Class 7 Environment & Science (WBBSE)
Lesson 1.3
চুম্বক
👉Paid Answer (For Membership User)
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
A. সঠিক উত্তরটি নির্বাচন করো:
1. প্রদত্ত কোন্টি অচৌম্বক পদার্থ নয়?
(a) কোবাল্ট
(b) নিকেল
(c) প্লাস্টিক (d) রবার
উত্তরঃ (b) নিকেল
2. চুম্বকের মেরু সংখ্যা হল-
(a) 1টি (b) ২টি
(c) 4টি (d) 5টি
উত্তরঃ (b) ২টি
3. মেরু অনুপস্থিত-
(a) অশ্বক্ষুরাকৃতি চুম্বকে (b) রিং চুম্বকে
(c) কৃত্রিম চুম্বকে (d) দণ্ডচুম্বকে
উত্তরঃ (b) রিং চুম্বকে
4. চুম্বক আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হল-
(a) বিকর্ষণ (b) আকর্ষণ-বিকর্ষণ
(c) আবেশ (d) আকর্ষণ
উত্তরঃ (c) আবেশ
5. চুম্বক সংক্রান্ত নানা পরীক্ষানিরীক্ষা করতে-
(a) দণ্ডচুম্বক (b) তড়িৎচুম্বক
(c) প্রাকৃতিক চুম্বক (d) কৃত্রিমচুম্বক।
উত্তরঃ (a) দণ্ডচুম্বক
6. চুম্বকের উত্তর মেরু বলে আমরা চুম্বকের যে প্রান্তকে নির্দেশ করি তা হল-
(a) উত্তরসন্ধানী মেরু (b) দক্ষিণ সন্ধানী মেরু
(c) ভৌগোলিক উত্তরমেরু (d) ভৌগোলিক দক্ষিণমেরু
উত্তরঃ (a) উত্তরসন্ধানী মেরু
7. টেলিফোনে-
(a) সাধারণ চুম্বক (b) প্রাকৃতিক চুম্বক
(c) তড়িৎচুম্বক (d) চুম্বক শলাকা ব্যবহৃত হয়
উত্তরঃ (c) তড়িৎচুম্বক
৪. প্রাকৃতিক চুম্বক হল-
(a) লোডস্টোন (b) লাইমস্টোন
(c) ব্রিজস্টোন (d) মুনস্টোন
উত্তরঃ (a) লোডস্টোন
9. দুটি পদার্থের মধ্যে বিকর্ষণ হলে-
(a) দুটিই চৌম্বকপদার্থ (b) দুটিই অচৌম্বকপদার্থ
(c) একটি চুম্বক অপরটি চৌম্বক পদার্থ (d) দুটি পদার্থই চুম্বক
উত্তরঃ (d) দুটি পদার্থই চুম্বক
10. চুম্বকের দুই মেরুর সংযোগকারী সরলরেখাকে বলে-
(a) জ্যামিতিক দৈর্ঘ্য (b) চৌম্বক দূরত্ব
(c) চৌম্বক অক্ষ (d) চৌম্বক মধ্যরেখা
উত্তরঃ (c) চৌম্বক অক্ষ
11. চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষাটি হল-
(a) শুধু আকর্ষণী ধর্মের পরীক্ষা
(b) শুধু বিকর্ষণী ধর্মের পরীক্ষা
(c) আকর্ষণ ও বিকর্ষণ উভয় ধর্মের পরীক্ষা
(d) চুম্বক আবেশের পরীক্ষা
উত্তরঃ (b) শুধু বিকর্ষণী ধর্মের পরীক্ষা
12. আবিষ্ট চুম্বক হয়-
(a) স্থায়ী (b) অস্থায়ী
(c) দীর্ঘস্থায়ী (d) ক্ষণস্থায়ী।
উত্তরঃ (b) অস্থায়ী
13. একটি ধাতব দণ্ড একটি চুম্বক শলাকার উত্তরমেরুকে বিকর্ষণ করে এতে প্রমাণিত হয়-
(a) দণ্ডটি লোহার
(b) দণ্ডটি তামার
(c) দণ্ডটি চুম্বক
(d) কোনোটাই নয়
উত্তরঃ (c) দণ্ডটি চুম্বক
14. মেরুবিহীন চুম্বকে মেরুরসংখ্যা-
(a) 0 (b) 1
(c) 2 (d) 3
উত্তরঃ (a) 0
15. চুম্বকের ক্ষেত্রে কোন্টি সঠিক নয়?
(a) দিকনির্দেশ ধর্ম
(b) সমমেরুর পারস্পরিক আকর্ষণ
(c) চুম্বকের এককমেরুর অস্তিত্ব নেই
(d) চুম্বকের আবেশ ধর্ম রয়েছে
উত্তরঃ (b) সমমেরুর পারস্পরিক আকর্ষণ
16. একটি চৌম্বক পদার্থ হল-
(a) কাচ (b) কোবাল্ট
(c) কাগজ (d) বরফ
উত্তরঃ (b) কোবাল্ট
17. দণ্ডচুম্বকের আকর্ষণ ক্ষমতা-
(a) দণ্ড বরাবর সব জায়গায় সমান
(b) দুই প্রান্তে সবচেয়ে বেশি
(c) দুইপ্রান্তে সবচেয়ে কম
(d) মাঝখানে সবচেয়ে বেশি
উত্তরঃ (b) দুই প্রান্তে সবচেয়ে বেশি
18. চুম্বকের আকর্ষণ ক্ষমতা বেশি হয়-
(a) মধ্যভাগে (b) ঠিক দুপ্রান্তে
(c) দুপ্রান্তের কাছাকাছি (d) সর্বত্র
উত্তরঃ (b) ঠিক দুপ্রান্তে
19. চুম্বকের কাছে একটি লোহাকে আনলে-
(a) প্রথমে আকর্ষণ পরে বিকর্ষণ হয়
(b) প্রথমে বিকর্ষণ, পরে আকর্ষণ হয়।
(c) প্রথমে আবেশ, পরে আকর্ষণ হয়
(d) প্রথমে আকর্ষণ ও পরে আবেশ হয়
উত্তরঃ (c) প্রথমে আবেশ, পরে আকর্ষণ হয়
20. চুম্বকের চৌম্বকদৈর্ঘ্য ও জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত-
(a) 0.46 (b) 0.66
(c) 0.76 (d) 0.861
উত্তরঃ (d) 0.861
21. কোনো চুম্বকের চৌম্বকদৈর্ঘ্য = X এবং জ্যামিতিক দৈর্ঘ্য = Y হলে কোন্ সম্পর্কটি সঠিক?
(a) X=2Y
(b) 43Y = 50xX
(c) XY = 10085
(d) X = Y x 0.85
উত্তরঃ (d) X = Y x 0.85
22. একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 100 cm হলে চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য-
(a) 86 cm (b) 80 cm
(c) 90 cm (d) 85 cm
উত্তরঃ (a) 86 cm
B. শূন্যস্থান পূরণ করো :
1. প্রাকৃতিক চুম্বকের কোনো নির্দিষ্ট -------- হয় না।
উত্তরঃ আকার
2. কোনো চুম্বকের চৌম্বকক্ষেত্রে ------- পর্যন্ত বিস্তৃত হয়।
উত্তরঃ অসীম
3. চুম্বকের -------- দিকে স্থির থাকার ধর্মকে দিক্ নির্দেশক ধর্ম বলে।
উত্তরঃ উত্তর-দক্ষিণ
4. চুম্বকের যেস্থানে আকর্ষণ ক্ষমতা থাকে না, তাকে -------- অঞ্চল থাকে।
উত্তরঃ উদাসীন
5. চুম্বকের --------- ধর্মের জন্য চুম্বককে অবাধে ঝুলিয়ে দিলে উত্তর-দক্ষিণ মুখ করে অবস্থান করে।
উত্তরঃ দিকদর্শী
6. আলাদাভাবে শুধু একটা চৌম্বক --------- অস্তিত্ব সম্ভব নয়।
উত্তরঃ মেরুর
7. চৌম্বক আবেশের ফলে নিকটতম প্রান্তে ---------মেরু ও দূরতমপ্রান্তে-----------মেরু সৃষ্টি হয়।
উত্তরঃ বিপরীত, সম
৪. চুম্বকের দুই প্রান্তে যে দুই অঞ্চলে আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি সেই দুই অঞ্চলকে চুম্বকের --------- বলে।
উত্তরঃ মেরু
9. চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য সর্বদাই চৌম্বক দৈর্ঘ্য অপেক্ষা ----------
উত্তরঃ বেশি
10. একাধিক চুম্বকে বিপরীতমেরুর ক্রিয়ার আবিষ্ট চুম্বকের মাত্রা ---------- পায়।
উত্তরঃ হ্রাস
11. একটি দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 7 cm হলে তার চৌম্বক দৈর্ঘ্য --------cm হবে।
উত্তরঃ 6.02
12. চুম্বকদৈর্ঘ্য ও চুম্বকদণ্ডের দৈর্ঘ্যের অনুপাত হল --------
উত্তরঃ 43:50
C. দু - একটি শব্দে বা বাক্যে উত্তর দাওঃ
1. দুটো চৌম্বক পদার্থের নাম লেখো।
2. চুম্বকের কোন্ ধর্মের সাহায্যে চুম্বককে শনাক্ত করা যায়?
3. একটা চুম্বককে সমান 5টি টুকরো করা হলে, মোট কটা মেরু তৈরি হবে?
4. 'চৌম্বক ক্ষেত্র'-এর সঙ্গে চৌম্বক মেরুশক্তির সম্পর্ক কী?
5. চৌম্বকক্ষেত্র কাকে বলে?
6. চুম্বকের ইংরাজি নাম ম্যাগনেট হল কেন?
7. কীভাবে বোঝা যাবে চুম্বকের দিগ্দর্শী ধর্ম আছে?
৪. আবেশাধীন পদার্থ ও আবেশীমেরুর দূরত্ব কমলে আবিষ্ট চুম্বকত্বের পরিমাণ বাড়ে না কমে?
9. একটা চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য 8.5 cm। চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য কত?
10. আবিষ্টচুম্বকের মেরুর প্রকৃতি কীরকম হবে?
11. চৌম্বকদৈর্ঘ্য ও চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি লেখো।
D. সত্য অথবা মিথ্যা নির্ণয় করোঃ
1. একটা দণ্ডচুম্বককে লোহার গুঁড়োর মধ্যে ডোবালে ওই দন্ডচুম্বকটির সব জায়গায় সমানভাবে লোহার গুঁড়ো আটকে থাকবে।
উত্তরঃ মিথ্যা
2. একটি চুম্বকের মাঝখানে সুতো বেঁধে ঝুলিয়ে দিয়ে সেটা পূর্ব-পশ্চিম মুখ করে থাকে।
উত্তরঃ মিথ্যা
3. অশ্বক্ষুরাকৃতির চুম্বকের N ও S মেরু পাশাপাশি থাকায় ওদের মধ্যে দুর্বল চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়।
উত্তরঃ মিথ্যা
4. আবেশী চুম্বককে সরিয়ে নিলে আবিষ্ট চুম্বকের চুম্বকত্ব হ্রাস পায়।
উত্তরঃ মিথ্যা
5. দণ্ডচুম্বকের মেরুপ্রান্তে আকর্ষণ ক্ষমতা সর্বাধিক হয়।
উত্তরঃ সত্য
6. চৌম্বক পদার্থকে প্রথমে আকর্ষণ করে পরে আবেশিত হয়।
উত্তরঃ মিথ্যা
7. চুম্বকের সমমেরু পরস্পরকে আকর্ষণ করে।
উত্তরঃ মিথ্যা
৪. ম্যাগনেট নামটি এসেছে ম্যাগনেসিয়া নাম থেকে।
উত্তরঃ সত্য
3. একটি চুম্বককে অনেকদিন মাটিতে পুঁতে রাখলে তার চুম্বকত্ব নষ্ট হয়ে যায় কেন?
A.সঠিক উত্তরটি নির্বাচন করো :
1. তড়িৎচুম্বকের শক্তিবৃদ্ধি নীচের কোন্ ক্ষেত্রে সর্বাধিক?
(a) শুধু তারের পাকসংখ্যা বাড়ানো হলে
(b) শুধু তড়িৎপ্রবাহমাত্রা বাড়ানো হল
(c) শুধু তড়িৎপ্রবাহের সময় বাড়ানো হল
(d) তারের পাকসংখ্যা ও তড়িৎপ্রবাহ মাত্রা একসঙ্গে বাড়ানো হলে
(a) ইস্পাত
(b) কাঁচা লোহা
(c) টিন
(d) লেড দিয়ে তৈরি হয়
3. শক্তিশালী তড়িৎচুম্বক তৈরি করার একটি পদ্ধতি হল-
(a) বোর্ডের সুইচ অন-অফ্ করার সংখ্যা বাড়ালে
(b) কাঁচালোহার বদলে ইস্পাতের দণ্ড ব্যবহার করলে
(c) অন্তরিত তারের পাকসংখ্যা বাড়ালে চৌম্বকশক্তি বাড়ে
(d) কোনোটিই নয়
4. একটি চুম্বক শলাকার দক্ষিণমেরু নীচের দিকে মুখ করে থাকে-
(a) অক্ষাংশে
(b) চৌম্বক উত্তরমেরুতে
(c) চৌম্বক দক্ষিণমেরুতে
(d) নিরক্ষরেখাতে
5. ভূচুম্বকের বলরেখা বিস্তৃত-
(a) উত্তর থেকে দক্ষিণমেরু পর্যন্ত
(b) উত্তর থেকে পশ্চিমমেরু পর্যন্ত
(c) দক্ষিণ থেকে পূর্বমেরু পর্যন্ত
(d) পূর্ব থেকে পশ্চিমমেরু পর্যন্ত
6. পৃথিবীর চুম্বকত্বের সাপেক্ষে কোন্ যুক্তি কার্যকরী হয়-
(a) মাটিতে দীর্ঘদিন পুঁতে রাখা লৌহদণ্ড ক্ষীণচুম্বকত্ব লাভ করে
(b) পৃথিবী সব বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে
(c) অবাধে ঝুলন্ত কোনো চুম্বক উত্তর-দক্ষিণে মুখ করে থাকে।
(d) পরিযায়ী কিছু কচ্ছপের গতিবিধির দ্বারা
7. ভৌগোলিক দক্ষিণমেরুর কাছে অবস্থিত-
(a) ভৌগোলিক উত্তরমেরু
(b) চুম্বকীয় উত্তরমেরু
(c) চুম্বকীয় পশ্চিমমেরু
(d) চুম্বকীয় দক্ষিণমেরু
2. তড়িৎপ্রবাহ মাত্রা বৃদ্ধি করলে তড়িৎচুম্বকের চুম্বকত্ব ---------- পায়।
3. ভুচুম্বকের দক্ষিণমেরু, দণ্ডচুম্বকের ---------- মেরুর মতো আচরণ করে।
5. ভূচুম্বকের --------- উত্তরমেরু থেকে দক্ষিণমেরু পর্যন্ত বিস্তৃত।
1. কৃত্রিমচুম্বকের মেরুশক্তি বাড়ানো যায় না।
2. দীর্ঘদিন ব্যবহার না করে চুম্বক ফেলে রাখলে সেই চুম্বকের চুম্বকত্ব হ্রাস পায়।
3. পৃথিবীর চুম্বকীয় উত্তরমেরুটি দক্ষিণগোলার্ধে অবস্থিত।
4. তড়িৎচুম্বক গঠনের সময় চুম্বক শলাকা একান্ত প্রয়োজনীয়।
5. তড়িৎচুম্বকের দুইপ্রান্তে সমমেরু তৈরি হয়।
6. একটি লোহার দণ্ডকে দীর্ঘদিন উত্তর-দক্ষিণ অভিমুখে রেখে দিলে ভুচুম্বকত্বের জন্য ক্ষীণ চুম্বকত্ব সৃষ্টি হয়।
Topic - C : চুম্বক ও তড়িৎ চুম্বকের ব্য়বহার
A. সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
1. দণ্ডচুম্বক কী কাজে ব্য়বহার করা হয়? তড়িৎচুম্বকের দুটি ব্য়বহার লেখো।
2. নিম্নোক্তক্ষেত্ৰগুলিতে চুম্বকের ব্য়বহার লেখো - (i) বিনোদনমূলক উপকরণ হিসেবে (ii) ব্য়বসায়িক লেনদেন (iii) গণনার কাজে (iv) শক্তির রূপান্তরে (v) ডাক্তারি কাজে (vi) দিক্ - নির্ণয়ের কাজে।
3. দুটি ATM কার্ড বা Credit কার্ডের যেদিক চুম্বক স্ট্রিপ আছে, সেইদিকে দুটি মুখোমুখি একসঙ্গে রাখা উচিত নয কেন?
A. সঠিক উত্তরটি নির্বাচন করো :
1. ইলেকট্রিক কলিংবেলে ব্যবহৃত হয়-
(a) চুম্বকিত স্ট্রিপ
(b) চুম্বক
(c) তড়িৎচুম্বক
(d) চুম্বক শলাকা।
উত্তরঃ (c) তড়িৎচুম্বক
2. তড়িৎচুম্বকের একটি ব্যবহারিক প্রয়োেগ হল-
(a) বৈদ্যুতিক বাতি
(b) বৈদ্যুতিক হিটার
(c) কলিং বেল
(d) কোনোটিই নয়
উত্তরঃ (c) কলিং বেল
3. ATM কার্ডে থাকে-
(a) দণ্ডচুম্বক
(b) অশ্বক্ষুরাকৃতি চুম্বক
(c) চুম্বকস্ট্রিপ
(d) চুম্বক শলাকা
উত্তরঃ (c) চুম্বকস্ট্রিপ
4. চুম্বকের ব্যবহার দেখা যায় না-
(a) লাউডস্পিকারে
(b) রেডিয়োতে
(c) বৈদ্যুতিক পাখাতে
(d) ডিজিট্যাল ক্যামেরাতে।
উত্তরঃ (d) ডিজিট্যাল ক্যামেরাতে।
5. বৈদ্যুতিক পাখায় ব্যবহৃত হয়-
(a) প্রাকৃতিক চুম্বক
(b) কৃত্রিম চুম্বক
(c) মেরুবিহীন চুম্বক
(d) চুম্বক শলাকা
উত্তরঃ (b) কৃত্রিম চুম্বক
6. তড়িৎচুম্বকের যে বাহুতে তড়িৎপ্রবাহ ঘড়ির কাঁটার বিপরীতে (অর্থাৎ বামবর্তী) হয়, সেই প্রান্তে উদ্ভব হয়-
(a) উত্তরমেরু
(b) দক্ষিণমেরু
(c) পূর্বমেরু
(d) পশ্চিম মেরু
উত্তরঃ (a) উত্তরমেরু
7. নৌপথে ব্যবহার করা হয়-
(a) তড়িৎ চুম্বক
(b) সূচিচুম্বক
(c) প্রাকৃতিক চুম্বক
(d) চুম্বক শলাকা।
উত্তরঃ (b) সূচিচুম্বক
৪. নীচের কোন্ যন্ত্রে চুম্বক ব্যবহার করা হয় না-
(a) বৈদ্যুতিক পাখায়
(b) বৈদ্যুতিক ঘণ্টায়
(c) বৈদ্যুতিক বাল্বে
(d) সবকটিতেই
উত্তরঃ (c) বৈদ্যুতিক বাল্বে
5. লাউডস্পিকার তৈরি করতে ----------- ব্যবহৃত হয়।
2. নৌকম্পাসে দিক নির্দেশ করার জন্য কী ব্যবহার করা হয়?
1. অডিয়ো বা ভিডিয়ো ক্যাসেটের মধ্যে যে প্লাস্টিকের টেপ থাকে তার ওপর চুম্বকিত পদার্থের আস্তরণ থাকে।
2. সাইকেলের বেলের মধ্যবর্তীপাতে তড়িৎচুম্বক ব্যবহৃত হয়।
3. চুম্বকিত কোনো বস্তুতে তাপ প্রয়োগ করা হলে চুম্বকটি দীর্ঘকাল স্থায়ী হবে।
4. সমুদ্রবক্ষে নাবিকরা পেনসিল কম্পাস ব্যবহার করে, দিক নির্দেশের জন্য।
A.সঠিক উত্তরটি নির্বাচন করো :
1. ম্যাগনেটাইট নামক চৌম্বকীয় বস্তু আছে-
(a) শামুক
(b) কাক
(c) মাছি
(d) সাপের দেহে
2. মেরুজ্যোতির কারণ-
(a) পৃথিবীর পরিবেশের দূষণ
(b) পৃথিবীর পরিবেশের উন্নতা বৃদ্ধি
(c) পৃথিবীতে যে কারণে বজ্রপাত হয়
(d) পৃথিবী একটা বিরাট চুম্বক-তার প্রভাব
উত্তরঃ (d) পৃথিবী একটা বিরাট চুম্বক-তার প্রভাব
3. পায়রার খুলি ও মস্তিষ্কের মাঝে থাকে-
(a) ম্যাগনেসাইট
(b) ম্যাগনেটাইট
(c) ম্যাগনেস
(d) ম্যাগনেশিয়া
উত্তরঃ (b) ম্যাগনেটাইট
4. মহাজাগতিক রশ্মির অধিকাংশই -
(a) নিস্তড়িৎ
(b) x-রশ্মি
(c) তড়িৎযুক্ত কণিকা
(d) সঠিকভাবে বলা যাবে না
উত্তরঃ (c) তড়িৎযুক্ত কণিকা
5. অরোরা সৃষ্টির কারণ হল-
(a) তড়িদাধীনযুক্ত কণিকার সঙ্গে ভূচৌম্বক ক্ষেত্রের ক্রিয়া-প্রতিক্রিয়া
(b) বাতাসে ভাসমান জলকণায় সূর্যের আলোর বিচ্ছুরণ
(c) বাতাসে ভাসমান ধূলিকণায় সূর্যের আলোর বিক্ষেপন
(d) সূর্য ও চাঁদের আলোর ক্রিয়া-প্রতিক্রিয়া।
উত্তরঃ (a) তড়িদাধীনযুক্ত কণিকার সঙ্গে ভূচৌম্বক ক্ষেত্রের ক্রিয়া-প্রতিক্রিয়া
1. ভ্যান-অ্যালেন বিকিরণ বলয় -------- ক্ষেত্রের সঙ্গে তড়িৎযুক্ত কণিকার ক্রিয়া-প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
উত্তরঃ ভূচৌম্বক
2. পরিযায়ী কচ্ছপ পৃথিবীর --------- অনুসরণ করে শীতল থেকে উয় অঞ্চলের দিকে যায়।
উত্তরঃ চৌম্বক বলরেখা
3. মেরুজ্যোতি সাধারণত দেখা যায় ------- অঞ্চলে।
উত্তরঃ মেরু
4.--------- বা মেরুজ্যোতি উৎপন্ন হয় দুটি মেরু অঞ্চল ঘিরে।
উত্তরঃ অরোরা
5. এক টুকরো ---------- লাগিয়ে দিলে পায়রার চলার দিক পরিবর্তন করা যায়।
2. কচ্ছপ অরোরার সাহায্য নিয়ে দিক নির্ণয় করতে পারে।
3. মহাজাগতিক রশ্মি ও ভূ-চুম্বকত্বের ক্রিয়ায় অরোরার সৃষ্টি হয়।
4. মহাবিশ্ব থেকে ধেয়ে আসে X-Ray।
উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন