পরিমাপ

    👉Paid Answer (For Membership User)


সঠিক উত্তরটি নির্বাচন করো।


প্রশ্নঃ পারসেক কীসের একক?


(a) সময়


(b) দূরত্ব✓


© কম্পাঙ্ক


(d) ভর।


প্ৰশ্নঃ নীচের কোনটি সবচেয়ে বড়ো একক?


(a) কিলোমিটার


(b) আলোকবর্ষ


© অ্যাস্ট্রোনমিক্যাল একক


(d) পারসেক।


প্ৰশ্নঃ যে রাশিটির একক তিনটি মূল একক দ্বারা গঠিত তা হলো-


(a) ত্বরণ


(b) দ্রুতি


© ঘনত্ব


(d) ভরবেগ।


প্ৰশ্নঃ 1 ন্যানোমিটার = কত মিটার?


(a) 10-3    


(b) 10-6  


© 10-9 


(d) 10-12


প্রশ্নঃ কোন এককের সাহায্যে দৈর্ঘ্য মাপা যায় না?


(a) ফার্মি


(b) ক্যান্ডেলা


© মাইক্রন


(d) আলোকবর্ষ।


প্রশ্নঃ চাপের মাত্রীয় সংকেত হলো- 


(a) [MLT-1


(b) [ML2T2


© [ML-1T-2] 


(d) [ML-1T-1]


প্রশ্নঃ কোনটি মাত্রাহীন রাশি নয়?


(a) আপেক্ষিক গুরুত্ব


(b) দ্রাব্যতা 


© ভরবেগ


(d) পারমাণবিক গুরুত্ব।


প্রশ্নঃ মাত্রাবিহীন কিন্তু এককযুক্ত রাশিটি হলো-


(a) চাপ


(b) বেগ


© ঘনকোণ


(d) ক্ষেত্রফল।


প্রশ্নঃ  বলের মাত্রীয় সংকেত-


(a) [MLT-2]


(b) [ML-1T-1


© [ML2T-2]


(d) [LT-2].


প্রশ্নঃ  কোন এককটি ক্ষুদ্রতম? 


(a) মিলিমিটার


(b) অ্যাংস্ট্রম 


© ফার্মি 


(d) মিটার।



অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর


প্রশ্নঃ আলোকবর্ষের একক মৌলিক না লব্ধ?


উত্তরঃ মৌলিক


প্রশ্নঃ এক আলোকবর্ষ = কত কিমি?


উত্তরঃ  9.46 × 1012  কিমি।


প্রশ্নঃ একক কী?


উত্তরঃ কোনো একটি ভৌত রাশির নির্দিষ্ট সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরে প্রদত্ত রাশিটির বা সমজাতীয় রাশিকে পরিমাপ করা হয় যা আন্তর্জাতিকভাবে অনুমোদিত।


প্রশ্নঃ 1 ক্যারাট = কত গ্রাম?


উত্তরঃ 1 ক্যারাট = 0.2 গ্রাম।


প্রশ্নঃ 1 গ্যালন = কত লিটার?


উত্তরঃ 1 গ্যালন = 4.536 লিটার।


প্রশ্নঃ ওজন বাক্সে বাটখারাগুলি কী অনুপাতে থাকে?


উত্তরঃ 5:2:2:1 অনুপাতে।


প্রশ্নঃ অণু-পরমাণুর ভর মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়?


উত্তরঃ a.m.u (atomic mass unit)


প্রশ্নঃ স্কেলার রাশি কাকে বলে? উদাহরণ দাও।


উত্তরঃ যেসকল রাশির মান আছে, কিন্তু অভিমুখ বা দিক নেই তাকে স্কেলার রাশি বলে। যেমন - দৈর্ঘ্য, ভর, ঘনত্ব, সময় ইত্যাদি।


প্রশ্নঃ 1Å অ্যাংস্ট্রম = কত মিটার?


উত্তরঃ 1Å (অ্যাংস্ট্রম) = 10-10  মিটার।


প্রশ্নঃ ভালো তুলাযন্ত্রের আবশ্যকীয় গুণগুলি কী?


উত্তরঃ তুলাযন্ত্রটি নির্ভুল হবে, সুবেদী হবে, সুস্থিত হবে, তুলাযন্ত্রটি দৃঢ় হবে।


প্রশ্নঃ ভেক্টর রাশি কাকে বলে? উদাহরণ দাও।


উত্তরঃ যেসকল রাশির মান ও অভিমুখ দুইই আছে তাকে ভেক্টর রাশি বলে। যেমন- বেগ, ত্বরণ, সরণ, বল ইত্যাদি।


প্রশ্নঃ রাশি বা ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কাকে বলে?


উত্তরঃ যা কিছু পরিমাপ করা সম্ভব তাকেই রাশি বলে। যেমন- দৈর্ঘ্য, ভর, আয়তন উয়তা ইত্যাদি।


প্রশ্নঃ রাশি কয় প্রকার ও কী কী?


উত্তরঃ রাশি দুই প্রকার। যথা-  (1) স্কেলার রাশি ও  (2) ভেক্টর রাশি।



সংক্ষিপ্ত প্রশ্নোত্তর


প্রশ্নঃ দশমিক পদ্ধতির সুবিধা কী?


উত্তরঃ এই পদ্ধতিতে শুধুমাত্র দশমিক বিন্দু ডান দিক বা বাম দিকে সরিয়ে বিভিন্ন ছোটো বা বড়ো একক পাওয়া যায়।


প্রশ্নঃ তুলাযন্ত্রের সুবেদিতা বলতে কী বোঝো? সুবেদিতার শর্তগুলি লেখো।


উত্তরঃ সুবেদিতা: যে তুলাযন্ত্রের সাহায্যে ভরের খুব সামান্য পার্থক্য খুব ভালোভাবে মাপা যায় তাকে সুবেদী তুলা বলে।


➡ সুবেদিতার শর্ত: (1) তুলাযন্ত্রের বাহু দু'টিকে দীর্ঘ হতে হবে। (2) দণ্ডটি হাল্কা হবে। (3)দণ্ডের ভরকেন্দ্র আলম্বের খুব কাছাকাছি হতে হবে। (4) সূচকের দৈর্ঘ্য বড়ো হবে।


প্রশ্নঃ মাপনী চোঙ ও স্টপওয়াচের সাহায্যে কীভাবে কল থেকে জল পড়ার হার নির্ণয় করবে?


উত্তরঃ স্টপওয়াচ চালু করে নির্দিষ্ট সময়ের জন্য মাপনী চোঙে কল থেকে জল সংগ্রহ করা হলো। মনে করি, । সেকেন্ড সময়ে গৃহীত জলের আয়তন V সিসি।


.:. জল পড়ার হার = Vt সিসি/সেকেন্ড।


প্রশ্নঃ সাধারণ স্কেলের সাহায্যে কীভাবে একটি বইয়ের পাতার বেধ মাপবে?


উত্তরঃ একটি বই-এর 100টি পাতাকে একসাথে জোরে চেপে ধরে স্কেলের সাহায়ে 100টি পাতার বেধ বার বার পরিমাপ করলাম। মনে করি, 100টি পাতার গড় বেধ। সেমি।.. একটি পাতার বেধ = L100 সেমি।


প্রশ্নঃ মাপনী চোঙের মধ্যে ঢুকবে না এমন একটি পাথরের টুকরোর আয়তন তুমি কীভাবে নির্ণয় করবে?


উত্তরঃ পার্শ্বনলযুক্ত একটি কাচের চোঙ নিলাম, যাতে পাথরের টুকরোটি প্রবেশ করতে। পারে। চোঙটিতে জল ঢালতে থাকলে একসময় পার্শ্বনল দিয়ে জল বেরিয়ে যেতে থাকবে এবার জল ঢালা বন্ধ করলাম। এবার একটি মোম লাগানো সরু সুতোতে পাথরটিকে বেঁধে জলের মধ্যে নিমজ্জিত করলাম। পার্শ্বনলের নীচে একটি মাপনী চোঙ রেখে অপসারিত জলের আয়তন পরিমাপ করলাম। মাপনী চোঙের জলের আয়তনই হলো পাথরের আয়তন


প্রশ্নঃ এককবিহীন রাশি কী? উদাহরণ দাও।


উত্তরঃ কোনো ভৌত রাশি দু'টি সমজাতীয় রাশির অনুপাত হলে তার কোনো একক থাকে না। সেই সকল রাশিকে এককবিহীন রাশি বলে। যেমন আপেক্ষিক গুরুত্ব। পারমাণবিক ভর,


প্রশ্নঃ লিটারের সংজ্ঞায় 4°C উয়তার কথা উল্লেখ থাকে কেন?


উত্তরঃ 4°C উয়তায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি। অন্য যেকোনো উন্নতায় জলের ঘনত্ব কমে যায়, ফলে 1 লিটার জলের আয়তনও বেশি হয়। তাই আয়তনের একক লিটারের ক্ষেত্রে 4°C উয়তার উল্লেখ থাকে।


প্রশ্নঃ লব্ধ একক কাকে বলে? উদাহরণ দাও।


উত্তরঃ এক বা একাধিক মৌলিক একক থেকে অন্যান্য যেসমস্ত একক প্রস্তুত করা যায়, তাকে লব্ধ একক বলে। যেমন ক্ষেত্রফল, ঘনত্ব, বেগ, ত্বরণের একক।


প্রশ্নঃ লম্বন ভুল কী?


উত্তরঃ স্কেলের সাহায্যে মাপ নেওয়ার সময় স্কেলের পাঠবিন্দুর সাথে চোখের দৃষ্টিরেখা সমকোণে না রাখলে চোখের বিভিন্ন অবস্থানে পাঠ বিভিন্ন হবে। এই ত্রুটিকে লম্বন ভুল বলা হয়।


প্রশ্নঃ এমন একটি ভৌত রাশির উদাহরণ দাও যার একক আছে কিন্তু মাত্রা নেই।


উত্তরঃ কোণের একক হলো 'রেডিয়ান'। কিন্তু এর মাত্রা নেই।


প্রশ্নঃ এককের প্রয়োজনীয়তা কী?


উত্তরঃ (1) দৈনন্দিন জীবনে হিসাবনিকাশের অসুবিধা দূর করার জন্য।


(2) পরিমাপ সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়।


(3) পৃথিবীর বিভিন্ন দেশে যাতে পরিমাপ একই থাকে।


প্রশ্নঃ ভৌত রাশির মাত্রা কাকে বলে?


উত্তরঃ কোনো ভৌত রাশির লব্ধ এককে প্রকাশ করতে দৈর্ঘ্য, ভর ও সময় এই তিনটি মৌলিক একক যে ঘাতে উন্নীত করার দরকার হয়, তাকে ভৌত রাশির মাত্রা বলে।


প্রশ্নঃ মৌলিক একক কাকে বলে? উদাহরণ দাও।


উত্তরঃ যে রাশিগুলির একক অন্য কোনো এককের উপর নির্ভর করে না এবং যে রাশিগুলির একক থেকে অন্যান্য রাশিগুলির একক গঠন করা যায়, তাদের মৌলিক একক বলে। যেমন- দৈর্ঘ্য, ভর ও সময়।



দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নোত্তর


প্রশ্নঃ ভালো তুলাযন্ত্রে কী কী আবশ্যকীয় গুণ থাকা প্রয়োজন?


উত্তরঃ




Important Question Answer 

(For Paid User)

Join our membership Plan 

(সকলো পাঠৰ Paid উত্তৰবোৰ চাব পাৰিব)




Type - Boby Bora



Paid Answer Link (Membership User) 




1. উত্তরহীন প্রশ্ন ও উত্তর সেখানে দেখা যাবে

2 বিনামূল্যে উত্তর পান থেকে এটি প্রয়োগ করুন 

3. এটি পণ্য কোড (Product Code) ব্যবহার করুন :  DAM000060