Chapter--7
আমি দেখি
------------------------------------------
MCQ
1. 'আমি দেখি' কবিতাটি যে কাব্যগ্রন্থের-
ক) অঙ্গুরী তোর হিরণ্য জল ✔
খ) ধর্মেও আছো জিরাফেও আছো
গ) ভাত নেই পাথর রয়েছে
ঘ) প্রভু নষ্ট হয়ে যাই
2. "গাছগুলো তুলে আনো,”-গাছগুলো তুলে এনে বসাতে বলা হয়েছে-
ক) মাঠে
খ) টবে
গ) বাগানে ✔
ঘ) অরণ্যে
3. "আমার দরকার শুধু" - কবির শুধু কী দরকার?
ক) গাছ দেখা ✔
খ) সবুজ দেখা
গ) জঙ্গল দেখা
ঘ) আরোগ্য লাভ করা
4. "গাছের শরীরে দরকার"-
ক) পাতাটুকু
খ) সবুজটুকু ✔
গ) ফলটুকু
ঘ) রসটুকু
5. শরীরের জন্য দরকার-
ক) সবুজ
খ) সবুজ গাছ
গ) গাছের সবুজটুকু ✔
ঘ) সবুজ বাগান
6. "সবুজের ভীষণ দরকার"- কারণ-
ক) আরোগ্যের জন্য ✔
খ) চোখের জন্য
গ) পুষ্টির জন্য
ঘ) মনের জন্য
7. বহুদিন কবির কোথায় কাটেনি?
ক) বিদেশে
খ) গ্রামে ✔
গ) শহরে
ঘ) জঙ্গলে
8. বহুদিন ধরে কোথায় না যেতে পেরে কবি শক্তি চট্টোপাধ্যায় দুঃখিত?
ক) পাহাড়ে
খ) জঙ্গলে ✔
গ) সমুদ্রে
ঘ) দেশের বাড়িতে
9. কবি বহুদিন কোথায় আছেন?
ক) গ্রামে
খ) জঙ্গলে
গ) পাহাড়ে
ঘ) শহরে ✔
10. শহরের অসুখ হাঁ করে কেবল-
ক) সব কিছু খায়
খ) সবুজ খায় ✔
গ) সবুজ চায়
ঘ) সবুজ ধ্বংস করে
11"... হাঁ করে কেবল সবুজ খায়"-কে হাঁ করে সবুজ খায়?
ক) শহরের মানুষ
খ) গ্রামের মানুষ
গ) গৃহপালিত পশু য
ঘ) শহরের অসুখ ✔
12. "শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়"-তার ফলে কী ঘটে?
ক) পরিবেশদূষণ ঘটে
খ) শহর সবুজ হয়
গ) গ্রাম শহর হয়ে যায়
ঘ) সবুজের অনটন ঘটে ✔
13. 'সবুজের অনটন'-এর অর্থ হল-
ক ) ফসলের অভাব
খ ) তারুণ্যের অভাব
গ) বৃক্ষনিধন ✔
ঘ) জমির অভাব
14. 'আমি দেখি' কবিতায় কবির ভাষ্য অনুযায়ী দেহ যা চায়-
ক) জঙ্গল
খ) সবুজ বাগান ✔
গ) গাছ
ঘ) আরোগ্য
15 "তাই বলি...."-কবি কী বলেন?
ক) সবুজের ভীষণ দরকার
খ) গাছ তুলে আনো ✔
গ) সবুজের অনটন ঘটে
ঘ) বাগানে বসাও
16. "গাছ তুলে আনো”-এ কথাটি যাদের উদ্দেশে বলা, তারা হল-
ক) পরিবেশপ্রেমী মানুষ ✔
খ) বাগানের মালি
গ) নগরপাল
ঘ) কবিপুত্র
17. "গাছ তুলে আনো”- তুলে আনার পর সেগুলিকে কী করতে বলেছেন কবি?
ক) টবে বসাতে
খ) বাগানে বসাতে ✔
গ) ফেলে দিতে
ঘ) ছিঁড়ে ফেলতে
18. "তাই বলি, গাছ তুলে আনো/বাগানে বসাও আমি দেখি"- কারণ-
(ক) চোখ তো সবুজ চায় ✔
(খ) বহুদিন জঙ্গলে যাইনি
(গ) বহুদিন শহরেই আছি
(ঘ) শহরের অসুখ সবুজ খায়
19. আমি দেখি' কবিতার কবির চোখ চায়-
(ক) লাল
(খ) নীল
(গ) হলুদ
(ঘ) সবুজ ✔
20. সবুজ বাগানের আকাঙ্ক্ষা করে-
(ক) কবির কল্পনা
(খ) কবির হৃদয়
(গ) কৃষকেরা
(ঘ) কবির দেহ ✔
Short Question Answer
1. 'আমি দেখি' কবিতায় কবি গাছগুলো তুলে এনে কোথায় বসাতে বলেছেন?
▶ 'আমি দেখি' কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় গাছগুলো তুলে এনে বাগানে বসাতে বলেছেন।
2. "আমার দরকার শুধু..."-'আমার' শুধু কী দরকার?
▶ 'আমি দেখি' কবিতায় 'আমার' অর্থাৎ কবির শুধুই গাছ দেখা দরকার।
3. "আমার দরকার শুধু গাছ দেখা..."-কবির গাছ দেখা দরকার কেন?
▶ 'আমি দেখি' কবিতায় কবির শরীরের জন্য গাছের সবুজ প্রয়োজন বলে তাঁর গাছ দেখা দরকার।
4. 'আমি দেখি'-কবি কী দেখতে চান?
▶ 'আমি দেখি' কবিতায় কবি শুধু সবুজ গাছ দেখতে চান।
5. "গাছের সবুজটুকু শরীরে দরকার" বলা হয়েছে কেন?
▶ কবি শক্তি চট্টোপাধ্যায় তাঁর 'আমি দেখি' কবিতায় বলেছেন যে, শারীরিক ও মানসিক আরোগ্যের জন্য গাছের সবুজটুকু শরীরে অত্যন্ত দরকার।
6. 'আমি দেখি' কবিতায় গাছের প্রতি কবির আকর্ষণের কারণ কী?
▶ 'আমি দেখি' কবিতায় মানসিক সতেজতা ও শারীরিক সুস্থতা অর্থাৎ আরোগ্যলাভের লক্ষ্যে কবি গাছের প্রতি আকর্ষণ বোধ করেছেন।
7. "...ওই সবুজের ভীষণ দরকার"-এ কথার অর্থ কী?
▶ কবি শক্তি চট্টোপাধ্যায়ের 'আমি দেখি' কবিতায় "... ওই সবুজের ভীষণ দরকার" কথাটির অর্থ হল- কবির জীবনে গাছেদের উপস্থিতি খুব প্রয়োজন।
8. জঙ্গল নিয়ে কবি শক্তি চট্টোপাধ্যায় 'আমি দেখি' কবিতায় কী আক্ষেপ জানিয়েছেন?
▶ কবি শক্তি চট্টোপাধ্যায় 'আমি দেখি' কবিতায় বহুদিন জঙ্গলে যাওয়া বা জঙ্গলে দিন কাটানো হয়নি-এই আক্ষেপ জানিয়েছেন।
9. "বহুদিন জঙ্গলে কাটেনি দিন"-এ কথার অর্থ কী?
▶ 'আমি দেখি' কবিতায় "বহুদিন জঙ্গলে কাটেনি দিন"-এ কথাটির মাধ্যমে কবি সবুজের সঙ্গে তাঁর দীর্ঘকালীন বিচ্ছেদের কথা বুঝিয়েছেন।
10. "বহুদিন জঙ্গলে যাইনি"-জঙ্গলে না যাওয়ার ফলে কী হয়েছে?
▶কবি শক্তি চট্টোপাধ্যায়ের 'আমি দেখি' কবিতায় বহুদিন জঙ্গলে না যাওয়ার ফল হিসেবে কবি নাগরিক আগ্রাসন ও সবুজের হত্যালীলা দেখেছেন।
11. 'আমি দেখি' কবিতায় কোন্ জীবনের প্রতি কবির অনাস্থা প্রকাশ পেয়েছে?
▶ 'আমি দেখি' কবিতায় নগরজীবনের প্রতি কবির অনাস্থা প্রকাশ পেয়েছে।
12. 'আমি দেখি' কবিতায় কবির যে বিশেষ মানসিকতার প্রকাশ ঘটেছে তাএককথায় লেখো।
▶ 'আমি দেখি' কবিতাটিতে নগরজীবনের প্রতি কবির বিতৃয়া এবং তাঁর প্রকৃতির সান্নিধ্যলাভের আকাঙ্ক্ষাই প্রকাশিত হয়েছে।
13. "শহরের অসুখ হাঁ করে…"-'শহরের অসুখ' কী খায়?
▶ কবি শক্তি চট্টোপাধ্যায়ের 'আমি দেখি' কবিতায় বর্ণিত 'শহরের অসুখ' হাঁ করে শুধু সবুজ খায় অর্থাৎ বাইরে সবুজ প্রকৃতিকে গ্রাস করে।
14. "শহরের অসুখ হাঁ করে…"-শহরের অসুখের কারণে কী ঘটে?
▶ কবি শক্তি চট্টোপাধ্যায়ের 'আমি দেখি' কবিতায় শহরের অসুখের কারণে সবুজের অনটন অর্থাৎ বৃক্ষনিধন ঘটে।
15 . "সবুজের অনটন ঘটে…"-কোথায়, কী কারণে সবুজের অনটন ঘটে? [নমুনা প্রশ্ন) (সরিষা রামকৃয় মিশন শিক্ষামন্দির (এইচএস)।
▶ কবি শক্তি চট্টোপাধ্যায়ের 'আমি দেখি' কবিতায় 'শহরের অসুখ'-এর কারণে অর্থাৎ নগরায়ণের জন্যই শহরে সবুজের অনটন ঘটে।
16. "তাই বলি...."-কবি কী বলেছেন?
▶ 'আমি দেখি' কবিতায় কবি গাছ তুলে এনে বাগানে বসাতে বলেছেন।
17. "...গাছ তুলে আনো"-কে, কাকে এ কথা বলেছেন?
▶ 'আমি দেখি' কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় পাঠক বা সাধারণ মানুষের উদ্দেশে এ কথা বলেছেন।
18. "গাছগুলো তুলে আনো…"-গাছগুলো তুলে আনার কথা বলা হয়েছে কেন? অথবা, "গাছগুলো তুলে আনো…"-কেন এই আহবান?
▶ শক্তি চট্টোপাধ্যায় তাঁর 'আমি দেখি' কবিতায় গাছগুলো তুলে আনছে বলেছেন কারণ, সবুজ গাছ দেখা আর তার স্পর্শ কবির শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন।
19. "...বাগানে বসাও"-কে বাগানে কী বা কাকে বসাতে বলেছেন?
▶ কবি শক্তি চট্টোপাধ্যায় তাঁর 'আমি দেখি' কবিতায় গাছগুলোকে বাগাড় বসাতে বলেছেন। বলা হয়েছে?
20. "...গাছ তুলে আনো,/বাগানে বসাও..."-কেন বাগানে গাছ বসায়ে
▶ শক্তি চট্টোপাধ্যায়ের 'আমি দেখি' কবিতায় গাছগুলোকে বাগানে বসংছে বলা হয়েছে, কারণ কবির চোখ সবুজ দেখতে চায় আর তাঁর দেহ চায় সবুদ্ধ বাগানের সান্নিধ্য।
21. 'আমি দেখি' কবিতায় কবির চোখ ও দেহ কী কামনা করে?
▶ 'আমি দেখি' কবিতায় কবির চোখ সবুজ কামনা করে এবং কবির দেহ কামনা করে সবুজ বাগানের সান্নিধ্য।
22. "চোখ তো সবুজ চায়!"-চোখ সবুজ চায় কেন?
▶ চোখ সবুজ চায় কারণ, আরোগ্যের জন্য সবুজের অত্যন্ত দরকার।
23. "...আমি দেখি" বক্তা কেন দেখতে চাইছেন?
▶ 'আমি দেখি' কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় বাগানে গাছ দেখতে চাইছেন কারণ তাঁর চোখ এবং দেহ সবুজের আকাঙ্ক্ষা করছে।
24. "বহুদিন শহরেই আছি" শহরে বহুদিন থাকার ফলে কী দেখেছেন কবি?
▶ 'আমি দেখি' কবিতার কবি বহুদিন শহরে বাস করে দেখেছেন যে, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ আত্মসাৎ করে।
Long Question Answer
প্রশ্ন.1 "গাছগুলো তুলে আনো, বাগানে বসাও" -এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গাছেদের সম্পর্কে কবির মনোভাব 'আমি দেখি' কবিতা অবলম্বনে আলোচনা করো।
উত্তর গাছেদের সম্পর্কে কবির মনোভাব: প্রকৃতির প্রতি কবি শক্তি চট্টোপাধ্যায়ের যে আকর্ষণ ও ভালোবাসা, তারই প্রকাশ ঘটেছে 'আমি দেখি' কবিতায়। গাছ সেখানে কবির জীবনযাপনের প্রধান অবলম্বন। "আমার দরকার শুধু গাছ দেখা"-নিজের বেঁচে থাকার জন্য কবি গাছের সান্নিধ্য চেয়েছেন। অন্য একটি কবিতায় কবি লিখেছিলেন-"আমি মানবো সাপটে ধরবো নতুন বাগান, নতুন গাছটি / বেঁচে উঠবো সরস ঋজু রোদ্দুরে বৃষ্টিতে।" এই আকাঙ্ক্ষার সঙ্গে সুর মিলিয়েই কবি যেন এই কবিতায় বলেছেন, তাঁর শরীরের জন্য গাছের সবুজ স্নেহস্পর্শ অত্যন্ত জরুরি। আরোগ্যের জন্য গাছের এই সবুজ ছোঁয়াটুকু তাঁর খুবই দরকার। গাছেদের প্রতি এই ভালোবাসা থেকেই কবি জঙ্গলের জন্য আকুলতা অনুভব করেছেন। নাগরিক জীবনে নিরন্তর যে বৃক্ষসংহার ঘটে, তা কবির মনে গভীর বিষাদের সৃষ্টি করে। নগরায়ণের ফলে "শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়।" সবুজের এই অভাব দূর করার জন্যই জঙ্গল থেকে গাছ তুলে এনে বাগানে বসাতে বলেছেন কবি। তাঁর চোখ যেমন সবুজের মধ্যে শান্তি খোঁজে, তাঁর দেহও চায় সবুজ বাগানের সান্নিধ্য। তাই কবি বাগানে গাছ দেখতে চেয়েছেন। অর্থাৎ, শহরজীবনের যান্ত্রিকতা বা কৃত্রিমতায় ক্লান্ড কবি একদিকে তাঁর শরীরের সুস্থতার জন্য এবং অন্যদিকে মনের সতেজতার জন্য গাছেদের উপস্থিতি একান্তভাবে কামনা করেছেন।
প্রশ্ন.3 "আমার দরকার শুধু গাছ দেখা" বক্তা কে? তার গাছ দেখা
দরকার কেন?
উত্তরঃ বক্তা: কবি শক্তি চট্টোপাধ্যায়ের 'আমি দেখি' কবিতায় প্রশ্নোধৃত মন্তব্যটি করেছেন কবি স্বয়ং।
▶ গাছ দেখার প্রয়োজনীয়তা: প্রকৃতিপ্রেমী কবি মনে করেছেন যে, তাঁর গাছ দেখা দরকার কারণ শরীর-মনের সজীবতার জন্য গাছের সবুজ অত্যন্ত প্রয়োজনীয়। শুধু শরীর ভালো রাখার জন্যই নয়, শরীরকে সুস্থ করে তোলার জন্যও গাছের সবুজ রংটুকুর ভীষণ প্রয়োজন। কবির চোখ তার আরামের জন্য স্নিগ্ধ সবুজের সন্ধান করছে। দেহ নিজেকে সুস্থ রাখার জন্যই সবুজের স্পর্শ চাইছে। কবির এই সবুজের সন্ধান শুধুই যে তাঁর ব্যক্তিগত ভালো থাকার জন্য তা নয়, বরং যে অসুখের কথা কবি বলেছেন তা নাগরিক জীবনের ক্লান্ডি, বিচ্ছিন্নতা এবং অবসাদকেও নির্দেশ করে।
বহুদিন শহুরে জীবনে আবদ্ধ থাকার জন্য কবির আক্ষেপ শোনা গেছে 'আমি দেখি' কবিতাটিতে। খুব কাছ থেকে নিজের জীবন আর অভিজ্ঞতা দিয়ে কবি বুঝেছেন "শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়"। অর্থাৎ নাগরিক সভ্যতা প্রকৃতিকে হত্যা করে। এই অবস্থায় কবির আক্ষেপ ধ্বনিত হয়েছে বহুদিন জঙ্গলে যেতে না পারার জন্য, সেখানে দিন কাটাতে না পারার জন্য। নাগরিক জীবনে আটকে থাকা মানুষের তীব্র হৃদয়যন্ত্রণাই যেন প্রকাশিত হয়েছে কবির এই আক্ষেপে। আর এই আক্ষেপ থেকে মুক্তিলাভের জন্যই কবি তাঁর বাগানে গাছ এনে বসানোর কথা বলেছেন।
প্রশ্ন.4 "আরোগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার"-কে, কোথায় এ কথা বলেছেন? এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তার কীরূপ মনোভাব প্রকাশ পেয়েছে?
উত্তরঃ বক্তা ও উদ্দিষ্ট স্থান: শক্তি চট্টোপাধ্যায় তাঁর 'আমি দেখি' কবিতায় প্রশ্নোদ্ভূত মন্তব্যটি করেছেন।
▶ বক্তার মনোভাব: শক্তি চট্টোপাধ্যায়ের 'আমি দেখি' কবিতায় কবি প্রকৃতপক্ষে বৃক্ষবন্দনা করেছেন। জঙ্গল থেকে গাছ তুলে এনে বাগানে বসানোর ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। কবিতার একেবারে শুরুতেই কবি বলেছেন, "আমার দরকার শুধু গাছ দেখা।" তাঁর শরীরের জন্য সবুজ গাছেদের সান্নিধ্য একান্ত প্রয়োজন বলে কবি জানিয়েছেন। নাগরিক জীবনের ব্যস্ততা, ক্লান্তি আর একঘেয়েমি থেকে মুক্তির জন্য প্রকৃতির কাছে চলে যাওয়া কবির একটি প্রিয় অভ্যাস। অন্য একটি কবিতায় কবি লিখেছিলেন-"গাছের ভিতরে গিয়ে বসি আমি, গাছ/কথা বলে।” প্রকৃতিপ্রেমী কবির জীবনযাপনের কৃত্রিমতা স্বাভাবিকভাবেই তাঁর অসুখের কারণ বলে মনে হয়। এক জায়গায় তিনি নিজেই লিখেছেন
"সারাদিন কাজ করে সন্ধ্যায় মৃত্যুর/ভিতরে সেঁধিয়ে যাওয়া শ্রেণীবদ্ধভাবে-/এভাবেই কি দিন যাবে? এভাবেই কি যাবে?” বহুদিন জঙ্গলে না যাওয়ার বেদনা তাই কবির মনে তীব্র আক্ষেপ তৈরি করে। তাই প্রকৃতির বুকে নিজেকে মেলে ধরতে না পেরেই কবির মনে হয়েছে বাগানে গাছ বসানো প্রয়োজন। এই প্রয়োজন তাঁর চেতনাকে সজীব করার জন্য, মনের সতেজতার জন্য, শারীরিক ও মানসিক আরোগ্যলাভের জন্য।
👉Online MCQs Test
👉Download Books PDF
👉Paid Answer (For Membership User)
EDITING BY--Liza Mahanta