Chapter 9 

শব্দদূষণ

-------------------------------

 

সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো


1. যেসব শব্দ শুনতে ভালো লাগে তাদের বলে-


(a) সুরবর্জিত শব্দ

(b) সুরযুক্ত শব্দ

(c) কর্কশ শব্দ 

 

2. কাজে ভুল হওয়া ও কাজ করতে ভালো না-লাগার প্রধান কারণ হল-


(a) কিছুক্ষণ ছাড়া ছাড়া ধীরে শব্দ

(b) একটানা জোরে শব্দ

(c) কিছুক্ষণ ছাড়া ছাড়া প্রবল শব্দ

 

3. মানুষ ও অন্যান্য প্রাণীর যে শব্দে নানা শারীরিক ও মানসিক অসুবিধা হয়, সেই শব্দের পরিমাপ হল-

 

(a) 50 ডেসিবেলের বেশি

(b) 55 ডেসিবেলের কম

(c) 65 ডেসিবেলের বেশি

 

4. শব্দের তীব্রতা মাপার একক হল-

 

(a) মিটার

(b) নট

(c) ডেসিবেল

 

5. শব্দদূষণের ফলে সৃষ্ট রোগটি হল-

 

(a) চর্মরোগ

(b) হৃৎপিণ্ডের রোগ

(c) ম্যালেরিয়া

 

6. স্কুল, হাসপাতাল, বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে শব্দদূষণ রোধের জন্য লাগানো থাকে-

 

(a) ট্রাফিক বোর্ড

(b) সাইলেন্স বোর্ড

(c) এন্ট্রি বোর্ড

 

7. সাইরেনের শব্দের তীব্রতা-

 

(a) 65 ডেসিবেল

(b)130 ডেসিবেল

(c) 150 ডেসিবেল

 

৪. সাধারণ কথাবার্তার তীব্রতা হল-

 

(a) 70 ডেসিবেল

(b) 65 ডেসিবেল 

(c) 40 ডেসিবেল

 

9. গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে শব্দদূষণের প্রভাব-

 

(a) বেশি

(b) কম

(c) সমান

 

10. শব্দদূষণ নিয়ন্ত্রণ সম্ভব-

 

(a) কান চাপা দিয়ে রাখলে

(b) উৎস স্থানে শব্দরোধী দেয়াল বা সাইলেন্সার লাগালে

(c) উচ্চস্বরে গান-বাজনা করলে

 

11. 300 মিটার দূরের জেট প্লেনের তীব্রতা হল-

 

(a) 90 ডেসিবেল

(b) 60 ডেসিবেল

(c) 100 ডেসিবেল

 

12. বাজপড়ার শব্দ-এর তীব্রতা হল-

 

(a) ৪০ ডেসিবেল

(b) 90 ডেসিবেল

(c) 110 ডেসিবেল

 

13. স্কুল, কলেজ, হাসপাতাল ইত্যাদির চারপাশে গাছ লাগালে শব্দদূষণের মাত্রা কমে। কারণ হল-

 

(a) উৎস ও শ্রোতার মধ্যে দূরত্ব বাড়ে

(b) উৎস ও শ্রোতার মধ্যে দূরত্ব কমে

(c) গাছপালা শব্দ প্রতিরোধ করে

 

14. ব্যস্ত রাস্তার যানবাহনের শব্দ ও বাড়ির ভিতরের শব্দের তীব্রতার পার্থক্য-

 

(a) 70 ডেসিবেল

(b) 40 ডেসিবেল

(c) 30 ডেসিবেল

 

15. WHO নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা হল-

 

(a) 45 ডেসিবেল

(b) 55 ডেসিবেল 

(c) 65 ডেসিবেল

 

শুদ্ধ অথবা অশুদ্ধ লেখো

 

1. শব্দ যখন মানুষের সহন ক্ষমতার মাত্রা অতিক্রম করে না, তখনই দূষণের সৃষ্টি হয়।

উত্তর: অশুদ্ধ

 

2. খুব জোরে গানবাজনা শুনলে শোনার ক্ষমতা ধীরে ধীরে বাড়তে থাকে।

উত্তর: অশুদ্ধ

 

3. সিনেমা বা অডিটোরিয়াম হলে শব্দের তীব্রতা কমানোর জন্য যন্ত্র লাগানো থাকে।

উত্তর: শুদ্ধ

 

4. গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে শব্দদূষণ অনেক কম।

উত্তর: অশুদ্ধ

 

5. শব্দদূষণের ফলে কানের রোগ হয়।

উত্তর: শুদ্ধ

 

6. শুনতে পাওয়া শব্দের তীব্রতা 40 ডেসিবেল।

উত্তর: অশুদ্ধ

 

7. শব্দের তীব্রতা মাপার একক হল ডেসিবেল।

উত্তর: শুদ্ধ

 

৪. শব্দদূষণের ফলে শোনার ক্ষমতা ধীরে ধীরে কমে যায়।

উত্তর: শুদ্ধ

 

9. ইয়ার প্লাগ ব্যবহার করে শব্দের আওয়াজ থেকে বাঁচা যায়।

উত্তর: শুদ্ধ

 

10. ব্যস্ত রাস্তার যানবাহনের শব্দের তীব্রতা 70 ডেসিবেল।

উত্তর: শুদ্ধ

 

শূন্যস্থান পূরণ করো:

 

1. বিমানবন্দরের রানওয়েতে কর্মরত ব্যক্তিদের মেজাজ সবসময়_______________থাকে।

 

2. মাত্রাতিরিক্ত ও অযাচিত শব্দ কখনোই________________হয় না।

 

3. _________________-এর তীব্রতা হল ৪০ ডেসিবল।

 

4. শব্দের তীব্রতা মাপার একক হল_________________

 

5. যে যন্ত্রের সাহায্যে শব্দের তীব্রতা মাপা হয়, তার নাম_________________

 

6. 110 ডেবিবেল তীব্রতা লক্ষ করা যায়-_______________ শব্দে।

 

7. 130 ডেসিবেল তীব্রতা লক্ষ করা যায় _______________-এর শব্দে। 

 

৪. শব্দের আওয়াজ থেকে ________________ ব্যবহার করে বাঁচা যায়।

 

9. শব্দদূষণের ফলে সৃষ্ট একটি রোগ হল____________________

 

10. 100 ডেসিবেল তীব্রতাসম্পন্ন শব্দ হল 300 মিটার দূরের________________ -এর।

উত্তর: 1. খিটখিটে. 2. শ্রুতিমধুর. 3. মোটরহর্ন. 4. ডেসিবেল. 5. ডেসিবেল মিটার. 6. কংকূট ভাঙার. 7. সাইরেন. ৪. ইয়ার প্লাগ. 9. অনিন্দ্রা. 10. জেটপ্লেন

 

দু-এককথায় উত্তর দাও:

 

1. শব্দের তীব্রতা মাপার এককের নাম কী?

 

উত্তর : ডেসিবেল (db)

 

2. কত ডেসিবেলের বেশি জোরে শব্দে মানুষ অসুস্থ বোধ করে?

 

উত্তর :  65 ডেসিবেল।

 

3. শব্দের তীব্রতা মাপার যন্ত্রের নাম কী?

 

উত্তর : ডেসিবেল মিটার।

 

4. স্কুল, হাসপাতালের সামনে কীসের বোর্ড লাগানো থাকে?

 

 উত্তর : সাইলেন্স বোর্ড।

 

5. উচ্চস্বরে গানবাজানোর শব্দের তীব্রতা কত?

 

উত্তর :  90 ডেসিবেল।

 

6. 130 ডেসিবেল তীব্রতার শব্দ কীসের হয়?

 

উত্তব় : সাইরেন-এর।

 

7. 300 মিটার দূরের জেটপ্লেনে শব্দের তীব্রতা কত?

 

উত্তব় : 100 ডেসিবেল।

 

৪. শহরে শব্দদূষণের প্রধান উৎস কী?

 

উত্তব় : যানবাহন।

 

9. শব্দরোধ করার জন্য দেয়ালে কী ব্যবহার করা হয়?

 

উত্তব় : সাইলেন্সার।

 

10. শব্দের আওয়াজ থেকে বাঁচার জন্য কানে কী ব্যবহার করা হয়?

 

উত্তব় : কানে তুলো দেওয়া হয় বা ইয়ার প্লাগ-এর ব্যবহার করা হয়।

 

11. সাধারণ কথাবার্তার ক্ষেত্রে শব্দের তীব্রতা কত?

 

উত্তব় : জন 65 ডেসিবেল।

 

12. লাউড স্পিকারের শব্দের তীব্রতা কত?

 

উত্তব় : ডের ৪০ ডেসিবেল।

 

13. কলকারখানায় শব্দের তীব্রতা কত থাকে?

 

উত্তব় : টিত্তর 110 ডেসিবেল।

 

14. শব্দদূষণ থেকে মানবদেহে সৃষ্ট একটি রোগের নাম লেখো।

 

উত্তব় : স্নায়ুর দুর্বলতা।

 

15. যন্ত্রপাতি তেল দিয়ে সচল রাখা উচিত কেন?

 

উত্তব় : যাতে বেশি শব্দ না-হয়।

 

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 

1. শব্দদূষণের ফলে সৃষ্ট চারটি রোগের নাম লেখো।

 

উত্তব় : শব্দদূষণের ফলে সৃষ্ট চারটি রোগ হল- মাথার যন্ত্রণা, (2) বধিরতা বা কম শুনতে পাওয়া, (3) অনিদ্রা বা ঘুম না-হাওয়া এবং উচ্চরক্তচাপ।

 

2. শ্রুতিমধুর শব্দের মাত্রা কত হওয়া দরকার?

 

উত্তব় : সাধারণত যে সকল শব্দের মাত্রা 65 ডেসিবেলের কম, যা মানুষের ও অন্যান্য প্রাণীর শারীরিক ও মানসিক অসুবিধা করে না, শ্রুতিমধুর হয়। অর্থাৎ, 65 ডেসিবেলের কম শব্দ সর্বদা শ্রুতিমধুর হয়।

 

3. 'সাইলেন্স বোর্ড' (Silence board) কী?

 

উত্তব় : স্কুল, হাসপাতাল বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে হর্ন বাজানো আইনত নিষিদ্ধ, এই বিষয়ে সতর্কীকরণের উদ্দেশ্যে নির্দিষ্ট চিহ্নযুক্ত যে বোর্ড লাগানো থাকে, তাকে 'সাইলেন্স বোর্ড' বলে।

 

4. শব্দদূষণ বিষয়ে সরকারি স্তরে কঠোর আইন হওয়া প্রয়োজন কেন?

 

উত্তব় : শব্দদূষণ যেহেতু ব্যক্তি, সমাজ ও দেশের ক্ষতি করে, তাই এই দূষণ প্রতিরোধে সরকারি স্তরে কঠোর আইন হওয়া দরকার।

 

5. শব্দদূষণ বলতে কী বোঝো?

 

উত্তব় : যখন শব্দ মানুষের কাছে বেদনাদায়ক, বিরক্তিকর হয়ে ওঠে, তখন তাকে শব্দদূষণ বলে। যেমন-যানবাহনের হর্নের আওয়াজ, কলকারখানার যন্ত্রপাতি ও সাইরেনের আওয়াজ, উচ্চস্বরে মাইক বাজানোর আওয়াজ ইত্যাদি।

 

6. শব্দদূষণের ফলে কী হয়?

 

উত্তব় :শব্দদূষণের ফলে শোনার ক্ষমতা ধীরে ধীরে কমে যেতে পারে। এছাড়াও হৃৎপিন্ডের রোগ, স্নায়ুর দুর্বলতা, অনিদ্রা, উচ্চ রক্তচাপ, কাজে ভুল, ক্লান্তি প্রভৃতি নানা রোগ হতে পারে।

 

    👉Paid Answer (For Membership User)

Editing By- Lipi Medhi