দ্বিতীয় পরিচ্ছেদ
ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ
MCQ
প্রতিটি প্রশ্নের মান 1
সঠিক উত্তরটি নির্বাচন করো।
4. মরু অঞ্চলে ভৌমজলের পরিমাণ
a) খুবই বেশি
b) মাঝারি
c) কম ✔
d) কোনোটিই নয়
5. ভূ-অভ্যন্তরে অ্যাকুইফারের ভূমিকা পালন করে-
a) প্রবেশ্য শিলাস্তর ✔
b) আংশিক প্রবেশ্য শিলাস্তর
c) অপ্রবেশ্য শিলাস্তর
d) কোনোটাই নয়।
6. গিজার হল এক ধরনের
a) ডাইক প্রস্রবণ
b) উয় প্রস্রবণ ✔
c) শীতল প্রস্রবণ
d) সমান্তরাল প্রস্রবণ
7. নিম্নলিখিত যেখান থেকে সর্বদা জল নির্গত হয় তা হল-
a) গিজার
b) আর্তেজীয় কূপ
c) অবিরাম প্রস্রবণ ✔
d) সবিরাম প্রস্রবণ
৪. 'ফনটেন দ্য ভক্রুস' যে ধরনের প্রস্রবণের উদাহরণ-
a) সন্ধি প্রস্রবণ
b) দ্রবণ প্রস্রবণ ✔
c) আগ্নেয় প্রস্রবণ
d) গিজার
9. নিম্নলিখিত কোটি অ-অভিকর্ষজ প্রস্রবণ নয়?
a) আর্তেজীয় প্রস্রবণ
b) আগ্নেয় প্রস্রবণ
c) গিজার
d) ডাইক প্রস্রবণ ✔
10. ভূপুতটের পাদদেশে বিশেষত চক ও চুনাপাথর যখন কাদাপাথরের ওপরে থাকে তখন এর সংযোগস্থল দিয়ে যে প্রস্রবণ নির্গত হয় তাকে বলে-
a) অবিরাম প্রস্রবণ
b) বিদার প্রস্রবণ
c) সংযোগ প্রস্রবণ ✔
d) সন্ধি প্রস্রবণ
11. অভিকর্ষজ প্রস্রবণ নয়-
a) ডাইক প্রস্রবণ
b) চ্যুতি প্রস্রবণ
c) ভক্লুসিয়ান প্রস্রবণ
d) আর্তেজীয় প্রস্রবণ ✔
12. ভৌমজলের ভাণ্ডার অব্যাহত থাকে যার মাধ্যমে
a) জলচক্রের ✔
b) বায়ুচক্রের
c) শিলাচক্রের
d) ভুরাসায়নিক চক্রের
13. মার্কিন যুক্তরাষ্ট্রে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে অবস্থিত 'ওল্ড ফেথফুল' কীসের উদাহরণ?
a) আর্তেজীয় কূপ
b) গিজার✔
c) শীতল প্রস্রবণ
d) চ্যুতি প্রস্রবণ
14. বৃষ্টিপাত ও তুষারগলা জলে পুষ্ট ভৌমজলকে বলে
a) সহজাত জল
b) মহাসাগরীয় জল
c) আবহিক জল ✔
d) উৎস্যন্দ জল
15. যে ভূতাত্ত্বিক স্তরের মধ্য দিয়ে জল পরিবাহিত, ক্ষরিত ও পরিপূরিত হয়, তাকে বলে-
a) ভাদোস জল
b) ভৌমজলস্তর ✔
c) গিজার
d) অ্যাকুইফার
16. সম্পৃক্ত শিলাস্তরের ওপর অসম্পৃক্ত শিলাস্তর থাকলে তাকে বলে-
a) ফ্রিয়েটিক স্তর
b) ভার্ব
c) কৈশিক স্তর
d) ভাদোস স্তর ✔
17. ভৌমজলতলের ওপর প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে বাহিত জলকে বলে-
a) ভাদোস জল ✔
b) সহজাত জল
c) উৎস্যন্দ জল
d) ঘনীভূত জল
18. শুধু বর্ষাকালে যে স্তর থেকে সাময়িকভাবে ভৌমজল পাওয়া যায় সেই স্তরের নাম হল
a) সবিরাম সম্পৃক্ত স্তর ✔
b) ভাদোস স্তর
c) কৈশিক স্তর
d) অবিরাম অসম্পৃক্ত স্তর
19. যে ঋতুতে কেবল সবিরাম প্রস্রবণ থেকে জল পাওয়া যায়-
a) আর্দ্র ঋতু ✔
b) শুষ্ক ঋতু
c) শীতঋতু
d) কোনোটিই নয়
20. পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বক্রেশ্বরে দেখা যায়
a) উয় প্রস্রবণ ✔
b) শীতল প্রস্রবণ
c) গিজার
d) সন্ধি প্রস্রবণ
--------------------------------------------------------------------------------------------------------
অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি
প্রতিটি প্রশ্নের মান 1
1. ভাদোস জল কাকে বলে?
• জলপীঠের ওপরে অবস্থিত প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে যে জল প্রবাহিত হয় তাকে ভাদোস জল বলে।
2. সবিরাম প্রস্রবণ কাকে বলে?
• যে সকল প্রস্রবণ থেকে কেবল আর্দ্র ঋতুতে জল নির্গত হয়, তাবে সবিরাম প্রস্রবণ বলে।
3. জলপীঠ কাকে বলে?
• ভূ-অভ্যন্তরে সম্পৃক্ত স্তরে সঞ্চিত জলের ঊর্ধ্বসীমা বা শীর্ষদেশগুলিকে যুক্ত করে যে রেখা পাওয়া যায়, তাকে জলপীঠ বলা হয়।
4. সম্পৃক্ত স্তর কাকে বলে?
• মৃত্তিকা বা শিলাস্তরের ছিদ্র বা রন্দ্রগুলি যখন জলে পরিপূর্ণ হয়, তখন তাকে সম্পৃক্ত স্তর বলে। এই সম্পৃক্ত স্তরেই ভৌমজল অবস্থান করে।
5. অসম্পৃক্ত স্তর কাকে বলে?
• মৃত্তিকা বা শিলাস্তরের যে স্তরের মধ্য দিয়ে জল সহজেই নীচে চলে যায় অর্থাৎ যে স্তর জল ধরে রাখতে পারে না, তাকে অসম্পৃক্ত স্তর বলে।
6. অ্যাকুইফার কাকে বলে?
• যে ভূতাত্ত্বিক স্তরের মধ্যে দিয়ে জল পরিবাহিত, ক্ষরিত ও পরিপূরিত হয়, তাকে অ্যাকুইফার বলে।
7. সম্পূর্ণ আবদ্ধ অ্যাকুইফার কাকে বলে?
• স্বল্প পরিসর স্থানযুক্ত অ্যাকুইফারের একদিকে অ্যাকুইটার্ড ও বাকি তিন দিকে অ্যাকুইফিউজ ও অ্যাকুইক্লুড থাকলে, তাকে সম্পূর্ণ আবদ্ধ অ্যাকুইফার বলে।
৪. অ্যাকুইটার্ড কী?
• বেলে-দোআঁশ মাটিতে গঠিত উপপৃষ্ঠীয় অংশের স্বল্প প্রবেশ্যতাযুক্ত সম্পৃক্ত স্তরকে অ্যাকুইটার্ড বলে।
9. ভৌমজলের উৎস কী কী?
• ভৌমজল বিভিন্ন উৎস থেকে আসে। যেমন- (i) বৃষ্টির জল, (ii) তুষারগলা জল, (iii) পাললিক শিলায় আবদ্ধ সমুদ্র ও হ্রদের জল, (iv) ম্যাগমার মধ্যে সঞ্চিত উত্তপ্ত ও খনিজসমৃদ্ধ জল, (v) শিলায় প্রবেশকারী সামুদ্রিক বা মহাসাগরীয় জল ইত্যাদি।
10. অ্যাকুইক্লুড কী?
• ভূত্বকের উপপৃষ্ঠীয় অংশে কাদাগঠিত স্তরকে অ্যাকুইক্লুড বলে। এই স্তর জলধারণে সক্ষম কিন্তু জলক্ষরণে অক্ষম।
11. ভাদোস স্তর কাকে বলে?
• ভূপৃষ্ঠ থেকে জলপীঠ পর্যন্ত বিস্তৃত উপপৃষ্ঠীয় স্তরের যে অংশ কখনও সম্পৃক্ত হয় না, কেবল জল অভিকর্ষের টানে এই স্তরের মধ্য দিয়ে সম্পৃক্ত স্তরে পৌঁছোয়, তাকে ভাদোস স্তর বলে।
12. প্রকৃতিগত পার্থক্য অনুযায়ী ভাদোস স্তর কয়প্রকার ও কী কী? • প্রকৃতিগত পার্থক্য অনুযায়ী ভাদোস স্তর তিনপ্রকার। যথা-
(i) মৃত্তিকা জলস্তর, (ii) কৈশিক স্তর এবং (iii) মধ্যবর্তী ভাদোস স্তর।
13. প্রস্রবণরেখা কাকে বলে?
• ভৌমজল যখন ভূপৃষ্ঠের একটি নির্দিষ্ট রেখা বরাবর নির্গত হয়, তখন তাকে প্রস্রবণরেখা বলে।
14. প্রপাতরেখা কাকে বলে?
• সুদীর্ঘ চ্যুতিরেখা বরাবর যখন অসংখ্য প্রস্রবণ থেকে ছোটো ছোটো জলপ্রপাত সৃষ্টি হয়, তখন তাকে প্রপাতরেখা বলে। যেমন- অ্যাপালেচিয়ান পর্বতমালার পূর্বসীমায় প্রপাতরেখা দেখা যায়।
15. ফ্রিয়েটিক স্তর কাকে বলে?
• অপ্রবেশ্য শিলার ওপর প্রবেশ্য শিলার যে অংশ জল দ্বারা সম্পূর্ণ সম্পৃক্ত থাকে, সেই সম্পৃক্ত স্তরকে ফ্রিয়েটিক স্তর বা ভৌমজলস্তর বলে।
উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন
Paid Answer Link (Membership User)