অধ্যায় 3
জলনির্গম প্রণালী
---------------------------------------------------------
MCQs
1. গম্বুজ গঠনের ওপর গঠিত জলনির্গম প্রণালীটি হল
a) জাফরিরূপী
b) বৃক্ষরূপী
c) কেন্দ্রমুখী
d) অঙ্গুরীয় ✔
2. শিলার সমধর্মিতার দ্বারা নিয়ন্ত্রিত নদী নকশা বা জলনির্গম
প্রণালীটি হল-
a) বৃক্ষরূপী ✔
b) কেন্দ্রবিমুখ
c) সমান্তরাল
d) জাফরিরূপী
3. বিভিন্ন নদী পরস্পরের সঙ্গে সমকোণে মিলিত হয়ে যে নদী জালিকা
গড়ে তোলে তা হল-
a) আয়তাকার
b) আঁকশিরূপী (বড়শিরূপী)
c) সমান্তরাল
d) জাফরিরূপী ✔
4. অনুগামী নদী, পরবর্তী নদী,
গৌণ অনুগামী নদী, বিপরা নদীর সমন্বয়ে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তা হল-
a) আয়তাকার
b) আঁকশিরূপী (বড়শিরূপী)
c) সমান্তরাল
d) জাফরিরূপী ✔
5. জলনির্গম প্রণালী হল জলনির্গম জালিকার
a) গাণিতিক রূপ
b) জ্যামিতিক রূপ ✔
c) রৈখিক রূপ
d) শৈল্পিক রূপ
6. সমনত বা একনত গঠনযুক্ত ভূমিভাগে গড়ে ওঠা জলনির্গম প্রণালীটি
হল-
a) সমান্তরাল ✔
b) কেন্দ্রবিমুখ
c) জাফরিরূপী
d) বৃক্ষরূপী
7. মালভূমির খাড়া ঢালে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তাকে বলে-
a) বৃক্ষরূপী জলনির্গম প্রণালী
b) অঙ্গুরীয় সদৃশ জলনির্গম প্রণালী
c) জাফরিরূপী জলনির্গম প্রণালী
d) সমান্তরাল জলনির্গম প্রণালী ✔
8.গম্বুজাকৃতি পাহাড়ে কোন্ ধরনের নদী নকশার সৃষ্টি হয়?
a) বৃক্ষরূপী
b) কেন্দ্রবিমুখ ✔
c) কেন্দ্রাভিমুখ
d) জাফরিরূপী
9. শতদ্রু নদী যে প্রকার নদীর উদাহরণ, তা হল-
a) পূর্ববর্তী নদী ✔
b) পরবর্তী নদী
c) অধ্যারোপিত
d) নদী বিপরা নদী
10. একনত গঠনযুক্ত ভূমিভাগে যে ধরনের নদী নকশা গড়ে ওঠে, সেটি হল-
a) অঙ্গুরীয় নদী নকশা
b) জাফরিরূপী নদী নকশা
✔
c) কেন্দ্রমুখী নদী নকশা
d) কেন্দ্রবিমুখ নদী নকশা
11. গম্বুজাকৃতি পাহাড়ে যে ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে,
তা হল-
a) সমান্তরাল জলনির্গম
b) প্রণালী হেরিংবোন জলনির্গম প্রণালী
c) কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী ✔
d) পিনেট জলনির্গম প্রণালী
12. ভূতাত্ত্বিক গঠন দ্বারা নিয়ন্ত্রিত নয় এমন একটি নদী হল-
a) অধ্যারোপ নদী ✔
b) অনুগামী নদী
c) সমান্তরাল নদী
d) পরবর্তী নদী
13. অনুগামী নদী সৃষ্টির পর যে নদী শিলার আয়াম বরাবর সৃষ্টি হয়
তাকে বলে-
a) পরবর্তী নদী ✔
b) অসংগত নদী
c) পূর্ববর্তী নদী
d) বিপরা নদী
14. নিম্ন ভাঁজের ফলে সৃষ্ট ভূগাঠনিক বেসিনে গড়ে ওঠা জলনির্গম
প্রণালী হল-
a) জাফরিরূপী
b) আয়তাকার
c) কেন্দ্রমুখী ✔
d) কেন্দ্রবিমুখ
15. নদীজালিকার জ্যামিতিক আকৃতিকে বলা হয়-
a) নদী উপত্যকা
b) নদীখাত নকশা
c) সংগঠিত নদী
d) নদী নকশা ✔
SHORT ANSWER QUESTION
1. অনুগামী নদীর অপর নাম কী?
Ans: অনুগামী নদীর অপর নাম প্রধান নদী বা প্রাথমিক নদী।
2. জলনির্গম প্রণালী বলতে কী বোঝায়?
Ans: নদী অববাহিকায় বিভিন্ন নদী মিলিত হয়ে যে নানা রকমের নদী
বিন্যাস গড়ে তোলে, তাকে জলনির্গম প্রণালী বলে।
3. নদী নকশা গঠনের ভূগাঠনিক নিয়ন্ত্রকগুলি কী?
Ans: নদী নকশা গঠনের ভূগাঠনিক নিয়ন্ত্রকগুলি হল-শিলার ভাঁজ ও
চ্যুতি, নতি, প্রবেশ্যতা ও অপ্রবেশ্যতা, কঠিন ও নরম
শিলার পরপর সজ্জিতকরণ, শায়িত ও কেলাসিত শিলার ওপর স্তরীভূত শিলার আস্তরণের ধরন
প্রভৃতি।
4. নদী নকশা গঠনের ভূপ্রাকৃতিক তথা ভূমিরূপগত নিয়ন্ত্রকগুলি কী?
Ans: নদী নকশা গঠনের ভূপ্রাকৃতিক তথা ভূমিরূপগত নিয়ন্ত্রকগুলি
হল- ভূমির বন্ধুরতা বা ভূমির ঢাল, বিভিন্ন আকৃতির পাহাড় বা উচ্চভূমি, আগ্নেয় শঙ্কু,
ক্যালডেরা বা অবনত জ্বালামুখ এবং অবনত ভূভাগ বা বেসিনের উপস্থিতি প্রভৃতি।
5. কখন নদী নকশা পরিপূর্ণ রূপ পায়?
Ans: ক্ষয়চক্রের পরিণত অবস্থায় ভূতাত্ত্বিক গঠনের সাথে সামঞ্জস্য
ঘটিয়ে নদী নকশা পরিপূর্ণ রূপ পায়।
6. বৃক্ষরূপী জলনির্গম প্রণালী বলতে কী বোঝ?
Ans: যে জলনির্গম প্রণালীতে উপনদীগুলি এলোমেলোভাবে সবদিকে
শাখাপ্রশাখার ন্যায় বিস্তৃত হয় এবং সম্পূর্ণভাবে গাছের ডালপালার মতো বিন্যস্ত থাকে,
তাকে বৃক্ষরূপী জলনির্গম প্রণালী বলে।
7. বৃক্ষরূপী নদী নকশা দেখতে কেমন হয়?
Ans: বৃক্ষরূপী নদী নকশা গাছের ডালপালার মতো সজ্জিত হয়।
৪. কোন্ ধরনের শিলাগঠনযুক্ত অঞ্চলে বৃক্ষরূপী জলনির্গম
প্রণালী গড়ে ওঠে?
Ans: একই ধরনের শিলা দিয়ে গঠিত অঞ্চলে বৃক্ষরূপী জলনির্গম
প্রণালী গড়ে ওঠে।
9. আয়তাকার জলনির্গম প্রণালী কীভাবে গড়ে ওঠে?
Ans: নদী ও উপনদীগুলি শিলার ফাটল, জোড়মুখ
প্রভৃতির মধ্য দিয়ে সমকোণে বাঁক নিতে নিতে প্রবাহিত হলে আয়তাকার জলনির্গম প্রণালী
গড়ে ওঠে।
10. হেরিংবোন-সদৃশ নদী নকশা কাকে বলে?
Ans: প্রধান নদী সরলরেখায় প্রবাহিত হয় এবং দু-পাশ থেকে প্রায়
সমান্তরালে বয়ে চলা অনেক ছোটো ছোটো নদী প্রধান নদীতে মেশে। এরকম নদী নকশা দেখতে
মাছের কাঁটার মতো হয় বলে একে হেরিংবোন-সদৃশ নদী নকশা বলে।
11. আঁকশিরূপী নদী নকশা বলতে কী বোঝ?
Ans: কোনো অববাহিকার প্রধান নদী যখন মস্তক ক্ষয়ের দ্বারা অন্য
অববাহিকার উপনদীকে গ্রাস করে তখন ওই নদীটি বড়শির কাঁটার মতো বাঁক নিয়ে প্রধান নদীর
সাথে মিলিত হয়। একে আঁকশিরূপী নদী নকশা বলে।
12. জাফরিরূপী নদী নকশা কাকে বলে?
Ans: ভূতাত্ত্বিক গঠন অনুসরণ করে প্রধান ও অপ্রধান সমস্ত নদী
পরস্পর সমকোণে মিলিত হয়ে যে ঝিল্লিযুক্ত জালিকার মতো নদী নকশা গঠন করে, তাকে জাফরিরূপী
নদী নকশা বলে।
13. সমান্তরাল নদী নকশা বলতে কী বোঝ?
Ans: ভূমিরূপ ও ভূমিগঠনের মিলিত প্রভাবে যে নদী নকশায় অনেকগুলি
অনুগামী নদী, একে অন্যের সঙ্গে সমান্তরালে প্রবাহিত হয়, তাকে সমান্তরাল
নদী নকশা বলে।
14. 'অঙ্গুরীয় জলনির্গম প্রণালী' বলতে কী বোঝায়?
Ans: গম্বুজাকৃতি উচ্চভূমিতে কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে
অবস্থান করলে নদী কোমল শিলাকে ক্ষয় করে অঙ্গুরীয়র মতো যে নদী নকশা তৈরি করে,
তাকে অঙ্গুরীয় জলনির্গম প্রণালী বলে। যেমন-মার্কিন যুক্তরাষ্ট্রের ব্ল্যাকহিল
পাহাড়কে প্রায় চক্রাকারে বেষ্টন করে রেড নদী প্রবাহিত হয়েছে, যার ফলে গড়ে
উঠেছে অঙ্গুরীয় নদী নকশা।
15. অসংগঠিত বা বিশৃঙ্খল নদী নকশা কাকে বলে?
Ans: যে জলনির্গম প্রণালীতে একাধিক নদী পরস্পর মিলিত হয়ে
বিক্ষিপ্ত বা অবিন্যস্তভাবে নিকটবর্তী কোনো হ্রদ বা জলাভূমিতে গিয়ে শেষ হয়,
সেই জলনির্গম প্রণালীকে অসংগঠিত বা বিশৃঙ্খল নদী নকশা বলে।
বিশ্লেষণধর্মী প্রশ্নাবলি (প্রতিটি প্রশ্নের মান 7)
প্রশ্ন 1. জলনির্গম প্রণালী কাকে বলে? এই প্রণালীর
নিয়ন্ত্রকসমূহ আলোচনা করো।
অথবা, নদী নকশা কাকে বলে? নদী নকশা গঠনের
প্রধান ভূগাঠনিক নিয়ন্ত্রকগুলি কী কী? 2+5
জলনির্গম প্রণালী / নদী নকশা
Ans: প্রধানত ভূমিঢাল ও ভূতাত্ত্বিক গঠনগত উপাদান (অর্থাৎ শিলার
গঠন, কাঠিন্য, প্রবেশ্যতা, ক্ষয় প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি) দ্বারা নিয়ন্ত্রিত হয়ে
প্রধান নদী, উপনদী ও শাখানদী একত্রে ক্রমবিকাশের মাধ্যমে যে নানা রকমের
নদী বিন্যাস গড়ে তোলে তাকে নদী নকশা বা জলনির্গম প্রণালী বলে। প্রকৃতপক্ষে,
কোনো অববাহিকায় এক একটি নদীর গতিপথ সম্মিলিতভাবে যে রূপ ফুটিয়ে তোলে তাই হল
নদী নকশা বা নদী ব্যবস্থা।
জলনির্গম প্রণালীর নিয়ন্ত্রকসমূহ
প্রধান নদী, উপনদী ও শাখানদীর সম্মিলিত ক্রমবিকাশের ফলে জলনির্গম
প্রণালী বা নদী নকশা গড়ে ওঠে। নদীর ক্রমবিকাশের সঙ্গে নদী নকশার এক গভীর সম্পর্ক
আছে, যা পরোক্ষভাবে কোনো অঞ্চলের ভূমিরূপের বৈশিষ্ট্য ও ভূতাত্ত্বিক গঠনকে
প্রতিফলিত করে। অন্যভাবে বলা যায়, নদী নকশাকে ভূমিরূপ ও ভূতাত্ত্বিক গঠন নিয়ন্ত্রণ করে। নদী
নকশা বা জলনির্গম ব্যবস্থার প্রধান দুটি নিয়ন্ত্রক আছে, যেমন-
[1] ভূপ্রাকৃতিক তথা ভূমিরূপগত নিয়ন্ত্রক এবং [2] ভূতাত্ত্বিক নিয়ন্ত্রক।
[1] ভূপ্রাকৃতিক তথা ভূমিরূপগত নিয়ন্ত্রক: নদী নকশা সৃষ্টিতে এই ধরনের নিয়ন্ত্রণকারী উপাদানগুলি
হল-ভূমির বন্ধুরতা বা ভূমির ঢাল, শঙ্কু আকৃতির পাহাড় বা টিলা, উচ্চভূমি,
গম্বুজ আকৃতির পাহাড় বা উচ্চভূমি, আগ্নেয় শঙ্কু, ক্যালডেরা বা
অবনত জ্বালামুখ এবং অবনত ভূভাগ বা বেসিন প্রভৃতি।
2] ভূতাত্ত্বিক বা ভূগাঠনিক নিয়ন্ত্রক: জলনির্গম প্রণালী সৃষ্টিতে ভূতাত্ত্বিক বা ভূগাঠনিক
বিভিন্ন উপাদান অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলি হল-শিলার ভাঁজ ও চ্যুতি,
শিলার নতি, শিলার প্রবেশ্যতা ও অপ্রবেশ্যতা, কাঠিন্য,
ক্ষয় প্রতিরোধ ক্ষমতা, ফাটল বা দারণ, সন্ধি বা জোড়মুখ (Joints), কঠিন ও নরম
শিলার পরপর সজ্জিতকরণ, শায়িত ও কেলাসিত শিলার ওপর স্তরীভূত শিলার আস্তরণের ধরন
প্রভৃতি।
প্রশ্ন 2 চিত্র-সহ বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী
আলোচনা করো। অথবা, জলনির্গম প্রণালীর সাথে তার নীচস্থ ভূতাত্ত্বিক গঠনের
সম্পর্ক উদাহরণ-সহ ব্যাখ্যা করো।
Ans:
প্রশ্ন 3 এম ও বৃক্ষরূপী জলনির্গম প্রণালী কী? এই প্রণালীর
উৎপত্তিতে নিয়ন্ত্রণকারী উপাদানগুলি কী?
Ans:বৃক্ষরূপী জলনির্গম প্রণালী
যে জলনির্গম প্রণালী বা নদী ব্যবস্থায় উপনদীগুলি অতি
এলোমেলোভাবে সবদিকে শাখা-প্রশাখার ন্যায় বিস্তৃত হয় এবং সম্পূর্ণভাবে গাছের
ডালপালার মতো সজ্জিত দেখায় সেই নদী বিন্যাস বা গোষ্ঠীকে বৃক্ষরূপী নদী নকশা বলে। উদাহরণ-ভূপৃষ্ঠের যেসব অংশ একইপ্রকার শিলা দ্বারা গঠিত অর্থাৎ
শিলার ক্ষয়কার্য প্রতিরোধ করার ক্ষমতা একই রকমের, সেইসব স্থানে
এইরূপ
জলনির্গম প্রণালী গড়ে ওঠে। গোদাবরী নদীর সঙ্গে মঞ্জিরা,
পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ইন্দ্রাবতী প্রভৃতি উপনদী মিলিত হয়ে বৃক্ষরূপী জলনির্গম
প্রণালী গড়ে উঠেছে।
বৈশিষ্ট্য
(i) ক্রমবিকাশ বা বিবর্তনের প্রথম পর্যায়ে অববাহিকা অঞ্চলে
কতকগুলি উপসমান্তরাল অনুগামী নদী সৃষ্টি হয়।
(ii) অববাহিকার স্থানে স্থানে বৃষ্টির জলে ক্ষুদ্র ক্ষুদ্র নালা
বা খাত সৃষ্টি হয়।
(iii) ওই সমস্ত খাত উৎস মুখের দিকে এলোমেলোভাবে বিস্তৃত হতে থাকে
এবং উপনদীরূপে প্রধান নদী বা অনুগামী নদীর সঙ্গে সূক্ষ্ম কোণে (অবশ্যই 90° অপেক্ষা অনেক
কম মানের কোণে) মিলিত হয়।
(iv) উপনদীগুলির নানা দিকে বিস্তার ঘটায় নদী নকশা বৃক্ষের মতো
রূপ লাভ করে।
বৃক্ষরূপী জলনির্গম প্রণালীর উৎপত্তিতে নিয়ন্ত্রণকারী
উপাদানসমূহ বৃক্ষরূপী জলনির্গম প্রণালীর উৎপত্তিতে নিয়ন্ত্রণকারী উপাদানসমূহ হল-
[1] ভূমির ঢাল: মৃদুঢালযুক্ত
সমতল ভূপৃষ্ঠ এধরনের নদী নকশা গঠনের সহায়ক হয়।
[2] শিলার ধরন: অনুভূমিক বা
প্রায় অনুভূমিক একনত গঠনের সমধর্মী পাললিক শিলা কিংবা ফাটলহীন
নিরেট সুবিস্তৃত আগ্নেয় শিলার ওপর নদীগুলি ডালপালার মতো
বিস্তৃত হয়।
[3] শিলার ভৌতধর্ম: শিলার গ্রথন, প্রবেশ্যতা,
কাঠিন্য ও ক্ষয় প্রতিরোধ ক্ষমতা সর্বত্র একই রকম হলে এইরূপ নদী নকশা গড়ে ওঠে।
প্রশ্ন 5. জাফরিরূপী নদী নকশা গঠনের নিয়ন্ত্রকগুলি কী?
কোন্ কোন্ ধরনের ভূমিরূপের ওপর কেন্দ্রবিমুখ ও সমান্তরাল জলনির্গম প্রণালী গড়ে
ওঠে? গঠনের সঙ্গে সামঞ্জস্যহীন নদী নকশাগুলি কীরূপ আলোচনা করো।
Ans:
👉Paid Answer (For Membership User)