Class 12 Political Science (WBCHSE)

Lesson 2

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বের আন্তর্জাতিক সম্পর্ক


TOPIC [A] ঠান্ডা লড়াই: অর্থ ও উৎপনি কারণ


বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি বা MCQ


সঠিক উত্তরটি নির্বাচন করো


1. দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়-

(a) ১৯১৯ খ্রিস্টাব্দে

(b) ১৯২০ খ্রিস্টাব্দে

(c) ১৯৩৯ খ্রিস্টাব্দে

(d) ১৯৪৫ খ্রিস্টাব্দে 

উত্তরঃ (c) ১৯৩৯ খ্রিস্টাব্দে


2. দ্বিতীয় মহাযুদ্ধের সমাপ্তি ঘটে-

(a) ১৯৪০ খ্রিস্টাব্দে

(b) ১৯৪১ খ্রিস্টাব্দে

(c) ১৯৪৫ খ্রিস্টাব্দে

(d) ১৯৫০ খ্রিস্টাব্দে

উত্তরঃ (c) ১৯৪৫ খ্রিস্টাব্দে


3. জাপানে যে পরমাণু বোমা পড়েছিল তার একটির নাম হল-

(a) ফ্যাট ম্যান

(b) ম্যাড ম্যান

(c) জেন্টলম্যান 

(d) সুপারম্যান

উত্তরঃ (a) ফ্যাট ম্যান


4. মার্কিন রাষ্ট্রপতি ট্রম্যান যে বছর তাঁর নীতি ঘোষণা করেন-

(a) ১৯৪৫ খ্রিস্টাব্দে

(b) ১৯৪৭ খ্রিস্টাব্দে

(c) ১৯৫০ খ্রিস্টাব্দে

(d) ১৯৫৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ (b) ১৯৪৭ খ্রিস্টাব্দে


5. 'ঠান্ডা লড়াই' শব্দটি প্রথম প্রয়োগ করেন-

(a) ট্রুম্যান

(b) বার্নার্ড বারচ

(c) চার্চিল

(d) গোর্বাচেভ 

উত্তরঃ (b) বার্নার্ড বারচ


6. প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন সাংবাদিক-

(a) ওয়াল্টার লিপম্যান

(b) আব্রাহাম বার্গম্যান

(c) রিচার্ড রোজক্রান্স

(d) গ্যাডিস

উত্তরঃ (a) ওয়াল্টার লিপম্যান


7. সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে-

(a) ১৯৪৫ খ্রিস্টাব্দে

(b) ১৯৪৯ খ্রিস্টাব্দে

(c) ১৯৫০ খ্রিস্টাব্দে

(d) ১৯৬০ খ্রিস্টাব্দে

উত্তরঃ (b) ১৯৪৯ খ্রিস্টাব্দে


৪. পশ্চিমি সামরিক জোট হল-

(a) ANATO

(b) SEATO

(c) SAARC

(d) SAPTA

উত্তরঃ (a) ANATO


9. সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলির তৈরি করা জোট হল-

(a) Warsaw

(b) NATO

(c) SAPTA

(d) SEATO

উত্তরঃ (a) Warsaw


10. মহাযুদ্ধের পর ইউরোপের উন্নতির জন্য ঘোষিত পরিকল্পনাটি হয়- 

(a) ট্রুম্যান পরিকল্পনা

(b) মার্শাল পরিকল্পনা

(c) চার্চিল পরিকল্পনা

(d) রেগন পরিকল্পনা

উত্তরঃ (b) মার্শাল পরিকল্পনা


11. NATO গঠিত হয় কার উদ্যোগে?

(a) মার্কিন যুক্তরাষ্ট্র

(b) সোভিয়েত ইউনিয়ন

(c) পোল্যান্ড

(d) পোৰ্তুগাল

উত্তরঃ (a) মার্কিন যুক্তরাষ্ট্র


12. Warsaw Pact তৈরি হয় কার উদ্য়োগে ?

(a) সোভিয়েত ইউনিয়ন

(b) হাঙ্গেরি

(c) মার্কিন যুক্তরাষ্ট্র

(d) নরওয়ে

উত্তরঃ (a) সোভিয়েত ইউনিয়ন


13. উত্তর ও দক্ষিণ কোরিয়ার সংঘর্ষ

(a) ১৯৫০ খ্রিস্টাব্দে

(b) ১৯৫৫ খ্রিস্টাব্দে

(c) ১৯৬০ খ্রিস্টাব্দে

(d) ১৯৬৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ (a) ১৯৫০ খ্রিস্টাব্দে


14. কিউবা সংকট দেখা দেয়-

(a) ১৯৫৫ খ্রিস্টাব্দে

(b) ১৯৬০ খ্রিস্টাব্দে

(c) ১৯৬২ খ্রিস্টাব্দে

(d) ১৯৭৫ খ্রিস্টাব্দে 

উত্তরঃ (c) ১৯৬২ খ্রিস্টাব্দে


15. সাম্যবাদ প্রতিরোধের নীতি ঘোষণা করেন-

(a) ট্রুম্যান

(b) মার্শাল

(c) রেগন

(d) ওবামা

উত্তরঃ (a) ট্রুম্যান


16. কন্টেনমেন্ট অব লিবারেশন লিখেছেন-

(a) বার্টন

(b) বার্নহাম

(c) হ্যারিম্যান

(d) বোলেন

উত্তরঃ (b)  বার্নহাম


17. যে ঘটনার মধ্য দিয়ে ঠান্ডা লড়াইয়ের অবসান এবং একমেরুকরণের জন্ম হয়, সেটি হল-

(a)  সোভিয়েত ইউনিয়নের পতন

(b) কিউবা সংকটের অবসান

(c) কোরিয়া সংকট

(d) ইরাকের কুয়েত দখল

উত্তরঃ (a) সোভিয়েত ইউনিয়নের পতন


18. লেখক বার্টন রচিত গ্রন্থের নাম হল-

(a) International Relations

(b) Politics Among Nations

(c) Witness to History

(d) Strategies of Containment

উত্তরঃ (a) International Relations


19. কবে থেকে আন্তর্জাতিক সম্পর্কের যাবতীয় গুরুত্বপূর্ণ সমস্যা ও ঘটনাবলিকে 'ঠান্ডা লড়াই'-এর প্রেক্ষিতে বিচারবিশ্লেষণ করা হত?

(a) প্রথম বিশ্বযুদ্ধের আগে

(b) প্রথম বিশ্বযুদ্ধের পরে

(c) দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে

(d) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে

উত্তরঃ (d) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে


20. দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন্ শক্তি বা জোট জয়লাভ করেছিল?

(a) অক্ষশক্তি

(b) মিত্রশক্তি

(c) ন্যাটো জোট

(d) ওয়ারশ জোট

উত্তরঃ (b) মিত্রশক্তি


21. ঠান্ডা লড়াই কথাটি কবে থেকে ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে?

(a) ১৯৪৫ সাল থেকে

(b) ১৯৪৬ সাল থেকে

(c) ১৯৪৭ সাল থেকে

(d) ১৯৪৮ সাল থেকে

উত্তরঃ (c) ১৯৪৭ সাল থেকে


22. প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল?

(a) ১৯১৪ সালের ২৮ জুলাই

(b) ১৯১৪ সালের ২৭ জুলাই

(c) ১৯১৪ সালের ২৯ জুলাই

(d) ১৯১৪ সালের ৩০ জুলাই 

উত্তরঃ (a) ১৯১৪ সালের ২৮ জুলাই


23. প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয়?

(a) ১৯১৯ সালের ২৫ জুন

(b) ১৯১৯ সালের ২৬ জুন

(c) ১৯১৯ সালের ২৭ জুন

(d) ১৯১৯ সালের ২৮ জুন  

উত্তরঃ (d) ১৯১৯ সালের ২৮ জুন 


24. মার্কিন যুক্তরাষ্ট্র কবে থেকে 'মনরো নীতি' গ্রহণ করে?

(a) ১৮২১ সাল

(b) ১৮২২ সাল

(c) ১৮২৩ সাল 

(d) ১৮২৪ সাল 

উত্তরঃ (c) ১৮২৩ সাল 


25. ইটালি ও জাপানের সাথে কমিন্টার্ন-বিরোধী চুক্তি কে স্বাক্ষর করেছিলেন?

(a) হিটলার

(b) মুসোলিনি

(c) লেনিন

(d) ট্রট্স্কি

উত্তরঃ (a) হিটলার


26. কমিন্টার্ন-বিরোধী চুক্তি কোন্ বছর স্বাক্ষরিত হয়?

(a) ১৯৩৩ সাল 

(b) ১৯৩৫ সাল 

(c) ১৯৩৬ সাল 

(d) ১৯৪০ সাল

উত্তরঃ (c) ১৯৩৬ সাল 


27. মিউনিক চুক্তি কোন্ বছর স্বাক্ষরিত হয়?

(a) ১৯৩৫ সাল

(b) ১৯৩৬ সাল

(c) ১৯৩৭ সাল

(d) ১৯৩৮ সাল

উত্তরঃ (d) ১৯৩৮ সাল


28. সোভিয়েত-ইঙ্গ-ফরাসি সহযোগিতা গড়ে তোলার জন্য কোন্ দেশ পরিকল্পনা পেশ করে?

(a) সোভিয়েত ইউনিয়ন

(b) ব্রিটেন

(c) ফ্রান্স

(d) আমেরিকা

উত্তরঃ (a) সোভিয়েত ইউনিয়ন


29. সোভিয়েত-ইঙ্গ-ফরাসি সহযোগিতা গড়ে তোলার জন্য পরিকল্পনা কোন্ বছর পেশ করা হয়?

(a) ১৯৩৬ সাল

(b) ১৯৩৭ সাল

(c) ১৯৩৮ সাল

(d) ১৯৩৯ সাল

উত্তরঃ (d) ১৯৩৯ সাল


30. স্তালিন কার সঙ্গে অনাক্রমণ চুক্তি সম্পাদন করেন?

(a) মুসোলিনি

(b) হিটলার

(c) চার্চিল

(d) বুজভেল্ট

উত্তরঃ (b) হিটলার


31. ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

(a) ১৯৪২ সাল

(b) ১৯৪৩ সাল

(c) ১৯৪৪ সাল

(d) ১৯৪৫ সাল

উত্তরঃ (d) ১৯৪৫ সাল


32. দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কোন্ বছর যোগদান করে?

(a) ১৯৩৯ সাল

(b) ১৯৪০ সাল

(c) ১৯৪১ সাল

(d) ১৯৪২ সাল

উত্তরঃ (d) ১৯৪২ সাল


33. কমিউনিস্ট তৃতীয় আন্তর্জাতিকের বিলোপ কোন্ বছর হয়েছিল?

(a) ১৯৪২ সাল

(b) ১৯৪৩ সাল

(c) ১৯৪৪ সাল

(d) ১৯৪৫ সাল

উত্তরঃ (b) ১৯৪৩ সাল


34. কমিউনিস্ট তৃতীয় আন্তর্জাতিকের বিলোপ কোন্ দেশ করেছিল?

(a) চেকোশ্লোভাকিয়া

(b) আমেরিকা

(c) ব্রিটেন

(d) সোভিয়েত ইউনিয়ন

উত্তরঃ (d) সোভিয়েত ইউনিয়ন


35. মার্শাল পরিকল্পনা কোন্ বছর থেকে কার্যকর হয়?

(a) ১৯৪৫ সাল

(b) ১৯৪৬ সাল 

(c) ১৯৪৭ সাল 

(d) ১৯৪৮ সাল

উত্তরঃ (d) ১৯৪৮ সাল


36 . 'বার্লিন অবরোধ' কোন্ দেশ করে?

(a) মার্কিন যুক্তরাষ্ট্র

(b) সোভিয়েত ইউনিয়ন

(c) ব্রিটেন

(d) ফ্রান্স

উত্তরঃ (b) সোভিয়েত ইউনিয়ন


37. 'বার্লিন অবরোধ' কোন্ বছর হয়?

(a) ১৯৪৭ সাল 

(b) ১৯৪৮ সাল 

(c) ১৯৪৯ সাল 

(d) ১৯৫০ সাল

উত্তরঃ (b) ১৯৪৮ সাল 


38. 'ন্যাটো' কবে স্বাক্ষরিত হয়?

(a) ১৯৪৯ সালে ২ এপ্রিল

(d) ১৯৪৯ সালে ৫ এপ্রিল

(c) ১৯৪৯ সালে ৪ এপ্রিল

(d) ১৯৪৯ সালে ৩ এপ্রিল

উত্তরঃ (c) ১৯৪৯ সালে ৪ এপ্রিল


39. 'ওয়ারশ চুক্তি' কবে স্বাক্ষরিত হয়?

(a) ১৯৫৫ সালের ১৪ মে

(b) ১৯৫৫ সালের ১৫ মে

(c) ১৯৫৫ সালের ১৬ মে

(d) ১৯৫৫ সালের ১৭ মে 

উত্তরঃ (a) ১৯৫৫ সালের ১৪ মে


40. রিয়ালিটিজ অব ওয়ার্ল্ড পাওয়ার লিখেছেন-

(a) বার্টন 

(b) হ্যারিম্যান

(c) জন কেইফার

(d) বোলেন 

উত্তরঃ (c) জন কেইফার


41. পটড্রাম সম্মেলন কোন্ বছর অনুষ্ঠিত হয়? 

(a) ১৯৪৪ সালে 

(b) ১৯৪৫ সালে 

(c) ১৯৪৬ সালে 

(d) ১৯৪৭ সালে

উত্তরঃ (b) ১৯৪৫ সালে 


42. পশ্চিম জার্মানিকে কোন্ বছর একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়?

(a) ১৯৪৬ সালে 

(b) ১৯৪৭ সালে 

(c) ১৯৪৮ সালে 

(d) ১৯৪৯ সালে

উত্তরঃ (c) ১৯৪৮ সালে 


43. 'বার্লিন অবরোধ' কোন্ বছর প্রত্যাহৃত হয়?

(a) ১৯৪৯ সালে

(b) ১৯৫০ সালে 

(c) ১৯৪৭ সালে 

(d) ১৯৪৮ সালে

উত্তরঃ (a) ১৯৪৯ সালে


44. চিনে কমিউনিস্ট পার্টির শাসন কোন বছর প্রতিষ্ঠিত হয়?

(a) ১৯৪৭ সালে 

(b) ১৯৪৮ সালে 

(c) ১৯৪৯ সালে 

(d) ১৯৫০ সালে 

উত্তরঃ (c) ১৯৪৯ সালে 


45. সোভিয়েত ইউনিয়ন কোন্ বছর আণবিক বোমা আবিষ্কার করে?

(a) ১৯৪৬ সালে 

(b) ১৯৪৭ সালে 

(c) ১৯৪৮ সালে 

(d) ১৯৪৯ সালে

উত্তরঃ (d) ১৯৪৯ সালে


46. কোরিয়ার যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

(a) ১৯৪৭ সালে

(b) ১৯৪৮ সালে

(c) ১৯৪৯ সালে 

(d) ১৯৫০ সালে

উত্তরঃ (d) ১৯৫০ সালে


47. ট্রম্যান কত সালে তাঁর পরিকল্পনার কথা বলেন?

(a) ১৯৪৬ সালে 

(b) ১৯৪৭ সালে 

(c) ১৯৪৮ সালে 

(d) ১৯৪৯ সালে

উত্তরঃ (b) ১৯৪৭ সালে 


48. ট্রম্যান গ্রিস ও তুরস্ককে কত মিলিয়ন ডলার আর্থিক সাহায্য প্রদানের কথা বলেন?

(a) ২০০ মিলিয়ন

(b) ৩০০ মিলিয়ন

(c) ৪০০ মিলিয়ন

(d) ৫০০ মিলিয়ন

উত্তরঃ (c) ৪০০ মিলিয়ন


49. জর্জ মার্শাল কে ছিলেন?

(a) মার্কিন রাষ্ট্রপতি

(b) ব্রিটিশ প্রধানমন্ত্রী

(c) মার্কিন পররাষ্ট্র সচিব

(d) ব্রিটিশ প্রধানমন্ত্রী

উত্তরঃ (c) মার্কিন পররাষ্ট্র সচিব


50. ১৯৪৭ সালের শেষদিকে পশ্চিম ইউরোপের ক-টি দেশ মার্শাল পরিকল্পনার শরিক হয়?

(a) ১৫টি দেশ

(b) ১৬টি দেশ

(c) ১৭টি দেশ

(d) ১৮টি দেশ

উত্তরঃ (b) ১৬টি দেশ


51. 'ইউরোপীয় অর্থনৈতিক সহযোগিতার জন্য কমিটি'-এর নাম কোন্ বছর পরিবর্তিত হয়?

(a) ১৯৪৬ সালে 

(b) ১৯৪৭ সালে

(c) ১৯৪৮ সালে 

(d) ১৯৪৯ সালে

উত্তরঃ (c) ১৯৪৮ সালে 


52. ক-টি দেশের চুক্তির মাধ্যমে 'ন্যাটো' গড়ে ওঠে?

(a) ১০টি

(b) ১২টি

(c) ১৪টি

(d) ১৬টি

উত্তরঃ (b) ১২টি


53. 'কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো' বা 'কমিনফর্ম' কোন্ বছর গঠিত হয়

(a) ১৯৪৫ সাল

(b) ১৯৪৬ সাল

(c) ১৯৪৭ সাল

(d) ১৯৪৮ সাল

উত্তরঃ (c) ১৯৪৭ সাল


54. কমিনফর্ম গঠনে কোন্ দেশ অগ্রণী ভূমিকা নেয়?

(a) সোভিয়েত ইউনিয়ন

(b) পোল্যান্ড

(c) রুমানিয়া

(d) বুলগেরিয়া

উত্তরঃ (a) সোভিয়েত ইউনিয়ন


55. পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংহতি বৃদ্ধির উদ্দেশ্যে 'কমেকন' কোন্ বছর গড়ে ওঠে?

(a) ১৯৪৬ সাল 

(b) ১৯৪৭ সাল 

(c) ১৯৪৮ সাল

(d) ১৯৪৯ সাল

উত্তরঃ (d) ১৯৪৯ সাল


56. কত সালে স্তালিনের মৃত্যু হয়?

(a) ১৯৫০ সাল 

(b) ১৯৫১ সাল 

(c) ১৯৫২ সাল

(d) ১৯৫৩ সাল

উত্তরঃ (d) ১৯৫৩ সাল


57. 'শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব' কবে গৃহীত হয়

(a) ১৯৫০ সালের ২ নেভেম্বর

(b) ১৯৫০ সালের ৩ নেভেম্বর

(c) ১৯৫০ সালের ৪ নেভেম্বর

(d) ১৯৫০ সালের ৫ নেভেম্বর

উত্তরঃ (b) ১৯৫০ সালের ৩ নেভেম্বর


58. 'শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব' সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা গ্রহণ করে?

(a) সাধারণ সভা

(b) নিরাপত্তা পরিষদ

(c) অছিপরিষদ

(d) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

উত্তরঃ (a) সাধারণ সভা


59. কত সালে কোরিয়ার যুদ্ধের বিরতি ঘোষণা করা হয়?

(a) ১৯৫১ সালে 

(b) ১৯৫২ সালে

(c) ১৯৫৩ সালে

(d) ১৯৫৪ সালে

উত্তরঃ (c) ১৯৫৩ সালে


60. কোন্ বছর 'দক্ষিণ-পূর্ব এশীয় চুক্তি সংস্থা' বা 'সিয়াটো' গঠিত হয়?


(a) ১৯৫১ সালে 


(b) ১৯৫২ সালে


(c) ১৯৫৩ সালে


(d) ১৯৫৪ সালে


উত্তরঃ (d) ১৯৫৪ সালে


61. 'মধ্যপ্রাচ্য প্রতিরক্ষা সংস্থা' বা 'মেডো' কবে গঠিত হয়?

(a) ১৯৫৪ সালে 

(b) ১৯৫৫ সালে 

(c) ১৯৫৬ সালে 

(d) ১৯৫৭ সালে

উত্তরঃ (b) ১৯৫৫ সালে 


62. আলবেনিয়া কোন্ বছর 'ওয়ারশ'-এর সদস্যপদ ত্যাগ করে

(a) ১৯৬০ সালে 

(b) ১৯৬১ সালে 

(c) ১৯৬২ সালে

(d) ১৯৬৩ সালে

উত্তরঃ (d) ১৯৬৩ সালে


63. জেনিভা সম্মেলন কোন্ বছর অনুষ্ঠিত হয়?

(a) ১৯৫৪ সালে

(b) ১৯৫৫ সালে 

(c) ১৯৫৬ সালে

(d) ১৯৫৭ সালে

উত্তরঃ (a) ১৯৫৪ সালে


64. প্রেসিডেন্ট নাসের কত সালের সুয়েজ চুক্তি বাতিল করে সুয়েজখার জাতীয়করণ করেন?

(a) ১৮৮৬ সালে 

(b) ১৮৮৭ সালে 

(c) ১৮৮৮ সালে 

(d) ১৮৮৯ সালে

উত্তরঃ (c) ১৮৮৮ সালে 


65. সুয়েজখাল জাতীয়করণ কোন্ বছর হয়?

(a) ১৯৫৩ সালে 

(b) ১৯৫৪ সালে 

(c) ১৯৫৫ সালে 

(d) ১৯৫৬ সালে

উত্তরঃ (c) ১৯৫৫ সালে 


66. সুয়েজখাল জাতীয়করণের প্রতিবাদে কবে ব্রিটেন ও ফ্রান্স মিশরকে আক্রমণ করে?

(a) ১৯৫৬ সালের ২৬ অক্টোবর

(b) ১৯৫৬ সালের ২৭ অক্টোবর

(c) ১৯৫৬ সালের ২৮ অক্টোবর

(d) ১৯৫৬ সালের ২৯ অক্টোবর

উত্তরঃ (d) ১৯৫৬ সালের ২৯ অক্টোবর


67. আমেরিকা লাতিন আমেরিকার দেশগুলিকে নিয়ে 'আমেরিকার রাষ্ট্রসমূহের সংস্থা' বা 'ওএএস' কোন্ বছর গঠন করেছিল?


(a) ১৯৪৬ সালে


(b) ১৯৪৭ সালে


(c) ১৯৪৮ সালে


(d) ১৯৪৯ সালে


উত্তরঃ (c) ১৯৪৮ সালে


68. মার্কিন যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরকিার কতগুলি দেশ মিলে 'ও এ এস' গঠন করেছিল?

(a) ২০টি

(b) ২১টি

(c) ২২টি

(d) ২৩টি

উত্তরঃ (a) ২০টি


69. গুয়েতেমালার আরবেও সরকার কত সালে 'আমেরিকান ইউনাইটেড ফ্রুট কোম্পানি' জাতীয়করণ করে?

(a) ১৯৫৩ সালে 

(b) ১৯৫৪ সালে 

(c) ১৯৫৫ সালে 

(d) ১৯৫৬ সালে

উত্তরঃ (b) ১৯৫৪ সালে 


70. কিউবার আত্মরক্ষার জন্য সোভিয়েত ইউনিয়ন কোন্ বছর ক্ষেপণাস্ত্র ঘাঁটি গড়ে তোলার কথা ঘোষণা করে?

(a) ১৯৫২ সালে 

(b) ১৯৫৫ সালে

(c) ১৯৬০ সালে

(d) ১৯৬২ সালে

উত্তরঃ (d) ১৯৬২ সালে


71. 'ঠান্ডা লড়াই' শব্দটিকে জনপ্রিয় করে তোলেন-

(a) ক্রুশ্চেভ

(b) লিপম্যান

(c) চার্চিল

(d) মর্গেনথাউ

উত্তরঃ (c) চার্চিল


72. ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়েছিল কোন্ যুদ্ধের পর?

(a) প্রথম বিশ্বযুদ্ধ

(b) দ্বিতীয় বিশ্বযুদ্ধ

(c) কোরিয়ার যুদ্ধ

(d) কিউবার যুদ্ধ

উত্তরঃ (b) দ্বিতীয় বিশ্বযুদ্ধ


73. ঠান্ডা লড়াইয়ের প্রারম্ভিক ঘোষণা করেন-

(a) ট্রুম্যান

(b) চার্চিল

(c) লিপম্যান

(d) স্তালিন

উত্তরঃ (b) চার্চিল


74. ঠান্ডা লড়াইয়ের উৎস সম্পর্কিত ঐতিহ্যবাহী ধারণার জনক ছিলেন-

(a) জর্জ কেন্নান

(b) উইলসন 

(c) চার্চিল

(d) লিপম্যান

উত্তরঃ (a) জর্জ কেন্নান


75. পৃথিবীতে ঠান্ডা লড়াই স্থায়ী হয়-

(a) ৬০ বছর

(b) ৪০ বছর

(c) ৭০ বছর

(d) ৫০ বছর

উত্তরঃ (d) ৫০ বছর


76. মলোটভ ছিলেন-

(a) সোভিয়েত রাষ্ট্রদূত

(b) সোভিয়েত প্রধানমন্ত্রী

(c) সোভিয়েত অর্থমন্ত্রী

(d) কোনোটিই নয়

উত্তরঃ (d) কোনোটিই নয়


77. ট্রম্যান ছিলেন-

(a) মার্কিন রাষ্ট্রপতি

(b) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

(c) ফরাসি রাষ্ট্রপতি

(d) রুশ রাষ্ট্রপতি

উত্তরঃ (a) মার্কিন রাষ্ট্রপতি


78. ফুলটন বক্তৃতায় আনুষ্ঠানিক ঘোষণা হয়-

(a) ঠান্ডা লড়াইয়ের

(b) ন্যাটো জোটে

(c) মার্শাল পরিকল্পনার

(d) টুম্যান নীতির

উত্তরঃ (a) ঠান্ডা লড়াইয়ের


79. আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত হয়-

(a) এনজাস চুক্তি

(b) এসিসি চুক্তি

(c) ন্যাটো চুক্তি

(d) ওয়ারশ চুক্তি

উত্তরঃ (a) এনজাস চুক্তি


৪০. ওয়ারশ চুক্তির কেন্দ্রীয় শক্তি ছিল-

(a) আমেরিকা রাশিয়া

(b) রাশিয়া

(c) ফ্রান্স

(d) পোল্যান্ড

উত্তরঃ (b) রাশিয়া


81. কেজিবি কোন্ দেশের গোয়েন্দা বিভাগ ছিল?

(a) রাশিয়া

(b) ভিয়েতনাম  

(c) ফ্রান্স

(d) জার্মানি

উত্তরঃ (a) রাশিয়া


82. মূলত যে সংকটকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই শুরু হয়-

(a) সুয়েজ সংকট

(b) কোরিয়া সংকট

(c) বার্লিন সংকট

(d) কিউবা সংকট

উত্তরঃ (a) সুয়েজ সংকট


83. ঠান্ডা যুদ্ধের সময় যে দুটি ক্ষেত্রে জাতিপুঞ্জের শান্তিরক্ষার দৃষ্টান্ত দেখা যায়, সেগুলি হল-

(a) কাশ্মীর সমস্যা ও সুয়েজ সমস্যা

(b) জাতিগত সমস্যা

(c) বর্ণবিদ্বেষগত সমস্যা

(d) কোনোটিই নয়

উত্তরঃ (a) কাশ্মীর সমস্যা ও সুয়েজ সমস্যা


84. ঠান্ডা যুদ্ধ প্রথম পর্যায়ে কেন্দ্রীভূত ছিল-

(a) ইউরোপে

(b) পূর্ব এশিয়ায়

(c) পশ্চিম এশিয়ায়

(d) আফ্রিকায়

উত্তরঃ (a) ইউরোপে


85. সোভিয়েত ইউনিয়ন সম্পর্কে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যানের ঘোষিত নীতি হল-

(a) আন্তর্জাতিক নিরাপত্তার নীতি

(b) আন্তর্জাতিক বাণিজ্যের নীতি

(c) পারস্পরিক সাহায্যের নীতি

(d) সংকোচনের (Containment) নীতি

উত্তরঃ (d) সংকোচনের (Containment) নীতি


86. 'ঠান্ডা যুদ্ধ' বলতে বোঝায়-

(a) গরম যুদ্ধকে

(b) আণবিক যুদ্ধকে

(c) যুদ্ধ-পরবর্তী অবস্থাকে

(d) যুদ্ধ ও শান্তির মাঝামাঝি অবস্থাকে

উত্তরঃ (d) যুদ্ধ ও শান্তির মাঝামাঝি অবস্থাকে


৪7. ১৯৯০ খ্রি. কোন্ ঘোষণার মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে?

(a) বুশ-গোর্বাচেভ ঘোষণা

(b) আফগানিস্তান ঘোষণা

(c) ট্রুম্যানের ঘোষণা

(d) ক্রুশ্চেভের ঘোষণা

উত্তরঃ (a) বুশ-গোর্বাচেভ ঘোষণা


৪৪. ঠান্ডা লড়াইকে কে 'গরম শান্তি' বলে চিহ্নিত করেছেন?

(a) চার্চিল

(b) বার্নেট

(c) টুম্যান

(d) ফ্রিডম্যান  

উত্তরঃ (b) বার্নেট


89. ঠান্ডা লড়াইকে কে 'যুদ্ধের একটি নতুন কৌশল' বলে চিহ্নিত করেছেন-

(a) রেমন্ড

(b) বার্নেট

(c) ফ্রিডম্যান

(d) ফ্র্যাঙ্কেল

উত্তরঃ (c) ফ্রিডম্যান


90. দ্য ওয়াশিংটন পোস্ট নামক মার্কিন পত্রিকায় পরিস্থিতি বিশ্লেষণ করে ধারাবাহিকভাবে কতগুলি প্রবন্ধ লিখেছিলেন?

(a) ওয়াল্টার লিপম্যান

(b) বার্নাড বারুচ

(c) চার্চিল

(d) বুলগানিন

উত্তরঃ (a) ওয়াল্টার লিপম্যান


91. ঠান্ডা লড়াইয়ের উৎস খুঁজে পাওয়া যায়-

(a) মনরো নীতির মধ্যে

(b) প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে

(c) ভার্সাই চুক্তির মধ্যে

(d) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে   

উত্তরঃ (b) প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে


92. ঠান্ডা লড়াইয়ের প্রথম পর্বে সোভিয়েত ইউনিয়নের প্রভাব-প্রতিপত্তি রোধে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক গৃহীত নীতি ছিল-

(a) প্রতিরোধের নীতি

(b) পারমাণবিক নিবৃত্তিকরণ নীতি

(c) বন্ধুত্বের নীতি

(d) প্রত্যক্ষভাবে আক্রমণ করার নীতি

উত্তরঃ (a) প্রতিরোধের নীতি


93. ____এর দশকে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে

(a) ১৯৩০

(b) ১৯৮০

(c) ১৯৬০

(d) ১৯৯০

উত্তরঃ (d) ১৯৯০


94. ঠান্ডা যুদ্ধে কারা মহাশক্তিধর রাষ্ট্র ছিল?

(a) ব্রিটেন-মার্কিন যুক্তরাষ্ট্র

(b) মার্কিন যুক্তরাষ্ট্র-সোভিয়েত ইউনিয়ন

(c) সোভিয়েত ইউনিয়ন-জার্মানি

(d) সোভিয়েত ইউনিয়ন-চিন

উত্তরঃ (b) মার্কিন যুক্তরাষ্ট্র-সোভিয়েত ইউনিয়ন


95. ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ হল-

(a) বিশ্ব দারিদ্র্য

(b) জাতিপুঞ্জের ভূমিকা

(c) মতাদর্শগত বিরোধ

(d) এর কোনোটিই নয় 

উত্তরঃ (c) মতাদর্শগত বিরোধ


96. ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম-

(a) ভারত ও সোভিয়েত ইউনিয়ন

(b) চিন ও পাকিস্তান

(c) মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন

(d) জার্মানি ও ভারত

উত্তরঃ (c) মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন


97. ঠান্ডা লড়াইয়ের অবসান হয়-

(a) ১৯৮০ সালে 

(b) ১৯৯৫ সালে 

(c) ১৯৯১ সালে

(d) ২০০০ সালে

উত্তরঃ (c) ১৯৯১ সালে


98. প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল-

(a) প্রথম বিশ্বযুদ্ধে

(b) দ্বিতীয় বিশ্বযুদ্ধে

(c) ঠান্ডা লড়াইয়ে

(d) ভারত-পাক যুদ্ধে

উত্তরঃ (c) ঠান্ডা লড়াইয়ে


99. সমাজতান্ত্রিক দেশগুলি কোন্ জোট গঠন করে?

(a) ন্যাটো

(b) সাফটা

(c) ওয়ারশ

(d) সিয়াটো

উত্তরঃ (c) ওয়ারশ


100. ন্যাটোর বিপরীত জোটটি হল-

(a) সিয়াটো

(b) ওয়ারশ

(c) সার্ক

(d) আশিয়ান

উত্তরঃ (b) ওয়ারশ


101. ১৯৪৯ সালের জানুয়ারি মাসে 'কমেকন' গঠন করেছিল-

(a) মার্কিন যুক্তরাষ্ট্র

(b) সোভিয়েত ইউনিয়ন

(c) চিন

(d) ব্রিটেন              

উত্তরঃ (b) সোভিয়েত ইউনিয়ন



অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি


একটি বা দুটি বাক্যে উত্তর দাও


1. ১৯৪৫ খ্রিস্টাব্দে কোন্ মহাযুদ্ধের অবসান ঘটে?


2. ট্রুম্যান নীতি কবে ঘোষিত হয়?


3. 'ঠান্ডা লড়াই' শব্দটি প্রথম কে প্রয়োগ করেন?


4. কাদের মধ্যে ঠান্ডা যুদ্ধ হয়েছিল?


5. দ্বিতীয় মহাযুদ্ধের সময় ব্যবহৃত একটি পরমাণু বোমার নাম লেখো। 


6. রাষ্ট্রপতি ট্রুম্যানের পররাষ্ট্র সচিব কে ছিলেন?


7. ঠান্ডা যুদ্ধের সময় পশ্চিমি সামরিক জোটের নাম কী?


৪. ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থার নাম কী?


9. NATO কোন্ মহাসাগরের তীরবর্তী রাষ্ট্রগুলি নিয়ে গঠিত?


10. কাদের ঘোষণায় ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে?


11. কে ঠান্ডা লড়াইকে গরম লড়াইয়ের প্রয়োজনীয় স্তর হিসেবে দেখেন না?


12. কার নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট গঠিত হয়েছিল?


13. NATO জোটের পালটা জোটের নাম কী?


14. NPT-র পুরো কথাটি কী?


15. জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি কবে হয়?


16. ঠান্ডা লড়াইয়ের পর একমাত্র সামরিক শক্তিধর রাষ্ট্রের নাম কী?


17. কিউবার সংকট দেখা দেয় কবে?


18. কোন্ দেশগুলিকে নিয়ে Warsaw জোট তৈরি হয়?


19. দ্বিতীয় মহাযুদ্ধ কবে শুরু হয়?


20. 'মিত্রশক্তি' কোন্ কোন্ দেশকে নিয়ে গড়ে উঠেছিল?


21. 'অক্ষশক্তি' কোন্ কোন্ দেশকে নিয়ে গড়ে উঠেছিল?


22. 'মিত্রশক্তি'র মধ্যে কোন্ সমাজতান্ত্রিক দেশ ছিল?


23. বার্নেট-এর মতে ঠান্ডা লড়াই বলতে কী বোঝায়?


24. বারুচ 'ঠান্ডা লড়াই' কথাটি কবে প্রয়োগ করেছিলেন?


25. 'ঠান্ডা লড়াই' কথাটি কোন্ সাল থেকে ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে?


26. 'ঠান্ডা লড়াই' কথাটি কে জনপ্রিয় করেছিলেন


27. কোন্ কোন্ রাষ্ট্রপ্রধানের মধ্যে 'অনাক্রমণ চুক্তি' স্বাক্ষরিত হয়


28. 'ক্যু-দেতা' কী?


29. 'প্রতিরোধের নীতি' কী?


30. সদ্যোজাত সোভিয়েত ইউনিয়নকে আঁতুড়ঘরেই ধ্বংস করার স্লোগান কে দিয়েছিলেন?


31. মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিক দিক থেকে সোভিয়েত ইউনিয়নকে কোন্ বছর স্বীকৃতি দেয়?


32. কমিন্টার্নের বিলোপ ঘটিয়েছিল কোন্ দেশ?


33. কমিন্টার্নের বিলোপ কেন হয়েছিল?


34. মার্শাল পরিকল্পনায় কোন্ দেশগুলিকে সাহায্য প্রদান করার কথা বলা হয়নি?


35. 'বার্লিন অবরোধ'-কে মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে অর্থহীন করে তুলেছিল?


36. পটড্রাম সম্মেলনে কী গৃহীত হয়েছিল


37. জাপান কার কাছে নিঃশর্তে আত্মসমর্পণ করে?


38. কোন্ ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে শক্তির সমতা প্রতিষ্ঠা

করেছিল


39. মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ মার্শাল যুদ্ধবিধ্বস্ত ইউরোপের পুনর্গঠনের জন্য কোথায় বক্তৃতা দিয়েছিলেন?


40. মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল?


41. মার্শাল পরিকল্পনা সম্পর্কে হ্যারিম্যান কী বলেছেন?


42. গ্রিস ও তুরস্ক কবে ন্যাটো জোটে যোগ দেয়?


43. পশ্চিম জার্মানি কবে ন্যাটো জোটে যোগদান করে?


44. 'কমিনফর্ম' গঠনের উদ্দেশ্য কী ছিল?


45. 'কমিনফর্ম'-এর প্রধান কার্যালয় কোথায় স্থাপিত হয়েছিল


46. 'কমেকন' কী জন্য গড়ে উঠেছিল?


47. উত্তর কোরিয়ায় কোন্ দেশের নিয়ন্ত্রণ ছিল?


48. দক্ষিণ কোরিয়ায় কোন্ দেশের নিয়ন্ত্রণ ছিল?


49. 'শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব' কোন্ পরিকল্পনার ওপর ভিত্তি করে গৃহীত হয়


50. কোরিয়ার যুদ্ধ কত বছর ধরে চলে


51. ক্রুশ্চেভ-এর শান্তিপূর্ণ সহাবস্থানের নীতির বিশেষত্ব কী?


52. ওয়ারশ জোটের সচিবালয় কোথায় ছিল?


53. 'ইন্দোচিন কোন্ সময় জাপানের অধীনে আসে?


54. কার নেতৃত্বে ঐক্যবদ্ধ ভিয়েতনাম গড়ে ওঠে?


55. কোন্ রাষ্ট্রনেতার প্রস্তাবক্রমে সুয়েজ সমস্যা সমাধানে সম্মিলিত জাতিপুঞ্জ এগিয়ে আসে?


56. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বের প্রধান দুই শক্তিধর রাষ্ট্রের নাম কী?


57. The Cold War: A Study in US Foreign Policy গ্রন্থটি কার লেখা


58. 'ঠান্ডা যুদ্ধ' বলতে কী বোঝ লেখো


59. ঠান্ডা লড়াই বলতে জোশেফ ফ্র্যাঙ্কেল কী বুঝিয়েছেন


60. ঠান্ডা লড়াই সম্পর্কে ফ্রিডম্যানের বক্তব্য কী


61. ঠান্ডা লড়াইয়ের সঙ্গে কোন্ প্রতিরোধের বিষয়টি জড়িত? 


62. কোন্ সালে সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে?


63. সোভিয়েত ইউনিয়নে মার্কিন কূটনৈতিক প্রতিনিধি কে ছিলেন?


64. প্রতিযোগিতামূলক সহাবস্থানের নীতির প্রবক্তা কে?


65. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী ঠান্ডা লড়াই কতদিন চলেছিল?


66. কোন চুক্তির মাধ্যমে কোরিয়া যুদ্ধের সমাপ্তি ঘটে?


67. ফিদেল কাস্ত্রো কবে কিউবার শাসনক্ষমতায় অধিষ্ঠিত হন?


68. ঐক্যবদ্ধ জার্মানির প্রথম চ্যান্সেলার কে হন?


69. সেন্টো কী?


70. 'কমেকন'-এর পুরো নাম কী?


71. সিয়াটো কী?


72. পটস্ডাম সম্মেলন কবে হয়েছিল?


73. পটস্ডাম সম্মেলনে যোগদানকারী যে-কোনো দুজন নেতার নাম লেখো


74. বার্লিন অবরোধ কবে প্রত্যাহত হয়?


75. কবে বার্লিন প্রাচীর ভাঙা শুরু হয়


76. কবে, কোথায় কমিনফর্ম গঠিত হয়েছিল


77. কোন্ দেশ বার্লিন অবরোধ করেছিল?


78. 'তৃতীয় বিশ্ব' কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন


79. তৃতীয় বিশ্ব কোন্ কোন্ দেশ নিয়ে গঠিত?


৪০. পূর্ব ও পশ্চিম জার্মানি কবে ঐক্যবদ্ধ জার্মানি রূপে আত্মপ্রকাশ করে 


81. নর্থ আটলান্টিক চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?


82. মার্কিন যুক্তরাষ্ট্রের কোন্ দুটি নীতির মধ্যে ঠান্ডা যুদ্ধের বীজ নি ছিল?


83. ঠান্ডা যুদ্ধের সময়কাল উল্লেখ করো


84. এচিসন পরিকল্পনার মূল বক্তব্য কী?


85. ছায়া যুদ্ধ কাকে বলে?


86. আনুষ্ঠানিকভাবে ঠান্ডা লড়াইয়ের প্রারম্ভিক ঘোষণা কে করেছিলে 


87. ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণাটি কার মস্তিষ্কপ্রসূত?


৪৪. ঠান্ডা লড়াইয়ের শেষ পর্বে কোন্ দেশে সোভিয়েত রাশিয়া সামা হস্তক্ষেপ করে?


89. আফগানিস্তানে সোভিয়েত সামরিক আগ্রাসন প্রতিরোধে পা উপসাগরীয় আন্দোলনে কোন্ দেশ সেনা মোতায়েন করে? 


90. বার্নেটের মতে ঠান্ডা লড়াই কী?


91. ১৯৪৭ সালের ১৩ এপ্রিল কলম্বিয়ায় প্রদত্ত ভাষণে বার্নাড বারুচন লড়াই সম্পর্কে কী বলেছিলেন?


92. সংশোধনবাদীদের মতে, ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির প্রধান কারণ কী?


93. কঠোর সংশোধনবাদীরা ঠান্ডা লড়াইয়ের মূল কারণ হিসেবে কোন্ ঘটনাকে চিহ্নিত করেছিলেন?


94. ঠান্ডা লড়াইয়ের প্রথমদিকে মার্কিন যুক্তরাষ্ট্র যেসব সংস্থা গড়েছিল সেগুলির মধ্যে যে-কোনো দুটি উল্লেখ করো


95. ঠান্ডা লড়াই সম্পর্কে জেমস বার্নহামের বক্তব্যের মূল কথাটি কী ছিল?


96. মার্কিন যুক্তরাষ্ট্রের 'প্রতিরোধের নীতি'টির উদ্দে শ্য কী ছিল?


97. মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান ঘোষিত নীতিগুলির মধ্যে যে-কোনো একটি উল্লেখ করো


98. মার্শাল পরিকল্পনার প্রকৃত উদ্দেশ্য কী ছিল?


99 . মার্শাল পরিকল্পনার মূল প্রবক্তা কে?


100. জর্জ মার্শালের মতে, মার্শাল পরিকল্পনার মূল কর্মসূচি কী?


101. মার্শাল পরিকল্পনা বলতে কী বোঝায়?


102. 'কমিনফর্ম' এর মূল উদ্দেশ্য কী ছিল?


103. 'কমেকন'-এর মূল উদ্দেশ্য কী ছিল?


104. 'কমিনফর্ম' এবং 'কমেকন' গঠন করেছিল কোন্ দেশ


105. ঠান্ডা লড়াই পর্বে সোভিয়েত নেতৃত্বে 'কমিনফর্ম' ও 'কমেকন' কাদের পালটা হিসেবে গঠন করা হয়? 


106. ঠান্ডা লড়াইয়ের চূড়ান্ত পর্বে কিউবায় ক্ষেপণাস্ত্র সংকট কেন দেখা দিয়েছিল?


107. চিন-সোভিয়েত ঠান্ডা লড়াইয়ের একটি কারণ উল্লেখ করো


108. ফ্রিডম্যান 'ঠান্ডা লড়াই' বলতে কী বুঝিয়েছেন?


109. ট্রুম্যান নীতি কী?


110. 'ওয়ারশ' জোট কারা তৈরি করেছিল?


111. দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে পশ্চিমি দেশগুলির সামরিক জোটের নাম কী?



TOPIC [B]  ঠান্ডা লড়াইয়ের বিবর্তন: দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি


বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি বা MCQ


1. ভারত ও পাকিস্তানের মধ্যে তাসখন্দ চুক্তি কোন্ বছর স্বাক্ষরিত হয়

(a) ১৯৬৩ সালে 

(b) ১৯৬৪ সালে 

(c) ১৯৬৫ সালে 

(d) ১৯৬৬ সালে

উত্তরঃ (c) ১৯৬৫ সালে 


2. আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে কবে 'আংশিক পারমাণবিক অস্ত্রপরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি' স্বাক্ষরিত হয়?

(a) ১৯৬২ সালে 

(b) ১৯৬৩ সালে 

(c) ১৯৬৪ সালে 

(d) ১৯৬৫ সালে

উত্তরঃ (b) ১৯৬৩ সালে 


3. আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে কোন্ বছর 'পারমাণবিক অস্ত্রপ্রসার রোধ চুক্তি' স্বাক্ষরিত হয়?

(a) ১৯৬৬ সাল 

(b) ১৯৬৭ সাল

(c) ১৯৬৮ সাল 

(d) ১৯৬৯ সাল 

উত্তরঃ (c) ১৯৬৮ সাল 


4. 'সল্ট-1' স্বাক্ষরিত হয়েছিল?

(a) ১৯৭২ সালে 

(b) ১৯৬৩ সালে 

(c) ১৯৬৮ সালে

(d) ১৯৭৩ সালে

উত্তরঃ (a) ১৯৭২ সালে 


5. কোন্ বছরের শেষদিক থেকে নতুন করে ঠান্ডা লড়াই শুরু হয়?

(a) ১৯৭৩ সাল 

(b) ১৯৭৪ সাল 

(c) ১৯৭৫ সাল 

(d) ১৯৭৬ সাল

উত্তরঃ (d) ১৯৭৬ সাল


6. কোন্ বছর সোভিয়েত ইউনিয়নের সাথে চিনের মতাদর্শগত বিরোধ শুরু হয়?

(a) ১৯৫৩ সালে 

(b) ১৯৫৪ সালে

(c) ১৯৫৫ সালে

(d) ১৯৫৬ সালে

উত্তরঃ (d) ১৯৫৬ সালে


7. কত সালে চিন সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে?

(a) ১৯৭০ সালে 

(b) ১৯৭১ সালে

(c) ১৯৭২ সালে

(d) ১৯৭২ সালে

উত্তরঃ (b) ১৯৭১ সালে


8. কবে থেকে চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়?

(a) ১৯৭৯ সালের ১ জানুয়ারি

(b) ১৯৭৯ সালের ২ জানুয়ারি

(c) ১৯৭৯ সালের ৩ জানুয়ারি

(d) ১৯৭৯ সালের ৪ জানুয়ারি

উত্তরঃ (a) ১৯৭৯ সালের ১ জানুয়ারি


9. মিখাইল গোর্বাচেভ কোন্ বছর সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী হন?


(a) ১৯৮৩ সাল 


(b) ১৯৮৪ সাল


(c) ১৯৮৫ সাল


(d) ১৯৮৬ সাল


উত্তরঃ (c) ১৯৮৫ সাল


10. কবে আনুষ্ঠানিকভাবে ঠান্ডা লড়াইয়ের অবসানের কথা ঘোষিত হয়?


(a) ১৯৯০ সালের ১ জুন


(b) ১৯৯০ সালের ২ জুন


(c) ১৯৯০ সালের ৩ জুন


(d) ১৯৯০ সালের ৪ জুন


উত্তরঃ (b) ১৯৯০ সালের ২ জুন


11. আউট অব দ্য কোল্ড ওয়ার গ্রন্থটি লিখেছেন-


(a) রবার্ট ম্যাকনামারা


(b) বার্টন


(c)বোলেন


(d) জন কেইফার


উত্তরঃ (a) রবার্ট ম্যাকনামারা



12. জর্জ কেন্নানের ছদ্মনাম ছিল-


(a) মি. এ


(b) মি. জেড


(c )মি. এক্স


(d) মি. ওয়াই


উত্তরঃ (c )মি. এক্স


13. CIA কোন্ দেশের গোয়েন্দা বিভাগ?


(a) ভারতের


(b) মার্কিন যুক্তরাষ্ট্রের


(c)রাশিয়ার


(d) ব্রিটেনের


উত্তরঃ (b) মার্কিন যুক্তরাষ্ট্রের


14 . যে দেশ NATO-র সদস্যভুক্ত হয়নি-


(a) কিউবা


(b) ইটালি


(c ) ফ্রান্স


(d) ব্রিটেন


উত্তরঃ (a) কিউবা


15. কিউবা অবস্থিত-


(a) লাতিন আমেরিকায়

(b) রাশিয়ায়


(c ) দক্ষিণ এশিয়ায়


(d) আফ্রিকায়


উত্তরঃ (a) লাতিন আমেরিকায়


16. ম্যানিলা সম্মেলন অনুষ্ঠিত হয়-


(a) ১৯৫০ খ্রি.


(b) ১৯৫২ খ্রি. 


(c ) ১৯৫৪ খ্রি.


(d)১৯৬২ খ্রি.


উত্তরঃ (c ) ১৯৫৪ খ্রি.


17. মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সংঘাতকে 'বৃশ্চিক ও মাকড়সার 


লড়াই' বলেছিলেন-


(a) লুই হ্যালে


(b) প্যাট্রিস লুলুম্বা


(c ) মলোটভ


(d) লিপম্যান


উত্তরঃ (a) লুই হ্যালে

 

18. দেঁতাত প্রক্রিয়া স্থায়ী হয়েছিল-


(a) ১৯৫০-৬০ সাল পর্যন্ত


(b) ১৯৬০-৭৯ সাল পর্যন্ত


(c ) ১৯৫৯-৬৯ সাল পর্যন্ত


(d) ১৯৮০-৯০ সাল পর্যন্ত


উত্তরঃ (a) ১৯৫০-৬০ সাল পর্যন্ত


19. দেঁতাত হল একটি-


(a) সম্মেলন


(b) প্রক্রিয়া


(c ) চুক্তি


(d) সংগঠন    


20. দেঁতাত প্রক্রিয়ার প্রথম উদ্যোগ নিয়েছিল-


(a) মার্কিন যুক্তরাষ্ট্র


(b) সোভিয়েত ইউনিয়ন


(c ) ব্রিটেন


(d) সুইটজারল্যান্ড