Class 7 Environment & Science (WBBSE)

Lesson 1.5

পরিবেশবান্ধব শক্তির ব্যবহার

    👉Paid Answer (For Membership User)

    👉Download Books PDF

Topic - A: পরিবেশবান্ধব শক্তির ব্যবহার সৌরশক্তি, বায়ুশক্তি ও জৈবশক্ত



অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর


A. সঠিক উত্তরটি নির্বাচন করো:


1. শক্তির আদিম উৎস হল-


(a) সূর্য

(b) কয়লা

(c) খনিজ তেল

(d) পারমাণবিক শক্তি


উত্তরঃ (a) সূর্য


2. নীচের যেটি চালাতে তাপশক্তি ব্যবহৃত হয় না সেটি হল-


(a) ইট বানাতে

(b) রান্না করতে

(c) X-Ray করতে

(d) বিদ্যুৎ উৎপাদনে


উত্তরঃ (c) X-Ray করতে


3. কয়লা ও জ্বালানি তেল হল একপ্রকার-


(a) জৈব জ্বালানি

(b) জীবাশ্ম জ্বালানি

(c) পারমাণবিক জ্বালানি

(d) পুনর্নবীকরণযোগ্য জ্বালানি


উত্তরঃ (b) জীবাশ্ম জ্বালানি


4. কয়লা, পেট্রোলিয়াম পাওয়া যায় মূলত-


(a) অভ্রের শিলাস্তরে

(b) পাললিক শিলাস্তরে

(c) রূপান্তরিত শিলাস্তরে

(d) কোনোটাই নয়


উত্তরঃ (b) পাললিক শিলাস্তরে



5. নীচের যেটি জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া শক্তি ব্যবহার করে চলে, সেটি হল-


(a) পাওয়ার টিলার

(b) কম্পিউটার

(c) পাম্প

(d) ওয়াশিং মেশিন।


উত্তরঃ (a) পাওয়ার টিলার


6. প্রদত্ত কোন্টি পরিবেশবান্ধব শক্তি নয়?


(a) সৌরশক্তি

(b) পেট্রোলিয়াম শক্তি

(c) পারমাণবিকশক্তি

(d) জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি।


উত্তরঃ (d) জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি।


7. প্রচলিতশক্তির একটি উদাহরণ হল-


(a) সৌরশক্তি

(b) তাপশক্তি

(c) বায়ুশক্তি

(d) জৈবশক্তি


উত্তরঃ (b) তাপশক্তি


৪. কয়লা ও জ্বালানি তেলে যে শক্তি পরিবর্তিত হয়ে আবদ্ধ থাকে তা হল-


(a) জীবাশ্মশক্তি

(b) ভূ-তাপীয়শক্তি

(c) বায়ুশক্তি

(d) পারমাণবিক শক্তি


উত্তরঃ (a) জীবাশ্মশক্তি


9. পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় না-


(a) বায়োগ্যাস

(b) LPG

(c) কেরোসিন

(d) ডিজেল।


উত্তরঃ (a) বায়োগ্যাস


10. জীবাশ্মজ্বালানির উদাহরণ হল-


(a) জল

(b) পেট্রোল

(c) সৌরশক্তি

(d) বায়ুশক্তি


উত্তরঃ (b) পেট্রোল


11. মাটিতে ড্রিল করে প্রথম পেট্রোলিয়াম উৎপাদন শুর হয়-


(a) এশিয়া মহাদেশে

(b) আফ্রিকা মহাদেশে

(c) ইউরোপ মহাদেশে

(d) আমেরিকা মহাদেশে


উত্তরঃ (d) আমেরিকা মহাদেশে


12. অপুনর্নবীকরণ যোগ্য শক্তির উৎস হল-


(a) বায়ুশক্তি

(b) পেট্রোলিয়াম শক্তি

(c) পারমাণবিক শক্তি

(d) সৌরশক্তি


উত্তরঃ (b) পেট্রোলিয়াম শক্তি


13. কয়লার সঞ্চিত শক্তির উৎস-


(a) মাটির নীচের চাপ

(b) মাটির উপরের তাপ

(c) সূর্য

(d) জীবাশ্ম


উত্তরঃ (c) সূর্য


14. বায়োডিজেল উৎপন্ন হয়-


(a) গোবর গ্যাস থেকে

(b) উদ্ভিজ্জ তেল ও প্রাণীজ চর্বি থেকে

(c) ফসলের অবশিষ্টাংশ থেকে

(d) পৌরসভার বর্জ্য পদার্থ থেকে।


উত্তরঃ (b) উদ্ভিজ্জ তেল ও প্রাণীজ চর্বি থেকে


15. সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে আবদ্ধ হয়-


(a) প্রাণীদেহ

(b) উদ্ভিদদেহে

(c) বায়ুকলে

(d) তাপবিদ্যুৎকেন্দ্রে


উত্তরঃ (b) উদ্ভিদদেহে


16. রাসায়নিক শক্তি তড়িতে রূপান্তরিত হয়-


(a) ডায়নামোতে

(b) সৌরকোশে

(c) তড়িৎকোশে

(d) কোনোটাই নয়।


উত্তরঃ (c) তড়িৎকোশে


17. নীচের কোন্টি পরিবেশবান্ধব শক্তি নয়-


(a) সৌরশক্তি

(b) মাটির নীচের তাপশক্তি

(c) জৈবশক্তি

(d) জীবাশ্মকোশ থেকে পাওয়া শক্তি


উত্তরঃ (d) জীবাশ্মকোশ থেকে পাওয়া শক্তি


18. সৌরকোশে উৎপন্ন বিদ্যুৎ সঞ্চয় করা হয়-


(a) ব্যাটারিতে

(b) টারবাইনে

(c) সৌরপ্যানেলে

(d) সোলারকুলারে


উত্তরঃ (a) ব্যাটারিতে


19. সামুদ্রিক মাছ ও উদ্ভিদের মৃতদেহ দীর্ঘসময় ধরে রূপান্তরিত হয়ে তৈরি হয়-


(a) খনিজতেল

(b) কয়লা

(c) বায়োগ্যাস

(d) কোনোটাই নয়


উত্তরঃ (a) খনিজতেল


20. কোল্টি প্রচলিতশক্তির উৎস?


(a) সৌরবিদ্যুৎ

(b) তাপবিদ্যুৎ

(c) বায়ুশক্তি

(d) জৈববর্জ্য থেকে উৎপন্ন বিদ্যুৎ


উত্তরঃ (b) তাপবিদ্যুৎ


21. সৌরপ্যানেল ঠিক থাকে-


(a) 5-6 বছর

(b) 10-15 বছর

(c) 20-25 বছর

(d) 30-40 বছর


উত্তরঃ (b) 10-15 বছর


22. সৌরকোশের মুখ্য অর্ধপরিবাহী উপাদান হল-


(a) সিলিকন

(b) অ্যালুমিনিয়াম

(c) জার্মেনিয়াম

(d) প্ল্যাটিনাম

উত্তরঃ (a) সিলিকন


23. নীচের যেটি থেকে সবচেয়ে বেশি দূষণ হয় সেটি হল-


(a) তাপবিদ্যুৎকেন্দ্র

(b) জলবিদ্যুৎকেন্দ্র

(c) জৈবগ্যাস

(d) বায়ুকল


উত্তরঃ (a) তাপবিদ্যুৎকেন্দ্র


24. সৌরশক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়-


(a) প্রেসারকুকারে

(b) বৈদ্যুতিক মোটরে

(c) সোলার সেলে

(d) ইলেকট্রিক ইস্ত্রিতে


উত্তরঃ (c) সোলার সেলে


25. পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায়-


(a) কলকাতায়

(b) দিঘায়

(c) বকখালিতে

(d) জলপাইগুড়িতে


উত্তরঃ (c) বকখালিতে


26. কোন্টি জীবাশ্ম জ্বালানি নয়?


(a) জৈবগ্যাস

(b) প্রাকৃতিক গ্যাস

(c) কয়লা

(d) কেরোসিন


উত্তরঃ (a) জৈবগ্যাস


27. অপ্রচলিত শক্তির একটি উৎস হল-


(a) ডিজেল

(b) খনিজ তেল

(c) কয়লা

(d) জৈবশক্তি


উত্তরঃ (d) জৈবশক্তি


28. জৈবগ্যাস বা বায়োগ্যাসের মূল উপাদান-


(a) হাইড্রোজেন

(b) অক্সিজেন

(c) মিথেন

(d) নাইট্রোজেন


উত্তরঃ (c) মিথেন


29. পশুপাখির মল পচিয়ে উৎপন্ন শক্তি-


(a) পশুশক্তি

(b) জৈবশক্তি

(c) জীবাশ্ম শক্তি

(d) রাসায়নিক শক্তি


উত্তরঃ (b) জৈবশক্তি


30. নীচের কোন্টি 'Waste Energy' নামে পরিচিত-


(a) পৌরসভার পচনযোগ্য জৈব

(b) প্রাণীদের মৃতদেহ

(c) গোবর

(d) সবকটি


উত্তরঃ (a) পৌরসভার পচনযোগ্য জৈব


31. জ্বালানিবিহীন যান হল-


(a) মোটর সাইকেল

(b) সাইকেল

(c) টোটো রিকশা

(d) কোনোটিই নয়


উত্তরঃ (b) সাইকেল



B. শূন্যস্থান পূরণ করো:


1. কয়লা হল একটি গুরুত্বপূর্ণ -------- জ্বালানি।

উত্তরঃ জীবাশ্ম


2. মোবাইল ফোনে ব্যাটারির চার্জ দিতে ------- শক্তির প্রয়োজন

উত্তরঃ তড়িৎ


3. মাটিতে ড্রিল করে পেট্রোলিয়াম উৎপাদন শুরু হয় --------- খ্রিস্টাব্দে আমেরিকা মহাদেশে।

উত্তরঃ 1859


4. সমস্ত -------- জ্বালানিই অনবীকরণযোগ্য

উত্তরঃ জীবাশ্ম


5.----------  জ্বালানি ব্যবহার যত বেড়েছে। পরিবেশে বেড়েছে তার দহনে উৎপন্ন পদার্থগুলোর বহুমুখী ক্ষতিকারক প্রভাব।

উত্তরঃ জীবাশ্ম


6. উদ্ভিদ এবং প্রাণীর দেহে -------- শক্তি পরিবর্তিত হয়ে আবদ্ধ হয়ে থাকে

উত্তরঃ সৌর


7. পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ----------

উত্তরঃ কোলাঘাট


৪. সোলার কুকারে -------  ব্যবহার করা হয়

উত্তরঃ সৌরশক্তি


9. সূর্যের আলো সোলার প্যানেলের ওপর পড়লে ওই আলোকশক্তি --------- শক্তিতে বদলে যায়।

উত্তরঃ তড়িৎ


10. খনিজ তেল থেকে উৎপন্ন কম দূষক একটি জ্বালানির নাম --------

উত্তরঃ LPG


11. সৌরশক্তির একটি ব্যবহারিক প্রয়োগ হল ----------

উত্তরঃ সোলার লাইট


12. সৌরশক্তি তৈরি করতে শুরুতে কিছুটা --------- শক্তি ব্যয় করতে হতে পারে

উত্তরঃ প্রচলিত


13. যন্ত্রটি সৌরশক্তি দ্বারা চালিত যা রান্নার কাজে ব্যবহৃত হয়

উত্তরঃ সোলারকুকার


14. বায়ু থেকে প্রাপ্তশক্তি কোনো  ---------- সৃষ্টি করে না

উত্তরঃ দূষণ


15. পরিবেশবান্ধব হতে গেলে ---------- শক্তির ব্যবহার বাড়াতে হবে

উত্তরঃ অপ্রচলিত


16. জোয়ার-ভাটা শক্তি হল --------- শক্তি

উত্তরঃ অপ্রচলিত


17.--------  শক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্য থেকে পাওয়া যায় না

উত্তরঃ ভূ-তাপীয়


18. মাটির তলায় থাকা জ্বালানির ভাণ্ডারকে ----------জ্বালানি বলে

উত্তরঃ জীবাশ্ম


19. গৃহপালিত পশুর মল পচিয়ে ---------- গ্যাস উৎপন্ন হয় ও ---------- কাজে লাগে। 

উত্তরঃ জৈব, রান্নার



C. সত্য অথবা মিথ্যা নির্ণয় করো:


1. মাটির তলার জীবাশ্ম জ্বালানির জোগান অফুরন্ত

উত্তরঃ মিথ্যা


2. পশ্চিমবঙ্গের বকখালিতে সৌরশক্তির ব্যবহার হচ্ছে।

উত্তরঃ মিথ্যা


3. জেনারেটর ও পাওয়ার টিলার চালাতে তাপশক্তি ব্যবহৃত হয়।

উত্তরঃ সত্য


4. জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে তাপ বিদ্যুৎ উৎপাদন করা যায়

উত্তরঃ সত্য


5. তাপ বিদুৎকেন্দ্রে গ্যাস পুড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়।

উত্তরঃ মিথ্যা


6. মাটির হাঁড়ি পোড়াতে তাপশক্তি ব্যবহৃত হয়।

উত্তরঃ সত্য


7. জৈবশক্তি হল একপ্রকার জীবাশ্মশক্তি

উত্তরঃ মিথ্যা


৪. পেট্রোলিয়ামকে তরলসোনা বলা হয়

উত্তরঃ সত্য


9. CNG হল দূষণমুক্ত জ্বালানির উদাহরণ

উত্তরঃ সত্য


10. জলপ্রপাতের শক্তি থেকে তাপবিদ্যুৎ তৈরি করা সম্ভব

উত্তরঃ মিথ্যা


11. জৈবগ্যাস রান্নার জ্বালানিরূপে ব্যবহার করা হয়

উত্তরঃ সত্য


12.. সৌর প্যানেলের আয়ু থাকে 10-15 বছর

উত্তরঃ সত্য


13. সৌরপ্যানেল পুনর্নবীকরণ করে আবার ব্যবহারযোগ্য করে তোলা যায়

উত্তরঃ সত্য


14. অনবীকরণযোগ্য শক্তি উৎপাদক উৎসগুলি নিঃশেষিত হওয়ার সম্ভাবনা নেই।

উত্তরঃ মিথ্যা


15. বায়ুশক্তি একটি অপ্রচলিত শক্তি কিন্তু পরিবেশবান্ধব শক্তি নয়

উত্তরঃ মিথ্যা


16. জৈবগ্যাস একটি অপ্রচলিত, পরিবেশবান্ধব শক্তি উৎস

উত্তরঃ সত্য


17. মেট্রোরেল চালাতে তড়িৎশক্তি ব্যবহৃত হয়

উত্তরঃ সত্য


18. পৌরসভার পচনযোগ্য জৈববর্জ্য বা কচুরীপানার আগাছা জৈবসার তৈরি করতে পারে।

উত্তরঃ সত্য



D. যথার্থ উত্তর দ্বারা সমানুপাতিক সম্পর্ক সম্পূর্ণ করো:


1. নবীকরণযোগ্য: জৈবশক্তি :: অনবীকরণযোগ্য :--------


উত্তর: জীবাশ্ম জ্বালানি।


2. সৌরশক্তি: সৌরপ্যানেল :: বায়ুশক্তি :-----------


উত্তর: Windmill |


3. পশ্চিমবঙ্গের : ব্যান্ডেল :: পশ্চিমবঙ্গের বায়ুকল :---------


উত্তর: বকখালি


4. LPG: বিউটেন :: CNG :----------


উত্তরঃ মিথেন।


5. তাপশক্তি : স্টিমইঞ্জিন:: তড়িৎশক্তি :-----------


উত্তর: X-Ray মেশিন


6. কয়লা : Black diamond :: পেট্রোলিয়াম :-----------


উত্তরঃ Liquid Gold.



উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন




Editing By:- Lipi medhi