Chapter 3
বচনের বিরোধিতা
--------------------
MCQ
1. বচন সত্য হলে অনুরূপ A বচনটি হবে-
a) সত্য
b) মিথ্যা
c) সংশয়াত্মক
d) অনির্দিষ্ট
উত্তর: c) সংশয়াত্মক
2. A বচন সত্য হলে তার অনুরূপ। বচনটি হবে-
a) সত্য
b) মিথ্যা
c) সংশয়াত্মক
d) অনির্দিষ্ট
উত্তর: a) সত্য
3. I বচন মিথ্যা হলে ০ বচনটি হবে-
a) মিথ্যা
b) সত্য
c) অনির্দিষ্ট
d) অনির্দিষ্ট
উত্তর: b) সত্য
4. A বচন সত্য হলে E বচনটি হবে-
a) সত্য
b) মিথ্যা
c) অনির্দিষ্ট
d) সংশয়াত্মক
উত্তর: b) মিথ্যা
5. E বচন মিথ্যা হলে A বচনটি হবে-
a) সত্য
b) মিথ্যা
c) সংশয়াত্মক
d) অনির্দিষ্ট
উত্তর: c) সংশয়াত্মক
6. I বচন সত্য হলে E বচনটি হবে-
a) সত্য
b) মিথ্যা
c) অনির্দিষ্ট
d) সংশয়াত্মক
উত্তর: b) মিথ্যা
7. বিপরীত বিরোধানুমানের বিষয়টি উঠে এসেছে যা থেকে, তা হল-
a) বিরুদ্ধ বিরোধিতা থেকে
b) অসম বিরোধিতা থেকে
c) বিপরীত বিরোধিতা থেকে
d) অধীন-বিপরীত বিরোধিতা থেকে
উত্তর: c) বিপরীত বিরোধিতা থেকে
৪. অধীন-বিপরীত বিরোধানুমানের বিষয়টি এসেছে-
a) অধীন-বিপরীত বিরোধিতা থেকে
b) অসম বিরোধিতা থেকে
c) বিপরীত বিরোধিতা থেকে
d) বিরুদ্ধ বিরোধিতা থেকে
উত্তর: a) অধীন-বিপরীত বিরোধিতা থেকে
9. অসম বিরোধানুমানের বিষয়টি উঠে এসেছে-
a) বিরুদ্ধ বিরোধিতা থেকে
b) অসম বিরোধিতা থেকে
c) বিপরীত বিরোধিতা থেকে
d) অধীন-বিপরীত বিরোধিতা থেকে
উত্তর: b) অসম বিরোধিতা থেকে
10. বিরুদ্ধ বিরোধানুমানের বিষয়টি উঠে এসেেেছ-
a) বিরুদ্ধ বিরোধিতা থেকে
b) অধীন-বিপরীত বিরোধিতা থেকে
c) অসম বিরোধিতা থেকে
d) বিপরীত বিরোধিতা থেকে
উত্তর: a) বিরুদ্ধ বিরোধিতা থেকে
11. বিরোধানুমান হল-
a) এক প্রকারের
b) দু-প্রকারের
c) চার প্রকারের
d) তিন প্রকারের
উত্তর: c) চার প্রকারের
12. অসম বিরোধানুমান দুটি দেখা যায়-
a) দুটি সার্বিক সদর্থক বচনের মধ্যে
b) দুটি সার্বিক নঞর্থক বচনের মধ্যে
c) একটি সার্বিক ও একটি বিশেষ সদর্থক বচনের মধ্যে
d) একটি সার্বিক সদর্থক ও একটি বিশেষ নঞর্থক বচনের মধ্যে
উত্তর: c) একটি সার্বিক ও একটি বিশেষ
সদর্থক বচনের মধ্যে
13. বিপরীত বিরোধানুমান দেখা যায়-
a) A এবং E বচন দুটির মধ্যে
b) A এবং I বচন দুটির মধ্যে
c) A এবং O বচন দুটির মধ্যে
d) E এবং I বচন দুটির মধ্যে
উত্তর: a) A এবং E বচন দুটির মধ্যে
14. অধীন-বিপরীত বিরোধানুমান যে যে বচনের মধ্যে দেখা যায়, তা হল-
a) A এবং E বচনের মধ্যে
b) A এবং O বচনের মধ্যে
c) I এবং O বচনের মধ্যে
d) E এবং I বচনের মধ্যে
উত্তর: c) I এবং O বচনের মধ্যে
15. বিরুদ্ধ বিরোধানুমান দেখা যায়-
a) E এবং A বচনের মধ্যে
b) A এবং I বচনের মধ্যে
c) A এবং O বচনের মধ্যে
d) O এবং I বচনের মধ্যে
উত্তর: c) A এবং O বচনের মধ্যে
16. অসম বিরোধানুমানের নিয়মে সার্বিক বচনটি সত্য হলে-
a) বিশেষ বচনটি সত্য হবে
b) বিশেষ বচনটি মিথ্যা হবে
c) বিশেষ বচনটি সত্য ও মিথ্যা উভয়ই হবে
d) বিশেষ বচনটি সংশয়াত্মক হবে
উত্তর: a) বিশেষ বচনটি সত্য হবে
17. অসম বিরোধানুমানের নিয়মে বিশেষ বচনটি সত্য হলে-
a) সার্বিক বচনটি সত্য হবে
b) সার্বিক বচনটি মিথ্যা হবে
c) সার্বিক বচনটি সত্য ও মিথ্যা উভয়ই হবে
d) সার্বিক বচনটি সংশয়াত্মক হবে
উত্তর: d) সার্বিক বচনটি সংশয়াত্মক হবে
18. বিরুদ্ধ বিরোধানুমানের নিয়মে একটি বচন সত্য হলে-
a) অপর বচনটি সত্য হবে
b) অপর বচনটি মিথ্যা হবে
c) অপর বচনটি সত্য ও মিথ্যা উভয়ই হবে
d) অপর বচনটি সংশয়াত্মক হবে
উত্তর: b) অপর বচনটি মিথ্যা হবে
19. বিরুদ্ধ বিরোধানুমানের নিয়মে একটি বচন মিথ্যা হলে-
a) অপর বচনটি সত্য হবে
b) অপর বচনটি মিথ্যা হবে
c) অপর বচনটি সংশয়াত্মক হবে
d) অপর বচনটি সত্য ও মিথ্যা উভয়ই হবে
উত্তর: a) অপর বচনটি সত্য হবে
20. অধীন-বিপরীত বিরোধানুমানের নিয়মে একটি বচন সত্য হলে-
a) অপর বচনটি সত্য হবে
b) অপর বচনটি মিথ্যা হবে
c) অপর বচনটি সংশয়াত্মক হবে
d) অপর বচনটি সত্য ও মিথ্যা উভয়ই হবে
উত্তর: c) অপর বচনটি সংশয়াত্মক হবে
একটি বা দুটি বাক্যে উত্তর দাও।
1. বচনের বিরোধিতার ক্ষেত্রে ক-টি বচন থাকে?
উত্তর: বচনের বিরোধিতার ক্ষেত্রে দুটি বচন থাকে।
2. বচনের বিরোধিতায় দুটি বচনের উদ্দেশ্য ও বিধেয় কীরূপ হয়?
উত্তর: বচনের বিরোধিতায় দুটি বচনের
উদ্দেশ্য ও বিধেয় একই হয়।
3. বচনের বিরোধিতায় কী ধরনের পার্থক্য দেখা যায়?
উত্তর:বচনের বিরোধিতায় গুণের, অথবা পরিমাণের, অথবা গুণ ও পরিমাণের পার্থক্য
দেখা যায়।
4. বচনের বিরোধিতার সম্পর্কটি কীরূপ সম্পর্ক?
উত্তর: বচনের বিরোধিতার সম্পর্কটি হল একধরনের যৌক্তিক
সম্পর্ক।
5. বচনের বিরোধিতা কয়প্রকার ও কী কী?
উত্তর: বচনের বিরোধিতা চারপ্রকার-বিপরীত, অধীন-বিপরীত, অসম ও বিরুদ্ধ বিরোধিতা।
6. বিপরীত বিরোধিতায় বচন দুটি কীরূপ?
উত্তর: বিপরীত বিরোধিতায় বচন দুটি হল ভিন্ন ভিন্ন গুণের
সামান্য বচন।
7. অধীন-বিপরীত বিরোধিতায় বচন দুটি কীরূপ?
উত্তর: অধীন-বিপরীত বিরোধিতায় বচন দুটি হল ভিন্ন ভিন্ন
গুণের বিশেষ বচন।
৪. বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য করো।
উত্তর: বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে
পার্থক্য হল- বিপরীত বিরোধিতার ক্ষেত্রে সমজাতীয় অথচ ভিন্ন ভিন্ন গুণের দুটি
সামান্য বচন থাকবে, কিন্তু অধীন বিপরীত বিরোধিতার
ক্ষেত্রে দুটি সমজাতীয় অথচ ভিন্ন ভিন্ন গুণের বিশেষ বচন থাকে।
9. অসম বিরোধিতায় বচন দুটি কীরূপ?
উত্তর:একটি বচন সামান্য ও আর-একটি বিশেষ বচন যাদের গুণ এক।
10. বিরুদ্ধ বিরোধিতায় বচন দুটি কোন্ ধরনের?
উত্তর: বিরুদ্ধ বিরোধিতায় একটি বচন হল সামান্য ও আর-একটি
বচন হল বিশেষ এবং এদের গুণ হল ভিন্ন ভিন্ন।
11. বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে কীসের পার্থক্য দেখা যায়?
উত্তর: বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে গুণ ও পরিমাণের পার্থক্য
দেখা যায়।
12. অসম বিরোধিতার ক্ষেত্রে কীসের পার্থক্য থাকে?
উত্তর: অসম বিরোধিতার ক্ষেত্রে শুধুমাত্র পরিমাণের পার্থক্য
থাকে।
13. বিপরীত ও অধীন-বিপরীত বিরোধিতায় কীরূপ পার্থক্য দেখা যায়?
উত্তর: বিপরীত ও অধীন-বিপরীত বিরোধিতায় শুধুমাত্র গুণের
পার্থক্য দেখা যায়।
14. অ্যারিস্টটলের মতে বিরোধিতা কয়প্রকার ও কী কী?
উত্তর: অ্যারিস্টলের মতে বিরোধিতা দু-প্রকার-বিপরীত
বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতা।
15. নব্যমতে বিরোধিতা কয়প্রকার ও কী কী?
উত্তর: নব্যমতে বিরোধিতা একপ্রকার এবং তা হল বিরুদ্ধ বিরোধিতা।
👉Paid Answer ( For membership User)
Editing by- Rita Moni Bora