Chapter --10

স্থানীয় স্বায়ত্তশাসন

-------------------------------------


MCQ



1. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার স্তর সংখ্যা হল-

A) ২টি

B) ৩টি

C) ৪টি

D) কোনো স্তর নেই

Ans: B) ৩টি


2. পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বলা হয়-

A) গ্রামপ্রধান

B) সরপঞ্চ

C) সভাপতি

D)চেয়ারম্যান

Ans: A) গ্রামপ্রধান


3. গ্রাম পঞ্চায়েতে মহিলাদের জন্য সংরক্ষিত আছে মোট আসনের-

A) অংশ

B) অংশ

C) অংশ

D) অংশ

Ans: A) অংশ


4. গ্রাম পঞ্চায়েতের সভা বসে মাসে-

A) দুইবার

B) অন্তত একবার

C) তিনবার

D) চারবার

Ans: B) অন্তত একবার


5. পঞ্চায়েতের সভায় 'কোরাম' হয় মোট সদস্যের-

A) অংশের উপস্থিতিতে

B) অংশের উপস্থিতিতে

C) অংশের উপস্থিতিতে

D)অংশের উপস্থিতিতে

Ans: B) অংশের উপস্থিতিতে


6. গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক কাজে সহায়তা করেন-

A) প্রধান

B) উপপ্রধান

C) কর্মসচিব

D) বিডিও

Ans: C) কর্মসচিব


7. গ্রাম পঞ্চায়েতের কার্যকাল হল-

A) ৩ বছর

B) ৪ বছর

C) ৫ বছর

D) ৬ বছর

Ans: C) ৫ বছর


৪. পঞ্চায়েত সমিতির প্রধান হলেন-

A) সভাপতি

B) সভাধিপতি

C) প্রধান

D) এসডিও

Ans: A) সভাপতি


9. পঞ্চায়েত সমিতির প্রশাসনিক আধিকারিক হলেন-

A) এসডিও

B) বিডিও

C) সভাপতি

D) ডিএম

Ans:
B) বিডিও

10. পূর্বে পঞ্চায়েত সমিতির নাম ছিল-

A) আঞ্চলিক পরিষদ

B) ব্লক পরিষদ

C) মহকুমা পরিষদ

D) সরপঞ্চ

Ans: A) আঞ্চলিক পরিষদ


11. ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হল-

A) গ্রাম পঞ্চায়েত

B) পঞ্চায়েত সমিতি

C) মহকুমা পরিষদ

D) জেলাপরিষদ

Ans:
D) জেলাপরিষদ

12. জেলাপরিষদের প্রধান হলেন-

A) সভাপতি

B) সভাধিপতি

C) প্রধান

D) বিডিও

Ans: B) সভাধিপতি


13. জেলাপরিষদের প্রশাসনিক কর্মকর্তা হলেন-

A) বিডিও

B) এসডিও

C) ডিএম

D) কর্মসচিব

Ans:
C) ডিএম


14. পঞ্চায়েতের কতগুলি সভায় পরপর হাজির না থাকলে সদস্যপদ বাতিল হয়-

A) ২টি

B) ৩টি

C) ৪টি

D) ৫টি

Ans: B) ৩টি


15. স্বায়ত্তশাসনের ইতিহাস পাওয়া যায় প্রাচীন গ্রন্থ-

A)  রাজতরঙ্গিণীতে

B) মৃচ্ছকটিকমে

C) অর্থশাস্ত্রে

D) ইন্ডিকাতে

Ans:
C) অর্থশাস্ত্রে

16. স্বায়ত্তশাসনের উল্লেখ আছে আবুল ফজলের লেখা-

A) বাবরনামা গ্রন্থে

B) আকবরনামা গ্রন্থে

C) আইন-ই-আকবরি গ্রন্থে

D) হুমায়ুননামা গ্রন্থে

Ans: D) হুমায়ুননামা গ্রন্থে


17. গ্রাম পঞ্চায়েত গঠিত হয়-

A) ৫-৩০ জন সদস্য নিয়ে

B) ৫-৩৫ জন সদস্য নিয়ে

C) ৩-৩০ জন সদস্য নিয়ে

D) ৫-৪০ জন সদস্য নিয়ে

Ans:
C) ৩-৩০ জন সদস্য নিয়ে

18. গ্রাম পঞ্চায়েতের এক-একটি কেন্দ্র থেকে সর্বাধিক যতজন প্রতিনিধি নির্বাচিত হতে পারেন-

A) ২ জন

B) ৩ জন

C) ৪ জন

D) ৫জন

Ans: C) ৪ জন



19. জেলাপরিষদের কার্যকাল বাড়ানো যায়-

A) ২ মাস

B) ৩ মাস

C) ৬ মাস

D) ১২ মাস

Ans:
C) ৬ মাস


20. ন্যায় পঞ্চায়েতের সদস্যসংখ্যা হল-

A) ৩ জন

B) ৫ জন

C) ৭ জন

D) ১০ জন

Ans: C) ৭ জন


21. পশ্চিমবঙ্গে ত্রিস্তরবিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়-

A) ১৯৭৩ সালের আইন অনুযায়ী

B) ১৯৭৫ সালের আইন অনুযায়ী

C) ১৯৭৭ সালের আইন অনুযায়ী

D) ১৯৯৩ সালের আইন অনুযায়ী

Ans:
B) ১৯৭৫ সালের আইন অনুযায়ী


22. গ্রামসভার বার্ষিক অধিবেশন বসে-

A) অক্টোবর মাসে

B) নভেম্বর মাসে

C)  ডিসেম্বর মাসে

D) জানুয়ারি মাসে

Ans:
D) জানুয়ারি মাসে


23. গ্রাম পঞ্চায়েতের কার্যাবলি-

A)  ৩ ভাগে বিভক্ত

B)  ৪ ভাগে বিভক্ত

C)  ৫ ভাগে বিভক্ত

D) ৬ ভাগে বিভক্ত

Ans: C)  ৫ ভাগে বিভক্ত




 Short Answer Question


1. কলকাতা কর্পোরেশনের কত নং ধারা অনুযায়ী কলকাতা পৌরনিগমের দায়িত্বভার সরকার নিজের হাতে তুলে নিতে পারে?

কলকাতা কর্পোরেশনের ১১৭ নং ধারা অনুযায়ী কলকাতা পৌরনিগমের দায়িত্বভার সরকার নিজের হাতে তুলে নিতে পারে।


2. কী কারণে রাজ্য সরকার কলকাতা কর্পোরেশনের দায়িত্বভার নিজের হাতে তুলে নিতে পারে?

রাজ্য সরকারের যদি মনে হয় যে কলকাতা পৌরনিগম দুর্নীতিমূলক কাজের সাথে যুক্ত বা কর্তব্য পালনে অবহেলা করছে, তাহলে সরকার কলকাতা কর্পোরেশনের দায়িত্বভার নিজের হাতে তুলে নিতে পারে।


3. পৌরসভার প্রধানকে কী বলা হয়?

পৌরসভার প্রধানকে চেয়ারম্যান বলা হয়।


4. মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রধানকে কী বলা হয়?

মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রধানকে মেয়র বলা হয়।


5. পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসনের কার্যকরী ইউনিট কী?

পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসনের কার্যকরী ইউনিট হল জেলা প্রশাসন।


6. কলকাতা কর্পোরেশনের প্রধান শাসনবিভাগীয় সংস্থা কোন্টি?

কলকাতা কর্পোরেশনের প্রধান শাসনবিভাগীয় সংস্থা হল স-পরিষদ মেয়র।


7. স-পরিষদ চেয়ারম্যান কাকে বলে?

পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং বিভিন্ন শ্রেণির পৌরসভার ক্ষেত্রে বিভিন্ন সংখ্যক কাউন্সিলারদের নিয়ে যে পৌর কর্তৃপক্ষ গঠিত হয়, তাকে স-পরিষদ চেয়ারম্যান বলে। 


8. পশ্চিমবঙ্গের পৌর আইন অনুসারে পৌরসভার কার্যাবলি সম্পাদন ও পরিচালনার জন্য ক-টি পৌর কর্তৃপক্ষ আছে ও কী কী?

পশ্চিমবঙ্গের পৌর আইন অনুসারে পৌরসভার কার্যাবলি সম্পাদনের ও পরিচালনার জন্য তিনটি পৌর কর্তৃপক্ষ আছে। এগুলি হল-চেয়ারম্যান, স-পরিষদ চেয়ারম্যান এবং পৌরসভা।


9. বরো কমিটি কাকে বলে?

বরো মানে এলাকা, এলাকাভিত্তিক কমিটিকে বরো কমিটি বলে।


10. ৭৪তম সংবিধান সংশোধনী আইনে ক-প্রকার পৌরসভা গঠনের কথা বলা হয়েছে এবং কী কী?

৭৪ তম সংবিধান সংশোধনী আইনে ৩ ধরনের পৌরসভা গঠনের কথা বলা হয়েছে। এগুলি হল-① নগর পঞ্চায়েত, ② পৌর পরিষদ এবং ও পৌরনিগম।


11. ৭৪তম সংবিধান সংশোধনী আইনে প্রতিটি পৌরসভার কার্যকালের মেয়াদ কত হবে বলা হয়েছে?

▶ ৭৪তম সংবিধান সংশোধনী আইনে প্রতিটি পৌরসভার কার্যকালের মেয়াদ ৫ বছর হবে বলা হয়েছে।


12. ৭৪তম সংবিধান সংশোধনী আইনে জেলা পরিকল্পনা কমিটি গঠনের সময় রাজ্য আইনসভাকে কোন্ কোন্ বিষয়ের ওপর নজরে রাখার কথা বলা হয়েছে?

রাজ্য আইনসভাকে লক্ষ রাখতে হবে, যাতে এই কমিটির মোট সদস্যের চার-পঞ্চমাংশ নির্বাচিত হন এবং সংশ্লিষ্ট জেলার গ্রামাঞ্চল ও শহরাঞ্চলে জনসংখ্যার আনুপাতিক হারে পঞ্চায়েত ও পৌরসভাগুলিকে সদস্য নির্বাচনের সুযোগ দেওয়া হয়।


13. স্থানীয় স্বায়ত্তশাসন গণতন্ত্রকে কীভাবে সমৃদ্ধ করে?

স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলির মাধ্যমে প্রশাসনিক পরিকল্পনায় স্থানীয় জনগণের অংশগ্রহণ গণতন্ত্রকে এক নতুন মাত্রা এনে দেয়।


14. পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের একটি উৎস উল্লেখ করো। অথবা, জেলা সংসদের প্রধান কাজ কী উল্লেখ করো।

পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের উৎস হল-① নিজস্ব সূত্র থেকে সংগৃহীত অর্থ, যেমন, নানা ধরনের কর, ② কেন্দ্র ও রাজ্য সরকার প্রদত্ত আর্থিক সাহায্য, ও ঋণগ্রহণ।

অথবা, জেলা সংসদের প্রধান কাজ হল-① পঞ্চায়েত সমিতির উন্নয়নমূলক কাজ তদারকি করা, ② জেলার উন্নয়নের জন্য পরিকল্পনা রচনা করা।


15. বরো কমিটি কী?

বর্তমান পৌর আইনে বরো কমিটি গঠনের সংস্থান রয়েছে। রাজ্য- সরকার এই কমিটির ক্ষমতা ও কার্যাবলি স্থির করে থাকে। কলকাতা পুরনিগমের ১৪৪টি ওয়ার্ডকে ১৫টি বরো-তে ভাগ করা হয়েছে।



  👉Paid Answer (For Membership User)


EDITING BY--Liza Mahanta