মোল সম্পর্কিত ধারণা
👉Paid Answer (For Membership User)
সঠিক উত্তরটি নির্বাচন করো।
প্রশ্নঃ অ্যাভোগাড্রো সংখ্যার মান-
(a) 0.6022 × 1023
(b) 60.22 ×1023
© 6.022 x 1023
(d) 6.023 × 1023✓
প্রশ্নঃ অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় করেন-
(a) অ্যাভোগাড্রো
(b) ডালটন
© মিনিকাস✓
(d) রাদারফোর্ড।
প্রশ্নঃ 18 গ্রাম জলে অণুর সংখ্যা-
(a) 0.622 × 1023
(b) 6.022 × 1023✓
© 12.044 × 1023
(d) 0 18.
প্রশ্নঃ STP-তে 2 গ্রাম-অণু CO₂-এর আয়তন-
(a) 22.4 লিটার
(b) 44.8 লিটার✓
© 11.2 লিটার
(d) 2.24 লিটার।
প্রশ্নঃ 1 amu =
Ⓐ 1 গ্রাম
(b) 1.6605 গ্রাম
© 1.6605 × 10-24 গ্রাম✓
(d) 1.6605 × 1023 গ্রাম.
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্নঃ সংকেত ভর কাকে বলে?
উত্তর: কোনো আয়নীয় যৌগের সংকেতে উপস্থিত পরমাণুগুলির পারমাণবিক ভরে সমষ্টিকে ওই যৌগটির সংকেত ভর বলা হয়।
প্রশ্নঃ এক গ্রাম পরমাণু বা গ্রাম পারমাণবিক ভর কাকে বলে?
উত্তরঃ কোনো মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয়, তত গ্রাম ভরকে ওই মৌলের গ্রাম পারমাণবিক ভর বা এক গ্রাম পরমাণু বলে।
প্রশ্নঃ মৌলের পারমাণবিকতা বলতে কী বোঝো?
উত্তরঃ কোনো মৌলের একটি অণুতে যতগুলি পরমাণু বর্তমান সেই সংখ্যাকে মৌলের পারমাণবিকতা বলে।
প্রশ্নঃ গ্রাম সংকেত ভর কাকে বলে?
উত্তরঃ কোনো আয়নীয় যৌগের সংকেত ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয়, তত গ্রাম ভরকে গ্রাম সংকেত ভর বলা হয়।
প্রশ্নঃ গ্রাম-অণু বা গ্রাম-মোল বা 1 মোল অণু বলতে কী বোঝো?
উত্তরঃ কোনো মৌল বা যৌগের 6.023 × 1023 সংখ্যক অণুর ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে গ্রাম অণু বা গ্রাম মোল বলা হয়।
প্রশ্নঃ গ্রাম-আণবিক ভর কাকে বলে?
উত্তর: কোনো মৌল বা যৌগের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় তত গ্রাম ভরকে ওই পদার্থের গ্রাম-আণবিক ভর বলে।
প্রশ্নঃ আণবিক ভর কাকে বলে?
উত্তর: কোনো মৌল বা যৌগের একটি অণুতে উপস্থিত পরমাণুগুলির পারমাণবিক ভরের সমষ্টিকে ওই পদার্থের আণবিক ভর বলে।
প্রশ্নঃ মোল বলতে কী বোঝায়?
উত্তর: কোনো মৌল বা যৌগের যে পরিমাণে 6.023 × 1023সংখ্যক প্রাথমিক কণা (অণু বা পরমাণু) থাকে, সেই পরিমাণকে 1 মোল বলা হয়।
প্রশ্নঃ অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে? এর মান কত?
উত্তর: কোনো মৌল বা যৌগের (কঠিন, তরল বা গ্যাসীয়) 1 গ্রাম অণুতে যত সংখ্যক অণু বর্তমান, সেই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে।
এর মান N = 6.023 × 1023
প্রশ্নঃ প্রমাণ চাপ ও উয়তায় যেকোনো গ্যাসীয় পদার্থের গ্রাম-আণবিক আয়তন বা মোলার আয়তন কত?
উত্তর: 22.4 লিটার।
দীর্ঘ
উত্তরধর্মী প্রশ্নোত্তর
প্রশ্নঃ 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত?
উত্তরঃ জলের গ্রাম আণবিক ওজন = 18গ্রাম
18 গ্রাম জলে 6.023 1023
প্রশ্নঃ 9 গ্রাম জলে এবং 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত?
উত্তরঃ 18 গ্রাম জলে অণুর সংখ্যা = 6.023 1023
1 গ্রাম জলে অণুর সংখ্যা = 6.023 102318 = 0.335 1023
9 গ্রাম জলে অণুর সংখ্যা = 6.023 102318 9 = 3.015 1023
প্রশ্নঃ কার্বন স্কেলে (C = 12) পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব-এর সংজ্ঞা দাও।
উত্তরঃ কার্বনের (12C) একটি পরমাণুর ভরকে একক ধরে কোনো মৌলের একা পরমাণু একটি কার্বন পরমাণুর / অংশের তুলনায় যত গুণ ভারী, সেই সংখ্যাকে ½ মৌলের পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব বলে।
প্রশ্নঃ অ্যাভোগাড্রো সূত্রের অবদান কী?
উত্তর: অ্যাভোগাড্রো সূত্রের অবদান :
(1) অ্যাভোগাড্রোর সূত্র অণু ও পরমাণুর পার্থক্য নির্দেশ করে।
(2) এই সূত্রের সাহায্যে গ্যাস-আয়তন সূত্র প্রমাণ করা যায়।
(3) এই সূত্র থেকে জানা যায়- (a) নিষ্ক্রিয় গ্যাস ছাড়া অন্যান্য গ্যাসীয় মৌলের অণু দ্বিপরমাণুক। (b) প্রমাণ চাপে ও উয়তায় সমস্ত গ্যাসের গ্রাম-আণবিক আয়ত 22.4 লিটার।
(4) অ্যাভোগাড্রোর সূত্রের সাহায্যে গ্যাসীয় যৌগের আণবিক সংকেত নির্ণা করা যায়।
প্রশ্নঃ গ্রাম-পারমাণবিক ভর বা গ্রাম-পরমাণু কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: গ্রাম-পারমাণবিক ভর বা গ্রাম-পরমাণু : কোনো মৌলের পারমাণবিক ভরবে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয়, তত গ্রাম ভরের মৌলিক পদার্থকে ওই মৌলের গ্রাম-পরমাণু বলে।
যেমন- অক্সিজেনের পারমাণবিক ভর = 16; সুতরাং অক্সিজেনের গ্রাম-পারমাণবিক ভর = 16 গ্রামবা, 1 গ্রাম-পরমাণু অক্সিজেন= 16 গ্রাম অক্সিজেন।
অনুরূপে, নাইট্রোজেনের পারমাণবিক ভর = 14
সুতরাং, 1 গ্রাম-পরমাণু নাইট্রোজেন বলতে বোঝায় 14 গ্রাম নাইট্রোজেন।
প্রশ্নঃ অক্সিজেন স্কেলে (0 = 16) পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্বের সংজ্ঞা দাও।
উত্তর: অক্সিজেনের (160) একটি পরমাণুর ভরকে একক ধরে, কোনো মৌলের একটি পরমাণু একটি অক্সিজেন পরমাণুর 116 অংশের তুলনায় যত গুণ ভারী, সেই সংখ্যাকে ঐ মৌলের পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব বলে।
প্রশ্নঃ গ্রাম-আণবিক আয়তন বা মোলার আয়তন কাকে বলে? STP-তে এর মান কত?
উত্তর: প্রমাণ উন্নতা ও চাপে যেকোনো গ্যাসীয় পদার্থের 1 মোল অণুর আয়তনকে মোলার আয়তন বলে।
যেকোনো গ্যাসের ক্ষেত্রে প্রমাণ উন্নতা বা চাপে (STP-তে) মোলার আয়তন 22.4 লিটার।
প্রশ্নঃ হাইড্রোজেন স্কেলে (H = 1) পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব-এর সংজ্ঞা দাও।
উত্তর: সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেনের 1টি পরমাণুর ভরকে একক ধরে, কোনো মৌলের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় যত গুণ ভারী, সেই সংখ্যাকে ঐ মৌলের পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব বলে।
প্রশ্নঃ 1 লিটার জলের অণুর সংখ্যা কত? [জলের ঘনত্ব 1g/m/]
উত্তর: 1 লিটার বা 1000m/ জলের ভর = আয়ন × ঘনত্ব
=1000mIx1g/mI
=1000 গ্রাম
... 18 গ্রাম জলে অণুর সংখ্যা =6.023 × 1023
1 গ্রাম জলে অণুর সংখ্যা = 6.023 102318
1000 গ্রাম জলে অণুর সংখ্যা = 6.023 102318 1000
= 3.35 1025
প্রশ্নঃ পারমাণবিক ভর একক (a.m.u) কাকে বলে?
উত্তরঃ য়ে এককের সাহায্যে মৌলের একটি পরমাণুর প্রকৃত ভরকে প্রকাশ করা হয় এবং যার মান একটি 12C পরমাণুর প্রকৃত ভরের 112 অংশের সঙ্গে সমান, তাকে পারমাণবিক ভর একক বা Atomic mass unit বা amu বলা হয়। 1 amu = 1.6605 10-24 গ্রাম
প্রশ্নঃ 66 গ্রাম কার্বন ডাই-অক্সাইডে কত মোল কার্বন ডাই-অক্সাইড আছে?
উত্তরঃ CO2 -এর আণবিক ভর = 44
44 মোল CO2 = 1 মোল CO2
1 মোল CO2 = 144 মোল
66 মোল CO2 = 144 66 মোল = 1.5 মোল।
প্রশ্নঃ মোল কাকে বলে?
উত্তরঃ মোল: যে পরিমাণ পদার্থের (গ্রামে প্রকাশিত ভর) মধ্যে অ্যাভোগাড্রো সংখক (6.023 × 1023) উপাদান কণা, যেমন- অণু, পরমাণু, আয়ন, মূলক, ইলেকট্রন ইত্যাদি উপস্থিত থাকে, সেই পরিমাণ পদার্থকে ওই পদার্থের এক মোল বলে।
যেমন- 1 মোল হাইড্রোজেন অণু বলতে বোঝায়, 6.023 × 1023 সংখ্যক হাইড্রোজেন অণুর গ্রামে প্রকাশিত ভর।
অনুরূপে, 1 মোল হাইড্রোজেন পরমাণু বলতে বোঝায়, 6.022 × 1023 সংখ্যক হাইড্রোজেন অণুর গ্রামে প্রকাশিত ভর।
উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন
Paid Answer Link (Membership User)
1. উত্তরহীন প্রশ্ন ও উত্তর সেখানে দেখা যাবে
2 বিনামূল্যে উত্তর পান থেকে এটি প্রয়োগ করুন