Chapter--2

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বের আন্তর্জাতিক সম্পর্ক

---------------------------------------------------------------------


MCQ 


1. পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন্ সালে?

(a) ১৯৬৮

(b) ১৯৭২

(c ) ১৯৫৪

(d) ১৯৯০

উত্তরঃ(c ) ১৯৫৪   


2. ভারতের পঞ্চশীল নীতি আনুষ্ঠানিক স্বীকৃতি পায়-

(a) ১৯৫০ খ্রি. 

(b) ১৯৫৪ খ্রি. 

(c ) ১৯৫৯ খ্রি. 

(d) ১৯৬০ খ্রি

উত্তরঃ(b) ১৯৫৪ খ্রি


3 . NATO চুক্তির প্রধান উদ্যোক্তা ছিল-

(a) চিন

(b) রাশিয়া

(c) আমেরিকা

(d) জার্মানি        

উত্তরঃ(c) আমেরিকা


4. 'লৌহ যবনিকা' (Iron Curtain) ধারণাটি হল-

(a) চার্চিলের

(b) ট্রুম্যানের

(c ) আইজেনহোওয়ারের

(d) কেন্নানের

উত্তরঃ(a) চার্চিলের


5. মার্শাল পরিকল্পনা কার্যকর হয়-

(a) প্রথম বিশ্বযুদ্ধের পর

(b)  উপসাগরীয় যুদ্ধের পর

(c )  দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর

(d) প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে    

উত্তরঃ(c )  দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর


6. সামরিক দিক থেকে ব্যাখ্যা করলে বর্তমান বিশ্ব হল-

(a) একমেরু বিশ্ব

(b)  দ্বিমেরু বিশ্ব

© বহুমেরু বিশ্ব

(d)  আধা-দ্বিমেরু বিশ্ব

উত্তরঃ (a) একমেরু বিশ্ব


7. দ্বিমেরুকরণের ধারণা প্রথম প্রবর্তন করেন-

(a) মর্গেনথাউ

(b) টয়েনবি

(c ) কুইন্সি রাইট

(d) অর্গানস্কি

উত্তরঃ (b) টয়েনবি


8. দুইয়ের অধিক কেন্দ্রে যখন বিশ্বশক্তি বিন্যস্ত হয়, তখন যে অবস্থা উদ্ভব হয় তাকে বলে-

(a) একমেরুকরণ 

(b) দ্বিমেরুকরণ 

(c ) বহুমেরুকরণ 

(d) স্থিতাবস্থা

উত্তরঃ(c ) বহুমেরুকরণ 


9. দেঁতাত নীতির প্রবক্তা ছিলেন-

(a) হেনরি কিসিংগার

(b) ম্যালেনকভ

(c ) কুশ্চেভ

(d) নেহরু

উত্তরঃ (a) হেনরি কিসিংগার


10. দেঁতাত প্রক্রিয়া স্থায়ী হয়েছিল-

(a) ১৯৫০-৬০ সাল পর্যন্ত

(b) ১৯৬০-৭৯ সাল পর্যন্ত

(c ) ১৯৫৯-৬৯ সাল পর্যন্ত

(d) ১৯৮০-৯০ সাল পর্যন্ত

উত্তরঃ (a) ১৯৫০-৬০ সাল পর্যন্ত


11. কিউবা অবস্থিত-

(a) লাতিন আমেরিকায়

(b) রাশিয়ায়

(c ) দক্ষিণ এশিয়ায়

(d) আফ্রিকায়

উত্তরঃ (a) লাতিন আমেরিকায়


12. CIA কোন্ দেশের গোয়েন্দা বিভাগ?

(a) ভারতের

(b) মার্কিন যুক্তরাষ্ট্রের

(c)রাশিয়ার

(d) ব্রিটেনের

উত্তরঃ (b) মার্কিন যুক্তরাষ্ট্রের


13. কবে আনুষ্ঠানিকভাবে ঠান্ডা লড়াইয়ের অবসানের কথা ঘোষিত হয়?

(a) ১৯৯০ সালের ১ জুন

(b) ১৯৯০ সালের ২ জুন

(c) ১৯৯০ সালের ৩ জুন

(d) ১৯৯০ সালের ৪ জুন

উত্তরঃ (b) ১৯৯০ সালের ২ জুন


14. কোন্ বছর সোভিয়েত ইউনিয়নের সাথে চিনের মতাদর্শগত বিরোধ শুরু হয়?

(a) ১৯৫৩ সালে 

(b) ১৯৫৪ সালে

(c ) ১৯৫৫ সালে

(d)১৯৫৬ সালে

উত্তরঃ (d)১৯৫৬ সালে


15. আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে কোন্ বছর 'পারমাণবিক অস্ত্রপ্রসার রোধ চুক্তি' স্বাক্ষরিত হয়?

(a) ১৯৬৬ সাল 

(b) ১৯৬৭ সাল

(c ) ১৯৬৮ সাল 

(d) ১৯৬৯ সাল 

উত্তরঃ ©  ১৯৬৮ সাল 


16. ভারত ও পাকিস্তানের মধ্যে তাসখন্দ চুক্তি কোন্ বছর স্বাক্ষরিত হয়? 

(a) ১৯৬৩ সালে 

(b) ১৯৬৪ সালে 

(c ) ১৯৬৫ সালে 

(d) ১৯৬৬ সালে

উত্তরঃ © ১৯৬৫ সালে




Short Answer Question


1. দেতাঁত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কী?

▶দেঁতাত এর অর্থ হল 'উত্তেজনা প্রশমন' বা 'বন্ধুত্বের পুনরুদ্ধার অন্যদিকে ঠান্ডা লড়াই বলতে এমন এক পরিস্থিতিকে বোঝায় যা 'যুদ্ধ ও নয়, আবার শান্তি ও নয়'।


2. 'দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা' বলতে তুমি কী বোঝ?  

▶দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা' বলতে মূলত তৃতীয় বিশ্বের

উন্নয়নশীল দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতাকে বোঝায়।


3. জোটনিরপেক্ষতা উদ্ভবের একটি কারণ লেখো।

▶জোটনিরপেক্ষতা উদ্ভবের একটি কারণ হল ঠান্ডা যুদ্ধের

দুনিয়ায় কোনো জোটে যোগ না দিয়ে সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদবিরোধী জাতীয় চুক্তি আন্দোলন গড়ে তোলা।


4. 'পারমাণবিক নিবৃত্তিকরণ' বা 'পারমাণবিক প্রতিরোধ' বলতে কী বোঝায়?

▶ যখন পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলি পারমাণবিক অস্ত্র প্রয়োগে

সার্বিক ধ্বংসের আশঙ্কায় পরস্পর পরস্পরকে আক্রমণ করা থেকে

বিরত থাকে, তখন তাকে 'পারমাণবিক নিবৃত্তিকরণ' বা 'পারমাণবিক প্রতিরোধ' বলা হয়।


5. জাতীয় ক্ষমতা বলতে কী বোঝায়?

▶ জাতীয় ক্ষমতা বলতে নিজের জাতীয় স্বার্থ ও নীতি

অনুসারে অন্য রাষ্ট্রের নীতিনির্ধারণের ওপর প্রভাব খাটানোর ক্ষমতাকে বোঝায়


6. নির্জেটি আন্দোলনের সূচনায় মিশরের প্রতিনিধিত্ব কে করেন?

▶ নির্জোট আন্দোলনের সূচনায় মিশরের প্রতিনিধিত্ব করেন প্রেসিডেন্ট নাসের।


7. ভিয়েতনামের স্বাধীনতা আন্দোলনের নেতা কে ছিলেন?

▶ ভিয়েতনামের স্বাধীনতা আন্দোলনের নেতা ছিলেন হো-চি-মিন।


8. বান্দুং সম্মেলনে গৃহীত নীতিগুলি কী নামে পরিচিত?

▶ বান্দুং সম্মেলনে গৃহীত নীতিগুলি 'বান্দুং-এর দশটি নীতি' নামে পরিচিত।


9. কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম বিশ্বায়ন ও বাজার অর্থনীতি গ্রহণ করা হয় এবং তখন প্রধানমন্ত্রী কে ছিলেন?

▶ ১৯৯১ খ্রিস্টাব্দে ভারতে প্রথম বিশ্বায়ন ও বাজার অর্থনীতি গ্রহণ করা হয় এবং তখন প্রধানমন্ত্রী ছিলেন নরসিমা রাও।


10. 'গ্লাস্তনোস্ত' বলতে কী বোঝায়?

▶ 'গ্লাসনোস্ত' বলতে মুক্তমনা হওয়ার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রতিষ্ঠাকে বোঝায়।


11. 'দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি' বলতে কী বোঝায়? [HS '16;

▶ দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলতে বোঝায় বিশ্বরাজনীতিতে দুটি মহাশক্তিধর রাষ্ট্র সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করছে।


12. চিন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ কোন্ বছর লাভ করে?

▶ ১৯৭১ সালে চিন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ লাভ করে।


13. মিশর ও সিরিয়া কোন্ বছর ইজরায়েলকে আক্রমণ করে?

▶ ১৯৭৩ সালে মিশর ও সিরিয়া ইজরায়েলকে আক্রমণ করে।


14. 'পেরেস্ত্রোইকা' ও 'গ্লাসনোস্ত' নীতি দুটির উদ্‌দ্গাতা কে ছিলেন?

▶ 'পেরেস্ত্রোইকা' ও 'গ্লাসনোস্ত' নীতি দুটির উদ্‌দ্গাতা ছিলেন প্রাক্তন সোভিয়েত রাষ্ট্রপ্রধান মিখাইল গোর্বাচেভ।


15. 'দেতাঁত' বলতে কী বোঝ?        

▶ মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে সহযোগিতার বাতাবরণ সৃষ্টিকে দেতাঁত বলে।


16. 'দেতাঁত' কথার অর্থ কী? 

▶ 'দেতাঁত' কথার অর্থ হল 'পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা'।


17. 'দেতাঁত' কী শব্দ?

▶ 'দেতাঁত' একটি ফরাসি শব্দ।


18. হেনরি কিসিংগার-এর মতে দেতাঁত-এর অর্থ কী?

▶ হেনরি কিসিংগার-এর মতে, দেতাঁত হল 'একটি প্রক্রিয়া, কোনো স্থায়ী সাফল্য নয়'।


19. সোভিয়েত ইউনিয়ন ইউ-২ বিমানকে কবে ভূপতিত করে ? 

▶ সোভিয়েত ইউনিয়ন ১৯৬০ খ্রিস্টাব্দের ১ মে ইউ-২ বিমানকে ভূপতিত করে।


20. সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র কোন্ বছর কঙ্গো সমস্যায় জড়িয়ে পড়ে?

▶ ১৯৬০ খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র বছর কঙ্গো সমস্যায় জড়িয়ে পড়ে।


21. NAM-এর পুরো কথাটি কী?    

▶ NAM-এর পুরো কথাটি হল-Non-Aligned Movement |   


22. কিউবায় কার নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়?

▶ ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে কিউবায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।।


23. 'পঞ্চশীল' নীতি কে প্রথম ঘোষণা করেছিলেন? অথবা, কত সালে পঞ্চশীল নীতি প্রথম ঘোষণা করা হয়?

▶ ১৯৫৪ সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু পঞ্চশীল নীতি প্রথম ঘোষণা করেছিলেন।


24. কবে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে?

▶ ১৯৯১ খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে।


25. হাঙ্গেরিতে কত সালে সোভিয়েত-বিরোধী অভ্যুত্থান ঘটে?

▶ হাঙ্গেরিতে ১৯৫৬ সালে সোভিয়েত-বিরোধী অভ্যুত্থান ঘটে।


26. বান্দুং সম্মেলনে গৃহীত নীতিগুলির মধ্যে যে-কোনো দুটি উল্লেখ করো।

▶বান্দুং সম্মেলনে গৃহীত দুটি উল্লেখযোগ্য নীতি হল- সব জাতির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাপ্রদর্শন। কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকা।


27. বর্তমানে জোটনিরপেক্ষ আন্দোলনের সদস্যসংখ্যা কত?

▶ বর্তমানে জোটনিরপেক্ষ আন্দোলনের সদস্যসংখ্যা হল ১২০ জন।


28. সামরিক জোটবদ্ধ দেশ হয়েও বান্দুং সম্মেলনে যোগ দিয়েছিল এমন দুটি দেশের নাম কী?

▶ সামরিক জোটবদ্ধ দেশ হয়েও বান্দুং সম্মেলনে যোগ দিয়েছিল পাকিস্তান ও ইরান।


29. গতিশীল নিরপেক্ষতা কাকে বলে?

▶ গতিশীল নিরপেক্ষতা বলতে বোঝায় কোনো জোটের মধ্যে না থেকে প্রয়োজনমতো, জোটবদ্ধ যে-কোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখা ও তার বিরোধিতা করা।


30. সার্কের প্রথম সভাপতির নাম কী?

▶ সার্কের প্রথম সভাপতি ছিলেন হোসেন মহম্মদ এরশাদ।


31. চতুর্দশ জোটনিরপেক্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

▶ ২০০৬ সালে চতুর্দশ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।


32. চতুর্দশ জোটনিরপেক্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?▶ কিউবার হাভানা শহরে চতুর্দশ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।


33. পঞ্চদশ জোটনিরপেক্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

▶ ২০০৯ সালে পঞ্চদশ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।


34. নবম জোটনিরপেক্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

▶ যুগোশ্লাভিয়ার বেলগ্রেড শহরে নবম জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠি হয়।


35. দশম জোটনিরপেক্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

▶ ১৯৯২ সালে দশম জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।


36. দশম জোটনিরপেক্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

▶ ইন্দোনেশিয়ার জাকার্তা শহরে দশম জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।


37. একাদশ জোটনিরপেক্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

▶ ১৯৯৫ সালে একাদশ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।


38. চতুর্থ জোটনিরপেক্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 

▶ ১৯৭৩ সালে চতুর্থ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।


39. চতুর্থ জোটনিরপেক্ষ সম্মেলন কোন্ শহরে অনুষ্ঠিত হয়?

▶ আলজেরিয়ার আলজিয়ার্স শহরে চতুর্থ জোটনিরপেক্ষ সম্মেল অনুষ্ঠিত হয়।


40. পঞ্চম জোটনিরপেক্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

▶ ১৯৭৬ সালে পঞ্চম জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।


41. ঐক্যবদ্ধ জার্মানির প্রথম চ্যান্সেলার কে হন?

▶ ঐক্যবদ্ধ জার্মানির প্রথম চ্যান্সেলার হেলমুট কোল।


42. সেন্টো কী?

▶ সেন্টো হল একটি মধ্য এশীয় চুক্তি সংস্থা।


43. 'কমেকন'-এর পুরো নাম কী?

▶ 'কমেকন'-এর পুরো নাম হল-কমিউনিস্ট ইকনমিক ইউনিয়ন।


44. সিয়াটো কী?  

▶ সিয়াটো হল দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি চুক্তি সংস্থা।


45. জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি কবে হয়? ▶ ১৯৪৮ খ্রিস্টাব্দে জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি হয়।

46. ঠান্ডা লড়াইয়ের পর একমাত্র সামরিক শক্তিধর রাষ্ট্রের নাম কী? ▶ ঠান্ডা লড়াইয়ের পর একমাত্র সামরিক শক্তিধর রাষ্ট্র ছিল মার্কিন যুক্তরাষ্ট্র।

47. কিউবার সংকট দেখা দেয় কবে?

▶ ১৯৬২ খ্রিস্টাব্দে কিউবা সংকট দেখা দেয়।

48. কোন্ দেশগুলিকে নিয়ে Warsaw জোট তৈরি হয়? ▶ পূর্ব ইউরোপের দেশগুলিকে নিয়ে Warsaw জোট তৈরি হয়।

49. দ্বিতীয় মহাযুদ্ধ কবে শুরু হয়? ▶ ১৯৩৯ খ্রিস্টাব্দে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়।



EDITING BY--Liza Mahanta