Asleep in the Valley. 2
Arthur Rimbaud
—------------------------------------------------------------------------------------------------------------------------
QUESTIONS ANSWERS
MCQ Type Mark 1
1. The sleep of the soldier should not be disturbed
a) by the flowing stream
b) by the flow of sunrays from the mountaintop
c) by the humming insects ✔
d) by the cold of the grass bed
2. The humming insects don't disturb the soldier, in 'Asleep in the Valley', because
a) he is asleep
b) he is tired
c) he is peaceful
d) he is dead ✔
3. The feet of the young soldier was kept
a) in thick bushes
b) in the pile of sand on the riverbank
c) in the heap of flowers ✔
d) on the green grass of the sunlit valley
4. In the poem 'Asleep in the Valley' there are two red holes in the soldier's
a) head
b) breast
c) side ✔
d) feet
5. The smile of the dead soldier is compared to that of
a) an infant ✔
b) an angel
c) an innocent child
d) a tired man
6. The only sound in the valley is that of the
a) bullets
b) soldier snoring ✔
c) humming insects
d) bird's singing
7. The smile of the soldier in 'Asleep in the Valley' is
a) cunning
b) foolish
c) gentle ✔
d) absurd
8. "... gentle without guile." Here 'without guile' means
a) pure and innocent ✔
b) harsh and cruel
c) kind and childish
d) manly
9. The soldier's innocence is indicated through
a) face
b) smile ✔
c) rest
d) death
10. The colour that brings out the tragedy of war in 'Asleep in the Valley' is
a) green
a) silver
c) red ✔
d) golden
11. One hand of the soldier is on his
a) face
b) gun
c) breast ✔
d) side
12. The feet of the soldier are lying on
a) a log
b) some ferns
c) a pillow
d) an array of flowers ✔
13. The innocence of the soldiers is expressed best through his
a) sleep
b) posture
c) smile ✔
d) weapons
14. The smile of the soldier in the poem 'Asleep in the Valley' is
a) gentle ✔
b) witty
c) foolish
d) cunning
15. As the soldier is sleeping in the open air, it is apprehended that he may
a) catch cold ✔
b) enjoy his sleep
c) be stung by some insects
d) awaken very soon
16. The soldier sleeps in the
a) night
b) twilight
c) dusk
d) sunlight ✔
17. The soldier keeps one of his hands
a) inside his pocket
b) on his breast ✔
c) on his head
d) on his side
18. The two red holes are marks of
a) stabs
b) bullets ✔
c) bayonets
d) glory
19. Rimbaud wrote the poem when he was probably only
a) 16 years old ✔
b) 18 years old
c) 17 years old
d) 23 years old
20. The innocence of the soldier is compared with
a) an old man
b) a flower
c) a child ✔
d) humming insects
—----------------------------------------------------------------------------------------------------------------------
Short Answer Type Mark 1
[Answer in a complete sentence]
1. Where does the young soldier lie? [যুবক সৈনিকটি কোথায় শায়িত আছে?] lie stretched? [যুবক সৈনিকটি কোথায় শায়িত আছে?]
Ans. The young soldier lies asleep in the valley. [যুবক সৈনিকটি উপত্যকায় নিদ্রায় শায়িত আছে।]
2. How does the stream flow through the valley? [উপত্যকায় নদীটি কেমনভাবে বয়ে চলেছে?]
Ans. The stream flows slowly leaving long strands of silver. [নদীটি উপত্যকায় রুপোলি ফিতের মতো বিছিয়ে ধীরে বয়ে চলেছে।]
3. Where from the sun's rays come? [সূর্যরশ্মি কোথা থেকে আসছে?]
Ans. The sunrays come from the mountaintop. [সূর্যরশ্মি হাড়চূড়া থেকে আসছে।]
4. Where does the stream leave 'long strands of silver'? [কোথায় নদীটি রুপোলি ফিতের মতো ছাপ রেখে গেছে?]
Ans. In the small green valley, the stream leaves long strands of silver. [ছোট্ট সবুজ উপত্যকায় ছোটো নদীটি রূপালি ফিতের মতো ছাপ রেখে গেছে।]
5. Through what does the stream mentioned in the poem 'Asleep in the Valley' flow? ['Asleep in the Valley' কবিতায় নদীটি কীসের মধ্যে দিয়ে বয়ে চলে?]
Ans. The slow stream flows through the valley. [ধীরগতিসম্পন্ন ছোটো নদীটি উপত্যকার মধ্য দিয়ে বয়ে চলে।]
6. How does the stream look like in the poem 'Asleep in the Valley'? ['Asleep in the Valley' কবিতায় ছোটো নদীকে দেখতে কেমন?]
Ans. The stream looks like long strands of silver. [ছোটো নদীটি দেখতে লম্বা রুপোর ফিতের মতো।]
7. "... they fill the hollow"-What does the word 'hollow' mean here? ['Hollow' শব্দটি কী বোঝায়?]
Ans. The word 'hollow' suggests a valley surrounded by mountains. ['Hollow' শব্দটি পাহাড় দ্বারা পরিবেষ্টিত উপত্যকাকে বোঝায়।]
8. What are the sunrays compared with? [সূর্যরশ্মিকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?] [Kazipara Haridas Vidyamandir]
Ans. The sunrays are compared to a softly flowing stream. [সূর্যরশ্মিকে একটি ধীরে প্রবহমান নদীর সঙ্গে তুলনা করা হয়েছে।]
9. How is the young soldier lying? [যুবক সৈনিকটি কীভাবে শুয়ে রয়েছে?]
Ans. The young soldier is lying open-mouthed in the valley with a pillow of ferns under his head. [যুবক সৈনিকটি ফার্নের বালিশের ওপর মাথা দিয়ে ঈষৎ হাঁ করে শুয়ে রয়েছে।]
10. How is the bed of the dead soldier? [মৃত সৈনিকের বিছানাটি কেমন ছিল?]
Ans. The bed of the soldier is made of soft grass and plants with a pillow made of ferns and this natural bed has soaked the warmth of the sun. [উপত্যকায় শুয়ে থাকা সৈনিকটির বিছানা নরম ঘাস আর গাছপালা দিয়ে তৈরি আর তার বালিশটা ফার্নের তৈরি আর এই প্রাকৃতিক বিছানা সূর্যের উত্তাপ শোষণ করেছে।]
11. What is meant by 'heavy undergrowth'? ['Heavy undergrowth' বলতে কী বোঝানো হয়েছে?]
Ans. 'Heavy undergrowth' suggests the plentiful growth of bushes and plants in the Valley. ['Heavy undergrowth' বলতে উপত্যকায় বেড়ে ওঠা প্রচুর গাছপালা ও ঝোপঝাড়ের কথা বলা হয়েছে।]
12. Give an example of an image used by Rimbaud in the poem? [কবিতায় র্যাঁবো দ্বারা ব্যবহৃত একটি চিত্রকল্পের উদাহরণ দাও।]
Ans. An image used by Rimbaud in the poem is the sunrays filling up the hollow like a stream. [কবিতায় র্যাঁবো দ্বারা ব্যবহৃত একটি চিত্রকল্প হল সূর্যরশ্মি ছোটো একটি জলধারার মতো ছোটো উপত্যকাটিকে ভরিয়ে দিচ্ছে।]
13. What is meant by the phrase 'sun-soaked bed'? ['Sun-soaked bed' শব্দবন্ধটি কী বোঝায়?] [Sunity Academy]
Ans. The phrase 'sun-soaked bed' suggests that the valley absorbs the warmth of the sun and lush vegetation grows there abundantly (অ্যাবানডেন্টলি). ['Sun-soaked bed' শব্দবন্ধ এটাই বোঝায় যে উপত্যকাটি সূর্যের উত্তাপ শোষণ করে আর তার ফলে গাছপালা প্রচুর পরিমাণে ওই উপত্যকায় গজিয়ে ওঠে।]
14. What does the epithet, 'very young', suggest in the poem? ['Very young' এই বিশেষণটি কবিতাটিতে কী বোঝায়?]
Ans. The epithet (এপিথেট), 'very young, suggests that young men go to the battlefield (ব্যাল্ফিল্ড), and are sacrificed (স্যাকরিফাইড্) in the warfare. ['Very young' এই বিশেষণ থেকে বোঝা যায় যে কমবয়সি ব্যক্তিরা যুদ্ধক্ষেত্রে যায় আর যুদ্ধেই বলিপ্রদত্ত হয়।]
15. In what manner does the soldier lie in the countryside? [কীভাবে সৈনিকটি পল্লিঅঞ্চলে শুয়ে রয়েছে?]
Or, How does the soldier lie? [সৈনিকটি কীভাবে শুয়ে আছে?]
Ans The soldier lies asleep in the valley, with his mouth open and one of his hands resting on his chest. [সৈনিকটি উপত্যকায় শুয়ে রয়েছে, তার মুখটি খুলে আর তার একটি হাত বুকের ওপর রেখে।]
-----------------------------------------------------------------------------------------------
Analytical / Descriptive Type Marks 6
[Word limit: in about 100 words]
1. Describe the small valley after Rimbaud as you find it in 'Asleep in the Valley'. [র্যাঁবোর অনুসরণে 'Asleep in the Valley' কবিতায় ছোটো উপত্যকাটির বর্ণনা দাও।]
Ans. Arthur Rimbaud in his poem, 'Asleep in the Valley, gives a beautiful picture of a valley. The vegetation (ভেজিটেশন) of the valley is nourished (নারিশড্) by the sunlight and the sparkling (স্পার্কলিং) waters of the silvery stream that moves softly at its will beautifies the valley. The whole valley looks bright and lovely as the sunlight fills up the place. Ferns (ফার্নস) grow in plenty and the soldier,
sleeping in the valley, has a pillow of ferns underneath (আন্ডারনীথ) his head. There is also a wide variety of flowers of different colours. Besides, there are also various species (স্পিসিজ) of insects. They sweetly hum near the soldier. The landscape (ল্যান্ডস্কেপ) is so beautiful that the reader receives a rude shock when he comes to know that the soldier is actually dead.
[আর্থার র্যাঁবো তাঁর কবিতা 'Asleep in the Valley'-তে একটি উপত্যকার সুন্দর চিত্র তুলে ধরেছেন। উপত্যকাটির গাছগাছালি সূর্যালোকে পুষ্ট হয় এবং নিজস্ব ছন্দে ধীরে ধীরে বয়ে চলা রুপোলি নদীর ঝিকমিক করা জল উপত্যকাটিকে সুন্দর করে তুলেছে। সমগ্র উপত্যকাটিই আলোকোজ্জ্বল এবং মনোরম কারণ সূর্যালোক স্থানটিকে ভরিয়ে দিয়েছে। উপত্যকাটিতে প্রচুর ফার্ন এবং ঘুমন্ত সৈনিকটির মাথার তলায় ফার্নের বালিশ। এই স্থানে বিভিন্ন রঙের ফুলের বিচিত্র সমাহারও রয়েছে। তাছাড়া বিভিন্ন প্রজাতির পতঙ্গও উপত্যকায় আছে। তারা মিষ্টি সুরে সৈনিকটির কাছে গুনগুন করছে। নৈসর্গিক দৃশ্যটি এতই সুন্দর যে পাঠক নির্মম আঘাত পায় যখন সে জানতে পারে যে সৈনিকটি আসলে মৃত।]
2. "A soldier, very young, lies open-mouthed". What is the perspective of the poem? Who is the soldier? How is he sleeping? How is the place where he sleeps? [কবিতাটির পরিপ্রেক্ষিতটি কী? সৈনিকটি কে? কীভাবে সে ঘুমোচ্ছে? যেখানে সৈনিকটি ঘুমোচ্ছে সেই জায়গাটি কেমন?]
Ans.
3. "... they fill the hollow full of light."-What is the 'hollow' referred to in the line? How does the hollow look? Who is lying in the hollow? How is he lying there? ['Hollow' বা গহ্বর বলতে কী বোঝানো হয়েছে? গহ্বরটিকে কেমন দেখতে? গহ্বরটিতে কে শুয়ে রয়েছে? সে কীভাবে শুয়ে রয়েছে?]
Ans.
4. How does the soldier lie in 'Asleep in the Valley'? ['Asleep in the Valley'-তে সৈনিক কীভাবে শুয়ে রয়েছে?]
Or, How has the poet described the sleeping soldier? [কবি কীভাবে ঘুমন্ত সৈনিকটির বর্ণনা দিয়েছেন?]
Ans.
5. Describe the small valley after Rimbaud as you find it in 'Asleep in the Valley'. [র্যাঁবোর অনুসরণে 'Asleep in the Valley' কবিতায় ছোটো উপত্যকাটির বর্ণনা দাও।]
Ans. Arthur Rimbaud in his poem, 'Asleep in the Valley, gives a beautiful picture of a valley. The vegetation (ভেজিটেশন) of the valley is nourished (নারিশড্) by the sunlight and the sparkling (স্পার্কলিং) waters of the silvery stream that moves softly at its will beautifies the valley. The whole valley looks bright and lovely as the sunlight fills up the place. Ferns (ফার্নস) grow in plenty and the soldier,
sleeping in the valley, has a pillow of ferns underneath (আন্ডারনীথ) his head. There is also a wide variety of flowers of different colours. Besides, there are also various species (স্পিসিজ) of insects. They sweetly hum near the soldier. The landscape (ল্যান্ডস্কেপ) is so beautiful that the reader receives a rude shock when he comes to know that the soldier is actually dead.
[আর্থার র্যাঁবো তাঁর কবিতা 'Asleep in the Valley'-তে একটি উপত্যকার সুন্দর চিত্র তুলে ধরেছেন। উপত্যকাটির গাছগাছালি সূর্যালোকে পুষ্ট হয় এবং নিজস্ব ছন্দে ধীরে ধীরে বয়ে চলা রূপোলি নদীর ঝিকমিক করা জল উপত্যকাটিকে সুন্দর করে তুলেছে। সমগ্র উপত্যকাটিই আলোকোজ্জ্বল এবং মনোরম কারণ সূর্যালোক স্থানটিকে ভরিয়ে দিয়েছে। উপত্যকাটিতে প্রচুর ফার্ন এবং ঘুমন্ত সৈনিকটির মাথার তলায় ফার্নের বালিশ। এই স্থানে বিভিন্ন রঙের ফুলের বিচিত্র সমাহারও রয়েছে। তাছাড়া বিভিন্ন প্রজাতির পতঙ্গও উপত্যকায় আছে। তারা মিষ্টি সুরে সৈনিকটির কাছে গুনগুন করছে। নৈসর্গিক দৃশ্যটি এতই সুন্দর যে পাঠক নির্মম আঘাত পায় যখন সে জানতে পারে যে সৈনিকটি আসলে মৃত।]
Editing and linked by :- Kushal Das
0 Comments