটশিল্পের অবস্থান উল্লেখ করো।
উত্তর:
19. পশ্চিমবঙ্গে কোথায় কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে?
উত্তর: হাওড়া, শ্যামনগর, বেলঘরিয়া, শ্রীরামপুর, সোদপুর, ফলতা, মৌড়িগ্রাম, পানিহাটি, মেদিনীপুর, কল্যাণী প্রভৃতি স্থানে কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে।
20. পশ্চিমবঙ্গের চতুঃসীমা উল্লেখ করো।
উত্তর: 21. পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির শ্রেণিবিভাগ করো। উত্তর: পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি তিন ভাগে বিভক্ত- উত্তর:ের পার্বত্য অঞ্চল, • পশ্চিমের মালভূমি অঞ্চল এবং উত্তর:বঙ্গ ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ সমতলভূমি। 22. পশ্চিমবঙ্গের প্রধান শিল্পগুলি কী? উত্তর: 23. তরাই মৃত্তিকা কী? উত্তর: উচ্ছ হিমালয়ের পাদদেশে সঞ্চিত দুর্বল নিকাশি ব্যবস্থাযুক্ত, নুড়ি ও শিলাচূর্ণ মিশ্রিত আম্লিক মৃত্তিকাকে বলে তরাই মৃত্তিকা। 24. ল্যাটেরাইট মৃত্তিকা কী? উত্তর: পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ইটের মতো শক্ত ও লাল রঙের বিশেষ ধরনের মৃত্তিকাকে বলে ল্যাটেরাইট মৃত্তিকা। এই মাটি অনুর্বর। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর 1. পশ্চিমবঙ্গে পাট চাষের প্রধান সমস্যাগুলি কী? উত্তর: 2. সুন্দরবন অঞ্চলের নদীগুলির বৈশিষ্ট্য কী? উত্তর: 3. পশ্চিমবঙ্গের বন্দরগুলির নাম লেখো। উত্তর: 4. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদীগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর: 5. পশ্চিমবঙ্গে চা চাষের সমস্যাগুলি কী? উত্তর: 6. পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের নদনদী ও মালভূমি অঞ্চলের নদনদীর মধ্যে পার্থক্য লেখো। উত্তর: 7. দুর্গাপুরকে 'ভারতের রূঢ়' বলা হয় কেন? উত্তর: 8. উত্তর:বঙ্গের নদনদীর বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর: 9. পার্বত্য অঞ্চলের নদনদী ও সুন্দরবন অঞ্চলের নদনদীর মধ্যে পার্থক্য লেখো। উত্তর: 10. দুর্গাপুরে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি কী? উত্তর: ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর 1. পশ্চিমবঙ্গে চা শিল্পের উন্নতির কারণ কী কী? উত্তর: 2. পশ্চিমবঙ্গের লৌহ-ইস্পাত শিল্পের সমস্যা ও সম্ভাবনা লেখো। উত্তর: 3. পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের সমভূমির বৈশিষ্ট্য কী কী? উত্তর: 4. পশ্চিমবঙ্গের লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্র ও এই শিল্পের উন্নতির কারণগুলি বর্ণনা করো। উত্তর: 5. পশ্চিমবঙ্গের খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্প সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তর: 6. পশ্চিমবঙ্গে পর্যটন শিল্পের উন্নতির কারণ আলোচনা করো। উত্তর: 7. পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের বিবরণ দাও। উত্তর: 8. ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে পশ্চিমবঙ্গকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? উত্তর: 9. পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির সামগ্রিক বিবরণ দাও। উত্তর: 10. পশ্চিমবঙ্গের কুটির শিল্প ও ক্ষুদ্র শিল্পের পরিচয় দাও। উত্তর: 11. পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। উত্তর: 12. পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের বৈশিষ্ট্য বা বিশেষত্ব কী? উত্তর: 13. পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের নদনদীর বিবরণ দাও। উত্তর: 14. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বিবরণ দাও। উত্তর: 15. পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের নদীগুলির বর্ণনা দাও। উত্তর: 16. পশ্চিমবঙ্গের ব-দ্বীপ অঞ্চলের ভূপ্রকৃতির বর্ণনা দাও। উত্তর: 17. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদনদীর বর্ণনা দাও। উত্তর: 18. পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল আর্দ্র প্রকৃতির কেন? উত্তর: 19. পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। উত্তর: 20. পশ্চিমবঙ্গের জনজীবনে ঋতু পরিবর্তনের প্রভাব আলোচনা করো। উত্তর: 21. পশ্চিমবঙ্গে তুলো বয়ন শিল্পের সমস্যা ও সম্ভাবনাগুলি লেখো। উত্তর: 22. পশ্চিমবঙ্গে পাট শিল্পকেন্দ্রগুলি কোথায় গড়ে উঠেছে? পশ্চিমবঙ্গে পাট শিল্পের একদেশীভবনের কারণগুলি কী? উত্তর: 23. পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি কী? উত্তর: 24. পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক শহরের তালিকা উল্লেখ করো। উত্তর: 25. পশ্চিমবঙ্গের পার্বত্য ও উপকূলীয় জলবায়ুর পার্থক্য নির্ণয় করো। উত্তর: 26. পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও। উত্তর: 27. পশ্চিমবঙ্গে খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ আলোচনা করো। উত্তর: 28. পশ্চিমবঙ্গে চা শিল্পের সমস্যা ও সম্ভাবনা লেখো। উত্তর: 29. টীকা লেখো: পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি শিল্প। উত্তর: