Chapter --3

বিদেশনীতি

----------------------------------


👉Paid Answer (For Membership User)


1. The Limits of Foreign Policy গ্রন্থের লেখক হলেন-

(a) চার্লস বার্টন মার্শাল

(b) জোশেফ ফ্র্যাঙ্কেল

(c )  মর্গেনথাউ

(d) হার্টম্যান 

উত্তর:(a) চার্লস বার্টন মার্শাল

 

2. The Making of Foreign Policy গ্রন্থের লেখক হলেন-

(a)  রবীন্দ্রনাথ ঠাকুর

(b) মর্গেনথাউ

(c ) জোশেফ ফ্র্যাঙ্কেল

(d)  ইভান লুয়ার্ড

উত্তর:(c ) জোশেফ ফ্র্যাঙ্কেল

 

3. বারাক ওবামা সিরিয়া আক্রমণের প্রস্তুতি নেন-

(a)  ২০১২ খ্রিস্টাব্দে

(b) ২০১৩ খ্রিস্টাব্দে

(c )২০১১ খ্রিস্টাব্দে

(d ) ২০১০ খ্রিস্টাব্দে

 উত্তর:(b) ২০১৩ খ্রিস্টাব্দে

 

4. কোনো একটি বিশেষ উদ্দেশ্যসাধনের জন্য কোনো দেশের সরকার বা কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি যে পথ অনুসরণ করে তাকে কী বলে?

(a) উদ্দেশ্য

(b)  নীতি

(c )লক্ষ্য

(d) কর্মসূচি

উত্তর:(b)  নীতি

 

5. কোনো একটি রাষ্ট্রের সরকার তার উদ্দেশ্যসাধনের জন্য যেসব নীতি অনুসরণ করে তাকে কী বলে?

(a)  অভ্যন্তরীণ নীতি

(b)বাহ্যিক নীতি

(c )আন্তর্জাতিক নীতি

(d) জাতীয় নীতি

উত্তর:(d) জাতীয় নীতি

 

6. জাতীয় নীতি কত ধরনের হয়?

(a) দুই

(b) তিন

(c )চার

(d) পাঁচ

উত্তর:(a) দুই

 

7. পররাষ্ট্রনীতিকে কী অর্থে ব্যাখ্যা করা যায়?

(a) সংকীর্ণ

(b) ব্যাপক

(c )আধা-সংকীর্ণ, আধা-ব্যাপক

(d) সংকীর্ণ ও ব্যাপক

উত্তর:(d) সংকীর্ণ ও ব্যাপক

 

8. পররাষ্ট্রনীতির কীরূপ উদ্দেশ্য থাকে?

(a)  সংকীর্ণ

(b)  ব্যাপক

(c) বহু ও বিবিধ

(d) প্রকট

উত্তর:(c) বহু ও বিবিধ

 

9. ব্রিটেন ও ফ্রান্স কখন তাদের উপনিবেশগুলিকে সংরক্ষণ করাই মুখ্যস্বার্থ বলে মনে করত?

(a)  প্রথম বিশ্বযুদ্ধের আগে

(b)  প্রথম বিশ্বযুদ্ধের পরে

(c ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে

(d) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে

উত্তর:(c ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে


10. কখন রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে সমগ্র বিশ্ব কার্যত দুটি মেরুতে বিভক্ত হয়ে পড়ে?

(a)  প্রথম বিশ্বযুদ্ধের আগে

(b) প্রথম বিশ্বযুদ্ধের পরে

(c )দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে

(d)  দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে

উত্তর:(d)  দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে

 

Short Question Answer


1. পঞ্চশীল নীতি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

উত্তর: ভারত ও চিনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়।


2. ভারত কবে পরীক্ষামূলকভাবে পরমাণু বিস্ফোরণ ঘটায়?

উত্তর: ভারতের বিদেশনীতির মূল উপাদান হল জাতীয় মুক্তি আন্দোলনকে সমর্থন করা।


3. ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভ কী?   

উত্তর:ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভ পঞ্চশীল নীতি।


4. কোন্ প্রেক্ষাপটে জোটনিরপেক্ষ আন্দোলন গড়ে ওঠে?

উত্তর:দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতির প্রেক্ষাপটে জোটনিরপেক্ষ আন্দোলন গড়ে ওঠে।


5. ১৯৯৮ খ্রিস্টাব্দে পরমাণু বোমা বিস্ফোরণের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর:১৯৯৮ খ্রিস্টাব্দে পরমাণু বোমা বিস্ফোরণের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটলবিহারী বাজপেয়ী।


6. কবে মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলা হয়?

উত্তর:২০০৮ খ্রিস্টাব্দে মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলা হয়।


7. ভারতের পরমাণু নীতির মূল কথা কী?   

উত্তর:ভারতের পরমাণু নীতির মূল কথা হল 'প্রথম আঘাত নয়' (No First Strike)


8. ভারতের পররাষ্ট্রনীতি কীসের সমন্বয়ে গড়ে উঠেছে?

উত্তর:আদর্শবাদ ও বাস্তববাদের সমন্বয়ে ভারতের পররাষ্ট্রনীতি গড়ে উঠেছে।


9. প্রকৃত অর্থে জোটনিরপেক্ষতা বলতে কী বোঝায়?

উত্তর: জাতীয় স্বার্থ অনুযায়ী স্বাধীন নীতির অনুসরণকে জোটনিরপেক্ষতা বোঝায়।


10. নিরপেক্ষতা বলতে কী বোঝায়?

উত্তর: নিরপেক্ষতা বলতে যে-কোনো আন্তর্জাতিক সমস্যার ব্যাপারে নিস্পৃহ মনোভাব বা ঔদাসীন্য প্রদর্শনকে বোঝায়।


11. ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো।  

উত্তর: ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য হল জোটনিরপেক্ষতা।  


12. পঞ্চশীল কীসের অনুকরণে ঘোষিত হয়?

উত্তর: ইন্দোনেশিয়ার 'পঞ্চৎ শিলা'-এর অনুকরণে পঞ্চশীল ঘোষিত।


13. জোটনিরপেক্ষ মতাদর্শ কোন্ ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্কপ্রসূত?   

উত্তর:ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মস্তিষ্কপ্রসূত মতাদর্শ হল জোটনিরপেক্ষতা।


14. সর্বপ্রথম কীভাবে পঞ্চশীল নীতিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করা হয়?

উত্তরভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং চিনের প্রধানমন্ত্রী চৌ এন লাই কর্তৃক সম্পাদিত চুক্তির প্রস্তাবনায় পঞ্চশীল নীতিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়।


15. কে এস মূর্তি পঞ্চশীলকে কী বলে চিহ্নিত করেছেন?

উত্তর: কে এস মূর্তি পঞ্চশীলকে 'জোটনিরপেক্ষতার পরিণতিবলে চিহ্নিত করেছেন।


16. জোটনিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কী?   

উত্তর: জোটনিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল জাতীয় স্বার্থানুযায়ী স্বাধীন নীতির অনুসরণ।


17. ভারতের পররাষ্ট্রনীতির লক্ষ্য কী

উত্তর: ভারতের পররাষ্ট্রনীতির লক্ষ্য হল বিশ্বশান্তি প্রতিষ্ঠা। 


18. 'সিমলা চুক্তিকোন্ দুটি দেশের মধ্যে সম্পাদিত হয়?

উত্তর: 'সিমলা চুক্তিভারত ও পাকিস্তান-এর মধ্যে সম্পাদিত হয়। 


19. ভারত পারমাণবিক শক্তি কী উদ্দেশ্যে ব্যবহারের পক্ষপাতী?

উত্তর: ভারত পারমাণবিক শক্তি শান্তির উদ্দেশ্যে ব্যবহারের পক্ষপাতী।


20. CTBT কী?    

উত্তর: CTBT হল জাতিপুঞ্জের ব্যবস্থাপনায় পূর্ণাঙ্গ আণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি।


EDITING BY--Liza Mahanta