বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি  

সঠিক উত্তরটি নির্বাচন করো:

1. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার স্তর সংখ্যা হল-

উত্তর: ৩টি

2. পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বলা হয়-

উত্তর: গ্রামপ্রধান

3. গ্রাম পঞ্চায়েতে মহিলাদের জন্য সংরক্ষিত আছে মোট আসনের-

উত্তর: 
১/২ অংশ

4. গ্রাম পঞ্চায়েতের সভা বসে মাসে-

উত্তর: 
অন্তত একবার 

5. পঞ্চায়েতের সভায় 'কোরাম' হয় মোট সদস্যের-

উত্তর: 
 ১/৩ অংশের উপস্থিতিতে

6. গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক কাজে সহায়তা করেন-

উত্তর: 
কর্মসচিব

7. গ্রাম পঞ্চায়েতের কার্যকাল হল-

উত্তর:  
৫ বছর

৪. পঞ্চায়েত সমিতির প্রধান হলেন-

উত্তর: 
 সভাপতি

9. পঞ্চায়েত সমিতির প্রশাসনিক আধিকারিক হলেন-

উত্তর: 
 বিডিও

10. পূর্বে পঞ্চায়েত সমিতির নাম ছিল-

 উত্তর: আঞ্চলিক পরিষদ

11. ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হল-

উত্তর: 
জেলা পরিষদ

12. জেলাপরিষদের প্রধান হলেন-

উত্তর: 
সভাধিপতি

13. জেলাপরিষদের প্রশাসনিক কর্মকর্তা হলেন-

উত্তর: 
ডিএম

14. পঞ্চায়েতের কতগুলি সভায় পরপর হাজির না থাকলে সদস্যপদ বাতিল হয়-

উত্তর: 
৩টি

15. স্বায়ত্তশাসনের ইতিহাস পাওয়া যায় প্রাচীন গ্রন্থ-

উত্তর: 
অর্থশাস্ত্রে

16. স্বায়ত্তশাসনের উল্লেখ আছে আবুল ফজলের লেখা-

উত্তর:
 বাবরনামা গ্রন্থে

17. গ্রাম পঞ্চায়েত গঠিত হয়-

উত্তর: 
 ৫-৩০ জন সদস্য নিয়ে

18. গ্রাম পঞ্চায়েতের এক-একটি কেন্দ্র থেকে সর্বাধিক যতজন প্রতিনিধি নির্বাচিত হতে পারেন-

উত্তর:
৩ জন

19. জেলাপরিষদের কার্যকাল বাড়ানো যায়-

উত্তর: 
 ৬ মাস

20. ন্যায় পঞ্চায়েতের সদস্যসংখ্যা হল-

উত্তর:
 ৫ জন

21. পশ্চিমবঙ্গে ত্রিস্তরবিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়-

উত্তর: 
১৯৭৩ সালের আইন অনুযায়ী

22. গ্রামসভার বার্ষিক অধিবেশন বসে-

উত্তর: 
ডিসেম্বর মাসে

23. গ্রাম পঞ্চায়েতের কার্যাবলি-

উত্তর: 
৩ ভাগে বিভক্ত

24. পঞ্চায়েত সমিতির অধিবেশন ডাকা হয়-

উত্তর:
৩ মাস অন্তর

25 . পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়-

উত্তর: 
 ১৯৭৭ খ্রিস্টাব্দে

26. প্রাচীন ভারতে কোল্টি রাষ্ট্রের ক্ষুদ্রতম রাজনৈতিক সংস্থা ছিল?

উত্তর: 
গ্রাম

27. মধ্যযুগের মোগল শাসনাধীন ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের পূর্ণাঙ্গ চিত্র কার রচনা থেকে জানা যায়?

উত্তর: 
আবুল ফজল মনু

28. ভারতীয় সংবিধানের কত নং ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে?

উত্তর:  
৪০ নং ধারা

29. ভারতে কোন্ পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের সময় স্বায়ত্তশাসন ব্যবস্থার প্রবর্তনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়?

উত্তর:  প্রথম

30. ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়?

উত্তর:  
১৯৫১ সাল

31. পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে কোন্ কমিটি বেশকিছু মূল্যবান সুপারিশ করে?

উত্তর:
  বলবন্ত রাই মেহতা কমিটি

32. বলবন্ত রাই কমিটি গঠিত হয়-

উত্তর: 
 ১৯৫৬ সালে

33. বলবন্ত রাই কমিটি কত সালে পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে

উত্তর: 
১৯৫৭  সালে

34. বলবন্ত রাই মেহতা কমিটি কত জনসংখ্যা পিছু একটি পঞ্চায়েত সমিতি গঠনের কথা বলেন?

উত্তর:  
৮০ হাজার

35. বলবন্ত রাই মেহতা কমিটির সুপারিশ কবে গৃহীত হয়?

উত্তর: ১৯৫৮ সালে

36. ভারতীয় সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা প্রদান করা হয়?

উত্তর:  
৭৩ তম

37. ভারতীয় সংবিধানের ৭৩তম সংশোধন কবে হয়?

উত্তর: 
১৯৯২ সালে 

38. সংবিধানের ৭৩তম সংশোধনী আইন কবে থেকে কার্যকর হয়? 

উত্তর: ১৯৯৩ সালে

39. কোনো পঞ্চায়েতকে ভেঙে দেওয়া হলে ভেঙে দেওয়ার কত দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে?

উত্তর: 
৬ মাস

40. গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হয়?

উত্তর:  
২১ বছর

41 . পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার যাত্রা কবে শুরু হয়?

উত্তর: ১৯৫৭ সালে

42. পশ্চিমবঙ্গে দ্বিস্তরবিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা কবে শুরু হয়?

উত্তর: ১৯৫৮ সালে 

43. পশ্চিমবঙ্গে চার স্তরবিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা কবে শুরু হয়?

উত্তর: ১৯৬৩ সালে

44. পশ্চিমবঙ্গে কত সালের পঞ্চায়েত আইন অনুযায়ী চারটি স্তরের পরিবর্তে ত্রিস্তরবিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়?

উত্তর: 
 ১৯৭৩ সালে 

45. পশ্চিমবঙ্গে কোনো গ্রাম পঞ্চায়েতের সদস্যসংখ্যা সর্বাপেক্ষা কত কম হতে পারে?

উত্তর:
  ৫ জন

46. পশ্চিমবঙ্গের কোনো গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সংখ্যা কত হতে পারে?

উত্তর:  
৩০ জন

47. পশ্চিমবঙ্গ পঞ্চায়েত (দ্বিতীয় সংশোধন) আইন কবে গৃহীত হয়?

উত্তর: ২০১০ সালে 

48. পশ্চিমবঙ্গ পঞ্চায়েত (দ্বিতীয় সংশোধন) আইন কবে থেকে চালু হয়?

উত্তর: 
০১.০৭.২০১০ থেকে

49. প্রতি মাসে কমপক্ষে কতবার গ্রাম পঞ্চায়েতের সভা আহ্বান করতে হয়?

উত্তর:  
একবার

50. কত সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত (সংশোধনী) আইনে গ্রাম সংসদ ও গ্রাম সভা গঠনের কথা বলা হয়েছে?

উত্তর: 
১৯৯৪ সাল

51. গ্রাম সংসদের সভায় কোরামের জন্য কতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন?

উত্তর: 
 এক-দশমাংশ

52. গ্রাম সভার সভায় কোরামের জন্য কতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন?

উত্তর: 
 একের কুড়ি অংশ

53. গ্রাম উন্নয়ন সমিতির মোট সদস্যসংখ্যার কমপক্ষে কত অংশ মহিলাদের জন্য সংরক্ষিত?

উত্তর: 
 এক-তৃতীয়াংশ

54. ন্যায় পঞ্চায়েতের বিচারকদের কার্যকালের মেয়াদ কত বছর?

উত্তর: 
৫ বছর

55. ন্যায় পঞ্চায়েতের কার্যপরিচালনার জন্য কমপক্ষে কতজন বিচারকের উপস্থিতি প্রয়োজন?

উত্তর:   ৩ জন

56. ন্যায় পঞ্চায়েত কত টাকা মূল্যের দেওয়ানি মামলার বিচার করতে পারে?

উত্তর: 
২৫০ টাকা

57. ন্যায় পঞ্চায়েত ফৌজদারি মামলায় করতে পারে? সর্বাধিক কত টাকার জরিমানা

উত্তর: 
 ৫০ টাকা 

58 . পঞ্চায়েত সমিতির সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন?

উত্তর:  
৪ বছর

59. পঞ্চায়েত সমিতির সভাপতি বা সহসভাপতির বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব বাতিল হয়ে গেলে বা কোরামের অভাবে বাতিল হয়ে গেলে কতদিনের মধ্যে পুনরায় অনাস্থা প্রস্তাব আনা যাবে না?

উত্তর: 
  ১ বছর

60. পশ্চিমবঙ্গের কোন্ জেলাতে জেলাপরিষদ নেই?

উত্তর: 
  দার্জিলিং

61. জেলাপরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর?

উত্তর:  
৫ বছর

62. জেলাপরিষদের স্থায়ী সমিতির সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর?

উত্তর: 
  ৫ বছর

63. পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী অফিসার হলেন-

উত্তর: 
বিডিও

64. গ্রামের রাস্তায় আলোর ব্যবস্থা করা গ্রাম পঞ্চায়েতের-

উত্তর: 
 স্বেচ্ছাধীন কর্তব্য

65. নির্বাচনের পর গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন-

উত্তর: 
 বিডিও

66. ব্লক সংসদ গঠিত হয়-

উত্তর:  
পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে

67. রাজ্য প্রশাসনের প্রশাসনিক কাজকর্মের একক হল-

উত্তর:  
জেলা

68. গ্রাম পঞ্চায়েতের দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করেন-

উত্তর: 
 কর্মসচিব 

69. গ্রাম সংসদের সভা বসে-

উত্তর: 
 নভেম্বর ও মে মাসে

70. গ্রামীণ বিচার সম্পর্কিত পঞ্চায়েতটি হল-

উত্তর: 
  ন্যায় পঞ্চায়েত

71. স্বায়ত্তশাসনের অর্থ হল-

উত্তর: 
 নিজেদের সরকার বা নিজেদের শাসন

72. "ভারতে প্রকৃত গণতন্ত্রের ভিত্তি হবে স্থানীয় স্বায়ত্তশাসন”- বলেছেন-

উত্তর: 
নেহরু

73. গ্রাম পঞ্চায়েতের সভায় সভাপতিত্ব ③ এসডিও

উত্তর: 
প্রধান

74. জেলাপরিষদের অবস্থান পঞ্চায়েত ব্যবস্থার-

উত্তর: 
  তৃতীয় স্তরে 

75. পশ্চিমবঙ্গের বর্তমানে জেলার সংখ্যা-

উত্তর: 
১৯

76. জেলাপরিষদের প্রধান কর্মকর্তা হলেন-

উত্তর:  
সভাধিপতি

77. জেলাপরিষদের মুখ্য পদাধিকারী হলেন-

উত্তর: 
 সভাধিপতি

78. ব্লক পর্যায়ে স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান হল-

উত্তর: 
 পঞ্চায়েত সমিতি

79. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সমিতিতে ব্লকের অন্তর্গত প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত হন কমপক্ষে-

উত্তর: 
৩ জন

৪০. 'পঞ্চায়েতিরাজ' ধারণার স্রষ্টা হলেন-

উত্তর: 
 গান্ধিজি

81. পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন-

উত্তর: 
সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের সদস্যদের দ্বারা

82. পঞ্চায়েত সমিতির একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস হল-

উত্তর: 
পথকর, অভিকর, ফি ইত্যাদি

83. জেলাপরিষদের সদস্যদের মধ্যে থাকেন প্রতিটি ব্লক থেকে ভোটদাতাদের দ্বারা নির্বাচিত-

উত্তর: 
 ৩ জন প্রতিনিধি

84. জেলাপরিষদের সভাধিপতি নির্বাচিত হন-

উত্তর:  
জেলাপরিষদের সদস্যদের দ্বারা

85. জেলা সংসদের সভায় কোরাম হয়-

উত্তর: 
 ১/১০ অংশ সদস্য উপস্থিত থাকলে

86. "জাতীয় রাষ্ট্রের গণতন্ত্রের একটি শ্রেষ্ঠ মাধ্যম হল স্থানীয় স্বায়ত্তশাসন” বলেছেন-

উত্তর: 
 ড. কে কে পিল্লাই

87. “গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ একটি রাজনৈতিক আদর্শ, এর প্রতিষ্ঠানিক রূপ হল স্থানীয় স্বায়ত্তশাসন”-উক্তিটি করেছেন-

উত্তর: 
 ইকবাল নারায়ণ

৪৪. গ্রামীণ ভারতে পঞ্চায়েতের স্বপ্ন

উত্তর: 
গান্ধিজি

89. মূলত যে প্রধানমন্ত্রীর উদ্যোগে ৭৩তম এবং ৭৮তম সংবিধান সংশোধনী আইন সারা দেশে চালু হয়, তিনি হলেন-

উত্তর: 
 রাজীব গান্ধি

90. গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ-

উত্তর: 
৫ বছর

91. পঞ্চায়েত সমিতি হল পঞ্চয়েত রাজ ব্যবস্থার ------------- স্তর।

উত্তর: 
দ্বিতীয়

92. তম সংবিধান সংশোধনের মাধ্যমে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে-

উত্তর:  
৭৩

93. গ্রাম পঞ্চায়েতের প্রধান তাঁর পদত্যাগপত্র পেশ করেন-

উত্তর: 
 বিডিও-র কাছে

94. গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্যসংখ্যা-

উত্তর: 
৩০ জন

95. জেলাপরিষদের মুখ্য পদাধিকারী হলেন-

উত্তর: 
  সভাধিপতি

96. পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন-

উত্তর: 

97. পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হল-

উত্তর: 
 BDO (বিডিও)

98. পঞ্চায়েত সংস্থায় সদস্যদের কার্যকালের মেয়াদ হল-

উত্তর: 
 ৫ বছর

99. পশ্চিমবঙ্গের জেলাপরিষদগুলিতে প্রতিটি ব্লক থেকে কতজন সদস্য জনগণের দ্বারা নির্বাচিত হন?

উত্তর: 

100. ন্যায় পঞ্চায়েত গঠিত হয় জন সদস্য নিয়ে।

উত্তর: ৫

101. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয়-

উত্তর: 
১৯৭৩ সালে

                                               অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি

একটি বা দুটি বাক্যে উত্তর দাও:

1. ৭৩তম সংবিধান সংশোধন আইনের দুটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর:

2. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার জেলাপরিষদ কাদের নিয়ে গঠিত?

উত্তর:

3. জেলাপরিষদের দুটি প্রধান আয়ের উৎস উল্লেখ করো।

উত্তর:

4. জেলাপরিষদে রাজ্য সরকার কতজন মহিলাকে কখন মনোনীত করতে পারে?

উত্তর:

5. জেলাপরিষদের দুটি স্থায়ী কমিটির নাম লেখো। অথবা, জেলাপরিষদের একটি স্থায়ী কমিটির নাম উল্লেখ করো।

উত্তর:

6. পঞ্চায়েত সমিতি কাদের নিয়ে গঠিত হয়?

উত্তর:

7. জেলাপরিষদের দুটি কাজ লেখো।

অথবা, জেলাপরিষদের একটি কাজ উল্লেখ করো। [Patha Bhawan]

উত্তর:

৪. গ্রাম পঞ্চায়েতের আয়ের যে-কোনো দুটি উৎস উল্লেখ করো।
অথবা, গ্রাম পঞ্চায়েতের একটি আয়ের উৎস লেখো।

উত্তর:

9. পঞ্চায়েত সমিতির আয়ের দুটি উৎস লেখো।

উত্তর:

10. ব্লক প্রশাসনের দুটি কাজ লেখো।

উত্তর:

11. গ্রাম পঞ্চায়েতের দুটি প্রধান কাজ উল্লেখ করো।

উত্তর:

12. পঞ্চায়েত সমিতির দুটি প্রধান কাজ উল্লেখ করো।

উত্তর:

13. ন্যায় পঞ্চায়েত কী?

উত্তর:

14. গ্রাম সংসদের কাজ কী?

উত্তর:

15. গ্রাম পঞ্চায়েতের বিচারবিভাগীয় সংস্থা কোন্টি? 

উত্তর:

16. গ্রাম পঞ্চায়েতের গঠনপদ্ধতি কীরূপ?

উত্তর:

17. পঞ্চায়েত সমিতি তার কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য যে সব স্থায়ী কমিটি গঠন করে তার মধ্যে ৪টি স্থায়ী কমিটির নাম উল্লেখ করো।

উত্তর:

18. গ্রাম সংসদ পঞ্চায়েতের কোন্ স্তরে কীভাবে গঠিত হবে?

উত্তর:

19. ব্লক সংসদের গঠনপদ্ধতি আলোচনা করো।

উত্তর:

20. স্বায়ত্তশাসনের মূল লক্ষ্য কী?

উত্তর:

21. পঞ্চায়েতের অর্থ কমিশনের সদস্য কারা হতে পারেন?

উত্তর:

22. পঞ্চায়েত সমিতির 'স্থায়ী সমিতি' কাদের নিয়ে গঠিত হয়?

উত্তর:

23. গ্রাম পঞ্চায়েত কীভাবে গঠিত হয়?

উত্তর:

24. গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান কীভাবে নির্বাচিত হন?

উত্তর:

25. গ্রামসভা কাকে বলে?

উত্তর:

26. সংবিধানের ৭৩তম সংশোধনে গৃহীত পঞ্চায়েত ব্যবস্থার দুটি প্রধান পরিবর্তনের উল্লেখ করো।

উত্তর:

27. গ্রাম সংসদ কী?

উত্তর:  

28. বেনিফিসিয়ারি কমিটি কাকে বলে?

উত্তর:

29. গ্রাম পঞ্চায়েতের কোনো সদস্যের অপসারণে কি মহকুমাশাসকের কোনো ভূমিকা আছে?

উত্তর:

30. পঞ্চায়েত ব্যবস্থার একটি গুরুত্ব লেখো।

উত্তর:

31. প্রাচীন ভারতের গ্রামীণ স্বায়ত্তশাসনের ব্যবস্থা সম্পর্কে কাদের রচনা থেকে জানা যায়?

উত্তর:

32. বলবন্ত রাই মেহতা কমিটি কীরূপ পঞ্চায়েত ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে?

উত্তর:

33. মেহতা কমিটির সুপারিশ অনুযায়ী জেলাপরিষদের দায়িত্ব কী হবে?

উত্তর:

34. পঞ্চায়েত ব্যবস্থা ভারতীয় সংবিধানের কোন্ অংশে অন্তর্ভুক্ত হয়েছে?

উত্তর:

35 . ভারতীয় সংবিধানের ৭৩তম সংশোধনে ক-টি স্তরবিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয়েছে?

উত্তর:

36. সংবিধানের ৭৩তম সংশোধন অনুযায়ী কোন্ রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তর থাকবে না?

উত্তর:

37. ৭৩তম সংবিধান সংশোধন অনুযায়ী পঞ্চায়েতে মহিলাদের জন্য ক-টি আসন সংরক্ষিত থাকবে?

উত্তর:
 
38 দায়িত্ব কার হাতে থাকবে?

উত্তর:

39. নগর পঞ্চায়েত কোথায় প্রতিষ্ঠিত হবে?

উত্তর:

40. পশ্চিমবঙ্গে স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানগুলিকে ক-টি ভাগে ভাগ করা যায়?

উত্তর:

41 . গ্রামীণ স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান কী?

উত্তর:

42. ১৯৫৭ সালের পঞ্চায়েত আইন অনুসারে পশ্চিমবঙ্গে ক-টি স্তরবিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা গড়ে ওঠে?

উত্তর:

43. ১৯৬৩ সালে প্রণীত পশ্চিমবঙ্গ জেলাপরিষদ আইনের ফলে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা ক-টি স্তরবিশিষ্ট হয়?

উত্তর:

44. ১৯৭৩ সালের পঞ্চায়েত আইন অনুসারে পশ্চিমবঙ্গে ক-টি স্তরবিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা গড়ে ওঠে?

উত্তর:

45. ১৯৭৩ সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনে গ্রাম গঠন সম্পর্কে কী বলা হয়েছে?

উত্তর:

46. ৭৩তম সংবিধান সংশোধন অনুযায়ী গ্রাম পঞ্চায়েতে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের জন্য ক-টি আসন সংরক্ষণের কথা বলা হয়েছে?

উত্তর:

47. প্রধানের অনুপস্থিতিতে গ্রাম পঞ্চায়েতের কার্যাবলি কে সম্পাদন করেন?

উত্তর:

48. পশ্চিমবঙ্গ পঞ্চায়েত (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১০-এ গ্রাম পঞ্চায়েতে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছে?

অথবা, পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে?

উত্তর:

49. পশ্চিমবঙ্গ পঞ্চায়েত (দ্বিতীয় সংশোধন) আইন ২০১০-এ গ্রাম পঞ্চায়েতে তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছে?

উত্তর:

50. গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে?

উত্তর:

51. গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন?

উত্তর:

52. গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান কীভাবে নির্বাচিত হন?

উত্তর:

53. গ্রাম পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধানকে অপসারণের প্রস্তাব উত্থাপিত হলে কত দিনের মধ্যে তা দ্বিতীয়বার উত্থাপন করা যায় না?

উত্তর:

54. কীরূপ পরিস্থিতিতে প্রধান গ্রাম পঞ্চায়েতের সভা আহ্বান করতে বাধ্য থাকেন?

উত্তর:

55. গ্রাম পঞ্চায়েতের কোরাম হওয়ার জন্য কতজন সদস্যের উপস্থিতির প্রয়োজন হয়?

উত্তর:

56. গ্রাম পঞ্চায়েতে নির্ণায়ক ভোট কী?

উত্তর:

57. গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়?

উত্তর:

58. গ্রাম সংসদের সভা কখন আহ্বান করা যায়?

উত্তর:

59. গ্রামসভা কাদের নিয়ে গঠিত হয়?

উত্তর:

60. গ্রামসভার বার্ষিক সভা কখন অনুষ্ঠিত হয়?

উত্তর:

61. গ্রামসভার গুরুত্বপূর্ণ কাজ কী?

উত্তর:

62. ন্যায় পঞ্চায়েতের সদস্যদের কী বলে?

উত্তর:

63. ন্যায় পঞ্চায়েতের সদস্যগণ কাদের দ্বারা নির্বাচিত হন?

উত্তর:

64. ন্যায় পঞ্চায়েত কী কী করতে পারে?

উত্তর:

65. পঞ্চায়েত সমিতি কোন্ স্তরে গঠিত হয়?

উত্তর:

66. পঞ্চায়েত সমিতিতে কত ধরনের সদস্য থাকেন?

উত্তর:

67. ৭৩তম সংবিধান সংশোধন অনুসারে পঞ্চায়েত সমিতিতে মহিলাদের জন্য ক-টি আসন সংরক্ষিত থাকে?

উত্তর:

68. ৭৩তম সংবিধান সংশোধন আইন অনুসারে পঞ্চায়েত সমিতিতে তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত মহিলাদের জন্য ক-টি আসন সংরক্ষিত থাকবে?

উত্তর:

69. পশ্চিমবঙ্গ পঞ্চায়েত (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১০-এ পঞ্চায়েত সমিতিতে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করাহয়েছে? 

উত্তর:

70. পঞ্চায়েত সমিতির প্রধান কর্মকর্তা কে?

উত্তর:

71. পশ্চিমবঙ্গ পঞ্চায়েত (দ্বিতীয় সংশোধন) আইনে পঞ্চায়েত সমিতিতে তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে?

উত্তর:

72. পঞ্চায়েত সমিতির সভাপতি কীভাবে নির্বাচিত হন?

উত্তর:

73. পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক কে?

উত্তর:

74. ২০০৩ সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত (সংশোধনী) আইন অনুসারে পঞ্চায়েত ব্যবস্থার কোন্ স্তরে ব্লক সংসদ গঠনের কথা বলা হয়েছে?

উত্তর:

75 . কতদিন অন্তর পঞ্চায়েত সমিতির সভা অনুষ্ঠিত হয়?

উত্তর:

76. জেলাপরিষদ কোথায় গঠিত হয়?

উত্তর:

77. জেলাপরিষদের প্রধান কে?

উত্তর:

78. ত্রিস্তরবিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কী? অথবা, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কী?

উত্তর:

79. জেলাপরিষদের সভাধিপতি কীভাবে নির্বাচিত হন?

উত্তর:

৪০. ৭৩তম সংবিধান সংশোধনী আইন অনুসারে জেলাপরিষদে মহিলাদের জন্য ক-টি আসন সংরক্ষণের কথা বলা হয়েছে?

উত্তর:

81. ৭৩তম সংবিধান সংশোধনী আইন অনুসারে জেলাপরিষদে ক-টি আসন তপশিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষিত থাকবে?

উত্তর:

82. পশ্চিমবঙ্গ পঞ্চায়েত (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১০-এ জেলাপরিষদে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছে?

উত্তর:

83. পশ্চিমবঙ্গ পঞ্চায়েত (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১০-এ জেলাপরিষদে তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে?

উত্তর:

84. জেলাপরিষদের কার্যনির্বাহী আধিকারিক কে?

উত্তর:

85. জেলাপরিষদের সভাধিপতির বিরুদ্ধে আনীত অপসারণের প্রস্তাব কোনো কারণে বাতিল হয়ে গেলে কতদিনের মধ্যে পুনরায় অপসারণের প্রস্তাব আনা যাবে না?

উত্তর:

86. জেলাপরিষদের সভাধিপতি বা সহকারী সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করতে হলে কমপক্ষে কতজন সদস্যের স্বাক্ষর ওই প্রস্তাবে থাকা দরকার?

উত্তর:

87. জেলাপরিষদের স্থায়ী কমিটির কর্মাধ্যক্ষ কাকে বলে?

উত্তর:

৪৪. ২০০৩ সালের পঞ্চায়েত (সংশোধনী) আইন অনুসারে জেলা সংসদ কোথায় গঠিত হবে?

উত্তর:

89 . জেলা সংসদ কাদের নিয়ে গঠিত হয়? [Bethune Collegiate School]

উত্তর:

90. জেলা সংসদে বছরে কমপক্ষে ক-টি অধিবেশন আহ্বান করতে হয়?

উত্তর:

92. কত সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনে অর্থ কমিশন গঠন করার কথা বলা হয়েছে?

উত্তর:

93. ১৯৯৪ সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুসারে অর্থ কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত হবে? 

উত্তর:

94. পঞ্চায়েত ব্যবস্থায় সর্বনিম্ন এবং সর্বোচ্চ স্তর কী?

উত্তর:

95. জেলাপরিষদের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন পদাধিকারী কে?

উত্তর:

96. কোন্ আইন দ্বারা পঞ্চায়েত ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে?

উত্তর:

97. বর্তমানে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের সদস্যসংখ্যা কত?

উত্তর:

98. সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে কত খ্রিস্টাব্দে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়?

উত্তর:

99. জেলাপরিষদের কার্যনির্বাহী আধিকারিককে কে নিযুক্ত করেন?

উত্তর:

100. জেলাপরিষদের সভাধিপতির পদমর্যাদা কী?

▶ জেলাপরিষদের সভাধিপতির পদমর্যাদা রাজ্য মন্ত্রীসভার মন্ত্রীর পদমর্যাদার অনুরূপ।

101. ভারতীয় সংবিধানের কোন্ অংশে কত নম্বর ধারায় পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে?

উত্তর:

102. কোন্ আইনে পশ্চিমবঙ্গের গ্রাম সংসদ ও গ্রামসভা গঠনের কথা বলা হয়েছে?

উত্তর:

103. কোন্ আইনে পঞ্চায়েত নির্বাচন প্রতি পাঁচ বছর অন্তর বাধ্যতামূলক করা হয়েছে?

উত্তর:

104. রাজ্য সরকারের অনুমতিক্রমে কোন্ আইন অনুসারে কোনো গ্রাম পঞ্চায়েত ন্যায় পঞ্চায়েত গঠন করতে পারে?

উত্তর:

105. পশ্চিমবঙ্গে কোনো ন্যায় পঞ্চায়েত গঠিত হয়েছে কি?

উত্তর:

106. পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক কে?

উত্তর:

107. পঞ্চায়েত সমিতির বাজেট অনুমোদন করে কে?

উত্তর:

108. জেলাপরিষদের বাজেট অনুমোদন করে কে?

উত্তর:

109. পঞ্চায়েতিরাজ ব্যবস্থা কীসের প্রতীক?

উত্তর:

110. ব্লক পর্যায়ে স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান কোন্টি?

উত্তর:

111. জেলা পর্যায়ের স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান কোন্টি?

উত্তর:

112. গ্রাম পঞ্চায়েতের যিনি সর্বেসর্বা তাঁকে কী বলা হয়?

উত্তর:

113. জেলাপরিষদের কার্যকালের মেয়াদ কি বাড়ানো যায়?

উত্তর:

114. ৭৩তম সংবিধান সংশোধনী আইনে পঞ্চায়েতের আয়ের যেসব উৎসের কথা বলা হয়েছে, এগুলির মধ্যে যে কোনো দুটির উল্লেখ করো।

উত্তর:

115. গ্রাম উন্নয়ন সমিতির কাজগুলি কী কী?

উত্তর:

116. গণতন্ত্রে স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব কোথায়?

উত্তর:

117. গ্রামীণ ভারতে পঞ্চায়েতের স্বপ্ন প্রথম কে দেখেছিলেন?

উত্তর:

118. পঞ্চায়েতের গ্রামীণ সরকার সম্বন্ধে গান্ধিজির ভাবনা কী ছিল?

উত্তর:

119. গান্ধিজির মতে, পঞ্চায়েতিরাজ সার্থক হলে কী হতে পারে?

উত্তর:

120. স্বাধীনতা লাভের পর ভারত সরকার পঞ্চায়েত ব্যবস্থাকে গান্ধিজির কোন্ আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল?

উত্তর:

121. কোন্ কমিটির সুপারিশ মেনে ভারতের রাজ্যগুলিতে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়?

উত্তর:

122. জেলা সংসদের প্রধান কাজ কী উল্লেখ করো। [The Scottish Church Collegiate School]

উত্তর:

123. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় ক-টি স্তর ও কী কী?

উত্তর:

124. গ্রাম সংসদের প্রধান কাজ কী?

উত্তর:

125. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার ক-টি স্তর?

উত্তর:

126. গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন?

উত্তর:

বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি বা MCQ                                                             Mark 1

সঠিক উত্তরটি নির্বাচন করো

1. পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়-

উত্তর: কাউন্সিলর

2. পৌরসভার প্রধান কার্যনির্বাহী হলেন-

উত্তর: 
 চেয়ারম্যান ।

3. কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন-

উত্তর: মেয়র

4. মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক হলেন-

উত্তর: 
 কমিশনার

5. পৌরসভায় মহিলাদের জন্য সংরক্ষিত আছে মোেট আসনের-

উত্তর: ১/২ অংশ

6. পুর কমিশনারের কার্যকাল হল-

উত্তর: 
 ৬ বছর

7. কলকাতা কর্পোরেশনে ওয়ার্ড সংখ্যা হল-

উত্তর: 
 ১৪৪

৪. মেয়রের ভূমিকার সঙ্গে তুলনা করা যায়-

উত্তর: মুখ্যমন্ত্রীর ভূমিকার

9. বর্তমানে পশ্চিমবঙ্গের মোট পৌরসভার সংখ্যা হল-

উত্তর: ১১১

10. পশ্চিমবঙ্গ পৌর বিল পাস হয়-

অথবা, পশ্চিমবঙ্গ পৌর আইন প্রণীত হয়-

উত্তর: 
১৯৯৩ সালে

11. পৌরসভার অধীনে কমিটির সংখ্যা হল-

উত্তর:  ৬

12. কলকাতা কর্পোরেশনের প্রধান প্রশাসনিক সংস্থা হল-

উত্তর: কাউন্সিলর পরিষদ

13. কলকাতা কর্পোরেশনের স-পরিষদ মেয়রের সদস্যসংখ্যা হল-

উত্তর: ১২

14. পৌরসভার সদস্যসংখ্যা হল-

উত্তর: ৯-৩০ জন

15. পশ্চিমবঙ্গে বিভাগের সংখ্যা হল-

উত্তর: ৩টি

16. পশ্চিমবঙ্গে প্রতিটি বিভাগের দায়িত্বে আছেন-

উত্তর: 
একজন বিভাগীয় কমিশনার

17. পশ্চিমবঙ্গে পৌরসভা পরিচালিত হয়-

উত্তর: ১৯৯৩ সালের আইন অনুযায়ী

18. বিভাগীয় কমিশনারদের নিয়োগ করেন-

উত্তর: মুখ্যসচিব

19. কাউন্সিলর পদপ্রার্থীর বয়স কমপক্ষে হতে হবে-

উত্তর:  
২১ বছর

20. পশ্চিমবঙ্গে মোট পৌর কর্পোরেশনের সংখ্যা হল-

উত্তর: ৬টি

21. প্রেসিডেন্সি বিভাগে জেলার সংখ্যা হল-

উত্তর: 
৬টি

22. পৌর ও পঞ্চায়েত নির্বাচনে ভোটাধিকার লাভের বয়স হল-

উত্তর: ১৮ বছর

23. ৭৪তম সংবিধান সংশোধনী আইন পাস হয়-

উত্তর: ১৯৯২ সালে 

24. পশ্চিমবঙ্গে পৌর আইন পৌরসভাকে দায়িত্ব দিয়েছে-

উত্তর: 
২ ধরনের কাজের

25. পৌরসভার স্থায়ী কমিটির সংখ্যা হল-

উত্তর:   টি

26. পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির শ্রেণির সংখ্যা হল-

উত্তর:  ৩টি

27. পৌরসভার সদস্যদের কার্যকাল হল-

উত্তর: 
৬  বছর

28. মেয়াদ শেষ হওয়ার আগে পৌরসভা ভেঙে দিতে পারেন-

উত্তর: রাজ্যপাল

29. কোন্ লেখকের রচনায় প্রাচীন ভারতের পৌর শাসন ব্যবস্থার পূর্ণাঙ্গ চিত্র অঙ্কন করা হয়েছে?

উত্তর: 
  মেগাস্থিনিস 

30. পূর্বতন মাদ্রাজ বর্তমান চেন্নাই শহরে কত সালে কর্পোরেশন গড়ে ওঠে?

উত্তর: ১৬৮৮ সালে 

31. কলকাতাতে কত সালে কর্পোরেশন গড়ে ওঠে?

উত্তর: ১৭২৭ সালে

32. পূর্বতন বোম্বাই, বর্তমানে মুম্বাই শহরে কত সালে কর্পোরেশন গড়ে ওঠে?

উত্তর: ১৭২৭ সালে

33. ভারতীয় সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে পৌর ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা প্রদান করা হয়?

উত্তর: 
৭৪ তম 

34. সংবিধানের ৭৪তম সংশোধন কবে হয়?

উত্তর:  ১৯৯২ সালে

35. সংবিধানের ৭৪তম সংশোধন আইন কোন্ বছর থেকে কার্যকর হয়?

উত্তর: 
১৯৯৩ সাল 

36. পৌর আইন অনুযায়ী ৩ লক্ষ বা তার বেশি জনসংখ্যাবিশিষ্ট পৌরসভায় কী গঠন করতে হবে?

উত্তর: ওয়ার্ড কমিটি শিল্প কমিটি

37. বর্তমান পশ্চিমবঙ্গে মোট পৌরসভার সংখ্যা কত?

উত্তর: ১২১টি

38. বর্তমানে পশ্চিমবঙ্গে ক-টি পৌরনিগম আছে?

উত্তর: ৬টি

39. জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয়?

উত্তর:  ১৯৫৮ সালে 

40. আধুনিক ভারতে পৌর শাসন ব্যবস্থার যাত্রা শুরু হয় কবে?

 উত্তর:  ১৮৮২ সালে

41. ১৮৮২ সালে ভারতে পৌর শাসন ব্যবস্থার যাত্রা কে শুরু করেন?

উত্তর:  লর্ড রিপন

42. পশ্চিমবঙ্গ বিধানসভায় 'পশ্চিমবঙ্গ পৌর বিল' নামে একটি নতুন বিল কবে গৃহীত হয়?

উত্তর:  ১৯৯৯ সালের ২১ জুলাই

43. জনসংখ্যার ভিত্তিতে পশ্চিমবঙ্গের ভাগ করা যায়? পৌরসভাগুলিকে ক-টি ভাগে

উত্তর:  পাচটি  ভাগে

44. পৌরসভার কাউন্সিলার হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হয়?

উত্তর: ২১ বছর

45. পৌরসভাগুলির সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর?

উত্তর: ৫ বছর

46. পশ্চিমবঙ্গে পৌরসভা অঞ্চলে কত সালের আইনে অঞ্চলসভা গঠনের কথা বলা হয়েছে?

উত্তর: 
 ২০০৯ সালে 

47. ২০০৯ সালের সংশোধিত পশ্চিমবঙ্গ পৌর আইন কবে থেকে কার্যকর হয়?

উত্তর: ১.৬.২০০৯ থেকে

48. ১৯৯৩ সালের পশ্চিমবঙ্গ পৌরসভা আইনে কত ধরনের কমিটির কথা বলা হয়েছিল? 

উত্তর:  ৬ প্রকার

49. ২০০২ সালের পশ্চিমবঙ্গ পৌর আইনে কত প্রকার কমিটির কথা লা হয়েছে?

উত্তর:  
৬ প্রকার

50. বর্তমানে কত জনসংখ্যাবিশিষ্ট পৌরসভায় বরো কমিটি গঠনের কথা বলা হয়েছে?

উত্তর: পাঁচ লক্ষ বা তার বেশি

51. প্রতিটি পৌরসভায় ক-টি স্থায়ী কমিটি আবশ্যিকভাবে গঠনের কথা বলা হয়েছে?

উত্তর: ৬টি

52. পৌরসভার ঐতিহ্য সংরক্ষণ কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত হয়?

উত্তর:  ৯ জন

53. পশ্চিমবঙ্গ পৌর আইন (১৯৯৩)-এর কোন্ অধ্যায়ে পৌরসভার ক্ষমতা ও কার্যাবলি সম্পর্কে আলোচনা করা হয়েছে?

উত্তর: ষষ্ঠ অধ্যায়ে

54. পশ্চিমবঙ্গে পৌরসভার আবশ্যিক কার্যাবলির সংখ্যা কত?

উত্তর: ৪৯

55. পশ্চিমবঙ্গে সর্বমোট স্বেচ্ছাধীন কার্যাবলির সংখ্যা কত?

উত্তর:  ৪১ 

56. ১৯৯৩ সালের পশ্চিমবঙ্গ পৌর আইনের কত নং ধারায় লিপিবদ্ধ কার্যাবলিকে রাজ্য সরকার কর্তৃক পৌরসভার হস্তান্তরিত কাজ হিসেবে চিহ্নিত করা হয়েছে?

উত্তর: ৬৫ নং ধারা 

57 . কত সালে কলকাতা কর্পোরেশন বাতিল করে দেওয়া হয়?

উত্তর:  ১৯৪৮ সালে

58. 'কলকাতা পৌরনিগম আইন' স্বাধীনতার পর কত সালে প্রণীত হয়?

উত্তর:  ১৯৫১ সালে

59. ১৯৫১ সালের পর পুনরায় কত সালে 'কলকাতা পৌরনিগম' বিল বিধানসভায় গৃহীত হয়?

উত্তর: ১৯৮০ সালে

60. নতুন 'কলকাতা পৌরনিগম আইন, ১৯৮০' কবে থেকে কার্যকর হয়?

উত্তর:  ১৯৮৪ সালে

61. 'কলকাতা পৌরনিগম আইন, ১৯৮০' অনুযায়ী কলকাতা পৌর নিগমের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?

উত্তর: ১৯৮৫ সালের ৩০ জুন

62. কলকাতা পৌরনিগমের ওয়ার্ডসংখ্যা কত?

উত্তর:  ১৪১টি

63. কলকাতা কর্পোরেশনের সভার কাজ পরিচালনা করার জন্য সভাপতি প্রতি বছর কতজনের একটি তালিকা প্রস্তুত করেন?

উত্তর:  ৩ জনের

64. কলকাতা কর্পোরেশনের সর্বাধিক কতজন সদস্যকে নিয়ে মেয়র পরিষদ গঠিত হয়? 

উত্তর: ১২ জন

65. কলকাতা কর্পোরেশনে কোনো কারণে সভাপতির পদ শূন্য হলে কতদিনের মধ্যে একজনকে সভাপতি হিসেবে নির্বাচন করতে হয়?

উত্তর:  ১ বছর

66. কলকাতা কর্পোরেশন কত সালের হাওড়া ব্রিজ আইনানুসারে কর আরোপ করতে পারে?

উত্তর: ১৯২৬ সালের

67. রাজ্য সরকার যদি মনে করে কলকাতা কর্পোরেশনের মেয়র সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, তাহলে কর্পোরেশনের আইনের কত নং ধারা অনুযায়ী সরকার কর্পোরেশন পরিচালনার দায়িত্ব নিজের হাতে নিতে পারে?

উত্তর: ১১৭(৪) নং ধারা 

68. কর্পোরেশনের কত নং ধারা অনুযায়ী ক্ষমতার অপব্যবহার, দুর্নীতিমূলক কাজে লিপ্ত থাকা ইত্যাদি কারণে রাজ্য সরকার কর্পোরেশন পরিচালনার দায়িত্ব নিজের হাতে নিতে পারে?

উত্তর: ১১৭ নং ধারা

69. রাজ্য সরকার সর্বাধিক কতদিন কলকাতা কর্পোরেশনকে বরখাস্ত করতে পারে?

উত্তর: ১৮ মাস

70. শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: 
১৯৪৯

71. পশ্চিমবঙ্গের বড়ো শহরগুলির জন্য গঠিত হয়-

উত্তর:  পৌরনিগম

72. বড়ো শহরের পৌর প্রতিষ্ঠানকে বলা হয়-

উত্তর:  কর্পোরেশন

73. পৌরসভার প্রধান কার্যনির্বাহী হলেন-

উত্তর: চেয়ারম্যান 

74. পশ্চিমবঙ্গের 'ক' শ্রেণিভুক্ত পৌরসভাগুলির ওয়ার্ডের সংখ্যা হল- 

উত্তর: অনধিক ২৫

75. কলকাতা কর্পোরেশনে মোট বরোর সংখ্যা হল-

উত্তর: 
১৫

76. পশ্চিমবঙ্গের অর্থ কমিশনের সদস্যসংখ্যা হল-

উত্তর: 
অনধিক ৫

77. পশ্চিমবঙ্গের অর্থ কমিশনের সাধারণ কার্যকালের মেয়াদ হল-

উত্তর: ১ বছর

78. পশ্চিমবঙ্গের পৌরসভার তিনটি কর্তৃপক্ষ হল-

উত্তর:  পৌরসভা, স-পরিষদ চেয়ারম্যান ও চেয়ারম্যান

79. পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির চেয়ারম্যানরা নির্বাচিত হন-

উত্তর:  সংশ্লিষ্ট পৌরসভার নির্বাচিত কাউন্সিলারদের দ্বারা

80. পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির কাজকে যে তিনটি ভাগে ভাগ করা পৌরসভার চেয়ারম্যানের দ্বারা হয়েছে, তা হল-

উত্তর: আবশ্যিক কার্যাবলি, স্বেচ্ছাধীন কার্যাবলি এবং রাজ্য সরকার কর্তৃক হস্তান্তরিত কার্যাবলি

81. কলকাতা পৌরনিগমের আয়ের একটি প্রধান উৎস হল-

উত্তর: জমি, বাড়ি, দেয়াল, হোর্ডিং প্রভৃতি প্রকাশ্য স্থানে দেওয়া বিজ্ঞাপন

82. কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন-

উত্তর: দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ

83. পশ্চিমবঙ্গের মোট পৌরসভার সংখ্যা হল-

উত্তর: ১২৮

84 . বর্তমানে কলকাতা পৌরনিগমে কাউন্সিলারদের সদস্য সংখ্যা কতজন?

উত্তর:  ১৪২ জন

85. স-পরিষদ চেয়ারম্যানের সদস্যরা কার দ্বারা মনোনীত হয়?

উত্তর: চেয়ারম্যান

86. কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন-

উত্তর: কমিশনার

87. তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য ৭৩তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে

উত্তর: ১৯৯২ সালে

৪৪. পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়-

উত্তর: কাউন্সিলর

89. কলকাতা কর্পোরেশনের 'স-পরিষদ মেয়র'-এর সদস্যসংখ্যা হল-

উত্তর: ১২ জন

১৪ জন

90. বর্তমানে কলকাতা পৌরনিগমে কাউন্সিলরের সংখ্যা হল-

উত্তর: ১৪১

91. ABDO হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা।

উত্তর: BDO

92. কলকাতা পৌরনিগম আইন প্রণীত হয়েছিল-

উত্তর: 1980 সালে 

93. পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয় সালে।

উত্তর: ১৯৯৪

                                              অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি

একটি বা দুটি বাক্যে উত্তর দাও

1. ৭৪তম সংবিধান সংশোধন আইনের দুটি মূল বৈশিষ্ট্য লেখো। 

উত্তর:

2. কীসের ভিত্তিতে একটি এলাকাকে পৌর অঞ্চল বলে ঘোষণা করা যায়?

উত্তর:

3. পশ্চিমবঙ্গে কত প্রকারের পৌরসভা আছে?

উত্তর:

4. পৌরসভার দুটি কমিটির নাম লেখো।

উত্তর:

5. পৌরসভা কাদের নিয়ে গঠিত হয়?

উত্তর:

6. পশ্চিমবঙ্গের পৌরসভার আয়ের দুটি উৎস কী কী? অথবা, পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের একটি উৎস উল্লেখ করো।

উত্তর:

7. পশ্চিমবঙ্গের পৌর অঞ্চলে তিনটি কর্তৃপক্ষ কী কী?

উত্তর:

৪. পৌরসভার প্রধান ক্ষমতাগুলি কী?

উত্তর:

9 অথবা, মিউনিসিপ্যালিটির দুটি অবশ্যকরণীয় কাজ উল্লেখ করো।

উত্তর:

10. পৌরসভার দুটি স্বেচ্ছাধীন কাজের উল্লেখ করো।

উত্তর:

11. কলকাতা পৌরনিগমের 'স-পরিষদ মেয়র' কীভাবে গঠিত হয়?

উত্তর:

12. স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলতে কী বোঝায়?

উত্তর:

13. স্থানীয় স্বায়ত্তশাসনের দুটি গুরুত্ব লেখো।

উত্তর:

14. পৌরনিগমের মেয়র কীভাবে নির্বাচিত হন?

উত্তর:

15. জেলা প্রশাসনের দুটি অবশ্যকরণীয় কাজ কী?

উত্তর:

16. জেলা প্রশাসনের দুটি গুরুত্বপূর্ণ কাজ লেখো।

উত্তর:

17. পশ্চিমবঙ্গের জেলাগুলিকে ক-টি ভাগে ভাগ করা হয়?

উত্তর:

18. জেলা সংসদের দুটি প্রধান কাজ উল্লেখ করো।

উত্তর:

19. পশ্চিমবঙ্গের স্থানীয় স্বায়ত্তশাসন ক-টি ভাগে বিভক্ত ও কী কী?

উত্তর:

20. পশ্চিমবঙ্গ বিধানসভায় 'পশ্চিমবঙ্গ পৌর বিল' সর্বশেষ কবে পাস হয় এবং কত সাল থেকে তা কার্যকরী হয়?

উত্তর:

21. পশ্চিমবঙ্গে পৌরসভার সাফল্যের পথে যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে তার মধ্যে দুটি প্রতিবন্ধকতার উল্লেখ করো।

উত্তর:

22. পশ্চিমবঙ্গের জেলা প্রশাসন ক-টি স্তরে পরিচালিত হয়?

উত্তর:

23. পৌরসভায় কত প্রকার কমিটি আছে এবং সেগুলি কী কী? 

উত্তর:

24. পৌরসভার চেয়ারম্যান কীভাবে নিযুক্ত হন?

উত্তর:

25. বরো কমিটি কীভাবে গঠিত হয়?

উত্তর:

26. ওয়ার্ড কমিটি কীভাবে গঠিত হয়?

উত্তর:
27. কলকাতা কর্পোরেশনের তিনটি কর্তৃপক্ষ কী কী?

উত্তর:

28. স-পরিষদ মেয়র কীভাবে গঠিত হয়?

উত্তর:

29. পশ্চিমবঙ্গ ক-টি বিভাগে বিভক্ত এবং কী কী?

উত্তর:

30. পশ্চিমবঙ্গে বর্তমানে ক-টি পৌরনিগম আছে এবং কী কী?

উত্তর:

31. ৭৪তম সংবিধান সংশোধনের দুটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তর:

32. পশ্চিমবঙ্গের একটি নগর জেলা এবং একটি মিশ্র জেলার উদাহরণ দাও।

উত্তর:

33. স্বায়ত্তশাসনের মূল লক্ষ্য কী?

উত্তর:

34. পশ্চিমবঙ্গের একটি শিল্পোন্নত জেলা এবং একটি বিশেষ জেলার উদাহরণ দাও।

উত্তর:

35. পৌরসভার কমিশনার কীভাবে নির্বাচিত হন?

উত্তর:

36. কলকাতা কর্পোরেশনের ঐতিহ্য সংরক্ষণ কমিটি কীভাবে গঠিত হয়? 

উত্তর:

37. ঐতিহ্য সংরক্ষণ কমিটির প্রধান কাজ কী?

উত্তর:

38. কলকাতা কর্পোরেশনের আয়ের প্রধান উৎস কী?

উত্তর:

39. বরো কমিটির প্রধান কাজ কী?

উত্তর:

40. কলকাতা কর্পোরেশনের পৌর পরামর্শদাতা কমিটি কীভাবে গঠিত হয় এবং এর কাজ কী?

উত্তর:

41. সুশাসন কখনোই কীসের বিকল্প হতে পারে না? 

উত্তর:

42. আবুল ফজল রচিত কোন্ পুস্তকে মধ্যযুগের মোগল শাসনাধীন ভারতের স্বায়ত্তশাসনের চিত্র পাওয়া যায়?

উত্তর:

43. পৌরব্যবস্থা ভারতীয় সংবিধানের কোন্ অংশের অন্তর্ভুক্ত হয়েছে?

উত্তর:

44. রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হবেন? 

উত্তর:

45. ৭৪তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী শহরাঞ্চলে কত ধরনের স্থানীয় শাসনের কথা বলা হয়েছে?

উত্তর:

46. পৌর পরিষদ কোথায় গঠিত হবে?

উত্তর:

47. পৌরনিগম কোথায় প্রতিষ্ঠিত হবে?

উত্তর:

48. ৭৪তম সংবিধান সংশোধন অনুযায়ী পৌর প্রতিষ্ঠানে মহিলাদের জন্য ক-টি আসন সংরক্ষিত থাকবে?

উত্তর:

49. পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীর কমপক্ষে কত বছর বয়স হতে হয়?

উত্তর:

50. ৭৪তম সংবিধান সংশোধন অনুযায়ী পৌরসভার নির্বাচন পরিচালনার দায়িত্ব কার হাতে থাকবে? 

উত্তর:

51. প্রতিটি রাজ্যের প্রতিটি জেলায় অবস্থিত পঞ্চায়েত ও পৌরসভাগুলির খসড়া উন্নয়ন পরিকল্পনা রচনার দায়িত্ব কার হাতে থাকবে?

উত্তর:

52. মহানগর পরিকল্পনা কমিটি কী?

উত্তর:

53.পৌর স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান কী?

উত্তর:

54. ১৯৯৩ সালের আগে পর্যন্ত কোন্ আইন দ্বারা পশ্চিমবঙ্গের পৌরসভাগুলি প্রতিক্ষিত ও পরিচালিত হত? 

উত্তর:

55. ১৯৯৩ সালের বঙ্গীয় পৌর আইন কীসের সাথে সামঞ্জস্য বিধান করে প্রণীত হয়?

উত্তর:

56. পশ্চিমবঙ্গ পৌর আইন, ১৯৯৩ অনুসারে পৌরসভাগুলিকে ক-টি ভাগে ভাগ করা হয়েছে?

উত্তর:

57. কত জনসংখ্যাবিশিষ্ট পৌরসভাগুলি 'ক'-শ্রেণির অন্তর্ভুক্ত হবে? 

উত্তর:

58. কত জনসংখ্যাবিশিষ্ট পৌরসভাগুলি 'খ'-শ্রেণির অন্তর্ভুক্ত হবে? 

উত্তর:

59. কত জনসংখ্যাবিশিষ্ট পৌরসভাগুলি 'গ'-শ্রেণির অন্তর্ভুক্ত হবে?

উত্তর:

60. কত জনসংখ্যাবিশিষ্ট পৌরসভাগুলি 'ঘ'-শ্রেণির অন্তর্ভুক্ত হবে? 

উত্তর:

61. পৌরসভার সদস্যদের কী বলা হয়?

উত্তর:

62. কত জনসংখ্যাবিশিষ্ট পৌরসভাগুলি 'ঙ'-শ্রেণির অন্তর্ভুক্ত হবে?

উত্তর:

63. পৌরসভা কাকে বলে?

উত্তর:

64. সংবিধানের ৭৪তম সংশোধনী আইনে পৌরসভাগুলিতে মহিলাদের জন্য ক-টি আসন সংরক্ষণের কথা বলা হয়েছে? 

উত্তর:

65. ৭৪তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য ক-টি আসন সংরক্ষণের কথা বলা হয়েছে?

উত্তর:

66. কাউন্সিলার পরিষদের সাধারণ কার্যকালের মেয়াদ কত?

উত্তর:

67. পশ্চিমবঙ্গে পৌরসভাগুলির নির্বাচন পরিচালনা করার দায়িত্ব কার?

উত্তর:

68. পৌরসভার চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান কীভাবে নিযুক্ত হন?

উত্তর:

69. চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার কতদিনের মধ্যে স-পরিষদ চেয়ারম্যান গঠন করতে হয়?

উত্তর:

70. ওয়ার্ড কমিটি কোথায় গঠিত হওয়ার কথা বলা হয়েছে?

উত্তর:

71. পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কীভাবে আনা যায়?

উত্তর:

72. চেয়ারম্যান নিয়োগ হওয়ার এবং একবার অনাস্থা প্রস্তাব বাতিল হওয়ার কত দিনের মধ্যে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা যায় না? 

উত্তর:

73. পৌরসভাগুলির অঞ্চলসভা কীভাবে গঠিত হয়?

উত্তর:

74. পৌরসভাগুলির অঞ্চলসভার সদস্য কারা হন?

উত্তর:

75. বরো কমিটি কীভাবে গঠিত হয়?

উত্তর:

76. বরো কমিটির সদস্য কারা হন?

উত্তর:

77. পশ্চিমবঙ্গের পৌরসভাগুলিতে ওয়ার্ড কমিটি গঠনের কথা কোন্ আইনে বলা হয়েছে?

উত্তর:

78. ওয়ার্ড কমিটি কাদের নিয়ে গঠিত হয়?

উত্তর:

79. ওয়ার্ড কমিটির সভাপতি কে হন?

উত্তর:

৪০. ওয়ার্ড কমিটির সভা কতদিনের মধ্যে আহ্বান করতে হয়?

উত্তর:

81. 'পৌর হিসাব-পরীক্ষা কমিটি' গঠনের কথা কোন্ আইনে বলা হয়েছে? 

উত্তর:

82. পৌর হিসাব-পরীক্ষা কমিটির সদস্যসংখ্যা কত হয়?

উত্তর:

83. পৌর হিসাব-পরীক্ষা কমিটির সদস্য কীভাবে নির্বাচিত হয়?

উত্তর:

84. পশ্চিমবঙ্গে পৌরসভার ঐতিহ্য সংরক্ষণ কমিটির সভাপতি কে হন? 

উত্তর:

85. পৌর হিসাব-পরীক্ষা কমিটির সহযোগী সদস্যের সর্বাধিক সংখ্যা কত হতে পারে?

উত্তর:

86. পৌরসভার কর্মচারীদের কীভাবে নিয়োগ করা হয়?

উত্তর:

87. বর্তমানে পশ্চিমবঙ্গে ক-টি পৌরনিগম আছে?

উত্তর:

৪৪. পশ্চিমবঙ্গ পৌরসভাগুলির নাগরিক সনদ করে প্রকাশ করা হয়? 

উত্তর:

89. নাগরিক সনদে কী থাকে?

উত্তর:

90. কলকাতা কর্পোরেশনের কাউন্সিলার পরিষদ কাদের নিয়ে গঠিত হয়?

উত্তর:

91. কলকাতা কর্পোরেশনে মহিলাদের জন্য ক-টি আসন সংরক্ষিত থাকে?

উত্তর:

92. কলকাতা কর্পোরেশনে তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের জন্য ক-টি আসন সংরক্ষিত থাকে?

উত্তর:

93. কলকাতা কর্পোরেশনের সভার কাজ কে পরিচালনা করেন?

উত্তর:

94. কলকাতা কর্পোরেশনের সভাপতি কীভাবে নিযুক্ত হন?

উত্তর:

95. কলকাতা কর্পোরেশনের মেয়র কীভাবে নিযুক্ত হন?

উত্তর:

96. কলকাতা কর্পোরেশনের শাসন-বিষয়ক ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে?

উত্তর:

97. কলকাতা কর্পোরেশনের স-পরিষদ মেয়র কাদের নিয়ে গঠিত হয়?

উত্তর:

98. সর্বাধিক কতজন সদস্য নিয়ে কলকাতা কর্পোরেশনের স-পরিষদ মেয়র গঠিত হয়?

উত্তর:

99. স-পরিষদ মেয়রের কার্যকালের মেয়াদ কত?

উত্তর:

100. কলকাতা কর্পোরেশনের মেয়রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পদ্ধতি কী?

উত্তর:

101. মেয়রের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব কোনো কারণে বাতিল হলে কতদিনের মধ্যে অনাস্থা প্রস্তাব আনা যায় না?

উত্তর:

102. কোনো কারণে কলকাতা কর্পোরেশনের মেয়রের পদ শূন্য হলে কতদিনের মধ্যে নতুন মেয়র নির্বাচন করতে হয়?

উত্তর:

103. কলকাতা কর্পোরেশনের অঞ্চলসভা কাদের নিয়ে গঠিত হয়?

উত্তর:

104. কলকাতা কর্পোরেশনের কত সালের আইনে অঞ্চলসভা গঠন করা যায়?

উত্তর:

105. কলকাতা কর্পোরেশনের কত নং ধারা অনুযায়ী কলকাতা পৌরনিগমের দায়িত্বভার সরকার নিজের হাতে তুলে নিতে পারে? 

উত্তর:

106. কী কারণে রাজ্য সরকার কলকাতা কর্পোরেশনের দায়িত্বভার নিজের হাতে তুলে নিতে পারে?

উত্তর:

107. পৌরসভার প্রধানকে কী বলা হয়?

উত্তর:

108. মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রধানকে কী বলা হয়?

উত্তর:

109. পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসনের কার্যকরী ইউনিট কী?

উত্তর:

110. কলকাতা কর্পোরেশনের প্রধান শাসনবিভাগীয় সংস্থা কোন্টি?

উত্তর:

111. স-পরিষদ চেয়ারম্যান কাকে বলে?

উত্তর:

112. পশ্চিমবঙ্গের পৌর আইন অনুসারে পৌরসভার কার্যাবলি সম্পাদন ও পরিচালনার জন্য ক-টি পৌর কর্তৃপক্ষ আছে ও কী কী?

উত্তর:

113. বরো কমিটি কাকে বলে?

উত্তর:

114. ৭৪তম সংবিধান সংশোধনী আইনে ক-প্রকার পৌরসভা গঠনের কথা বলা হয়েছে এবং কী কী?

উত্তর:

115. ৭৪তম সংবিধান সংশোধনী আইনে প্রতিটি পৌরসভার কার্যকালের মেয়াদ কত হবে বলা হয়েছে?

উত্তর:

116. ৭৪তম সংবিধান সংশোধনী আইনে জেলা পরিকল্পনা কমিটি গঠনের সময় রাজ্য আইনসভাকে কোন্ কোন্ বিষয়ের ওপর নজরে রাখার কথা বলা হয়েছে?

উত্তর:

117. স্থানীয় স্বায়ত্তশাসন গণতন্ত্রকে কীভাবে সমৃদ্ধ করে?

উত্তর:

118. পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের একটি উৎস উল্লেখ করো। অথবা, জেলা সংসদের প্রধান কাজ কী উল্লেখ করো। [HS '16]

উত্তর:

119. বরো কমিটি কী?

উত্তর: