অধ্যায়-৬
দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর
👉Paid Answer (For Membership User)
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সঠিক উত্তরটি নির্বাচন করো।
প্ৰশ্নঃ কমিন্টার্নবিরোধী চুক্তি স্বাক্ষরিত হয়-
(a) ১৯৩৪ খ্রিঃ (b) ১৯৩৫ খ্রিঃ
(c) ১৯৩৬ খ্রি: (d) ১৯৩৮ খ্রিঃ।
প্ৰশ্নঃ হিরোশিমায় আণবিক বোমা নিক্ষেপকারী দেশ
(a) আমেরিকা (b) রাশিয়া
(c) জার্মানি (d) ব্রিটেন।
প্ৰশ্নঃ তোজো যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-
(a) ইতালির (b) জার্মানির
(c) ব্রিটেনের (d) জাপানের।
প্ৰশ্নঃ ক্লেমেনশ যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন তা হলো-
(a) ফ্রান্সও (b) রাশিয়া
(c) ইংল্যান্ড (d) ইতালি।
প্ৰশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে-
(a) ফ্রালের (b) আত্মসমর্পণে
(c) রাশিয়ার আত্মসমর্পণে
(d) জার্মানির আত্মসমর্পণে ইতালির আত্মসমর্পণে।
প্ৰশ্নঃ রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়-
(a) ১৯৩৬ খ্রি: (b) ১৯৩৭ খ্রিঃ
(c) ১৯৩৮ খ্রি: (d) ১৯৩৯ খ্রিঃ।
প্ৰশ্নঃ হিটলারের প্রতি তোষণ নীতি গ্রহণ করেছিল-
(a) ইংল্যান্ড-ফ্রান্স (b) ইংল্যান্ড-ইতালি
(c) ইংল্যান্ড-রাশিয়া (d) ইতালি-রাশিয়া।
প্ৰশ্নঃ মুসোলিনির আবিসিনিয়া আক্রমণের সময় যিনি তাঁকে সমর্থন করেন তিনি- হিটলার
(a) চেম্বারলেন (b) ক্লিমেন্ট এটলি
(c) নেপোলিয়ন। (d) হিটলার
প্ৰশ্নঃ লেনিনগ্রাডের যুদ্ধে বুশ সেনাপতি ছিলেন-
(a) মার্শাল জুকভ (b) গোয়েবলস
(c) লেনিন (d) কোহলার।
প্ৰশ্নঃ জাতীয়তাবাদের কারণে অনেকসময় যে সংকট তৈরি তা হলো-
(a) জাতিগত (b) প্রাদেশিক
(c) অর্থনৈতিক
প্ৰশ্নঃ ডি-ডে নামে পরিচিত ছিল ১৯৪৪ খ্রিস্টাব্দের-
(a) ৪ জুন (b) ৫ জুন
(c) ৬ জুন (d) ৭ জুন।
প্ৰশ্নঃ হিটলার ভার্সাই চুক্তিকে অস্বীকার করেন-
(a) ১৯৩৫ খ্রিস্টাব্দে (b) ১৯৩৬ খ্রিস্টাব্দে
(c) ১৯৩৭ খ্রিস্টাব্দে (d) ১৯৩৮ খ্রিস্টাব্দে।
প্ৰশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সোভিয়েত রাশিয়ার সমাজ ব্যবস্থা ছিল-
(a) একনায়কতান্ত্রিক (b) সমাজতান্ত্রিক
(c) প্রজাতান্ত্রিক (d) গণতান্ত্রিক।
প্ৰশ্নঃ পার্ল হারবার যে দেশের সামরিক ঘাঁটি তা হলো-
(a) ইংল্যান্ড (b) জাপান
(c) আমেরিকা (c) রাশিয়া।
প্ৰশ্নঃ জার্মানিতে নাৎসিবাদের জনক-
(a) হিটলার (b) মুসোলিনি
(c) ফ্রাঙ্কো (d) লেনিন।
প্ৰশ্নঃ ইতালিতে ফ্যাসিবাদের জন্মদাতা-
(a) হিটলার (b) মুসোলিনি
(c) লেনিন (d) ফ্রাঙ্কো।
প্ৰশ্নঃ কে ওয়াশিংটন সম্মেলনের আহ্বায়ক?
(a) উইলসন. (b) হার্ডি
(c) হুভার (d) ওয়াশিংটন।
প্ৰশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রুশবাসীর বেশিরভাগ অর্থই বহন করে যে দেশ-
(a) জাপান (b) মার্কিন যুক্তরাষ্ট্র
(c) ফ্রান্স (d) রাশিয়া।
প্ৰশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনাকাল –
(a) ১৯৩৭ খ্রিস্টাব্দে (b) ১৯৩৮ খ্রিস্টাব্দে
(c) ১৯৩৯ খ্রিস্টাব্দে (d) ১৯৪০ খ্রিস্টাব্দে।
প্ৰশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা যে ঘটনার মধ্যে দিয়ে তা হলো-
(a) সেরাজেভাে হত্যাকান্ডের মাধ্যমে (b) হিটলারের পোল্যান্ড আক্রমণের মাধ্যমে
(c) জাপানের মাঞ্জুরিয়া আক্রমণের মাধ্যমে (d) রাশিয়ার বার্লিন শহর দখলের মাধ্যমে।
প্ৰশ্নঃ UNRRA বা United Nation Relief and Rehabilitation Administration গঠিত হয়-
(a) ১৯৪৩ খ্রিস্টাব্দে (b) খ্রিস্টাব্দে
(c) ১৯৪৫ খ্রিস্টাব্দে (d) ১৯৪৬ খ্রিস্টাব্দে।
প্ৰশ্নঃ কত খ্রিস্টাব্দে লালফৌজ বার্লিন দখল করে?
(a) ১৯৪২ খ্রিস্টাব্দে (b) ১৯৪৩ খ্রিস্টাব্দে
(c) ১৯৪৫ খ্রিস্টাব্দে (d) ১৯৪৬ খ্রিস্টাব্দে।
প্ৰশ্নঃ মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয়-
(a) ১৯৩৮ খ্রি: (b) ১৯৩৬ খ্রি:
(c) ১৯৩৭ খ্রি: (d) ১৯৪০ খ্রি:।
প্ৰশ্নঃ হিটলারের কোন অভিযান শ্বেত অভিযান (Operation White) নামে পরিচিত?
প্ৰশ্নঃ কত খ্রিস্টাব্দে জার্মানি কর্তৃক রাশিয়া আক্রান্ত হয়?
প্ৰশ্নঃ স্ট্যালিনগ্রাডের যুদ্ধের সময়সীমা উল্লেখ করো।
প্ৰশ্নঃ কত খ্রিস্টাব্দে ইতালি লিবিয়া দখল করে?
প্ৰশ্নঃ 'লেন্ড লিজ আইন' কবে পাশ হয়?
প্ৰশ্নঃ কত খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে?
প্ৰশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন?
প্ৰশ্নঃ 'অপারেশন বারবারোসা' কী?
প্ৰশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে আন্তর্জাতিকতাবাদের প্রসারে কোন কোন দেশ সচেষ্ট হয়েছিল।
প্ৰশ্নঃ কবে, কাদের মধ্যে রোম-বার্লিন অক্ষচুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
প্ৰশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ইতালির রাজা কে ছিলেন?
প্ৰশ্নঃ ইউরোপের বিজয় দিবস (V.E Day or Victory in Europe Day) কবে সম্পন্ন হয়?
প্ৰশ্নঃ কত খ্রিস্টাব্দে হিটলার পোল্যান্ড আক্রমণ করেন?
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্ৰশ্নঃ লেন্ড লিজ কী? এটি কবে চালু হয়?
প্ৰশ্নঃ আনশ্লষ বলতে কী বোঝো? এটি কবে সম্পন্ন হয়েছিল?
প্ৰশ্নঃ কবে, কাদের মধ্যে রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি স্বাক্ষরিত হয়?
প্ৰশ্নঃ হিটলারের প্রতি ব্রিটেন-ফ্রান্সের তোষণ নীতি গ্রহণের কারণ কী?
প্ৰশ্নঃ কোন ঘটনার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত?
প্ৰশ্নঃ কোন দুই শক্তিজোটের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল?
প্ৰশ্নঃ কবে, কাদের মধ্যে মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
প্ৰশ্নঃ চেম্বারলেন-এর পরিচয় দাও।
প্ৰশ্নঃ বলতে কী বোঝো?
প্ৰশ্নঃ স্টালিনগ্রাডের যুদ্ধ গুরুত্বপূর্ণ কেন?
প্ৰশ্নঃ টীকা লেখো: রোম-বার্লিন-টোকিও অক্ষজোট।
প্ৰশ্নঃ 'ক্যাশ অ্যান্ড ক্যারি' নীতি বলতে কী বোঝো?
প্ৰশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধে 'অক্ষশক্তি'ভুক্ত ছিল কোন কোন দেশ?
প্ৰশ্নঃ রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি বলতে কী বোঝো?
প্ৰশ্নঃ ঠান্ডা লড়ায় বলতে কী বোঝো?
প্ৰশ্নঃ পার্ল হারবার ঘটনা কী?
প্ৰশ্নঃ কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয় রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি?
প্ৰশ্নঃ হিটলার কেন পোল্যান্ড আক্রমণ করেন?
প্ৰশ্নঃ জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদের মধ্যে কী মিল আছে?
প্ৰশ্নঃ অ্যান্টি কমিন্টার্ন চুক্তি বলতে কী বোঝো?
প্ৰশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্র কী কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিল?
প্ৰশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান কেন্দ্রগুলির পরিচয় দাও।
প্ৰশ্নঃ ইতালির অ্যাবিসিনিয়া দখলের গুরুত্ব কী ছিল?
প্ৰশ্নঃ ইতালি কর্তৃক অ্যাবিসিনিয়া (ইথিওপিয়া) আক্রমণ বিষয়ে লেখো।
প্ৰশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি হেরে গিয়েছিল কেন?