Class 7 Environment & Science (WBBSE)

Lesson 1.4

তড়িৎ

    👉Paid Answer (For Membership User)

Topic - A তড়িৎপ্রবাহ


A. সঠিক উত্তরটি নির্বাচন করো :


1. টর্চের লাইটে ব্যবহৃত হয়-


(a) ভোল্টীয়সেল

(b) নির্জল সেল

(c) সঞ্চয়ন সেল

(d) লেক ল্যান্স সেল


উত্তরঃ (b) নির্জল সেল


2. বাল্বের যে অংশটি আলো দেয় তা হল-


(a) কাচ

(b) ফিলামেন্ট

(c) তামার মোটাতার

(d) সবকটিই


উত্তরঃ (b) ফিলামেন্ট


5. তড়িৎকোশ হল-


(a) আলোক উৎস

(b) তাপের উৎস

(c) বিদ্যুৎ উৎস

(d) রাসায়নিক শক্তির উৎস


উত্তরঃ (c) বিদ্যুৎ উৎস


6. হাতঘড়িতে ব্যবহৃত হয়-


(a) ডায়নামো

(b) বোতামসেল

(c) লেকল্যান্স সেল

(d) কোনোটাই নয়


উত্তরঃ (b) বোতামসেল


7. প্রাইমারি সেল বা মুখ্য সেলের অপর নাম-


(a) ব্যাটারি

(b) সোলার সেল

(c) ডিসপজেবল সেল

(d) বোতাম সেল


উত্তরঃ (c) ডিসপজেবল সেল


৪. নীচের কোন্ পদার্থটি তড়িতের সুপরিবাহী?


(a) প্লাস্টিক

(b) কাঠ

(c) চিনেমাটি

(d) অ্যালুমিনিয়াম


উত্তরঃ (d) অ্যালুমিনিয়াম


9. ড্রাইসেলের (শুষ্ক তড়িৎসেলের) ধনাত্মক প্রান্তটি হল-


(a) ধাতব চাকতি

(b) ধাতব টুপি

(c) ধাতব চোঙের দেহের উপরের প্রান্ত

(d) ধাতব চোঙের পার্শ্বতল ।


উত্তরঃ (b) ধাতব টুপি


10. বাল্বের যে অংশটি আলো দেয় তা হল-


(a) কাচ

(b) ফিলামেন্ট

(c) 'তামার মোটা তার

(d) নাইক্রোম তার


উত্তরঃ (b) ফিলামেন্ট


12. ব্যাটারির ধাতব চাকতির প্রান্তে কী চিহ্ন থাকে?


(a) – +

(b)

(c) 0

(d) কিছুই না


উত্তরঃ (b)


13. সমতড়িৎগ্রস্ত দুটি বস্তুর মধ্যে-


(a) আকর্ষণ হয়

(b) বিকর্ষণ হয়

(c) আকর্ষণ ও বিকর্ষণ হয়

(d) কিছুই হয় না


উত্তরঃ (b) বিকর্ষণ হয়


14. একটি নির্জল কোশে বিভবপ্রভেদ 1.5 ভোল্ট হলে 9 ভোল্টের একটি ব্যাটারি তৈরি করতে নির্জল কোশের প্রয়োজন-


(a) 9টি

(b) 6টি

(c) 12টি

(d) 13টি


উত্তরঃ (b) 6টি


15. সেলের ধাতব চাকতির প্রান্ত কী চিহ্নযুক্ত?


(a) +

(b)

(c) +-

(d) x


উত্তরঃ (b)


17. টর্চের ব্যাটারিগুলিকে বিপরীত অভিমুখে যুক্ত করে সুইচ অন্ করলে-


(a) টর্চের বাল্ব জ্বলবে না

(b) কখনো জ্বলবে, কখনো জ্বালবে না

(c) সব সময় জ্বলে থাকবে

(d) এদের কোনোটাই নয়


উত্তরঃ (a) টর্চের বাল্ব জ্বলবে না


18. কাঠের টুলের ওপর দাঁড়িয়ে নিরাপদ কারণ কাঠ তড়িতের- ইলেকট্রিকের কাজ করা


(a) সুপরিবাহী

(b) অন্তরক

(c) কোনোটিই নয়

(d) অর্ধ-পরিবাহী


উত্তরঃ (b) অন্তরক


19. রাসায়নিক শক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়-


(a) মোটরে

(b) নির্জল কোশে

(c) বৈদ্যুতিক ঘণ্টায়

(d) সোলার সেলে


উত্তরঃ (b) নির্জল কোশে


20. তড়িৎপ্রবাহে উৎপন্ন তাপের পরিমাণ প্রদত্ত কোন্টির ওপর নির্ভরশীল নয়-


(a) তড়িৎপ্রবাহমাত্রা

(b) তড়িৎ সঞ্চয়

(c) তড়িৎ রোধ

(d) সোলার সেল-এর ওপর


উত্তরঃ (d) সোলার সেল-এর ওপর



B. শূন্য়স্থান পূরণ করোঃ

1. কোন্ সেলে রাসায়নিক শক্তি ------- শক্তিতে রূপান্তরিত হয়
উত্তরঃ তড়িৎ

2. বর্তনীবদ্ধ ও বিচ্ছিন্ন করতে ------- ব্যবহৃত হয়
উত্তরঃ সুইচ

3. টর্চের সুইচ অন করলে বাল্বের ভিতরে যে অংশটা জ্বলে ওঠে তাকে বলে

উত্তরঃ ফিলামেন্ট

4. দুই বা তার অধিক সংখ্যক সেলের সমবায়কে-------------বলে।
উত্তরঃ ব্যাটারি

5. টর্চের ভিতরে যে ব্যাটারি থাকে, তা আসলে.-----------

উত্তরঃ নির্জলকোশ

6. টর্চ জ্বালানোর জন্য -------- ব্যবহার করা হয়।
উত্তরঃ Dry cell

7. সেলের ------- প্রান্তকে '' দাগ দিয়ে প্রকাশ করা হয়

উত্তরঃ ধণাত্মক

৪. বর্তনী আঁকার জন্য দুটি সেলের প্রতীক ---------

উত্তরঃ

9. পরিবাহীর মধ্যে তড়িদ্‌গ্রস্তকণা একটি নির্দিষ্ট দিকে চালিত হলে পরিবাহীতে --------- এর সৃষ্টি হয়
উত্তরঃ তড়িৎপ্রবাহ

10. বাল্বের দুই প্রান্তের সঙ্গে সেলের দুই প্রান্ত যুক্ত করে, যে ব্যবস্থা করা হয়, তা হল ------- বা ------

উত্তরঃ সার্কিট বা বর্তনী

11. মোটরগাড়িতে ব্যবহৃত সেলটি হল -------

উত্তরঃ সেকেন্ডারি সেল

12. ফিলামেন্টের মধ্যকার ধাতবতারের ------- দুপ্রান্ত চিহ্ন যুক্ত থাকে

উত্তরঃ ধনাত্মক ও ঋণাত্মক


C. সত্য অথবা মিথ্যা নির্ণয় করো:


1. ইলেকট্রিক সরঞ্জামে চিনামাটি বা প্লাস্টিক ব্যবহার করা হয়

উত্তরঃ সত্য

2. শূন্যমাধ্যম তড়িতের সুপরিবাহী।
উত্তরঃ মিথ্যা

3. সেলের প্রতীক বড়ো রেখাটি ধনাত্মক প্রান্ত নির্দেশ করে।

উত্তরঃ সত্য

4. ব্যাটারি একটি তড়িৎগ্রস্ত বস্তু।

উত্তরঃ মিথ্যা

5. কোনো বর্তনীর সুইচ অন করা থাকলে, বর্তনীটি হয় মুক্তবর্তনী

উত্তরঃ মিথ্যা

6. বায়ু তড়িতের সুপরিবাহী।

উত্তরঃ মিথ্যা


Topic - B : তড়িৎপ্রবাহের ফল, তড়িৎপ্রবাহের ফলে আলো উৎপন্ন হয়ঃ



অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

A. সঠিক উত্তরটি নির্বাচন করো:


1. নীচের কোন্ যন্ত্রে তড়িৎচুম্বক ব্যবহৃত হয় না?


(a) ইলেকট্রিক কলিংবেল

(b) বৈদ্যুতিক বাতি

(c) বৈদ্যুতিক মোটর

(d) টেলিফোন।


উত্তরঃ (b) বৈদ্যুতিক বাতি


2. বৈদ্যুতিক বর্তনীতে নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়-


(a) ফিলামেন্ট তার

(b) ফিউজতার

(c) নাইক্রোম তার

(d) নিউট্রাল তার


উত্তরঃ (b) ফিউজতার


3. তড়িৎচুম্বকের শক্তিবৃদ্ধি প্রদত্ত কোন্ ক্ষেত্রে সর্বাধিক হবে?


(a) শুধু তারের পাকসংখ্যা বাড়ানো হল

(b) শুধু তড়িৎপ্রবাহমাত্রা বাড়ানো হল

(c) শুধু তড়িৎপ্রবাহের সময় বাড়ানো হল

(d) তারের পাকসংখ্যা ও তড়িৎপ্রবাহমাত্রা একসঙ্গে বাড়ানো হল।


উত্তরঃ (d) তারের পাকসংখ্যা ও তড়িৎপ্রবাহমাত্রা একসঙ্গে বাড়ানো হল।


4. প্রদত্ত কোল্টিতে তড়িৎচুম্বক ব্যবহৃত হয়?


(a) ইলেকট্রিক বেল

(b) লাউডস্পিকার

(c) রেডিয়ো

(d) সবকটি


উত্তরঃ (d) সবকটি


5. LED-এর মধ্যে তড়িৎপ্রবাহিত হলে নীচের যেটিতে পরিণত হয় তা হল-


(a) তড়িৎশক্তি তাপশক্তিতে

(b) তড়িৎশক্তি আলোকশক্তিতে

(c) আলোকশক্তি তড়িৎশক্তিতে

(d) তাপশক্তি আলোকশক্তিতে।


উত্তরঃ (b) তড়িৎশক্তি আলোকশক্তিতে


6. LED থেকে নির্গত আলোর রং হয়-


(a) সবুজ

(b) হলুদ

(c) লাল

(d) সবগুলিই


উত্তরঃ (d) সবগুলিই


7. LED-তে কোন্ জিনিসটি অনুপস্থিত-


(a) সার্কিট

(b) ফিলামেন্ট

(c) অন্তরিত তার

(d) ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত।


উত্তরঃ (b) ফিলামেন্ট



B. শূন্যস্থান পূরণ করো:


1. LED -------- এর প্রান্তটি বড়ো
উত্তরঃ ধনাত্মক

2. সেল সংখ্যা বাড়ালে তড়িৎচুম্বকের --------- বাড়ে।
উত্তরঃ শক্তি


3. পরিবাহ --------কম হলে তার মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ মাত্রা  হবে। 

উত্তরঃ রোধ, বেশি


4. কোনো চৌম্বক পদার্থের ওপর তার জড়িয়ে ওই তারের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ পাঠালে ওই পদার্থট  ---------- পরিণত হয়।

উত্তরঃ চুম্বকে

5.-------- পাকসংখ্যা বৃদ্ধি করলে তড়িৎচুম্বকের শক্তি বৃদ্ধি পায়
উত্তরঃ তারের


6. একটি কাঁচা লোহার দণ্ডের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে দন্ডটি -------- পরিণত হবে

উত্তরঃ চুম্বকে


7. কোনো --------- মধ্য দিয়ে তড়িৎপ্রবাহিত হলে তার নিকটস্থ চুম্বকের ওপর প্রভাব পড়ে

উত্তরঃ পরিবাহীর


C. দু-একটি শব্দে বা বাক্যে উত্তর দাও :


1. LED-এর পুরো কথাটি কী?


2. পরিবাহীর উন্নতা বাড়ালে রোধ কমে-এমন একটি পদার্থের নাম লেখো


3. একটি LED ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত কীভাবে চেনা যায়?


4. কলিংবেলে কী ধরনের চুম্বক থাকে?

5. জোড়ালো তড়িৎচুম্বক গঠন করতে কেমন আকারের লোহার দণ্ডকে নির্বাচন করা হয়?



D. সত্য অথবা মিথ্যা নির্ণয় করো:


1. তড়িৎচুম্বকের চুম্বকত্ব তড়িৎপ্রবাহ বন্ধ করার পরও থেকে যায়।

উত্তরঃ মিথ্যা


2. LED-এর ফিলামেন্ট থাকে না।

উত্তরঃ সত্য


3. একটি তারের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহিত হলে তারটি চুম্বকে পরিণত হয়।

উত্তরঃ মিথ্যা


4. তড়িৎচুম্বক একটি অস্থায়ী চুম্বক।

উত্তরঃ সত্য


5. টাংস্টেন ধাতুর রোধ নিম্নমানের হয়।

উত্তরঃ মিথ্যা



অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

A. সঠিক উত্তরটি নির্বাচন করো:


1. ইলেকট্রিক বাল্বে ফিলামেন্ট তৈরি হয়-


(a) নাইক্রোম

(b) টাংস্টেন

(c) তামা

(d) নিকেল ধাতু দিয়ে।


উত্তরঃ (b) টাংস্টেন


2. সোলার ক্যালকুলেটরে ব্যবহার হয়-


(a) সোলার প্যানেল

(b) নির্জলকোশ

(c) ডায়নামো

(d) কোনোটাই নয়।


উত্তরঃ (a) সোলার প্যানেল


3. ইলেকট্রিক ইস্ত্রির কুণ্ডলী তৈরি হয়-


(a) নাইক্রোমের তার দিয়ে

(b) তামার তার দিয়ে

(c) টাংস্টেনের তার দিয়ে

(d) কোনোটাই নয়।


উত্তরঃ (a) নাইক্রোমের তার দিয়ে


4. ইলেকট্রিক ইস্ত্রিকে গরম হতে যে তার সাহায্য করে তা হল-


(a) টাংস্টেন

(b) নাইক্রোম

(c) তামা

(d) ফিউজার।


উত্তরঃ (b) নাইক্রোম


5. ইলেকgট্রিক কলিংবেলে কী চুম্বক ব্যবহার করা হয়?


(a) দণ্ডচুম্বক

(b) তড়িৎচুম্বক

(c) চুম্বক শলাকা

(d) অশ্বক্ষুরাকৃতি চুম্বক।


উত্তরঃ (b) তড়িৎচুম্বক


6. ইলেকট্রিক ক্রেনে ব্যবহৃত হয়-


(a) চুম্বক শলাকা

(b) সৌরকোশ

(c) দণ্ডচুম্বক

(d) তড়িৎচুম্বক।


উত্তরঃ (d) তড়িৎচুম্বক।


7. নাইক্রোম তার থাকে-


(a) ফিউজ তার

(b) বাল্বে

(c) ইলেকট্রিক ইস্ত্রিতে

(d) ইলেকট্রিক কলিংবেলে


উত্তরঃ (c) ইলেকট্রিক ইস্ত্রিতে


৪. ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি যা দিয়ে তা হল-


(a) টাংস্টেন

(b) নাইক্রোম

(c) তামা

(d) স্টিল


উত্তরঃ (a) টাংস্টেন


9. তড়িৎপ্রবাহের তাপীয় ফলের ব্যবহারিক প্রয়োগের উদাহরণ হল-


(a) বৈদ্যুতিক ঘণ্টা

(b) ইলেকট্রিক বাল্ব

(c) LED

(d) সৌর ক্যালকুলেটর


উত্তরঃ (b) ইলেকট্রিক বাল্ব


10. ইলেকট্রিক ইস্ত্রির বাইরের আবরণটি যে বস্তু দ্বারা গঠিত-


(a) স্টেইনলেস স্টিল

(b) তামা

(c) নাইক্রোম

(d) অভ্র।


উত্তরঃ (a) স্টেইনলেস স্টিল



B. শূন্যস্থান পূরণ করো:


1. লাউডস্পিকার তৈরি করতে ------ চুম্বক ব্যবহৃত হয়

উত্তরঃ তড়িৎ


2. ফিউজতার খুব ------- উন্নতায় গলে যায়।

উত্তরঃ কম


3. সূর্যের আলো সোলার প্যানেলের ওপর পড়লে ওই আলোকশক্তি --------- তে পরিণত হয়

উত্তরঃ তড়িৎশক্তিতে


4. বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ------- ব্যবহার করা হয়।

উত্তরঃ ফিউজতার


5. সোলার কুকারে -------- সেল ব্যবহার হয়

উত্তরঃ সোলার


6. সোলার ক্যালকুলেটরে তড়িৎশক্তির উৎস হল --------

উত্তরঃ সোলার সেল


7. বাল্বের ফিলামেন্ট তৈরি হয় --------- দিয়ে

উত্তরঃ টাংস্টেন


৪. ইলেকট্রিক ইস্ত্রিতে নাইক্রোম তার ------ ওপর জড়ানো থাকে

উত্তরঃ অভ্রের



C. সত্য অথবা মিথ্যা নির্ণয় করো :


1. ফিউজ তার তামার তৈরি, যার মধ্য দিয়ে খুব বেশি পরিমাণ তড়িৎপ্রবাহিত হলে, সেটি নিজে গলে যায়

উত্তরঃ
মিথ্যা

2. বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট নাইক্রোম তার দ্বারা গঠিত

উত্তরঃ মিথ্যা

3. সোলার প্যানেল দ্বারা উৎপাদিত বিদ্যুৎ অনেক বেশি খরচ সাপেক্ষ

উত্তরঃ
মিথ্যা

4. ইলেকট্রিক ইস্ত্রি হল তড়িৎপ্রবাহের ফলে চুম্বকীয় বল সৃষ্টির উদাহরণ

উত্তরঃ
মিথ্যা

5. টাংস্টেন ধাতুর রোধ উচ্চ মানের হয়।

উত্তরঃ সত্য


Topic -D: জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় তড়িৎশক্তির


A. সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:


1. জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় তড়িৎশক্তির ভূমিকা আলোচনা করো।

2. স্কুইড নিয়ে কেন বিজ্ঞানীরা স্নায়ুকোশের গবেষণা করেন?



A. সঠিক উত্তরটি নির্বাচন করো:


1. কার দেহে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা আছে?


(a) মানুষ

(b) হাঙর

(c) জেলিফিশ

(d) ইলিশ


উত্তরঃ (c) জেলিফিশ


2. স্নায়ুকোশের মাধ্যমে মস্তিষ্ক থেকে দেহের মধ্যে বিভিন্ন তথ্য পরিবাহিত হয়-


(a) তড়িৎ উদ্দীপনার সাহায্যে

(b) হৃৎস্পন্দনের মাধ্যমে

(c) নিশ্বাস-প্রশ্বাসের মাধ্যমে

(d) প্রবাহিত রক্তের মাধ্যমে


উত্তরঃ (a) তড়িৎ উদ্দীপনার সাহায্যে


3. কোন্ ধরনের পেশিতে তড়িৎ উদ্দীপনা তৈরির জন্য বিশেষ উপাদান থাকার ফলে বিদ্যুৎত্তরঙ্গের আকারে ছড়িয়ে পড়ে?


(a) হৃৎপিণ্ডপেশি

(b) নার্ভপেশি

(c) উভয়েই

(d) কোনোটাই নয়।


উত্তরঃ (a) হৃৎপিণ্ডপেশি


4. মানবদেহের হৃদস্পন্দন পরিমাপের যন্ত্রটি হল-


(a) ইলেকট্রন কার্ডিয়াম

(b) স্ফিগমোম্যানোমিটার

(c) ব্যারোমিটার

(d) থার্মোমিটার


উত্তরঃ (a) ইলেকট্রন কার্ডিয়াম



B. শূন্যস্থান পূরণ করো:


1. মানুষের দেহ তড়িতের --------

উত্তরঃ সুপরিবাহী

2. মস্তিষ্কতরঙ্গ হল -------

উত্তরঃ তড়িতীয়


3. জীবদেহের --------- তড়িৎপরিবাহী হয়

উত্তরঃ তরল


4. -------- মাছ যথেষ্ট তীক্ষ্ণ তড়িৎ তৈরি করতে পারে, যা তার শত্রুকে দূরে থাকতে সাহায্য করে

উত্তরঃ
ইলেকট্রিক ইল

5.---------- মস্তিষ্ক নিয়ে গঠিত যা তড়িৎ উদ্দীপনা পরিবাহিত করে।

উত্তরঃ
স্নায়ুকোশ

6.-------  জাতীয় অমেরুদণ্ডী প্রাণীর স্নায়ুকোশ বিদ্যুৎ পরিবহণ করে

উত্তরঃ স্কুইড


C. দু-একটি শব্দে বা বাক্যে উত্তর দাও :

1. নিজের দেহে বিদ্যুৎ উৎপাদন করতে পারে এমন দুটি প্রাণীর নাম লেখো।


2. জীবদেহের তরলপদার্থ তড়িৎপরিবাহী হয় কেন?


3. মস্তিষ্কের তরঙ্গের প্রকৃতি কীরূপ?


4. স্কুইডের স্নায়ুকোশে বিদ্যুৎপরিবহণের কারণ কী?



D. সত্য অথবা মিথ্যা নির্ণয় করো :


1. মস্তিষ্ক অসংখ্য স্নায়ুকোশ নিয়ে গঠিত।

উত্তরঃ
সত্য

2. স্নায়ুকোশের মাধ্যমে বিভিন্ন তথ্য তড়িৎ উদ্দীপনার সাহায্যেই পরিবাহিত হয়

উত্তরঃ
সত্য

3. শত্রুর অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার উপায় হল অক্টোপাসের দেহে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা

উত্তরঃ মিথ্যা


D. যথার্থ উত্তর দ্বারা সমানুপাতিক সম্পর্ক করো:-


1. ফিলামেন্টযুক্ত : টর্চের বাল্ব :: ফিলামেন্টহীন :------

উত্তর: LED।


2. তড়িতের সুপরিবাহী: স্টিলের চামচ : : তড়িতের কুপরিবাহী :-------


উত্তর: কাঠের স্কেল।


3. ইলেকট্রিক : নাইক্রোম :: ইলেকট্রিক ফিলামেন্টে :-------- 


উত্তরঃ টাংস্টেন।


4. ড্রাইসেলের ধনাত্মক প্রান্ত: ধাতবটুপি : : ঋণাত্মক প্রান্ত :-------


উত্তর: ধাতবচাকতি।






উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন


Paid Answer Link (Membership User)



Editing By:- Lipi Medhi