তাপ
👉Paid Answer (For Membership User)
সঠিক উত্তরটি নির্বাচন করো।
প্রশ্নঃ আপেক্ষিক তাপের মাত্রীয় সংকেত-
(a) LT-2 k-1
(b) L2T-1K-1
© L2T-2K-1✓
(d) L3T-2K-1
প্রশ্নঃ স্পর্শ করে বেশি ঠান্ডা মনে হবে-
(a) 0°C উদ্বৃতার জল
(b) 0°C উষ্ণতার বরফ
© বরফ ও জলের মিশ্রণ
(d) বরফ ও নুনের মিশ্রণ।
প্রশ্নঃ লীনতাপের মাত্রীয় সংকেত হলো-
(a) M0L2T-2✓
(b) ML2T-2
© MLT-2
(d) ML2T-1
প্রশ্নঃ SI পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান হলো-
(a) 4.2 জুল ক্যালোরি-1
(b) 4.2 107 আর্গ-1
© 1✓
(d) 4200 জুল ক্যালোরি-1
প্রশ্নঃ কার আপেক্ষিক তাপ সর্বাপেক্ষা বেশি?
(a) তামা
(b) হাইড্রোজেন
© জল
(d) রূপা।
প্রশ্নঃ ফুটন্ত জল স্টিমে পরিণত হচ্ছে। এই অবস্থায় জলের আপেক্ষিক তাপ-
(a) শূন্য
(b) এক
© অসীম✓
(d) এক অপেক্ষা কম।
প্রশ্নঃ যে উয়তায় জলের ঘনত্ব সর্বাধিক তা হলো-
(a) 32°F
(b) 39.2°F✓
© 42°F
(d) 4°F.
প্রশ্নঃ সম্পূর্ণ শুষ্ক বায়ুর শিশিরাঙ্ক কত?
(a) 0°C
(b) 10°C
© বায়ুমণ্ডলের তাপমাত্রার সমান
(d) এক্ষেত্রে শিশিরাঙ্কের অস্তিত্ব
থাকে না।
প্রশ্নঃ কোনটি দিয়ে ক্যালোরিমিটার তৈরি হয়?
(a) কাচ
(b) তামা
© কাঠ
(d) কাচ অথবা তামা।
প্রশ্নঃ ক্যালোরিমিতিক তরল পদার্থ রূপে নীচের কোনটি ব্যবহার করা সবচেয়ে সুবিধাজনক?
(a) জল
(b) কেরোসিন
© পারদ
(d) অ্যানিলিন।✓
প্রশ্নঃ কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ নীচের কোনটির উপর নির্ভরশীল নয়?
(a) বস্তুর ঘনত্ব✓
(b) বস্তুর ভর
© আপেক্ষিক তাপ
(d) তাপমাত্রার পরিবর্তন।
প্রশ্নঃ অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত করার উপায় হলো-
(a) আয়তন কমানো
(b) চাপ বাড়ানো
© উন্নতা কমানো
(d) সবক'টিই।
প্রশ্নঃ শীতপ্রধান দেশের জলাশয়ের উপর জমে যাওয়া বরফের স্তরের ঠিক নীচের জলের উন্নতা-
(a) 0°C
(b) 4°C
© -4°C
(d) কোনোটিই নয়।
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্নঃ কোন উন্নতায় বিশুদ্ধ জলের ঘনত্ব সবচেয়ে বেশি।
উত্তর: 4°C উয়তায়।
প্রশ্নঃ অসম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে?
উত্তর: নির্দিষ্ট উন্নতায় কোনো আবদ্ধ পাত্রে বাষ্পের চাপ ঐ উন্নতায় সর্বোচ্চ বাষ্পচাপের থেকে কম হলে, তাকে ঐ আবদ্ধ পাত্রের অসম্পৃক্ত বাষ্পচাপ বলে।
প্রশ্নঃ ক্যালোরিমিটার কী?
উত্তর: যে যন্ত্রের সাহায্যে বস্তুর তাপ মাপা হয় তাকে ক্যালোরিমিটার বলে।
প্রশ্নঃ সম্পৃক্ত বাষ্প বলতে কী বোঝো?
উত্তর: কোনো নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট আয়তনের আবদ্ধ পাত্রে সর্বোচ্চ পরিমাণ বাষ্প উপস্থিত থাকলে ঐ বাষ্পকে সম্পৃক্ত বাষ্প বলে।
প্রশ্নঃ ধোঁয়াশা কী?
উত্তর: ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশে যে ঘন দূষিত কুয়াশা সৃষ্টি করে তাকে ধোঁয়াশা বলে।
প্রশ্নঃ C.G.S ও S.I পদ্ধতিতে লীনতাপের একক কী?
উত্তর: C.G.S পদ্ধতিতে লীনতাপের একক ক্যালোরি/গ্রাম। S.I পদ্ধতিতে লীনতাপের একক জুল/গ্রাম।
প্রশ্নঃ বরফ গলনের লীনতাপ 80 Cal/g বলতে কী বোঝো?
উত্তর: 0°C উন্নতার 1 গ্রাম বরফকে 0°C উয়তার 1 গ্রাম জলে পরিণত করতে ৪০ ক্যালোরি তাপের প্রয়োজন হয়।
প্রশ্নঃ তাপ কয় প্রকার ও কী কী?
উত্তর: দুই প্রকার - বোধগম্য তাপ ও লীনতাপ।
প্রশ্নঃ অসম্পৃক্ত বাষ্প বলতে কী বোঝো?
উত্তর: কোনো নির্দিষ্ট উন্নতায়, নির্দিষ্ট আয়তনের আবদ্ধ পাত্রে সর্বোচ্চ যে পরিমাণ বাষ্প থাকা দরকার, তার থেকে কম পরিমাণ থাকলে তাকে অসম্পৃক্ত বাষ্প বলে।
প্রশ্নঃ লীনতাপের মাত্রিক সংকেত নির্ণয় করো।
উত্তর: লীনতাপের মাত্রা = তাপের মাত্রা/ভরের মাত্রা = ML2T-2/ M = L2T-2
প্রশ্নঃ সম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে?
উত্তর: নির্দিষ্ট উয়তায় কোনো আবদ্ধ পাত্রে বাষ্পের চাপ ঐ উয়তায় সর্বোচ্চ বাষ্পচাপের সমান হলে, তাকে ঐ আবদ্ধ পাত্রের সম্পৃক্ত বাষ্পচাপ বলা হয়।
প্রশ্নঃ আপেক্ষিক তাপের সংজ্ঞা দাও।
উত্তর: একক ভরের কোনো বস্তুর একক উন্নতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, তাকে ঐ বস্তুর আপেক্ষিক তাপ বলে।
প্রশ্নঃ তাপ কী?
উত্তর: তাপ হলো এক প্রকার শক্তি যা ঠান্ডা ও গরমের অনুভূতি সৃষ্টি করে এবং যা গ্রহণ করলে বস্তু গরম হয়, বর্জন করলে বস্তু ঠান্ডা হয়।
প্রশ্নঃ C.G.S ও SI পদ্ধতিতে তাপের এককগুলি কী?
উত্তর: তাপের C.G.S একক ক্যালোরি এবং SI একক জুল।
প্রশ্নঃ সম্পৃক্ত বাষ্প ও অসম্পৃক্ত বাষ্পের মধ্যে কোনটি গ্যাসের সূত্র মেনে চলে না?
উত্তর: সম্পৃক্ত বাষ্প।
প্রশ্নঃ কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
উত্তর: বস্তুর ভর, ও বস্তুর উয়তা ও বস্তুর উপাদানের আপেক্ষিক তাপের উপর।
প্রশ্নঃ জলের বাষ্পীভবনের লীনতাপ 537 Cal/g বলতে কী বোঝো?
উত্তর: 100°C উয়তার 1 গ্রাম
জলকে 100°C উয়তার 1 গ্রাম বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি
তাপ লাগে।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্নঃ শিশির কী?
উত্তর: ভোরবেলায় বায়ুর উয়তা শিশিরাঙ্কের নীচে নেমে গেলে বায়ুর মধ্যে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দুর আকারে ঘাসের উপর জমা হয়। একেই শিশির বলে।
প্রশ্নঃ তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা জুলের সূত্রটি লেখো।
উত্তর: কার্যকে সম্পূর্ণরূপে তাপে অথবা তাপকে সম্পূর্ণরূপে কার্যে রূপান্তরিত করা হলে, কৃতকার্য ও রূপান্তরিত তাপ পরস্পর সমানুপাতিক হয়।
.. W H বা W = JH [J হলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক।]
প্রশ্নঃ শহরাঞ্চলে বেশি কুয়াশা হয় কেন?
উত্তর: শহরাঞ্চলে বেশি কলকারখানা ও যানবাহন চলার জন বায়ুমণ্ডলে ধোঁয়া, ধুলিকণা, কয়লার গুঁড়ো বেশি পরিমাণে ভেসে বেড়ায়। এই কারণে শহরাঞ্চলে ঘন কুয়াশা দেখা যায়।
প্রশ্নঃ লীনতাপ বলতে কী বোঝো?
উত্তর: নির্দিষ্ট চাপে, একক ভরের কোনো পদার্থের উয়তার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপের প্রয়োগ বা নিষ্কাশন করতে হয়, তাকে লীনতাপ বলে।
প্রশ্নঃ তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞা দাও। এর মান কত?
উত্তর: যে পরিমাণ যান্ত্রিক কার্য সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত হলে এক একক পরিমাণ তাপ উৎপন্ন হয়, তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে।
SI পদ্ধতিতে J-এর মান 4.2 জুল/ক্যালোরি।
প্রশ্নঃ শিশিরাঙ্ক বলতে কী বোঝো?
উত্তর: যে উষ্ণতায় কোনো স্থানের বায়ু তার মধ্যে থাকা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সেই উয়তাকে ঐ স্থানের বায়ুর শিশিরাঙ্ক বলে।
প্রশ্নঃ তাপ গতিবিদ্যার প্রথম সূত্র বা জুলের সূত্রের গাণিতিক রূপটি লেখো। অথবা, কৃতকার্য ও তাপের মধ্যে সম্পর্ক কী?
উত্তর: কৃতকার্য = W এবং
উৎপন্ন বা প্রযুক্ত তাপ = H হলে, জুলের
সূত্রানুসারে W H বা W =
JH [J হলো
তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক।]
দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নোত্তর
প্রশ্নঃ বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বলতে কী বোঝো?
উত্তর: কোনো নির্দিষ্ট উন্নতায়, একটি নির্দিষ্ট আয়তনের বায়ুর মধ্যে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ এবং ঐ একই উন্নতায় সম আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ এই দুই-এর অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে।
.. আপেক্ষিক আর্দ্রতা = নিদিষ্ট উষ্ণতায় নির্দিষ্টি আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভরনির্দিষ্ট উষ্ণতায় ঐ আয়তন বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয জলীয় বাষ্পের ভর
প্রশ্নঃ ভালোভাবে শিশির জমার শর্তগুলি লেখো।
উত্তর:(1) আকাশ মেঘমুক্ত থাকলে ভূপৃষ্ঠ তাড়াতাড়ি তাপ বিকিরণ করে দ্রুত শীতল হয়, কলে তাপমাত্রা শিশিরাঙ্কের নীচে নেমে যায়। (2) বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে। (3) বায়ু চলাচল কম হলে।
প্রশ্নঃ উঁচু গাছের পাতার চেয়ে ঘাসের উপর শিশির বেশি জমে কেন?
উত্তরঃ ভূপৃষ্ঠ থেকে উচুতে থাকা গাছের পাতাসংলগ্ন বাতাস ঠান্ডা ও ভারী হয়ে নীচে নেমে আসে এবং উয় ও হালকা বাতাস ওই শূন্যস্থান পুরণ করে। তাই গাছের প্রতাসংলগ্ন বাতাসের উন্নতা দ্রুত শিশিরাঙ্কের নীচে নামে না কিন্তু ঘাস ভূপৃষ্ঠের কিহাকাছি থাকায় ঠান্ডা ও ভারী বাতাসের সংস্পর্শে বেশিক্ষণ থাকে এবং ভূপৃষ্ঠসংলগ্ন বাতাসের উয়তা দ্রুত শিশিরাঙ্কের নীচে নেমে যায়। ফলে উঁচু গাছের পাতার চেয়ে ঘাসের উপর শিশির বেশি জমে।
প্রশ্নঃ কোনো একদিনের আপেক্ষিক আর্দ্রতা 90% বলতে কী বোঝো?
উত্তরঃ কোনো একদিনের আপেক্ষিক আর্দ্রতা 90% বলতে বোঝায়, বায়ুর স্বাভাবিক উন্নতায় নির্দিষ্ট আয়তনের সম্পৃক্ত বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তার শতকরা 90 ভাগ জলীয় বাষ্প ঐ বায়ুমন্ডলে উপস্থিত আছে।
প্রশ্নঃ ভেজা কাপড় বর্ষাকাল অপেক্ষা শীতকালে তাড়াতাড়ি শুকোয় কেন?
উত্তরঃ বর্ষাকালের বায়ুর আর্দ্রতা শীতকালের বায়ুর আর্দ্রতা অপেক্ষা অনেক বেশি। শীতকালের বায়ুর আর্দ্রতা কম হওয়ায় শীতকালে বাষ্পায়নের হার তুলনামূলকভাবে বেশি। তাই বর্ষাকাল অপেক্ষা শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকোয়।
প্রশ্নঃ শীতকালে ভোরে পুকুরের জলের উপর কুয়াশা জমতে দেখা যায় কেন?
উত্তরঃ শীতকালে বায়ু শুষ্ক থাকায় আর্দ্রতা কম হয়, ফলে জলের বাষ্পীভবনের হার বেশি হয়। তাই শীতকালে পুকুরের জলের উপরের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অপেক্ষাকৃত বেশি থাকে। বায়ুর উয়তা শিশিরাঙ্কের নীচে নেমে গেলে বায়ুমধ্যস্থ কিছু জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কুয়াশার সৃষ্টি করে। এই কারণে শীতকালে ভোরে পুকুরের জলের উপর কুয়াশা দেখা দেয়।
প্রশ্নঃ জলজ প্রাণীর জীবনধারণের উপর জলের ব্যতিক্রান্ত প্রসারের প্রভাব আলোচনা করো।
উত্তরঃ
প্রশ্নঃ ক্যালোরিমিতির মূল নীতিটি লেখো।
উত্তরঃ ভিন্ন উন্নতার দু'টি বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখলে তাদের মধ্যে তাপের আদানপ্রদান হতে থাকে, যতক্ষণ পর্যন্ত উভয় বস্তুর উষ্ণতা সমান না হয়।
বাইরে থেকে তাপের কোনো আদানপ্রদান না ঘটলে, উয় বায়ুর দ্বারা বর্জিত তাপ = শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ।
প্রশ্নঃ মেঘ কীভাবে সৃষ্টি হয়?
উত্তরঃ জলীয় বাষ্প বায়ুর থেকে হালকা বলে উপরে উঠে যায়। ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যায় বায়ুর চাপ তত কমতে থাকে। ভূপৃষ্ঠের উপরে চাপ কম থাকায় এই জলীয় বাষ্প আয়তনে বৃদ্ধি পায়, ফলে তার উন্নতা হ্রাস পায়। এমনিতে বায়ুমণ্ডলের উপরের স্তরে উন্নতা কম থাকে। ফলে ঐ জলীয় বাষ্পের উয়তা আরও কমে গিয়ে শিশিরাঙ্কের নীচে নেমে যায়। ফলে ঐ জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দুর আকারে ধূলিকণাকে অবলম্বন করে ভেসে বেড়ায়। একেই মেঘ বলে।
প্রশ্নঃ কুয়াশা কীভাবে সৃষ্টি হয়?
উত্তরঃ যদি কোনো কারণে বায়ুমণ্ডলের বিস্তীর্ণ এলাকার উয়তা কমে শিশিরাঙ্কের নীচে নেমে যায়, তবে ঐ বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ধারণের ক্ষমতা কমে যায়, তখন বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ছোটো ছোটো জলকণার আকারে বায়ুতে ভাসমান ধুলিকণাকে আশ্রয় করে ভাসতে থাকে। একেই বলা হয় কুয়াশা।
প্রশ্নঃ আপেক্ষিক তাপের এককগুলি লেখো।
উত্তরঃ C.G.S পদ্ধতিতে আপেক্ষক তাপের একক ক্যালোরি/গ্রাম°C
SI পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক জুল/কেজি কেলভিন।
প্রশ্নঃ জলের ব্যতিক্রান্ত প্রসার বলতে কী বোঝো?
উত্তরঃ সাধারণত উন্নতা বৃদ্ধিতে তরল পদার্থের আয়তন বাড়ে। এটিই সাধারণ নিয়ম। কিন্তু জলের ক্ষেত্রে এই নিয়মের কিছুটা ব্যতিক্রম ঘটে। পরীক্ষা করে দেখা গেছে, 0°C উন্নতা থেকে 4°C উন্নতা পর্যন্ত জলের আয়তন কমতে থাকে। 4°C-এর পর উয়তা বাড়ালে ওর আয়তন অন্যান্য তরলের মতোই বাড়তে থাকে। জলের এইরূপ প্রসারণকে ব্যতিক্রান্ত প্রসার বলে।
উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন
Paid Answer Link (Membership User)