Chapter 11 

মানচিত্র

 

সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো


1. দিকনির্ণয়কারী যন্ত্রের নাম হল-

(A) অ্যাটলাস

(B) কম্পাস

(C) স্কেল


2. মানচিত্রে দিক নির্দেশিত থাকে-


(A) উত্তর

(B) দক্ষিণ

(C) পশ্চিম


3. মানচিত্রে প্রচলিত চিহ্নগুলি ব্যবহৃত হয়—


(A) সারাপৃথিবী জুড়ে

(B) একটি রাজ্যের মধ্যে

(C) একটি দেশের মধ্যে


4. পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে-


(A) ব্যাবিলনে

(B) লন্ডনে

(C) জাপানে


5. মানচিত্র অঙ্কনবিদ্যাকে বলা হয়-


(A) জিওগ্রাফি  

(B) ফোটোগ্রাফি

(C) কার্টোগ্রাফি


6. মানচিত্র রচনার আধুনিকতম উপায় হল—


(A) জরিপ

(B) উপগ্রহ চিত্র

(C) এরিয়াল ফোটোগ্রাফ


7. একটি কম্পাসে সর্বমোট কৌণিক মান দেখানো হয়-


(A) 0°

(B) 180° 

(C) 360°


৪. একটি স্কেল প্রয়োজন হয়-


(A) মানচিত্রের জন্য  

(B) নকশার জন্য

(C) প্রতীকের জন্য


9. মানচিত্রে 'PS' অক্ষর দুটি ব্যবহৃত হয়- 


(A) পুলিশ কার্যালয় বোঝাতে  

(B) ডাকঘর বোঝাতে

(B) মন্দির বোঝাতে


10. ভারতের রাজ্যের বিভাগগুলি দেখানো হয়-


(A) রাজনৈতিক মানচিত্রে 

(B) সামাজিক মানচিত্রে

(C) প্রাকৃতিক মানচিত্রে


11. স্কেল হল-


(A) ভূমির দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত       

(B) মানচিত্রের মধ্যে দুটি স্থানের দূরত্ব

(C) ভূমির মধ্যে দুটি স্থানের দূরত্ব


12. '1 সেমি = 10 মিটার'। এটি হল-


(A) কম্পাসের মাপ

(B) মানচিত্রের স্কেল

(C) ভূমিভাগের স্কেল


13. যে মানচিত্রে বনাঞ্চলের বণ্টন দেখানো হয়, সেটি হল-


(A) প্রাকৃতিক মানচিত্র 

(B) রাজনৈতিক মানচিত্র

(C) বিষয়ভিত্তিক মানচিত্র


14. মানচিত্রে পোস্ট অফিস দেখানোর জন্য ব্যবহৃত প্রতীক চিহ্নটি হল-


(A) TO   

(B) PO

(C) PS


15. মানচিত্রে পাহাড় বা পর্বতের জন্য যে রং ব্যবহৃত হয়, তা হল-


(A) লাল                                              

(B) সবুজ

(C) খয়েরি


16. মানচিত্রে নীল রং দ্বারা নির্দেশ করা হয়-


(A) জলভাগকে

(B) পর্বতমালাকে

(C) সমভূমিকে


17. মানচিত্রে কৃষিজমির রং বোঝানো হয়-


(A) সবুজ রঙ দিয়ে    

(B) হলুদ রঙ দিয়ে

(C) নীল রঙ দিয়ে


দু-এককথায় উত্তর দাও:     


1. গ্লোব কী?

> গোলাকার পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপকেই গ্লোব বলে।


2. 'ম্যাপ' শব্দটির উৎপত্তি ঘটেছে কোন শব্দ থেকে?

> ল্যাটিন শব্দ 'ম্যাপা' থেকে 'ম্যাপ' শব্দটির উৎপত্তি ঘটেছে।


3. পর্বত, মালভূমি ও সমভূমি কোন মানচিত্রের সাহায্যে দেখানো হয়?

> পর্বত, মালভূমি ও সমভূমি প্রাকৃতিক মানচিত্রের সাহায্যে দেখানো হয়।


4. খনিজসম্পদ সংক্রান্ত মানচিত্র কোন মানচিত্রের অন্তর্গত?

> খনিজসম্পদ সংক্রান্ত মানচিত্র বিষয়ভিত্তিক মানচিত্রের অন্তর্গত।


5. পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে কোথায়?

> পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে ব্যাবিলনে।


6. কার্টোগ্রাফি কাকে বলে?

> মানচিত্র অঙ্কন বিদ্যাকে কার্টোগ্রাফি বলে।


7. অ্যাটলাস বইটি প্রথম কবে প্রস্তুত হয়?

> অ্যাটলাস বইটি প্রথম ষোড়শ শতাব্দীতে প্রস্তুত হয়।


৪. কোন মানচিত্রে ভূমিরূপ দেখানো হয়?

> প্রাকৃতিক মানচিত্রে ভূমিরূপ দেখানো হয়।


9. প্রশাসনিক সীমা দেখানো হয় কোন্ মানচিত্রে?

> প্রশাসনিক সীমা রাজনৈতিক মানচিত্রে দেখানো হয়।


10. মানচিত্রের বামদিকটি কোন দিক?

> মানচিত্রের বামদিকটি হল পশ্চিমদিক।


11. মানচিত্রের ডানদিকটি কোন্ দিক?

> মানচিত্রের ডানদিকটি হল পূর্বদিক।


12. কম্পাসে শূন্য ডিগ্রি কোন দিককে দেখায়?

> কম্পাসে শূন্য ডিগ্রি উত্তরদিককে নির্দেশ করে।


13. দিকনির্ণয় যন্ত্রের নাম কী?

> দিকনির্ণয় যন্ত্রের নাম কম্পাস।


14. পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি কীসের ওপর আঁকা হয়েছিল?

> কাদাপাথরের ওপর।


15. কে মানচিত্র অঙ্কন-কে বিজ্ঞানে পরিণত করেছিলেন?

> মিশরীয় ভূগোলবিদ টলেমি মানচিত্র অঙ্কন-কে বিজ্ঞানে পরিণত করেছিলেন।


16. পৃথিবীর মানচিত্রে আমাদের দেশকে ছোটো দেখায় কেন?

> পৃথিবীর মানচিত্রটি ক্ষুদ্র স্কেলে অঙ্কন করা হয় বলে আমাদের দেশটিকে ছোটো দেখায়।


17. কে প্রথম মানচিত্র বই প্রকাশ করেন?

> ভূগোলবিদ মার্কেটর প্রথম মানচিত্র বই প্রকাশ করেন।


18. এশিয়ার মানচিত্রে আমাদের দেশকে বড়ো দেখায় কেন?

> এশিয়ার মানচিত্রটি বৃহৎ স্কেলে অঙ্কন করা হয় বলে আমাদের দেশকে বড়ো দেখায়।


19. মানচিত্রের কোন অংশে নির্দিষ্ট প্রতীক চিহ্ন, রং-এর অর্থ লেখা থাকে?

> মানচিত্রের পাশে নির্দেশিকায় (Index) নির্দিষ্ট প্রতীক চিহ্ন, রং-এর অর্থ লেখা থাকে।


20. প্ল্যান কী?

> সাধারণত খুব ছোটো জায়গা, যেমন-বাড়ি, স্কুল, ক্লাসরুমকে সঠিকভাবে দেখাতে গেলে প্ল্যান আঁকতে হয়।


সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  


1. মানচিত্র কাকে বলে?

> একটি নির্দিষ্ট স্কেল অনুসারে নির্দিষ্ট নীতি ও সূত্র মেনে যখন ত্রিমাত্রিক পৃথিবীর কিছু অংশ বা সমগ্র অংশকে রাজনৈতিক বা প্রাকৃতিক সীমানা বরাবর দ্বিমাত্রিক তলে অঙ্কন করা হয়, তখন তাকে মানচিত্র বলে।


2. প্রাকৃতিক মানচিত্র বলতে কী বোঝো?

> যে মানচিত্রে পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক বিষয়বস্তু, যেমন-পর্বত, মালভূমি, সমভূমি, নদনদী, সাগর, মহাসাগর, স্বাভাবিক উদ্ভিদ প্রভৃতি প্রদর্শিত হয়, তাকেই প্রাকৃতিক মানচিত্র বলে।


3. রাজনৈতিক মানচিত্র কাকে বলে?

> যে মানচিত্রে কোনো দেশ, রাজ্য, জেলার অবস্থান, রাজধানী, সীমানা প্রভৃতি দেখানো হয়, তাকে রাজনৈতিক মানচিত্র বলে।


4. বিষয়ভিত্তিক মানচিত্র বলতে কী বোঝো?

> যে মানচিত্রে নির্দিষ্ট বিষয়ভিত্তিক তথ্য, যেমন আবহাওয়া, জনসংখ্যা, সড়কপথ, রেলপথ, খনিজসম্পদ, কৃষি, শিল্প, অরণ্য প্রভৃতি দেখানো হয়, তাকে বিষয়ভিত্তিক মানচিত্র বলে।


5. Atlas বা অ্যাটলাস কী?

> মানচিত্র বইকে Atlas বা অ্যাটলাস বলে। 1578 খ্রিস্টাব্দে ভূগোলবিদ মার্কেটর প্রথম মানচিত্র বই প্রকাশ করেন। গ্রিক পুরাণের দেবতা 'Atlas'-এর নামানুসারে Atlas নামকরণ হয়।


6. স্কেল কী?

> মানচিত্র, লেখচিত্র বা রেখাচিত্রে প্রদর্শিত দূরত্বের সঙ্গে ভূমির প্রকৃত কিংবা বাস্তব দূরত্বের অনুপাতকে স্কেল বলে। অর্থাৎ, মানচিত্রে যে কোনো দুটি স্থানের মধ্যে দূরত্ব এবং ভূপৃষ্ঠে ওই দুটি স্থানের মধ্যে প্রকৃত দূরত্বের অনুপাতই হল স্কেল।


7. ক্ষুদ্র স্কেলের মানচিত্র বলতে কী বোঝো?

> দেশ বা মহাদেশের মতো বিশাল এলাকাকে মানচিত্রে প্রদর্শন করতে ক্ষুদ্র স্কেল ব্যবহার করা হয়। এই সকল মানচিত্রকে ক্ষুদ্র স্কেলের মানচিত্র বলা হয়। এতে বিশেষ তথ্য থাকে না।


৪. বৃহৎ স্কেলের মানচিত্র বলতে কী বোঝো?

> গ্রাম, শহর প্রভৃতি ছোটো আয়তনের স্থানকে মানচিত্রে প্রদর্শন করতে গেলে যে স্কেল ব্যবহার করতে হয় তাকে বৃহৎ স্কেলের মানচিত্র বলে। এই প্রকার মানচিত্রে বেশি তথ্য থাকে।


9. মানচিত্রের বিভিন্ন দিকগুলি কী কী?

> মানচিত্রের প্রধান দিক হল চারটি-(1) উত্তর, (2) দক্ষিণ,(3) পূর্ব ও পশ্চিম। এ ছাড়া চারটি অন্তর্বর্তী দিক রয়েছে। এগুলি হল (1) উত্তর-পূর্ব, (2) দক্ষিণ-পূর্ব, (3) উত্তর-পশ্চিম ও (4) দক্ষিণ-পশ্চিম। 


10. প্রচলিত প্রতীক চিহ্ন কাকে বলে?

> পৃথিবীর সমস্ত দেশের মানচিত্রে কিছু নির্দিষ্ট রং, চিহ্ন, সংকেত, প্রতীক, অক্ষর একই অর্থে ব্যবহার করা হয়। এই সমস্ত নির্দিষ্ট প্রতীক চিহ্নকে প্রচলিত প্রতীক চিহ্ন বলে।


11. যখন মানচিত্রের স্কেল 1 সেমি = 20 কিমি এবং মানচিত্রে দুটি স্থানের মধ্যে দূরত্ব 3 সেমি, তবে ওই দুটি স্থানের মধ্যে বাস্তব দূরত্ব কত?

> এখানে, মানচিত্র স্কেল অনুযায়ী 1 সেমি = বাস্তবে 20 কিমি। মানচিত্রে দূরত্ব 1 সেমি অর্থাৎ, বাস্তবে 20 কিমি মানচিত্রে দূরত্ব 3 সেমির অর্থ বাস্তবে 20 × 3 = 60 কিমি 

    অর্থাৎ, মানচিত্রের দুটি স্থানের দূরত্বের মধ্যে বাস্তব দূরত্ব 60 কিমি।


12. যদি মানচিত্রে দুটি স্থানের মধ্যে দূরত্ব 10 সেমি হয় এবং ওই দুটি স্থানের বাস্তব দূরত্ব 200 কিমি হয় তবে মানচিত্রের স্কেল কত?

> এখানে, মানচিত্রের দূরত্ব 10 সেমি = বাস্তবে দূরত্ব 200 কিমি। .. মানচিত্রের দূরত্ব 1 সেমি = বাস্তবে দূরত্ব = 200 

কিমি। 10 = 20 কিমি। অর্থাৎ, মানচিত্রে স্কেল 1: 20,00000 অর্থাৎ, 1 সেমি = 20 কিমি বাস্তব দূরত্ব।


সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর


1. মানচিত্রে কীভাবে দিক নির্দেশ করা হয়?

> মানচিত্রের ডানদিকে, ওপরে '' এরকম চিহ্ন থাকে। এইরকম তিরচিহ্নের সাহায্যে মানচিত্রে উত্তরদিক নির্দেশ • করা হয়। মানচিত্রে ওপর দিকটি উত্তর ধরে নিয়ে নিজের ডানদিকটি হবে মানচিত্রের পূর্বদিক, বামদিকটি হবে মানচিত্রের পশ্চিম দিক আর নীচের দিকটি হবে দক্ষিণ দিক। এই প্রধান চারটি দিক ছাড়াও উত্তর ও পূর্ব দিকের মাঝে উত্তর-পূর্ব বা North-East, উত্তর ও পশ্চিম দিকের মাঝখানে উত্তর- পশ্চিম বা North-West, দক্ষিণ ও পশ্চিম দিকের মাঝে দক্ষিণ-পশ্চিম বা South-West এবং দক্ষিণ ও পূর্ব দিকের মাঝখানে দক্ষিণ-পূর্ব বা South-East দিক থাকে।


2. কোন্, কোন, উপাদানগুলি মানচিত্রে থাকা আবশ্যক?


> মানচিত্রে যে উপাদানগুলি থাকা আবশ্যক সেগুলি হল-


(1) যে-কোনো মানচিত্রে শিরোনাম থাকবে যা থেকে মানচিত্রে কোন বিষয়কে দেখানো হয়েছে সে সম্পর্কে ধারণা করা সম্ভব হয়।


(2) মানচিত্রে একটি North line বা উত্তরদিক 'N' দেখানো তিরচিহ্ন থাকে। যার মাধ্যমে দিক নির্ণয় করা যাবে।


(3) মানচিত্রে স্কেল থাকে। যার দ্বারা মানচিত্রে দুটি স্থানের প্রকৃত দূরত্ব জানা যায়।


(4) মানচিত্রে একটি নির্দেশিকার অবস্থান থাকে। যেখানে মানচিত্রে ব্যবহৃত প্রতীকচিহ্ন, রং, অক্ষরের অর্থ বোঝানো থাকে। এই উপাদানগুলির সাহায্যে মানচিত্রকে সঠিকভাবে পড়তে পারা যায় এবং মানচিত্রে বর্ণিত নির্দিষ্ট অঞ্চল বা বিষয়টি সম্বন্ধে স্পষ্ট ধারণা পাওয়া যায়।


3. বিষয় অনুযায়ী মানচিত্রের শ্রেণিবিভাগ লেখো।

> বিষয় অনুযায়ী মানচিত্রকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। যথা-প্রাকৃতিক মানচিত্র ও সাংস্কৃতিক মানচিত্র।

প্রাকৃতিক মানচিত্রকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। যথা-(1) ভূপ্রাকৃতিক মানচিত্র, (2) জলবায়ু মানচিত্র, (3) উদ্ভিদগত মানচিত্র, (4) মৃত্তিকাগত মানচিত্র ইত্যাদি। সাংস্কৃতিক মানচিত্রেরও বিভিন্ন ভাগ আছে। যথা-(1) সামাজিক মানচিত্র, (2) অর্থনৈতিক মানচিত্র, (3) ঐতিহাসিক মানচিত্র, (4) রাজনৈতিক মানচিত্র ইত্যাদি।


শূন্যস্থান পূরণ করো:


1. পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে  ________ |

উত্তর: ব্যাবিলনে


2. প্রথম _______ এর ওপর মানচিত্র আঁকা হয়েছিল।

উত্তর: কাদাপাথর


3. ভূগোলবিদ ________ প্রথম মানচিত্র বই প্রকাশ করেন।

উত্তর: মার্কেটর


4. বর্তমানে মানচিত্র বইকে বলা হয় ________ |

উত্তর: ATLAS


5. মানচিত্র অঙ্কনবিদ্যাকে বলা হয় ________ |

উত্তর: কার্টোগ্রাফি


6. উত্তর এবং পূর্বদিকের মাঝখানকে বলা হয় ________ |

উত্তর: উত্তর-পূর্ব


7. মানচিত্রে একটি বৃহৎ অঞ্চলকে দেখানোর জন্য ________ স্কেল ব্যবহার করা হয়।

উত্তর: ছোটো


৪. সঠিকভাবে দিকনির্ণয় করার জন্য ব্যবহার করা হয় _______ |

উত্তর: কম্পাস


9. মানচিত্রে জলের রং বোঝাতে ব্যবহার করা হয় _______ |

উত্তর: নীল রং


10. মানচিত্রের পাশে প্রতীক চিহ্নগুলি লেখার জন্য ব্যবহার করা হয় ________ |

উত্তর: নির্দেশিকা


11. সড়ক মানচিত্র হল _______ মানচিত্র।

উত্তর: বিষয়ভিত্তিক


শুদ্ধ অথবা অশুদ্ধ লেখো  


1. প্রাকৃতিক মানচিত্রের সাহায্যে প্রাকৃতিক বিষয় জানা যায়

উত্তর: শুদ্ধ


2. জনসংখ্যা মানচিত্রের সাহায্যে জেলার অবস্থান বোঝা যায়।

উত্তর: অশুদ্ধ


3. পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে ইউরোপে।

উত্তর: অশুদ্ধ


4. রাজনৈতিক মানচিত্রের সাহায্যে দেশ, রাজ্য সম্বন্ধে জানা যায়।

উত্তর: শুদ্ধ


5. ম্যাপ শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ 'ম্যাপা' থেকে।

উত্তর: শুদ্ধ


6. মানচিত্র অঙ্কনবিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি।

উত্তর: শুদ্ধ


7. কম্পাসের সাহায্যে সঠিকভাবে দিকনির্ণয় করা সম্ভব।

উত্তর: শুদ্ধ


৪. রাতের আকাশে শুকতারাকে দেখে উত্তরদিক নির্ণয় করা যায়।

উত্তর: অশুদ্ধ


9. জল বোঝাতে মানচিত্রে সবুজ রং ব্যবহার করা হয়।

উত্তর: অশুদ্ধ


10. কৃষিজমি বোঝাতে মানচিত্রে হলুদ রং ব্যবহার করা হয়।

উত্তর: শুদ্ধ


11. মানচিত্র বইকে মৌজা বলা হয়।

উত্তর: অশুদ্ধ


    👉Paid Answer (For Membership User)

Editing By- Lipi Medhi