অধ্যায় ২

পৃথিবী কি গোল ?

 

    👉Paid Answer (For Membership User)

 

অতিরিক্ত প্রশ্নোত্তর

 

A সঠিক  উত্তর:টি বেছে নিয়ে লেখো: 


1. নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে কোনো বস্তুর ওজন হয়-

(i) বেশি

(ii) কম

(iii) একই


2. প্রাচীনকালে মানুষ দিনির্ণয় করত--

(i) সূর্যের দ্বারা

(ii) পৃথিবীর দ্বারা

(iii) ধ্রুবতারার দ্বারা


3. মহাকাশচারীরা মহাশূন্য থেকে পৃথিবীকে দেখেছেন-


(i) উজ্জ্বল নীল

(ii) উজ্জ্বল লাল

(iii) উজ্জ্বল সবুজ


4. পৃথিবী মাঝবরাবর স্ফীত-

(i) 11 কিমি

(ii)  50 কিমি

(iii) 42 কিমি


5. ম্যাগেলান ভূ-পর্যটনে বেরিয়েছিলেন-

(i) 1519 খ্রিস্টাব্দে

(ii) 1520 খ্রিস্টাব্দে

(iii) 1521 খ্রিস্টাব্দে


6. বর্তমানে যে যন্ত্রের সাহায্যে দিকনির্ণয় করা হয়-


(i) কম্পাস

(ii) মানচিত্র

(iii)  থিয়োডোলাইট


7. সমুদ্রের তীরের দিকে আগত কোনো জাহাজের যে অংশ দূর থেকে প্রথমে দেখা যায়, তা হল-


(i) মাস্তুল

(ii)  ছাদ

(iii) নীচের অংশ


8. কোনো সমুদ্র বা হ্রদের ধারে দাঁড়ালে পৃথিবী গোলাকার বলে মান হবে। প্রথম মনে করেন-


(i) ম্যাগেলান

(ii) এরাটোস্থেনিস

(iii) আর্যভট্ট


9. চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পড়ে-

(i) সূর্যের ছায়া

(ii) নক্ষত্রের ছায়া

(iii) পৃথিবীর ছায়া


10. পৃথিবীর গড় ব্যাসার্ধ হল-


(i) 6,400 কিমি

(ii) 6,300 কিমি

(iii) 6,500 কিমি


11. পৃথিবীর আকৃতি হল-

(i) গোলকাকার

(ii) সমতল

(iii) জিয়ড


12. চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর গোলাকার ছায়া দেখেছিলেন-

(i) আর্যভট্ট

(ii) এরাটোসথেনিস

(iii) অ্যারিস্টট্ল


13. পৃথিবীর মেরু ব্যাস হল-

(i) 12,714 কিমি

(ii) 12,756 কিমি

(iii) 40,000 কিমি


14. পৃথিবীর পরিধি প্রায়-

(i) 20,000 কিমি

(ii) 30,000 কিমি

(iii) 40,000 কিমি


15. মাউন্ট এভারেস্টের উচ্চতা হল-

(i)  8,546 কিমি

(ii) 8,848 মিটার

(iii) 8,000 মিটার


16. পৃথিবীর সর্বোচ্চ স্থান হিমালয় পর্বতের-

(i) কাঞ্চনজঙ্ঘা

(ii) মাউন্ট এভারেস্ট


17. পৃথিবীর সবথেকে নীচু স্থানটি হল-

(i) সুণ্ডা খাত

(ii) মারিয়ানা খাত

(iii) পুয়োর্তোরিকা খাত


18. পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন অংশের মধ্যে উচ্চতার পার্থক্য প্রায়-

(i) 10 কিমি

(ii) 15 কিমি

(iii) 20 কিমি


19. ভূপৃষ্ঠ ও আকাশ যে সীমারেখায় মিলিত হয়, তাকে বলে-

(i) প্রান্তরেখা

(ii) দিগন্তরেখা

(iii) সীমান্তরেখা


20. পৃথিবীতে কোনো বস্তুর ওজন 36 কিগ্রা হলে চাঁদে এর ওজন হবে-


(i) 5 কিগ্রা

(ii) 6 কিগ্রা

(iii) ৪ কিগ্রা


1. আমরা কেন বুঝতে পারি না-পৃথিবী গোল?

উত্তর: পৃথিবীর আকার গোলাকার তা আমরা বুঝতে পারি না। কারণ পৃথিবীর বিশালাকার আয়তনের সাপেক্ষে আমরা খুবই অল্প এলাকা দেখতে পাই। তাই পৃথিবীকে চ্যাপটা সমতল বলে আমাদের মনে হয়


2. চারটে বৃত্তচাপকে লক্ষ করো। '1'-এর ব্যাসার্ধ সবথেকে ছোটো। আর '4'-এর ব্যাসার্ধ সবথেকে বড়ো। সবকটা বৃত্তচাপের চিহ্নিত করা অংশটা দেখো। বলো তো, কোন্ বৃত্তচাপের চিহ্নিত অংশটা বেশি বাঁকা? কোন্ বৃত্তচাপের চিহ্নিত অংশটা প্রায় সোজা?

উত্তর: '1'-এর বৃত্তচাপের চিহ্নিত অংশটি বেশি বাঁকা। '4'- এর বৃত্তচাপের চিহ্নিত অংশটা প্রায় সোজা

পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নং: 18


3. কিছুটা ময়দা মাখা নিয়ে একটা মাঝারি মাপের গোলা তৈরি করো। গোলাটার মধ্যে লম্বালম্বি একটা কাঠি ঢুকিয়ে কাঠিটাকে বেশ জোরে জোরে ঘুরিয়ে দেখো তো কী হয়?

উত্তর: পৃথিবীর আকৃতি পুরোপুরি গোল নয়, তার প্রমাণ হল কিছুটা ময়দা মাখা নিয়ে একটি মাঝারি মাপের গোলা তৈরি করে ওই গোলাটার মধ্যে লম্বালম্বি একটি কাঠি ঢুকিয়ে কাঠিটিকে বেশ জোরে জোরে ঘোরাতে হবে। কিছুক্ষণ বেশ জোরে জোরে ঘোরাবার পর দেখা যাবে পূর্ব-পশ্চিম দিক বরাবর কিছুটা স্ফীত হয়ে গেছে এবং  উত্তর:-দক্ষিণে বা ওপর-নীচ বরাবর কিছুটা চ্যাপ্টা হয়েছে। অনুরূপভাবে ঠিক যেন পৃথিবীর আকৃতির সঙ্গে মিল রয়েছে বলে মনে হবে। কারণ পৃথিবীও জন্মলগ্নের পরবর্তী সময় থেকে শীতল হতে হতে বর্তমান রূপ নিয়েছে। তাই বলা যায় পৃথিবীর আকৃতি পুরোপুরি গোল নয় বরং মাঝের অংশ স্ফীত এবং ওপর-নীচ সামান্য চাপা প্রকৃতির


4. আগোলাকার পৃথিবীপৃষ্ঠ থেকে আমরা পড়ে যাই না কেন

উত্তর: পৃথিবী গোলাকার তা সত্ত্বেও আমরা পৃথিবীর ওপর থেকে পড়ে যাই না এবং গাছপালা, জীবজন্তু, ঘরবাড়ি সবকিছুই পৃথিবীর ওপর থেকে পড়ে যায় না। কারণ, পৃথিবী তার মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা বায়ুমণ্ডল থেকে শুরু করে সবকিছুকেই নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে ধরে রেখেছে


5. কোনো জিনিসের ওজন পৃথিবীর মাঝ বরাবর অর্থাৎ, নিরক্ষরেখায় যত হয়, দুইপ্রান্তে মেরুর কাছে তার থেকে বেশি হয়। ভেবে দেখো এরকম কেন হয়? পৃথিবীর আকৃতির সঙ্গে কি এর কোনো সম্পর্ক আছে?

উত্তর: স্যার আইজ্যাক নিউটনের মাধ্যাকর্ষণ সূত্রানুযায়ী যে বস্তু পৃথিবীর কেন্দ্র থেকে যত দূরে অবস্থিত তার ওপর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব তত কম। পৃথিবীর আকৃতি হল অভিগত গোলকের মতো যার  উত্তর:-দক্ষিণ দিক চাপা ও মাঝের নিরক্ষীয় অঞ্চলটি ফোলা। এই কারণের জন্যই পৃথিবীর কেন্দ্র থেকে নিরক্ষীয় অঞ্চলের দূরত্ব বেশি এবং মেরু অঞ্চলের দূরত্ব কম। এর ফলে মেরু অঞ্চলে কোনো বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চলের থেকে বেশি হবে


শুদ্ধ অথবা অশুদ্ধ লেখো        

1. প্রাচীনকালে মানুষ বিশ্বাস করত পৃথিবী ছিল চ্যাপটা রুটির মতো

উত্তর: শুদ্ধ


2. আকাশ ও ভূপৃষ্ঠ যেখানে একসঙ্গে মেশে তাকে দিগন্তরেখা বলে

উত্তর: শুদ্ধ


3. 1522 খ্রিস্টাব্দে ম্যাগেলান 4টি জাহাজ নিয়ে যাত্রা শুরু করেন

উত্তর: অশুদ্ধ


4. দিনির্ণয়কারী যন্ত্রের নাম হল ম্যাপ

উত্তর: অশুদ্ধ


5. পৃথিবীর মেরুব্যাস 12,714 কিমি

উত্তর: শুদ্ধ


6. পৃথিবীর গড় ব্যাসার্ধ প্রায় 6,400 কিমি

উত্তর: শুদ্ধ


7. পৃথিবীর সব জায়গায় একসময়ে সূর্য ওঠে

উত্তর: অশুদ্ধ


৪. অ্যারিস্টটল ছিলেন গ্রিক দার্শনিক

উত্তর: শুদ্ধ


9. চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর সূর্যের ছায়া পড়ে

উত্তর: অশুদ্ধ


10. মহাকাশ থেকে পৃথিবীকে উজ্জ্বল নীল গোলকের মতো দেখায়

উত্তর: শুদ্ধ                   

                            

C শূন্যস্থান পূরণ করো :         

 

1. পৃথিবীর আকৃতি হল ------------------ মতো

উত্তর: পৃথিবীর


2. খ্রিস্টের জন্মের ------------ বছর আগে এরাটোস্থেনিস প্রথম বলেন পৃথিবী গোল

উত্তর: ম্যাগেলান


3. জাহাজে করে ভূ-প্রদক্ষিণ করে -------------  প্রথম প্রমাণ করেন পৃথিবী গোলাকার

উত্তর:


4. পৃথিবীর গড় ব্যাসার্ধ---------------- কিমি

উত্তর: প্রায় 6,400


5. পৃথিবীর প্রকৃত আকৃতিকে বলা হয় --------------------

উত্তর: 'জিয়ড'


6. পৃথিবীর পরিধি প্রায় --------------- কিমি

উত্তর: 40,000


7. পৃথিবী একটা বিশাল ---------------। 

উত্তর: গোলক


৪. পৃথিবীর প্রথম পরিধি নির্ণয় করেছিলেন বিজ্ঞানী ------------------

উত্তর: এরাটোসথেনিস


9. পৃথিবীর মেরুব্যাস প্রায় ------------------ কিমি

উত্তর: 12,714


10. পৃথিবীর সর্বোচ্চ স্থানটি হল -----------------

উত্তর: মাউন্ট এভারেস্ট


দু-এককথায়  উত্তর: দাও :      


1. কে প্রথম লক্ষ করেছিলেন পৃথিবী গোলাকার?

উত্তর: এরাটোসথেনিস


2. তীর থেকে আগত জাহাজের প্রথমে কোন্ অংশটি দেখা যায়?

উত্তর: প্রথমে মাতুলটা দেখা যায়


3. দিনির্ণয়কারী যন্ত্রটির নাম কী?

উত্তর: কম্পাস


4. পৃথিবীর আকৃতি গোল প্রথম কোন্ ভারতীয় বিজ্ঞানী বলেন?

উত্তর: কর আর্যভট্ট


5. ম্যাগেলান ক-টি জাহাজ নিয়ে যাত্রা শুরু করেন?

উত্তর: বর 5টি


6. পৃথিবীর গড় ব্যাসার্ধ কত?

উত্তর: প্রায় 6,400 কিমি


7. চন্দ্রগ্রহণের সময় কার ছায়া চাঁদের ওপর পড়ে?

উত্তর: কর পৃথিবীর


৪. দিগন্তরেখা দেখতে কেমন লাগে?

উত্তর: গোলাকার


9. চাঁদের ওপর পৃথিবীর ছায়া দেখে কে বলেন পৃথিবী গোলাকার?

উত্তর: অ্যারিস্টট্ল


10. কোন্ ফলের সঙ্গে পৃথিবীর আকৃতিকে তুলনা করা যায়?

উত্তর: কমলালেবু ও নাসপাতি


11. 'জিয়ড' কী?

উত্তর: পৃথিবীর প্রকৃত আকৃতি


12. উপর-নীচ বরাবর পৃথিবীর ব্যাস কত?

উত্তর: কন 12,714 কিমি


13. পৃথিবীর নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য কত?

উত্তর: 12,756 কিমি


14. পৃথিবীর মাঝবরাবর স্ফীতি কত?

উত্তর: 42 কিমি


15. পৃথিবীর সর্বোচ্চ স্থানটির নাম কী?

উত্তর: মাউন্ট এভারেস্ট (8,848 মি)


16. মারিয়ানা খাত কোথায় অবস্থিত?

উত্তর: চিত্তর প্রশান্ত মহাসাগরে


17. মহাকাশ থেকে পৃথিবীকে কীরূপ দেখায়?

উত্তর: উজ্জ্বল নীল গোলকের মতো


18. কোন শক্তির জন্য আমরা পৃথিবী থেকে পড়ে যাই না?

উত্তর: মাধ্যাকর্ষণ শক্তির


Editing by :- Lipi Medhi


 Buy Class 6
All Subject Notes
Only 50/- Rupees
Free trial available

 Pay Now

Free Apply