অধ্যায় ৩
তুমি
কোথায় আছো
---------------------------------------------
A সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো
1. মোট দ্রাঘিমারেখার সংখ্যা হল-
a) 300টি
b) 360টি
c) 90টি✓
2. দ্রাঘিমারেখা দ্বারা জানা যায় কোন স্থান-
a) মূলমধ্যরেখার কতটা উত্তরে বা দক্ষিণে আছে
b) মূলমধ্যরেখার কতটা পূর্বে বা পশ্চিমে আছে
c) নিরক্ষরেখার কতটা উত্তরে বা দক্ষিণে আছে✓
3. পৃথিবীতে কোনো জায়গার অবস্থান নির্ণয় করা হয়-
a) নির্দিষ্ট বিন্দুর সাহায্যে
b) কাল্পনিক রেখার সাহায্যে
c) নির্দিষ্ট বিন্দু ও কাল্পনিক রেখার
সাহায্যে✓
4. পৃথিবীর কৌণিক মাপ হল-
a) 360°
c) 90°
5. নিরক্ষরেখার মান হল-
a) 180°
b) 90°✓
c) 0°
6. অক্ষরেখাগুলি হল-
a) পূর্ণবৃত্ত✓
b) লম্বাটে
c) অর্ধবৃত্ত
7. পৃথিবীতে মোট অক্ষরেখা কল্পনা করা হয়েছে-
a) 90টি
b) 180টি
c) 179টি✓
8. মূলমধ্যরেখার মান-
a) 90°
b) 0°✓
c) 180°
9. নিরক্ষরেখার পরিধি-
a) সবথেকে ছোটো
b) সবথেকে বড়ো
c) অক্ষরেখাগুলির সমান✓
10. মকরক্রান্তিরেখার মান হল-
a) 667° উত্তর
b) 23° উত্তর✓
c) 23° দক্ষিণ
11. পৃথিবীর অক্ষ অক্ষতলের সঙ্গে হেলে রয়েছে-
a) 66½° কোণে✓
b) 23° কোণে
c) 90° কোণে
12. পৃথিবীর উত্তরমেরুকে বলে-
a) কুমেরু
b) সুমেরু✓
c) পূর্ব মেরু
13. নীচের কোনটি পূর্ণবৃত্ত?
a) অক্ষরেখা✓
b) দ্রাঘিমারেখা
c) পৃথিবীর কক্ষপথ
14. নিরক্ষরেখা পৃথিবীকে ভাগ করেছে-
a) পূর্ব-পশ্চিম গোলার্ধে
b) উত্তর-দক্ষিণ গোলার্ধে✓
c) উত্তর-পশ্চিম গোলার্ধে
15. পৃথিবীর মাঝখানে ঠিক কেন্দ্র ভেদ করে প্রসারিত রেখাটি হল-
a) পৃথিবীর অক্ষ✓
b) উত্তরমেরু
c) পৃথিবীর কক্ষ
16. অক্ষরেখাগুলির পরিধি-
a) সর্বত্র সমান
b) মেরুর দিকে ক্রমশ বড়ো হতে থাকে
c) মেরুর দিকে ক্রমশ ছোটো হতে থাকে✓
17. মূলমধ্যরেখা যে শহরের ওপর দিয়ে গেছে-
c) আমেরিকা যুক্তরাষ্ট্র
B শুদ্ধ অথবা অশুদ্ধ লেখো
1. নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে।
উত্তর: শুদ্ধ
2. মহাবৃত্তের উদাহরণ হল মূলমধ্যরেখা।
উত্তর: অশুদ্ধ
3. 0° দ্রাঘিমাকে মূলমধ্যরেখা বলে।
উত্তর: শুদ্ধ
4. পৃথিবীতে মোট 360টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে।
উত্তর: অশুদ্ধ
5 গ্লোব হল পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ।
উত্তর: শুদ্ধ
6. সুমেরু ও কুমেরু হল দুটি বিন্দু।
উত্তর: শুদ্ধ
7. অক্ষরেখাগুলি অর্ধবৃত্ত।
উত্তর: অশুদ্ধ
8. 180° পূর্ব ও 180° পশ্চিম দ্রাঘিমাটি একটিই রেখা।
উত্তর: শুদ্ধ
9. পৃথিবীতে মোট 179টি অক্ষরেখা আছে।
উত্তর: শুদ্ধ
10. পৃথিবী তার কক্ষপথের সঙ্গে 90° কোণে হেলে অবস্থান করে।
উত্তর: অশুদ্ধ
C) শূন্যস্থান পূরণ করো :
1. --------------- অবস্থান দেখে উত্তর মেরুবিন্দুর অবস্থান নির্ণয় করা হয়।
উত্তর: ধ্রুবতারার
2. উত্তর থেকে দক্ষিণমেরু পর্যন্ত অঙ্কিত অর্ধবৃত্তাকার রেখাগুলি হল -------------- রেখা।
উত্তর: দ্রাঘিমা
3. মূলমধ্যরেখা লন্ডনের ------------- শহরের ওপর দিয়ে টানা হয়েছে।
উত্তর: গ্রিনউইচ
4. পৃথিবীর অক্ষের উত্তর প্রান্তকে বলা হয় -------------------- ।
উত্তর: উত্তর মেরু
5. পৃথিবীর অক্ষের দক্ষিণ প্রান্তকে বলা হয় ---------------------।
উত্তর: দক্ষিণ মেরু
6. পৃথিবীর অক্ষরেখাগুলি নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ দৈর্ঘ্যে --------------------- হয়।
উত্তর: কম
7. ---------------প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন।
উত্তর: ইউরোপীয়রা
৪. কলকাতার দ্রাঘিমা ------------------------ ।
উত্তর: 88°30′ পূর্ব
9. মকরক্রান্তিরেখার মান ------------------- দক্ষিণ।
উত্তর: 23
উত্তর: দক্ষিণ
11. নিরক্ষরেখার দৈর্ঘ্যে সবচেয়ে -------------------------- ।
উত্তর: বড়ো
12. পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সঙ্গে ------------------------- কোণ করে হেলে থাকে।
উত্তর: 66½
উত্তর: নিরক্ষীয়
14. কোনো জায়গা পৃথিবীর কতটা উত্তরে বা কতটা দক্ষিণে তা ------------- থেকে বোঝা যায়।
উত্তর: অক্ষরেখা
15. সমাক্ষরেখাগুলির মধ্যে একমাত্র --------------- মহাবৃত্ত।
উত্তর: নিরক্ষরেখা
16. কোনো স্থানের অবস্থান নির্ণয় করার জন্য প্রয়োজন হয় --------------- এর পরিমাপ।
উত্তর: কৌণিক দূরত্ব
17. পৃথিবী যে পথে সূর্যের চারদিকে ঘোরে তা হল -------------------------।
উত্তর: কক্ষপথ
18. নিরক্ষরেখার দক্ষিণে 66 1° দক্ষিণ অক্ষরেখাটি --------------------নামে পরিচিত।
উত্তর: কুমেরুবৃত্তরেখা
19. নিরক্ষরেখার মান --------------------।
উত্তর: 0°
উত্তর: 90° উত্তর
D দু-এককথায় উত্তর দাও :
উত্তর: 0°
2. মূলমধ্যরেখা পৃথিবীকে ক-টি গোলার্ধে ভাগ করেছে?
উত্তর: দুটি।
3. উত্তরমেরু বিন্দুর মান কত ডিগ্রি?
উত্তর: 90° উত্তর।
4. দ্রাঘিমার সংখ্যা মোট ক-টি?
উত্তর: 360টি।
5. সূর্যের উন্নতি কোণ মাপা হয় কোন্ যন্ত্র দ্বারা?
উত্তর: সেক্সট্যান্ট যন্ত্রের দ্বারা।
6. অক্ষরেখাগুলির মধ্যে পারস্পরিক ব্যবধান কত?
উত্তর: 111.1 কিলোমিটার।
7. প্রত্যেক দ্রাঘিমারেখা নিরক্ষরেখাকে কত ডিগ্রি কোণে ছেদ করে?
উত্তর: 90°।
৪. পৃথিবীর অক্ষ কাকে বলে?
উত্তর:
9. সুমেরুবৃত্তরেখার মান কত?
উত্তর: 66° উত্তর।
10. নিরক্ষরেখার অপর নাম কী?
উত্তর: বিষুবরেখা।
11. নিরক্ষরেখা পৃথিবীকে কোন্ কোন্ গোলার্ধে ভাগ করেছে?
উত্তর: উত্তর ও দক্ষিণ গোলার্ধ।
12. পৃথিবীতে মোট কতগুলি অক্ষরেখা কল্পনা করা হয়েছে?
উত্তর: 179টি।
13. কোন্ দ্রাঘিমারেখা ভারতবর্ষকে পূর্ব-পশ্চিমে সমান দু-ভাগে ভাগ করেছে?
উত্তর: 82°30' পূর্ব দ্রাঘিমারেখা।
14. কত খ্রিস্টাব্দে মূলমধ্যরেখার স্থান নির্ধারণ করা হয়?
উত্তর: 1884 খ্রিস্টাব্দে।
15. কক্ষতল কাকে বলে?
উত্তর: জন কক্ষপথ যে তলে অবস্থান করে, তাকে কক্ষতল বলে।
16. মূলমধ্যরেখাটি কোন শহরের ওপর দিয়ে গেছে?
উত্তর: লন্ডনের গ্রিনউইচ।
17. পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে?
উত্তর: 66 1°2
18. ভারতের ওপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ অক্ষরেখাটি বিস্তৃত হয়েছে?
উত্তর: কর্কটক্রান্তিরেখা।
19. 180° দ্রাঘিমারেখাটির অপর নাম কী?
উত্তর: আন্তর্জাতিক তারিখরেখা।
20. 'বিষুব' কথাটির অর্থ কী?
উত্তর: দিনরাত সমান।
21. ভারতের প্রমাণ সময়ের দ্রাঘিমার মান কত?
উত্তর: 82°30′ পূর্ব।
22. যে রেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ সমান দুটি ভাগে ভাগ করছে, তার নাম কী?
উত্তর: ত্তির বিষুবরেখা।