পৃথিবীর গতিসমহ
👉Paid Answer (For Membership User)
MCQ প্রশ্নোত্তর মান 1
সঠিক উত্তর:টি নির্বাচন করো।
1. পৃথিবীর
কক্ষপথের দৈর্ঘ্য প্রায়-
(i) 90 কোটি
কিলোমিটার
(ii) 92 কোটি
কিলোমিটার
(iii) 96 কোটি
কিলোমিটার
(iv) 98 কোটি কিলোমিটার।
উত্তর: 90 কোটি
কিলোমিটার
2. সূর্যের
আপাত বার্ষিক গতিপথকে বলে-
(i) শেরশাহ
শুরি মার্গ
(ii) চান্দ্রমার্গ
(iii) অষ্টাঙ্গিক
মার্গ
(iv) রবিমার্গ।
উত্তর: রবিমার্গ
3. সূর্য
থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় যত কিলোমিটার, তা
হলো-
(i) 14.70 কোটি
(ii) 14.95 কোটি
(iii) 15.20 কোটি
(iv) 15.70 কোটি।
উত্তর: 14.95 কোটি
4. পৃথিবীর
অনুসূর অবস্থানের দিনটি হলো-
(i) 3 জানুয়ারি
(ii) 21 জুন
(iii) 4 জুলাই
(iv) 1 জুন।
উত্তর: 3 জানুয়ারি
5. পৃথিবী
সূর্যের চারিদিকে ঘুরছে এটি প্রথম প্রমাণ করেন-
(i) গ্যালিলিয়ো
(ii) অ্যারিস্টটল
(iii) কোপারনিকাস
(iv) আইনস্টাইন।
উত্তর: গ্যালিলিয়ো
6. 'নিশীথ
সূর্যের দেশ' বলা
হয় যে দেশকে-
(i) জার্মানি
(ii) ইংল্যান্ড
(iii) অস্ট্রেলিয়া
(iv) নরওয়ে।
উত্তর: নরওয়ে
7. পৃথিবীর
অক্ষ কক্ষের সাথে-
(i) 231/2°
(ii) 661/2°
(iii) 90°
(iv) 45° কোণে অবস্থান করছে
উত্তর: 661/2°কোণে অবস্থান করছে
8. কোণে
অবস্থান করছে। পৃথিবীর অপসূর অবস্থান হয়
(i) 21 মার্চ
(ii) 22 ডিসেম্বর
(iii) 4 জানুয়ারি
(iv) 4 জুলাই
উত্তর: 4 জুলাই
9. সূর্যরশ্মি
সারা বছর লম্বভাবে কিরণ দেয়-
(i) মেরু
(ii) ক্রান্তীয়
(iii) নিরক্ষীয়
(iv) মরু অঞ্চলে।
উত্তর: নিরক্ষীয়
10. আকাশে
সূর্যের বার্ষিক আপাত গতিপথকে-
(i) ছায়াবৃত্ত
(ii) রবিমার্গ
(iii) কক্ষতল
(iv) সৌরপথ বলে।
উত্তর: রবিমার্গ
11. পৃথিবীর
কক্ষের আকৃতি-
(i) উপবৃত্তাকার
(ii) কক্ষতল
(iii) অভিগত
গোলকজাতীয়
(iv) বৃত্তাকার।
উত্তর: উপবৃত্তাকার
12. মহাবিষুব
বা বসন্তবিষুব বলা হয় যে দিনটিকে, তা
হলো
(i) 3 জানুয়ারি
(ii) 21 মার্চ
(iii) 22 ডিসেম্বর
(iv) 4 জুলাই।
উত্তর: 21 মার্চ
13. পৃথিবীর
আবর্তনের দিকটি হলো-
(i) পূর্ব
থেকে পশ্চিমে
(ii) পশ্চিম
থেকে পূর্বে
(iii) উত্তর
থেকে দক্ষিণে
(iv) দক্ষিণ থেকে উত্তর
উত্তর: পশ্চিম
থেকে পূর্বে
14. 21 জুন
থেকে 22 ডিসেম্বর
সূর্যের আপাত গতি হলো-
(i) মকরসংক্রান্তি
(ii) কর্কটসংক্রান্তি
(iii) উত্তরায়ণ
(iv) দক্ষিণায়ন।
উত্তর: দক্ষিণায়ন
15. মহাবিষুব
বলা হয়-
(i) 21 মার্চ
(ii) 22 ডিসেম্বর
(iii) 21 মার্চ
(iv) 23 সেপ্টেম্বর
উত্তর: 21 মার্চ
16. আমরা
সারা বছরে পৃথিবীর উপর যতবার পাক খাই, তা
হলো-
(i) 365 বার
(ii) 1 বার
(iii) 24 বার
(iv) 366 বার।
উত্তর:
365 বার
17. দক্ষিণ
অয়নান্ত দিবস বলা হয়-
(i) 21 জুন
(ii) 23 সেপ্টেম্বর
(iii) 22 ডিসেম্বর
(iv) 21 মার্চ।
উত্তর: 22 ডিসেম্বর
18. ছায়াবৃত্ত
প্রতিটি অক্ষরেখাকে সমদ্বিখণ্ডিত করে-
(i) 21 জুন
(ii) 21 জুন ও
22 ডিসেম্বর
(iii) 21 মার্চ
ও 23 সেপ্টেম্বর
(iv) 21 মার্চ ও 22 ডিসেম্বর।
উত্তর: 21 মার্চ ও 23 সেপ্টেম্বর
19. মেরুজ্যোতি
দেখা যায় যে দেশে, তা
হলো-
(i) জাপান
(ii) চিন
(iii) ভারত
(iv) আলাস্কা।
উত্তর: আলাস্কা
20. সূর্যোদয়ের
আগের অবস্থাকে বলা হয়-
(i) ঊষা
(ii) গোধূলি
(iii) ভোর
(iv) প্রভাত।
উত্তর: ঊষা
21. জলবিষুব
বা শারদবিষুব বলা হয় যে দিনটিকে,তা
হলো-
(i) 21 জুন
(ii) 23 সেপ্টেম্বর
(iii) 22 ডিসেম্বর
(iv) 21 মার্চ।
উত্তর: 23 সেপ্টেম্বর
22. পৃথিবীর
মেরুরেখা পৃথিবীর কক্ষতলের সঙ্গে যত ডিগ্রি কোণে হেলে থাকে, তা হলো-
(i) 90°
(ii) 661/2°
(iii) 231/2°
(iv) 0°
উত্তর: 661/2°
23. অয়নান্ত
দিবসের অপর নাম-
(i) কর্কটসংক্রান্তি
(ii) মকরসংক্রান্তি
(iii) মহাবিষুব
(iv) জলবিষুব।
উত্তর: কর্কটসংক্রান্তি
24. নিরক্ষরেখায়
পৃথিবীর আবর্তনের গতিবেগ ঘণ্টায়-
(i) 1670
(ii) 1700
(iii) 1586
(iv) 1734 কিমি।
উত্তর: 1670
কিমি
25. পৃথিবীর
আবর্তন গতিবেগ সবচেয়ে বেশি-
(i) নিরক্ষরেখায়
(ii) সুমেরু
বৃত্তে
(iii) কুমেরুতে
(iv) কর্কটক্রান্তিরেখায়।
উত্তর: নিরক্ষরেখায়
26. পৃথিবী-সূর্যের
দূরত্ব সবচেয়ে কম হয় যে অবস্থায় তা হলো-
(i) অপসূর
(ii) জলবিষুব
(iii) মহাবিষুব
(iv) অনুসূর।
উত্তর: অনুসূর
27. কর্কটসংক্রান্তি
তারিখটি হলো-
(i) 23 সেপ্টেম্বর
(ii) 21 মার্চ
(iii) 21 জুন
(iv) 22 ডিসেম্বর।
উত্তর:
21 জুন
শূন্যস্থান পূরন করো
1. বুধের একবার পরিক্রমণের সময়—-------------- দিন।
উত্তর: 88
2. নিরক্ষরেখায় দিবারাত্রির—-------------------------হয় না।
উত্তর: হ্রাস-বৃদ্ধি
3. প্রমাণ সময় হলো —----------------জন্য।
উত্তর: সারা দেশের
4. অক্ষাংশ হলো—----------------------------- দূরত্ব।
উত্তর: কৌণিক
5. নেপচুনের একবার পরিক্রমণের সময় —--------------------বছর।
উত্তর: 164
অতিসংক্ষিপ্ত
প্রশ্নোত্তর
1. ভূপৃষ্ঠে বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের দিকবিক্ষেপ কোন বলের জন্য সংঘটিত হয়?
উত্তর: কোরিওলিস বল।
2. কোন জ্যোতির্বিজ্ঞানী প্রথম বলেছিলেন, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে?
উত্তর: নিকোলাস কোপারনিকাস।
3. গ্রহগুলি উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে”- একথা প্রথম কে বলেছিলেন?
উত্তর: জোহানেস কেপলার।
4. 'বিষুব' শব্দটির অর্থ কী?
উত্তর: দিনরাত্রি সমান।
5. কোন জ্যোতির্বিজ্ঞানী সর্বপ্রথম টেলিস্কোপের সাহায্যে প্রমাণ করেন যে পৃথিবী সহ গ্রহগুলি সূর্যকে পরিক্রমণ করছে?
উত্তর: গ্যালিলিও গ্যালিলেই।
6. একটি নাক্ষত্রদিনের প্রকৃত সময় কত?
উত্তর: 23 ঘন্টা
56 মিনিট 4 সেকেন্ড।
সংক্ষিপ্ত
প্রশ্নোত্তর
1. 'মেরুজ্যোতি' বা 'মেরুপ্রভা' কী?
উত্তর:
2. 'সুমেরু প্রভা' ও 'কুমেরু প্রভা' কী?
উত্তর:
3. পৃথিবীর অক্ষ বলতে কী বোঝো?
উত্তর:
4. সৌরদিন কাকে বলে?
উত্তর:
5. নাক্ষত্রদিন কাকে বলে?
উত্তর:
6. ছায়াবৃত্ত কাকে বলে?
উত্তর: পশ্চিম
থেকে পূর্বে আবর্তনের ফলে পৃথিবীর যে অর্ধেক অংশ সূর্যের সামনে আসে সেখানে দিন এবং
বাকি অর্ধাংশে সূর্যের আলোর অভাবে রাত্রি হয়। পৃথিবীর এই যে আলোকিত অংশ ও
অন্ধকারাচ্ছন্ন অংশের মধ্যবর্তী বৃত্তাকার সীমারেখা এটাই ছায়াবৃত্ত বা আলোকবৃত্ত।
7. সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে?
উত্তর:
সংক্ষিপ্ত
ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর
1. পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান বলতে কী বোঝো?
উত্তর:
2. মেরু
অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না কেন?
অথবা,
মেরু অঞ্চলে সারাবছর শীতকাল বিরাজ করে কেন?
উত্তর:
3. রবিমার্গ কাকে বলে?
উত্তর:
4. ফেরেলের সূত্রটি কী?
উত্তর:
5. পৃথিবীর হেলানো অক্ষের গুরুত্ব বা ফলাফলগুলি কী?
উত্তর:
6. কোরিওলিস বল বলতে কী বোঝো?
উত্তর:
7. অধিবর্ষ বা লিপ ইয়ার কী?
উত্তর:
8. পৃথিবীর কক্ষপথের বৈশিষ্ট্যগুলি কী?
উত্তর:
ব্যাখ্যামূলক
প্রশ্নোত্তর
8. পৃথিবীর অক্ষ ও কক্ষপথের মধ্যে পার্থক্য নির্দেশ করো।
উত্তর:
9. নিরক্ষীয় অঞ্চল বরাবর ঋতু পরিবর্তন হয় না কেন? অথবা, নিরক্ষীয় অঞ্চলে সর্বদা গ্রীষ্মকাল বিরাজ করে কেন?
উত্তর:
10. পৃথিবীর আবর্তন গতির ফলাফল আলোচনা করো।
উত্তর:
11. পৃথিবীর বার্ষিক গতি বা পরিক্রমণ গতির ফলাফল বর্ণনা করো।
উত্তর:
12. ডিসেম্বর-জানুয়ারি মাসে বিজ্ঞানীরা আন্টার্কটিকা অভিযানে যান কেন?
উত্তর:
13. পার্থক্য
নির্ণয় করো: আহ্নিক গতি বা আবর্তন গতি এবং বার্ষিক গতি বা পরিক্রমণ গতি।
উত্তর:
14. ঋতু পরিবর্তনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো।
উত্তর
15. মেরু
অঞ্চলে ছয় মাস দিন ও ছয় মাস রাত্রি হয় কেন?
উত্তর:
উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন
1. উত্তরহীন প্রশ্ন ও উত্তর সেখানে দেখা যাবে
2 বিনামূল্যে উত্তর পান থেকে এটি প্রয়োগ করুন