অধ্যায় ১০

 জীববৈচিত্র্য ও তার শ্রেণিবিভাগ

----- -- - --- ----- - -- ------ -- - ------- -- - -----

একটি বাক্যে উত্তর দাও

1.একই বৈশিষ্ট্যযুক্ত জীবসমূহকে এককথায় কী বলা হয়?

উত্তরঃ প্রজাতি।


2.কোন্ বিজ্ঞানী সর্বপ্রথম জীবের দ্বিপদ নামকরণ প্রচলন করেন?

উত্তরঃ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস।


3. 'জীববৈচিত্র্য' কথাটি কোন্ বিজ্ঞানী সর্বপ্রথম প্রণয়ন করেন?

উত্তরঃ বিজ্ঞানী ডব্লিউ জি রোসেন।


4 আমের বিজ্ঞানসম্মত নাম কী?

উত্তরঃ ম্যাঙ্গিফেরা ইন্ডিকা।


5 .ম্যালেরিয়া রোগের জন্য দায়ী পরজীবীটি কোন্ রাজ্যভুক্ত?

উত্তরঃ প্রোটিস্টা।


6.কোন পর্বভুক্ত প্রাণীদের মুখছিদ্র ও পায়ুছিদ্র একটি?

উত্তরঃ নিডারিয়া (হাইড্রা, জেলিফিশ)।


7. একটি বীরুৎজাতীয় উদ্ভিদের উদাহরণ দাও।

উত্তরঃ ধান গাছ।


8.শ্যাওলা কোন্ উদ্ভিদগোষ্ঠীর অন্তর্ভুক্ত?

উত্তরঃথ্যালোফাইটা।


9. ব্যক্তবীজী উদ্ভিদদেহে কত প্রকার পাতা পরিলক্ষিত হয় ও কী কী?

উত্তরঃ দু-প্রকার, যথা- বাদামি রঙের শল্কপত্র এবং সবুজ রঙের পর্ণপত্র।


10. অ্যানিলিডার গমনাঙ্গ কী?

উত্তরঃ সিটা।


11.মাছি কোন্ পর্বভুক্ত প্রাণী?

উত্তরঃ সন্ধিপদী বা আর্থ্রোপোডা।


12. একটি একাইনোডারমাটা পর্বভুক্ত প্রাণীর বিজ্ঞানসম্মত নাম লেখো।

উত্তরঃ তারামাছ (অ্যাস্টেরিয়াস রুবেন্স)।


13. একটি সমাঙ্গদেহী ব্রায়োফাইটার উদাহরণ দাও।

উত্তরঃ রিকসিয়া।


14. গমনে অক্ষম প্রাণীর উদাহরণ দাও।

উত্তরঃ স্পঞ্জ।


15. ডিম পাড়ে এমন একটি স্তন্যপায়ী প্রাণীর নাম করো।

উত্তরঃ হংসচঞ্চু বা প্লাটিপাস।


16. একটি বহুকোশী ছত্রাকের বিজ্ঞানসম্মত নাম কী?

উত্তরঃ পেনিসিলিয়াম নোটেটাম।


17. সর্ববৃহৎ জলজ স্তন্যপায়ী প্রাণীর উদাহরণ দাও।

উত্তরঃ তিমি।


18. কোন্ পর্বভুক্ত প্রাণীদের সারাদেহ লোমে ঢাকা থাকে?

উত্তরঃ স্তন্যপায়ী বা ম্যামেলিয়া।


19. কানকোবিহীন একটি মাছের নাম লেখো।

উত্তরঃ হাঙর।


20.অক্টোপাস কোন্ পর্বভুক্ত প্রাণী?

উত্তরঃ মোলাস্কা পর্বভুক্ত।


21.শ্যাওলা কোন্ উদ্ভিদগোষ্ঠীর অন্তর্ভুক্ত?

উত্তরঃ থ্যালোফাইটা।


22. 'জলের রেশম' কাকে বলে?

উত্তরঃ স্পাইরোগাইরা নামক শৈবালকে 'জলের রেশম' বলা হয়।

23.সুসনির বিজ্ঞানসম্মত নাম কী?

উত্তরঃ মার্সিলিয়া মিনুটা।


24. বুইমাছ, তারামাছ, টিকটিকি, শালিক।

উত্তরঃ তারামাছ (কারণ, এটি অমেরুদন্ডী, বাকি সবকটিই মেরুদণ্ডী)


দু-একটি বাক্যে উত্তর দাও


1. প্রজাতি বা স্পিসিস কাকে বলে?

উত্তরঃ প্রজাতি বা স্পিসিস হল এমন একটি জীবগোষ্ঠী যা অন্য জীবগোষ্ঠীর থেকে পৃথক এবং সেই জীব থেকে একই বৈশিষ্ট্যযুক্ত জীবের সৃষ্টি হয়।


2. বীরুৎজাতীয় উদ্ভিদ কাকে বলে? উদাহরণ দাও।

উত্তরঃ যেসব উদ্ভিদের কান্ড নরম, কাঠহীন এবং সরস, তাদের বীরুৎজাতীয় উদ্ভিদ বলে।

উদাহরণ: ধান (ওরাইজা স্যাটিভা)।


3.গুল্মজাতীয় উদ্ভিদ কাকে বলে? উদাহরণ দাও।

উত্তরঃ কাষ্ঠল, ক্ষুদ্র গুঁড়িবিশিষ্ট এবং শাখাপ্রশাখাযুক্ত ঝোপের মতো উদ্ভিদকে গুল্ম বলে।

উদাহরণ: জবা, টগর, গন্ধরাজ প্রভৃতি উদ্ভিদ।


4.বৃক্ষ কাকে বলে? উদাহরণ দাও।

উত্তরঃ দীর্ঘ, কাষ্ঠল এবং স্তম্ভের মতো গুঁড়িযুক্ত উদ্ভিদকে বৃক্ষ বলে।


5. ফিতাকৃমি ও গোলকৃমির পর্ব ও বিজ্ঞানসম্মত নাম কী? 

উত্তরঃ  ফিতাকৃমি ও গোলকৃমির পর্ব ও বিজ্ঞানসম্মত নাম হল-

i. ফিতাকৃমি পর্ব → প্ল্যাটিহেলমিনথিস টিনিয়া সোলিয়াম।

ii. গোলকৃমি →  পর্ব- অ্যাস্কহেলমিনথিস অ্যাসকারিস লুম্বিকয়ডিস।


6. মোলাস্কা ও একাইনোডারমাটা পর্বের একটি করে প্রাণীর উদাহরণ দাও।

উত্তরঃ মোলাস্কা ও একাইনোডারমাটা পর্বের উদাহরণ:

i. মোলাস্কা পর্ব-আপেল শামুক (পাইলা গ্লোবোসা)

ii. একাইনোডারমাটা পর্ব-তারামাছ (অ্যাসটেরিয়াস রুবেন্স)


7. একটি খাদ্যযোগ্য শৈবাল ও একটি খাদ্যযোগ্য ছত্রাকের নাম লেখো।

উত্তরঃ একটি খাদ্যযোগ্য শৈবাল-ল্যামিনারিয়া, আলভা ইত্যাদি। একটি খাদ্যযোগ্য ছত্রাক (মাশরুম)- অ্যাগারিকাস, মরচেলা ইত্যাদি।


8.গুপ্তবীজী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো।

উত্তরঃ গুপ্তবীজী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য

i.ফলের মধ্যে বীজ লুকোনো অবস্থায় থাকে।

ii. বীজে বীজপত্রের সংখ্যা একটি বা দুটি হয়।

উদাহরণ: মটর (পাইসাম স্যাটিভাম)।


9. মোনেরার দুটি শনাক্তকরণ বৈশিষ্ট্য আলোচনা করো।

উত্তরঃ মোনেরার দুটি শনাক্তকরণ বৈশিষ্ট্য হল-

i. এককোশী, আণুবীক্ষণিক, প্রোক্যারিয়োটিক।

ii. কোশে পর্দাবৃত কোশীয় অঙ্গাণু থাকে না।

 উদাহরণ: ভিব্রিয়ো কলেরি।


10. গুপ্তবীজী উদ্ভিদ কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের উদাহরণ দাও।

উত্তরঃ গুপ্তবীজী উদ্ভিদ দু-প্রকার, যথা- একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদ।

• একবীজপত্রী উদ্ভিদ-ধান (Oryza sativa)

• দ্বিবীজপত্রী উদ্ভিদ-আম (Mangifera indica)


11. রোহিনী তাকে বলে?

উত্তরঃ যে-সমস্ত কাণ্ড উদ্ভিদের নৱম কান্ড মাটির ওপর সোজাভাবে দাঁড়াতে পারে না, কোনো অবলম্বনের মাধ্যমে ওপরে ওঠে ও বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাকে রোহিণী বলে। উদাহরণ: ঝুমকোলতা (Passiflora sp.) 1


12. ব্রততী কী?

উত্তরঃ যে-সমস্ত উদ্ভিদের দুর্বলকান্ড মাটির ওপর গড়িয়ে  বা, মাটির ওপর বেয়ে চলে, তাদের ব্রততী বলে।

উদাহরণ: আমরুল (Oxalis corniculata)।


13. প্রত্যেক জীবের একটি করে বৈজ্ঞানিক নাম দেওয়ার কারণ কী?

উত্তরঃ বৈজ্ঞানিক নাম সর্বজনীন, অর্থাৎ কোনো জীবের বৈজ্ঞানিক নাম পৃথিবীর যে-কোনো প্রান্তের যে-কোনো ভাষাভাষী মানুষের কাছেই একই নাম ও বর্ণনায় স্বীকৃত। তাই প্রতিটি জীবের স্বতন্ত্র বৈজ্ঞানিক নামের প্রয়োজন আছে।


14. দুটি ব্যক্তবীজী উদ্ভিদের নাম লেখো।

উত্তরঃ দুটি ব্যক্তবীজী উদ্ভিদ হল পাইনাস, সাইকাস।


15. ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে যে-অণুজীব তাদের জীবজগতের কোন্ রাজ্যে রাখা হয়?

উত্তরঃ ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে প্রোটিস্টা রাজ্যভুক্ত অণুজীব।


বন্ধনীর ভিতর থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো।


I. ছোলা হল একটি______________(সপুষ্পক/অপুষ্পক) উদ্ভিদ।

উত্তৰ: সপুষ্পক


ii. ধানের খোসাটি ছাড়ালে___________ (1টি/2টি) বীজপত্র দেখা যায়।

উত্তৰ: 1টি


iii.মটরের খোসাটি ছাড়ালে_____________ (1টি/২টি) বীজপত্র দেখা যায়।

উত্তৰ: 2টি


iv. পাতায় জালের মতো শিরা হলে সেটি ________________(একবীজপত্রী/দ্বিবীজপত্রী)

উত্তৰ: দ্বিবীজপত্রী


v.পাতায় মাঝশিরার দুদিকে সমান্তরালভাবে শিরা থাকলে সেটি ______________(একবীজপত্রী/দ্বিবীজপত্রী) । 

উত্তৰ: একবীজপত্রী


vi.কলাগাছ একটি___________ (একবীজপত্রী/দ্বিবীজপত্রী) উদ্ভিদ।

উত্তৰ: একবীজপত্রী


vii. অশ্বত্থ গাছ একটি ___________(একবীজপত্রী/দ্বিবীজপত্রী) উদ্ভিদ।

উত্তৰ: দ্বিবীজপত্রী


viii. বীজ ফলের মধ্যে থাকলে সেটি _______________(ব্যক্তবীজী /গুপ্তবীজী )উদ্ভিদ।

উত্তৰ: গুপ্তবীজী


ix. বীজ যদি ফলের মধ্যে না-থাকে তখন সেটি_________________ (ব্যক্তবীজী/গুপ্তবীজী) উদ্ভিদ।

উত্তৰ: ব্যক্তবীজী


X. আম একটি____________ (ব্যক্তবীজী/গুপ্তবীজী) উদ্ভিদ।

উত্তৰ: গুপ্তবীজী

xi.পাইন একটি____________ (ব্যক্তবীজী/গুপ্তবীজী) উদ্ভিদ।

উত্তৰ:  ব্যক্তবীজী


xii.____________(মস/ফার্ন)-দের পাতা কচি অবস্থায় কুকুরের সোজা ল্যাজের মতো হয়।

উত্তৰ: ফার্ন


Xiii. ___________দের (শ্যাওলা/মস/ফার্ন) দেহে মূল, কাণ্ড, পাতা থাকে না।

উত্তৰ: শ্যাওলা


xiv. স্পাইরোগাইরা বা জলরেশম________________ (শ্যাওলা/একটি মস/ফার্ন)।

উত্তৰ: শ্যাওলা


XY. ঢেঁকিশাক একটি _________________(শ্যাওলা/মস/ফার্ন)।

উত্তৰ: ফার্ন


 👉Paid Answer (For Membership User)

👉Download Books PDF

Editing By- Lipi Medhi