অধ্যায় ৭

আবহাওয়া ও জলবায়ু

---------------------------------

 

A .সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো


1. বায়ুর বিভিন্ন উপাদানের পরিবর্তনশীল অবস্থাকে বলা হয়-


a. জলবায়ু

b. আবহাওয়া   

c.এর কোনোটিই নয়


2. ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর চলাচলকে বলে-


a. বায়ুস্রোত

b.উচ্চচাপ

c. বায়ুপ্রবাহ


3. পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি-


a. শুষ্ক ও বৃষ্টিহীন

b. শীতল

c. উয় ও আর্দ্র


4. আমাদের দেশের উন্ন ও আর্দ্র জলবায়ু হল-


a. নিরক্ষীয় জলবায়ু

b. মৌসুমি জলবায়ু

c. উয় ও ক্রান্তীয় জলবায়ু


5. সূর্যের আলো ও তাপের যে পরিমাণ পৃথিবীতে এসে পৌঁছোয়-


a. 300 কোটি ভাগের মাত্র 2 ভাগ

b. 200 কোটি ভাগের মাত্র । ভাগ

c.200 কোটি ভাগের মাত্র 2 ভাগ


6. সূর্য থেকে আসা আলো ও তাপকে বলা হয়-


a. আগত সৌর বিকিরণ

b.পরিচলন

c.পরিবহণ


7. পৃথিবী থেকে ফিরে যাওয়া তাপকে বলে-


a. পরিচলন

b. পার্থিব বিকিরণ 

c. পরিবহণ


৪. আগত সৌর বিকিরণের 51 শতাংশ ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, একে বলে-


a. পার্থিব বিকিরণ

b. অ্যালবেডো

c.কার্যকারী সৌর বিকিরণ


9. সৌররশ্মির যে অংশ মেঘের গায়ে ধাক্কা লেগে মহাশূন্যে ফিরে যায়, তাকে বলে-


a. অ্যালবেডো

b. রেনগজ

c. ইনসোলেশন


10. তাপ হল একপ্রকার--


a. সম্পদ

b. শক্তি

c.বস্তু

 

11. তাপ পরিমাপের একক হল-


a. সেলসিয়াস

b. বায়ুপ্রবাহ

C. নট


12. যে পদ্ধতির মাধ্যমে এক স্তর থেকে অন্য স্তরে উত্তাপ সঞ্চারিত হয় তা হল-


a. বিকিরণ পদ্ধতি

b. পরিবহণ পদ্ধতি

c. পরিচলন পদ্ধতি


13. বায়ুর উন্নতা মাপার যন্ত্র হল-


a. ব্যারোমিটার

b. থার্মোমিটার

c. বাতপতাকা


14. কোনো জায়গার একটি দিনের সবচেয়ে বেশি ও সবচেয়ে কম উন্নতার বিয়োগফল হল-


a. দৈনিক উন্নতার প্রসর

b.বার্ষিক উন্নতার প্রসর

c. মাসিক উন্নতার প্রসর


15. কোনো জায়গার শীতলতম ও উন্নতম মাসের উন্নতার বিয়োগফলকে বলে-


a. মাসিক উন্নতার প্রসর

b. দৈনিক উন্নতার প্রসর

c. বার্ষিক উন্নতার প্রসর


16. ফারেনহাইট স্কেলে জল জমে বরফে পরিণত হওয়ার উন্নতা হল-


a. 200 deg * F

b.32 deg * F

c.50 deg * F

 

17. সেলসিয়াস স্কেলে জল ফুটে বাষ্পে পরিণত হওয়ার উয়তা হল-


a.0 deg * C

b.212 deg * C

c.100 deg * C


18. নির্দিষ্ট উন্নতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, তাকে বলে-


a. অধঃক্ষেপণ

b. আর্দ্রতা

c.উন্নতা


19. বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হল-


a. ব্যারোমিটার

b. হাইগ্রোমিটার

c. অ্যানিমোমিটার


20. আবহাওয়া নিয়ন্ত্রণে বায়ুচাপ খুবই গুরুত্বপূর্ণ। বায়ু প্রধানত চাপ দেয়-


a. নিম্নদিকে

b.পার্শ্বদিকে

c.সবদিকে


21. উন্নতার সঙ্গে বায়ুপ্রবাহের সম্পর্ক হল-


a. ব্যস্তানুপাতিক

b.সমানুপাতিক

c. সম্পর্ক নেই


22. বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম-


a. হাইগ্রোমিটার

b.ফোর্টিন ব্যারোমিটার

c. অ্যানিমোমিটার


23. বায়ুপ্রবাহের দিক পরিমাপক যন্ত্র হল-


a. বাতপতাকা

b.অ্যানিমোমিটার

c.ব্যারোমিটার


24. বায়ুর গতিবেগ মাপার যন্ত্র হল-


a. হাইগ্রোমিটার

b. বাতপতাকা

c. অ্যানিমোমিটার


25. বৃষ্টিপাত হল একধরনের-


a. অধঃক্ষেপণ

b. মেঘাচ্ছন্নতা

c. ঘনীভবন


26. বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্র হল-


a. বাতপতাকা

b. রেনগজ

c. অ্যানিমোমিটার


27. পৃথিবীর একই উন্নতাযুক্ত স্থানগুলিকে যুক্ত করা হয় যে কাল্পনিক রেখার দ্বারা-


a.সমচাপরেখা

b.সমবর্ষণ রেখা

c. সমোন্নরেখা


28. বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় একরকম না-হওয়ার প্রধান কারণ-


a.সূর্যরশ্মির পতনকোণ

b.ঘনীভবন

c. তুষারপাত


B শুদ্ধ অথবা অশুদ্ধ লেখো

                 

1. বায়ুর উন্নতা আবহাওয়ার একটি উপাদান।

উত্তর: শুদ্ধ 


 2. আবহাওয়া বদলাতে 24 ঘণ্টা সময় লাগে।

উত্তর: . অশুদ্ধ


3. এপ্রিল-মে মাসে আমাদের রাজ্যে শীতকাল বিরাজ করে।

উত্তর: . অশুদ্ধ


4. কোনো অঞ্চলের 30 থেকে 40 বছরের গড় আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে।

উত্তর: শুদ্ধ


5. অক্টোবর-নভেম্বর মাসে উন্নতা কমতে শুরু করে।

উত্তর: শুদ্ধ 


6. পশ্চিমবঙ্গের জলবায়ু উন্ন ও আর্দ্র ধরনের হয়।

উত্তর:. শুদ্ধ


7. আমাদের দেশ নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত।

উত্তর: শুদ্ধ


৪. মুম্বাই শহরে সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়।

উত্তর: শুদ্ধ


9. সূর্য থেকে আসা আলো ও তাপকে আগত সৌর বিকিরণ বলা হয়।

উত্তর: শুদ্ধ


10. পৃথিবী থেকে ফিরে যাওয়া তাপকে কার্যকারী সৌর- বিকিরণ বলে।     

.উত্তর: অশুদ্ধ


C শূন্যস্থান পূরণ 


1. আমাদের দেশের জলবায়ু হল—-------------- প্রকৃতির।

.উত্তর:মৌসুমি


2. সূর্য থেকে আসা আলো ও তাপকে বলা হয়—----------।

.উত্তর:. ইনসোলেশন

 

3. আকাশে মেঘের পরিমাণের পরিমাপ হল—------------।

.উত্তর:মেঘাচ্ছন্নতা

 

4. জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ছোটো ছোটো জলকণায় পরিণত হওয়াকে বলে—---------------।

.উত্তর:ঘনীভবন

 

5. বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সবই হল—-----------।

.উত্তর:অধঃক্ষেপণ

 

6. বায়ুমণ্ডলের উয়তার প্রধান উৎস হল—-----------।

.উত্তর: সূর্যরশ্মি

 

7. তাপের পার্থক্যের ভিত্তিতে পুরো পৃথিবীকে তিনটি -এ ভাগ করা যায়।—-----------।

.উত্তর:.তাপম

 

৪. বায়ুর উন্নতা বাড়লে চাপ—---------হব।

.উত্তর:কম

 

9. সমুদ্রের কাছাকাছি স্থানের আবহাওয়া সাধারণত—---------           

.উত্তর:. সমভাবাপন্ন

 

10. পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর কলকাতার—-----------এ অবস্থিত।

.উত্তর: আলিপুর

 

দু-এককথায় উত্তর দাও :    


1. ভারতবর্ষের জলবায়ু কী প্রকৃতির?

উত্তর :ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির।


2. শীতকাল ভারতে কত মাস স্থায়ী থাকে?

উত্তর তিনমাস (নভেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি)।

 

4. সূর্য থেকে আসা আলো ও তাপকে কী বলা হয়?

উত্তর :আগত সৌর বিকিরণ।

 

5. 49%-এর মধ্যে 35% উত্তাপ মেঘের গায়ে ধাক্কা লেগে মহাশূন্যে ফিরে যায়, একে কী বলে?

উত্তর: অ্যালবেডো।

 

6. আবহাওয়া ও জলবায়ুর দুটি গুরুত্বপূর্ণ উপাদান কী কী?

উত্তর :বায়ুর উন্নতা ও বায়ুর চাপ।

 

7. পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত?

উত্তর :35%1

 

৪. বায়ুর উন্নতার স্বাভাবিক হ্রাসের হার কত?

উত্তর :প্রতি 1000 মিটার উচ্চতায় 6.5° সেন্টিগ্রেড।

 

9. সূর্যরশ্মির কতটা পৃথিবীতে এসে পৌঁছোয়?

উত্তর :200 কোটি ভাগের মাত্র। ভাগ।

 

10. পৃথিবীর তাপ ও আলোর উৎস কী?

উত্তর :সূর্যালোক।

 

11. বায়ুপ্রবাহের অনুভূমিক স্থানান্তরকে কী বলে?

উত্তর : অ্যাডভেকশন।

 

12. কোনো জায়গার, একটি দিনের সবচেয়ে বেশি ও সবচেয়ে কম উন্নতার বিয়োগফলকে কী বলে?

উত্তর :দৈনিক উন্নতার প্রসর।

 

13. বৃষ্টিপাত ঘটানোর জন্য বায়ুমণ্ডলের একান্ত অপরিহার্য উপাদানটি কী?

উত্তর :জলীয় বাষ্প।

 

14. বায়ুমণ্ডলের উন্নতা পরিমাপক যন্ত্রটির নাম কী?

 উত্তর :থার্মোমিটার।

 

15. জ্বর হলে সাধারণত থার্মোমিটারের কোন্ স্কেলে তাপমাত্রা মাপা হয়?

উত্তর :ফারেনহাইট স্কেলে।

 

16. কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জল জমে বরফে পরিণত হয়?

উত্তর :° সেলসিয়াস তাপমাত্রায়।

 

17. গ্রীষ্মকালে কোন্ দিক থেকে বায়ু প্রবাহিত হয়?

উত্তর :দক্ষিণ দিক থেকে।

 

18. বায়ুর নাম কী অনুসারে দেওয়া হয়?

উত্তর :বায়ুপ্রবাহের দিক অনুসারে।

 

19. বায়ু কোন্ অঞ্চল থেকে কোন্ অঞ্চলে প্রবাহিত হয়?

উত্তর :উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে।

 

20. কোন্ পদ্ধতিতে বায়ু সর্বাধিক উত্তপ্ত হয়?

উত্তর :বিকিরণ পদ্ধতিতে।

 

21. বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি, গুঁড়িগুড়ি বৃষ্টিকে একত্রে কী বলে?

উত্তর :অধঃক্ষেপণ।

 

22. বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম কী?

উত্তর :রেনগজ।

 

23. পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর : কলকাতার আলিপুরে।

 

24. পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে?

উত্তর :তিন 66½° কোণে।

 

25. পৃথিবীকে ক-টি তাপমণ্ডলে ভাগ করা হয়?

উত্তর তিনটি।

 

26. কোন্ অঞ্চলে বায়ু সবচেয়ে বেশি আর্দ্র থাকে?

উত্তর নিরক্ষীয় অঞ্চলে।

 

27. সমুদ্র থেকে দূরে মহাদেশীয় জলবায়ু কী প্রকৃতির?

উত্তর চরমভাবাপন্ন।

 

28. উন্নমণ্ডলের অন্তর্গত একটি দেশের নাম লেখো

উত্তর ব্রাজিল।

 

29. পিগমি কোন্ তাপমণ্ডলের অন্তর্গত আদিবাসী?

উত্তর উন্নমণ্ডলের।

 

30. নাতিশীতোয়মণ্ডলের অন্তর্গত একটি আদিবাসী জনগোষ্ঠীর নাম লেখো।

উত্তর কিরঘিজ।

 

31. ইংল্যান্ড কোন্ তাপমণ্ডলের মধ্যে অবস্থিত?

উত্তর :নাতিশীতোয়মণ্ডল।

 

32. মেরু-ভাল্লুক কোন্ তাপমণ্ডলে লক্ষ করা যায়?

উত্তর হিমমণ্ডল-এ।

 

33. রাজস্থানে দিনেরবেলা তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছোয়?

উত্তর : প্রায় 48° সেন্টিগ্রেডে।

 

35. কোন্ মেঘ থেকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?

উত্তর কিউমুলোনিম্বাস।

 

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :                                                                                                                                                     

1. আবহাওয়া কাকে বলে?

উত্তর আবহাওয়া বলতে কোনো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উন্নতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বায়ুচাপ,

মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাতের পরিমাণ প্রভৃতি উপাদানের গড় অবস্থাকে বোঝায়। আবহাওয়া একটি দৈনন্দিন ঘটনা যা কর প্রতিক্ষণে পরিবর্তিত হয়।

 

2. জলবায়ু কাকে বলে?

উত্তর একটি বিরাট অঞ্চলের আবহাওয়ার অন্তত 30-40 বছরের গড় অবস্থাকে জলবায়ু বলে। কোনো অঞ্চলের জলবায়ু বছরের পর বছর প্রায় একইরকম থাকে।

 

3. আমাদের রাজ্যে কী ধরনের জলবায়ু দেখা যায়?

উত্তর আমাদের রাজ্যে উন্ন-আর্দ্র ক্রান্তীয় মৌসুমি জলবায়ু দেখা যায়। যেখানে বছরের সাত থেকে আট মাস উয় থাকে। আর এই আট মাসের মধ্যে তিন থেকে চার মাস বৃষ্টি হয়।

 

4. আবহাওয়া ও জলবায়ুর উপাদান বলতে কী বোঝো?

উত্তর যেসব উপাদানের গড় অবস্থা বিচার করে আবহাওয়া ও জলবায়ু নির্ধারণ করা হয়, সেগুলিকেই আবহাওয়া ও জলবায়ুর উপাদান বলে। যেমন- বায়ুর উন্নতা, বায়ুর চাপ, ও অধঃক্ষেপণ। বায়ুপ্রবাহ, বায়ুর আর্দ্রতা, মেঘ

 

5. 'কার্যকরী সৌর বিকিরণ' বলতে কী বোঝো?

উত্তর  সূর্য থেকে পৃথিবীর দিকে আসা মোট সৌর শক্তিকে 100% ধরলে এর সম্পূর্ণ অংশ ভূপৃষ্ঠ ও সংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না। এর মধ্যে মাত্র 51% সৌরশক্তি বিভিন্নভাবে ভূপৃষ্ঠ ও তার সংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। একেই কার্যকরী সৌর বিকিরণ বলে। [51 শতাংশের মধ্যে 34% গ্যাস, জলীয়বাষ্প ও ধূলিকণা দ্বারা শোষিত এবং 17% মহাশূন্যে ফিরে যাওয়া তাপ।]

 

6. আগত সৌর বিকিরণ/সূর্যরশ্মির তাপীয় ফল/ইনসোলেশন কাকে বলে?

উত্তর সূর্যরশ্মির অতিসামান্য অংশ অর্থাৎ, 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছোয়। একে ইনসোলেশন বা সূর্যরশ্মির তাপীয় ফল বলে।

 

7. 'অ্যালবেডো' কাকে বলে?

উত্তর পৃথিবীতে মোট যে পরিমাণ সূর্যরশ্মি আসে তার প্রায় 35 শতাংশ মেঘ, ধূলিকণা, ভূপৃষ্ঠ দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে মহাশূন্যে ফিরে যায়। একে অ্যালবেডো বলে।

 

৪. 'পার্থিব বিকিরণ' কাকে বলে?

উত্তর সূর্য থেকে আসা 'আগত সৌর বিকিরণের' শতকরা 51 শতাংশ ভূপৃষ্ঠে এসে পৌঁছোয় এবং ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। কিন্তু রাত্রিবেলা ঠিক ওই পরিমাণ তাপ বা শক্তি মহাশূন্যে ফিরে যায়। একে 'পার্থিব বিকিরণ' বলে। এর মাধ্যমেই পৃথিবীর গড় উত্তাপ সমান থাকে।

 

9. তাপ ও তাপমাত্রা বলতে কী বোঝো?

উত্তর :তাপ হল শক্তি, যা কোনো বস্তুকে উত্তপ্ত করে অপরদিকে তাপমাত্রা বা উন্নতা হল তাপের পরিমাপ।

 

10. দৈনিক উন্নতার প্রসর কাকে বলে?

উত্তর কোনো জায়গার একটি দিনের সবচেয়ে বেশি ও সবচেয়ে কম উন্নতার বিয়োগফল হল সেই স্থানের দৈনিক উন্নতার প্রসর।

 

11. বার্ষিক উন্নতার প্রসর বলতে কী বোঝো?

উত্তর :কোনো নির্দিষ্ট স্থানের শীতলতম ও উন্নতম মাসের উন্নতার বিয়োগ ফলই হল বার্ষিক উন্নতার প্রসর। এক্ষেত্রে জানুয়ারি ও জুলাই মাসের গড় উন্নতা থেকে বার্ষিক উন্নতার প্রসর বের করা হয়।

 

12. গড় উন্নতা কাকে বলা হয়?

উত্তর কোনো স্থানের দিনের সবচেয়ে বেশি ও সবচেয়ে কম উন্নতার যোগফলকে 2 দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায়, সেই ভাগফলকে ওই স্থানের দৈনিক গড় উন্নতা বলা হয়। এইভাবে মাস ও বছরের গড় উন্নতা বের করা যায়।

 

13. বায়ুর আর্দ্রতা কাকে বলে?

উত্তর কোনো নির্দিষ্ট উন্নতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে - পরিমাণ জলীয় বাষ্প থাকে, তাকে ওই বায়ুর আর্দ্রতা বলে। হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়।

 

14. বায়ুর চাপ বলতে কী বোঝো?

উত্তর  পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি অন্যান্য যে-কোনো পদার্থের মতো বায়ুকেও নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, ফলে পৃথিবীপৃষ্ঠে বাতাস যে চাপ প্রয়োগ করে, তাকেই বায়ুচাপ বলা হয়। সাধারণত সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গসেমিতে 1.067 কিগ্রা বা প্রতি বর্গইঞ্চিতে 14.7 পাউন্ডের সমান।

 

15. রাতের বেলা আকাশ মেঘাচ্ছন্ন থাকলে গরম বেশি লাগে কেন?

উত্তর দিনের বেলায় ভূপৃষ্ঠ যে পরিমাণ তাপ গ্রহণ করে, রাতের বেলায় আকাশ মেঘাচ্ছন্ন থাকলে, সেই পরিমাণ তাপ বায়ুমণ্ডল থেকে বেরিয়ে যেতে পারে না। মেঘে ধাক্কা খেয়ে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে, ফলে মেঘাচ্ছন্ন রাতে বেশি গরম লাগে।

 

16. ঘনীভবন কাকে বলে?

উত্তরজলীয়বাষ্পপূর্ণ বায়ু ঠান্ডা হয়ে ছোটো ছোটো জলকণায় পরিণত হলে তাকে ঘনীভবন বলে। ঘনীভবনের ফলে সৃষ্ট জলকণা বাতাসের ধূলিকণাকে আশ্রয় করে মেঘরূপে আকাশে ভেসে বেড়ায়।

 

17. বায়ুপ্রবাহ কাকে বলে?

উত্তর ভূপৃষ্ঠের সমান্তরালে বা অনুভূমিকভাবে যখন কোনোভূপৃষ্ঠের সমান্তরালে বা অনুভূমিকভাবে যখন কোনোএক স্থানের বায়ু অপর একটি স্থানের দিকে ছুটে যায় তখন তাকে বায়ুপ্রবাহ বলে। চাপের ও উন্নতার তারতম্য, পৃথিবীর আবর্তন প্রভৃতি কারণে বায়ু প্রবাহিত হয়।

 

18. অধঃক্ষেপণ কাকে বলে?

উত্তর :বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণা ও তুষার কণায় পরিণত হলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি প্রভৃতিরূপে ভূপৃষ্ঠে পতিত হয়। এই প্রাকৃতিক ঘটনাকে অধঃক্ষেপণ বলে।

 

19. সূর্যরশ্মির পতনকোণ কাকে বলে?

উত্তর :সূর্য থেকে আসা আলো পৃথিবী পৃষ্ঠের সঙ্গে যে কোণ তৈরি করে, তাকে সূর্যরশ্মির পতনকোণ বলে।

 

20. সমোন্নরেখা কাকে বলে?

উত্তর: পৃথিবীর একই উন্নতাযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয়, তাকে সমোন্নরেখা বলে। সাধারণত দিনের গড় সর্বোচ্চ ও সর্বনিম্ন উয়তাকে অনুসরণ করে সমোয়রেখা আঁকা হয়ে থাকে।

 

 

     👉Paid Answer (For Membership User)

Editing By- Lipi Medhi