প্রথম পরিচ্ছেদ
ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ- বহির্জাত প্রক্রিয়াসমূহ ও সংশ্লিষ্ট ভূমিরূপ
--------------------------------------------
MCQs
1. ডোলাইনগুলি পরস্পর যুক্ত হয়ে যে বৃহদাকৃতি আবদ্ধ গর্তের সৃষ্টি করে তাকে বলে-
a) উভালা
b) পোলজি✔
c) সলিউশন
d) প্যান হামস
2. 'কার্স্ট' শব্দটি উৎপত্তির দেশ হল-
a) ফ্রান্স
b) জার্মান ✔
c) তালি
d) গ্রিক
3. কার্স্ট অঞ্চলে দ্রবণকার্যের ফলে সৃষ্ট সুড়ঙ্গ মুখকে বলে-
a) পোনর
b) সোয়ালো হোল ✔
c) হামস
d) গ্রাইক
4. চুনাপাথরযুক্ত অঞ্চলে দুটি গ্রাইকের মধ্যবর্তী উঁচু ভূমিরূপটিকে বলে-
a) স্ট্যালাগমাইট
b) ক্লিন্টস ✔
c) ডোলাইন
d) পোলজি
5. কার্স্ট অঞ্চলে ধসের ফলে সৃষ্ট ভূমিরূপ হল
a) গ্রাইক
b) ডোলাইন
c) কার্স্ট বাতায়ন ✔
d) হেলিকটাইট
6. ডোলাইনগুলো পরস্পর সংযুক্ত হয়ে পঠন করে
a) সিংক হোল
b) পোনর
c) উভালা
d) কার্ট হ্রদ
7. নিম্নলিখিত যেটি কাস্ট ভূমিরূপ নয় তা হল-
a) সিংক হোল
b) গ্রাইক
c) ক্লিন্টস
d) ঝুলন্ত উপত্যকা ✔
8. পোলজির ভিতরে চুনাপাথরে গঠিত অবশিষ্ট টিলাগুলিকে খোলে থাইকে
a) হে–স্ট্যাক ✔
b) স্ট্যাক
c) মোনাডনক
d) স্ট্যালাকটাইট
9. কাস্ট অঞ্চলে জলের ক্রিয়ার ফলে গঠিত নানা আয়তনের আবব্দ গতিপুলিকে বলে
a) হামস
b) ডোলাইন ✔
c) ট্রিট কারেন
d) রিলেন কারেন
10. 'ডোলাইন' কথার অর্থ হল-
a) ভূভাগের অবনমন
b) খাড়া ঢাল
c) চুনযুক্ত ভূভাগ
d) নিমজ্জিত নদীখাত
11. ডোলাইনের থেকে বড়ো অগভীর দ্রবণজাত গর্তগুলিকে বলে-
a) উভালা ✔
b)পোলজি
c) সলিউশন প্যান
d) পোনর
12. চুনাপাথরের গুহায় চুনাপাথরের মেঝে থেকে ওপরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত ভূমিরূপকে বলে-
a) স্ট্যালাকটাইট
b) স্ট্যালাগমাইট ✔
c) পোনর
d) উভালা
13. চুনাপাথর ও কার্বনিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়-
a) ক্যালশিয়াম কার্বনেট
b) ক্যালশিয়াম বাইকার্বনেট ✔
c) ক্যালশিয়াম সালফেট
d) পটাশিয়াম সালফেট
14. অন্ধ উপত্যকা ও শুদ্ধ উপত্যকা দেখা যায়-
a) কাদাপাথর অধ্যুষিত অঞ্চলে
b) ভঙ্গিল পার্বত্য অঞ্চলে
c) চুনাপাথর অধ্যুষিত অঞ্চলে ✔
d) কোনোটিই নয়
15. কাস্ট অঞ্চলের অনুর্বর মৃত্তিকাকে বলা হয়-
a) টেরারোসাও ✔
b) কাদামাটি
c) সোলাম
d) বগমাটি
16. কাস্ট অঞ্চলে সৃষ্ট ভূমিরূপের অবস্থান অনুযায়ী প্রদত্ত অমিল জুড়িটি হল-
a) সিংক হোল ও ডোলাইন
b) গ্রাইক ও ক্লিন্টস
c) স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট
d) অন্ধ উপত্যকা ও কার্স্ট টাওয়ার ✔
17. আর্দ্র ক্লান্তীয় অঞ্চলে লাল রঙের আম্লিক কাদার স্তরকে বলে
a) টেরারোসা ✔
b) ল্যাপিস
c) পেপিনো
d) গ্রাইক
18. টেরারোসা মূলত কোন্ জলবায়ু অঞ্চলে সৃষ্টি হতে দেখা যায়?
a) নিরক্ষীয়
b) উয় মরু
c) ভূমধ্যসাগরীয় ✔
d) নাতিশীতোয়
19. চুনাপাথরের ছাদ থেকে জল চুইয়ে সৃষ্ট সঞ্চয়জাত ভূমিরূপকে বলা হয়-
a) পেভমেন্ট
b) কেভ ট্র্যাভারটাইন
c) ড্রিপস্টোন ✔
d) হেলিকটাইট
20. অত্যন্ত ক্ষুদ্র ও সমতল তলদেশযুক্ত সবু খাঁজগুলিকে বলে-
a) রিলেন কারেন
b) রিনেন কারেন
c) ট্রিট কারেন ✔
d) কুফ কারেন
অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক
1. 'গ্রেড' কথার অর্থ কী?
উত্তর: ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে নদীবক্ষের ঢালে ধীরে ধীরে ভারসাম্য অবস্থায় আসাকে গ্রেড বলা হয়।
2. আরোহণ প্রক্রিয়া বলতে কী বোঝায়?
উত্তর: বহির্জাত প্রাকৃতিক শক্তি যেমন-নদী, বায়ু, হিমবাহ প্রভৃতির সঞ্চয় কাজের মাধ্যমে নীচু বা অবনত স্থানগুলি ভরাট হয়ে ভূপৃষ্ঠের সমতলীকরণ হওয়ার প্রক্রিয়াকে আরোহণ প্রক্রিয়া বলা হয়।
3. অবরোহণ প্রক্রিয়া বলতে কী বোঝায়?
উত্তর: যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠে ক্রিয়াশীল বিভিন্ন প্রাকৃতিক শক্তি (নদ-নদী, বায়ু, হিমবাহ, সমুদ্রতরঙ্গ ইত্যাদি) উঁচু ভূভাগকে ক্ষয়ের মাধ্যমে নীচু সমতল ভূপৃষ্ঠে পরিণত করে, তাকে অবরোহণ প্রক্রিয়া বলে।
4. পর্যায়নের সংজ্ঞা দাও।
উত্তর: বহির্জাত বিভিন্ন শক্তি ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে ভূপৃষ্ঠের উঁচু ও নীচু স্থানগুলিকে একই সমতলে নিয়ে আসে। এই সমতলীকরণ প্রক্রিয়াকে পর্যায়ন বলে।
5. ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কী?
উত্তর: যেসকল পদ্ধতিতে ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ও বিবর্তন ঘটে, তাদের একত্রে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলে।
6. ভূমিরূপ গঠনের পার্থিব প্রক্রিয়া বলতে কী বোঝায়?
উত্তর: ভূমিরূপ গঠনে অংশগ্রহণকারী যেসব প্রক্রিয়া পৃথিবীতে কাজ করে ও ভূপৃষ্ঠের পরিবর্তন ঘটায়, তাদের পার্থিব প্রক্রিয়া বলে। এসব প্রক্রিয়া ভূপৃষ্ঠে, উপপৃষ্ঠীয় অংশে ও ভূ-অভ্যন্তরে কাজ করে।
7. ভূমিরূপ গঠনের মহাজাগতিক প্রক্রিয়া বলতে কী বোঝ?
উত্তর: মহাকাশ থেকে আসা উল্কার পতনের ফলে ভূপৃষ্ঠে কখনো-কখনো গর্তের সৃষ্টি হয় এবং ভূমিরূপের পরিবর্তন ঘটে। এই প্রক্রিয়াকে ভূমিরূপ গঠনের মহাজাগতিক প্রক্রিয়া বলে। যেমন-আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা প্রদেশে মিটিওর ক্রেটার (Meteor Crater)।
৪. ভূমিরূপ গঠনের মনুষ্যজনিত প্রক্রিয়া কাকে বলে?
উত্তর: আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিকে অবলম্বন করে মানুষ নিজেই প্রতিনিয়ত ভূপৃষ্ঠের রূপ বদল করে চলেছে, এই প্রক্রিয়াকে ভূমিরূপ গঠনের মনুষ্যজনিত প্রক্রিয়া বলে। যেমন- নদীতে বাঁধ দিয়ে জলাধার নির্মাণ, পাহাড়ি অঞ্চলের ঢালে ধাপচাষ প্রভৃতি।
9. ভূমিরূপ গঠনে পার্থিব প্রক্রিয়ার অন্তর্গত প্রক্রিয়া দুটি কী কী?
উত্তর: ভূমিরূপ গঠনে পার্থিব প্রক্রিয়ার অন্তর্গত প্রক্রিয়া দুটি হল- (i) অন্তর্জাত প্রক্রিয়া ও (ii) বহির্জাত প্রক্রিয়া।
10. অন্তর্জাত প্রক্রিয়া কী?
উত্তর: ভূ-অভ্যন্তরীণ অন্তর্জাত শক্তিসমূহ ভূমিরূপ গঠনে যে পদ্ধতিতে কাজ করে, সেই পদ্ধতিগুলিকে অন্তর্জাত প্রক্রিয়া বলে।
11. বহির্জাত প্রক্রিয়া কাকে বলে?
উত্তর: বহির্জাত শক্তিসমূহ ক্ষয়, সঞ্চয় ও বহনের প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের প্রশ্নাবলি উপরিভাগে ও উপপৃষ্ঠীয় অংশে বাহ্যিক শক্তিসমূহ ভূমিরূপের পরিবর্তনে যে পদ্ধতিতে কাজ করে তাকে বহির্জাত প্রক্রিয়া বলে।
12. ভূত্বকে ধীরভাবে সংঘটিত অন্তর্জাত ভূগাঠনিক আলোড়ন কয়প্রকার ও কী কী?
উত্তর: ভূত্বকে ধীরভাবে সংঘটিত অন্তর্জাত ভূগাঠনিক আলোড়ন দুই প্রকারের হয়। যথা-মহীভাবক আলোড়ন ও গিরিজনি আলোড়ন।
13. ভূত্বকে আকস্মিকভাবে সংঘটিত অন্তর্জাত প্রক্রিয়া কয়প্রকার ও কী কী?
উত্তর: ভূত্বকে আকস্মিকভাবে সংঘটিত অন্তর্জাত প্রক্রিয়া দুই প্রকারের হয়। যথা-অগ্ন্যুদ্গম ও ভূমিকম্প।
14. পর্যায়ন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী মাধ্যমগুলির নাম কী? অথবা, ভূমিরূপ সৃষ্টিকারী শক্তিগুলি কী কী?
উত্তর: পর্যায়ন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী মাধ্যমগুলি হল-নদী, বায়ু, হিমবাহ, সমুদ্রতরঙ্গ, ভৌমজলপ্রবাহ, ভর সঞ্চলন প্রভৃতি।
15. ইউস্ট্যাটিক সঞ্চলন বলতে কী বোঝ?
•উত্তর: বিশ্বব্যাপী সমুদ্রের জলধারণ ক্ষমতার হ্রাসবৃদ্ধির ফলে সমুদ্রপৃষ্ঠের উত্থান ও পতনের পরিবর্তনকে ইউস্ট্যাটিক সঞ্চলন বলে।
বিশ্লেষণধর্মী/বর্ণনাধর্মী উত্তরভিত্তিক প্রশ্নাবলি
1. ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলতে কী বোঝ? পার্থিব প্রক্রিয়ার শ্রেণিবিভাগ করো।
উত্তর:ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া: যেসকল পদ্ধতিতে ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ও বিবর্তন ঘটে থাকে, তাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া (Geomorphic Process) বলে। বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে এই প্রক্রিয়ার মাধ্যমেই বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়েছে। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলি মূলত ওটি ভাগে বিভক্ত। যথা- [1] পার্থিব প্রক্রিয়া (Terrestrial Process), [2] মহাজাগতিক প্রক্রিয়া (Extra-terrestrial Process), [3] মনুষ্যজনিত প্রক্রিয়া (Man made Process)।
পার্থিব প্রক্রিয়ার শ্রেণিবিভাগ :পৃথিবীতে যেসব ভূগঠনকারী প্রক্রিয়া ঘটে থাকে তাদের পার্থিব প্রক্রিয়া বলে। পার্থিব প্রক্রিয়াকে পুনরায় দুটি ভাগে ভাগ করা যায়। যথা- [1] অন্তর্জাত প্রক্রিয়া ও [2] বহির্জাত প্রক্রিয়া।
[1] অন্তর্জাত প্রক্রিয়া: পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন ধরনের অর্ধতরল পদার্থ রয়েছে। মূলত চাপ ও তাপের কারণে এসব পদার্থের ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। এর ফলে ভূ-অভ্যন্তর থেকে এক অন্তর্জাত শক্তির (Endogenic Force) সৃষ্টি হয়। এর প্রভাবে আকস্মিক বা ধীর ভাবে ভূত্বকের পরিবর্তন ঘটে। এসব পদ্ধতিকে একত্রে অন্তর্জাত প্রক্রিয়া বা Endogenic Process বলে।
বৈশিষ্ট্য: ① অন্তর্জাত প্রক্রিয়া ভূত্বকে আকস্মিক বা ধীর দু-ভাবে কাজ করে থাকে। ② অন্তর্জাত প্রক্রিয়ার ফলে ভূসংক্ষোভ বা ভূবিপর্যয় ঘটে। ③ অন্তর্জাত প্রক্রিয়া মূলত পৃথিবী গঠনকারী বিভিন্ন উপাদান যেমন-ইউরেনিয়াম, থোরিয়াম প্রভৃতি তেজস্ক্রিয় মৌলিক পদার্থের দ্বারা ঘটে। ④ গুরুমণ্ডলে পরিচলন স্রোত এবং ভূ-অভ্যন্তরস্থ শিলার সংকোচন ও প্রসারণের মাধ্যমে এই প্রক্রিয়া হয়ে থাকে।
[2] বহির্জাত প্রক্রিয়া: আবহবিকার, নদী, হিমবাহ, ভৌমজল প্রভৃতি প্রাকৃতিক শক্তিসমূহ ভূপৃষ্ঠে অথবা ভূপৃষ্ঠের কাছাকাছি উপপৃষ্ঠীয় অংশে সর্বদা ক্ষয়, পরিবহণ ও সঞ্চয় কাজের দ্বারা নানান বিবর্তন ঘটাচ্ছে। এর ফলে ভূপৃষ্ঠে নানা ধরনের ভূমিরূপ গড়ে উঠছে। যে প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির দ্বারা ভূপৃষ্ঠ কিংবা উপপৃষ্ঠীয় অংশের বিবর্তন ঘটে, সেই পদ্ধতিকে বহির্জাত প্রক্রিয়া বা Exogenic Process বলা হয়।
বৈশিষ্ট্য: ① এটি একটি অত্যন্ত ধীর প্রক্রিয়া। ② এই প্রক্রিয়াগুলি অন্তর্জাত প্রক্রিয়ায় গঠিত ভূমিরূপের ওপর কাজ করে ছোটো ছোটো ভূমিরূপ গড়ে তোলে। ③ এই প্রক্রিয়াগুলির প্রয়োজনীয় শক্তি মূলত বায়ুমণ্ডল ও সূর্য থেকে আসে। ④ ভূগাঠনিক ক্রিয়ায় সৃষ্ট ভূমির ঢাল (Slope of gradient) থেকেও এই প্রক্রিয়া শক্তি পেয়ে থাকে।
প্রশ্ন ২ পর্যায়ন কাকে বলে? [সংসদ নমুনা প্রশ্ন] পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমগুলি কী? বহির্জাত প্রক্রিয়ার পদ্ধতিগুলি আলোচনা করো।
উত্তর:পর্যায়ন :স্থানকে ক্রমাগত ক্ষয়ের মাধ্যমে নতুন সমতল ভূমিতে পরিণত করে। একে অবরোহণ প্রক্রিয়া বলে।
ক্ষয় ও সঞ্চয়কাজের মাধ্যমে ভূমির ঢালের ক্রমান্বয়ে ভারসাম্য অবস্থা লাভের সাপেক্ষে পর্যায়ন শব্দটি এসেছে। চেম্বারলিন (Chamberlin) ও স্যালিসবারি (Salisbury)-এর মতে, পর্যায়ন প্রক্রিয়ায় বহির্জাত প্রক্রিয়াসমূহের সম্মিলিত ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে উঁচু-নীচু ভূভাগ (Surface Irregularities) একটি সাধারণ তল বা পৃষ্ঠে (Common level) আসে। এখানে সাধারণ তল বা পৃষ্ঠ বলতে ক্ষয়ের শেষ সীমাকে (Base level of Erosion) বোঝায়। সুতরাং, ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ হল পর্যায়ন।
পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমসমূহ :মূলত অবরোহণ (Degradation) ও আরোহণ (Aggradation) প্রক্রিয়ার মাধ্যমেই ভূমিভাগের পর্যায়ন ঘটে থাকে। এই দুই প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রধান এজেন্টগুলি হল- [1] নদী, [2] বায়ু, [3] হিমবাহ, [4] সমুদ্রতরঙ্গ, [5] ভৌমজল প্রবাহ এবং [6] ভর সঞ্চলন প্রভৃতি। তবে কিছু জৈবিক প্রক্রিয়া ও আবহবিকার ক্ষয় ও সঞ্চয়কাজে সাহায্য করে।
বহির্জাত প্রক্রিয়ার পদ্ধতিসমূহ
বহির্জাত প্রক্রিয়া সাধারণত তিনটি পদ্ধতির মাধ্যমে ভূমিরূপ গঠন করে-
[1] ক্ষয়সাধন বা অবরোহণ প্রক্রিয়া: আবহবিকার, ভর অপসরণ বা পুঞ্জিত ক্ষয় (Mass Wasting), ক্ষয়ীভবন, নগ্নীভবন প্রভৃতি প্রক্রিয়া এবং নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতি প্রাকৃতিক এজেন্ট ভূপৃষ্ঠের উঁচু
[2] আরোহণ বা স্তূপীকরণ প্রক্রিয়া: নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, ভৌমজল, সমুদ্রস্রোত, সমুদ্রতরঙ্গ প্রভৃতি প্রাকৃতিক শক্তির সঞ্চয়কার্যের ফলে নতুন নতুন ভূমিরূপ গঠিত হয়। একে আরোহণ বা স্তূপীকরণ প্রক্রিয়া বলে।
[3] জৈবিক প্রক্রিয়া: বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী ক্ষয় ও সঞ্চয়কার্যের মাধ্যমে ভূমিরূপের যে পরিবর্তন ঘটায়, তাকে জৈবিক প্রক্রিয়া বলে।
প্রশ্ন 3 আরোহণ ও অবরোহণ পদ্ধতি সম্বন্ধে আলোচনা করো।
উত্তর:
প্রশ্ন 4 আরোহণ ও অবরোহণ পদ্ধতির পার্থক্য লেখো।
অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো।
উত্তর:
👉Paid Answer (For Membership User)
Editing By- Rita Moni Bora