Class 7 Environment (WBBSE)

 Lesson 1.2

আলো


A. সংক্ষিপ্ত  প্রশ্নোত্তরঃ

1. আলোক উৎস কাকে বলে? এটি কয়প্রকার ও কী কী ?

2. সংজ্ঞাসহ লেখো: (i) স্বচ্ছ মাধ্যম (ii) অস্বচ্ছ মাধ্যম (iii) ঈষৎ স্বচ্ছ মাধ্যম

3. অপসারী আলোক রশ্মিগুচ্ছ বলতে কী বোঝো?


4. অভিসারী আলোকরশ্মিগুচ্ছ বলতে কী বোঝো?

5. সমসত্ত্ব মাধ্যম কাকে বলে?

6. অসমসত্ত্ব মাধ্যম কাকে বলে?

7. আলোকীয় মাধ্যম বলতে কী বোঝায়?


অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর


A. সঠিক উত্তরটি নির্বাচন করোঃ

1. টর্চের বালব থেকে নির্গত আলোকরশ্মি হল-


(a) সমান্তরাল

(b) অপসারী

(c) অভিসারী

(d) প্রতিফলিত।


উত্তরঃ (b) অপসারী

2. আলো গমন করে-


(a) বক্ররেখায়

(b) সরলরেখায়

(c) যেকোনো রেখায়

(d) কোনোটিই নয়।


উত্তরঃ (b) সরলরেখায়

3. ঘষাকাচ হল-


(a) স্বচ্ছমাধ্যম

(b) অস্বচ্ছ মাধ্যম

(c) ঈষৎস্বচ্ছ মাধ্যম

(d) কোনোটি নয়।


উত্তরঃ (c) ঈষৎস্বচ্ছ মাধ্যম


4. এই রশ্মিগুচ্ছ হল-


(a) অভিসারী

(b) অপসারী

(c) সমান্তরাল

(d) কোনোটিই নয়


উত্তরঃ (b) অপসারী


5. আলোর জন্য বায়ু হল-


(a) স্বচ্ছ মাধ্যম

(b) অস্বচ্ছমাধ্যম

(c) ঈষৎস্বচ্ছ মাধ্যম

(d) কোনোটিই নয়


উত্তরঃ (a) স্বচ্ছ মাধ্যম


6. কুয়াশা হল


(a) স্বচ্ছ মাধ্যম

(b) ঈষৎ স্বচ্ছ মাধ্যম

(c) অস্বচ্ছ মাধ্যম

(d) কোনোটিই নয়


উত্তরঃ (b) ঈষৎ স্বচ্ছ মাধ্যম


7. অপসারী আলোকরশ্মি গুচ্ছ-


(a) আঁকাবাঁকা পথে ছড়িয়ে পড়ে

(b) সরলরেখায় বিভিন্ন দিকে ছড়িয়ে

পড়ে

(c) সমান্তরাল ভাবে এগিয়ে চলে

(d) একটি নির্দিষ্টবিন্দু অভিমুখী হয়


উত্তরঃ (b) সরলরেখায় বিভিন্ন দিকে ছড়ি
য়ে পড়ে


৪. কোল্টিন্ট অস্বচ্ছ মাধ্যমের উদাহরণ-


(a) জল

(b) লোহা

(c) কুয়াশা

(d) বায়ু


উত্তরঃ (b) লোহা


9. অপ্রভবস্তু নয়-


(a) ইট

(b) কাঠ

(c) জোনাকি

(d) লোহা


উত্তরঃ (c) জোনাকি


10. একটি স্বপ্রভবস্তু হল-


(a) আয়না

(b) সূর্য

(c) চাঁদ

(d) বই


উত্তরঃ (b) সূর্য


11. মাখন লাগানো একটি কাগজ কোন্ মাধ্যমরূপে গণ্য হয়-


(a) ঈষৎ স্বচ্ছমাধ্যম

(b) স্বচ্ছমাধ্যম

(c) অস্বচ্ছমাধ্যম

(d) সমসত্ত্ব মাধ্যম


উত্তরঃ (a) ঈষৎ স্বচ্ছমাধ্যম


B. শূন্যস্থান পূরণ করোঃ


1. যে বস্তুর নিজস্ব আলো নেই, তাকে বস্তু বলে


উত্তরঃ অপ্রভবস্তু


2. সূর্য থেকে আসা আলোকরশ্মি গুচ্ছকে  আলোকরশ্মি গুচ্ছ বলা যেতে পারে


উত্তরঃ সমান্তরাল


3. বস্তুগুলো থেকে নিজস্ব আলো নির্গত হয়


উত্তরঃ স্বপ্রভবস্তু


4. আলোকরশ্মিগুচ্ছ ধরনের হয়


উত্তরঃ তিন


5. বিন্দু আলোক উৎসের চেয়ে আকারে বড়ো আলোক উৎসকে বলে।


উত্তরঃ বিস্তৃত উৎস



C. দু - একটি শব্দে বা বাক্যে উত্তর দাওঃ


1. জলের মধ্য দিয়ে কি আলো যেতে পারে?


2. আলোকরশ্মি কাকে বলে?


3. আলোর একটি প্রধানধর্ম লেখো।


4. সোজা পাইপ দিয়ে মোমবাতির শিখার আলো দেখা যায়, কিন্তু বাঁকা পাইপ দিয়ে মোমবাতির শিখা দেখা যায় না - আলোর কোন্ ধর্ম এরজন্য দায়ী?



D. সত্য অথবা মিথ্যা নির্ণয় করোঃ


1. আলো চলাচলের জন্য মাধ্যম অবশ্যই দরকার।


উত্তরঃ সত্য


2. আলো সরলরেখায় চলে।


উত্তরঃ সত্য


3. যে-কোনো শূন্যস্থান হল সম্পূর্ণ স্বচ্ছমাধ্যম।


উত্তরঃ সত্য


4. সমসত্ত্ব মাধ্যমে আলো সবদিকে সমানগতিতে চলে


উত্তরঃ সত্য


5. সূর্য ও পৃথিবীর মধ্যে আলো চলাচল করে অস্বচ্ছ মাধ্যমে


উত্তরঃ মিথ্যা



E. বামস্তম্ভের সাথে ডানস্তম্ভ মেলাও :


বামস্তম্ভ

ডানস্তম্ভ

1) সূর্য থেকে আগত আলোকরশ্মি

(ⅰ) ঈষৎস্বচ্ছ মাধ্যম

2) বিস্তৃত আলোক উৎস

(ii) সমান্তরাল প্রকৃতির

3) ট্রেসিং পেপার

(iii) অপসারী আলোকগুচ্ছ

4) টর্চের আলো

(iv) মোমবাতি



Topic : B: প্রচ্ছায়া ও উপচ্ছায়া

A. সংক্ষিপ্ত প্ৰশ্নোত্তৰঃ

1. ছায়ার সংজ্ঞা দাও। ছায়া কেন সৃষ্টি হয়?


2. প্রচ্ছায়ার সংজ্ঞা দাও:

3. উপচ্ছায়া সংজ্ঞা দাও।

4. ছায়া গঠনের মূল উপাদানগুলি কী কী?

5. একটি বিস্তৃত আলোক উৎস এবং ওই উৎসের সামনে যদি উৎসের চেয়েও বড়ো অস্বচ্ছ বস্তু থাকে তাহলে কীভাবে ছায়া সৃষ্টি হবে তা একটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। চিত্রে প্রচ্ছায়া ও উপচ্ছায়ার অবস্থান সঠিকভাবে চিহ্নিত করো।


6. বিন্দু আলোক উৎসের সামনে বিস্তৃত অস্বচ্ছবস্তু রাখলে কীভাবে ছায়া গঠিত হয় তা উপযুক্ত চিত্রসহ আলোচনা করো।


7. একটি জ্বলন্ত মোমবাতির সামনে একটি ছিদ্রযুক্ত পিচবোর্ডের সামনে হাতের তালু রাখলে তার উলটো দিকের দেয়ালে ছায়ার সৃষ্টি হয়। কখন হাতের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হবে এবং কখন ছায়ার দৈর্ঘ্য হাতের দৈর্ঘ্যের চেয়ে বড়ো হবে?


অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

A. সঠিক উত্তরটি নির্বাচন করো:


1. বিন্দু উৎসের সামনে অবস্থিত অস্বচ্ছবস্তুর ছায়ায়


(a) প্রচ্ছায়া ও উপচ্ছায়া উভয়ই থাকে

(b) প্রচ্ছায়া থাকে, কিন্তু উপচ্ছায়া থাকে না

(c) প্রচ্ছায়া থাকে না, কিন্তু উপচ্ছায়া থাকে

(d) প্রচ্ছায়া এবং উপচ্ছায়া কোনোটাই হবে না


উত্তরঃ (b) প্রচ্ছায়া থাকে, কিন্তু উপচ্ছায়া থাকে না

2. ছায়া পড়ার কারণ-

(a) আলোর বিচ্ছুরণ ধর্ম

(b) আলোর প্রতিফলন ধর্ম

(c) আলোর প্রতিসরণ ধর্ম

(d) আলোর সরলরেখায় চলাচল করার ধর্ম


উত্তরঃ (d) আলোর সরলরেখায় চলাচল করার ধর্ম


3. প্রচ্ছায়াকে ঘিরে থাকা আবছা অন্ধকার অংশটা হল-


(a) ছায়া

(b) উপচ্ছায়া

(c) প্রতিফলন

(d) প্রতিসরণ


উত্তরঃ (b) উপচ্ছায়া

4. বস্তুকে আলোক উৎসের কাছে নিয়ে গেলে ছায়ার আকার-

(a) ছোটো হবে

(b) বড়ো হবে

(c) একই থাকবে

(d) ছায়া গঠিত হবে না


উত্তরঃ (b) বড়ো হবে

5. বিন্দু উৎস থেকে নির্গত আলোকরশ্মি বস্তুর পিছনে কী ধরনের ছায়া গঠিত হয়?


(a) প্রচ্ছায়া

(b) উপচ্ছায়া

(c) ছায়া গঠিত হয় না

(d) আবছা অন্ধকার হয়


উত্তরঃ (a) প্রচ্ছায়া

6. আলোক উৎস বড়ো হলে-


(a) প্রচ্ছায়া

(b) উপচ্ছায়া

(c) প্রচ্ছায়া ও উপচ্ছায়া উভয়ই গঠিত হবে।

(d) কোনোটিই গঠিত হয় না


উত্তরঃ (c) প্রচ্ছায়া ও উপচ্ছায়া উভয়ই গঠিত হবে।

7. ছায়ার আংশিক আলোকিত অঞ্চলকে-


(a) প্রচ্ছায়া বলে

(b) উপচ্ছায়া বলে

(c) আলোকউৎস বলে

(d) ছায়াচ্ছন্ন অংশ বলে।


উত্তরঃ (b) উপচ্ছায়া বলে


B. শূন্যস্থান পূরণ করোঃ


1. আলোক উৎস -------- হলে প্রচ্ছায়া ও উপচ্ছায়া দুটি গঠিত হয়


উত্তরঃ বিস্তৃত


2. প্রচ্ছায়াকে ঘিরে থাকা আবছাঅন্ধকার অংশটি হল --------


উত্তরঃ উপচ্ছায়া


3. বিস্তৃত উৎসের সামনে, বাধাদানকারী বস্তু ও পর্দার দূরত্ব বাড়াতে থাকলে ছায়াটি ক্রমে ------ হবে।


উত্তরঃ বড়ো



C. দু - একটি শব্দে বা বাক্যে উত্তর দাওঃ


1. প্রচ্ছায়া ও উপচ্ছায়ার মধ্যে কোনটি গাঢ়?


2. কোন্ ক্ষেত্রে প্রচ্ছায়া ও উপচ্ছায়া-এই দুটিই উপস্থিত থাকে?


3. বিস্তৃত উৎসের ক্ষেত্রে বস্তুর উপচ্ছায়া গঠিত হওয়ার জন্য আলোর কোন্ ধর্ম বিশেষভাবে দায়ী?



D. সত্য অথবা মিথ্যা নির্ণয় করোঃ


1. উপচ্ছায়া সৃষ্টির জন্য আলোকউৎস বিন্দুর মতো হওয়া দরকার।


উত্তরঃ মিথ্যা


2. বিমান উঁচুতে উড়লে তার ছায়া মাটিতে পড়ে।


উত্তরঃ মিথ্যা



E. বামস্তম্ভ সাথে ডানস্তম্ভ মেলাওঃ 


বামস্তম্ভ

ডানস্তম্ভ

1) বিন্দু আলোক উৎস

(i) আলো

2) বিস্তৃত আলোক উৎস

(ii) প্রচ্ছায়া

3) সরলরৈখিক গতি

(iii) গাঢ়

4) প্রচ্ছায়া অংশটি

(iv) উপচ্ছায়া ও প্রচ্ছায়া


Topic : C: সূচিছিদ্র ক্যামেরা


A. সংক্ষিপ্ত প্রশ্ন:


1. সূচিছিদ্র ক্যামেরার মূলনীতি কী? অথবা, সূচিছিদ্র ক্যামেরার বৈশিষ্ট্য কী?


2. সূচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি যথাসম্ভব ছোটো করা হয় কেন?


3. সূচিছিদ্র ক্যামেরায় উৎপন্ন প্রতিকৃতির বৈশিষ্ট্যগুলি লেখো।


4. সূচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড়ো হলে প্রতিকৃতির কী পরিবর্তন হয়?


অথবা, সূচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি যথাসম্ভব ছোটো করা হয় কেন?


5. দিনেরবেলায় অনেক উঁচু দিয়ে এরোপ্লেন বা পাখি উড়ে গেলে ওদের ছায়া মাটিতে পড়ে না কেন?



অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ


A. সঠিক উত্তরটি নির্বাচন করোঃ


1. সূচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি যদি বড়ো করা হয়, তার প্রতিকৃতির প্রকৃতি-

(a) আরও স্পষ্ট হবে
(b) আরও অস্পষ্ট হবে
(c) পরিবর্তন হবে না
(d) প্রতিকৃতি তৈরি হবে না

উত্তরঃ (b) আরও অস্পষ্ট হবে


2. সূচিছিদ্র ক্যামেরার বাক্সের দৈর্ঘ্য বাড়ালে প্রতিকৃতির আকার-


(a) একই থাকবে

(b) ছোটো হবে

(c) বড়ো হবে

(d) অদৃশ্য হবে


উত্তরঃ (c) বড়ো হবে


3. সূচিছিদ্র ক্যামেরার সাহায্যে দেখা যায়-


(a) ছায়া

(b) প্রতিকৃতি

(c) প্রতিবিম্ব

(d) প্রচ্ছায়া


উত্তরঃ (b) প্রতিকৃতি


4. সূচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড়ো হলে, প্রতিকৃতি-


(a) আরও স্পষ্ট হবে

(b) আরও অস্পষ্ট হবে

(c) কোনো পরিবর্তন হবে না

(d) আরও উজ্জ্বল হবে


উত্তরঃ (b) আরও অস্পষ্ট হবে


5. বড়ো গাছের পাতা ফাঁক দিয়ে সূর্যের আলো প্রবেশ করে মাটিতে গোল গোল অসংখ্য আলোর পটি তৈরি করে যা-


(a) সূর্যের প্রতিকৃতি

(b) গাছের পাতার প্রতিকৃতি

(c) মাটির কণার প্রতিকৃতি

(d) এর কোনোটাই নয়


উত্তরঃ (a) সূর্যের প্রতিকৃতি


6. মোমবাতির শিখাকে সূচিছিদ্রের কাছে আনলে প্রতিকৃতি-

(a) ছোটো হবে

(b) বড়ো হবে

(c) একই থাকবে

(d) অদৃশ্য হবে


উত্তরঃ (b) বড়ো হবে



B. শূন্যস্থান পূরণ করোঃ

1. সূচিছিদ্র ক্যামেরায় ছিদ্র যত ছোটো হবে ------- তত সূক্ষ্ম হবে।


উত্তরঃ প্রতিকৃতি


2. সুচিছিদ্র ক্যামেরায় গঠিত বস্তুর প্রতিকৃতি সব সময় ------- হয়।

উত্তরঃ সমান


3. সূচিছিদ্র ক্যামেরার ছিদ্র যত ছোটো হবে প্রতিকৃতি তত ------- হবে।


উত্তরঃ স্পষ্ট


4. ক্যামেরার দৈর্ঘ্য যত বাড়ানো হবে প্রতিকৃতি তত ------ হবে।


উত্তরঃ বড়ো


5. সূচিছিদ্র ক্যামেরায় বস্তুর ------ গঠিত হয়।


উত্তরঃ প্রতিকৃতি


6.------- প্রতিফলনে আপতিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হলেও প্রতিফলনের পর তারা আর ------ থাকে না।


উত্তরঃ বিক্ষিপ্ত সমান্তরাল



C. দু-একটি শব্দে বা বাক্যে উত্তর দাও:

1. মাটিতে লম্বভাবে পুঁতে রাখা লাঠির ছায়ার দৈর্ঘ্য কখন সবচেয়ে দীর্ঘ হবে?

2. সূচিছিদ্র ক্যামেরায় আলোর কোন্ ধর্মকে কাজে লাগানো হয়েছে?

3. সূচিছিদ্র ক্যামেরার পর্দা কোন্ ধরনের ঈষৎ মাধ্যম দ্বারা তৈরি হয়?


4. আলোর সরলরেখায় গমন হলেও, কোন্ ধরনের বস্তুর প্রতিকৃতি উলটো হবে না?



D. সত্য অথবা মিথ্যা নির্ণয় করোঃ

1. বিমান উঁচুতে উড়লে তার ছায়া মাটিতে পড়ে।


উত্তরঃ মিথ্যা


2. পিন হোল ক্যামেরা প্রতিবিম্ব গঠন করতে পারে না।


উত্তরঃ সত্য

3. জানালা বা ভেন্টিলেটরের ফাঁক দিয়ে সূর্যের আলো প্রবেশ করে ঘরের মেঝেতে বা দেয়ালে সূর্যের উলটো প্রতিকৃতি সৃষ্টি হবে।


উত্তরঃ মিথ্যা

4. সূচীছিদ্র ক্যামেরার সামনে মোমবাতির শিখায় সোজা প্রতিকৃতি সৃষ্টি হবে পিছনের ঘষাকাচে।


উত্তরঃ মিথ্যা

5. উপচ্ছায়া সৃষ্টির জন্য আলোক উৎস বিন্দুর মতো হওয়া দরকার।

উত্তরঃ মিথ্যা


E. বামস্তম্ভের সাথে ডানস্তম্ভ মেলাওঃ

বামস্তম্ভ

ডানস্তম্ভ

1) লাঠির দৈর্ঘ্য বড়ো

(i) সূক্ষ্ম প্রতিকৃতি

2) প্রতিকৃতি

(ii) সূর্যাস্তের সময়

3) ছোটোছিদ্র

(iii) কালো রং

4) বাক্সের দেওয়াল

(iv) উলটো



Topic : C: আলোর প্রতিফলন

A. সংক্ষিপ্ত প্ৰশ্নঃ

1. আলোর প্রতিফলন কাকে বলে?

2. আলোর প্রতিফলনের প্রকারভেদ লেখো।

3. আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখো।

4. নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে উদাহরণসহ লেখো:


5. আলোর প্রতিফলনের জন্য আমরা কী সুবিধা পেতে পারি?


6. চিত্রসহ সংজ্ঞা লেখো: (i) প্রতিফলক (ii) আপতনবিন্দু (iii) আপতিত রশ্মি (iv) প্রতিফলিত রশ্মি (v) অভিলম্ব (vi) আপতন কোণ (vii) প্রতিফলন কোণ।

7. বিক্ষিপ্ত প্রতিফলন কি প্রতিফলনের সূত্র মেনে চলে?

৪. আয়নায় আলো পড়লে আয়না চক্চক্ করে, কিন্তু ঘরের দেয়ালে আলো পড়লে দেয়াল চক্চক্ করে না, কেন?

9. সিনেমার পর্দা অমসৃণ ও সাদা হয় কেন?

10. সমতলদর্পণে আলোকরশ্মি প্রতিফলনের পর দেখা গেল প্রতিফলিত রশ্মি দর্পণের সঙ্গে 30° কোণ উৎপন্ন করে আলোকরশ্মির আপতনকোণের মান কত? অথবা, একটি আলোকরশ্মির প্রতিফলিত কোণ 30°, আপতিত রশ্মির সঙ্গে দর্পণের কোণ কত?

11. একটি আলোকরশ্মি একটি সমতল দর্পণের ওপর দর্পণের তলের সঙ্গে 40° কোণে আপতিত হল। আপতন কোণ ও প্রতিফলন কোণ কত? আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ কত?


অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

A. সঠিক উত্তরটি নির্বাচন করোঃ

1. বিক্ষিপ্ত প্রতিফলন হল –


(a) আয়নার প্রতিফলন

(b) সিনেমার পর্দায় প্রতিফলন

(c) মসৃণ মাটিতে প্রতিফলন

(d) কোনোটিই নয়।


উত্তরঃ (b) সিনেমার পর্দায় প্রতিফলন

2. কোনো আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে আগের পথেই প্রতিফলিত হলে প্রতিফলনকোণ-

(a) 90°

(b) 45°

(c) 60°

(d)


উত্তরঃ (a) 90°


3. আপতনকোণ 60° হলে আপতন ও প্রতিফলন কোণের সমষ্টি হবে-


(a) 60°.

(b) 120°

(c) 180°

(d) 90°


উত্তরঃ (b) 120°


4. নিয়মিত প্রতিফলন ঘটে-


(a) সিনেমার পর্দায়

(b) আয়নায়

(c) দেয়ালে

(d) অ্যাসবেস্টসে।


উত্তরঃ (b) আয়নায়


5. প্রতিফলিত আলোকরশ্মি প্রতিফলকের সঙ্গে 10° কোণ উৎপন্ন করলে আপতন কোণের মান হবে


(a) 100°

(b) 180°

(c) 10°

(d) 70°


উত্তরঃ (c) 10°


6. আপতনকোণের মান 45° হলে, প্রতিফলন কোণের মান হবে-


(a) 60°

(b) 45°

(c) 30°

(d) 90°


উত্তরঃ (b) 45°


7. প্রতিফলনকোণ x° হলে আপতন কোণ হবে-


(a) 30°

(b) 60°

(c) x°

(d) 90°


উত্তরঃ (c) x°


৪. সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে-


(a) 90°

(b) 180°

(c) 45°

(d)


উত্তরঃ (a) 90°



B. শূন্যস্থান পূরণ করোঃ


1. আলোর প্রতিফলনে ------------ কোণ ও --------- কোণ সমান হয়


উত্তরঃ আপতন, প্রতিফলন


2. নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রেই প্রতিটি আলোকরশ্মি ------ দুটি সূত্র মেনে চলে।


উত্তরঃ প্রতিফলনের


3. সমতলদর্পণে রশ্মি লম্বভাবে পড়লে প্রতিফলন কোণের মান হবে -------


উত্তরঃ


4. সিনেমার পর্দা সাদা ও ------ হয়।


উত্তরঃ অমসৃণ


5 ------. প্রতিফলনের ফলে প্রতিবিম্ব গঠিত হয়।


উত্তরঃ নিয়মিত


6. আপতিত রশ্মি, প্রতিফলিতরশ্মি ও প্রতিফলকের উপর ------- আঁকা অভিলম্ব একই সমতলে থাকে।


উত্তরঃ আপতনবিন্দুতে



C. দু - একটি শব্দে বা বাক্যে উত্তর দাওঃ


1. কোনো আলোকরশ্মি প্রতিফলকের উপর লম্বভাবে আপতিত হলে প্রতিফলনকোণের মান কত?


2. প্রতিফলিত রশ্মিগুচ্ছের গতি প্রকৃতির ধরণ কীসের ওপর নির্ভর করে?


3. কোন্ ধরনের প্রতিফলনের জন্য আমরা বিভিন্নবস্তুকে দেখতে পাই?


4. কী ধরনের প্রতিফলকের ক্ষেত্রে বিক্ষিপ্ত প্রতিফলন হয়?


5. পেরিস্কোপ যন্ত্রের দুটি সমতলদর্পণ কত কোণ করে অবস্থান করে?


6. আলোর প্রতিফলনের ক্ষেত্রে যে বিন্দুতে আপতিতরশ্মি, প্রতিফলিতরশ্মি ও অভিলম্বের সংযোগ হয়, তাকে কী বলে?


7. কোন্ ধরনের প্রতিফলনের জন্য আমরা বই পড়তে পারি?


৪. সিনেমার পর্দায় কোন ধরনের প্রতিফলন হয়?



D. সত্য অথবা মিথ্যা নির্ণয় করোঃ


1. বইয়ের পাতায় আলোর প্রতিফলন হল বিক্ষিপ্ত প্রতিফলন।


উত্তরঃ সত্য


2. আপতন কোণ ও প্রতিফলন কোণের সর্বদা দ্বিগুণ হয়।


উত্তরঃ মিথ্যা


3. বক্রতলে আপতিত রশ্মিগুচ্ছ প্রতিফলনের সূত্র মেনে চলে না।


উত্তরঃ মিথ্যা

4. আপতন কোণ ০° হলে প্রতিফলন কোণ ০º হবে।


উত্তরঃ সত্য



E. বামস্তম্ভের সাথে ডানস্তম্ভ মেলাওঃ


বামস্তম্ভ

ডানস্তম্ভ 

1. বিক্ষিপ্ত প্ৰতিফলন হয় 

(i) প্রতিফলন হয়

2. সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আলোর

(ii) আপতন বিন্দু

3. অভিলম্ব সংযোগ 

(iii) প্রতিবিম্ব গঠন

4. নিয়মিত প্রতিফলন

(iv) বইয়ের পাতা


বামস্তম্ভ

ডানস্তম্ভ

1. পেরিস্কোপ

(i) অপসারী রশ্মিগুচ্ছ

2. আয়না

(ii) 45º

3. আপতিত ও প্রতিফলিত উভয়েই লম্ব

(iii) সমান্তরাল

4. সূর্য থেকে আসা আলোকরশ্মি

(iv) দুবার প্রতিফলন


Topic : E: আলোর প্রতিসরণ

A. সংক্ষিপ্ত প্রশ্ন:


1. আলোর প্রতিসরণ কাকে বলে?

2. আলোর প্রতিসরণের কারণগুলি কী?


3. পরম প্রতিসরাঙ্ক কাকে বলে?


4. লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে আলোকরশ্মির প্রতিসরণ একটি চিত্রের সাহায্যে দেখাও: চিত্রে আপতিতরশ্মি, প্রতিসৃতরশ্মি আপতনকোণ ও প্রতিসরণকোণ, অভিলম্ব চিহ্নিত করো।

5. অন্ধকার ঘরে টর্চ জ্বালালে দেয়ালের যেখানে আলো পড়ে, ওই আলোক পথে স্বচ্ছ প্লাস্টিকের বোতলে এক বোতল জল রাখলে দেওয়ালের অন্য জায়গায় আলো পড়ে? কেন এরকম হয় তা লেখো।


6. প্রতিসরণজনিত একটি প্রাকৃতিক ঘটনার ব্যাখ্যা দাও:



অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

A. সঠিক উত্তরটি নির্বাচন করোঃ

1. ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে আলোকরশ্মিগুচ্ছ প্রবেশের সময়


(a) অভিলম্ব থেকে দূরে সরে যায়

(b) অভিলম্বের কাছে সরে আসে

(c) অভিলম্বের ওপর দিয়ে যায়

(d) প্রতিফলিত হয়


উত্তরঃ (a) অভিলম্ব থেকে দূরে সরে যায়

2. লঘুমাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসৃত হলে প্রতিসরণ কোণ (r) ও আপতন কোণ (i) এর মধ্যে সম্পর্ক হয়-


(a) i>r

(b) r> i

(c) i = r

(d) i≥r


উত্তরঃ (a) i>r


3. আলোকরশ্মি ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে গেলে-


(a) প্রতিসরণ কোণ = আপতন কোণ

(b) আপতনকোণ = প্রতিফলন কোণ

(c) আপতন কোণ < প্রতিসরণ কোণ

(d) আপতন কোণ > প্রতিসরণ কোণ


উত্তরঃ (c) আপতন কোণ < প্রতিসরণ কোণ



B. শূন্যস্থান পূরণ করোঃ


1. জল ও বায়ুর মধ্যে লঘুতর মাধ্যম হল


উত্তরঃ বায়ু


2. দুটি আলাদা ঘনত্বের মাধ্যমের সংযোগস্থলে যে তল তাকেই দুই মাধ্যমের          বলে।


উত্তরঃ বিভেদতল


3. নক্ষত্রদের ঝিকিমিকি করা জনিত প্রাকৃতিক ঘটনা


উত্তরঃ প্রতিসরণের



C. দু - একটি শব্দে বা বাক্যে উত্তর দাওঃ


1. আলোর প্রতিসরণের ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় এমন একটি ঘটনা লেখো।


2. কোন্ শর্তে আপতন কোণ ও প্রতিসরণ কোণ সমান?


3. কোনো আলোক রশ্মি জল থেকে কাচে প্রতিসৃত হলে, আপতনকোণের মান প্রতিসরণ কোণের মানের চেয়ে কম না বেশি হবে?


4. একটি আলোকরশ্মির আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণ বেশি হলে সেটি কোন্ মাধ্যম থেকে কোন্ মাধ্যমে যাবে?



D. সত্য অথবা মিথ্যা নির্ণয় করোঃ


1. ঘনমাধ্যম থেকে লঘুমাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসৃত রশ্মি অভিলম্বের কাছে চলে আসে।


উত্তরঃ মিথ্যা


2. জলের মধ্যে কোনো লাঠি প্রবেশ করালে তার নিমজ্জিত অংশ বাঁকা মনে হয় আলোর প্রতিফলনের জন্য।


উত্তরঃ মিথ্যা


3. প্রতিসরণের কারণ হল সংশ্লিষ্ট মাধ্যম দুটিতে গতিবেগের ভিন্নতা।


উত্তরঃ সত্য



E. বামস্তম্ভের সাথে ডানস্তম্ভ মেলাওঃ


বামস্তম্ভডানস্তম্ভ

1. আলোর গতিপথ পরিবর্তিত হয়

(i) প্রতিসরাঙ্ক বেশি

2. লাল রঙের তুলনায় বেগুনি বর্ণের আলোয়

(ii) প্রতিসরণের সময়

3. লঘুতর থেকে ঘনতর মাধ্যমে প্রতিসরণ

(iii) >1 হয়

4. পরম প্রতিসরাঙ্ক

(iv) i>r


Topic : F: প্রতিবিম্ব

A. সংক্ষিপ্ত প্ৰশ্নঃ

1. প্রতিবিম্ব কাকে বলে? এটি কয়প্রকার ও কী কী? উদাহরণ দাও।

2. আয়নায় মুখ দেখা যায়, কিন্তু দেয়ালে দেখা যায় না কেন?

3. আয়নায় গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলি লেখো:

অথবা, সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো।

4. একটি কাচের গ্লাসের মধ্যে একটি পেন বা কাঠি রাখো। এবার গ্লাসে জল ঢালো, কী কী পরিবর্তন ঘটেছে তার ব্যাখ্যা দাও:


5. ধরা যাক, একটি ডোবায় স্বচ্ছজল আছে। ডোবায় তলদেশের কাছাকাছি একটা ছোটো মাছ স্থির হয়ে ভেসে আছে। পাড় থেকে এক ব্যক্তি তার বন্দুক দিয়ে মাছটিকে যতবার গুলি করছে, ততবারই ফসকে যাচ্ছে- কারণ ব্যাখ্যা করো।

6. সমতলদর্পণ থেকে কেনো বস্তুর দূরত্ব 25cm হলে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব কত?

7. তুমি আয়নার দিকে, 1.5 মিটার এগোলে। তোমার ও তোমার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত মিটার বৃদ্ধি বা হ্রাস পেল?

৪. পার্শ্বীয় পরিবর্তন কাকে বলে? পার্শ্বীয় পরিবর্তন কেন ঘটে?

9. অ্যাম্বুলেন্সের সামনে AMBULANCE শব্দটি উলটো করে লেখা থাকে কেন?



অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

A. সঠিক উত্তরটি নির্বাচন করোঃ

1. প্রতিবিম্ব গঠিত হয় আলোর -


(a) প্রতিফলনের জন্য

(b) প্রতিসরণের জন্য

(c) বিচ্ছুরণের জন্য

(d) প্রতিফলন ও প্রতিসরণ উভয়ের জন্য


উত্তরঃ (d) প্রতিফলন ও প্রতিসরণ উভয়ের জন্য

2. কোন্ Letter টি প্রতিফলনে পার্শ্বীয় পরিবর্তন হবে –

(a) A

(b) M

(c) D

(d) T


উত্তরঃ (c) D


3. আয়নার বস্তুর - পরিবর্তন হয়।


(a) পার্শ্বীয়

(b) আকার

(c) রং

(d) দৈর্ঘ্য


উত্তরঃ (a) পার্শ্বীয়


4. আয়নায় প্রতিবিম্ব গঠিত হয় আলোর -


(a) প্রতিফলনের জন্য

(b) প্রতিসরণের জন্য

(c) বিচ্ছুরণের জন্য

(d) বিকিরণের জন্য


উত্তরঃ (a) প্রতিফলনের জন্য


5. নীচের কোন শব্দটিকে সমতল আয়নার সামনে ধরলে, আয়নাতে যা পড়া যাবে তাও একটি অর্থযুক্ত শব্দ হবে?


(a) HIM

(b) TOM

(C) AM

(d) YO-YO


উত্তরঃ (C) AM


6. আয়নার থেকে 1.5 মিটার দূরে দাঁড়ানো একটি বালকের উচ্চতা 1.65 মিটার। বালকটির কাছে তার গঠিত প্রতিবিম্বের উচ্চতা হবে-


(a) 1.5 m

(b) 1.65 m

(c) 3.0 m

(d) 2.65 m


উত্তরঃ (b) 1.65 m


7. 6 ফুট লম্বা একজন মানুষ আয়নার সামনে দাঁড়ালে তাঁর প্রতিবিম্বের মাপ হবে-


(a) 7 ফুট

(b) 12 ফুট

(c) 6 ফুট

(d) 3 ফুট।


উত্তরঃ (c) 6 ফুট


8. AMBULANCE শব্দটির মধ্যে পার্শ্বীয় পরিবর্তন হয় না-


(a) `A-এর

(b) M-এর

(c) U-এর

(d) ABC সবকটির


উত্তরঃ (d) ABC সবকটির


9. একটি বস্তুকে আয়নার দিকে 5 মিটার এগিয়ে আনলে বস্তুও প্রতিবিম্বের মধ্যকার দূরত্ব কত মিটার কমে যায়?


(a) 5 মিটার

(b) 10 মিটার

(c) 15 মিটার

(d) 20 মিটার


উত্তরঃ (b) 10 মিটার


10. জলভরতি বালতির ওপর থেকে দেখলে বালতির তল ওপরে উঠে এসেছে মনে হয়। এটি ঘটে জন্য


(a) প্রতিফলনের

(b) প্রতিসরণের

(c) বিচ্ছুরণের উভয়ের জন্য

(d) প্রতিফলন ও প্রতিসরণ

উত্তরঃ (b) প্রতিসরণের



B. শূন্যস্থান পূরণ করোঃ


1. শূন্যমাধ্যমে আলোর গতিবেগ ------- মিটার/ সেকেন্ড


উত্তরঃ (3x10)8


2. আয়নার সামনে সমশীর্ষ ও ---------- প্রতিবিম্ব গঠিত হয়।


উত্তরঃ সমদৈর্ঘ্য


3. তুমি স্থির হয়ে দাঁড়িয়ে আছ। তোমার কাছ থেকে কোনো আয়নাকে 1.5 m দূরে সরিয়ে নেওয়া হল। তোমার প্রতিবিম্ব তোমার কাছ থেকে -------- m দূরে সরে যাবে।


উত্তরঃ 3m


4. বস্তু থেকে আয়না ও আয়না থেকে প্রতিবিম্বের ---------দূরত্ব


উত্তরঃ সমান


5. সমতলদর্পণে বস্তুর প্রতিবিম্বের ------- ঘটে


উত্তরঃ পার্শ্ব


6. জলের মধ্যে অর্ধ্ব নিমজ্জিত বস্তুকে বাঁকা দেখায় -------- জন্য।


উত্তরঃ প্রতিসরণের


7. দর্পণ থেকে বস্তুর দূরত্ব 10 cm হলে, বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব হবে --------


উত্তরঃ 20cm



C. দু - একটি শব্দে বা বাক্যে উত্তর দাওঃ


1. আলোর প্রতিসরণের ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় এমন একটি ঘটনা লেখো।


2. আয়নায় P,A,C,O,M,T,S অক্ষরগুলির মধ্যে কোনগুলির প্রতিবিম্বে পার্শ্বীয় পরিবর্তন ঘটবেনা?


3. আয়নায় একটা ঘড়িতে 6 টা বাজলে প্রকৃতপক্ষে কটা বাজচ্ছে?


4. আয়নাতে ঘড়িতে দেখে মনে হল 9 টা বাজে। প্রকৃতপক্ষে সময় কত?



D. সত্য অথবা মিথ্যা নির্ণয় করো :


1. আলোর বিক্ষিপ্ত প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়।


উত্তরঃ মিথ্যা


2. ঘনমাধ্যম থেকে লঘুমাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসৃতরশ্মি অভিলম্বের কাছে চলে আসে।


উত্তরঃ মিথ্যা


3. দর্পণ থেকে বস্তুর দূরত্ব = দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব।


উত্তরঃ সত্য


4. বায়ু ও জলের মধ্যে বায়ু লঘুতর মাধ্যম।


উত্তরঃ সত্য



E. বামস্তম্ভের সাথে ডানস্তম্ভ মেলাওঃ


বামস্তম্ভ

ডানস্তম্ভ

1. পর্দায় ধরা যায় না

(i) সমশীর্ষ ও সমান

2. B-এর অক্ষরটির

(ii) পার্শ্বীয় পরিবর্তন হয় না।

3. সমতলদর্পণে প্রতিবিম্বের

(iii) পার্শ্বীয় পরিবর্তন হয়।

4. আয়নার প্রতিবিম্বের গঠন

(iv) অসদ্বিম্ব


Topic : G: বর্ণালি

A. সংক্ষিপ্ত প্ৰশ্নঃ

1. আলোর বিচ্ছুরণ কাকে বলে?


2. বিচ্ছুরণের কারণগুলি লেখো।


3. আলোর বিচ্ছুরণে সূর্যের আলো কতগুলি রঙের আলোতে আলাদা হয়ে যায়? ঘনক ও প্রিজমের মধ্যে কোন বস্তুটি আলোর বিচ্ছুরণে ব্যবহার করা হয়?


4. বর্ণালি কাকে বলে?


5. বর্ণালি কয়প্রকার ও কী কী?

6. রামধনু কী? বৃষ্টির পর বিকালের আকাশে রামধনু দেখা যায় কেন?


7. সাদা আলো ও নীল আলোয় আলোকিত ঘরে লাল ফুল কেমন দেখাবে এবং কেন? অনুরূপ প্রশ্নঃ লাল আলোতে সবুজ পাতা রাখলে তা কালো দেখায় কেন?



A. সঠিক উত্তরটি নির্বাচন করো:


1. সূর্যের আলো -


(a) পাঁচটি

(b) ছয়টি

(c) সাতটি

(d) আটটি রং এর আলোর সমষ্টি


উত্তরঃ (c) সাতটি

2. আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলোর-


(a) প্রতিফলনের

(b) বিচ্ছুরণের

(c) প্রতিসরণের

(d) প্রতিবিম্ব গঠনের প্রাকৃতিক ঘটনা মাত্র


উত্তরঃ (b) বিচ্ছুরণের


3. বর্ণালি সৃষ্টি হয় আলোর -


(a) প্রতিফলনের ধর্মের জন্য

(b) প্রতিসরণের ধর্মের জন্য

(c) বিচ্ছুরণের ধর্মের জন্য

(d) বিকিরণের জন্য


উত্তরঃ (c) বিচ্ছুরণের ধর্মের জন্য


4. রংধনুর শেষ প্রান্তদুটির বর্ণ হল-


(a) লাল ও কমলা

(b) লাল ও বেগুনি

(c) নীল ও বেগুনি

(d) লাল ও নীল।


উত্তরঃ (b) লাল ও বেগুনি

5. সাদা আলো যে বর্ণালি উৎপন্ন করে তার মধ্যবর্ণ হল-


(a) সবুজ

(b) বেগুনি

(c) হলুদ

(d) লাল


উত্তরঃ (a) সবুজ


6. রংধনু সৃষ্টির কারণ আলোর -


(a) নিয়মিত প্রতিফলন

(b) বিক্ষিপ্ত প্রতিফলন

(c) প্রতিসরণ

(d) বিচ্ছুরণ


উত্তরঃ (d) বিচ্ছুরণ



B. শূন্যস্থান পূরণ করো :


1. একটি প্রাকৃতিক বিচ্ছুরণের উদাহরণ দাও ---------


উত্তরঃ রংধনু


2. সাতটা বর্ণে আলাদা হওয়া আলোর পটিকে একসঙ্গে বলে ---------


উত্তরঃ বর্ণালি


3. যেহেতু সূর্যের আলো অনেকগুলো আলাদা রঙের সমষ্টি, তাই একে ---------- আলো বলে।


উত্তরঃ য়ৌগিক


4. সূর্যের আলোক বর্ণালির প্রান্তিক রং দুটি হল ---------- ও—------------।


উত্তরঃ বেগুনি ও লাল


5. 1666 খ্রি. বিজ্ঞানী -------- বিচ্ছুরণ আবিষ্কার করেন।


উত্তরঃ নিউটন


6. যৌগিক আলো থেকে বিভিন্ন রঙের আলোগুলির আলাদা হয়ে যাওয়ার ঘটনাকে --------- বলে।


উত্তরঃ বিচ্ছুরণ


7. ---------- এর বৃদ্ধি অনুযায়ী বর্ণালিতে রংগুলি নীচ থেকে উপরের দিকে পরপর সাজানো থাকে।


উত্তরঃ তরঙ্গদৈর্ঘ্য



C. দু - একটি শব্দে বা বাক্যে উত্তর দাওঃ


1. সূর্যের আলোর রং কী?


2. সাদা আলো প্রিজমে পড়লে সাতটিবর্ণে বিভক্ত হয়। এই ঘটনাকে কী বলে?


3. কোন্ আলোর বিচ্ছুরণ সবচেয়ে কম?


4. বর্ণালির সাতটি রঙের নাম লেখো।


5. রংধনুর প্রথম ও শেষ বর্ণ দুটি কী কী?


6. কোন্ বিজ্ঞানী বিচ্ছুরণ আবিষ্কার করেন?


7. রংধনু সৃষ্টির সময় আলোর বিচ্ছুরণ ঘটায় কে?


৪. রংধনু কী?


9. রংধনু সৃষ্টির কারণ কী?


10. আলোর বিচ্ছুরণ কাকে বলে?


11. একটি প্রাকৃতিক বর্ণালি-এর নাম লেখো।


12. কোন্ ধরনের আলোয় বিচ্ছুরণ হয় না?



D. সত্য অথবা মিথ্যা নির্ণয় করোঃ


1. সূর্যের আলো একটি যৌগিক আলো।


উত্তরঃ সত্য


2. সূর্যের আলোর বিচ্ছুরণের জন্য রংধনু সৃষ্টি হয়।


উত্তরঃ সত্য


3. ঘনক ব্যবহার করা হয় আলোর বিচ্ছুরণের জন্য।


উত্তরঃ মিথ্যা


4. অসদ্বিম্ব পর্দায় ধরা যায় না।


উত্তরঃ সত্য



E. বামস্তম্ভের সাথে ডানস্তম্ভ মেলাওঃ


বামস্তন্ত

ডানস্তম্ভ

1. প্রাকৃতিক বর্ণালি

(i) নিউটন

2. প্রিজম

(ii) সবুজ

3. সূর্যের আলোর বর্ণালিতে মধ্য বর্ণ

(iii) রং ধনু

4. বিচ্ছুরণের আবিষ্কারক

(iv) আলোর বিচ্ছুরণের জন্য দায়ী


বামস্তন্ত

ডানস্তম্ভ

1. একবর্ণী আলো

(i) যৌগিক আলো

2. সাদা আলো

(ii) বিচ্ছুরণ হয় না

3. বর্ণপটি এর শেষবর্ণ

(iii) বহুবর্ণ আলো

4. রংধনু

(iv) লাল


Topic - H : অদৃশ্য আলোর ক্ষতিকারক প্রভাব : ও জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় আলোর ভূমিকা:


A. সংক্ষিপ্ত প্রশ্ন:

1. অদৃশ্য আলোর ক্ষতিকর প্রভাবগুলি উল্লেখ করো।

2. এক্স-রশ্মি কাকে বলে?

3. এক্স-রশ্মি কী কাজে ব্যবহার হয়? (অনুরূপ প্রশ্ন) X-রশ্মির উপকারিতা লেখো:

4. উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলির ওপর আলোর প্রভাব লেখো।


5. প্রাণীদের শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলির ওপর আলোর ভূমিকা লেখো।

6. অতিবেগুনি রশ্মির প্রভাবে কালোচামড়ার লোকেদের চেয়ে সাদা চামড়ার লোকেদের বেশি ক্ষতি হয় কেন?

7. ওজোনস্তর বলতে কী বোঝো? ওজোনহোল বা ওজোনস্তরের ক্ষয় বলতে কী বোঝো?

৪. ওজোনস্তরের ক্ষয়ের ফলে কী হতে পারে?


অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

A. সঠিক উত্তরটি নির্বাচন করো:


1. ওজোনস্তরে ছিদ্র তৈরি হওয়ার জন্য দায়ী-


(a) ক্লোরোফিল

(b) ক্লোরোফ্লুরোকার্বন

(c) ক্লোরিন

(d) কার্বন-ডাই-অক্সাইড।


উত্তরঃ (b) ক্লোরোফ্লুরোকার্বন

2. সূর্যের আলো 12 ঘণ্টার কম স্থায়ী হলে নীচের কোন উদ্ভিদের বৃদ্ধি ভালো হয়-


(a) পটল

(b) পালং

(c) ঝিঙে

(d) ঢ্যাঁড়শ।


উত্তরঃ (b) পালং


3. আলো তৈরি করে কোন প্রাণী নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে?


(a) গিরগিটি

(b) জোনাকি

(c) স্যামন

(d) পঙ্গপাল।


উত্তরঃ (b) জোনাকি


4. কোন মাছের বাচ্চারা কম আলো পেলে মরে যায়?


(a) স্যামন

(b) তিমি

(c) ক্লাউন

(d) টুনা।


উত্তরঃ (a) স্যামন


5. মেলানিন হল মানবদেহে চামড়ায় নির্গত একপ্রকার-


(a) উৎসেচক

(b) রঞ্জকপদার্থ

(c) হরমোন

(d) কোনোটিই না।


উত্তরঃ (b) রঞ্জকপদার্থ



B. শূন্যস্থান পূরণ করোঃ


1. অতিবেগুনি রশ্মির প্রভাবে কোশের -------- অণুর ক্ষতি হয় এবং ওজোন স্তর ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়ে পৃথিবীতে --------------ক্যানসার ক্রমশ বাড়াচ্ছে।


উত্তরঃ DNA ত্বকের


2. X-Ray আবিষ্কার করেন বিজ্ঞানী ---------


উত্তরঃ বিজ্ঞানী রন্টজেন


3. সমস্ত জীবজগৎকে সূর্যের অতিবেগুনিরশ্মির হাত থেকে রক্ষা করে --------- স্তর


উত্তরঃ ওজোন


4 . --------- রশ্মি শরীরের চামড়া ও মাংসপেশি ভেদ করতে পারে, কিন্তু হাড় ভেদ করতে পারে না


উত্তরঃ এক্সরশ্মি



C. দু - একটি শব্দে বা বাক্যে উত্তর দাওঃ


1. আলোর প্রভাবে চামড়ার রং বদলে যায় এমন একটি জীবের নাম লেখো।


2. ভাঙা হাড়ের ছবি তুলতে কোন্ রশ্মি ব্যবহার করা হয়?


3. সূর্যের আলো কম পেলে কোন কোন প্রাণী শীত ঘুমে চলে যায়?


4. কম আলো পেলে কোন্ প্রাণীর বাচ্চারা মরে যায়?



D. সত্য অথবা মিথ্যা নির্ণয় করোঃ


1. সূর্য একটি যৌগিক আলো।


উত্তরঃ সত্য


2. ওজোনস্তর ক্রমশ ক্ষয়প্রাপ্ত হওয়ায় মানবশরীরে ত্বকের ক্যানসার ক্রমশ বাড়ছে।


উত্তরঃ সত্য


3. চামড়ার রঞ্জক অতিবেগুনি রশ্মিকে শোষণ করে না।

\

উত্তরঃ মিথ্যা


4. ডালিয়া গাছে ফুল ফুটতে হলে দিনের দৈর্ঘ্য 12 ঘণ্টার কম হতে হয়। 


উত্তরঃ সত্য



E. বামস্তম্ভের সাথে ডানস্তম্ভ মেলাওঃ


বামস্তম্ভ

ডানস্তম্ভ

1. ত্বকের ক্যানসার

(i) ত্বকের ক্যানসার

2. ওজোনস্তর

(ii) এক্স-রশ্মি

3. অ্যামিবার চলন

(iii) শীতকাল

4. টিউলিপ

(iv) আলোর দ্বারা নিয়ন্ত্রিত



উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন



Editing By:- Lipi Medhi