অধ্যায় 2
ক্ষয়চক্র: গঠন ও প্রক্রিয়া
----------------------------------------------------------------
MCQ
1. কোন্ ভূমিরূপটি পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় না?
A) নিক পয়েন্ট
B) প্লাবনভূমি ✔
C) নদীমঞ্চ
D) উপত্যকার মধ্যে উপত্যকা
2. ভূমিভাগের প্রাথমিক ঢাল অনুসরণ করে যে নদী সৃষ্টি হয় তাকে বলে-
A) বিপরা নদী
B) পূর্ববর্তী নদী
C) অধ্যারোপ নদী
D) অনুগামী নদী ✔
3. স্বাভাবিক ক্ষয়চক্রের ব্যাঘাত ঘটার অন্যতম কারণ হল-
A) বন্যা
B) খরা
C) তুষারপাত
D) নদীক্ষয়ের নিম্নসীমার পরিবর্তন ✔
4. পুনর্যৌবন লাভের ফলে দুটি নদী উপত্যকার সংযোগস্থলে গড়ে ওঠা ঢালের বিচ্যুতিজনিত ভূমিরূপকে বলে-
A) নিক পয়েন্ট
B) স্কন্ধভূমি ✔
C) নদীমঞ্চ
D) খোদিত নদীবাঁক
5. পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয়-
A) নদীচর
B) বদ্বীপ
C) খাড়ি
D) নদীমঞ্জ ✔
6. পুনর্যৌবনের ফলে নদীর ঊর্ধ্ব উপত্যকার পুরোনো ঢালের সাথে নতুন ঢালের সংযোগকারী অংশকে বলে-
A) বিন্দুচরা
B) নিকবিন্দু ✔
C) মন্থকূপ
D) মোনাডনক
7. পুনর্যৌবন লাভের ফলে ঢাল মসৃণ করতে নদী মস্তকমুখী ক্ষয় করতে থাকে। এর ফলে-
A) নদীমঞ্চ সৃষ্টি হয়
B) ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয়।
C) নিকবিন্দু পিছু হঠতে থাকে ✔
D) জলপ্রপাত সৃষ্টি হয়
৪. নিকবিন্দু বরাবর সৃষ্টি হয়
A) জলপ্রপাত ✔
B) মোনাডনক
C) ইনসেলবার্জ
D) চর
9. নদীর ক্ষয়চক্রের পরিণত পর্যায়ে সৃষ্টি হয়
A) পরবর্তী নদী ✔
B) বিপরা নদী
C) অনুগামী নদী
D) অধ্যারোপ নদী
10. স্থিতিশীল পুনর্যৌবন লাভের একটি কারণ হল
A) নদীর বোঝা হ্রাস ✔
B) সমুদ্রবক্ষের অবনমন
C) সমুদ্রপৃষ্ঠের উত্তাপ
D) হিমবাহের গলন
11. ক্ষয়ের শেষসীমায় ঋণাত্মক পরিবর্তন ঘটে, যখন-
A) সমুদ্রপৃষ্ঠ উত্থিত হয়
B) ক্ষয়চক্র ব্যাহত হয়
C) সমুদ্রপৃষ্ঠ পতিত হয় ✔
D) নতুন সমুদ্রপৃষ্ঠ সৃষ্টি হয়
12. শুষ্ক ক্ষয়চক্রের অন্তিম পর্যায়ে সৃষ্ট ভূমিরূপকে প্যানফ্যান নামে কোন্ বিজ্ঞানী অভিহিত করেন?
a) ডেভিস
b) এল সি কিং
c) ক্লিকমে
d) লসন ✔
13. উয় মরু অঞ্চলে অবশিষ্ট উচ্চভূমিরূপে দন্ডায়মান থাকে-
a) মোনাডনক
b) ইনসেলবার্জ ✔
c) সমপ্রায়ভূমি
d) বালিয়াড়ি
14. ক্লিকমের মতে প্লাবনভূমির ওপর পাশাপাশি অবস্থিত নদীগুলির পার্শ্বক্ষয়ের ফলে কোন্ ভূমিরূপ গঠিত হয়?
a) পেডিপ্লেন ✔
b) পেনিপ্লেন
c) প্যানপ্লেন
d) প্যানফ্যান
15. পর্বতের দু-দিকে পেডিমেন্ট যে স্থানবরাবর পরস্পর মিলিত হয়, সেই স্থানকে কী বলে?
a) পেডিমেন্ট ঢাল
b) বাজাদা
c) পেডিমেন্ট ✔
d) ইনসেলবার্জ
16. মোনাডনক গঠিত হয়-
a) আর্দ্র অঞ্চলে ✔
b) শুষ্ক মরু অঞ্চলে
c) উপকূলীয় অঞ্চলে
d) পার্বত্য অঞ্চলে
SHORT ANSWER QUESTION
প্রতিটি প্রশ্নের মান 1
7. ইনসেলবার্জ সাধারণত কোন্ জাতীয় শিলায় গড়ে ওঠে?
13. গতিময় পুনর্যৌবন লাভ বলতে কী বোঝায়?
Ans : মহীভাবক আলোড়ন অথবা গিরিজনি আলোড়নের কারণে সংলগ্ন অঞ্চলে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পেলে নদীর গতিপথের ঢাল বেড়ে যায়। নদীর ঢাল বেড়ে গেলে নদীর গতিবেগের সঙ্গে সঙ্গে নদীখাতে জলপ্রবাহের পরিমাণ বহুগুণ বেড়ে যায় এবং নদী নতুন উদ্যমে নিম্নক্ষয় শুরু করে। এইভাবে পুনরুত্থিত ভূমিভাগ পুনর্যৌবন লাভ করে। একে গতিময় পুনর্যৌবন লাভ বলে।
14. ক্ষয়চক্রের ব্যাঘাত বা বিঘ্ন বলতে কী বোঝায়?
Ans: সমুদ্র জলতলের হ্রাসবৃদ্ধি কিংবা নদীর শক্তিবৃদ্ধির ফলে যখন ক্ষয়চক্রটি নির্দিষ্ট সময়ের আগেই সমাপ্ত হয় অথবা পরিসমাপ্ত হওয়ার আগেই নতুন ক্ষয়চক্র শুরু হয়, তাকে ক্ষয়চক্রের ব্যাঘাত বা বিঘ্ন বলে।
15. পেডিমেন্ট কীভাবে গঠিত হয়?
Ans: উয় মরু অঞ্চলে পর্বতের পাদদেশে বায়ু ও জলধারার সম্মিলিত কাজের ফলে যে সামান্য ঢালু প্রস্তরময় ভূমিরূপ সৃষ্টি হয়, সেই ভূমিরূপকে পেডিমেন্ট বলা হয়।