Chapter
6
প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়
---------------------
MCQ
a) পূর্বগ
b) অনুগ
c) বিকল্প
d) অংশ
2. বৈকল্পিক বচনের প্রথম অংশটি যে নামে পরিচিত, তা হল-
a) পূর্বগ
b) অনুগ
c) প্রথম বিকল্প
c) দ্বিতীয় বিকল্প
3. বৈকল্পিক বচনের দ্বিতীয় অংশটি যে নামে পরিচিত, তা হল-
a) অনুগ
b) পূর্বগ
c) প্রথম বিকল্প
d) দ্বিতীয় বিকল্প
4. 'হয় দাম কমবে অথবা দাম বাড়বে।'-এটি যে ধরনের বচন তা হল-
a) প্রাকল্পিক বচন
b) বৈকল্পিক বচন
c) সংযৌগিক বচন
d) নিরপেক্ষ বচন
5. 'বৈকল্পিক
নিরপেক্ষ যুক্তির একটি বচন বৈকল্পিক হবে।'- বিবৃতিটি
হল-
a) সংশয়াত্মক
b) মিথ্যা
c) সত্য
d) আপতিক
6. বৈধ বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সংক্ষিপ্ত আকারটির রূপ হল-
a) M. P.
b) D. S.
c) M. T.
d) C. D.
7. D. S.-র পুরো নাম হল-
a) Dogmatica System
b) Derivative Science
c) Demonstrative System
d) Disjunctive Syllogism
৪. অবিসংবাদী বৈকল্পিক বচনে দুটি বিকল্প একসঙ্গে যা হতে পারে, তা হল-
a) মিথ্যা
b) সত্য
c) সত্য অথবা মিথ্যা
d) সংশয়পূর্ণ
9. বিসংবাদী বৈকল্পিক বচনে দুটি বিকল্প একসঙ্গে যা হতে পারে, তা হল-
a) সত্য
b) মিথ্যা
c) একটি মিথ্যা এবং একটি সত্য
d) সংশয়পূর্ণ
10.
হয় P অথবা Q P নয় .: Q |
-আকারটি হল
a) বৈধ
b) অবৈধ
c) সংশয়পূর্ণ
d) বৈধ বা অবৈধ
11. হয় P অথবা Q
-যুক্তির
আকারটি হল P Q
নয় |
a) বৈধ
b) অবৈধ
c) সংশয়পূর্ণ
d) বৈধ এবং অবৈধ উভয়ই
উত্তর: b) অবৈধ
12. বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় যে ধরনের যুক্তি, তা হল-’
a) মৌলিক
b) জটিল
c) মিশ্র
d) অমিশ্র
উত্তর: c) মিশ্র
13. বৈকল্পিক নিরপেক্ষ যুক্তির গঠনে
a) একটি বৈকল্পিক বচন থাকে
b) একটি প্রাকল্পিক বচন থাকে
c) একটি প্রশ্নসূচক বচন থাকে
d) একটি বিস্ময়সূচক বচন থাকে
উত্তর: a) একটি বৈকল্পিক বচন থাকে
14. বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সর্বদাই যে বচন হয় তা হল-
a) বৈকল্পিক বচন
b) প্রাকল্পিক বচন
c) নিরপেক্ষ বচন
d) স্ব-বিরোধী বচন
উত্তর: c) নিরপেক্ষ বচন
15. বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়-
a) একটি অমাধ্যম ধরনের যুক্তি
b) একটি সমার্থক ধরনের যুক্তি
c) একটি মাধ্যম ধরনের যুক্তি
d) একটি সংক্ষিপ্ত ন্যায় ধরনের যুক্তি
উত্তর: c) একটি মাধ্যম ধরনের যুক্তি
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি
1. নিরপেক্ষ যুক্তির বচনগুলি কীরূপ?
উত্তর: নিরপেক্ষ যুক্তির বচনগুলি হল নিরপেক্ষ বচন।
2. যৌগিক যুক্তির বচনগুলি কীরূপ?
উত্তর: যৌগিক যুক্তির বচনগুলি হল সাপেক্ষ ও নিরপেক্ষ উভয়ই।
3. নিরপেক্ষ বচন কাকে বলে?
উত্তর: যে বচনে কোনো শর্ত থাকে না, তাকেই বলে নিরপেক্ষ বচন।
4. 'সকল P হয় Q'-এটি কোন্ ধরনের বচন?
উত্তর: এটি হল একটি নিরপেক্ষ বচন।
5. নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি কি সাপেক্ষ বচন হতে পারে?
উত্তর: না, সাপেক্ষ বচন হতে পারে না।
6. নিরপেক্ষ বচন দিয়ে কোন্ ধরনের যুক্তি গঠিত হয়?
উত্তর: নিরপেক্ষ বচন দিয়ে নিরপেক্ষ যুক্তি গঠিত হয়।
7. সাপেক্ষ বচন দিয়ে কোন্ ধরনের যুক্তি গঠিত হয়?
উত্তর: সাপেক্ষ বচন দিয়ে সাপেক্ষ যুক্তি গঠিত হয়।
৪. কোন্ ধরনের বচন দিয়ে যৌগিক যুক্তি গঠিত হয়?
উত্তর: নিরপেক্ষ এবং সাপেক্ষ-এই দুই ধরনের বচন দিয়ে গঠিত হয় যৌগিক যুক্তি।
9. যৌগিক বচন কাকে বলে?
উত্তর: যে বচনে একাধিক সরল অংশ থাকে, তাকে বলে যৌগিক বচন।
10. সরল বচন কাকে বলে?
উত্তর: যে বচনে একটিই মাত্র সরল অংশ থাকে, তাকে বলে সরল বচন।
11. সরল বচনের অংশগুলিকে কীসে বিভক্ত করা যায়?
উত্তর: সরল বচনের অংশগুলিকে পদে বিভক্ত করা যায়।
12. যৌগিক বচনের অংশগুলিকে কীসে বিভক্ত করা যায়?
উত্তর: যৌগিক বচনের অংশগুলিকে সরল বচনে বিভক্ত করা যায়।
13. 'বৃষ্টি পড়ে' (it rains)-এটি কোন্ ধরনের বচন?
উত্তর: এটি একটি সরল বচন।
14. নিরপেক্ষ ন্যায়ের প্রথম বচনটি কী বচন হয়?
উত্তর: নিরপেক্ষ ন্যায়ের প্রথম বচনটি নিরপেক্ষ বচন হয়।
15. নিরপেক্ষ ন্যায়ে কি কোনো প্রাকল্পিক বচন থাকে?
উত্তর: না, থাকে না।
16. নিরপেক্ষ ন্যায়ে কি কোনো বৈকল্পিক বচন থাকে?
উত্তর: না, থাকে না।
17. 'সূর্য হয় মধ্য গগনে'- বচনটি কোন্ প্রকারের?
উত্তর: এটি নিরপেক্ষ প্রকারের বচন।
18. 'এমন নয় যে রাম সাধু'-এর আকার কী?
উত্তর: বচনটির আকার হল এমন নয় যে P।
👉Paid Answer ( For membership User)
Editing by- Rita Moni Bora