অধ্য়ায়-৪

সম্মিলিত জাতিপুঞ্জ

------------------------------------------------


    👉Paid Answer (For Membership User)


 MCQ


1. সম্মিলিত জাতিপুঞ্জের অঙ্গের সংখ্যা হল-

(a) ৭টি

(b) ৬টি

(c ) ৫টি

(d) ৪টি

উত্তর:(b) ৬টি


2. UNO-র সাধারণ সভায় সহ-সভাপতির সংখ্যা হল-

(a )২১ জন

(b) ২২ জন

(c ) ২৫ জন

(d) ২৮ জন

উত্তর:(a )২১ জন


3. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসংখ্যা হল-

(a)

(b)

(c )

(d)        

উত্তর:(b)


4. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যসংখ্যা হল-

(a) ১০

(b)

(c )

(d)          

উত্তর:(a) ১০


5. UNO-র মহাসচিবের কার্যকাল হল-

(a) ৫ বছর

(b) ৭ বছর

(c ) ৯ বছর

(d) ৮ বছর    

উত্তর:(a) ৫ বছর


6. নিরাপত্তা পরিষদের মোট সদস্য রাষ্ট্রের সংখ্যা হল-

(a) ১০

(b) ১৫

(c ) ২০

(d) ২৫    

উত্তর:(b) ১৫


7. জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য রাষ্ট্রের সংখ্যা হল-

(a) ৫০

(b) ৫২

(c ) ৫৪

(d) ৫৫                  

উত্তর:(c ) ৫৪


8. আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হল-

(a)

(b) ১০

(c ) ১৫

(d) ১৬                 

উত্তর:(c ) ১৫


9. আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ হল-

(a) ৫ বছর

(b) ৯ বছর

(c ) ৭ বছর

(d) ১০ বছর

উত্তর:(b) ৯ বছর


10. UNO-র একটি আন্তঃসরকার সংগঠনের নাম হল-

(a) SAARC

(b) UNESCO

(c) EU

(d) SAFTA

উত্তর:(c )EU


11. আন্তর্জাতিক বিচারালয়ের বিচারের এলাকা হল-

(a) তিনটি 

(b) চারটি 

(c ) পাঁচটি

(d) ছয়টি

উত্তর:(a) তিনটি 


12. সাধারণ সভায় 'শান্তির জন্য ঐক্য'র প্রস্তাব গৃহীত হয়-

(a) ১৯৬০ সালে

(b)১৯৭০ সালে

(c ) ১৯৫০ সালে

(d) ১৯৬৫ সালে

উত্তর:(c ) ১৯৫০ সালে


13. প্রতিটি রাষ্ট্র সাধারণ সভায় সদস্য পাঠাতে পারে সর্বাধিক-

(a) ৫ জন 

(b) ৬ জন 

(c )৮ জন

(d) ১০ জন

উত্তর:(a) ৫ জন 


14 . সাধারণ সভার প্রত্যেক রাষ্ট্র ভোট দিতে পারে-

(a) ১টি 

(b) ২টি

(c ) ৩টি

(d) ৪টি

উত্তর:(a) ১টি 


15. UNO-র প্রথম মহাসচিব হলেন-

(a) ট্রিগভি লি

(b) উ-থান্ট

(c ) প্যারেজ দ্য কুয়েলার

(d) বান কি মুন

উত্তর:(a) ট্রিগভি লি


16. ১৯৫০ খ্রিস্টাব্দে 'শান্তির জন্য ঐক্য'-এর প্রস্তাব গ্রহণ করে যে সংস্থা-

(a) নিরাপত্তা পরিষদ

(b) সাধারণ সভা

(c ) অছিপরিষদ

(d) সচিবালয়

উত্তর:(b) সাধারণ সভা


17. সাধারণ সভাকে 'বিশ্ব-বিবেকের কণ্ঠস্বর' বলেছেন-

(a) অস্টিন

(b) ফ্র্যাঙ্কেল

(c ) মর্গেনথাউ

(d) পামার এবং পারকিনস্

উত্তৰ:(a) অস্টিন


18. 'বিশ্বের বিতর্ক সভা'-টি হল-

(a) সচিবালয়

(b) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

(c ) সাধারণ সভা

(d) নিরাপত্তা পরিষদ

উত্তৰ:(c ) সাধারণ সভা


19. আন্তর্জাতিক বিচারালয়ের সদর দফতরটি রয়েছে-

(a) লন্ডনে

(b) নিউ ইয়র্কে

(c ) হেগ শহরে

(d) ওয়াশিংটনে

উত্তৰ:(a) লন্ডনে


20. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগণ নির্বাচিত হন-

(a) ২ বছরের জন্য

(b) ৩ বছরের জন্য

(c ) ৫ বছরের জন্য

(d) ৭ বছরের জন্য

উত্তৰ:(c ) ৫ বছরের জন্য


Short Question Answer


 1. সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে?

উত্তৰ: প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে।

 

2. সম্মিলিত জাতিপুঞ্জের কয়টি অঙ্গ আছে?

উত্তৰ: সম্মিলিত জাতিপুঞ্জের ৬টি অঙ্গ আছে।

 

3. সাধারণ সভার অধিবেশনে কতজন সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হন?

উত্তৰ: সাধারণ সভার অধিবেশনে একজন সভাপতি এবং ২১ জন সহসভাপতি নির্বাচিত হন।

 

4. সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ক-টি ধারা আছে?

উত্তৰ:সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মোট ১১১টি ধারা আছে।

 

5. সাধারণ সভার সিদ্ধান্তগ্রহণে ভোটদান পদ্ধতিটি কীরূপ?

উত্তৰ: সনদের ১৮(২) নং ধারা অনুযায়ী যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তগ্রহণের জন্য সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের দুই-তৃতীয়াংশের সম্মতির প্রয়োজন হয়।

 

6. সাধারণ সভার একটি নির্বাচনমূলক কাজ লেখো।

উত্তৰ:    সাধারণ সভার একটি নির্বাচনমূলক কাজ হল নিরাপত্তা পরিষদের ১০ জন অস্থায়ী সদস্যকে নির্বাচন করা।

 

7. জাতিপুঞ্জের সনদ কীভাবে সংশোধন করা হয়?

উত্তৰ: নিরাপত্তা পরিষদের সম্মতিক্রমে সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের দুই-তৃতীয়াংশের ভোটে জাতিপুঞ্জের সনদ সংশোধিত এবং কার্যকরী হয়।

 

৪. নিরাপত্তা পরিষদের 'পদ্ধতিগত বিষয়' ছাড়া অন্যান্য বিষয়ে সিদ্ধান্তগ্রহণে ভোটদান পদ্ধতিটি কীরূপ?

উত্তৰ: নিরাপত্তা পরিষদের 'পদ্ধতিগত বিষয়' ছাড়া অন্যান্য বিষয়ে সিদ্ধান্তগ্রহণের জন্য পাঁচজন স্থায়ী সদস্যের সমর্থন-সহ মোট নয়জন সদস্যের সম্মতি প্রয়োজন। 

 

9. আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার্থে গৃহীত একটি শান্তিপূর্ণ পদ্ধতি কী?

উত্তৰ: জাতিপুঞ্জের সনদের ৩৩নং ধারা অনুযায়ী শান্তি ও নিরাপত্তা রক্ষার্থে গৃহীত সাতটি শান্তিপূর্ণ পদ্ধতির একটি হল আলাপ-আলোচনা।

 

10. নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা লেখো।

উত্তৰ: 'ভিটো' ব্যবস্থার প্রচলনের ফলে শান্তিভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা হল নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা।


11. সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ উল্লেখ করো।

উত্তৰ: সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি মূল কাজ হল মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সংরক্ষণ করা।

 

12. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কমিশনের নাম লেখো।

উত্তৰ: অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কমিশন হল কার্যনির্বাহী কমিশন।

 

13. আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা কীভাবে নির্বাচিত হন?

উত্তৰ: নিরাপত্তা পরিষদ এবং সাধারণ সভায় পৃথকভাবে অনুষ্ঠিত ভোটে যে প্রার্থীরা সবচেয়ে বেশি ভোট পান তাঁরা আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি হিসেবে নির্বাচিত হন।

 

14. আন্তর্জাতিক বিচারালয়ের 'আধা-আবশ্যিক এলাকা'-ভুক্ত একটি ক্ষমতা লেখো।

উত্তৰ: সন্ধি বা চুক্তিপত্রের ব্যাখ্যাদান হল আন্তর্জাতিক বিচারালয়ের 'আধা- আবশ্যিক এলাকা'-ভুক্ত একটি ক্ষমতা।

 

15. সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হন?

উত্তৰ: নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যরাষ্ট্র-সহ মোট নয়টি সদস্যরাষ্ট্র মহাসচিব নির্বাচনে সম্মতি জানানোর পর সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সংখ্যাগরিষ্ঠ সদস্যের দ্বারা সমর্থিত হলে কোনো ব্যক্তি সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব নিযুক্ত হন।


EDITING BY--Liza Mahanta