পরমাণুর
গঠন
সঠিক উত্তরটি নির্বাচন করো।
প্রশ্নঃ পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা সর্বাধিক-
(a) 2
(b) 8✓
© 18
(d) 32.
প্রশ্নঃ যে কণাটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে না,
(a) প্রোটন
(b) নিউট্রন
© ইলেকট্রন✓
(d) কোনোটিই নয়।
প্রশ্নঃ নিউট্রন আবিষ্কার করেন-
(a) গোল্ডস্টাইন
(b) স্যাডউইক✓
© থমসন
(d) ডালটন।
প্রশ্নঃ পরমাণুকে একটি ধনাত্মক আধানযুক্ত সুষম গোলকরূপে কল্পনা করেন-
(a) থমসন✓
(b) রাদারফোর্ড
© বোর
(d) স্যাডউইক।
প্রশ্নঃ পরমাণুর সবচেয়ে হালকা কণিকাটি হলো-
(a) প্রোটন
(b) ইলেকট্রন✓
© নিউট্রন
(d) কোনোটিই নয়।
প্রশ্নঃ ইলেকট্রন আবিষ্কার করেন-
(a) থমসন✓
(b) গোল্ডস্টাইন
© স্যাডউইক
(d) ডালটন।
প্রশ্নঃ নিউক্লিয়াসের ব্যাস প্রায়-
(a) 10-13 সেমি✓
(b) 10-8 সেমি
© 10-6 সেমি
(d) 10 সেমি।
প্রশ্নঃ প্রোটন আবিষ্কার করেন-
(a) স্যাডউইক
(b) থমসন
© গোল্ডস্টাইন✓
(d) রাদারফোর্ড।
প্রশ্নঃ পরমাণুর সবচেয়ে ভারী কণাটি হলো-
(a) প্রোটন
(b) ইলেকট্রন
© নিউট্রন✓
(d) কোনোটিই নয়।
প্রশ্নঃ নিউট্রনবিহীন একটি পরমাণু হলো-
(a) প্রোটিয়াম✓
(b) ডয়টেরিয়াম
© ট্রিটিয়াম
(d) অক্সিজেন।
প্রশ্নঃ আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করেন-
(a) ডালটন
(b) জে. জে. থমসন
© বোর
(d) রাদারফোর্ড।
প্রশ্নঃ পরমাণুর আধানশূন্য কণিকাটি হলো-
(a) প্রোটন
(b) ইলেকট্রন
© নিউট্রন✓
(d) মেসন।
প্রশ্নঃ মৌলের রাসায়নিক ধর্মের জন্য দায়ী-
(a) প্রোটন
(b) ইলেকট্রন
© নিউট্রন
(d) প্রোটন এবং ইলেকট্রন।✓
প্রশ্নঃ আইসোটোপগুলির
(a) ভরসংখ্যা সমান হয়
(b) পারমাণবিক সংখ্যা সমান হয়✓
© নিউট্রন সংখ্যা সমান হয়
(d) ভরসংখ্যা ও পারমাণবিক সংখ্যা দুই-ই সমান হয়।
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্নঃ এমন একটি মৌলের নাম লেখো যার পারমাণবিক সংখ্যা ও ভরসংখ্যা সমান
উত্তরঃ সাধারণ হাইড্রোজেন।
প্রশ্নঃ নিউক্লিয়াসে কী কী কণিকা থাকে?
উত্তরঃ নিউট্রন ও প্রোটন।
প্রশ্নঃ পরমাণুর উপাদান কণাগুলির মধ্যে নিস্তড়িৎ কণা কোনটি?
উত্তরঃ নিউট্রন।
প্রশ্নঃ কোনো পরমাণুতে উপস্থিত নিউট্রন ও প্রোটনের মোট সংখ্যাকে কী বলে?
উত্তরঃ ভরসংখ্যা।
প্রশ্নঃ নিউক্লিয়ন কী?
উত্তরঃ পরমাণুর নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রন কণা দু'টিকে একত্রে নিউক্লিয়ন বলে।
প্রশ্নঃ কোন পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন নেই?
উত্তরঃ সাধারণ হাইড্রোজেন।
প্রশ্নঃ পরমাণুর যোজ্যতা কক্ষ কাকে বলে?
উত্তরঃ পরমাণুর নিউক্লিয়াস থেকে সর্বাপেক্ষা দূরের কক্ষপথকে যোজ্যতা কক্ষ বলে।
প্রশ্নঃ Mg-এর পারমাণবিক সংখ্যা 12; MG2+ আয়নের ইলেকট্রন সংখ্যা কত?
উত্তরঃ 10 ।
প্রশ্নঃ ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের মধ্যে কার ভর বেশি?
উত্তরঃ নিউট্রন।
প্রশ্নঃ ইলেকট্রনের ভর কত?
উত্তরঃ 9.11 × 10-28 গ্রাম বা 0.0054esu ।
প্রশ্নঃ ভরসংখ্যা কাকে বলে?
উত্তরঃ কোনো মৌলের নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলা হয় ভরসংখ্যা।
প্রশ্নঃ পরমাণুর মূল কণিকা কী কী?
উত্তরঃ ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন।
প্রশ্নঃ পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে?
উত্তরঃ কোনো
মৌলের নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে সেই সংখ্যাকে পারমাণকি সংখ্যা বলে।
দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নোত্তর
প্রশ্নঃ α, β ও y রশ্মির মধ্যে তুলনা করো।
উত্তরঃ
প্রশ্নঃ পরমাণু নিস্তড়িৎ হয় কেন?
উত্তরঃ পরমাণুর কেন্দ্রে অবস্থিত মোট প্রোটন সংখ্যা বা ধনাত্মক আধান এবং বিভিন্ন কক্ষপথে উপস্থিত মোট ইলেকট্রন সংখ্যা বা ঋণাত্মক আধান-এর সংখ্যা পরস্পর সমান তাই পরমাণু নিস্তড়িৎ।
প্রশ্নঃ CI আয়নে উপস্থিত তড়িৎগ্রস্থ কণার মোট সংখ্যা কত? [Cl -এর পারমাণবিক সংখ্যা 17 ]।
উত্তরঃ প্রোটন সংখ্যা = 17, ইলেকট্রন সংখ্যা = 17 + 1 = 18
মোট তড়িৎগ্রস্থ কণার সংখ্যা = 17+18=35
প্রশ্নঃ মুখ্য শক্তিস্তর বা কোয়ান্টাম স্তর কাকে বলে?
উত্তরঃ নির্দিষ্ট কক্ষপথগুলিতে ঘোরার সময় ইলেকট্রনগুলি কোনো শক্তি বিকিরণ করে না। এই কক্ষপথগুলিকে মুখ্য শক্তিস্তর বা কোয়ান্টাম স্তর বলে।
প্রশ্নঃ পরমাণু ও আয়নের মধ্যে পার্থক্য লেখো।
উত্তরঃ
প্রশ্নঃ নিউক্লিয়াসের বাইরে থাকা ইলেকট্রনগুলি ধনাত্মক এবং নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটনগুলি ধনাত্মক, তবে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসে গিয়ে পড়ে না কেন?
উত্তরঃ ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার পথে তীব্র বেগে আবর্তন করার জন্য যে কেন্দ্রাতিগ বল উৎপন্ন হয় তা পজিটিভ আধানযুক্ত প্রোটন ও নেগেটিভ আধানযুক্ত ইলেকট্রনের মধ্যে ক্রিয়ারত স্থির তড়িৎ আকর্ষণ বলের সমান ও বিপরীতমুখী। এই জন্য ইলেকট্রনগুলি নিউক্লিয়াসে আছড়ে পড়ে না।
প্রশ্নঃ নিউক্লিয় বল কী এবং এটি কীভাবে সৃষ্টি হয়?
উত্তরঃ নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন ও প্রোটনের প্রতিনিয়ত রূপান্তর ঘটে অর্থাৎ প্রোটন নিউট্রনে এবং নিউট্রন প্রোটনে রূপান্তরিত হয়। এর ফলে কণাগুলির মধ্যে একপ্রকার তীব্র আকর্ষণ বলের সৃষ্টি হয়। একে নিউক্লিয় বল বলা হয়।
প্রশ্নঃ আইসোটোপ বা সমস্থানিক কাকে বলে?
উত্তরঃ
প্রশ্নঃ রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি লেখো।
উত্তরঃ (1) রাদারফোর্ডের পরমাণু মডেল পরমাণুর স্থায়িত্বের ব্যাখ্যা দিতে পারে না কারণ ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকলে তা থেকে তড়িৎচুম্বকী শক্তির বিকিরণ ঘটবে। ফলে ইলেকট্রনগুলির শক্তি ক্রমশ হ্রাস পাবে এবং তাদের কক্ষপথে পরিধি ক্রমশ কমতে থাকবে, একসময় তা নিউক্লিয়াসের উপর এসে পড়বে।
(2) ইলেকট্রনগুলির নিরবচ্ছিন্ন বিকিরণের ফলে নিরবচ্ছিন্ন রেখা বর্ণালির পাওয়ার কথা। কিন্তু পরীক্ষায় পরমাণু থেকে বিচ্ছিন্ন রেখা বর্ণালি পাওয়া যায়। রাদারফোর্ডের পরমাণু মডেল রেখা বর্ণালির ব্যাখ্যা দিতে পারে না।
(3) রাদারফোর্ডের পরমাণু মডেল ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের গতিবেগ ও শক্তি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারে না।
প্রশ্নঃ আইসোটোন কাকে বলে?
উত্তরঃ
প্রশ্নঃ আইসোবার কাকে বলে?
উত্তরঃ
প্রশ্নঃ একটি পরমাণুর k কক্ষে ২টি, L কক্ষে ৪টি এবং M কক্ষে 3টি ইলেট্রন বর্তমান। পরমাণুটির পারমাণবিক সংখ্যা কত? পরমাণুটি থেকে 3টি ইলেকট্রন সরিয়ে নিলে কী হবে?
উত্তরঃ পরমাণুটির ইলেকট্রন সংখ্যা = 2+8+3 = 13
প্রোটন সংখ্যা = 13. পারমাণবিক সংখ্যা = 13
3টি ইলেকট্রন সরিয়ে নিলেও প্রোটন সংখ্যা একই থাকবে। পরমাণুটি ক্যাটায়নে পরিণত হবে।
প্রশ্নঃ বোর ও রাদারফোর্ডের সাধারণ পরমাণু মডেলটি লেখো।
উত্তরঃ (1) নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি যেকোনো কক্ষপথে ঘুরতে পারে না।
(2) ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে কয়েকটি নির্দিষ্ট শক্তি বিশিষ্ট স্থায়ী কক্ষপথে ঘোরে। (3) স্থায়ী কক্ষপথগুলির এক-একটির শক্তি এক-একরকম। (4) স্থায়ী কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলি শক্তি বিকিরণ করে না। (5) উচ্চশক্তিবিশিষ্ট কক্ষপথ থেকে যখন ইলেকট্রনগুলি নিম্নশক্তিবিশিষ্ট কক্ষপথে লাফ দেয়, তখন শক্তির বিকিরণ ঘটে।
প্রশ্নঃ রাদারফোর্ডের পরমাণুর মডেলটি লেখো।
উত্তরঃ রাদারফোর্ড যে পরমাণুর মডেলটি প্রকাশ করেন তা নিম্নরূপ:
(1) পরমাণুর দু'টি
অংশ ধনাত্মক আধানবিশিষ্ট নিউক্লিয়াস ও ধনাত্মক আধানবিশিষ্ট নিউক্লিয়াস বহির্ভূত
অংশ। (2) পরমাণুর প্রায় সমগ্র ভর পরমাণুটির কেন্দ্রে অর্থাৎ
নিউক্লিয়াসে অতি ক্ষুদ্র স্থানে কেন্দ্রীভূত থাকে।(3) পরমাণু
নিরেট নয়, এর বেশিরভাগ অংশই ফাঁকা।(4) নিউক্লিয়াস
পজিটিভ আধানবিশিষ্ট। (5) নিউক্লিয়াসের আকার সমগ্র পরমাণুর
তুলনায় খুবই ক্ষুদ্র।(6) নিউক্লিয়াসের মধ্যে মোট যতগুলি
পজিটিভ প্রোটন কণা আছে, নিউক্লিয়াসের বাইরে ঠিক ততগুলিই
নেগেটিভ ইলেকট্রন কণা বর্তমান। (7) নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলি
নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে।
উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন
Paid Answer Link (Membership User)
1. উত্তরহীন প্রশ্ন ও উত্তর সেখানে দেখা যাবে
2 বিনামূল্যে উত্তর পান থেকে এটি প্রয়োগ করুন