পদার্থ: গঠন ও ধর্ম
👉Paid Answer (For Membership User)
সঠিক উত্তরটি নির্বাচন করো।
প্রশ্নঃ কোনো তরলকে নাড়ালে এটি শেষ পর্যন্ত এসে স্থির হয়ে যায়, কারণ-
(a) জাড্য
(b) পৃষ্ঠটান
© সান্দ্রতা✓
(d)ঘর্ষণ।
প্রশ্নঃ কোন পদার্থের সান্দ্রতা সর্বোচ্চ?
(a) জল
(b) পারদ
© অক্সিজেন
(d) হাইড্রোজেন।
প্রশ্নঃ পড়ন্ত বৃষ্টির ফোঁটার প্রান্তীয় বেগ লাভ করার কারণ হলো-
(a) বায়ুর সান্দ্রতা✓
(b) বায়ুর ঊর্ধ্বঘাত
© বায়ুপ্রবাহ
(d) পৃষ্ঠটান।
প্রশ্নঃ SI পদ্ধতিতে ঘাতের একক হলো-
(a) Nm-2
(b) Nm²
© N
(d) Nm¹.
প্রশ্নঃ বার্নোলির নীতি কোন রাশির সংরক্ষণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত?
(a) ভর
(b) ভরবেগ
© শক্তি
(d) সবক'টিই।
প্রশ্নঃ তরলের মুক্ততল তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল ন্যূনতম রাখতে চায়। এটির কারণ হলো-
(a) অভিকর্ষ
(b) সান্দ্রতা
© স্থিতিস্থাপকতা
(d) পৃষ্ঠটান।
প্রশ্নঃ পৃষ্ঠটানের একক কোন ভৌত রাশির এককের সঙ্গে অভিন্ন?
(a) ইয়ং গুণাঙ্ক
(b) অনুদৈর্ঘ্য পীড়ন
© প্লবতা
(d) স্প্রিং-এর বল ধ্রুবক।✓
প্রশ্নঃ নীচের কোন বৈশিষ্ট্যটি ঝালাই-এর কাজে লাগে?
(a) ঘর্ষণ
(b) স্থিতিস্থাপকতা
© সান্দ্রতা
(d) পৃষ্ঠটান।✓
প্রশ্নঃ কোন পদার্থটির স্থিতিস্থাপকতা সর্বাপেক্ষা বেশি?
(a) ইস্পাত✓
(b) তামা
© রবার
(d) স্পঞ্জ।
প্রশ্নঃ যে ধর্মের জন্য প্রবাহী তার পাশাপাশি স্তরের মধ্যে আপেক্ষিক গতিকে বাধা দেয় তাকে বলে-
(a) সান্দ্রতা
(b) পৃষ্ঠটান
© স্থিতিস্থাপকতা
(d) ঘর্ষণ।
প্রশ্নঃ কোন তাপমাত্রায় জলের পৃষ্ঠটান সর্বনিম্ন হয়?
(a) 5°C
(b) 20°C
© 50°C
(d) 75°C.
প্রশ্নঃ SI-তে পৃষ্ঠটানের একক হলো-
(a) Nm.
(b) N-1 m
© Nm-1
(d) N-1 m-1,
প্রশ্নঃ সান্দ্রতার সঙ্গে যার নিকটতর সম্পর্ক সেটি হলো-
(a) প্লবতা
(b) স্থিতিস্থাপকতা
© ঘর্ষণ
(d) জাড্য।
প্রশ্নঃ সেন্ট স্প্রেয়ার-এর কার্য যে নীতির ওপর প্রতিষ্ঠিত তা হলো-
(a) আর্কিমিডিসের সূত্র
(b) টরিসেলির সূত্র
© বার্নোলির সূত্র✓
(d) হুকের সূত্র।
প্রশ্নঃ বায়ুর ইয়ং গুণাঙ্ক-
(a) অসীম
(b) শূন্য
© 1-এর বেশি কিন্তু অসীম নয়
(d) 1-এর কম কিন্তু শূন্য নয়।
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্নঃ ব্যারোমিটার কী?
উত্তর: এই যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়।
প্রশ্নঃ বায়ুশূন্য স্থানে সাইফন কাজ করে কি?
উত্তর: করতে পারে না।
প্রশ্নঃ তরলে সম্পূর্ণ নিমজ্জিত বস্তুর গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্লবতা ও চাপের কী পরিবর্তন হয়?
উত্তর: প্লবতা এবং চাপ উভয়ই বাড়ে।
প্রশ্নঃ কঠিন, তরল ও গ্যাসের মধ্যে কারা প্রবাহী?
উত্তর: তরল ও গ্যাস।
প্রশ্নঃ প্রবাহী বা ফ্লুইড কী?
উত্তর: যেসমস্ত পদার্থ এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয় তাকে প্রবাহী বা ফ্লুইড বলে। তরল ও গ্যাসকে প্রবাহী বলা হয়।
প্রশ্নঃ তরলের চাপ কাকে বলে?
উত্তর: তরলের মধ্যে কোনো বিন্দুতে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে।
প্রশ্নঃ চাপের একক কী?
উত্তর: পাস্কাল Pa |
প্রশ্নঃ 'R' গভীরতায় 'd' ঘনত্বের তরলের অভ্যন্তরের চাপ (p) কত?
উত্তর: চাপ (p) = hdg|
প্রশ্নঃ চাপের মাত্রিক সংকেত লেখো।
উত্তর: ML-1 T-2
প্রশ্নঃ ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে কমতে থাকলে কী বোঝা যায়?
উত্তর: ঝড়ের সম্ভাবনা আছে।
প্রশ্নঃ প্লবতা কী কী বিষয়ের উপর নির্ভর করে?
উত্তর: (1) বস্তুর আয়তন, (2) তরল বা গ্যাসের ঘনত্ব, (3) অভিকর্ষজ ত্বরণ।
প্রশ্নঃ কোন ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় না?
উত্তর: অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য হয় না। কারণ ওই বস্তুর ওজন শূন্য হয়।
প্রশ্নঃ প্লবতার মাত্রিক সংকেত লেখো।
উত্তর: MLT-2
প্রশ্নঃ তরলে ভাসমান বস্তুটির সাম্যের শর্ত কী?
উত্তর: ভাসমান বস্তুর ভারকেন্দ্র এবং প্লবতা কেন্দ্র একই উল্লম্ব রেখায় থাকবে।
প্রশ্নঃ ভাসমান বস্তুর আপাত ওজন কত?
উত্তর: শূন্য।
প্রশ্নঃ তরলের অভ্যন্তরে পৃষ্ঠটান কাজ করে কি?
উত্তর: করে না।
প্রশ্নঃ তাপমাত্রার উপর সান্দ্রতা কীভাবে নির্ভর করে?
উত্তর: উষ্ণতা বৃদ্ধি পেলে তরলের সান্দ্রতা হ্রাস পায়, কিন্তু উয়তা বৃদ্ধিতে গ্যাসের সান্দ্রতা বৃদ্ধি পায়।
প্রশ্নঃ চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক কী?
উত্তর: চাপ = ঘাতক্ষেত্ৰফল
প্রশ্নঃ প্লবতা কোনদিকে ক্রিয়া করে?
উত্তরঃ অভিকর্ষের বিপরীত দিকে।
প্রশ্নঃ স্থির তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
উত্তরঃ (1) গভীরতা, (2) ঘনত্ব, (3) অভিকর্ষীয় ত্বরণ।
প্রশ্নঃ তরলে নিমজ্জিত বস্তুর প্লবতা বস্তুর গভীরতার সাথে কীভাবে নির্ভর করে?
উত্তরঃ সম্পূর্ণ নিমজ্জিত বস্তুর ক্ষেত্রে প্লবতা বস্তুর গভীরতার উপর নির্ভর করে না।
প্রশ্নঃ অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য কি?
উত্তরঃ প্রযোজ্য নয়।
প্রশ্নঃ তরলের কোন ধর্মের জন্য বৃষ্টির ফোঁটা গোলাকার হয়?
উত্তর: পৃষ্ঠটান।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্নঃ বিকৃতি বলতে কী বোঝো?
উত্তর: বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর দৈর্ঘ্য, আয়তন বা আকারের পরিবর্তন ঘটে। প্রাথমিক দৈর্ঘ্য, আয়তন বা আকারের তুলনায় এই পরিবর্তন যত গুণ, তাকেই বিকৃতি বলে।
প্রশ্নঃ সাইফন কী?
উত্তর: সাইফন হলো একটি বাঁকানো নল যার সাহায্যে পাত্রকে না নাড়িয়ে এক পাে থেকে অন্য পাত্রে তরলকে স্থানান্তরিত করা হয়। ইয়
প্রশ্নঃ বার্নৌলির উপপাদ্য বা বার্নৌলির নীতিটি লেখো।
উত্তর: কোনো বিন্দুতে প্রবাহের বেগ বৃদ্ধি পেলে সেখানে চাপ হ্রাস পাবে এবা অপরপক্ষে বেগ হ্রাস পেলে চাপ বৃদ্ধি পাবে।
দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নোত্তর
প্রশ্নঃ তরলের সান্দ্রতা বলতে কী বোঝো?
উত্তর: প্রবাহীর প্রবাহের সময় দু'টি পাশাপাশি স্তরের মধ্যে বেগের পার্থক্য থাকলে প্রবাহী তার সহজাত ধর্মের জন্য বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধার সৃষ্টি করে, প্রবাহীর এই ধর্মকে সান্দ্রতা বলে।
প্রশ্নঃ অনুদৈর্ঘ্য পীড়ন কাকে বলে?
উত্তর: কোনো বস্তুর উপর বল বা টান প্রয়োগ করে দৈর্ঘ্য বরাবর বিকৃতি ঘটানোর চেষ্টা করলে বস্তুর অভ্যন্তরে এক প্রকার প্রতিক্রিয়া বল বস্তুর একক ক্ষেত্রফলের ওপর। লম্বভাবে ক্রিয়া করে। একে বলা হয় অনুদৈর্ঘ্য পীড়ন।
প্রশ্নঃ প্লবতা কী?
উত্তর: স্থির তরল বা গ্যাসে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে, ওই তরল বা গ্যাস বস্তুটির উপর লম্বভাবে একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। এই বলকেই প্লবতা বলে।
প্রশ্নঃ বায়ুমণ্ডলের প্রমাণ চাপের মান নির্ণয় করো।
উত্তর: প্রমাণ চাপ = পারদস্তম্ভের উচ্চতা পারদের ঘনত্ব অভিকর্ষজ ত্বরণ
=76×13.596 x 980 ডাইন/সেমি²
=1.013250 × 106 ডাইন/সেমি =101325 নিউটন/মিটার²
প্রশ্নঃ ধারারেখ প্রবাহ বা শান্তপ্রবাহ কী?
উত্তর: প্রবাহীর প্রবাহের সময় প্রবাহীর কণাগুলির মধ্যে কোনো সংঘর্ষ না হলে, প্রবাহকালে প্রবাহীর যেকোনো বিন্দুতে প্রবাহীর বেগের মান ও দিক সর্বদা একই থাকে। এই ধরনের প্রবাহকে ধারারেখ প্রবাহ বা শান্তপ্রবাহ বলে।
প্রশ্নঃ ইয়ং গুণাঙ্ক কাক বোলে? এর একক এবং মাত্রা লেখো।
উত্তর: স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ইয়ং গুণাঙ্ক বলা হয়।
ইয়ং গুণাঙ্ক = অনুদৈর্ঘ্য পীড়নঅনুদৈর্ঘ্য বিকৃতি
C.G.S পদ্ধতিতে এর একক ডাইন / সেমি2 এবং S.I একক নিউটন / মিটার2 এর মাত্রা ML-1T-2
প্রশ্নঃ সাইফন ক্রিয়ার শর্তগুলি লেখো।
উত্তর: (1) বায়ুমণ্ডলের চাপের প্রভাবেই সাইফন ক্রিয়া করে। বায়ুশূন্য স্থানে সাইফন কাজ করে না। (2) যে পাত্র থেকে তরল স্থানান্তরিত করা হবে, সেই পাত্রের তরলের উচ্চতা, যে পাত্রে তরল স্থানান্তরিত করতে হবে সেই পাত্রের তরলের উচ্চতা থেকে বেশি হবে। (3) যে তরলকে স্থানান্তরিত করা হবে, সাইফনকে সেই তরল দ্বারা পরিপূর্ণ করতে হবে। (4) নলে যেন কোনো ছিদ্র না থাকে।
প্রশ্নঃ সাইফন-এর দু'টি ব্যবহার লেখো।
উত্তর: (1) তেলের ড্রাম থেকে তেল বের করতে। (2) শৌচাগারের স্বয়ংক্রিয় ফ্লাশ।
প্রশ্নঃ প্রবাহীর সীমান্ত বেগ বা প্রান্তীয় বেগ (Terminal Velocity) কী?
উত্তর: সান্দ্রতাজনিত বাধা বলের মান অভিকর্ষজ বলের সমান হলে বস্তুর ওপর কার্যকর বল শূন্য হয়। তখন বস্তুটি স্থির বেগে মাধ্যমের মধ্যে দিয়ে পড়তে থাকে। এই বেগকে বস্তুর প্রান্তীয় বেগ বলে।
প্রশ্নঃ আর্কিমিডিসের নীতিটি লেখো।
উত্তর: কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলেই বস্তুটির আপাত ওজন হ্রাস পায় বলে মনে হয়। এই আপাত ওজন হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান হয়।
প্রশ্নঃ অনুদৈর্ঘ্য বিকৃতি কাকে বলে?
উত্তর: কোনো বস্তুর উপর বল বা টান প্রয়োগ করলে বস্তুর দৈর্ঘ্যের হ্রাস বা বৃদ্ধি ঘটে। এই পরিবর্তনকে অনুদৈর্ঘ্য বিকৃতি বলে।
প্রশ্নঃ স্থিতিস্থাপকতা কাকে বলে?
উত্তর: বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো বস্তুর আকৃতি পরিবর্তন করলে এবং ঐ বল সরিয়ে নিলে বস্তুটি পূর্বের আকৃতি ফিরে পায়। বস্তুর এই ধর্মকে স্থিতিস্থাপকতা বলে।
প্রশ্নঃ পীড়ন কাকে বলে?
উত্তর: কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর বিকৃতি ঘটে। বল প্রয়োগ কা বস্তুকে বিকৃত করতে চাইলে বস্তুটির মধ্যে বিকৃতি প্রতিরোধকারী প্রতিক্রিয়া বলের স্বা হয়। এই প্রতিক্রিয়া বলকে পীড়ন বলে।
প্রশ্নঃ বরফ জলে ভাসে কেন?
উত্তর: বস্তুর ঘনত্ব তরলের ঘনত্ব অপেক্ষা কম হলে বস্তুটি আংশিক নিমজ্জিত অবস্থা তরলে ভাসে। জল জমে বরফে পরিণত হলে সেটির ঘনত্ব কমে যায়। 1 ঘনসেমি জলে ভর 1 গ্রাম অথচ ওই 1 ঘনসেমি জল জমে বরফে পরিণত হলে সেটির ভর দাঁড়ায় 0.9 গ্রাম। কাজেই বরফ সমআয়তন জলের চেয়ে হালকা। সেজন্য বরফ জলে ভাসে।
প্রশ্নঃ দ্রুতগতিতে ছুটন্ত ট্রেনের কাছে দাঁড়ানো নিরাপদ নয় কেন?
উত্তর: দ্রুতগামী ট্রেনের গতির ফলে ট্রেনের পাশাপাশি স্নায়ুর বেগ অত্যন্ত বেশি হয় বার্নোলির নীতি অনুযায়ী দূরের বায়ুচাপের চেয়ে ট্রেনের কাছের বায়ুচাপ কমে যায় তখন উচ্চচাপের বায়ু ব্যক্তিকে ট্রেনের দিকে ঠেলে দেয়, যার ফলে দুর্ঘটনা ঘটতে পারে
প্রশ্নঃ স্থিতিস্থাপক সীমা কী?
উত্তর: কোনো বস্তুর উপর একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বল প্রয়োগ করলে বস্তুটি বিকৃতি ঘটে এবং বল অপসারণ করলে বস্তুটি পূর্বের আকৃতিতে ফিরে আসে। কিন্তু এ সীমার অধিক বল প্রয়োগ করলে বস্তুটি আর পূর্বের আকৃতি ফিরে পায় না। এই সীমানে স্থিতিস্থাপক সীমা বলে।
প্রশ্নঃ স্থিতিস্থাপকতা-সংক্রান্ত হুকের সূত্রটি লেখো।
উত্তর: উন্নতা অপরিবর্তিত থাকলে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি অনুপা সর্বদা ধ্রুবক।
অর্থাৎ = পীড়নবিকৃতি = ধ্রুবক
প্রশ্নঃ জলে একখণ্ড কপূর ফেললে তাকে ইতস্তত ছোটাছুটি করতে দেখা যায় কেন?
উত্তর: কপূর জলে অসমভাবে দ্রবীভূত হয়। যে জায়গায় কপূর বেশি দ্রবীভূত হ সেখানে জল কপূর দ্বারা দূষিত হওয়ায় সেখানকার পৃষ্ঠটান অন্য জায়গার থেকে করে যায়। পৃষ্ঠটানের পার্থক্যের জন্য একটি অসমবল কপূরের উপরে কাজ করে।
প্রশ্নঃ একটি ডুবোজাহাজ কীভাবে কখনো ভেসে বা কখনো নিমজ্জিত হয়ে চলতে পারে বুঝিয়ে বলো।
উত্তর: ডুবোজাহাজে কতকগুলি প্রকোষ্ঠ থাকে যেগুলিকে ইচ্ছেমতো জলপূর্ণ বা বায়ুপূর্ণ করা যায়। এই প্রকোষ্ঠগুলিকে ব্যালাস্ট ট্যাঙ্ক বলে। ট্যাঙ্কগুলি যখন বায়ুপূর্ণ থাকে তখন ডুবোজাহাজটি সাধারণ জাহাজের মতো ভেসে থাকতে পারে। যখন ডুবোজাহাজটিকে জলের মধ্যে ডোবানোর দরকার হয় তখন পাম্পের সাহায্যে ওই ট্যাঙ্কগুলি জলপূর্ণ করা হয়। ফলে জাহাজের ওজন সমআয়তন জলের ওজনের চেয়ে বেশি হয় এবং ডুবোজাহাজটি জলের মধ্যে নির্দিষ্ট গভীরতায় চলাফেরা করতে পারে। পাম্পের সাহায্যে ট্যাঙ্কগুলি খালি করে দিলে ডুবোজাহাজটি হালকা হয়ে আবার ভেসে উঠতে পারে।
প্রশ্নঃ তরলের পৃষ্ঠটান কী কী বিষয়ের উপর নির্ভর করে?
উত্তর: (1) জলের তলের উপর তেল বা চর্বিজাতীয় পদার্থ ফেললে তরলের পৃষ্ঠটান কমে যায়। (2) তরলে জৈব যৌগ দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান কমে। (3) তরলে অজৈব যৌগ দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান বাড়ে। (3) উষ্ণতা বাড়লে পৃষ্ঠটান কমে।
প্রশ্নঃ জলের ওপর তেলের ফোঁটা দিলে তা চারদিকে ছড়িয়ে পড়ে কেন?
উত্তরঃ পৃষ্ঠটানের জন্য তরলের উপরের পৃষ্ঠ বা মুক্ত পৃষ্ঠে ফোঁটা ফেললে তার পৃষ্ঠটান কমে যায়। ফলে জলের উপর পৃষ্ঠে তেলের কণাগুলি সংকুচিত না হয়ে প্রসারিত হতে থাকে এবং চারিদিকে ছড়িয়ে পড়ে।
প্রশ্নঃ অশান্ত প্রবাহ (Critical Velocity) কাকে বলে?
উত্তরঃ প্রবাহীর বেগ সন্নিবেগের বেশি হলে প্রবাহীর কণাগুলির গতিপথের অভিমুখ সমগ্র প্রবাহীর অভিমুখের সঙ্গে একমুখী না হয়ে এদিক-ওদিক (Zigzag) হয়ে যায়। ফলে কণাগুলির মধ্যে অনবরত ধাক্কা হয়, স্থানে স্থানে আবর্ত ও ঘূর্ণির সৃষ্টি হয়। এই ধরনের প্রবাহকে অশান্ত প্রবাহ হলে।
প্রশ্নঃ স্প্রিং-এর বলধুবক বলতে কী বোঝো? এর সাহায্যে স্প্রিং-এর কোন ধর্ম পরিমাপ করা হয়?
উত্তরঃ একটি স্প্রিংকে দৃঢ় অবলম্বনে ঝুলিয়ে রেখে তার অপর প্রান্তে একটি প্রসারক বল F প্রয়োগ করলে স্প্রিংটির দৈর্ঘ্য বৃদ্ধি ঘটল।
হুকের সূত্রানুসারে F x বা, F = kx [k ধ্রুবক]। এই ধ্রুবকটিকে বলা হয় বলধ্রুবক। অর্থাৎ স্প্রিং-এর একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রযুক্ত বলকেই স্প্রিং-এর বলধ্রুবক বলা হয়।
এর সাহায্যে স্প্রিং-এর নমনীয়তা ধর্ম পরিমাপ করা হয়।
প্রশ্নঃ তরল বা কঠিনের আপেক্ষিক ঘনত্ব নির্ণয়ে জলের তাপমাত্রা 4°C রাখা হয় কেন?
উত্তর: কঠিন বা তরলের আপেক্ষিক ঘনত্ব নির্ণয়ে জলকে প্রমাণ বস্তু হিসেবে গ্রহণ কর হয়। সম আয়তন জল অপেক্ষা কোনো বস্তু (কঠিন বা তরল) কত গুণ ভারী তা দিয়ে ওই পদার্থের আপেক্ষিক ঘনত্ব বোঝানো হয়; ফলে বিভিন্ন তাপমাত্রায় একই পরিমাণ জলের আয়তন সমান হয় না। দেখা গেছে 4°C তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাপেক্ষা বেশি। তাই আপেক্ষিক ঘনত্ব বিচারে সম আয়তন জলের 4°C তাপমাত্রায় যে ওজন হয় তা-ই প্রমাণ হিসেবে গণ্য করা হয়।
প্রশ্নঃ তরলে বস্তুর ভাসনের শর্তগুলি লেখো।
উত্তরঃ মনে করি, কোনো বস্তুর ওজন =W এবং তরলে নিমজ্জিত অবস্থায় বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন বা প্লবতা =R।
... (ⅰ) W > R হলে, বস্তুটি তরলে ডুবে যাবে।
(ii) W = R হলে, বস্তুটি তরলের মধ্যে ডুবে থাকা অবস্থায় ভাসবে।
(iii) W = R হলে, বস্তুটি আংশিক নিমজ্জিত অবস্থায় তরলে ভাসবে
প্রশ্নঃ সান্দ্র বল কী কী বিষয়ের উপর নির্ভর করে?
উত্তরঃ তরলের প্রকৃতি, তরলস্তরের স্পর্শতলের ক্ষেত্রফল, তরলের বে পরিবর্তনের হারের উপর।
প্রশ্নঃ তরলের পৃষ্ঠটান কী? এর একক ও মাত্রা লেখো।
উত্তরঃ তরলের যে ধর্মের জন্য তার মুক্তপৃষ্ঠ একটি টান করা স্থিতিস্থাপক পর্দার মতে আচরণ করে তাকে পৃষ্ঠটান বলে।
পৃষ্ঠটানের CGS একক
ডাইন/সেমি এবং S.I একক নিউটন/মিটার এর মাত্রা MT-2
উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন
Paid Answer Link (Membership User)
1. উত্তরহীন প্রশ্ন ও উত্তর সেখানে দেখা যাবে
2 বিনামূল্যে উত্তর পান থেকে এটি প্রয়োগ করুন