অধ্যায় ১
আকাশ ভরা সূর্য তারা
👉Paid Answer (For Membership User)
1. দূরত্ব অনুযায়ী পৃথিবী সৌরজগতের-
(i) প্রথম গ্রহ
(ii) তৃতীয় গ্রহ
(iii) দ্বিতীয় গ্রহ✓
2. সূর্যের বাইরের দিকের উন্নতা প্রায়-
(i) 6000 ডিগ্রি সেন্টিগ্রেড✓
(ii) 1000 ডিগ্রি সেন্টিগ্রেড
(iii) ৪০০০ ডিগ্রি সেন্টিগ্রেড
3. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায়-
(i) 14 কোটি কিমি
(ii) 16 কোটি কিমি✓
(iii) 15 কোটি কিমি
4. 'সন্ধ্যাতারা' নামে পরিচিত
(i) বুধগ্রহ
(ii) শুক্রগ্রহ✓
(iii) মঙ্গলগ্রহ
5. বৃহস্পতির উপগ্রহের সংখ্যা-
(i) 53টি✓
(ii) 79টি
(iii) 27টি
6. ফোবোস উপগ্রহটি-
(i) মঙ্গলের✓
(ii) বৃহস্পতির
(iii) ইউরেনাসের
7. গ্যানিমিড উপগ্রহটি-
(i) বৃহস্পতির✓
(ii) শনির
(iii) মঙ্গলের
8. মিথেন গ্যাস বেশি থাকায় রং সবুজ হয় যে গ্রহের-
(i) নেপচুন
(ii) ইউরেনাস✓
(iii) শনি
28. বলয়যুক্ত গ্রহ হল-
(i) পৃথিবী
(ii) শুক্র
(iii) শনি✓
9. মিরান্ডা উপগ্রহটি-
(i) মঙ্গলের
(ii) ইউরেনাসের✓
(iii) বৃহস্পতির
(i) শনির
(ii) বৃহস্পতির
(iii) নেপচুনের✓
11. টাইটান উপগ্রহটি-
(i) নেপচুনের
(ii) শনির✓
(iii) বৃহস্পতির
12. লালগ্রহ নামে পরিচিত হল-
(i) পৃথিবী
(ii) বৃহস্পতি
(iii) মঙ্গল✓
13. 'বামন' গ্রহ বলা হয়-
(i) বুধকে
(ii) প্লুটোকে✓
(iii) নেপচুনকে
14. সূর্যকে পরিক্রমণ করতে প্লুটোর সময় লাগে-
(i) 300 বছর
(ii) 248 বছর✓
(iii) 500 বছর
(iii) 2 লক্ষ 20 হাজার কিমি
16. সূর্যের মতো মাঝারি হলুদ নক্ষত্রের সাধারণত আয়ু হল-
(i) 2 হাজার কোটি বছর
(ii) 1 হাজার কোটি বছর✓
(i) 10 হাজার কোটি ✓
(ii) 14 হাজার কোটি
(iii) 10. লক্ষ
19. ক্যাসিয়োপিয়া নক্ষত্রমণ্ডল দেখতে হয় ইংরেজি অক্ষর-
(i) M-এর মতো ✓
(ii) s-এর মতো
(iii) ০-এর মতো
(i) লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে✓
(iii) লক্ষ লক্ষ ধূমকেতু নিয়ে
(i) আকাশগঙ্গা
(i) 1000 কোটি
(ii) 3000 কোটি
(iii) 140.0 কোটি বছর আগে.✓
(i) আকাশগঙ্গা থেকে
(ii) নীহারিকা থেকে✓
(i) শাস্ত্রবিজ্ঞান
(ii) মৃত্তিকাবিজ্ঞান
(iii) জ্যোতির্বিজ্ঞান✓
25. সূর্যের পর পৃথিবীর সবথেকে কাছের নক্ষত্রটির নাম-
(i) লুব্ধক
(ii) প্রক্সিমা সেনটাউরি✓
(iii) ধ্রুবতারা
26. পৃথিবী থেকে প্রক্সিমা সেনটাউরির দূরত্ব-
(i) 6.2 আলোকবর্ষ
(ii) 4.2 আলোকবর্ষ✓
(iii) 3.2 আলোকবর্ষ
27. সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছোতে সময় লাগে-
(i) ৪ মিনিট 20 সেকেন্ড✓
(ii) 5 মিনিট 40 সেকেন্ড
(iii) 7 মিনিট 10 সেকেন্ড
28. এক-একটি তারার ঝাঁককে বলা হয়-
(i) সপ্তর্ষিমণ্ডল
(ii) সৌরমণ্ডল✓
(iii) নক্ষত্রমণ্ডল
29. সূর্যের গায়ে কম উজ্জ্বল জায়গাগুলিকে বলা হয়-
(i) চন্দ্রকলঙ্ক
(ii) সৌরঝড়✓
(ii) সৌরকলঙ্ক
30. উত্তর: আকাশে সাতটি উজ্জ্বল তারাকে বলা হয়-
(i) কালপুরুষ
(ii) সপ্তর্ষিমণ্ডল
(iii) বকমণ্ডল✓
31. সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে বেশি সময় নেয়-
(i) পৃথিবী
(ii) নেপচুন
(iii) মঙ্গল✓
32. পৃথিবী অপেক্ষা সূর্য-
(i) 3 লক্ষ গুণ ভারী✓
(ii) 4 লক্ষ গুণ ভারী
(i) 5 লক্ষ গুণ ভারী
33. পৃথিবী থেকে সূর্য-
(i) 11 লক্ষ গুণ বড়ো
(ii) 12 লক্ষ গুণ বড়ো
(iii) 13 লক্ষ গুণ বড়ো✓
34. সাহসী শিকারি আকৃতির নক্ষত্র হল-
(i) সপ্তর্ষিমণ্ডল
(ii) কালপুরুষ
(iii) বকমণ্ডল ✓
35. সৌরজগতে মোট গ্রহের সংখ্যা-
(i) ৪টি✓
(ii) ৭টি
(ii) 10টি
36. সূর্যের নিকটতম গ্রহ-
(i) বুধ✓
(ii) মঙ্গল
(iii) শুক্র
পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নং: ও
উত্তর: সংখ্যা অনুযায়ী পরপর তারাগুলিকে রেখা দিয়ে যোগ করো। এক একটা নক্ষত্রমণ্ডলকে নিজের মতো করে নাম দাও।
2. রাতের আকাশে যেখানে যতগুলো নক্ষত্রমণ্ডল দেখেছো তার একটি ছবি এঁকে ফেলো।
উত্তর: ছবি দেখে লিখে ফেলো
3. সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি?
উত্তর: সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হল বুধ।
উত্তর: বৃহস্পতিকে সবচেয়ে বড়ো গ্রহ মনে হচ্ছে।
5. দূরত্বের বিচারে আমাদের পৃথিবী কত নম্বরে আছে?
উত্তর: দূরত্বের বিচারে আমাদের পৃথিবী তিন নম্বরে আছে।
6. শুক্রগ্রহকে সন্ধেবেলা ছাড়া আর কোন সময়ে, আকাশের কোন দিকে দেখা যায় জানো?
উত্তর: শুক্রগ্রহকে সন্ধেবেলা ছাড়া, সারাবছর ভোরবেলা আকাশের পূর্বদিকে দেখা যায়।
উত্তর: আবার 2062 সালে দেখা যাবে।
8. মঙ্গলে প্রাণের অস্তিত্ব ও অন্যান্য অভিযান সম্পর্কে তথ্য সংগ্রহ করো।
উত্তর: ছাত্রছাত্রীরা খবরের কাগজ, ইনটারনেট থেকে সঠিক তথ্য সংগ্রহ করে নিজেরা লেখো এবং শিক্ষক/শিক্ষিকার সাহায্য নাও।
A সঠিক উত্তর:টি বেছে নিয়ে লেখো:
শুদ্ধ অথবা অশুদ্ধ লেখো:
উত্তর: অশুদ্ধ
2. লক্ষ লক্ষ নক্ষত্র দিয়ে তৈরি হয় এক-একটি ছায়াপথ।
উত্তর: শুদ্ধ
3. ছোটো লাল তারার উন্নতা সবথেকে বেশি।
উত্তর: অশুদ্ধ
4. হাইড্রোজেন, হিলিয়াম গ্যাস, ধূলিকণার বিরাট মেঘ হল আকাশগঙ্গা।
উত্তর: অশুদ্ধ
5. খালি চোখে আমরা সাদা রঙের তারাগুলি দেখতে পাই।
উত্তর: শুদ্ধ
উত্তর: শুদ্ধ
7. সাতটি উজ্জ্বল তারা নিয়ে সপ্তর্ষিমণ্ডল গঠিত হয়।
উত্তর: শুদ্ধ
৪. গ্রহ নক্ষত্রের আলোয় আলোকিত হয়।
উত্তর: শুদ্ধ
9. এক সাহসী শিকারিরূপে কালপুরুষকে কল্পনা করা হয়েছে।
উত্তর: শুদ্ধ
10. মঙ্গলগ্রহকে লালগ্রহ বলা হয়।
উত্তর: শুদ্ধ
11. মঙ্গলগ্রহের আর-এক নাম সন্ধ্যাতারা।
উত্তর: অশুদ্ধ
12. পৃথিবী সৌরপরিবারের একটি বহিস্থ গ্রহ।
উত্তর: অশুদ্ধ
13. শুক্রগ্রহ ঘড়ির কাঁটার দিকে সূর্যকে প্রদক্ষিণ করে।
উত্তর: শুদ্ধ
14. আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হল সূর্য।
উত্তর: শুদ্ধ
উত্তর: শুদ্ধ
16. বিরাট নীল তারার উন্নতা প্রচণ্ড বেশি।
উত্তর: শুদ্ধ
17. পৃথিবী থেকে প্রক্সিমা সেনটাউরির দূরত্ব 15 কোটি কিমি।
উত্তর: অশুদ্ধ
18. বকমণ্ডলকে অনেকটা 'M' অক্ষরের মতো দেখতে।
উত্তর: অশুদ্ধ
19. সূর্যরশ্মির 200 কোটির 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছোয়।
উত্তর: শুদ্ধ
20. প্রতি 11 বছর অন্তর সৌরঝড় লক্ষ করা যায়।
উত্তর: শুদ্ধ
21. পৃথিবীর চেয়ে সূর্য 5 লক্ষ গুণ ভারী।
উত্তর: অশুদ্ধ
22. সৌরজগতের সবুজ গ্রহ শনিকে বলা হয়।
উত্তর: অশুদ্ধ
উত্তর: শুদ্ধ
24. ট্রাইটান হল শনির উপগ্রহ।
উত্তর: অশুদ্ধ
25. চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীর 1/6 ভাগ।
উত্তর: শুদ্ধ
1. মহাবিশ্বের দূরত্ব মাপা হয়—-------- এককের সাহায্যে।
উত্তর: আলোকবর্ষ
2. —---------হল লক্ষ লক্ষ নক্ষত্রের সমষ্টি।
উত্তর: ছায়াপথ
3. পৃথিবী রয়েছে —----------ছায়াপথে।
উত্তর: আকাশগঙ্গা
4. মহাবিশ্বে ধূলিকণার বিরাট মেঘ হল—--------------।
উত্তর: নীহারিকা
5. বিজ্ঞানের সবচেয়ে পুরোনো চর্চা হল—------------------।
উত্তর: জ্যোতির্বিজ্ঞান
6. সূর্যের পর আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র হল—-------------------।
উত্তর: প্রক্সিমা সেনটাউরি
7. সাদা তারার —------------ এবং —-------------- সবথেকে বেশি।
উত্তর: উন্নতা এবং উজ্জ্বলতা
৪. বছরে আলো যতটা দূরত্ব পার হয়, তাকে বলে এক —---------------- ।
উত্তর: আলোকবর্ষ
9. ইংরেজি 'M' অক্ষরের মতো নক্ষত্রমণ্ডলকে বলে —--------------- ।
উত্তর: ক্যাসিওপিয়া
10. এক-একটা তারার ঝাঁককে —----------- বলে।
উত্তর: নক্ষত্রমণ্ডল
11. সন্ধ্যাতারার অপর নাম —------------।
উত্তর: শুক্রগ্রহ
12. সূর্যের গায়ে কম উজ্জ্বল জায়গাগুলি কালো দাগের মতো দেখায়, তাকে —-------------- বলে।
উত্তর: সৌরকলঙ্ক
13. প্রতি 11 বছর অন্তর —---------- জোরালো হয়।
উত্তর: সৌরঝড়
14. শক্তিশালী টেলিস্কোপের জন্য তৈরি গম্বুজকে —-------------- বলে।
উত্তর: মানমন্দির
15. সূর্যের বাইরের দিকের উন্নতা প্রায় সেন্টিগ্রেড।
উত্তর: 6000°
16. ল্যাজবিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে —----------------- বলে।
উত্তর: ধূমকেতু
17. চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর —----------------- ছায়া পড়ে।
উত্তর: গোলাকার
18. মঙ্গলগ্রহ একটি—------------ গ্রহ।
উত্তর: অন্তঃস্থ
19. নেপচুন একটি —------------- গ্রহ।
উত্তর: বহিস্থ
20. সৌরজগতের —------------ গ্রহে একমাত্র প্রাণের অস্তিত্ব আছে।
উত্তর: পৃথিবী
21. গ্রহরা —------------- আলোয় আলোকিত।
উত্তর: নক্ষত্রের
22. মিথেন ও —-------------- গ্যাস বেশি থাকায় নেপচুন গ্রহের রং নীল।
উত্তর: হিলিয়াম
23. মাধ্যাকর্ষণ সবচেয়ে বেশি —-------------- গ্রহের।
উত্তর: বৃহস্পতি
24. —------------- সৌরজগতের লালগ্রহ।
উত্তর: মঙ্গল
25. মাটিতে প্রচুর —------------- থাকায় মঙ্গলগ্রহের রং লাল।
উত্তর: ফেরাস অক্সাইড
26. —------------- সৌরজগতের বৃহত্তম গ্রহ।
উত্তর: বৃহস্পতি
27. মিথেন গ্যাস বেশি থাকায় —----------- -এর রং সবুজ।
উত্তর: ইউরেনাস
28. -----------কে বামনগ্রহ বলা হয়।
উত্তর: প্লুটো
29. চাঁদ —-----------উপগ্রহ।
উত্তর: পৃথিবীর
30. একটি পূর্ণিমা থেকে আর-একটি পূর্ণিমা পর্যন্ত সময়কে বলে —----------------।
উত্তর: চান্দ্রমাস
D এদের মধ্যে কোন্টি আলাদা লেখো:
উত্তর: ছায়াপথ
2. চাঁদ, চন্দ্রকলা, চান্দ্রমাস, উপগ্রহ।
উত্তর: উপগ্রহ
3. আকাশগঙ্গা, হাইড্রোজেন, হিলিয়াম গ্যাস, ধূলিকণা।
উত্তর: আকাশগঙ্গা
উত্তর: মানমন্দির
5. তারা খসা, উল্কা, গ্রহাণুপুঞ্জ, রকেট।
উত্তর: রকেট
6. NASA, INSAT, ভাস্কর-1, ভাস্কর-2।
উত্তর: NASA
উত্তর: সুনীতা উইলিয়ামস
৪. তারা, নক্ষত্র, উল্কা, কক্ষপথ।
উত্তর: কক্ষপথ
9. কালপুরুষ, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি।
উত্তর: কালপুরুষ
10. কল্পনা চাওলা, ভ্যালেন্তিনা তেরেস্কোভা, রাকেশ শর্মা, আর্যভট্ট।
উত্তর: আর্যভট্ট
1. কত বছর আগে মহাবিশ্বের প্রসারণ শুরু হয়?
উত্তর: প্রায় 1400 কোটি।
2. মহাবিশ্বের সকল বস্তুর প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর: পরস্পরকে আকর্ষণ করে।
উত্তর: জ্যোতিষ্ক।
4. লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে কী তৈরি হয়?
উত্তর: ছায়াপথ।
5. আমরা কোন ছায়াপথে বাস করি?
উত্তর: আকাশগঙ্গা।
6. হাইড্রোজেন, হিলিয়াম গ্যাস ও ধূলিকণার বিরাট মেঘকে কী বলে?
উত্তর: নীহারিকা।
7. সপ্তর্ষিমণ্ডল কোন আকাশে লক্ষ করা যায়?
উত্তর: উত্তর: আকাশে।
৪. ইংরেজি 'M' অক্ষরের মতো দেখতে নক্ষত্রমণ্ডলকে কী বলে?
উত্তর: ক্যাসিওপিয়া।
উত্তর: কর কালপুরুষ।
10. আমাদের পৃথিবীর চারদিকে কী আছে?
উত্তর: বায়ুমণ্ডল।
11. আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কী?
উত্তর: প্রক্সিমা সেনটাউরি।
উত্তর: ৪ মিনিট 20 সেকেন্ড।
13. আলোর গতিবেগ 1 সেকেন্ডে প্রায় কত?
উত্তর: 300,000 কিমি।
14. কোন্ রঙের তারা সবচেয়ে বেশি উন্ন?
উত্তর: প্রকাণ্ড সাদা তারা।
15. একটি নক্ষত্রমন্ডলের নাম করো।
উত্তর: সপ্তর্ষিমন্ডল।
16. খালি চোখে মাত্র কতগুলি তারা দেখা যায়?
উত্তর: মাত্র 6,00০০-এর মতো।
17. চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীর কত ভাগ?
উত্তর: ভাগ।
18. সূর্যের সবচেয়ে বড়ো গ্রহ কোন্টি?
উত্তর: বৃহস্পতি।
19. কোন্ যন্ত্রের সাহায্যে মহাকাশ দেখা যায়?
উত্তর: শক্তিশালী টেলিস্কোপ।
20. সূর্যের বাইরের দিকের উন্নতা কত?
উত্তর: 6000 ডিগ্রি সেন্টিগ্রেড।
21. পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ বড়ো?
উত্তর: 13 লক্ষ।
22. সূর্যের আলোর কতটা অংশ পৃথিবীতে আসে?
উত্তর: 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ।
23. তারাখসা আসলে কী?
উত্তর: উল্কাপাত।
24. সূর্যের ভেতরের দিকের উন্নতা কত?
উত্তর: প্রায় 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড।
25. পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ ভারী?
উত্তর: ও লক্ষ।
26. সৌরঝড় কত বছর অন্তর জোরালো হয়?
উত্তর: 11 বছর।
27. সন্ধ্যাতারাকে কোন আকাশে দেখা যায়?
উত্তর: পশ্চিম।
28. সূর্যের বাইরের অংশকে কী বলে?
উত্তর: করোনা।
উত্তর: পৃথিবী।
30. একটি বহিস্থগ্রহের নাম লেখো।
উত্তর: বৃহস্পতি।
31. সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোন্টি?
উত্তর: বুধ।
32. সৌরজগতের উন্নতম গ্রহ কোন্টি?
উত্তর: শুক্র।
33. সৌরজগতের বৃহত্তম গ্রহটির আবর্তনের সময় কত?
উত্তর: চকর 9 ঘণ্টা 50 মিনিট।
34. নীলগ্রহ কাকে বলা হয়?
উত্তর: কের পৃথিবীকে।
35. সৌরজগতে একমাত্র কোন গ্রহে প্রাণের অস্তিত্ব আছে?
উত্তর: তর পৃথিবী।
উত্তর: 4.2 আলোকবর্ষ।
37. কোন্ গ্রহের মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড আছে?
উত্তর: মঙ্গলের।
38. কোন্ গ্রহের ঘনত্ব জলের থেকেও কম?
উত্তর: শনির।
39. বৃহস্পতির সূর্যকে প্রদক্ষিণ করতে কত বছর সময় লাগে?
উত্তর: 12 বছর।
40. কোন্ গ্রহকে সবুজ রং-এর দেখায়?
উত্তর: ইউরেনাসকে।
41. সূর্যের মধ্যে কোন গ্যাস সবচেয়ে বেশি পাওয়া যায়?
উত্তর: হাইড্রোজেন।
42. একটি বামনগ্রহের নাম লেখো।
উত্তর: প্লুটো।
43. পৃথিবীর একমাত্র উপগ্রহ কোন্টি?
উত্তর: চাঁদ।
উত্তর: 3 লক্ষ 84 হাজার কিমি।
45. পৃথিবীকে একবার পরিক্রমণ করতে চাঁদের কত সময় লাগে?
উত্তর: 27 দিন ৪ ঘণ্টা।
46. পূর্ণিমা থেকে অমাবস্যা বা অমাবস্যা থেকে পূর্ণিমায় চাঁদের বাড়া-কমাকে কী বলে?
উত্তর: চন্দ্রকলা।
47. একটি পূর্ণিমা থেকে আর-একটি পূর্ণিমা পর্যন্ত সময়কে কী বলে?
উত্তর: চান্দ্রমাস।
48. চন্দ্রগ্রহণের সময় কার ছায়া চাঁদের ওপর পড়ে?
উত্তর: চিত্তর পৃথিবীর।
49. শনির বৃহত্তম উপগ্রহের নাম কী?
উত্তর: টিত্তর টাইটান।
50. মঙ্গলের একটি উপগ্রহের নাম কী?
উত্তর: ডিমোস।
51. সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কী?
উত্তর: সেরেস।
52. প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন?
উত্তর: চত্তর ভ্যালেন্তিনা তেরেস্কোভা।
53. মঙ্গল আর বৃহস্পতির মাঝে কত গ্রহাণুপুঞ্জ দেখা যায়?
উত্তর: প্রায় 40 হাজার।
54. মহাকাশে যাওয়ার পোশাককে কী বলে?
উত্তর: স্পেস স্যুট।
55. আন্তর্জাতিক স্পেস স্টেশন কোথায় অবস্থিত?
উত্তর: NASA (নাসা)-তে।
56. পৃথিবী থেকে হ্যালির ধূমকেতুকে কত বছর বাদে দেখা যায়?
উত্তর: 76 বছর।
57. ভারতীয় মহাকাশ গবেষণাকেন্দ্রের নাম কী?
উত্তর: ISRO।
58. 2012 খ্রিস্টাব্দে মঙ্গলে প্রেরিত মহাকাশ যানটির নাম কী?
উত্তর: কিউরিওসিটি।
59. 1957 খ্রিস্টাব্দে কোন্ প্রাণী মহাকাশে প্রথম যাত্রা করেন?
উত্তর: রাশিয়ার লাইকা নামে একটি কুকুর।
60. পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম লেখো।
উত্তর: ইউরি গ্যাগারিন।
61. প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারীর নাম কী?
উত্তর: কল্পনা চাওলা।
62. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোন্টি?
উত্তর: আর্যভট্ট।
63. ভারতের প্রথম কোন চন্দ্রযান চাঁদে অবতরণ করে?
উত্তর: চন্দ্রযান-11
64. ভারতের প্রথম চন্দ্রযান কবে চাঁদে অবতরণ করে?
উত্তর: 2008 খ্রিস্টাব্দে।
65. মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসতে কোন্ যান ব্যবহার করা হয়?
উত্তর: স্পেস শাটল।
66. ভারতের প্রথম মহাকাশচারীর নাম কী?
উত্তর: রাকেশ শর্মা।
67. কোন মহিলা মহাকাশচারী মহাকাশে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন?
উত্তর: সুনীতা উইলিয়ামস।
68. সর্বপ্রথম কে চাঁদের মাটিতে পা রাখেন?
উত্তর: নিল আর্মস্ট্রং।
69. কবে পৃথিবীর মানুষ প্রথম চাঁদে পা রাখেন?
উত্তর: 1969 খ্রিস্টাব্দের 16 জুলাই।
70. যে চন্দ্রযানে করে মানুষ চাঁদে নেমেছিলেন তার নাম কী?
উত্তর: ইগল।
Paid Answer (For Membership User)
Editing By:- Lipi Medhi